Top 10 Private University in Bangladesh 2024|বাংলাদেশের সেরা ১০ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ২০২৪

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 49

  • @bdshortcutacademy
    @bdshortcutacademy  9 месяцев назад

    প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কোন প্রশ্ন থাকলে কমেন্টবক্সে জানাতে পারো। তোমাদের জন্য শুভকামনা রইল।

  • @catsdotcom245
    @catsdotcom245 5 месяцев назад +2

    International Islamic university Chittagong ( IIUC) er name ki suncen ?

  • @18_arpon
    @18_arpon 5 месяцев назад +1

    Southeast or Daffodil for CSE?

    • @bdshortcutacademy
      @bdshortcutacademy  5 месяцев назад

      দুইটাই Best.. Southeast এ ট্রাই করতে পারেন।

  • @jannatulfatemahashi1560
    @jannatulfatemahashi1560 2 месяца назад

    22 batch..... Agriculture ar jonno kun private university best?

    • @bdshortcutacademy
      @bdshortcutacademy  2 месяца назад

      প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও কৃষি নিয়ে কেন? আর কোন বিষয় পাইলা না পড়লে ভালো বিষয় নিয়েই পড়ো। যদিও আমি ডি মটিভেট করতে চাই না কিন্তু সত্যি কথা কি জানো আমাদের বাংলাদেশে সবকিছুর কি কদর সঠিকভাবে হয়? বিশ্বের অন্যান্য দেশে ঠিকই কদর করতে জানে এজন্যই সেগুলো উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে তাদের দেশে শুধুমাত্র প্রকৌশলী আর ডাক্তারের মধ্য সীমাবদ্ধ না। ওই সকল দেশে যোগ্য কৃষিবিদও আছে তারা সঠিকভাবে চাষাবাদের মাধ্যমে অনেক ফসল ফলায় কিন্তু বাংলাদেশে কি সেটা নাই কেউ সেই রকম হতে চাইলেও দিবে না কদর নাই। আমাদের দেশে এখন শুধুমাত্র মুখস্থ করে পরিক্ষা দিয়ে বিসিএস ক্যাডার প্রকৌশলী আর ডাক্তার এসবই ঠিক পেশা আর বাকিসব কামলা। তাই এই বাস্তবতার জন্য বললাম প্রাইভেটে পড়বে তো ওই সাবজেক্ট কেন লোকের দৃষ্টিতে ভালো সাবজেক্ট নিয়ে পড়ো তোমাকেও তো বাচতে হবে।

  • @kanizfatama7879
    @kanizfatama7879 6 месяцев назад

    Viya southest niye kisu bolen.. Kmn University????

    • @bdshortcutacademy
      @bdshortcutacademy  6 месяцев назад

      প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্য এটিও একটি ভালো ইউনিভার্সিটি আর বাকি রইল অর্থনৈতিক ব্যাপারটা যদি সামর্থ্য থাকে তবে পড়তে পারো কোন সমস্যা নাই।

  • @didar50
    @didar50 8 месяцев назад

    For CSE which university is best for 6-7lak UAP or southeast or any other university!??

    • @bdshortcutacademy
      @bdshortcutacademy  8 месяцев назад

      ৬-৭ লাখ টাকায় CSE এর জন্য বেস্ট যদি বলি তবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বলব এরপর UAP। আর আপনার বাজেট যদি আরও বাড়াতে পারেন তাহলে southeast এ ট্রাই করতে পারেন।

    • @MehediHasan-zd9wc
      @MehediHasan-zd9wc 8 месяцев назад

      ​@@bdshortcutacademyDaffodil e CSE te cost 9 lack 31 hajar.

    • @bdshortcutacademy
      @bdshortcutacademy  8 месяцев назад

      @@MehediHasan-zd9wc UAP তে ট্রাই করতে পারো। আর ইদানীং সবকিছুতেই খরচ বেশি আমাদের সাধারণত মানুষেররা অসহায়।

    • @techearn5984
      @techearn5984 6 месяцев назад

      ​@@bdshortcutacademy southeast e khoros uap theikao kom

    • @bdshortcutacademy
      @bdshortcutacademy  6 месяцев назад

      @@techearn5984 ভিডিওতে তো দেওয়া আছে।

  • @nomannir1528
    @nomannir1528 7 месяцев назад

    Civil ar jonno vercity konta hobe???

    • @bdshortcutacademy
      @bdshortcutacademy  7 месяцев назад

      নর্থ সাউথ, আহসানউল্লাহ, AIUB ইত্যাদি।

    • @mahsayem
      @mahsayem 6 месяцев назад

      Uap​@@bdshortcutacademy

  • @NA-qt7hf
    @NA-qt7hf Месяц назад

    ভাইয়া 2024 এর টপ ইউনিভার্সিটি ভিডিও চাই

    • @bdshortcutacademy
      @bdshortcutacademy  Месяц назад

      ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব।

  • @chionsaha4875
    @chionsaha4875 7 месяцев назад

    Daffodil university ta journalism kmn vai

  • @joysadhu4714
    @joysadhu4714 8 месяцев назад

    Without exam LLB best University aca dhaka ta??

  • @tandrasinha6987
    @tandrasinha6987 6 месяцев назад

    ভাইয়া,স্টামফোড ইউনিভার্সিটির এডমিশন কবে?

    • @bdshortcutacademy
      @bdshortcutacademy  6 месяцев назад

      স্টামফোড ইউনিভার্সিটির অফিয়াল ওয়েবসাইটে চেক করো এই সংক্রান্ত তথ্য পেতে পারো।

  • @SazidAhmed-vx4mn
    @SazidAhmed-vx4mn 8 месяцев назад

    For BBA?
    Southeast naki uap naki Ulab?

    • @bdshortcutacademy
      @bdshortcutacademy  8 месяцев назад

      BBA এর জন্য NSU/ ULAB ভালো হবে।

  • @NA-qt7hf
    @NA-qt7hf Месяц назад

    CSE ব্রাক নর্থ সাউথ কত টাকা লাগে

    • @bdshortcutacademy
      @bdshortcutacademy  Месяц назад

      নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (NSU) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বা সংশ্লিষ্ট কোনো বিভাগের পড়াশোনা করতে খরচ নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টরের উপর, যেমন টিউশন ফি, সেমিস্টার ফি, অন্যান্য সেবার খরচ ইত্যাদি। তবে, আমি এখানে ২০২৩ সালের তথ্যের ভিত্তিতে একটি আনুমানিক খরচের ধারণা দিতে পারি, যেগুলি সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। তাই নিশ্চিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা ভর্তি অফিসে যোগাযোগ করা উচিত।
      ### ১. টিউশন ফি
      - **প্রথম বর্ষ (CSE)**: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে CSE বিভাগের টিউশন ফি সাধারণত প্রতি সেমিস্টারে প্রায় **৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা** হতে পারে।
      - **সেমিস্টারের ভেতরে** বিভিন্ন কোর্স বা সাবজেক্টের জন্য অতিরিক্ত কিছু ফি (যেমন ল্যাব ফি, কোর্স ফি) থাকতে পারে।
      ### ২. অ্যাডমিশন ফি
      - প্রথমবার ভর্তি হওয়ার জন্য **এডমিশন ফি** প্রায় **১০,০০০ থেকে ২০,০০০ টাকা** হতে পারে।
      ### ৩. নিবন্ধন ও অন্যান্য ফি
      - **সেমিস্টার রেজিস্ট্রেশন ফি** এবং অন্যান্য নিয়মিত ফি যোগ হলে, প্রতি সেমিস্টারে আনুমানিক **৫,০০০ থেকে ১০,০০০ টাকা** অতিরিক্ত খরচ হতে পারে।
      ### ৪. লাইব্রেরি এবং অন্যান্য সুবিধা:
      - **লাইব্রেরি ফি** বা **ইন্টারনেট/কম্পিউটার ফি** যেমন অতিরিক্ত পরিষেবার জন্য কিছু ফি থাকতে পারে।
      ### ৫. বই এবং শিক্ষাসামগ্রী
      - কোর্সের বই, সফটওয়্যার, প্রজেক্ট বা অন্যান্য পড়াশোনার সামগ্রীও খরচের মধ্যে আসে। এগুলির জন্য এককালীন বা সেমিস্টারের মধ্যে আনুমানিক খরচ **৫,০০০ থেকে ১৫,০০০ টাকা** হতে পারে।
      ### ৬. হোস্টেল ও অন্যান্য আবাসন খরচ
      - যদি আপনি ক্যাম্পাসের হোস্টেলে থাকতে চান, তাহলে **হোস্টেল ফি** প্রায় **১০,০০০ থেকে ২০,০০০ টাকা** প্রতি মাসে হতে পারে, অবস্থান এবং রুমের ধরন অনুযায়ী।
      ### ৭.খাবার এবং পরিবহন
      - বিশ্ববিদ্যালয়ে খাওয়ার খরচ এবং অন্যান্য পরিবহন খরচ (যদি আপনি বাইরে থেকে আসেন)ও মোট খরচের একটি অংশ হতে পারে। সাধারণত, **৫,০০০ থেকে ১০,০০০ টাকা** মাসিক খরচ হতে পারে।
      ### মোট খরচ:
      একজন ছাত্রের জন্য প্রতি সেমিস্টারে মোট খরচ আনুমানিক **৬০,০০০ টাকা থেকে ৮০,০০০ টাকা** হতে পারে, যদি আপনি শুধুমাত্র টিউশন ফি এবং অন্যান্য মৌলিক খরচগুলো গণনা করেন। তবে, হোস্টেল বা অন্য বিশেষ সুবিধার জন্য খরচ আরও বাড়তে পারে।
      ### উল্লেখযোগ্য বিষয়
      - বিশ্ববিদ্যালয়ের ফি এবং খরচ প্রতিবছর পরিবর্তিত হতে পারে, তাই সর্বশেষ তথ্য পেতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা ভর্তি অফিসে যোগাযোগ করা উচিত।

  • @AyshaSovhan-r4w
    @AyshaSovhan-r4w 7 месяцев назад

    BA hons In English .. r jnno low cost a Konta vhlo hobe

    • @bdshortcutacademy
      @bdshortcutacademy  7 месяцев назад

      নর্থ সাউথ, ড্যাফোডিল এগুলোতে ট্রাই করতে পারেন।

  • @pritomsarkar585
    @pritomsarkar585 8 месяцев назад

    Where is BRAC U?

    • @bdshortcutacademy
      @bdshortcutacademy  8 месяцев назад

      ব্র‍্যাক ইউনিভার্সিটি তালিকায় নাই।

    • @binduanan5079
      @binduanan5079 3 месяца назад

      Brac koto number?

  • @ShahidKhan-yv8hd
    @ShahidKhan-yv8hd 6 месяцев назад

    ডেফডিল নাম্বার ৩??

    • @bdshortcutacademy
      @bdshortcutacademy  6 месяцев назад

      এখানে র‍্যাঙ্কিং দেখানো হয় নাই। রেন্ডম সিরিয়াল এটা।

  • @AnjumanLipi
    @AnjumanLipi 8 месяцев назад

    ২০২৪ সালের ভর্তির তারিখ কি প্রকাশিত হয়েেছ?

    • @bdshortcutacademy
      @bdshortcutacademy  8 месяцев назад

      একেক ইউনিভার্সিটিতে একেক সময় তারিখ দেয় তাই তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিন।

  • @hasanrahat6543
    @hasanrahat6543 9 месяцев назад +1

    Brac nai???
    Dhoner ranking!

    • @bdshortcutacademy
      @bdshortcutacademy  9 месяцев назад +1

      ব্রাকের র‍্যাঙ্কিং তো বিবেকের খাতাতেও নাই। এই প্রতিষ্ঠানে বেশ কিছুদিন আগে কিছু সমকামিতার ঘটনার কিছু অংশ গণমাধ্যমসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কল্যাণে বাইরে বেরিয়ে এসেছে সেই শিক্ষক মহোদয় চাকরিও হারিয়েছে বটে। এটা তো ছোট্ট একটু ছিল। এই প্রতিষ্ঠান সমকামিতার মতো এরকম বড় এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এদের লক্ষ্যে অনেক বড়। তাই অন্ততপক্ষে আমি একজন ব্যাক্তি হিসাবেও চাইব না আমার সন্তানেরা এই প্রতিষ্ঠানে গিয়ে তাদের বলীর পাঠা হোক। উক্ত প্রতিষ্ঠানটি সমকামিতাকে বৈধ করা মতো বড় এজেন্ডা নিয়ে এগোচ্ছে।

  • @Magnolia-bu1ek
    @Magnolia-bu1ek 7 месяцев назад

    aisob altu faltu ranking paican koi? Video make korar age aktu ranking nia khuja khuji korte hoy

    • @bdshortcutacademy
      @bdshortcutacademy  7 месяцев назад

      আলতু ফালতু র‍্যাঙ্কিং বলে নাই এখানে র‍্যাঙ্কিং দেখানো হয় নাই। আর হ্যাঁ যাদের ব্র‍্যাক ইউনিভার্সিটির নাম না দেওয়াতে চুলকানি আছে তাদের ভিডিও দেখা লাগবে না। স্কিপ করে চলে যেতে পারেন।

  • @armanazom2890
    @armanazom2890 Месяц назад

    Bracu,iiuc এই লিস্টেই নাই,সেরা ১০ টা ফালতু ভিডিও এর মধ্যে এই ভিডিও একটি😂

    • @bdshortcutacademy
      @bdshortcutacademy  Месяц назад +1

      ফালতু কমেন্টরদের মধ্যে তুমি একজন ফালতু লোক। তাই ফালতু কমেন্ট করেছো। মাথায় কিছুই নাই সেরা ১০ টা চিনবা কিভাবে ফালতু কমেন্টর।

    • @armanazom2890
      @armanazom2890 Месяц назад

      @bdshortcutacademy প্রতিদান
       জসীম উদ্দীন
      আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর,
      আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
      যে মোরে করিল পথের বিবাগী-
      পথে পথে আমি ফিরি তার লাগি,
      দিঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর;
      আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।
      আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি,
      যে গেছে বুকে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি।
      যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ,
      আমি দেই তারে বুকভরা গান,
      কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর,-
      আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
      মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি
      রঙিন ফুলের সোহাগ-জড়ানো ফুল মালঞ্চ ধরি।
      যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী,
      আমি লয়ে সখি তারই মুখখানি,
      কত ঠাঁই হতে কত কীযে আনি সাজাই নিরন্তর-
      আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।

  • @nirmalchandramazumdar6203
    @nirmalchandramazumdar6203 6 месяцев назад

    টাকার খেলা।

    • @bdshortcutacademy
      @bdshortcutacademy  6 месяцев назад

      জ্বি

    • @shobujsorkarshovo501
      @shobujsorkarshovo501 Месяц назад

      LLB কোন u. y ভালো হবে ভাইয়া কম বাজেটে প্লিজ