অনেক দিন গ্যাপ পরে গিয়েছে, ভিডিও টাইম এ দিতে পারছি না, চ্যানেল তার স্বাভাবিক নিয়মে ডাউন এ, শরীর টা ঠিক যাচ্ছে না, ভালো সময় এর অপেক্ষায় আছি, যখন আবারো একটা ঝাক্কাস এন্ট্রি হবে
কেবল সিকিম নয় লাদাখের প্যাংগং লেক এর কাছে ধান সিং ঠাপা পোস্ট আছে এর ইতিহাস ও কম রোমাঞ্চকর নয় এছাড়া সবথেকে বেশি বীরত্বের পরিচয় দিয়েছিল 62 সালে মেজর শয়তান সিং যেখানে আমাদের মাত্র 132 জন সেনা 5000 চিনা বাহিনীকে খেদিয়ে দিয়েছিল একটা পর্যায়ে যখন আমাদের সেনার কাছে গুলি ছিল না তখন তারা হাতে হাতে যুদ্ধ করেছে এবং নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে একই সঙ্গে 48 সালে ব্রিগেডিয়ার মোহাম্মদ ওসমান এর বীরত্ব ও কম কিছু নয় আজকে বলাই যায় ব্রিগেডিয়ার মোহাম্মদ ওসমান এর জন্য কাশ্মীর আমাদের আছে
@@jobayerrakib2519 কিরে হালা পাডার পো পাডা ভিকারি দেশের রিক্সাওয়ালা 😄 ওরে পাকিস্তানের চো, দোন থেকে আমরাই তাদের রক্ষা করেছি ভুলে যাস না যদিও গুগোল তো আমাদের বাপের সম্পত্তি তবুও ইচ্ছা হলে ক্রস ভেরিফাই করে নিস ভারতের ম্যাপ কিনলে ফ্রিতে তোদের ম্যাপ কিনতে পাওয়া যায় তদের লজ্জা লাগেনা ভিখারি রিক্সাওয়ালা ✌️😂😂 কুড়িটা রেল ইঞ্জিন ভিক্ষা দিয়েছি, ছাদে চড়ে ভ্রমণ করতে ভুলিস না যেন তোরা এসব vlog দেখিসনা, তোরা লুঙ্গি পরা চাচার রিক্সা ব্লক দেখগে যা কারন তোর ভিখারিদেশের রিক্সাওয়ালা মিয়ানমারকে নিয়ে সামলাগেজা তোদের পুটকিমেরে ছেড়ে দেবে নয়তো মিয়ানমারের মাথার ওপর আবার ভারত চীন রাশিয়া সবার হাত আছে ভিখারি কিছুদিন আগেই দেখলাম সৌদি আরবে ভিক্ষা করতে গিয়ে তোদের দুটো ভিখারিদের রিক্সাওয়ালা সৌদির জেলে আনন্দের সঙ্গে হাজতবাস করেছে তদের লজ্জা লাগেনা পাডার পো পাডা
@@jobayerrakib2519 Pakistani khan senar dal jakhon tor ammi ke chire khacchilo takhon bharotiyo sena tor ammi ke bachiye chilo jigges kar tor ammi ke bujhli mirjafor gaddar rohingya
তোমার এই টিপস গুলো দিয়ে প্রত্যেক ভ্রমণপ্রিয় মানুষের খুব উপকার হয়❤️। নাথুলা পাসের ঘটনা খুব ই রোমাঞ্চকর,😱 ভারতীয় সেনা বাহিনীর প্রতি আমরা গর্ব বোধ করি 🇮🇳
অসাধারণ বললে খুব কম বলা হবে। এই সিরিজের প্রতিটি প্রতিবেদন অসামান্য হয়েছে। ক্যামেরার কাজ সত্যজিৎ রায় এর কাছাকাছি। ধারাভাষ্য অনবদ্য। সব মিলিয়ে প্রভুত আনন্দ পেলাম। তাই সামান্য ধন্যবাদ জানান আবশ্যক।
অনেক ধন্যবাদ কাল থেকে দুবার Copyright খেয়েছি এই ভিডিও তে কিছু যুদ্ধের ফুটেজ অ্যাড করেছিলাম চেষ্টা করেছিলাম ভিডিও টা কে একটু অন্যরকম বানাতে, প্রতিটা জায়গার ঘটনাকে ঠিক ছবির মতো তুলে ধরতে
সত্যি বলতে আমাদের দেশের ইতিহাস শুনতে , বর্ডারের গল্প গুলো এত ভালো করে শুনতে শুধু দরকার কৌশিক এর কণ্ঠ। গল্প গুলো আগে থেকে জানা থাকলেও তোমার কাছ থেকে গল্প শুনতে শুনতে আমরাও যেনো চলে গেছিলাম সেই যুদ্ধ ক্ষেত্রে। ভালো থেকো ভাই, এই ভাবেই নতুন গল্প নিয়ে ফিরে এসো খুব তাড়াতাড়ি। অপেক্ষায় থাকলাম ভাই। ভালো থেকো, সুস্থ থেকো।
দাদা তুমি সেরা.. আমিও তোমার দেখা এই তিনটি জায়গায় গিয়েছিলাম, তখন যদিও বয়স ছিলো অনেকটা ছোট্ট.. তবে স্মৃতিটা চাঙ্গা হয়ে গেল, আর বেশ কিছু নতুন তথ্য জানতে পারলাম। খুব ভালো লাগে তোমায়.. ❤️
আজকে আমার নাইট ডিউটি ছিল কিন্তু লাশকাট বাস পাইনি বলে মনটা খারাপ হয়ে গেল কিন্তু তোমার ভিডিও পাওয়ার পর মনটা আনন্দে ভরে গেল ধন্যবাদ কৌশিক দা এত সুন্দর করে পরিবেশন করার জন্য।
দাদা তোমার ভিডিও দেখে আবারও মনে পড়ে গেল সিকিম ভ্রমণের দিনগুলো 🥳🥳 প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম 💙💙💙💙 আর সেই সঙ্গে দাদা তোমার বক্তব্য অসাধারণ 💙💙💙💙💙
নাথুলা পাসে একটা সুন্দর স্মৃতি আমাদের আছে 🇮🇳 সবাই মিলে উপরে আমারা গিয়েছিলাম যখন। চীন সীমান্ত এলাকা চীন সেনারা ও ছিল আমরা ওনাদের দেখে। "ভারত মাতা কি জয়" স্লোগান দিতেই ওনারা চলে যান😄😄 🥰🥰 #bestmoment
ছাঙ্গু আমি দুই বার গেছি.... প্রথম বার তো ধসে আটকে ছিলাম মিলেটারি ক্যাম্পে... সেই বার স্নো ফল হয়ে ছিল.... সেই স্মৃতি আবার ফিরে পেলাম... অসাধারণ লাগলো... ❤❤❤❤
2018, 19 & 21 tin bar gechi infact abaro jabo. Nathula pass ey pouchey Bharat Mata Ki Jai Slogan o diyechi. Saw chinese army come to our side for trading. To put it simply, an entralling experience. Shundor Video. 🙂
আজকেই বিকালে বসে ভাবছিলাম যে কতদিন video আসেনি, দাদা তোমার vLOG আমার কাছে একটা আলাদা মানসিক শান্তি, এত সুন্দর গল্প শুনতে শুনতে কখন যে গল্পের মধ্যে আমি vLOG এর মধ্যে ঢুকে পড়ি বুঝতে পারি না
দুবার ভ্রমণ করেছি। সব স্মৃতি মনে পড়ে গেল। একবার ছাঙ্গুতে হাঁটু সমান বরফ পেয়েছি আর পরের বার বরফ ছিল না শুধু হাড় কাঁপানো হাওয়া পেয়েছি। খুব ভাল লাগল ভিডিও টি। ভাল থাকবেন।
2021 এ গিয়েছিলাম ।তখন নাথুলা যেতে দেওয়া হয় নি ।বাবা মন্দির পর্যন্ত গিয়েছিলাম ,ওখানেই আমার প্রচণ্ড শ্বাস কষ্ট হয়েছিল । কিন্তু সিকিম এর প্রত্যেকটা জায়গা ,ভীষণ সুন্দর ।দার্জিলিং আলাদা সুন্দর আর সিকিম আলাদা ।পেলিং তো মনে হয় হাতে আঁকা ছবি , দারাপ গাও । অসাধারণ সুন্দর প্রত্যেকটি ট্যুরিস্ট প্লেস ❤️❤️❤️❤️❤️ ধন্যবাদ ভাই তুমি আরো একবার ঘুরিয়ে আনলে 🥰🙏🏼 আমি গিয়েছিলাম মার্চে চারিদিকে বরফ আর বরফ ছিল যেন সুইজার ল্যান্ড ❤️
Khub valo laglo.. details ta ..jante pere.....amder moddhy onekai ..puro bepar ta janto na.....but tmi video maddhome dekhale..khub valo laglo...🇮🇳🇮🇳JAI HIND
এই ভিডিও টা অনবদ্য সত্যিই কতো কিছু অজানা তথ্য জানতে পারলাম। আমরা বাড়িতে বসে বসে কত কিছু জানতে পারি না যে সেনা জওয়ান রা আমাদের নিরাপত্তার জন্য দেশের জন্য কত কষ্ট করে। স্যালুট জানাই ভারতীয় সেনাবাহিনী কে 🙏🙏🙏🙏 অপূর্ব সুন্দর ব্লগ টা নাথুলা ছাংগু লেকের সৌন্দর্য অসাধারণ। সন্ধ্যাবেলাতে চেক করলাম দাদার কোনো ভিডিও আপলোড হয়েছে কি। আর ঠিক কিছু পরের নোটিফিকেশন চলে এলো। ❤❤❤
দাদা ,তোমায় দেখে বেড়াতে যাওয়ার নতুন নতুন চিন্তা ভাবনা খুঁজে পাচ্ছি, খুব ভালো লাগছে । তোমার ব্লক দেখতে খুব ভালো । তুমি খুব ভালো থাকো এবং সুস্থ থেকো 👌🏻👌🏻💖
বড় ভালো লাগলো আপনার বর্ননা। আমরা 2002 সালে গ্যাংটক থেকে নাথুলা, বাবা মন্দির ও ছাঙ্গু লেক দেখে এসেছি। তবে নাথুলা আপনি যতটা দেখিয়েছেন পর্যটকদের জন্য তখন এতটা allowed ছিল না। বাকিটা প্রায় একই আছে। তবে রোপওয়ে ছিল না ছাঙ্গু লেকে। আপনার মাধ্যমে আবার নতুন করে দেখা হলো। অনেক ধন্যবাদ
অপূর্ব দৃশ্য। এখন বুঝতে পারছি কেন লোকজন বারংবার নর্থ সিকিমে যায়। সত্যি বলতে কি, কৌশিকের ভিডিও আমাকে সিকিম ভ্রমণের জন্য উদ্বুদ্ধ করল। আর সতর্কীকরণ টা বেশ লাগল। "সুন্দর জিনিস স্বাস্থ্যের পক্ষে হানিকর।" Waiting for your next
অনেক দিন গ্যাপ পরে গিয়েছে, ভিডিও টাইম এ দিতে পারছি না, চ্যানেল তার স্বাভাবিক নিয়মে ডাউন এ, শরীর টা ঠিক যাচ্ছে না, ভালো সময় এর অপেক্ষায় আছি, যখন আবারো একটা ঝাক্কাস এন্ট্রি হবে
এর পর কোথায় গুরু?
Stay safe..stay blessed..ekta bumper aar natun Kaushik ke dekhte chai..
Stay fine dada
শরীর ভালো করে নাও তারপর ঝাক্কাস এন্ট্রির অপেক্ষায় রইলাম ❤️🙏
Stay safe and healthy ❤️❤️
বাবা হরভজন সিং কে মন থেকে স্যালুট জানাচ্ছি স্যার। শরীরের মৃত্যু হয়, কিন্তু আত্মার নয়।
❤❤❤❤❤
নাথুলা pass এর গল্পটা শুনে গায়ে কাঁটা দিয়ে দিল। ঘুরে তো এসেছি কিন্তু এর পিছনে গল্প অজানা। ভারতীয় সেনাবাহিনীর জন্য আমরা গর্বিত। 🇮🇳
I LOVE MY 🇮🇳INDIA
কেবল সিকিম নয় লাদাখের প্যাংগং লেক এর কাছে ধান সিং ঠাপা পোস্ট আছে এর ইতিহাস ও কম রোমাঞ্চকর নয়
এছাড়া সবথেকে বেশি বীরত্বের পরিচয় দিয়েছিল 62 সালে মেজর শয়তান সিং যেখানে আমাদের মাত্র 132 জন সেনা 5000 চিনা বাহিনীকে খেদিয়ে দিয়েছিল
একটা পর্যায়ে যখন আমাদের সেনার কাছে গুলি ছিল না তখন তারা হাতে হাতে যুদ্ধ করেছে এবং নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে
একই সঙ্গে 48 সালে ব্রিগেডিয়ার মোহাম্মদ ওসমান এর বীরত্ব ও কম কিছু নয়
আজকে বলাই যায় ব্রিগেডিয়ার মোহাম্মদ ওসমান এর জন্য কাশ্মীর আমাদের আছে
@@jobayerrakib2519 কিরে হালা পাডার পো পাডা ভিকারি দেশের রিক্সাওয়ালা 😄
ওরে পাকিস্তানের চো, দোন থেকে আমরাই তাদের রক্ষা করেছি ভুলে যাস না
যদিও গুগোল তো আমাদের বাপের সম্পত্তি তবুও ইচ্ছা হলে ক্রস ভেরিফাই করে নিস
ভারতের ম্যাপ কিনলে ফ্রিতে তোদের ম্যাপ কিনতে পাওয়া যায় তদের লজ্জা লাগেনা ভিখারি রিক্সাওয়ালা ✌️😂😂
কুড়িটা রেল ইঞ্জিন ভিক্ষা দিয়েছি, ছাদে চড়ে ভ্রমণ করতে ভুলিস না যেন
তোরা এসব vlog দেখিসনা, তোরা লুঙ্গি পরা চাচার রিক্সা ব্লক দেখগে যা কারন তোর ভিখারিদেশের রিক্সাওয়ালা
মিয়ানমারকে নিয়ে সামলাগেজা তোদের পুটকিমেরে ছেড়ে দেবে নয়তো
মিয়ানমারের মাথার ওপর আবার ভারত চীন রাশিয়া সবার হাত আছে
ভিখারি
কিছুদিন আগেই দেখলাম সৌদি আরবে ভিক্ষা করতে গিয়ে তোদের দুটো ভিখারিদের রিক্সাওয়ালা সৌদির জেলে আনন্দের সঙ্গে হাজতবাস করেছে
তদের লজ্জা লাগেনা
পাডার পো পাডা
@@jobayerrakib2519 Pakistani khan senar dal jakhon tor ammi ke chire khacchilo takhon bharotiyo sena tor ammi ke bachiye chilo jigges kar tor ammi ke bujhli mirjafor gaddar rohingya
তোমার এই টিপস গুলো দিয়ে প্রত্যেক ভ্রমণপ্রিয় মানুষের খুব উপকার হয়❤️। নাথুলা পাসের ঘটনা খুব ই রোমাঞ্চকর,😱 ভারতীয় সেনা বাহিনীর প্রতি আমরা গর্ব বোধ করি 🇮🇳
আজ নেতাজি জয়ন্তী তে বাবা হরভজন সিং এর গল্প শুনে গায়ের লোম খাড়া হয়ে গেলো। Proud to be an indian
কোথায় যেন হারিয়ে গেলাম Baba Harbhajan Singh এর কাহিনী সুনতে সুনতে
সহিদ Harbhajan Singh অমর রহে।🙏
Jai Hind, Jai jawan, jai bharat 🙏🙏
সত্যিই তোমার নাথুলা Passer গল্পটা শুনে কাটা দিয়ে উঠলো । আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব ❤️
দুর্দান্ত লেগেছে।। বাবা মন্দিরের গল্প শুনতে শুনতে গিয়ে কাঁটা দিয়ে উঠছিল।।
জীবনে স্কুলে ১থেকে ৩ হতে পারলাম না কিন্তু তোমার ভিডিতে তৃতীয় হয়ে গেলাম 🥰🥰
Koushik dar moto ছন্দ 😍😍😍
আর আমি লাস্ট, ভিডিও ডাউন😔
@@TravelWithKoushik দাদা তারা তারি সুস্থ হয়ে ওঠো তুমি 🙂🙂
অসাধারণ বললে খুব কম বলা হবে। এই সিরিজের প্রতিটি প্রতিবেদন অসামান্য হয়েছে। ক্যামেরার কাজ সত্যজিৎ রায় এর কাছাকাছি। ধারাভাষ্য অনবদ্য। সব মিলিয়ে প্রভুত আনন্দ পেলাম। তাই সামান্য ধন্যবাদ জানান আবশ্যক।
অনেক ধন্যবাদ কাল থেকে দুবার Copyright খেয়েছি এই ভিডিও তে কিছু যুদ্ধের ফুটেজ অ্যাড করেছিলাম চেষ্টা করেছিলাম ভিডিও টা কে একটু অন্যরকম বানাতে, প্রতিটা জায়গার ঘটনাকে ঠিক ছবির মতো তুলে ধরতে
সত্যি বলতে আমাদের দেশের ইতিহাস শুনতে , বর্ডারের গল্প গুলো এত ভালো করে শুনতে শুধু দরকার কৌশিক এর কণ্ঠ। গল্প গুলো আগে থেকে জানা থাকলেও তোমার কাছ থেকে গল্প শুনতে শুনতে আমরাও যেনো চলে গেছিলাম সেই যুদ্ধ ক্ষেত্রে। ভালো থেকো ভাই, এই ভাবেই নতুন গল্প নিয়ে ফিরে এসো খুব তাড়াতাড়ি। অপেক্ষায় থাকলাম ভাই। ভালো থেকো, সুস্থ থেকো।
একদম দিদি
দাদা তুমি সেরা.. আমিও তোমার দেখা এই তিনটি জায়গায় গিয়েছিলাম, তখন যদিও বয়স ছিলো অনেকটা ছোট্ট.. তবে স্মৃতিটা চাঙ্গা হয়ে গেল, আর বেশ কিছু নতুন তথ্য জানতে পারলাম।
খুব ভালো লাগে তোমায়.. ❤️
আজকে আমার নাইট ডিউটি ছিল কিন্তু লাশকাট বাস পাইনি বলে মনটা খারাপ হয়ে গেল কিন্তু তোমার ভিডিও পাওয়ার পর মনটা আনন্দে ভরে গেল ধন্যবাদ কৌশিক দা এত সুন্দর করে পরিবেশন করার জন্য।
ভীষণ এনজয় করলাম তোমার সাথে , বাবা হরভজন সিংয়ের কাহিনী টা খুব ভালো লাগলো ধন্যবাদ
সামনে ২৩ শে জানুয়ারি আর ২৬ শে জানুয়ারি তার আগে তোমার কন্ঠে দেশ এর জওযান দের বীরগাথা শুনতে শুনতে গায়ে কাঁটা দিচ্ছে --- আর চোখ ভিজে যাচ্ছে🇮🇳🇮🇳🇮🇳
দাদা তোমার ভিডিও দেখে আবারও মনে পড়ে গেল সিকিম ভ্রমণের দিনগুলো 🥳🥳
প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম 💙💙💙💙 আর সেই সঙ্গে দাদা তোমার বক্তব্য অসাধারণ 💙💙💙💙💙
নাথুলা পাসে একটা সুন্দর স্মৃতি আমাদের আছে 🇮🇳 সবাই মিলে উপরে আমারা গিয়েছিলাম যখন। চীন সীমান্ত এলাকা চীন সেনারা ও ছিল আমরা ওনাদের দেখে। "ভারত মাতা কি জয়" স্লোগান দিতেই ওনারা চলে যান😄😄 🥰🥰
#bestmoment
আমি চিন্তায় পড়ে গেছিলাম তোমার ভিডিও দিতে দেরি দেখে।যাক, সবুরে মেওয়া ফলে।দারুণ লাগলো
Hm
কমেন্টে প্রকাশ করা যায় না অনুভূতিটা।
হৃদয়ে জায়গা করে নেওয়া ভালোবাসা মনেই
থাক
অপেক্ষায় রইলাম আরো এক নতুন গল্পের।
ভালো থেকো, সুস্থ থেকো দাদা
আপনার চোখে পুরো ভারতবর্ষ দেখতে চাই প্রিয় কৌশিক দা,লাভ ফ্রম বাংলাদেশ ❣️
সুন্দর ভিউ কৌশিক দা ❤️ ভালো থাকবেন সবসময় 🇧🇩 রাজশাহী থেকে।
asadharon prakritik poribesh ,apurbo Changu Lake, Bharotiyo senar proti sroddha janai
দেশের প্রতি ভালোবাসা যে কি জিনিস সেটা হরবজন সিং এর গল্প বুঝিয়ে দেয়।🔥✊🇮🇳
Apnar sikkim video gulo dekhlam ,moja ese gelo
এই এপিসোড টার জন্য অনেকদিন ধরে wait করছিলাম। অবশেষে অপেক্ষার অবসান হলো। ❤️
গায়ে কাঁটা দেওয়া সব অজানা কাহিনি।
দারুণ দারুণ দারুণ। কৌশিক দা জিন্দাবাদ।। ❤️❤️❤️❤️❤️
দাদা ❤️ ভালোবাসা অবিরাম রইলো
O dada bhai tomar jone barite bose sobkichu dekhte pai tar jone thanks you so much tomake 👌👌👌
ছাঙ্গু আমি দুই বার গেছি.... প্রথম বার তো ধসে আটকে ছিলাম মিলেটারি ক্যাম্পে... সেই বার স্নো ফল হয়ে ছিল.... সেই স্মৃতি আবার ফিরে পেলাম... অসাধারণ লাগলো... ❤❤❤❤
Changu lake, baba harvajan mandir apurba lagloo excellent. Beautiful picture photo graphic sceenic beauty. Asadharan lagloo.
বাবা মন্দিরে দেশাত্মবোধক গান বাজছিলনা? আমারা গিয়েছিলাম যখন গান বাজছিল বেশ ভালো লাগছিল। 🇮🇳🥰😍। ফিরে আসতে ইচ্ছা করছিলনা😊☺।
খুব ভালো স্মৃতি 🥰❤
2018, 19 & 21 tin bar gechi infact abaro jabo. Nathula pass ey pouchey Bharat Mata Ki Jai Slogan o diyechi. Saw chinese army come to our side for trading. To put it simply, an entralling experience. Shundor Video. 🙂
আজকেই বিকালে বসে ভাবছিলাম যে কতদিন video আসেনি, দাদা তোমার vLOG আমার কাছে একটা আলাদা মানসিক শান্তি, এত সুন্দর গল্প শুনতে শুনতে কখন যে গল্পের মধ্যে আমি vLOG এর মধ্যে ঢুকে পড়ি বুঝতে পারি না
Ekdom vai
ভিডিও দিতে হয় দিলাম রকম নয় এগুলোর মধ্যে অনেক আবেগ থাকে.. এই ব্যাক গ্রাউন্ড স্টোরি গুলো
@@TravelWithKoushik হ্যা গো দাদা বুঝি, পাশে আছি দাদা, দুর্গাপুর-অন্ডাল থেকে রোহন বলছি দাদা, পাশে ছিলাম আছি থাকবো ❤😊
অসাধারণ বর্ননা। ভীষন ভালো লাগলো। প্রায় ১৫ বছর আগে ঘুরে আসা স্মৃতি রোমন্থন করলাম, আপনার ব্লগ থেকে।
Khub valo laglo ..pahar to sob somoy mon tane..khub valo laglo ata dekte পেয়ে...
খুব সুন্দর লাগলো অনবদ্য সঙ্গে আপনার ভিডিওগ্রাফি এবং অবশ্যই আপনার কথা...আপনার দ্রুত সুস্থতা কামনা করি
ভাই কৌশিক আমার সব ছবির মতো মনে পড়ে যাচ্ছে। ওহ্ দারুন ।❤️❤️
দারুণ। খুব ভালো অভিজ্ঞতা হলো। সিকিম হলো এক স্বপ্নময় রাজ্য। নৈসর্গিক দৃশ্য অসাধারণ। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
অসাধারণ হয়েছে আর তোমার কাহিনী বলাটা খুবই সুন্দর লাগলো ভালো থেকো।
দাদা খুব ভালো লাগল ।এগিয়ে যাও আমরা সবাই পাশে আছি ।
খুবই ভালো লাগলো।আমরা মার্চে যাবো।অনেক info পেলাম।Thanks a lot for this lovely video.
দাদা অপেক্ষায় ছিলাম শুধু তোমার ভিডিও দেখার জন্য খুব ভালো লাগলো
দুবার ভ্রমণ করেছি। সব স্মৃতি মনে পড়ে গেল। একবার ছাঙ্গুতে হাঁটু সমান বরফ পেয়েছি আর পরের বার বরফ ছিল না শুধু হাড় কাঁপানো হাওয়া পেয়েছি। খুব ভাল লাগল ভিডিও টি। ভাল থাকবেন।
Khub sundar ghatona shunalen Koushik da r Video ta dekhe khub valo legechhe
খুব সুন্দর হয়েছে ব্লকটা। ছাঙ্গুলে খুব সুন্দর জায়গা আর বাবা হারবাত সিং অমর রহে
দাদা আমি তোমার সব ভিডিও দেখি তোমার ভিডিও গুলো আমার সব vlog a থেকে ভালো লাগে।
কৌশিকবাবু শেষ পর্ব দেখে নিলাম। খুব ভালো লেগেছে। ❤️❤️
তোমার রাজস্থান সিরিজ থেকে শুরু করে গ্যাংটক সিরিজ সব ভিডিও গুলো ফাটাফাটি হয়েছে দাদা আমি তোমার সব ভিডিও দেখি ❤❤❤❤
Finally eto din pore vdo dilen dada. onek opekkhai chilam..✨🔍
Baba mandir er kahini khub valo laglo, r tomar sei bachan vangi.
Taratari sustha hoe otho
কৌশিক ভাই তোমার এই ব্লগটার অপেক্ষায় ছিলাম। অনবদ্য। তোমার তুলনা তুমি নিজেই।
Asadharon, Apurbo, khub sundor, bhishon valo hoyeche video ta koushik da
2021 এ গিয়েছিলাম ।তখন নাথুলা যেতে দেওয়া হয় নি ।বাবা মন্দির পর্যন্ত গিয়েছিলাম ,ওখানেই আমার প্রচণ্ড শ্বাস কষ্ট হয়েছিল । কিন্তু সিকিম এর প্রত্যেকটা জায়গা ,ভীষণ সুন্দর ।দার্জিলিং আলাদা সুন্দর আর সিকিম আলাদা ।পেলিং তো মনে হয় হাতে আঁকা ছবি , দারাপ গাও ।
অসাধারণ সুন্দর প্রত্যেকটি ট্যুরিস্ট প্লেস ❤️❤️❤️❤️❤️
ধন্যবাদ ভাই তুমি আরো একবার ঘুরিয়ে আনলে 🥰🙏🏼
আমি গিয়েছিলাম মার্চে চারিদিকে বরফ আর বরফ ছিল যেন সুইজার ল্যান্ড ❤️
খুব সুন্দর দৃশ্য অসাধারণ দৃশ্য অসাধারণ
Khub valo laglo.. details ta ..jante pere.....amder moddhy onekai ..puro bepar ta janto na.....but tmi video maddhome dekhale..khub valo laglo...🇮🇳🇮🇳JAI HIND
Darun, Khub sundor, bhishon valo hoyeche video ta koushik da
Khub sundor.jibonta sato hoya galo dakha.bhai tomar video dakhla monta bhalo hoya jao.bhalo thako bhai.
নাথুলা পাস ছাড়া বাকি দুই জায়গা আমি দেখেছি। ঠান্ডা মারাত্মক 🥶 এখানে। সুন্দর লেগেছে, ভালো থেকো দাদা ❤️🙏
অনেক সুন্দর লাগলো। তারপর কাহিনীটা শুনে মুগ্ধ হয়ে গেলাম। প্রনাম জানাই আরও জানাই সেলুট❤️❤️❤️
Changu Lake darun lagche video te!! 😍 Fatafati.... ❤️
Dada darun laglo apnar Baa Mandir er golpo r journey r osadharon description
অসাধারণ, কোন কথা হবে না বস, ইতিহাস শুনতে শুনতে গায়ে কাঁটা দিয়ে উঠলো, দারুন।
এই ভিডিও টা অনবদ্য সত্যিই কতো কিছু অজানা তথ্য জানতে পারলাম। আমরা বাড়িতে বসে বসে কত কিছু জানতে পারি না যে সেনা জওয়ান রা আমাদের নিরাপত্তার জন্য দেশের জন্য কত কষ্ট করে। স্যালুট জানাই ভারতীয় সেনাবাহিনী কে 🙏🙏🙏🙏 অপূর্ব সুন্দর ব্লগ টা নাথুলা ছাংগু লেকের সৌন্দর্য অসাধারণ। সন্ধ্যাবেলাতে চেক করলাম দাদার কোনো ভিডিও আপলোড হয়েছে কি। আর ঠিক কিছু পরের নোটিফিকেশন চলে এলো। ❤❤❤
Khub sundor presentation koushik..keep it up..jatober eai jaiga gulo dekhi tato beri bhalo lage..bore hoi na bhai..
Darshan er sathe sathe miliye miliye kotha bola gulo best....😊
Apner tourister vedio ti khub bhalo laglo . Bhalo thakben.
খুবই রোমাঞ্চকর একটা না জানা কাহিনী জানতে পারলাম , খুব খুব ভালো লাগলো , এত সুন্দর বর্ণনা বোধহয় কৌশিক দা বলেই সম্ভব ,
বেশ ভালো লাগলো। ভালো থেকো সুস্থ থেকো। তোমার পরিবার নিয়ে ভল্গ দেখতে চাই।
এক কথায় অসাধারণ ভিডিও হয়েছে খুব ভালো লাগলো
আপনি এই ভিডিও টি তে প্রমান করলেন যে আপনি সত্যিই অন্যান্য দের থেকে আলাদা.অসাধারণ দৃশ্য দেখতে পেলাম.Thank yoy.👌❤️☝️❤️❤️
Darun laglo ei video tao, songe golpo gulo o romanchokor, bhalo theko dada
দাদা ,তোমায় দেখে বেড়াতে যাওয়ার নতুন নতুন চিন্তা ভাবনা খুঁজে পাচ্ছি, খুব ভালো লাগছে । তোমার ব্লক দেখতে খুব ভালো । তুমি খুব ভালো থাকো এবং সুস্থ থেকো 👌🏻👌🏻💖
আমার জানার ছিলো নাথু লা পাস সম্পর্কে,দুইটা গল্প শুনলাম ও জানলাম অজানা কিছু। খুব ভালো লাগলো এত সুন্দর করে বর্ননা দিয়েছেন। ধন্যবাদ❤
বড় ভালো লাগলো আপনার বর্ননা। আমরা 2002 সালে গ্যাংটক থেকে নাথুলা, বাবা মন্দির ও ছাঙ্গু লেক দেখে এসেছি। তবে নাথুলা আপনি যতটা দেখিয়েছেন পর্যটকদের জন্য তখন এতটা allowed ছিল না। বাকিটা প্রায় একই আছে। তবে রোপওয়ে ছিল না ছাঙ্গু লেকে। আপনার মাধ্যমে আবার নতুন করে দেখা হলো। অনেক ধন্যবাদ
Amiyo berhampore e thaki,Tomar shob video dekhi, excellent presentation,Mon chuye jay vai
Wow amazing video sharing 👌❤️ darun laglo 👍🥰
দাদা তোমার ভিডিও দেখলে কেন জানি না মনটা খুব ভালো হয়ে যায়☺️☺️.......যদি তোমার সাথে যেতে পারতাম🥺
Khub valo ghurlam vai tomar sathe sundor vdo👌👌
Koushik bhai vison sundar laglo shikim ar golpo you are so sweet God bless you
অনেক দিন পর ভিডিও পেলাম । অসাধারণ লাগে আপনার ভিডিও আজকেও তাই লাগলো
Khub sundor hoya6a ❤️🥰👌
এই ভ্রমণের প্রতিটা পর্বের সাক্ষী রইলাম 🙂❣️
Darun koushik da darun satti atuloniyo.satti asadharon tumio❤️❤️❤️❤️
আমি কয়েক বছর আগে গেছিলাম এই জায়গাগুলো। তোমার ব্লগে স্মৃতিচারণা হয়ে গেল।
Apurbo view from ropeway...... Darun sundor... Amra jokhon geachelam tokhon borof a dhaka.... Ei drisho o ak kothay apurbo....
Stay safe and healthy. Bhalo theko aamder ebony junior 'er jonno. Vlog was great and the story of baba harbhajan sent shivers down the spine .
Darun...Beautiful...lovly kub sundor.
Wonderful vlog as usual....opekhai thakbo natun jaigar khoje
Dada awesome information dilen....r video ta just fatafati
Darun laglo vlog ..weather ta fatafati peyecho.
Ami to prai jome jaoar ager stage e chilam ..aar jemon fog aar barof..bholar noy..
Nice video ❤❤❤🥰🥰🥰❣️❣️😍😍 love from bankura ❣️❣️🥰🥰❤😍❣️🥰❤🙏🙏🙏❤
অসাধারণ ব্লগ জানি দেখবো এখনো দেখিনি। দেখে আবার একটা কমেন্ট করবো।
খুব খুব খুব সুন্দর আরেকটা ব্লগ ,❤️❤️ দ্রুত সুস্থ হয়ে উঠুন আগামী ব্লগের অপেক্ষায় রইলাম ।
Dada darun laglo video ta ekdom superb..😊😊😊😊👍🏻👍🏻👍🏻👍🏻 Gangtok er prottekta sightseen ekdom jhakkas. 😊😊😊😊👍🏻👍🏻👍🏻👍🏻 Aar dada apnar mukh theke bharot barsher brave golpo sune sotti gorbo holo. 😊😊😊😊👍🏻👍🏻👍🏻👍🏻 Aar dada video dite gap hoyeche to ki hoyeche apni jate amader jonno sustho bhabe vlog banate paren setai ami chai. 😊😊😊😊👍🏻👍🏻👍🏻👍🏻
Khub bhalo laglo, aro aro beranor video deben. Amar onek boyos, apnar vlog dekhi r otit er smriti mone kori.
দুর্দান্ত বর্ণনা, ভিডিও। এক কথায় অসাধারণ
Baba mandir ar information ta darun laglo 👍
Wait korchilam Friday te but video aseni but ajk surprise diye dile dada. Sobdomoyer motoi osadharon ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ r Tara tari sustho hoye jao. 🙏
অপূর্ব দৃশ্য। এখন বুঝতে পারছি কেন লোকজন বারংবার নর্থ সিকিমে যায়। সত্যি বলতে কি, কৌশিকের ভিডিও আমাকে সিকিম ভ্রমণের জন্য উদ্বুদ্ধ করল। আর সতর্কীকরণ টা বেশ লাগল। "সুন্দর জিনিস স্বাস্থ্যের পক্ষে হানিকর।"
Waiting for your next
সুন্দর জিনিস 😂
Khub valo laglo video ta 😇