Bose bose bore hocchilam r vabchilam aaj vlog dekhte pele valo hoto.. tai vebe YT open kortei tomar ei rokom ekta zabardast vlog dekhe mon ta khush hoye gelo 😃😀
আজকের vlog এ ভীষণ হেসেছি আপনার riding এর কীর্তি দেখে।তবে অপূর্ব সুন্দর মানালির প্রাকৃতিক সৌন্দর্য। কাশ্মীর যদি হয় পর্বত সৌন্দর্যৈর রানী তাহলে মানালিকে রাজকন্যা বলা যায়। মুগ্ধ হয়ে গেলাম। হিংসেও হচ্ছে আপনার এই অবাধ ভ্রমণের ওপর। ধন্যবাদ কৌশিক বাবু।🙏🇮🇳
Wow, your footage of the snow is absolutely stunning! You captured the beauty of the winter wonderland so perfectly. I am sure we all feel we are right there with you. Your video was not only visually impressive, but also had a great flow and storytelling. It's clear that you put a lot of effort and creativity into your work. Keep up the fantastic work, and I can't wait to see what you come up with next!
সত্যি দাদা শীতকালীন মানালির প্রাকৃতিক দৃশ্য অপরূপ। যা ভাষায় প্রকাশ করা যায় না স্বশরীরে সেই স্থানে অবস্থান করলে তবেই সেই অনুভূতিটা অনুভব করা যায়। 👍👍👍👍👍👍
আজকে এটা না দিয়ে পারলাম না,খুব সুন্দর পরিবেশনা দাদা,আর তোমার কথা গুলোর কোনো তুলনাই হয় না,হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল বিশেষ করে“ও ভাই ল্যান্ড করা দে”।।।সত্যি তুমি মহান, এক ও অদ্বিতীয়।।।অনেক অনেক ভালোবাসা, সত্যি আমি তোমার আর তোমার ভিডিওর প্রেমে পাগল❤️🥰🤗🤩😘
I have done paragliding here in the US and amazed to see how easy it was for you to get someone glide with you. Usually, they do a lot of checks, including likelihood of cross winds that can be fatal. I did not see your guide doing any of these. Probably, it is all experience, but it's still very risky. Glad you are back safe!
খুব আনন্দ পেলাম তোমার আজকের পর্বটা দেখে। আগের বছরের তুলনায় এবছরে মানালিকে এক অন্যরূপে দেখতে পেলাম । অপূর্ব মানালির প্রাকৃতিক সৌন্দর্য। তুমি দারুন আনন্দ করেছ ভাই দেখে ভালো লাগলো। ভালো থেকো ভাই। এই রকম হাসিখুশি থেকো।
Hats off কৌশিক!কী দূসাহসিক অভিযান দেখালে তুমি ।ভয়ে ভাললাগা য় বাকরুদ্ধ হয়ে গেছিলাম। ভগবানের কাছে প্রার্থনা করছিলাম, আমাদের প্রিয়জন কে সুস্থ হয়ে ফিরিয়ে দাও । আর তখন, আহ্বান জানিয়ে তোমার হাত ধরে সৌন্দর্য উপভোগ করতে, বল্লে। তখন আন্তরিকতার স্পর্শে চোখে জল এসে গেল । খুবই সত্যিই কোন আপনজন ছাড়া কেউ এভাবে ডাকতে পারে না, তাই আন্তরিক হাত ধরে আমরা, স্বপ্নে ভেসে বেড়াচ্ছিলাম ,অপার সৌন্দর্যের ডালি সাজানো, স্বর্গীয় ভাবাবেগে। তুমি আরও বড়ো মনের মানুষ হ ও।আর সুখে শান্তিতে থাকো এই কামনা করি ।
কৌশিক দা নীল চশমা 👓 নীল জাকেটে পুরো হিরো হিরো লাগছে। সত্যি পারাশুট ওড়ার সময় আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠছে। ভিডিও ব্যাপারে কিছু বলার নেই যাস্ট ফাটাফাটি অসাধারণ ধন্যবাদ দাদা আমাদের এতো টা আনন্দ দেওয়ার জন্য অপেক্ষায় রইলাম পরের ভিডিও আসার সময় ঠিক রাত 8 টায়
যতটা পাহাড় কে ভালোবাসি ঠিক ততটাই কৌশিক দাদা কেও ভালোবাসি❤️😌 কারণ কৌশিক দাদাই, আমার প্রিয় পাহাড় কে আমার সামনে তুলে ধরে❤️☺️ বয়সটা খুবই কম আমার ১৯ বছর!! বছরে একবার পাহাড় ভ্রমণ করার সুযোগ হয়!! তবে আমার একটি স্বপ্ন আছে , জানিনা সেটা বাস্তবায়ন হবে কি না ।।।😔😌 ❤️❤️কৌশিক দাদার সাথে একবার উত্তরবঙ্গ পাহাড় ভ্রমণ করতে চাই❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Today's episode was a real treat for eyes, full of entertainment. Must say along with your video your narration is also commendable...keep going 😊👏😊 we really wait for something new every time.
ইচ্ছে করেই দুটো ভিডিও পরপর দেখলাম এতে মনটা একটু বেশি ভরে। "ওয়েএএএ...." কথাটা ডিরেক্ট হিট করল,ভিডিওটা দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল যেদিন প্রথম রোপওয়েতে চড়ে ছিলাম ওটা টার্ন নেওয়ার সময় কিছুক্ষণ শূন্যে স্থির হয়েছিল সেদিন এভাবেই চেঁচিয়ে ছিলাম, না ভয়ে নয় কোনো এক অব্যক্ত অনুভূতি থেকে। প্যারাগ্লাইডিং এর সময় এক হাতে ক্যামেরা হোল্ড করে থাকটা চারটি খানি কথা নয় তবে তুমি সেটা দক্ষতার সাথে করেছ এজন্য তোমাকে সেলুট। এই পর্বটা ভীষণ জীবন্ত ও কাছের লাগলো। আরও একটা বিষয় বলার মতো -একটা রোমাঞ্চের পর আরেকটা রোমাঞ্চের দিকে যে একমুটো শান্তি ও এগিয়ে যাওয়ার রসদ প্রয়োজন সেটার কাজ করছে ক্যাসেলটা,সেখানকার স্লো শর্ট আর আবহ সঙ্গীত 😌।
সেরা লাগলো দাদা সেরা ❤️ একেবারে ফাটাফাটি ❤️ paragliding ta তো সেরা সেরা আর ওই টাও.... ❤️❤️❤️ পরের পর্ব এর অপেক্ষায় রইলাম দাদা ❤️❤️ love you dada love you my travel lord ❤️
বার বার দেখি এই ভিডিও। Paragliding দেখে আমি মুগ্ধ। আপনিই পারবেন, অসাধারণ স্ট্যামিনা আপনার। এই ভিডিও দেখার পর খুব যেতে ইচ্ছে করছে, বরফের দেশ সোলান ভ্যালি
সত্যি বলতে কি এরকম দৃশ্য আগে কখনও দেখিনি। Actually live বলা চলে। যেমন অপরূপ পাহাড়ের দৃশ্য। সে রকমই নানান Activities দেখে উপভোগ করলাম। এবং হাসতে হাসতে পেটে ব্যথা ধরে গেল। দারুন, দারুন ভালো লাগল এই ভিডিও। পরের ভিডিও র জন্য অপেক্ষায় রইলাম।🌹🌹💚🌹🌹
সত্যি আমরা ভাবতাম গরমের ছুটি মানে পাহাড়, তোমার ভিডিও না দেখলে জানতে পারতাম না শীতের পাহাড় এত সুন্দর । আর তোমার সাথে আমরাও বলছি মানালি আমি তোমায় ভালোবাসি। ভালো থেকো আর প্রকৃতির সাথে থেকো।
কি আর বলবো ভাই!! আমি মুগ্ধ আমি মুগ্ধ।।সুবহানআল্লাহ আল্লাহ তায়ালা এত সুন্দর করে সাজিয়েছে এই পৃথিবীকে জান্নাত তাহলে আরো কত সুন্দর!!! আপনার ভিডিও গুলো সব সময় দেখি,, দেশিও ব্লগার এর বাইরে বাইরের দেশের এক মাত্র কৌশিক দাদার ভিডিও গুলোই আমি দেখি।।আপনার এই ভিডিও দেখে মনে হচ্ছিল আপনার সাথে আমি চলেছি মালানির সেই নেরো রাস্তা ধরে বরফে ঢাকায় রাস্তায়।।লাভ ইউ দাদা বাংলাদেশ থেকে ফয়জার বিন রজব
দাদা তোমার তোমার হাত ধরে এবার মধ্যপ্রদেশ,মহারাষ্ট্র, গোয়া এসব গুলো দেখতে চাই, চাই ট্রেকিং দেখতে, ভারতবর্ষের সব কটা বিখ্যাত জাতীয় উদ্যান তোমার দৌলতে আমাদের ছোটো পর্দায় ভেসে উঠুক এটাই চাই। ভালোবাসা নিও দাদা।
সিমলা হোক কিংবা মানালি, পরিবর্তিত হচ্ছে শুধু স্থান ৬ ইঞ্চির স্ক্রিনে, কৌশিকের ভ্রমনের গল্প অম্লান। এই গল্প শুধু তোমার নয়, এই গল্প পুরো বাঙালির, নির্দিষ্ট কোনো দিন নয়, তোমার ভিডিও এলেই আমাদের শুরু দীপাবলির। ❤️ Love you dada ❤️❤️
সত্যি বলছি ভাই, খুব সুন্দর ঘুরলাম তোমার হাত ধরে মানালি ।পেরাগ্লাইডিন যখন করছিলে তখন আমি ও নীচের দিকে তাকায়নি কারন আমার ও খুব ভয় করে ।খুব ভালো থেকো,আরো এগিয়ে যাও......
Dada darun chilo.. bises kore paragliding ta asadharon... Apnar video dekhe amader manali Shimla tour er kotha mone pore galo... Tokhn kothae r atal tunnel.. khub kharai rasta die Rohtang gechi .beas tokhn nil sobuj jol e thoi thoi korche..... Naggar castle ta tokhn dakha hoyni apnr video e dekhe nilam
বাব্বা, এই একটা ভিডিও তে কত্ত কি করলে ,দেখালে ।সত্যি কৌশিক, আমরা যারা শীত পাহাড়ে যাবার সাহস পাই না তুমি বাঙালির সেই সাহস যোগাচ্ছো। সাবাস ভাই। একদম ঠিক এবার ভাবতে হবে কাশ্মীর না মানালি, কোনটা আগে।👌👌👍👍
দারুন ভিডিও। এতো adventure অন্য কোনো ভিডিওতে দেখিনি। বাঙালি হয়ে এতো সাহস আমার খুব গর্ব হলো। ভালো থাকো সুস্থ থাকো। আরো অনেক ভিডিও দেখবো তোমার থেকে। শারীরিক অসুবিধার জন্য কোথাও যেতে পারিনা তোমার ভিডিও দেখতে দেখতে মানস ভ্রমণ হয়ে যায়।
I love Manali and also love koushik,baba tomar vlog dekhe mon khule hasi,Tumi r o sundor sundor mojadar vlog kore amader anondo dao ,onek unnoti koro ashirbad roilo❤️❤️❤️❤️
পরবর্তী পর্ব শনিবার (04.03.2023) 8 PM
অপেক্ষায় রইলাম ❤️🙂
Darun dada
Wow! Watching....
Bose bose bore hocchilam r vabchilam aaj vlog dekhte pele valo hoto.. tai vebe YT open kortei tomar ei rokom ekta zabardast vlog dekhe mon ta khush hoye gelo 😃😀
Ok 👍 i waited
আজকের vlog এ ভীষণ হেসেছি আপনার riding এর কীর্তি দেখে।তবে অপূর্ব সুন্দর মানালির প্রাকৃতিক সৌন্দর্য। কাশ্মীর যদি হয় পর্বত সৌন্দর্যৈর রানী তাহলে মানালিকে রাজকন্যা বলা যায়। মুগ্ধ হয়ে গেলাম। হিংসেও হচ্ছে আপনার এই অবাধ ভ্রমণের ওপর। ধন্যবাদ কৌশিক বাবু।🙏🇮🇳
Wow, your footage of the snow is absolutely stunning! You captured the beauty of the winter wonderland so perfectly. I am sure we all feel we are right there with you. Your video was not only visually impressive, but also had a great flow and storytelling. It's clear that you put a lot of effort and creativity into your work. Keep up the fantastic work, and I can't wait to see what you come up with next!
কৌশিক দা = বাংলায় বিশ্ব ভ্রমণ ❤️
দূর্গা পূজার পর যেমন দীপাবলি ,,
ঠিক তেমনই কাশ্মীরের পর মানালি !!
Second activity তে দারুন দিয়েছো !!
সব মিলিয়ে সেরা❤️❤️❤️
আমার পরিবারে এসো, আমিও তোমার পরিবারে যাবো। আমি কথা দিয়ে কথা রাখি!
Sir poshu porikha... Vlo hbe to?
অনেকক্ষণ থেকেই নোটিফিকেশনে চোখ রাখছিলাম কখন আসবে কৌশিক দার মানালি দ্বিতীয় পর্ব অবশেষে চলেই এলো,,খুব ভালো লাগলো।।।
সত্যি দাদা শীতকালীন মানালির প্রাকৃতিক দৃশ্য অপরূপ। যা ভাষায় প্রকাশ করা যায় না স্বশরীরে সেই স্থানে অবস্থান করলে তবেই সেই অনুভূতিটা অনুভব করা যায়। 👍👍👍👍👍👍
আমার পরিবারে এসো, আমিও তোমার পরিবারে যাবো। আমি কথা দিয়ে কথা রাখি!
আজকে এটা না দিয়ে পারলাম না,খুব সুন্দর পরিবেশনা দাদা,আর তোমার কথা গুলোর কোনো তুলনাই হয় না,হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল বিশেষ করে“ও ভাই ল্যান্ড করা দে”।।।সত্যি তুমি মহান, এক ও অদ্বিতীয়।।।অনেক অনেক ভালোবাসা, সত্যি আমি তোমার আর তোমার ভিডিওর প্রেমে পাগল❤️🥰🤗🤩😘
🙏
ট্র্যাভেল উইথ কৌশিক- সাধারন ভ্রমন প্রিয় বাঙালীর ক্রমশ আশা ভরসার জায়গা হয়ে উঠেছে। আরও অনেক সাফল্য কামনা করি ৷
কি দেখালেন দাদা...!
কোনো তুলনা নেই। আপনার সব পর্ব গুলো অসাধারন......
আর এইটা ছিল একটা আলাদা।
দারুন দারুন দারুন...........
কাশ্মীরের পর মানালি বছর বছর দীপাবলি ওয়াহ ওয়াহ🙏
Oh.. vai sab... 🤣🤣🤣🤣🤣.... Aj to haste haste pete betha uthe gelo... Darun hoyeche.... 👍👍 Khub valo legeche... Sob kichu chhilo ajker vlog-a...
I have done paragliding here in the US and amazed to see how easy it was for you to get someone glide with you. Usually, they do a lot of checks, including likelihood of cross winds that can be fatal. I did not see your guide doing any of these. Probably, it is all experience, but it's still very risky. Glad you are back safe!
Thats because u did in US , cant expect that here.But yes, thank God , Koushik is safe !!
খুব আনন্দ পেলাম তোমার আজকের পর্বটা দেখে। আগের বছরের তুলনায় এবছরে মানালিকে এক অন্যরূপে দেখতে পেলাম । অপূর্ব মানালির প্রাকৃতিক সৌন্দর্য। তুমি দারুন আনন্দ করেছ ভাই দেখে ভালো লাগলো। ভালো থেকো ভাই। এই রকম হাসিখুশি থেকো।
এবছর কিন্তু কৌশিকদা আমাদের শহরে অফুরন্ত বরফ নিয়ে এসেছে ❤️
Uuu
Akdmmm
Hats off কৌশিক!কী দূসাহসিক অভিযান দেখালে তুমি ।ভয়ে ভাললাগা য় বাকরুদ্ধ হয়ে গেছিলাম। ভগবানের কাছে প্রার্থনা করছিলাম, আমাদের প্রিয়জন কে সুস্থ হয়ে ফিরিয়ে দাও ।
আর তখন, আহ্বান জানিয়ে তোমার হাত ধরে সৌন্দর্য উপভোগ করতে, বল্লে। তখন আন্তরিকতার স্পর্শে চোখে জল এসে গেল । খুবই সত্যিই কোন আপনজন ছাড়া কেউ এভাবে ডাকতে পারে না, তাই আন্তরিক হাত ধরে আমরা, স্বপ্নে ভেসে বেড়াচ্ছিলাম ,অপার সৌন্দর্যের ডালি সাজানো, স্বর্গীয় ভাবাবেগে। তুমি আরও বড়ো মনের মানুষ হ ও।আর সুখে শান্তিতে থাকো এই কামনা করি ।
আপনিও ভাল থাকবেন
মন ছুয়ে গেল দাদা এই মানালি এপিসোড দেখে♥✨😌
কৌশিক দা নীল চশমা 👓 নীল জাকেটে পুরো হিরো হিরো লাগছে। সত্যি পারাশুট ওড়ার সময় আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠছে। ভিডিও ব্যাপারে কিছু বলার নেই যাস্ট ফাটাফাটি অসাধারণ ধন্যবাদ দাদা আমাদের এতো টা আনন্দ দেওয়ার জন্য অপেক্ষায় রইলাম পরের ভিডিও আসার সময় ঠিক রাত 8 টায়
খুব খুব ভালো হয়েছে। তোমার মাধ্যমেই আমরা স্বর্গ দেখতে পাচ্ছি ❤️❤️❤️❤️❤️
দুর্দান্ত এ্যাডভেঞ্চার! আপনার সমস্ত ভিডিওর মধ্যে সর্বসেরা ভিডিও এটিই! অসীম মুগ্ধতা নিয়ে দেখলাম অসাধারণ প্রকৃতির অপূর্ব মনোমুগ্ধকর রূপকে!
দাদার travel ভিডিও মানেই দিনের শেষে মন ভালো হয়ে যাওয়া❤ সবসময় ভালো থাকবেন দাদা🙏
দাদা তোমার এই ভিডিও uploaded এর timing টা খুব ভালো অফিস থেকে ফেরা ক্লান্ত শরীর টা পুরো চাঙ্গা হয়ে যায় ❤️❤️❤️❤️।।।। Our India is best
যতটা পাহাড় কে ভালোবাসি ঠিক ততটাই
কৌশিক দাদা কেও ভালোবাসি❤️😌
কারণ কৌশিক দাদাই, আমার প্রিয় পাহাড় কে আমার সামনে তুলে ধরে❤️☺️ বয়সটা খুবই কম আমার ১৯ বছর!! বছরে একবার পাহাড় ভ্রমণ করার সুযোগ হয়!! তবে আমার একটি স্বপ্ন আছে , জানিনা সেটা বাস্তবায়ন হবে কি না ।।।😔😌
❤️❤️কৌশিক দাদার সাথে একবার উত্তরবঙ্গ পাহাড় ভ্রমণ করতে চাই❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Kaushik da paragliding ta khub khub khub valo legeche amar.... thank you eto sundor ekta video bananor jone....❤️❤️❤️
খুব সুন্দর ❤ আমাদের এখানে হাল্কা গরম পড়েছে। কিন্তু তোমার মানালির বরফ দেখে আমাদের এখানে আবার ঠান্ডা লাগছে 🤍🤍
প্রথমে বলি Incredible India চমৎকার চমৎকার এমনিতেই ইচ্ছাটা ছিল যাবার সামনের জানুয়ারিতে। ইচ্ছেটা আরও জোরদার হয়ে গেল।ধন্যবাদ কৌশিক
Today's episode was a real treat for eyes, full of entertainment. Must say along with your video your narration is also commendable...keep going 😊👏😊 we really wait for something new every time.
কৌশিক দা মানেই চোখ জুড়ানো দৃশ্য। ❤️❤️
Wow ..U are living my dreams...I am spellbound seeing this vlog...such beautiful artistic scenery and lucid description..keep up the good work ❤️❤️❤️
বরফের রাজ্যে অসাধারণ নৈসর্গিক দৃশ্য দেখার সৌভাগ্য হলো আপনার ব্লগের মাধ্যমে অপূর্ব কথামালার বর্ননায়। ধন্যবাদ।
এক অপূর্ব দৃশ্য খুব সুন্দর ভিডিও হয়েছে খুব ভালো লাগলো
দাদা সাবধানে থেকো আর এভাবেই সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে থাকো নিজের খেয়াল দেখো ভগবানের কাছে সর্বদা এই প্রার্থনা করি ❤️❤️❤️
এই ভিডিও টা আলাদাই ছিল আলাদাই... Excitement আর enjoy এ ভরপুর 😍😍❤️
Khub valo laglo ar nijer sorir er kheal rekho❤️❤️❤️❤️
ইচ্ছে করেই দুটো ভিডিও পরপর দেখলাম এতে মনটা একটু বেশি ভরে। "ওয়েএএএ...." কথাটা ডিরেক্ট হিট করল,ভিডিওটা দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল যেদিন প্রথম রোপওয়েতে চড়ে ছিলাম ওটা টার্ন নেওয়ার সময় কিছুক্ষণ শূন্যে স্থির হয়েছিল সেদিন এভাবেই চেঁচিয়ে ছিলাম, না ভয়ে নয় কোনো এক অব্যক্ত অনুভূতি থেকে। প্যারাগ্লাইডিং এর সময় এক হাতে ক্যামেরা হোল্ড করে থাকটা চারটি খানি কথা নয় তবে তুমি সেটা দক্ষতার সাথে করেছ এজন্য তোমাকে সেলুট। এই পর্বটা ভীষণ জীবন্ত ও কাছের লাগলো। আরও একটা বিষয় বলার মতো -একটা রোমাঞ্চের পর আরেকটা রোমাঞ্চের দিকে যে একমুটো শান্তি ও এগিয়ে যাওয়ার রসদ প্রয়োজন সেটার কাজ করছে ক্যাসেলটা,সেখানকার স্লো শর্ট আর আবহ সঙ্গীত 😌।
সেরা লাগলো দাদা সেরা ❤️ একেবারে ফাটাফাটি ❤️ paragliding ta তো সেরা সেরা আর ওই টাও.... ❤️❤️❤️ পরের পর্ব এর অপেক্ষায় রইলাম দাদা ❤️❤️ love you dada love you my travel lord ❤️
Ore baba ! Gaye Kanta dicchhe .ki je voy lagchilo ! Darun video diccho !
বার বার দেখি এই ভিডিও। Paragliding দেখে আমি মুগ্ধ। আপনিই পারবেন, অসাধারণ স্ট্যামিনা আপনার। এই ভিডিও দেখার পর খুব যেতে ইচ্ছে করছে, বরফের দেশ সোলান ভ্যালি
ঘুরে আসুন
সত্যি বলতে কি এরকম দৃশ্য আগে কখনও দেখিনি। Actually live বলা চলে। যেমন অপরূপ পাহাড়ের দৃশ্য। সে রকমই নানান Activities দেখে উপভোগ করলাম। এবং হাসতে হাসতে পেটে ব্যথা ধরে গেল। দারুন, দারুন ভালো লাগল এই ভিডিও। পরের ভিডিও র জন্য অপেক্ষায় রইলাম।🌹🌹💚🌹🌹
কাশ্মীর পর্ব এই ভিডিওটির কাছে ফিকে হয়ে যাচ্ছে... দারুন মজা পেলাম... কৌশিকদাকে অসংখ্য ধন্যবাদ 😀
সত্যি আমরা ভাবতাম গরমের ছুটি মানে পাহাড়, তোমার ভিডিও না দেখলে জানতে পারতাম না শীতের পাহাড় এত সুন্দর । আর তোমার সাথে আমরাও বলছি মানালি আমি তোমায় ভালোবাসি। ভালো থেকো আর প্রকৃতির সাথে থেকো।
কি আর বলবো ভাই!! আমি মুগ্ধ আমি মুগ্ধ।।সুবহানআল্লাহ আল্লাহ তায়ালা এত সুন্দর করে সাজিয়েছে এই পৃথিবীকে জান্নাত তাহলে আরো কত সুন্দর!!! আপনার ভিডিও গুলো সব সময় দেখি,, দেশিও ব্লগার এর বাইরে বাইরের দেশের এক মাত্র কৌশিক দাদার ভিডিও গুলোই আমি দেখি।।আপনার এই ভিডিও দেখে মনে হচ্ছিল আপনার সাথে আমি চলেছি মালানির সেই নেরো রাস্তা ধরে বরফে ঢাকায় রাস্তায়।।লাভ ইউ দাদা বাংলাদেশ থেকে ফয়জার বিন রজব
Paragliding was awesome, excellently captured bhai dubaar dekhlam . Nischoi Jabo
Asadharon, Apurbo, khub sundor, bhishon valo hoyeche video ta koushik da
খুব সুন্দর লাগল video টা ,পরের পর্ব দেখার জন্য অপেক্ষায় রইলাম
দাদা তোমার তোমার হাত ধরে এবার মধ্যপ্রদেশ,মহারাষ্ট্র, গোয়া এসব গুলো দেখতে চাই, চাই ট্রেকিং দেখতে, ভারতবর্ষের সব কটা বিখ্যাত জাতীয় উদ্যান তোমার দৌলতে আমাদের ছোটো পর্দায় ভেসে উঠুক এটাই চাই। ভালোবাসা নিও দাদা।
সিমলা হোক কিংবা মানালি, পরিবর্তিত হচ্ছে শুধু স্থান
৬ ইঞ্চির স্ক্রিনে, কৌশিকের ভ্রমনের গল্প অম্লান।
এই গল্প শুধু তোমার নয়, এই গল্প পুরো বাঙালির,
নির্দিষ্ট কোনো দিন নয়, তোমার ভিডিও এলেই আমাদের শুরু দীপাবলির। ❤️
Love you dada ❤️❤️
Darunnn sundor laglo vedio ta khub moja korecho vhai
অনবদ্য।। অফুরন্ত।। অপার।। অসীম।।আনন্দ।। ❤️❤️❤️ ধন্যবাদ জানাই আন্তরিক ভালোবাসা সহ 💐🙏
অসাধারণ!আপনার জন্যই আমাদের প্রতিদিনের একরকম জীবনে বৈচিত্র্য আসে। ঘরে বসেও মনে হয় মানালি তো আমরাই ঘুরছি।
অসম্ভব সুন্দর ভিডিও ইনজয় করলাম....
কৌশিক বাবু আপনাকে অশেষ ধন্যবাদ...
ভীষণ আনন্দ পেলাম কৌশিক।আর হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেল। ভালো থেকো।
2008 saler siriti ta aj mone koriye dilay . Khub bhalo laglo. Tomay onek donnobad.mon bhore gelo.👍👍❤️❤️
খুব সুন্দর লাগলো ভাই, চারিদিক বরফে বরফ,দারুন,তোমার সাহস আছে,দেখেই তো ভয় লাগছিল,এগিয়ে যাও ,ভালো থেকো,next vedio দেখার অপেক্ষায় রইলাম
অসাধারণ লাগলো ভাই ...আমার চোখে তুমিই সেরা ব্লগার ...তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ..
দূর্দান্ত লাগলো। রোমাঞ্চের অভাব নেই। মনটা জুড়িয়ে যায়। অপূর্ব সুন্দর প্রকৃতির তো তূলনা নেই। অনেক ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইল
Daruunnnnn Koushikda ❤, paragliding e opore gie apnar je conversation byapokkkkk just haste haste pet fete geche😂
Sunrise timelapse was too good dada. ফাটিয়ে দিয়েছো।
Sotti osadharon 😍😍😍😍... Charidike borof er majh diye jaoa.. Uff aladai onubhuti.. 😍😍😍.. Dhonnobad dada abaro akta osadharon video er jnno
Mon bhore gelo Manali r eii blog ta dekhe. Durdanto laglo Koushik .
দারুন দারুন কৌশিক, আমি মানালি ঘুরেছি, আজ অনেক বেশি উপভোগ❤️ করলাম, ধন্যবাদ🙏💕, খুব ভালো থেক
কি দৃশ্য , অসাধারণ সৌন্দর্য৷ তুমি ভালো থেক আর উপহার দাও এরকম সুন্দর ব্লগ ❤️❤️❤️❤️❤️
দারুণ লাগল মানালি ভ্রমণ পর্ব।
Ekta opoorbo vlog dekhlam. Thank you once again.
Darun darun darunnnnn saturday opekhai roilam
অসাধারণ ভিডিও পরের ভিডিও জন্য অপেক্ষাই থাকলাম দাদা
সত্যি বলছি ভাই, খুব সুন্দর ঘুরলাম তোমার হাত ধরে মানালি ।পেরাগ্লাইডিন যখন করছিলে তখন আমি ও নীচের দিকে তাকায়নি কারন আমার ও খুব ভয় করে ।খুব ভালো থেকো,আরো এগিয়ে যাও......
Dada darun chilo.. bises kore paragliding ta asadharon...
Apnar video dekhe amader manali Shimla tour er kotha mone pore galo... Tokhn kothae r atal tunnel.. khub kharai rasta die Rohtang gechi .beas tokhn nil sobuj jol e thoi thoi korche..... Naggar castle ta tokhn dakha hoyni apnr video e dekhe nilam
Khub sundor chilo dada video ta.😍
Daroon laglo 👌👌Ekdom Swargo, Mon hochhe Amio tomer Sathe . Daroon laglo go. Amio giachilam, tobe April mase.. Khoob Valo theko bondhu 👍. Porer vedio r Oppkhay roilam.❤️❤️
খুব সুন্দর লাগলো এই পর্ব টা ভালো থেকো দাদা
দুর্দান্ত একটা ভিডিও। ধন্যবাদ আপনাকে। 🙏
সত্যি ভাই তোমার প্যারাসুটের ওড়ার ছবি টা সত্যিই গায়ে কাটা দিচ্ছিলো।সাবাস আমাদের কৌশিক।চালিয়ে যাও।
Jug Jug jio Koushik da ,apurba apurba video baniachhen
দাদা এ বড়ো অপরূপ দৃশ্য বলার মত কিছু খুজে পাচ্ছিনা । সব মিলিয়ে পা পিছলে আলুর দম জাস্ট ফাটাফাটি
19:33 আমাদেরই ভয় করছিলো তুমি যে কি করে ছিলে 😱😱 তবে তোমার মাধ্যমে আমরা khub ভালো এনজয় করলাম❤️❤️❤️
দাদা অসাধারণ দৃশ্য দেখালা পুরো মুগ্ধ হয়ে গেলাম. love u dada..
বাব্বা, এই একটা ভিডিও তে কত্ত কি করলে ,দেখালে ।সত্যি কৌশিক, আমরা যারা শীত পাহাড়ে যাবার সাহস পাই না তুমি বাঙালির সেই সাহস যোগাচ্ছো। সাবাস ভাই। একদম ঠিক এবার ভাবতে হবে কাশ্মীর না মানালি, কোনটা আগে।👌👌👍👍
Just wow wow wow! Vison valo laglo, amrao khub enjoy korlam.
Khub enjoy korlm. R paragliding e to amar heart beat theme jachilo!!
দাদা,তুমি যে গতিতে এগোচ্ছ,এগিয়ে যাও।আমার সবাই তোমার সাথে আছি। ♥️♥️♥️♥️🇮🇳🇮🇳♥️
বেচেঁ আছি বেঁচে আছি আছি এইখানে পার্ট টা সেরা লাগলো😆😆,এবং এই ছয় ইঞ্চি স্ক্রিনে তোমার জন্য মানালি কে উপভোগ করতে পারলাম ❤️,সত্যি তুমি অসাধারণ💗
Dada kono ktha hobay na . Just ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ 😍😍😍😍. Lovely 🏵️
I love manali.bhai asadharan.mon chute choleche ekhuni jai bole
Manali really beautiful ... ❤️ U Manali.....
Darunnnnn laglo Manali vlog.
Kaushik Dada darun enjoy Korlam vlog ta dekhe.
kunta chere kuntake vhalo bolbo, sob koita blogoi just fatafati. Darun blog, keep it up
asadharon manalir baropher samrajyo, darun paragliding
Aj prothom bar apnar video dekhe khub jore jore hesechi dada khub valo laglo age kono video dekhe a rokom hasini
Dada ei part best chilo 😂❤️...khub khub moja pelam dekhe...bishesh kore paragliding dekhe...evabei amader entertain kro..love you ❤️♥️
দারুন adventures,,,,para gliding সত্যিই রোমাঞ্চকর ছিলো,, আমারই প্রচুর টেনশন হচ্ছিলো
দারুন ভিডিও। এতো adventure অন্য কোনো ভিডিওতে দেখিনি। বাঙালি হয়ে এতো সাহস আমার খুব গর্ব হলো। ভালো থাকো সুস্থ থাকো। আরো অনেক ভিডিও দেখবো তোমার থেকে। শারীরিক অসুবিধার জন্য কোথাও যেতে পারিনা তোমার ভিডিও দেখতে দেখতে মানস ভ্রমণ হয়ে যায়।
আমি আছি তো সবার জন্য
I love Manali and also love koushik,baba tomar vlog dekhe mon khule hasi,Tumi r o sundor sundor mojadar vlog kore amader anondo dao ,onek unnoti koro ashirbad roilo❤️❤️❤️❤️
Dada purono diner kotha mone pore galo . Ami last 2015 tee geachilm . Aj puro flashback e chole geachilm . Love you dada ❤️❤️❤️
Khub valo...ami 2014 te giyechilam solang vally...khub sundar jayga
Khub valo laglo dada ajker video ❤️❤️
Kichu karone mon ta ektu kharap chilo kintu tomar ae video dekhte dekhte kokhn je mon kharap ta chole gelo bujhteo parlam na,thank you dada ae vabe amader aanondo deoar jonno..tumi sudhu sustho theko valo theko
Ame giyechilam feb18te.khub sundor jaiga ta
বেঁচে আছি, বেঁচে আছি, আছি.... দাদা সেরা ছিল আজগের ভিডিও টা♥️
BEST VLOG from Koushik. Expecting more
Bisal hesechi video ta dekhte dekhte, darun darun darun ❤️❤️❤️❤️