Religion ও ধর্মের মধ্যে পার্থক্য কি? শ্রেষ্ঠ কে? কেন Religion ও ধর্ম এক হওয়া সম্ভব নয়?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 122

  • @MdAlam-ep8jm
    @MdAlam-ep8jm Год назад +7

    ভাই স্বার্থই বলেছেন। একদম সঠিক। ধর্ম রিলিজিয়নের একদম সঠিক ব্যাখ্যা দিয়েছেন ভাই।

  • @artistdiliproyjeet8299
    @artistdiliproyjeet8299 2 года назад +16

    নমস্কার! হরে কৃষ্ণ! আপনার যুক্তি গুলো একদম ঠিক। ভগবান আপনার মঙ্গল করুন।।

  • @হৃদয়েরভাষা-ড২হ

    "সম্ভবামি যুগে যুগে",,,, আপনাদের মত মানুষের মধ্যদিয়েই ভগবান কাজ করে চলেছে,,,,,🙏🏻 ঈশ্বর সকলের মঙ্গল করুন 🙏🏻

  • @debojyotibanerjee531
    @debojyotibanerjee531 2 года назад +11

    বাহ্ দাদা বাহ্ !!! খুব সুন্দর লাগল। খুব ভালো করে বোঝালেন। 🙏🙏💗💗👍👍👌👌

  • @amarnathchattaraj8293
    @amarnathchattaraj8293 2 года назад +5

    হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। প্রতিবেদনটি শুনে ভাল লাগলো ।।ধন্যবাদ

  • @radhagobindasaha6906
    @radhagobindasaha6906 2 года назад +3

    সুন্দর উপস্থাপন।এই সমস্ত গুনের জন্যেই আজ অব্দি সনাতন ধর্ম বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।এর বলিষ্ঠ তার জন্য ই এর কোনো বিকল্প আর ধ্বংস নেই।সদা সর্বদা সজাগ এবং বিরাজমান। আপনার বিশ্লেষণ অপূর্ব। সনাতন শাশ্বত। সহস্র প্রণাম জানাই। অপেক্ষায় থাকলাম।

  • @ratangoswami768
    @ratangoswami768 2 года назад +2

    খুব ভালো লাগল তাই শেয়ার করলাম অনেকেই ।ধন্যবাদ আপনাকে ।

  • @PappuPappu-ul8qg
    @PappuPappu-ul8qg 2 года назад +8

    দাদা আপনার বুঝানোর ক্ষমতা প্রশংসনীয়

  • @m.k.biswas7867
    @m.k.biswas7867 2 года назад +11

    অপূর্ব কিন্তু মুসলিম আর খ্রীষ্টানরা যাকে ধর্ম বলছে সেটা যে একটা মতবাদ এটাকে একটু পরিষ্কার করে বললে ভালো হতো।

  • @amitchowdhury1962
    @amitchowdhury1962 2 года назад +3

    আপনার বিশ্লেষণ অসাধারণ। হিন্দু ধর্ম ও দর্শন এর সঠিক বিশ্লেষণ করা খুব দরকার।নমস্কার নেবেন।

  • @Manishmagic
    @Manishmagic 2 года назад +2

    দারুন আজকের দিনে অন্তত সবার এইটুকু ধর্ম সম্পর্কে জ্ঞ্যান থাকা প্রয়োজন,এই কারণেই সনাতন ধর্ম শ্রেষ্ঠ।।

  • @lakshmikantagarai2996
    @lakshmikantagarai2996 2 года назад +1

    আপনার আলোচনা খুব ভালো লাগছে। ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুন।

  • @hasanarifulislam142
    @hasanarifulislam142 2 месяца назад

    সম্পুর্ন সঠিক কথা। একটা ভুল করা থেকে আমি বেঁচে গেলাম। Thanks Mr. আহাম্মক। 👆🏿

  • @srabonsc4639
    @srabonsc4639 2 года назад +4

    অসাধারণ দাদা

  • @sreesumonroy1744
    @sreesumonroy1744 2 года назад +2

    দাদা আপনি অনেক সুন্দর করে বুঝাতে পারেন। অনেক ভালোলেগেছে,

  • @sanskardarpan7498
    @sanskardarpan7498 2 года назад +1

    অত্যন্ত ভালো লাগল । আর সব আসবে যাবে , সনাতন ধর্মই অমর হয়ে থাকবে । কারণ সনাতন ধর্ম হলো প্রকৃতি জাত ধর্ম ।

  • @deepayansaha425
    @deepayansaha425 2 года назад +4

    একদমই ঠিক বলেছেন আপনি

  • @fullfillentertainment9789
    @fullfillentertainment9789 2 года назад +1

    ধন্যবাদ 🙏🏻 প্রণাম নেবেন 🙏🏻🙏🏻
    অবশ্যই জানতে চাই দয়া করে জানাবেন 🙏🏻🙏🏻🙏🏻

  • @brotatisahadutta1599
    @brotatisahadutta1599 2 года назад +2

    বাহ অপূর্ব দাদা🙏🙏

  • @bishnubarman6163
    @bishnubarman6163 2 года назад +3

    আমি গর্বিত আমি সনাতনী ❤️❤️

  • @itsanewday5219
    @itsanewday5219 2 года назад +4

    Right dada

  • @geetaroy1678
    @geetaroy1678 2 года назад +1

    Khuv sundor 🙏🙏🙏

  • @subratakarmakar6607
    @subratakarmakar6607 2 года назад +1

    Osadharon

  • @ধর্ম্মবাণী_মৃণালআচার্য

    চমৎকার ব্যাখ্যা উপস্থাপন,

  • @miraseal6941
    @miraseal6941 2 года назад +1

    সুপ্রিয় পাঠক আমি মানব ধর্মে বিশ্বাসী স্বামী বিবেকানন্দ বলেছেন জীবকে শিব রূপে জ্ঞান করো সেবা কর্ম কর্ম ই ধর্ম জয় স্বামী বিবেকানন্দ জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস এনাদের চরনে - জানাই সহস্র কোটি প্রনাম ধন্যবাদ আপনাকে পাঠক নমস্কার নেবেন ❤️ 🙏 👍

  • @daliapaul5624
    @daliapaul5624 2 года назад +2

    Hare Krishna 🙏

  • @SujonDev-hi7jv
    @SujonDev-hi7jv 7 месяцев назад

    খুব ভালো লাগলো 🙏🙏🙏🙏🙏

  • @tapanmazumder9879
    @tapanmazumder9879 2 года назад +2

    অনেক ধন্যবাদ দাদা । এগিয়ে যান দাদা

  • @laxmimandal8360
    @laxmimandal8360 2 года назад +2

    Right dada👏👏🙏

  • @nazmussadat5045
    @nazmussadat5045 2 года назад +6

    আপনার আলোচনা খুবই ভালো লাগল।আমি একজন মুসলিম এবং একজন ছাত্র। আমি আমার ইসলাম সম্পর্কে পড়াশোনা করে মানব বিদ্বেষী কোন শিক্ষা পাইনি।এবং অন্য ধর্মের সমালোচনা করার ইন্ধন ও খুজে পাইনি।কিন্তু যারা এ সব কাজ করে তারা মুসলিম না।

    • @shyamalkumarsowmondal7704
      @shyamalkumarsowmondal7704 2 года назад

      Apni aro bhalo kore porun thik bujte parbe islam ki jinis manus ke manus bhabe na Islam

    • @paleshsardar3838
      @paleshsardar3838 Год назад

      Tai naki kafir murik haram ei sobdo gulo oneke mane dhora porar por nijeder book refrom kore nei, jara eta bole tara mazhab, dhormo noi

  • @badhonroy8075
    @badhonroy8075 Год назад +1

    আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @chandanhom3480
    @chandanhom3480 Год назад

    আপনার সকল উপস্থাপনই
    শিক্ষনীয়।
    চন্দন হোম
    আদালতপাড়া, কালীবাড়ী রোড, টাংগাইল, বাংলাদেশ।
    (আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন থাকলো)। ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষীত হোক।

  • @sanjitbunarjee9050
    @sanjitbunarjee9050 2 года назад +3

    ভগবান আপনার মঙ্গল করুক

  • @himangshumukhopadhyay3190
    @himangshumukhopadhyay3190 2 месяца назад

    Khub sundor lagche

  • @chandanroy7942
    @chandanroy7942 2 года назад +1

    অনেক সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন দাদা

  • @HemuChowdhury-md2gm
    @HemuChowdhury-md2gm 2 месяца назад

    সুন্দর লাগলো, ধন্যবাদ।

  • @subratakundu175
    @subratakundu175 Год назад +2

    সনাতন ধর্মীয় শিক্ষা পরিপূর্ণ রূপে গ্রহণে সংস্কৃত বর্ণপরিচয় ও আদর্শ লিপি সকল সনাতনীর কাছে পৌঁছে দিতে হবে যাতে শিশু থেকে বৃদ্ধ সকলেই শিক্ষা নিতে পারে। হরে কৃষ্ণ..

  • @biprodasghoshal9329
    @biprodasghoshal9329 2 года назад +3

    ধর্ম রক্ষার জন্য আমাদের শত্রু পক্ষের প্রতি কর্তব্য কি!! শাস্ত্রে বর্ণিত এই নিয়ে যদি কোনো ভিডিও দিতেন খুব উপকৃত হতাম🙏

    • @SriSibaprosad
      @SriSibaprosad  2 года назад +2

      অহিংসা পরমো ধর্ম, ধর্মহিংসাস্তথৈব চ

    • @ahmedulmursalin8253
      @ahmedulmursalin8253 2 года назад

      শত্রু কারা দাদা? সবাই যদি ইশ্বর হন!

    • @gopalroy922
      @gopalroy922 Год назад

      ​@@ahmedulmursalin8253 শত্রু সেই হন যে বা জিনি আপনার অস্ত্তিত্বকে ধ্বংস করে চায়...!! কেননা আপনি যেমনি হন বা যেরকমই হন বা যে সম্প্রদায়েরই হন...তার বিরুদ্ধে নিধনকারী যে শক্তি আগুয়ান হয় শুধু মাত্র নিজ স্বার্থের পুরনের কারণে..সেই আপনার শত্রু বা আমার শত্রু...!! ভগবান বা ঈশ্বর সবার মধ্যেই আছেন...কিন্তু কেউ বা কারা যদি সেটা বিকৃত পথে প্রতিষ্ঠিত করে অমানুষিক আচরণ করে তাহলে তাকে শত্রু বলা যেতেই পারে....তাই নয় কি....?? ধন্যবাদ।

  • @tapashchakraborty7833
    @tapashchakraborty7833 Год назад

    হরে কৃষ্ণ প্রভু অপূর্ব অপূর্ব পারমার্থিক ব্যাখ্যা আপনার । খুব শান্তি পেলাম একদম সঠিক বলেছেন আপনি প্রভু ।

  • @TheNextSequel-k3w
    @TheNextSequel-k3w 10 месяцев назад

    যথার্থই বলেছেন ❤

  • @shimuldatta3740
    @shimuldatta3740 2 года назад +1

    অশেষ ধন্যবাদ।

  • @rajusutradhar1352
    @rajusutradhar1352 2 года назад +1

    Right 💯

  • @nchaudhuri9070
    @nchaudhuri9070 2 месяца назад

    খুব সুন্দর।

  • @kamalghosh1932
    @kamalghosh1932 2 года назад +1

    Excellent dada 💗

  • @Shibdas-d1v
    @Shibdas-d1v 2 месяца назад

    Dada Pranam Neben, Ami Shibdas Bhattacharjee. Ami Apnar Video guli Agee Dekhini Karan Ami Jantam Na. Matra Kaekdin Agee Ami Apnar Channel Subscribe Korechhi. Apnar Video guli Ashadharan. Ei Video tio Byatikram Nay.
    Kintu Kichhu comment pore Satyi Abak Holam. Aneke Bolechhen Dharma Shabdatike English e ki bala habe? Er Uttar etai bolbo Ajker Dine Dharma, Karma, Ishwar, Allah, Buddha, ebong erakam Anek Shabda English bhashateo Byabohar Hay. Oxford ba Cambridge Dictionary teo ei Shabda guli Sannibishtto Hoyechhe. Jadi Microsoft Word ba Grammrly te ei Shabda Guli Lekha Hay Tohole tar niche Laal Dag Asena. Tar Mane British English er pashapashi American English o ei Shabda gulike English Shabda Hisabe Manyata Dei. Sutarang English e Dharma shabdake ki bala habe, ei prashnet kono jowktikata nei. Translation Sudhu sei Shab Shabder e Hay je Shabda guli duti bhasha tei ager theke Bidyaman.
    Jemon Bluetooth ke Nildanta bala jabena. Nijer Android ba Iphone e Bangla Bhasha set kore dekhun katota Aswsthikar Byapar Hay. Sab Shabder English ebong Bangla Form Thakbe, eta ki kore Sambhab?
    Khub Sundar Content Apnar. Khubi Informative. Apnake ebong Ei Channel er Sab Darshak ke Namashkar. Dhanyabad.

  • @folksymusic2526
    @folksymusic2526 10 месяцев назад

    আপনার এই আলোচনার তথ্য সুত্র দিলে আরো উপকৃত হব

  • @ratnabiswas879
    @ratnabiswas879 2 года назад +1

    Very very good

  • @majumderramkrishno1996
    @majumderramkrishno1996 Год назад +1

    সনাতন ধর্ম চিরস্থায়ী চিরসবুজ চির অম্লান। সৃষ্টির আদইলগ্ন থেকে ছিল, আছে, অনন্ত কাল থাকবেন।

  • @rumabanerjee1094
    @rumabanerjee1094 Год назад

    Hmm dada khub valo lagche aro bolun dhorm ki 🙏

  • @protimastudio4k918
    @protimastudio4k918 Год назад

    Excellent 👍👍👍

  • @easypeasymathematics9042
    @easypeasymathematics9042 2 месяца назад

    ধন্যবাদ দাদা এত সুন্দর ভাবে বোঝাবার জন্য

  • @the_soldier_of_shiva
    @the_soldier_of_shiva Год назад

    স‍্যার অসাধারণ❤❤

  • @debudash1893
    @debudash1893 2 года назад +2

    দাদা আমাদের হিন্দু ধর্মের পুজায় গোমূত্র ব্যবহার করা হয় কেন। মানুষ যখন প্রশ্ন করে উত্তর দিতে পারি না।দয়া করে একটু বলবেন।

  • @BINDUSHAKHAR
    @BINDUSHAKHAR 3 месяца назад

    /DHARMA AND RELIGION /
    " To uphold the life and growth of self as well as others---
    is Dharma,
    to bind oneself unrepellingly with the Love-Lord,--
    the Seer of life and growth,
    and to follow Him accordingly--
    is Religion,
    and ' to be born again.'
    2.--------' religion comes out
    When one is re- ligared
    With Beloved the Great
    to serve everyone
    accordingly to His directions
    as I think.--(Thakur Anukul chandra, The Message vol-2)

  • @kakalichakraborty3837
    @kakalichakraborty3837 2 года назад +1

    thanyou❤❤

  • @lakshmanbarai6399
    @lakshmanbarai6399 Год назад

    নমস্কার। এ ধরনের মৌলিক ভাবনাগুলো আরও ব্যাপক আলোচনার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ছড়িয়ে দিবেন এটা আশাকরি।

    • @SriSibaprosad
      @SriSibaprosad  Год назад

      আমি ভিডিও করেছি, ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের 🙂

  • @hddjmusicremix9079
    @hddjmusicremix9079 2 года назад +1

    Very good dada.

  • @geetaroy1678
    @geetaroy1678 2 года назад +1

    Please are o bolban🙏🙏🙏

    • @SriSibaprosad
      @SriSibaprosad  2 года назад

      প্লে লিষ্ট দেখুন

  • @kakalichakraborty3837
    @kakalichakraborty3837 2 года назад

    thanyoudada❤❤🙏🙏🙏🙏

  • @MCPaul-qg3xd
    @MCPaul-qg3xd 2 года назад +1

    "ধর্ম এ সবাই বাচ এ ও বাড়ে, সম্প্রদায় টা ধর্ম নারে" l অন্যে বlচlয়, নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে l ধর্ম এক, সম্প্রদায় অনেক ll
    - শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী ll

  • @siddharthabrahmachari7535
    @siddharthabrahmachari7535 2 года назад +1

    শ্রবণে তৃপ্তি লাভ করলাম। কিন্তু আপামর জনসাধারন এই উৎকৃ্ষ্ট মানব ধর্ম আচরণ করে না।

  • @cutequeen1503
    @cutequeen1503 2 года назад +1

    🙏🏼🙏🏼

  • @Rifat-d4kh
    @Rifat-d4kh Год назад

    Allah tmr hedayet dan koruk ameen 🤲

  • @PieWord-ox4kc
    @PieWord-ox4kc 6 месяцев назад

    ধর্মের শ্রেষ্ঠত্বের ব্যাপারে একটা ভিডিও দিবেন। আসলে নির্দিষ্ট কোন ধর্ম শ্রেষ্ঠ কিনা?

  • @mukulrani-k4x
    @mukulrani-k4x 11 месяцев назад

    আচ্ছা jodi ma babar kotha God birodi hoi sekhetre ki korbo?

  • @akizmia1298
    @akizmia1298 6 дней назад

    সবই ভালো লাগল কিন্তু বাররী মসজিদ ভেঙ্গে যেখানে রাম মন্দির গড়া কীভাবে ধর্ম হয় ? এটা একটা প্রশ্ন রইল?

  • @arunganguly3117
    @arunganguly3117 2 месяца назад

    In western countries religion was the national movement and Dharma and religion are quite different.what is Dharma? The best answer has described in the gita.now the world has changed in the practice of life.sacrifice is rare in the world.if we want to know about the dharma, please read the gita.please pray 🙏 to God inthe morning and evening to maintain a kind of good life.chant gaitree montro of gods and whatever Guru will give you.

  • @Lulu-fv8se
    @Lulu-fv8se Год назад

    ❤❤❤

  • @RameshchSarkar
    @RameshchSarkar 3 месяца назад

    Sundar

  • @bidhanpaul8372
    @bidhanpaul8372 2 года назад +1

    হরেকৃষ্ণ দাদা

  • @ckmishra8193
    @ckmishra8193 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @971381744
    @971381744 2 года назад +2

    খুব সুন্দর বলেছেন। এ ব্যাপারে Project Shivohamও খুব ভালো কাজ করছে।
    ruclips.net/video/6ByNA8X3roo/видео.html

  • @ashishpodder5620
    @ashishpodder5620 12 дней назад

    Good Good

  • @samarnaskar3294
    @samarnaskar3294 2 года назад +1

    শুনলে মনের অণ্ধকার দূর হবে

  • @majumderramkrishno1996
    @majumderramkrishno1996 Год назад

    সনাতন ধর্ম সকল জীবের মঙ্গল কামনা করে। সনাতন ধর্মে ধর্মের নামে পশু জবেহ/কোরবানি/বলি//হত্যা নিষিদ্ধ। সনাতন ধর্ম সকল মানুষকে মনুষ্যত্ব বিকাশের শিক্ষা দেয়।তাই সনাতন ধর্ম বলে ওম শান্তি শান্তি শান্তি বিশ্বের সবাই শান্তি লাভ করুন।সর্বে ভবন্তু সুখীনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ও ভবেৎ। সনাতন ধর্ম আমাদের শেখায় সকলেই সুখী হোক। সকলেই রোগশূন্য হোন। সকলেই মঙ্গল লাভ করুন। কেউ যেন দুঃখ ভোগ না করেন।

  • @priyalalbarui6567
    @priyalalbarui6567 10 месяцев назад

    Joy pagol joy sree Ram Krishna radhe radhe . Dada apnar katha amake ananda day, Joy sanatan joy danatoni .

  • @aruphorchowdhury4714
    @aruphorchowdhury4714 Год назад

    ধর্ম কি তার আলোচনা শুনতে চাই আপনার মুখে।

  • @ANUPKUMARGHOSH-yz5zh
    @ANUPKUMARGHOSH-yz5zh Год назад

    আপনি ইউটিউব এ যে বিষয়গুলি নিয়ে বলেন সেই বিষয়গুলো নিয়ে আপনার কি কোন বই আছে। থাকলে দয়া করে জানাবেন। কি করে কোথায় পাওয়া যাবে তাও জানাবেন। নমস্কার নেবেন।

  • @AssalamUalaikum968
    @AssalamUalaikum968 Год назад

    ধর্ম অন্য ধর্মকে কখনোই ছোট করতে চায়না। 😂😂😂😂😂

    • @paleshsardar3838
      @paleshsardar3838 Год назад

      Tomader ta kono dhormo noi mazhab bojahar khomota nei

  • @kamalghosh1932
    @kamalghosh1932 2 года назад +1

    Dada good evening aàme kamal ghosh boys 65 Kolkata West Bengal

  • @bholanathdolui3619
    @bholanathdolui3619 Год назад

    Pronam..he.Ram.sanathon.Dharmer.manus.ke..rakha.koro.provu

  • @politics_Society
    @politics_Society 4 месяца назад

    ধর্ম এর ইংরেজি কি হবে?
    Religion বাংলা কি হবে?

  • @Lulu-fv8se
    @Lulu-fv8se Год назад

    নমস্কার

  • @PieWord-ox4kc
    @PieWord-ox4kc 6 месяцев назад

    তাহলে ধর্মের ইংরেজি কি হবে?

  • @marufhasan5677
    @marufhasan5677 10 месяцев назад

    ভাষাবিদদের উচিত রিলিজিও নের বাংলা ভাবার্থ শব্দ উৎপত্তি করে।

  • @alhasib1676
    @alhasib1676 2 года назад +1

    ধর্ম এমন হলে আমার আর আপনার ধর্ম একনয়,

  • @181Zak
    @181Zak 2 года назад

    ধর্ম কি দিয়ে বলে কখন কোথায় বলে প্রমাণ দেন

  • @samimlaskar1054
    @samimlaskar1054 2 года назад +1

    আপনার বক্তব্য অনুযায়ী ধর্ম নাস্তিক্যবাদকে প্রাধান্য দেয়। অর্থ ধর্মের নির্দিষ্ট কোন আস্থা নেই। আর রিলিজিয়নের নির্দিষ্ট আস্থা এবং বিশ্বাস আছে সেটা মজবুত এবং অনেক মজবুত। 👈

  • @MdNadim-zg1hb
    @MdNadim-zg1hb Год назад

    vai hindu dhormo ki sudi india teai biraj kore naki buji nh
    ami ki je bollen apnara

    • @sovandolui7568
      @sovandolui7568 Год назад

      হা 😂 লা 😂 লা 😂 যেই দেশে মোল্লা মহম্মদ জন্ম নিয়েছিল সেই খানেও হিন্দু ছিল এবং মন্দির ও ছিল তোদের মোল্লা মহম্মদের লোকেরা ভেখেছে, যেমন পাকিস্তানে বাংলা দেশে এখন হচ্ছে

    • @sovandolui7568
      @sovandolui7568 Год назад

      তোদের মাথা আছে না গু ভরা আছে, তোরা মাদ্রাসা ছাড়া আর কিছু জানিস না তোদের পূর্ব পুরুষ রা আরব থেকে আসেনি তারা মুঘলের ভয়ে হিসসসসলাম 😂😂😂😂 সমাজে গেছে

  • @MdNadim-zg1hb
    @MdNadim-zg1hb Год назад

    apner moto gadha ami aktqa dhaki nai dhormer mane ta ki taile english a seta amare aktu bollen sara boshor porlam relagion mane dhormo apni dhormo ar relagion nia aisen ,kon boi a lakha asay je sonaton dhormo duniyer suru takey

  • @taniaaktarrito
    @taniaaktarrito 2 года назад

    কুরআনে একটি অক্ষর একটি একটি অক্ষর একটি হরফও ভুল নেই কুরআন থেকে কথা বলেন

    • @Arnab-Mahato
      @Arnab-Mahato Год назад +1

      হ্যাঁ পৃথিবী চ্যাপ্টা, কোন ভুল নেই 😃

  • @newstatepubggamingraja6674
    @newstatepubggamingraja6674 2 года назад

    ভাই আপনি অনেক ভালো বোঝাতে পারেন। যেমন religion আর ধর্ম আলাদা বলে দাবি করলেন এবং সনাতন ই হল একমাত্র ধর্ম এটা আপনারই কথা। এখন আমরা দেখবো যে Religion বলতে কি বোঝায়? এর অর্থটা জানতে পারলেই আমরা নিশ্চিত হতে পারবো যে আপনি কতখানি সত্য বলছেন বা আপনি কতখানি জ্ঞান অর্জন করেছেন।সত্য বলতে Religion হল একটি ইংরেজি শব্দ।এটির বাংলা মানে হল "ধর্ম"।যেমন-Book এর বাংলা মানে হল বই,Water এর বাংলা মানে হল জল,White এর বাংলা মানে হল সাদা প্রভৃতি।এছাড়াও আপনি সরাসরি google সার্চ করে দেখেনিতে পারেন, আপনার উচ্চারন এর সমস্যা থাকলে ওখানে উচ্চারন টাও শুনেনিতে পারেন।
    এবারে আসাযাক ধর্ম কি? ধর্ম বলতে কি বোঝায়? আপনি যেটা বোঝাতে চাইছেন যে ধর্ম হল প্রাকৃতিকভাবে ঘটমান কিছু নিয়মনীতি কেই ধর্ম বলে।এটা আপনার কথা।আপনি বেশকিছু উদাহরন দিলেন যেমন আগুন এর ধর্ম হল জ্বলা এবং তার সংস্পর্শে আসা বস্তুকেও জ্বালিয়ে দেওয়া।এখন আমি যদি বলি যে আগুন জ্বলছে ওর উপর জল ঢেলে দাও।এখন নিশ্চয় আগুন জল কেও পোড়াবে তানাহলে ওটা আগুনের ধর্ম নয়।আবার জলের উদাহরন দিলেন যে জল সবার তৃষ্ণা মেটায়,জীবন বাঁচায়,এখন আমি যদি বলি যে কোনো একটি লোক কে খুব তৃষ্ণা পেলো আর আমি তাকে বললাম এই পুকুরের জল খেয়ে নাও ।তখন সে ওই পুকুরে ঝাঁপিয়ে পড়ল কিন্তু সাঁতার জানে না । সে ডুবে মারা গেল।তাহলে জলের ধর্ম যদি জীবন বাঁচানো হয় তাহলে লোকটি মারা গেলেন কেন?অর্থাৎ এটা থেকে আমরা বুঝতে পারছি যে ধর্ম কখনোই প্রাকৃতিক হয় না।আমরা প্রাকৃতিক ভাবি তাই প্রাকৃতিক মনে হয় ।যেমন কোনো লোক যদি চুরি করে তাহলে বলতে পারিনা যে চুরিকরা হল প্রাকৃতিক ধর্ম ।অর্থাৎ সে চুরি করতেই পারে।আসলে তার চুরি করার কারণ আছে।তার সংসারের অভাব হতে পারে। আসলে সবকিছুর পরিবর্তনের কিছু কারণ রয়েছে আর সেটাকে কেউ অবশ্যই নিয়ন্ত্র করছে ।যেমন একটি বীজ মাটিতে পরে রয়েছে।কয়েকদিন পর সেটা থেকে চারাগাছ হয়েছে ।আর একটি গাছ কে আলো,জল,মাটি,ও বাতাসের প্রোয়োজন।এখন আপনি বলবেন যে গাছটি প্রাকৃতিকভাবে জন্মলাভ করেছে। কিন্তু একটু ভাবুন তো,যদি বীজ টিকে শুধু মাটি দেওয়া হল,জল,আলো দেওয়া হল না ।তহলে বীজটি শুধু মাটিতে থাকলেই গাছ হয়ে যাবে? তার জন্য জল,আলোর ও ভীষনভাবে দরকার।আর এই জল,আলো এগুলো কেউ না কেউ তো দিচ্ছেই ঐগাছটিকে।তারপর দেখা গেল একটি ছাগল এসে গাছটিকে খেয়ে নিল।এটাই কি প্রাকৃতিক নিয়ম!না ।কারণ কেউ না কেউ তো ছাগলটিকে বলেছেই গাছটিকে খেতে আর সেটা হল ছাগলটির ক্ষুধাযন্ত্রনা।উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি ধর্ম হল তিন ধরনের-1,প্রাকৃতিক ধর্ম(যার কিছু কারণ থাকবেই),2,মনুষ্যসৃষ্ট ধর্ম, যেমন বেদ,উপনিষদ্,রামায়ণ, মহাভারত,প্রভৃতি,3,ঈশ্বর কর্তৃক সৃষ্ট যেমন-পবিত্র কোরআন।এখানে সনাতন হল মনুষ্যসৃষ্ট ধর্ম ।‌ যেটা কতকগুলো মানুষ(পন্ডিতগণ) লিখেছিলেন যেমন কৃষ্ণ মহাভারত রচনা করেছিলেন।সনাতন মানে হল পুরোনো(প্রাচীন)।বেদ এর উপর নাম শ্রুতি যা শুনে শুনে সেগুলি বংশপরমপরায় কিছু পন্ডিতগণ লিখিত রুপ দান করেন।
    এছারাও আপনি বললেন যে গাছ লাগিয়ে সেই গাছকে ঈশ্বর মানতে ।যে গাছটিকে আমিই লাগাচ্ছি, জল দিচ্ছি,যত্ন নিচ্ছি আবার আমি চাইলেই তাকে উঁপরে ফেলতে পরি।তার জন্ম মৃত্যু আমার হাতেই অথচ আমি তাকে ঈশ্বর মানবো কি ভাবে ভাই একটু বলবেন! আপনি অনেক ভুল বুঝেছেন ভাই।দেখাযাচ্ছে যে আপনি প্রাকৃতিক ধর্মে বেশি বিশ্বাসী৷ তাহলে আমি আপনাকে বলবো আপনি কিছুই করেন না প্রাকৃতিক যেদিন বদলেযাবে আপনার ভাগ্যটাও সেদিন বদলাবে।আর কর্তব্য বলছিলেন যে একজন বাবা জন্ম দিলেই বাবা হয় না তার কিছু কর্তব্য থাকে।আমি এটার সাথে সম্পূৰ্ণ একমত ।কারণ এতক্ষনে আপনি একটি সঠিক সত্য কথা বলেছেন।তবে সেটা ভালো কর্তব্য হতে হবে।যেমন কোনো বাবা তার ছেলেকে বললো যে সংসারের অভাব মেটানোর জন্য তাকে চুরি করতে হবে এটা কর্তব্য নয় এটা একটা অকর্তব্য।সবশেষে বলি যে যেধর্মেরই হোক না কেনো সকল ধর্মই সহিষ্ণুতার কথা বলে শান্তির কথা বলে।তাই ধর্ম নিয়ে বেশি মাথাব্যথা না করে নিজের চরিত্র নিয়ে ভাবনাচিন্তা করুন তাহলেই ধর্ম কি খুব ভালো করে বুঝেযাবেন। আর সব ধর্ম ই এক ঈশ্বরেরই কথা বলে।আপনার অনেক ঘাটতি আছে ধর্ম সম্বন্ধে। আপনি যদি ধর্ম নিয়ে দশ বছর পড়াশোনা করে থাকেন তাহলে আমি আপনাকে বলবো আরো দশ বছর পড়াশোনা করার জন্য।

    • @subhashdasadhikary5263
      @subhashdasadhikary5263 2 года назад +1

      DHARMA. Artho. Aneke. English
      Religion. Balam. Kintu. ENGLISH
      Word er. Kono. English. Language Kono. Artho. BA Sanga. NAi
      DHARMA shabdho Vedic Sanskirt language. Dhiri. Datu. Thake. DHARMA shabdho. Utpothi. AE
      Bahu SURTI. Khatar. Modhy Dharmer. AKAR. Nihiti. Roache
      AE. Dhiri Dhatu. Jato. Dharmer. . Shabder. Akhorik
      artho ---- DHARON. Kara.
      SANGA. Anujae. CHATON SHIL
      PRANIR. JANMOLAGNO. Dharon
      Kara. CHATONA. SURTI. NITHI
      AR RITHER. Madhyeme. PORINOTI. Pae. Tahai. DHARMA
      AR. AE. DHARMA. Prokasito. Hoe. . " KARMER. " Madhyeme
      *( AE. Karmo. Yoga. Sri M B GITA r
      Mul. Bani. ). Sutarang. SANGA
      Anje. Porsikar. DHARMA SAYAMVHU. ( Je. Hatu. Dharmer
      Sanga. Anujae. AE. . Abong Atear
      Sanmoti. Anno. Kono. Matobad
      Paoa. Jae. NA. Thai. SANATAN
      Akmatro. DHARMA. Hisabe. Dhara
      Jete. Pare. Amader. Kono
      Probokta. NAi. Tae. ATO. Muni
      RISHi. Maha. Purush. Der. .GAN
      Abigata. Upolobdhi. Darson
      Amra. GOHORN. Korachi
      ATE. SANATAN DHARMA
      Mani. RISHi. Ra. ABAR. Bolechen
      " DHARMASHO mulantha Shabdho. Sarbong. Protistatom. "
      Artho,--- DHARMER. Pran Shabdho
      AE. DHARMA/ shabdho/ dhoni
      Somosto. Kichutay. Abostito
      AR. AE. . Shabdho ,/Dohni. Holo
      " OM "
      ,(Rig VADs. 1-89-1 Let. The
      Noble. Thought. COME .. to
      Us. All. Direction. )
      *[ " Dharmer. Charam. Lokho
      Holo. MUKTI. DHARMA. Holo
      AE. Rupantor. Prokiria. JA. Poshu. Ke. Manush. AR Manush ke. Devotay, Abng. Devotake. ISAWAR. Bikosito. Kore. .... RISHi der Abish kirto. AE. Sotho. Laver. Pathoe. Holo
      SANATAN DHARMA " ,]
      ( Swami. Bivekanandar. Bani )
      (ROOT. Of. Hindujim. . Jato
      DHARME r. SANGA. Ache
      Sabi. GOHORN. Jago. )

    • @m.k.biswas7867
      @m.k.biswas7867 2 года назад

      ধর্ম সম্বন্ধে শ্রী মান শিব প্রসাদের বিন্দুমাত্র ঘাটতি নেই। ঘাটতি আছে তোমার মতো মূর্খ কুয়োর ব্যাঙের। শিব প্রসাদ বাবুর ধর্ম নিয়ে দশ বছর পড়াশোনা করার প্রয়োজন নেই উনি যেটা ব্যাখ্যা করেছেন তার মর্মার্থ বুঝতে গেলে তোমাকে আরো দশ বার জন্ম নিতে হবে।

    • @aruphorchowdhury4714
      @aruphorchowdhury4714 2 года назад

      আপনি ইংরাজি মানে খুঁজে তার ব্যাখ্যা দিচ্ছেন এটাই হল ভুল' উনি যেটা বলেছেন আপনি উপলব্ধি করতে পারেননি। জলে ডোবা গাছ ছাগলে খাওয়া জলে আগুন নিভে যাওয়া এগুলো সবই হল পরবর্তি ধাপ ৷ ধর্ম স্বাস্যত এর বিচ্যুতি হয় না। আপনি বললেন ত্রুটির কথা ৷ এবার বলি মতবাদের কথা মতবাদ স্বাস্যত নয৷ এটা পরিবর্তনশীল ৷ তা নির্ভর করে বিশ্বাষের উপর আর বিশ্বাষের উপর যুক্তি খাটে না। কিন্তু ধর্ম হল আস্থার আর এক অবস্থা তাই আপনার উপলব্ধির অভাব আছে। ধ্যানে বসুন ৷

  • @pradipkumar2002
    @pradipkumar2002 Год назад

    Hare krishna 💐♥️🙏