Zuluk Sikkim || Thambi View Point || Silk Route || East Sikkim Tour

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 мар 2023
  • #zuluk #eastsikkim #silkroute #sikkimtouristplaces
    **********************************************
    👉Contact With Me -
    instagram - travel_with...
    Email - koushik.health@gmail.com
    *************************************
    East Sikkim (সিল্ক রুট) ট্যুর করার জন্য যোগাযোগ করতে পারেন....
    Tour Kingdom
    6290-208-771
    👉Full Plan With Cost -
    Day 1 - NJP স্টেশন থেকে রওনা দেবো সিলারি গাওঁ (#SILLERY_GAON) এর উদ্দেশ্য। হোমস্টে তে পৌঁছে লাঞ্চের পর বিকেলবেলা আমরা পায়ে হেঁটে দেখে নিতে পারি VEW POINT। রাতে দূরে সেই গ্যাংটক শহরের ছোট ছোট লাইট গুলো দেখতে দেখতে খেতে পারেন সন্ধ্যায় চা ও স্নাক্স | রাত্রিতে ডিনার সেরে এদিন রাত্রিযাপন #সিলারিগাঁও এ।
    Day 2 - সকালে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব Aritar উদ্দেশ্যে। প্রথমে দেখে নেবো Shri Viswa Vinayaka Mandir | দুপুরে হোমস্টে তে পৌঁছে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে ঘুরে নেবো আরিতার লেক, monestry | রাত্রি বাস আরিতার এ |
    Day 3 - সকালে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব #জুলুক(Zuluk) / #লিঙ্গতাম (Lingtam) উদ্দেশ্যে। রাস্তায় পড়বে রঙিলি বাজার( Rongli Bazar)। চাইলে রংলি বাজার থেকে কিছু কেনাকাটাও করে নিতে পারেন | এই রঙিলি বাজার থেকে আমরা পারমিট বের করে সোজা এগিয়ে যাব জুলুক (#Zuluk) অথবা Lingtam এর উদ্দেশ্যে এবং রাস্তায় দেখে নেব এক অপূর্ব ওয়াটার ফল যার নাম কিউ খোলা ওয়াটারফল( #QuaKholaWaterfall )।
    এদিন রাত্রিযাপন Zuluk অথবা Lingtam এ।
    Day 4 - ব্রেকফাস্ট করে এদিন আমরা দেখব বহু কাঙ্ক্ষিত দ্রষ্টব্য স্থান গুলো। যার জন্যই ছুটে আসা সিল্ক রুট এ। জুলুক, থাম্বি ভিউ পয়েন্ট, জিগজাগ ভিউ পয়েন্ট(পাহাড়ের গা বেয়ে সর্পিল পাকদন্ডী পথ মনকে শিহরিত করবে) , নাথাং ভ্যালি, এলিফ্যান্ট লেখ ,কুপূপ, ওল্ড বাবা মন্দির এদিন রাত্রি যাপন করব Rishikhola এ |
    Day 5 - সকাল সকাল ব্রেকফাস্ট সেরে ঋষিখোলা টা ভালো ভাবে ঘুরে নেবো, তার পর বেড়িয়ে পড়বো এনজেপির" উদ্দেশ্যে ।
    👉Including - Car, Fooding and Lodging, Permit.
    👉সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, ইভনিং চা এবং তারসাথে বিস্কিট বা স্নাক্স, রাতের ডিনার | প্রথম দিন লাঞ্চ দিয়ে আপনাদের টুর শুরু হবে এবং লাস্টের দিন সকালের ব্রেকফাস্ট দিয়ে শেষ হবে |
    👉4 Person Private 4 night 5 Days - 36,000
    👉6 Person Private 4 night 5 Days - 45,000
    👉8 PersonPrivate 4 night 5 Days - 52,000

Комментарии • 1 тыс.

  • @TravelWithKoushik
    @TravelWithKoushik  Год назад +380

    500K হলে একটা বিদেশ ভ্রমণ হবে তো নাকি?

  • @tamalisaha7230
    @tamalisaha7230 Год назад +5

    গত বছরে আমার আর আমার মায়ের জীবনে প্রথম দুরপাল্লার ট্রেনে ভ্রমণ কলকাতা থেকে njp আর তারপর প্রথম পাহাড় দেখা এই silkroute এই! আলাদা nostalgia, আলাদা অনুভুতি লাগলো same location এ আবার তোমাকে দেখে। উফ্!! thambi view point থেকে দেখা কাঞ্চনজঙ্ঘা.. ওখানে দাঁড়িয়ে বলেছিলাম "আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না!" সত্যিই আজও রোজ স্বপ্নে দেখি। খুব ভালো থেকো আর এভাবেই সব্বাইকে কাঙ্ক্ষিত স্বপ্ন দেখিও তোমার পথচলার সঙ্গী করে। love from Krishnagar ❤️❤️🙏🙏

  • @utpalmalik4503
    @utpalmalik4503 Год назад +14

    বৃষ্টি ভেজা ঠান্ডা রাতে ঘুমাতে যাওয়ার আগে কৌশিক দার ভিডিও মনটা ভালো রাখার ঔষধ 😊 অসাধারণ ♥️♥️♥️

  • @bikashmondal5550
    @bikashmondal5550 Год назад +37

    যাদের টাকা আর সময় নেই , ভ্রমণ করার ইচ্ছা আছে ,তাদের জন্য কৈশিক দা আছে , ধন্যবাদ দাদা 🙏🙏🙏

  • @bipulpatra4205
    @bipulpatra4205 Год назад +13

    তুমি সত্যি দাদা আমাদের মতো কিছু মধ্য বৃত্ত মানুষের স্বপ্ন এই ভিডিও তে পূরণ করে দাও যেটা দেখে আমরা আমাদের স্বপ্ন গুলো তোমার ব্লগ বা ভিডিও তে উপভোগ করে নিই !! ❤❤ Love from bankura dada 🙏♥️

  • @sofiabasuroy7625
    @sofiabasuroy7625 Год назад +3

    অপূর্ব ছোট্ট ভাই এভাবেই ঘুরে বেড়াও আর আমার মতো যারা পয়সার অভাবে কিছুই দেখতে পেলো না তাদের দু চোখ ভরে প্রকৃতির রূপ দেখাও।অফুরান ভালোবাসা রইলো। ❤❤❤

  • @SahebCreation0
    @SahebCreation0 Год назад +10

    এক কাপ চা হাতে নিয়ে জানলা খুলে চিন্তা মুক্ত হয়ে একা একা বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখে প্রকৃতির অপরূপ সৌন্দর্যতার প্রেমে পড়ার নাম হলো জীবন...

  • @suparnaroy5393
    @suparnaroy5393 Год назад +2

    এত টাই মুগ্ধতা যে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিনা 👌👌।এই ভিডিও টা দেখতে অনেকটাই দেরি হয়ে গেলো কিন্রু দেখার পর মন ভোরে গেলো একরাশ আনন্দে 😊😊 ।আপনি এখনো কেনো কোনো পুরস্কার পাচ্ছেন না বেস্ট ট্রাভেল ব্লগার হিসেবে সেটাই ভাবছি । এত সুন্দর বাচন ভঙ্গি অপূর্ব সব প্রাকৃতিক দৃশ্য একমাত্র আপনার ব্লগেই দেখতে পাওয়া যায় ।

  • @subhadipghosh1409
    @subhadipghosh1409 Год назад +11

    মন চাইছিল episode যাতে শেষ না হয়,, কিন্তু আবার সেই অপেক্ষার স্বাদ গ্রহণ করতে হবে।। যাইহোক দাদা তোমার ভাষা ব্যবহার এবং কথা বলার স্টাইল Just অসাধারণ & natural❤👌

  • @ayanmukherjee5999
    @ayanmukherjee5999 Год назад +3

    দাদা ভাই তোমার একটা কথা মন ছুঁয়ে গেলো অনেকে পয়সা আর সময়ের অভাবে বেড়াতে যেতে পারে না ❤😊

  • @DipayanBanerjee560

    khubi osadharon video . Jemni sundor jayga ta semni sundor videoe ta osadharon

  • @saswatibhattacharya2659
    @saswatibhattacharya2659 Год назад +1

    অপূর্ব সুন্দর আবারও মনটা খুব ভাল হয়ে গেলো।

  • @somabera5275
    @somabera5275 Год назад +4

    তোমাকে অনেক ধন্যবাদ ভাই কৌশিক। আমাদের আনন্দ দেওয়ার জন্য তোমাকে কতটা কষ্ট করতে হচ্ছে। তুমি ভালো থেকো ভাই।❤️❤️❤️❤️

  • @krishnkaliguhathakurta3510
    @krishnkaliguhathakurta3510 Год назад +5

    Finally the wait is over love you kaushik da ❤❤❤❤❤❤

  • @aunkonbiswas8618
    @aunkonbiswas8618 Год назад +1

    কাঞ্চনজঙ্ঘা এর দৃশ্য টা অসাধারণ ছিল। আবারও পরবর্তী ভিডিও এর জন্যে অপেক্ষায় থাকলাম।

  • @saswatiganguly4679
    @saswatiganguly4679 Год назад

    Ashadharon...apurboo

  • @gouravkayal4650
    @gouravkayal4650 Год назад +202

    এখানে কে কে কৌশিক দা কে ভালোবাসো ? 😊❤️

  • @gobindaminiaturekitchen6701
    @gobindaminiaturekitchen6701 Год назад

    কি দারুন দেখলাম। অপূর্ব লাগলো।

  • @mausumisarkar5184
    @mausumisarkar5184 Год назад

    Darun laglo.aro dakhar opekhkhe roilam.

  • @srabanisarkar269
    @srabanisarkar269 Год назад

    Pakhir dake mon bhore gelo👌