অথেন্টিক গরম মসলার গুঁড়ি | Bangladeshi Authentic Garam Masala Recipe | Gorom Moshla

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • গরম মশলার গুঁড়ি আমাদের দেশী রান্নার একটি অপরিহার্য অংশ। গরম মশলার গুঁড়ি ছাড়া দেশী রান্নার কথা ভাবাই যায়না। তবে সঠিক রেসিপি না জানায় বা সহজলভ্যতার জন্য আমরা চট্ করে বাজার থেকে গরম মশলার একটা প্যাকেট কিনে নিয়ে আসি। কিন্তু সব উপকরণ হাতের কাছে থাকলে মাত্র ১০ মিনিটের কম সময়ে তৈরী করা যায় বাংলাদেশী অথেন্টিক গরম মশলার গুঁড়ি।
    গরম মসলার গুঁড়ি করতে যা যা লাগবে:
    কালো গোল মরিচ ২ টেবিল চামুচ
    লং ১ টেবিল চামুচ
    দারুচিনি প্রায় ১০ সেন্টিমিটার
    ছোটো এলাচ ১৫ টি
    মৌরী ১ চা চামুচ
    জিরা ২ টেবিল চামুচ
    বড় এলাচ ১০ টি
    ধনিয়া ২ টেবিল চামুচ
    তেজ পাতা ৩/৪ টি
    জয়ফল ১ টি
    তৈরী করে আমাদের ফেসবুক rumanar... পেজে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে এই ঠিকানায়: rumana.net/1268

Комментарии • 530

  • @শখেরআয়োজন
    @শখেরআয়োজন 5 лет назад +55

    আমি ইউটিউব দেখে রান্না করি।
    অনেক চ্যানেল থেকে রেসিপি ফলো করে আমি চিকেন ফ্রাই করেছি কিন্তু কোনটাই দোকানের মতো খেতে পারফেক্ট লাগেনা।আপনার রেসিপি ফলো করে আমি পুরো পারফেক্ট চিকেন ফ্রাই বানাতে পেরেছি তাই রান্নার ক্ষেত্রে আপনাকেই আমার বিশ্বস্ত মনে হয়।

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад +7

      অনেক বড় একটা 🧡 দিতে ইচ্ছা করছে। এখানে হয়না 😒

    • @hasinaferdousshakhi2776
      @hasinaferdousshakhi2776 5 лет назад +1

      আমিও অনেক রেসিপি ফলো করে চিকেন ফ্রাই করার চেস্টা করেছি।পারফেক্ট হয়নি।বাট রুমানা আপুর রেসিপি ফলো করে একদম পারফেক্ট হয়েছে।তারপর থেকে কোনো রেসিপি চাইলে আপুর চ্যানেলেই ঢু মারি।

    • @nuzattabassum5557
      @nuzattabassum5557 5 лет назад

      @@rumanaranna 😅😅😅

    • @marufarokshana3283
      @marufarokshana3283 5 лет назад +3

      @@rumanaranna আপু, আপনি কোন ব্র‍্যান্ডের গ্রাইন্ডার ব‍্যবহার করেন বলবেন প্লিজ

    • @nasreenakhter1087
      @nasreenakhter1087 4 года назад

      Amar vabio bollo chicken fry receipe ta perfect. Uni ejonnoi sob Ar cheye alada

  • @taleyabadhan2456
    @taleyabadhan2456 4 года назад +9

    আপু, আপনার প্রতিটি রেসিপিই দেখি,একদম পারফেক্ট। একটা প্রশ্ন ছিলো আপু,গরম মসলা আর শাহী গরম মসলার পার্থক্য কি?

  • @Sumaiyah_with_an_H
    @Sumaiyah_with_an_H 4 года назад +4

    আজকে এটা বানিয়েছি। খুবই সুন্দর গন্ধ হয়েছে। 😄 ম ম করছে একেবারে!
    থ্যাংকস আপু আপনার সুন্দর টিপ্সের জন্য 🥰

  • @rafiqulislam3587
    @rafiqulislam3587 4 года назад

    আমি শুধুমাত্র ইউটিউবে তোমার রান্না দেখি তুমি অত্যন্ত যত্ন সহকারে কাজ করো পাশাপাশি তুমি স্পষ্ট ভাবে কথা বল তোমার রান্না আমার খুব ভালো লাগে

    • @rumanaranna
      @rumanaranna  4 года назад

      অনেক ভালোবাসা রইলো

  • @nisharahman6317
    @nisharahman6317 5 лет назад

    আজকে আপনার রেসিপিতে গরম মসলার গুঁড়ি বানালাম । সারা ঘর ঘ্রাণ মৌ মৌ করছে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

  • @iqlasdewan723
    @iqlasdewan723 4 года назад +1

    আপনার গরম মসলার বিভিন্ন উপকরণ গুলো দেখলাম খুব ভালো লাগলো আর অনেক ব্যস্ততার মাঝে থেকেও, আপনার এই রেসিপিটি দেখলাম ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিত্য নতুন রান্না করে আমাদেরকে দেখান আপনাকে অসংখ্য ধন্যবাদ.
    Managing Director of Abrar Fashion Tex

  • @shanuzaman9866
    @shanuzaman9866 5 лет назад

    আপু গরম মসলার রেসিপি তো পেলাম বানিয়েছি অসম্ভব সুন্দর গন্ধ বের হয় রান্নার সময় সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমি রীতিমত আপনার রান্নার বা আপনার একজন ভক্ত।আপু কাবাব মসলার রেসিপিটা চাই যাতে করে আমাদের বাজার থেকে কিনতে না হয়।আশা করি আপু আপনি বুঝতে পেরেছেন ।please please please

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад

      এই মসলার মধ্যেই একটু আমচুর দিয়ে কাবাব মসলা বানাতে পারো। 🙂

    • @shanuzaman9866
      @shanuzaman9866 5 лет назад

      আপু কতটুকু আমচুর পাউডার দিব?

    • @shanuzaman9866
      @shanuzaman9866 5 лет назад

      এই পরিমান গরম মসলার সাথে কতটুকু দিতে হবে

    • @shanuzaman9866
      @shanuzaman9866 5 лет назад

      আপু দয়া করে উওর দিন

  • @শখেরআয়োজন
    @শখেরআয়োজন 5 лет назад

    আজকে চটপটি মসলা আপনার রেসিপি দেখে বানালাম।সেই চাট মসালা দিয়ে সবজি পাকোড়া বানিয়েছি। মাসাআল্লাহ।

  • @khadijanaima7328
    @khadijanaima7328 5 лет назад +2

    আপনার রান্না যেমন কথাগুলা তেমন করে বুঝিয়ে বলেন, অনেক ধন্যবাদ আপি

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад +1

      অনেক ভালোবাসা রইলো

  • @samiasultana8640
    @samiasultana8640 4 года назад

    আপু আপনার রান্না আমার বরাবরই খুবই ভালো লাগে। আপনার মত করেই আমি রান্না করার সব সময় চেষ্টা করি। এতে করে রান্না গুলো খুবই টেস্টি হয়। আপু আপনি মসলার জন্য কোন ব্লেন্ডার ইউজ?

  • @snrahman2325
    @snrahman2325 3 года назад +2

    গরম মসলার রেচিপি অনেক ভাল হয়েছে।

  • @simpleinfobd
    @simpleinfobd 8 лет назад +2

    ধন্যবাদ আপা
    আপনার প্রত্যেকটি বিষয়ে বিস্তারিত আলোচনা খুব ভালো লাগে।
    আপা একটা রিকুয়েষ্ট বিরিয়ানী মশলা কিভাবে তৈরি করবো একটা ভিডিও দিয়ে ভালো হতো।

    • @rumanaranna
      @rumanaranna  8 лет назад +3

      আমি বিরিয়ানী তে এই গরম মসলাটাই ব্যবহার করি। কাচ্চি, হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানী, তেহারী, ইলিশ পোলাও সবগুলোই আমার চ্যানেলে আছে। আর সবগুলোতেই এই গরম মসলা দিয়েছি। ☺️

  • @rimiahsaan5526
    @rimiahsaan5526 Год назад

    apnar recipe gulai best. Ami kichu korar holei apnar recipe tai khuji sobar agey.

  • @jameahmed2459
    @jameahmed2459 4 года назад

    আপু তুমি এত সুন্দর করে গুছিয়ে বল, বুঝতে অনেক সহজ হয়।আর আমি তোমার রেসিপি গুলো ফলো করি।আসলেই অনেক মজা হয়।love u apu😍😍

  • @sadamonysada1870
    @sadamonysada1870 5 лет назад +1

    Apu apnar ai recipe ta aj abar 2nd bar korlam Alhamdulillah onnak valo hoyche dua roilo apnar jonno

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад

      অনেক ভালোবাসা রইলো

    • @anika8395
      @anika8395 5 лет назад

      মৌরি, জয়ফল এগুলার দাম কেমন আপু? শুধু এটা করার জন্য কিনব।

  • @parikaarin9444
    @parikaarin9444 5 лет назад

    Apu akhon tomar ay mosla chara amr coley na.ki j nice smel.kato bar j baneachi hisab rakhi nai.onkk thxx apu

  • @morshedakhanam8206
    @morshedakhanam8206 3 года назад

    Apu apnar blender ta kon brand er please janaben thanks

  • @aktherrubina5963
    @aktherrubina5963 6 лет назад

    Apu, ami olpo kichudin dhore ytube e ranna dekhci.Tomer channel ti khubi upokari Mone hoy.Gotokali tomer shahi chola ranna korechi . Excellent hoeche.To eikhane ekta qs chilo..gorom moshlagulo dhue nite hobe kina. hole kivabe?? Tomer abong Tomer familr jonno shuvo kamona.

  • @umsultan2919
    @umsultan2919 7 лет назад

    আল্লাহ তোমাকে ভাল রাখুন তোমার সব রান্নার রেসিপি আমার ভাল লাগে

    • @rumanaranna
      @rumanaranna  7 лет назад

      অনেক অনেক ধন্যবাদ 💕💕

  • @irinrahman7022
    @irinrahman7022 3 года назад

    Romana apu..apnr sob recipe gulu sob somoi khub easy hoi...tnx Apu🥰😍

  • @juhiskitchen4555
    @juhiskitchen4555 3 года назад

    আন্টি আমি ইন্ডিয়া থেকে আপনার ভিডিও দেখি. আমরা রোজ যে সকল রান্না করি সেই রান্নার 1টাই মসলা রেসিপি যদি বলতেন খুব ভালো হতো.

  • @anjelaalam4206
    @anjelaalam4206 3 года назад

    আমি এই গরম মসলা অনেক বার করেছি সত্যিই অনেক ভালো হয়

  • @payalmondal8777
    @payalmondal8777 7 лет назад

    Nice, bolechi didivai mutton kinte gele mutton er kon dik theke valo mangso pawa jabe ?? Mane taste full hobe

  • @nusratjahansayma640
    @nusratjahansayma640 4 года назад

    Microoven e korle kotokokhn lgbe

  • @shafiqaafsha698
    @shafiqaafsha698 6 лет назад +2

    03:26
    তবে গ্রাইন্ড করার পরপরই বয়ামে রাখা যাবে না।ঠান্ডা করে বয়ামে রাখতে হবে কারণ গ্রাইন্ড করার ফলে মসলা গুলো গরম হয়ে যায়।
    ধন্যবাদ আপু।আমি আপনার এই রেসিপিটাই ফলো করি,তবে এতে আমি জয়ত্রিও এড করি।।

    • @rumanaranna
      @rumanaranna  6 лет назад +1

      সব রান্নায় জয়ত্রী লাগেনা। তাই পরিমাণ ঠিক রাখতে জয়ত্রী রান্নায় দেয়াই ভালো।

    • @shafiqaafsha698
      @shafiqaafsha698 6 лет назад

      @@rumanaranna ধন্যবাদ আপু।এটা তো জানতাম না।

    • @rumanaranna
      @rumanaranna  6 лет назад +2

      যেমন সবজিতে যদি গরম মসলা দি, তাতে জয়ত্রীর দরকার নাই। জয়ত্রী মাংসেই দেয়া ভালো। 🙂

    • @shafiqaafsha698
      @shafiqaafsha698 6 лет назад

      @@rumanaranna ❤❤❤

  • @dr.fauziasobhan3769
    @dr.fauziasobhan3769 8 лет назад +1

    Thanks apu. Amar khub proijon chilo apnar ei recipe ti. Thanks again

  • @আহমেদখান-ভ৮ঠ

    apu. ajke ami koresi. apnr rsp follow kore garam masla puro ghor sugandi hoye gese.tnx apu.

  • @akbarmoriom4552
    @akbarmoriom4552 8 лет назад

    ধন্যবাদ আপু। এই ভিডিও টা আমাকে অনেক সাহায্য করেছে ☺☺

  • @raobao
    @raobao 7 лет назад +1

    অসংখ্য ধন্যবাদ আপু 🌷🌷
    আমি সবসময় নিজেই গরম মসলা তৈরী করি।
    অনেক ভালবাসা আপনাকে ও আপনার পরিবারকে 💗💕💗
    দিলরুবা

    • @rumanaranna
      @rumanaranna  7 лет назад +1

      বাসায় তৈরি গরম মসলার গুঁড়ির কোনো তুলোনাই হয় না। তোমার জন্যও অনেক ভালোবাসা। 💕💕

    • @raobao
      @raobao 7 лет назад

      রুমানা আপু, ঠিক বলেছেন 👌🏼👌🏼
      এইমাত্র একেবারে খাঁটি আমাদের বাংলাদেশী আখনী পোলাও বানিয়ে আসলাম 😊😊
      মেয়েরা স্কুলে ওদের বাবা আনতে গেছেন। সবাই আসলে ইনশা'আল্লাহ খাবো। আপা আমার সব মসলা ঘরে গুঁড়ো করি। শুধু মরিচ আর হলুদ বাদে। দোয়া করবেন। ভালো থাকেন 💕💗
      দিলরুবা xx

    • @rumanaranna
      @rumanaranna  7 лет назад +1

      তোমার মেয়েদের আমার আদর দিও। ☺

    • @raobao
      @raobao 7 лет назад

      রুমানার রান্নাবান্না , আপু আপনিও আমার মেয়েদের পক্ষ থেকে সালাম নিবেন। 💕💓

    • @rumanaranna
      @rumanaranna  7 лет назад +1

      ওয়া আলাইকুম ☺

  • @farzan1655
    @farzan1655 2 года назад

    রাধুনি গুড়ি কি গরুর মাংসের ভূনাতে ব্যাবহার করা যাবে?করলে কেমন হবে আর পরিমাপ

  • @shahanazakter3080
    @shahanazakter3080 4 года назад

    Accha apu agulo tele neyar age ki wash korte hbe na?????????????

  • @rafiqulislam3587
    @rafiqulislam3587 4 года назад +1

    আমি রান্না করার সময় তোমার চ্যানেলে ঢুকে তারপর দেখে দেখে রান্না করি

  • @lijaislam3049
    @lijaislam3049 2 года назад

    Very helpful tnq luv u 🙂

  • @forkanuddinsami5812
    @forkanuddinsami5812 4 года назад

    আমার wife আপনার রান্নাগুলো ট্রাই করে। অসাধারন।

    • @rumanaranna
      @rumanaranna  4 года назад

      অনেক ধন্যবাদ

  • @lailarin1501
    @lailarin1501 8 лет назад

    I live in abroad. apnar ai gorom moslar recipe ta amr ja dorkar silo ki bolbo. sob somoy ata sara amk ranna korte hoto. apnar recipe follow kore baniyesi..its perfect. thank u so much

  • @dubaifoodievlogs789
    @dubaifoodievlogs789 2 года назад

    খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপু

  • @muhammadalvijahid5259
    @muhammadalvijahid5259 5 лет назад

    Thank you apu....video ta create korar jonno...onek din dhore video ta khujtesilam ajk pelam.....

  • @Barsha-zq5hq
    @Barsha-zq5hq 3 года назад

    Apu eta kon companir grinder??

  • @muntasirsafa8703
    @muntasirsafa8703 2 года назад

    Ei moshla jdi kalo bhuna te dei tahole kalo bhuna te alada kore ki ar nutmeg dite hobe?

    • @rumanaranna
      @rumanaranna  2 года назад

      Watch the Kala Bhuna recipe for clarification

  • @Nafisayeas12
    @Nafisayeas12 4 года назад

    ata ki panasonic blender,, plz apu janaben...karon ami apnar recipe always follow kori tai ei blender ta kinbo nam ta bolle

  • @shaharachowdhury7051
    @shaharachowdhury7051 24 дня назад

    আস সালামু আলাইকুম। রুমানা কেমন আছেন? গরমে আমাদের দেশে বাতাসের আদ্রতা অনেক বেশিই থাকে, তাই এই গরম মশলার গুড়ি কী রেফ্রিজারেটারে সংরক্ষণ করা যায়?

    • @rumanaranna
      @rumanaranna  21 день назад

      বাতাস না লাগলেই মসলা ভালো থাকবে, ফ্রিজের দরকার নাই

  • @イスラムカイルー
    @イスラムカイルー 8 лет назад

    thnx api perfect ekta gorom moshla gura korar recipe khujchilam, r apni diye dilen. ☺☺

  • @rajiaafreenhena3967
    @rajiaafreenhena3967 5 лет назад +1

    Apu amr onek valo lagce....❤

  • @surayaakter9684
    @surayaakter9684 10 месяцев назад +1

    আমি এইমাত্র গরম মসলার গুরা তৈরি করলাম গন্ধটা একটুকু ভালো হয়নি। আপনার রেসিপি আমার কাছে বিশ্বস্ত ছিল। But 😟

    • @rumanaranna
      @rumanaranna  10 месяцев назад

      তুমি আমার ভিডিও ফলো করো নাই আপি। অনেক ভিডিও দেখে কিছু একটা করতে চেয়েছো।

    • @surayaakter9684
      @surayaakter9684 10 месяцев назад

      @@rumanaranna আমি ইতালি থেকে নতুন রাঁধুনি। আপু আমি অপনার কাবাব, স্যুপ, মাছ সহ অনেক রেছিপি ফলো করেছি🙂। আজ সেম ভাবেই গরম মসলা তৈরি করেছি 😒

  • @meeracheera113
    @meeracheera113 8 лет назад

    apo apnar sob rannai amr khub valo lage.apo ami qater thaki,abong sekane bose apnar sob recipes golo theke.

    • @rumanaranna
      @rumanaranna  8 лет назад

      Thanks a lot for watching my vedioes & pls keep us in your prayers. 😍

  • @humayraamirza2954
    @humayraamirza2954 4 года назад

    Chicken and beef rannar jonno per kg Te koto tuku dete hobe ba koy chamoch plz janaben

    • @rumanaranna
      @rumanaranna  4 года назад

      সেটা রেসিপিতে বলা থাকে আপি

  • @sharminshampa7822
    @sharminshampa7822 6 лет назад

    এই গরম মশলাটা যখন তৈরি করছিলাম মনে মনে একটু ভয় হচ্ছিল না জানি কেমন হয়। কিন্তু রান্নাতে ব্যাবহারের পর মনে হলো ওয়াও দারুন, অসাধারন। আপনার রান্না দেখে মনে হয় ইশ যদি আপনার মতো রাধুনী হতে পারতাম 😔😔 আসলে সবার তো সব গুন থাকেনা। কি আর করা 😒😒

    • @rumanaranna
      @rumanaranna  6 лет назад +1

      আরে,রান্না করতে করতে তুমিও একসময় আমার মত হয়ে যাবে।

    • @sharminshampa7822
      @sharminshampa7822 6 лет назад

      @@rumanaranna কি যে বলেন না আপু 😮 রান্নার ব্যাপারে আপনার যে নলেজ আমার সেখানে জিরো ☺

  • @majestic6303
    @majestic6303 3 года назад +1

    2 tbsp black pepper
    1 tbsp cloves
    10 cm (4 inches) cinnamon sticks
    15 green cardamoms
    1 tbsp fennel seeds
    2 tbsp cumin seeds
    10 black cardamon
    2 tbsp coriander seeds
    3-4 bay leaves
    1 nutmeg

  • @zinatrehana4116
    @zinatrehana4116 3 года назад

    MasaAllah Apu.Apner Grinders Name Ki Please Janaben?

  • @fahimalita4453
    @fahimalita4453 3 года назад

    কালো এলাচ কি দিতেই হবে?

  • @tanjibmahmudnirjhar2039
    @tanjibmahmudnirjhar2039 6 лет назад

    আপু আপনি ব্লেন্ডার কোনটা ব্যাবহার করেন?

  • @msrume1938
    @msrume1938 7 лет назад

    kub upokar holo thanks apu

  • @magferatjannat2618
    @magferatjannat2618 5 лет назад

    4kg beef biriyanir jonno koto toko mosla use korbo janaben plzzz

  • @shiuvosorkar9842
    @shiuvosorkar9842 4 года назад

    Good

  • @bloggersaiflslam4882
    @bloggersaiflslam4882 8 лет назад

    আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এই রেসিপি টা দেওয়ার জন্য

    • @rumanaranna
      @rumanaranna  8 лет назад

      তোমাদের ভালো লাগলেই আমরা খুশি। 😍

  • @irinrahman7022
    @irinrahman7022 3 года назад

    Apu akta rqst chilo...bzr e j,magic moshla pawa jai oita ghore kivabe toiry korbo plz aktu dekabn.....plz plz plz

    • @rumanaranna
      @rumanaranna  3 года назад

      তোমার কথা বুঝিনি আপি, পারলে বাংলা/English লিখবে।

  • @rockshanashanta9289
    @rockshanashanta9289 3 года назад

    আপু মসলা গুলো কি পানি দিয়ে ধুয়ে, শুকিয়ে নিতে হবে? অনেক সময় মসলাতে ময়লা থাকে তাই জিজ্ঞেস করলাম।

    • @rumanaranna
      @rumanaranna  3 года назад +1

      ধুয়ে নিয়ে কড়া রোদে 3/4 দিন শুকিয়ে নিবে।

    • @rockshanashanta9289
      @rockshanashanta9289 3 года назад

      ধন্যবাদ আপু ❤️❤️❤️

  • @mimmaislam1105
    @mimmaislam1105 4 года назад +1

    u r a life saviour❤❤

  • @zinatrehana4116
    @zinatrehana4116 4 года назад +1

    MasaAllah Guni Apu

  • @khannasima8024
    @khannasima8024 4 года назад

    আপি এগুলো কি আগে ধুয়ে নিতে হবে?,,,,,, নাকি না ধুলে ও চলবে?

  • @rotnaislam1956
    @rotnaislam1956 5 лет назад

    Apu ai moslata ki sob torakaritei use kora jbe naki alada alada recipi te...??use kora jbe na kise kise

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад

      মাংস, কাবাব বা বিরিয়ানি জাতীয় খাবার ব্যবহার করতে পারবে।

  • @mosarofhossain4148
    @mosarofhossain4148 4 года назад

    Very good I like your recipe

  • @mitalyroy965
    @mitalyroy965 8 лет назад

    apo eta jekono place like kitchen self e rekhe songrokkhon korbo?? naki frezze rakbo??

    • @rumanaranna
      @rumanaranna  8 лет назад

      না না ফ্রীজে না।

  • @robelhasan4479
    @robelhasan4479 8 лет назад

    khub bhalo laaglo rumana apu...

  • @রাইসারসেলাইঘর-চ৩ছ

    ভালো লাগছে

  • @naziaarif7528
    @naziaarif7528 4 года назад

    apu eta te ki joitri add kora jabe??? gele koto tuku dea jabe ektu janaben...

    • @rumanaranna
      @rumanaranna  4 года назад +1

      জয়ত্রী আমি সরাসরি রান্নায় দেই

  • @sanjidaflora2738
    @sanjidaflora2738 6 лет назад

    Apu eta ki meat,biriyani,tehari te use kora jabe? Naki shahi gorom masala use korte hbe meat e

    • @rumanaranna
      @rumanaranna  6 лет назад

      আমি সব কিছুতে এটাই ব্যবহার করি

  • @bhramarkundu9885
    @bhramarkundu9885 7 лет назад

    didi sab tarkari te ki aro garom masla daoa jabe na sudhu mangshote

    • @rumanaranna
      @rumanaranna  7 лет назад +1

      মাংস, কাবাব, বিরিয়ানী এগুলোতে ব্যবহার করা যাবে। ☺️

  • @shiddharthasankar1066
    @shiddharthasankar1066 8 лет назад +1

    Hu.aber buztae parci.kub valo hoyce.Apu,apni ato jotno korae sob buzan,kub valo lagae.accha,taholae joiotri amra kisae kisae use korbo aktu bolben kindly?
    Kivabae use korbo? Betae na sudu chirae dibo?

    • @rumanaranna
      @rumanaranna  8 лет назад

      Thanks a lot dear. 💜💙 জয়ত্রী কোন কোন রান্নায় দেই সেটা কিন্তু আমি ভিডিওতে বলে দেই। কিভাবে + কতটুকু সেটাও বলে দেই। 🙂🙂

  • @crizzencrystel9579
    @crizzencrystel9579 4 года назад

    Boro elach na dele kichu hobe? Please reply

    • @rumanaranna
      @rumanaranna  4 года назад

      তোমার কি মনে হয় আপি?

    • @crizzencrystel9579
      @crizzencrystel9579 4 года назад

      @@rumanaranna mone hocche kichu hobena apo

    • @rumanaranna
      @rumanaranna  4 года назад

      আপি, ফ্লেভার কম হবে। টেস্ট কমে যাবে।

  • @sanjidamunmun1828
    @sanjidamunmun1828 3 года назад

    আপু গ্রামের হিসেবে একটা মসলার রেসিপি দাও প্লিজ যেটা সব ধরনের মাংস রান্নায় ইউজ করা যাবে

    • @rumanaranna
      @rumanaranna  3 года назад

      একেক রেসিপির একেক মাপ, তাই জানতে রেসিপি ফলো করতে হবে।

  • @ranendey819
    @ranendey819 5 лет назад +1

    Concept is good about teaching!

  • @SaifulIslam-qd5yh
    @SaifulIslam-qd5yh 6 лет назад +1

    Very helpful video apu.thank u so much.i love you so much.

  • @nasreenakther3210
    @nasreenakther3210 8 лет назад

    ai mosla kon kon item a use kora jabe

  • @qwertykeyboard427
    @qwertykeyboard427 5 лет назад +4

    ভেজাল এর দিনে নিজের বানানো রং বিকল্প নেই,
    Thank you.

  • @armonaakter8037
    @armonaakter8037 8 лет назад

    Oh...bt apu joyetri ta ki direct dile pest kore dite hobe naki asto ta e diye dite hobe ar per teaspoon gorom masalar sathe koto toko joyetri use korbo api?

    • @rumanaranna
      @rumanaranna  8 лет назад

      সব রান্নায় জয়ত্রির দরকার নাই। আমি যেটাতে দি সেটায় কতটুকু দিতে হবে দেখিয়ে দি।

    • @makusmon
      @makusmon 8 лет назад

      রুমানার রান্নাবান্না apu Ami korle darchini ta vangte chai na kono vabei Ki kora jai???

    • @rumanaranna
      @rumanaranna  8 лет назад

      +Mohammad Ashraful kabir এটা হয়তো ব্লেন্ডার এর সমস্যা। ভালো কম্পানির না হলে ভালো করে গুঁড়ো হতে চায় না। ☺

    • @makusmon
      @makusmon 8 лет назад

      রুমানার রান্নাবান্না,হতে পারে ,Sebec এর ব্লেন্ডার।আপু আপনার ব্লেন্ডার এর নামটা যদি বলতেন তাহলে খুঁজে দেখতাম।বাইরে গরম মশলা পাওয়া যায় না,নিজে করা ছাড়া উপায় নাই। thanks for your reply

    • @rumanaranna
      @rumanaranna  8 лет назад

      আমারটা ফিলিপস কোম্পানীর।

  • @nusratshanta4521
    @nusratshanta4521 4 года назад +2

    আমার নানু দাদুর সময় থেকে এভাবে মসলা করত তবে তা মিকচার মেশিনে না যাকে বলে গাইল ব্যবহার করে।

  • @nurulabsar9324
    @nurulabsar9324 7 лет назад

    Apu kurban er mangshe Jodi ei gorom moshla ta ready kore dei taile ki r elach tejpata eigula r gota dite hobe mangshe ?

    • @rumanaranna
      @rumanaranna  7 лет назад +1

      অবশ্যই দিতে হবে ভাইয়া। ☺

  • @ranendey819
    @ranendey819 5 лет назад

    Good Better Best recipie.

  • @fatemakhatun5212
    @fatemakhatun5212 7 лет назад

    apu apnar blender ta kon brander.apnak deki vorta o eta i korte tai jante cachilam.

    • @rumanaranna
      @rumanaranna  7 лет назад

      আপি, এইখানে তো বলতে পারব না। আমার fb পেজে নক কর। ☺

  • @zakiasultana476
    @zakiasultana476 Год назад

    1 kj goas a kototuku masala dibo?

    • @rumanaranna
      @rumanaranna  Год назад

      আপি পারলে বাংলায় লিখবে।

  • @viper8311
    @viper8311 5 лет назад

    It was a nice recipe. I was wondering which grinder did you use to make the spice powder.

  • @nurulakher7310
    @nurulakher7310 4 года назад

    মেথি এবং করা যাবে কি?

  • @nujaimapriontee5808
    @nujaimapriontee5808 8 лет назад

    wow....srsly dokaner chaitew valo eta😘

  • @MdHarun-ol6wk
    @MdHarun-ol6wk 4 года назад

    rumana apu এক কেজি মাংসে মসলার পরিমান কতটুকু?

    • @rumanaranna
      @rumanaranna  4 года назад

      ডিপেন্ড করবে কোন স্টাইলে রান্না করবে তার উপরে

  • @shahanazakter3080
    @shahanazakter3080 5 лет назад

    Accha apu ami Onek gulo (1 boyam)gura kore onno moshlar moto onek din shongrokkhon kore rakhte parbo??????

    • @rumanaranna
      @rumanaranna  5 лет назад

      বাতাস লাগবে না, আর ভেজা চামুচ ডোবাবে না

  • @afyt2563
    @afyt2563 7 лет назад

    Hello Apu ai masalata ki shob kisuty use kora jaby ? Many je kuno magshoty ? Pls janaby

    • @rumanaranna
      @rumanaranna  7 лет назад

      হ্যাঁ আপি। ☺️

  • @asmahabib8535
    @asmahabib8535 4 года назад

    Jehetu tala jabe na,sehetu ki rode diye kora jabe.

  • @abulkhayer9715
    @abulkhayer9715 5 лет назад

    আপু কাল গুল মরিচ না দিলে হবে না

  • @md.ataullahsheikh2897
    @md.ataullahsheikh2897 4 года назад

    আপু আপনি কোন ব্র্যান্ডের ব্লাইন্ডার ইউজ করেন???
    Please.....

  • @ayvaayaydin633
    @ayvaayaydin633 6 лет назад

    Apu graindar kon brander ta bashi valo r Prize ta kmon??

  • @MdSohel-fn3tk
    @MdSohel-fn3tk 10 месяцев назад

    Assalamu alaikum apu nutmeg skip korte parbo karon nutmeg haram

    • @rumanaranna
      @rumanaranna  10 месяцев назад

      Please study religion properly.

    • @MdSohel-fn3tk
      @MdSohel-fn3tk 10 месяцев назад

      @@rumanaranna you can check nutmeg haram Saudi Arab ban nutmeg mace

    • @rumanaranna
      @rumanaranna  10 месяцев назад

      Please study religion properly. And study why it's banned and forbidden for what.

    • @MdSohel-fn3tk
      @MdSohel-fn3tk 10 месяцев назад

      @@rumanaranna apu onek kisu haram soya sauce oyster sauce vanilla essence paste ar nutmeg mace nesha type Avon ajonno boro boro Islamic boktara nutmeg consume korte mana kore ar amar apnar ranna valo lage ajonno dekhi

    • @rumanaranna
      @rumanaranna  10 месяцев назад

      1: You seem like an educated person, please follow Islam by studying yourself and not by following some Businessmen who sells his words as Islam to make money and get popular. Muhammed encouraged us to study.
      2: None of the ingredients you have mentioned are forbidden. You intentionally look for words like these and this is why you get answers like that from speakers who sell their words as Islam to make money.
      3: Also learn to type Bangla with Bangla alphabets. You are insulting our language.
      4: Back to your original topic, nutmeg can be consumed as drug. Any drug is forbidden. But ingredients like Puppy Seed, Nutmeg, Mace are not forbidden when you do not consume them as drugs. Same as you consume preservative alcohol with your medicines or use alcohol for hygiene purposes.

  • @saifulislamuzzal85
    @saifulislamuzzal85 4 года назад

    Apu rannay kototuku moshla dibo...

    • @rumanaranna
      @rumanaranna  4 года назад

      সেটা রেসিপির ভিডিওতে বলে দেই।

  • @lijaislam3049
    @lijaislam3049 2 года назад

    Tnq luv u 🙂

  • @jinatara4526
    @jinatara4526 4 года назад

    আপু ফিশ সস ওয়েস্টার সস সয়া সস দীর্ঘদিন সংরক্ষণের উপায় কি

  • @farzanakhanom2259
    @farzanakhanom2259 7 лет назад

    apu tomar ei grinder ta kon brand er?

  • @sadikasultana1542
    @sadikasultana1542 3 года назад

    আসসালামু আলাইকুম আপু।
    এই মসলা যেকোন মাংস রান্নার ক্ষেত্রে কসানোর সময় যে বাটা মসলা দেই তার পরিবর্তে দিতে পারব কিনা নাকি নামানোর আগে দিব।আপু প্লিজ বলবেন

    • @rumanaranna
      @rumanaranna  3 года назад +1

      আপি, যে রান্নায় যে পরিমানে লাগে, সেটা সেই রেসিপিতেই বলে দেই আমি। 🙂

    • @sadikasultana1542
      @sadikasultana1542 3 года назад

      @@rumanaranna ধন্যবাদ আপি

  • @sohanighosh1090
    @sohanighosh1090 6 лет назад +1

    Onk sundor hoache apu

  • @majestic6303
    @majestic6303 3 года назад

    Why didn’t you add joyotri?

  • @roserose7089
    @roserose7089 5 лет назад +1

    Pan er niche paposh keno apu?