শিক্ষক-শিক্ষিকাদের নতুন ট্রান্সফার পদ্ধতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হলো

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 307

  • @baidyanathhansda426
    @baidyanathhansda426 Год назад +24

    আসল কথা হল- ১। নিয়োগ আর হবে না।, ২। ট্রান্সফারের ভয় দেখানো। ৩। পার্টির বশবর্তী ক'রে রাখা।

    • @chandanbandyopadhyay6140
      @chandanbandyopadhyay6140 Год назад +4

      স্কুল ছাত্রই নেই তো সেখানে টিচার নিয়োগ করে কি হবে? শহরের টিচার দের গ্রাম এ পাঠিয়ে দেওয়া হক। বহুদিন অনারা ক্লাস একদম না করে গাদা বেতন নিয়ে যাচ্ছেন। একটু খেটে খান ।

    • @kakalighoshsarkar8630
      @kakalighoshsarkar8630 Год назад

      Right

    • @mousumisarkardas7215
      @mousumisarkardas7215 Год назад

      সহ মত

  • @sandeepdas190
    @sandeepdas190 Год назад +17

    সবার আগে অনলাইন সার্ভিস বুক চালু করা উচিত নইলে এই ট্রান্সফারের চক্করে সব গুলিয়ে যাবে।

  • @rajabhargav2480
    @rajabhargav2480 Год назад +14

    নিজেদের অনিহা - অযোগ্যতায় SSC বন্ধ , আর যে শিক্ষক শিক্ষিকারা councilling এর মাধ্যমে স্কুলে নিযুক্ত তাদের নিয়ে এখন টানাটানি শুরু করেছে ! এ দিকের জল ও দিকে ঢেলে আর কতদিন??

  • @Omnamohshibay
    @Omnamohshibay Год назад +5

    স্কুলের অবলুপ্তি আরও নিশ্চিত হলো। আরও একধাপ এগিয়ে গেলো।

  • @RahulDas-bg8zk
    @RahulDas-bg8zk Год назад +44

    আসল কথা হল ssc টিচার রিক্রুটমেন্ট আর করবে না। তার বদলে ট্রান্সফার হবে।

    • @tarunpani9890
      @tarunpani9890 Год назад +3

      তাতে ক্ষতি কি? নাহলে আসি যাই মাইনে পাই

    • @dibyenduchaudhuri4793
      @dibyenduchaudhuri4793 Год назад

      @@lalitnarayansaha2813 koi jokon vulval medical karon dekhiea utsoshree r maddime sohorer scl e transfer nen r gram er scl gulo kana hoe jai tokon to mone thake na eto nitikotha??sohorer teachers room e bosar jauga nei r jelar scl bondho hobar upokrom...sob govt job bank ba pvt job ei ek jaigai max 5 yr thaka jai...apnader o majhe majhe transfer hobe..tate eto kosto keno??

    • @dibyenduchaudhuri4793
      @dibyenduchaudhuri4793 Год назад

      @@lalitnarayansaha2813 dhus...se apnr bari gram e bole..jevabe jal certificate r poisa diea utsoshree transfer hoeche seta sobai jane..ekon ontoto teacher der theke niti sikte bolle gadha o hasbe...ta je scl e gelen sekhan theke 5 yr por transfer e eto kosto keno??abr onno district ba sohore....govt job ba bank ba centeal er job er moto...seta pochondo noi...oi barir kache bose netagiri korben r okan theke retire korarben....eto prb thakle chakri chere din na...onk lokjon je kono jaigai job korte mukhiea ache...poranor to icche nei khali transfer transfer r transfer

  • @sudiptachakraborty7468
    @sudiptachakraborty7468 Год назад +4

    বিষয়টি খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ 🙏

  • @sanjibdutta2404
    @sanjibdutta2404 Год назад +11

    স্যার দূরের টিচারদের ট্রান্সফারের একটা অপশন রাখলে ভালো হয়। ১০ বছর ধরে ২০০কিমি দূরে আছি। মানে নিজের জেলাতেও ptr দেখে ট্রান্সফার দিলে দূরত্ব ও কমে আর ছাত্র শি ক্ষক অনুপাত ও ঠিক থাকে।

  • @shrabanigirisamanta9689
    @shrabanigirisamanta9689 Год назад +1

    একদম ঠিক কারন শিক্ষক ও ছাত্র ratio ওর দিকটা মাথায় রাখা হয়েছে। শিক্ষকদের ও মূল্যায়ন করার ব্যবস্থা করা হলে ভালো হতো কারন শিক্ষক ও শিক্ষিকারা কেমন শিক্ষা দিচ্ছেন ছাত্র ছাত্রীদের সেটা উঠে আসতো।

    • @mousumisarkardas7215
      @mousumisarkardas7215 Год назад +1

      YOU r most welcome
      You r invited to teach a school where admits only less talented and poor students. If you take the challenge I will suggest you some schools.
      Pls give me ur ph no. I personally will provide the name of those schools.

  • @asmitaadhikarimunu9412
    @asmitaadhikarimunu9412 Год назад +9

    স্যার, সিঙ্গেল সাবজেক্ট টিচারদের কি হবে? আমার phy. Education. ট্রান্সফার কি হবে বলে মনে হয়? কিছু বলুন।

  • @subhraprakashsamanta9317
    @subhraprakashsamanta9317 Год назад +17

    এই নিয়ম প্রাইমারী স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তাইতো স্যার।।। উৎসশ্রী র মাধ্যমে যেমন ট্রান্সফার হচ্ছিল সেরকম হবে তো অদূর ভবিষ্যতে?? জানালে উপকৃত হব স্যার।।।

  • @narottamdutta4267
    @narottamdutta4267 Год назад +14

    কোর্ট এর অর্ডার কে হাতিয়ার করে টিচার দের ভীত সন্ত্রস্ত করে রাখা
    নতুন নিয়োগ হলে সবই তো ঠিক thak হতো

    • @গানেরভুবন-বীরেশ
      @গানেরভুবন-বীরেশ Год назад

      আসলে আবার টাকার খেলা হবে।আগে টাকা দিয়ে উৎস্যশ্রীতে কাছে নিয়ে আসা,এখন ট্রান্সফার না হওয়ায় জন্য নতুন করে টাকা খাওয়া।

    • @chandanbandyopadhyay6140
      @chandanbandyopadhyay6140 Год назад

      নতুন নিয়োগ হবে কেন? ছাত্র শূন্য স্কুলে টিচার রা কি চেয়ার টেবিল কে পড়িয়ে স্যালারী তুলবে? আগে teacher student ratio 40 জন পিছু 1 শিক্ষক করে অতি রিক্ত শিক্ষক কে গ্রামে পাঠিয়ে যদি দেখা যায শিক্ষক দরকার,সেখানে consolidated Pay তে নিয়োগ হক। তবে সবার আগে দরকার অনুপাত বজায় রাখা। শহর এ বেশির ভাগ schoole টিচার অতিরিক্ত। তাদের নিয়ম করে বদলি দরকার।

  • @piyalirajak123
    @piyalirajak123 Год назад +5

    শিক্ষা কর্মীদের জন্য কিছু বলুন

  • @sanghamitrabakshimondal8918
    @sanghamitrabakshimondal8918 Год назад +4

    যে সমস্ত শিক্ষিকারা 50 এর উপরে তাদের আবার অন্যত্র বদলি না করাই শ্রেয়।

  • @nilkantamaji9541
    @nilkantamaji9541 Год назад +8

    স্যার প্রাইমারি শিক্ষকদের মিউচিয়াল ট্রান্সফার কি ভাবে হবে?

  • @agnibarnade4243
    @agnibarnade4243 Год назад +19

    উচ্চমাধ্যমিক স্কুলে PTR ratio কিভাবে নির্ণয় করা হবে যেহেতু H.S সেকশনে স্পেশালাইজড সাবজেক্ট teacher থাকে।

  • @Abdur180
    @Abdur180 Год назад +5

    এটা surplus teacher arrangement এর নতুন বিজ্ঞপ্তি। উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে ট্রান্সফারের নয়। তাই নতুনদের আগে সুযোগ দেওয়া হবে এটা শুনে বিভ্রান্ত হবেন না। প্রথমে এটা শুনে আমারো একটু সমস্যা হয়েছিলো বুঝতে।

    • @aninditadey7150
      @aninditadey7150 Год назад

      উৎসশ্রী তাহলে বন্ধ হয়ে গেলো?

    • @Abdur180
      @Abdur180 Год назад +1

      @@aninditadey7150 আপাতত খবর যে জুন মাসের পর পোর্টাল খুলবে। তারপর কি হবে দেখাযাক।

  • @ShamimAhmed-rm4rx
    @ShamimAhmed-rm4rx Год назад +13

    এসবগুলো তাড়াতাড়ি চালু হবে, শুধু D.A দেওয়ার ব্যাপারে গড়িমসি।

  • @saikatsubba5968
    @saikatsubba5968 Год назад +5

    প্রাথমিকের ক্ষেত্রেও কি নিয়ম একই নাকি আলাদা করে কিছু যদি একটু পরিষ্কার করেন তাহলে ভালো হয় ।

  • @rajeshsahaneetlinetoline7650
    @rajeshsahaneetlinetoline7650 Год назад +4

    Sir, higher secondary school এ teacher student ratio 1:40, হিসাবে যদি কোনো school এ 2000 students থাকে, তাহলে সেই হিসাবে কতজন teacher bioscience এ secondary section এ এবং HS section এ থাকা উচিত?

  • @arunabhabose518
    @arunabhabose518 Год назад +4

    যে বিদ্যালয়ে post ও single...ফলস্বরূপ teacher ও single...তাঁরা কি আর transfer পাবেন না?

  • @M5870S
    @M5870S Год назад +9

    স্যার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে নুন্যতম কত বছর চাকরি করার পর বর্তমানে কর্মরত জেলা থেকে নিজ জেলায় মিউচ্যুয়াল ট্রান্সফার পাওয়া যাবে? দয়া করে বিষয়টি সম্পর্কে জানালে উপকৃত হবো।

  • @sudipmondal9659
    @sudipmondal9659 Год назад +3

    Utsashree te je transfer application gulo SSC te ache segulo ki hobe?

  • @Oli-cl7zv
    @Oli-cl7zv Год назад +8

    Primary mutual transfer কীভাবে হবে, কবে থেকে হবে, জানালে উপকৃত হবো,

  • @diptendughosh00
    @diptendughosh00 Год назад +3

    HS section ar Beng, Eng ra ki vabe transfer ar apply korben? Ai section te PTR ki vabe mentain hobe?
    MT ar jonno kothay apply Kora jabe akhon? Utshashree to bondho.
    Plz reply.

  • @obaidurrahaman6708
    @obaidurrahaman6708 Год назад +5

    একাধিক বার মিউচ্যুয়াল ট্রান্সফার করা উচিত

  • @subhadiproy5232
    @subhadiproy5232 Год назад +3

    We must admit this is a Very good decision. Eta transferable job hoye jabe ebar.

  • @arka6718
    @arka6718 Год назад

    Ami jodi nijer block e kono school thake tar jonno ki sei school neowar jonno abedon korte pari... application korle kothay korbo and kivabe korbo please give me a suggestion

  • @arka6718
    @arka6718 Год назад

    Sir amar school e amra 4 jon school teacher achhi... English er.......ami utsoshree te ekta school e sobar sese join kori...but transfer er somoy baby child age...4years chhilo....and husband er distance show koriyechhilam.......amar date of joining sobar sese ...tahole kake surplus kora hobe....amkei?

  • @DilipDas-ef4ff
    @DilipDas-ef4ff Год назад +4

    মিউচ্যুয়াল ট্রাসফার হবে কি?এক জেলা থেকে অন্য জেলায়।
    প্রাথমিক স্কুলে।

  • @samiranjana4902
    @samiranjana4902 Год назад +2

    শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার করা হবে স্কুলের স্বার্থে। ট্রান্সফার নেওয়ার জন্য এই নিয়ম নয়।

  • @tarakdas4172
    @tarakdas4172 Год назад +3

    জুনিয়র হাইস্কুলে পিটিআরের তুলনায় শিক্ষক বেশি থাকলে কি ট্রান্সফার পাবো?

  • @krishnaganguli5390
    @krishnaganguli5390 Год назад +3

    এক্ষেত্রে কোনো শিক্ষককে অন্যত্র শিফ্ট হওয়ার প্রয়োজন হলে সরকার তার খরচগুলো দেবে তো ?

  • @bidishachakrabarti355
    @bidishachakrabarti355 Год назад +3

    যারা 2005 সালের Expenditure Act এর আগে appointed, তাদের ক্ষেত্রেও কি এই অর্ডার খাটবে? কারণ কোনও আইন বা অর্ডারের retrospective effect হয় না। আর proper ptr কত?

    • @sukanyaghosh4706
      @sukanyaghosh4706 Год назад

      এটা আমারও জিঞ্জাস্য, কিন্তু ইনি তো উত্তর দেন না।

  • @shaswatichatterjee7639
    @shaswatichatterjee7639 Год назад +3

    Tahole Utsashree te transfer kore bipul sonkhok teacher der sahare anar ki mane,jekhane emnitei maximum school e surplus teacher...

  • @indranilkarmakar5092
    @indranilkarmakar5092 Год назад +1

    Special Ground, Medical Ground (অর্থের বিনিময়ে) এ গণহারে Transfer না হলে এবং Recruitment প্রতি বছর ঠিক ভাবে হলে আজ এই অবস্থা হতো না। Utsashree এর মাধ্যমে সকালেই সুযোগ পেতেন।

  • @anukulchandrabasu1921
    @anukulchandrabasu1921 Год назад +3

    Non teaching staff দের জন্য কোন নতুন পদ্ধতি চালু হচ্ছে কি ?

  • @swapankumarmetya
    @swapankumarmetya Год назад +3

    স্যার,আগেই ঘেঁটে দিয়েছে।আরো ঘেঁটে যাবে।আমরা খালি দিনের পর দিন তথ্য দিতেই থাকবো।কিছু হবে বলে মনে হয় না।

  • @probirpandit8646
    @probirpandit8646 Год назад +3

    স্যার, মিউচুয়াল transfer যেমন হত তেমনি হবে তো ?

  • @kS-td1ol
    @kS-td1ol 13 дней назад

    এমন শিক্ষা দরদী সরকার কে কবে দেখেছে??

  • @payelganguly8532
    @payelganguly8532 Год назад +2

    Mutual transfer এর ক্ষেত্রে কিভাবে হবে?

  • @shreyadas7242
    @shreyadas7242 Год назад +1

    কোনো উচ্চ মাধ্যমিক পর্যায়ের একটি নির্দিষ্ট বিষয়ের শিক্ষক যদি বিদ্যালয়ে একজনই থাকেন এবং এই মুহূর্তে সেই বিদ্যালয়ে সেই বিষয়ের কোনো ছাত্রর ছাত্রী না থেকে থাকে তাহলে ঐ শিক্ষককে কি ট্রান্সফার করা হবে?
    সুচিন্তিত মতামত জানালে খুশি হব।

  • @sujooydignagar
    @sujooydignagar Год назад +1

    Staff pattern নিয়ে একটা ভিডিও বানালে বিষয়টা পরিষ্কার হয় ।

  • @mrinmoypal3532
    @mrinmoypal3532 Год назад

    দাদা আমি আপনার একজন সাবস্ক্রাইবার।আমি সহ শিক্ষক।আমি 28.07.2017 তে Ph.D রেজিস্ট্রেশন করি ও 19.09.22 এ সম্পূর্ন করি। বিদ্যালয়ে 15.09.18 তে যোগদান করি, এখন যদি কেস করি আমি কী অতিরিক্ত দুটি increment পাবো, বা কেস করা কী ঠিক হবে? আমি DI অফিসে ইনফর্ম করেছি কোন উত্তর আসেনি।

  • @snehadrimaitra5697
    @snehadrimaitra5697 Год назад +2

    স্যার প্রাথমিকের ব্যাপারে কি এখনো কোন নির্দেশিকা প্রকাশ হয়েছে জানালে উপকৃত হই

  • @wbjeehsmathematicsforxiand209
    @wbjeehsmathematicsforxiand209 Год назад +1

    এক জেলা থেকে অন্য জেলায় বা দূরবর্তী জেলায় ট্রান্সফার এর প্রভিশন আছে ফরম এ

  • @nirmalpan8427
    @nirmalpan8427 Год назад +1

    Sir Utsashree তে Re-Recommendation গুলোর কি হবে??

  • @mukherjeeenterprises4278
    @mukherjeeenterprises4278 Год назад +2

    Primary school er teacher der kivabe transfer kora hobe seta jodi ektu clear koren sir ...tahole khub e upakrita hoi🙏

  • @debroy6475
    @debroy6475 Год назад

    আগের স্কুলে ট্রান্সফার করলে আমি খুশি। সেখানে টিচার প্রয়োজন।

  • @rinamaitidas6457
    @rinamaitidas6457 Год назад

    মহাশয়, আমি জানতে চাইছি যে প্রাইমারী শিক্ষকদের ট্রান্সফারের ক্ষেত্রে প্রথম স্কুল থেকে শনিবার রিলিজ নিয়ে দ্বিতীয় স্কুলে সোমবার জয়নিং হলে মাঝের দিন রবিবার দিন কি সারভিস্ ব্রেক হবে বা হতে পারে?

  • @Shorts.masti7
    @Shorts.masti7 Год назад +1

    Sir mutual transfer r ki hobe na , ai order অনুসারে??

  • @krishnendupaul1409
    @krishnendupaul1409 Год назад +3

    স্যার, মাদ্রাসার শিক্ষকদের ক্ষেত্রেও কি এই নিয়ম প্রযোজ্য হবে?

  • @anshumanghosh9687
    @anshumanghosh9687 2 месяца назад

    Sir, মিনিমাম কতদিন চাকরির পরে mutual transferre এর জন্য আবেদন করতে পারব।

  • @jystudies1535
    @jystudies1535 Год назад

    আমার বিদ্যালয়ে 11-12 সেকশন এ বিজ্ঞান বিভাগ নেই সেক্ষেত্রে আমি একজন Math(PG) সেকশন এ টিচার কি সারপ্লাস হবো?

  • @sabyasachibhattacharya6665
    @sabyasachibhattacharya6665 Год назад +3

    D.A andolon badha dite abar ei bodmaishi shuru holo.Subject teacher je postgulo faka ache segulo full hochee na keno?

  • @sukhamaymondal4011
    @sukhamaymondal4011 Год назад

    Transfer er khaytrya bangles diksha portal e ki apply kortay hobay?,please janaben.

  • @ajitchakraborty9469
    @ajitchakraborty9469 Год назад

    যোগ্য ও নতুন প্রার্থী নিয়োগ করে সহজে যে সমস্যার সমাধান করা যেত তা না করে আবার একটি vicious circle তৈরি করা হল।

  • @jahiruddinsarkar812
    @jahiruddinsarkar812 Год назад +1

    ১ নং পদ্ধতি তে নতুন দের আগে অগ্রাধিকার দেওয়া হবে, এটার উদ্দেশ্য ভালো নয়।

  • @bonoshreesen5771
    @bonoshreesen5771 Год назад +1

    স্যার আমার বাড়ি পুরুলিয়া য়। আমি হাওড়া জেলাতে স্কুল টিচার। আমি এখন কিভাবে পুরুলিয়া তে ট্রান্সফার হতে পারবো? জানালে উপকৃত হতাম।

  • @tapankumarbisui3997
    @tapankumarbisui3997 Год назад +3

    স্যার এই নিয়মে non teaching স্টাফ রা ট্রান্সফার পাবে তো ? একটু জানাবেন

  • @mamanimurmu2151
    @mamanimurmu2151 Год назад

    Sir, ami 2019 er appointed teacher. 2021 a mutual transfer niye onyo school a esechhi. School a aamii junior. Tahole surplus teacher hisebe aamakei ki first transfer kora hobe? Please, jodi janan🙏.

  • @MusiCraft_Duo
    @MusiCraft_Duo Год назад +1

    সরকার কি স্কুল গ্রন্থাগারিকদের ক্ষেত্রেও ট্রান্সফার এই নিয়ম প্রযোজ্য‌ করেছে?

  • @tdatta1832
    @tdatta1832 Год назад

    একটা প্রশ্ন - ধরুন একটি স্কুলে in general surplus teachers আছেন । কিন্তু কিছু কিছু বিষয়ের শিক্ষক সংখ্যা প্রয়োজনের অতিরিক্ত, আবার ঐ স্কুলেই অন্য কোনো বিষয়ের শিক্ষক কম সংখ্যক আছেন। transfer এর সময় বিষয়ভিত্তিক প্রয়োজন কে বিবেচনা করা হবে তো ?

  • @ritachakraborty4863
    @ritachakraborty4863 Год назад

    দাদা 11shaler আগে jara reteir করেছে তাদের একটা pay comission টাকা bara r একটা অর্ডার বেরিয়ে ছিলো এতো মাস হয়ে গেলো কোন টাকা barlo না . ওটা কি অর্ডার বেরিয়ে ছিলো jodi জানান বা ওটা নিয়ে একটা ভিডিও করেন খুব upokar হয় dhannyabad .

  • @easychemistrypkmaity4684
    @easychemistrypkmaity4684 Год назад

    Kindly,
    এই transfer এর মেমো টা কোথা থেকে download করা যাবে জানাবেন।
    কোথায় পাচ্ছি না।
    wbexpress, wbcssc,wbsed কোথাও তো দেখতে পেলাম না।

  • @darappurhighschool3268
    @darappurhighschool3268 Год назад

    আমার স্কুলে X পর্যন্ত তিনটি শূণ‌্যপদ রয়েছে। শিক্ষক সংখ‌্যা কম। ২০১৫ তে উচ্চমাধ‌্যমিক হলেও কোন post দেওয়া হয়নি। এমনকি হতে পারে যে উচ্চমাধ‌্যমিকের জন‌্যে আমরা শিক্ষক পেতে পারি?

  • @shivendumodak846
    @shivendumodak846 Год назад +2

    দাদা, প্রাইমারীর ক্ষেত্রে কি হবে যদি বলেন।

  • @parimalbiswas2651
    @parimalbiswas2651 Год назад

    পর্যাপ্ত শিক্ষক আছে বলেই any other ground a school NOC দিয়েছিল । Pending case gulo niye vable valo hoi .

  • @debashisghosh6044
    @debashisghosh6044 Год назад

    last বারের Re-recommendation এর পর্যায়ে সে সমস্ত শিক্ষক শিক্ষিকা ঝুলে রয়েছেন, তাঁদের কি কোনো আর সুরাহা হবে?
    জানালে ভালো হয়

  • @shreyansworld4818
    @shreyansworld4818 Год назад

    Sir amar jr high school 0 enrollment,ami one and only single teacher,school theke barir distance 227 km,ami ki amar barir 50 km radius er moddhe transfer pabo?plz guide me.

  • @abhijitkumardas2277
    @abhijitkumardas2277 Год назад +1

    Non teaching der kivave ai rule maintain hobe.

  • @surajitkumarghoshdastidar5712
    @surajitkumarghoshdastidar5712 Год назад +1

    Teacher student ratio ki as Right to Education Act anujayi thik hobe ?

  • @suvrasen1971
    @suvrasen1971 Год назад

    Teacher In Charge transfer er issue kichhu bola hoini.

  • @PURULIARANGAMATIEXPRESS
    @PURULIARANGAMATIEXPRESS Год назад +1

    শিক্ষা কর্মিদের কিছু খবর নেই?

  • @bhabanimondalghosh7534
    @bhabanimondalghosh7534 Год назад

    আমি ভবানী মণ্ডল ঘোষ শারীরিক প্রতিবন্ধী।বয়স হয়েছে 49।ক্রাচ নিয়ে চলাফেরা করতে হয়।আমাকে কী প্রথম তুলে নেওয়া হবে?দুইজন বাংলার শিক্ষিকা।

  • @coco..7763
    @coco..7763 Год назад

    Dada amr school prai 100 kmn dure..ami single mother amr chhele PH...akhon to utshasree portal bondho ache...tobuo anekei transfer order pache case kore...amk ektu help korben dada...amkeo ki case kore transfer nite hobe??

  • @parimalbiswas2651
    @parimalbiswas2651 Год назад +1

    Any other ground a pending case gulo ki hobe?

  • @worshipperoftruth8966
    @worshipperoftruth8966 Год назад +1

    Sir, order ta kindly share korben.

  • @gopalkundu510
    @gopalkundu510 Год назад +9

    Ideal PTR koto 40:1 naki 35:1

  • @ananyachowdhury4495
    @ananyachowdhury4495 Год назад +1

    Special ground transfer ta ki bondho hoye jabe sir?

  • @kS-td1ol
    @kS-td1ol Год назад +2

    যারা উৎসশ্রী তে সবে ট্রান্সফার নিয়েছে, তাদেরকে ও কি আবারো ট্রান্সফার করেদেবে?পুরো প্রক্রিয়াটি কি ডিআই এর মাধ্যমে হবে?

    • @RamDawn
      @RamDawn  Год назад +3

      প্রয়োজন পড়লে ট্রান্সফার করিয়ে দেবে

    • @sanandahari5323
      @sanandahari5323 Год назад

      @@RamDawn notification ta kon website a pawa jabe bolun please

  • @santuadhikary1998
    @santuadhikary1998 Год назад

    Sir নূতন তারা 2018,2019 এ জয়েন করেছেন তার চাকরির মেয়াদ 5 বছর হওয়া লাগবে কি???¿

  • @dipankarlaha1693
    @dipankarlaha1693 Год назад

    স্যার অনুগ্রহ করে আমার একটি প্রশ্নের উত্তর দেবেন। আমি গত ৬বছর আগে একটি অ্যাডিসনাল পোস্ট থেকে একটি পার্মানেন্ট পোস্টে মিউচ্যাল নিয়ে এসেছি। তাহলে কি আমিও সার্প্লাস হতে পারি। আর একজন যিনি আছেন ওনি অ্যাডিসন্যাল পোস্টএ জয়েন করেছে। বিষয় শারিরশিক্ষা।

  • @soumitraroy1123
    @soumitraroy1123 Год назад +1

    Madrasah Teachers er same rule ??

  • @prashantachell6464
    @prashantachell6464 Год назад +2

    Mutual e ki problem?

  • @sutrishnaroy4665
    @sutrishnaroy4665 Год назад +1

    Eta ki sudhu SSC r jonno naki primary teo ei guidelines applicable?

  • @koelgupta6285
    @koelgupta6285 Год назад

    Sir, ekjon teacher jodi matro der bochhor age Administratrative transfer hoye ekta school e permanently eshe thake , kintu student kome jaoyay shekhane ekhon uni surplus, taro ki ei transfer hote pare ei guideline chalu hoyar por?

  • @kakalibhattacharya798
    @kakalibhattacharya798 Год назад

    Sir utsanshree portal e transfer ki ar hobe na june er por ?

  • @sompriyaadhikari2739
    @sompriyaadhikari2739 Год назад +1

    Hons/PG তে Normal Section এ জয়েন, সে্ক্ষেত্রে রুলস্ এ কি করা হবে ।
    শুনে তো ছিলাম কোর্ট একবার অর্ডার দিয়েছিল Normal section গুলোকে Normal এ রাখতে হবে ও Secondary কে Secondary te রাখতে হবে । Transfer এর ক্ষেত্রে কি হবে? সঠিক পরামর্শ দিলে অনেকে উপকৃত হবে।

    • @mousumisarkardas7215
      @mousumisarkardas7215 Год назад

      Sei hisabe aamader school e normal section sab English teacher
      e ache. Aaber school ti H.S.
      Ekhane beyniom hober prochur sujog thakche.

  • @sunphoenix5564
    @sunphoenix5564 Год назад

    Ai niyom ki primary teo applicable?

  • @ujjwalkole1546
    @ujjwalkole1546 Год назад

    Primary head teacher panel niye kono khobor ache sir?

  • @sitarambandyopadhyay7306
    @sitarambandyopadhyay7306 Год назад

    Primary mutual ki bhabe cholbe?guide line ki sir?

  • @sayandiproy5279
    @sayandiproy5279 Год назад +3

    ধন্যবাদ। স্যার এই বিষয়টি কি রামকৃষ্ণ মিশনের সরকারী বিদ্যালয়ের জন্যও কি প্রযোজ্য? ডি আই সাহেবরা কি রামকৃষ্ণ বিদ্যালয়ের সারপ্লাস শিক্ষকদেরও তালিকা প্রস্তুত করবেন? একটু দয়া করে বলবেন।

  • @ballavmahata9358
    @ballavmahata9358 Год назад

    টাণসফার না করে স্কুল গুলো তে দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগের ব্যাবসথা করুক

  • @growgreengg3556
    @growgreengg3556 Год назад

    Sir,please, give us few information about Primary teacher transfer 2023

  • @Soumya.K.SinghaRoy
    @Soumya.K.SinghaRoy Год назад +2

    Ssc is going to be a transferable job

  • @droy812
    @droy812 Год назад +1

    Secondary (Xth standard) school a PTR Koto kindly janaben.

  • @mdajmiralhoque417
    @mdajmiralhoque417 Год назад

    যারা প্রাথমিক স্কুলে নিজ জেলা থেকে ৭০০/৮০০ কিমি দূরে কাজ করছে , তারা কি আন্তরিকতার সাথে ভালো করে কাজ করতে পারছে ?

  • @shyamalbarman3609
    @shyamalbarman3609 Год назад

    যা কামানোর তা কামিয়ে নিয়েছে ,রোজগার বন্ধ দূরের শিক্ষকদের ট্রান্সফারও বন্ধ । দূরের গুলোকে দূরেই পড়ে থাকতে হবে ।

    • @dibyenduchaudhuri4793
      @dibyenduchaudhuri4793 Год назад

      Transfer chalu hok...bt ek posting e max 8 yrs r throughout west bengal...govt employee bank pvt e to serom e hoi...bank e to onno state e...central job eo tai...ami er pokke...bt oi barir kache posting r sekhan theke retire korar manosikota thaka thik noi kokhonoi

  • @mdsajibulhoque8905
    @mdsajibulhoque8905 Год назад

    Mutual ki chalu hobe sir utsashree madhome

  • @ashishbiswas2405
    @ashishbiswas2405 Год назад

    Sir ami 16year job korchi taki to shyampur ii howrah.280 km per day up down.ajo transfer hoy ne, karon sanskrit subject single,ar amar money nay.