উপনয়ন কি সমাজের উচুঁজাতের নিদর্শন?কেন পৈতে দেওয়া হয়?কখন পৈতে ত্যাগ করতে হয়?ব্যাখ্যামূলক আলোচনা

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 апр 2022
  • উপনয়ন বা পৈতে-সনাতন হিন্দু ধর্মের দশবিধ সংস্কারের সর্বশ্রেষ্ঠ সংস্কার।কিন্তু ,আসলে কি এই উপনয়ন সংস্কার?কেন দেওয়া হয় পৈতে?কি এর তাৎপর্য্য?কি এর অন্তর্নিহিত অর্থ?
    আসলেই কি পৈতে এই সনাজে জাতিব্যাবস্থাকে সমর্থন করে?পৈতে থাকলে উচুঁজাত,আর পৈতে না থাকলেই কি তাকে নীচুজাত বলা যায়?
    কি বলে সনাতন হিন্দু ধর্মের শাস্ত্র?
    #Upanayana_Sanskar #Brahmins
    ________________________
    কিভাবে নিজ গৃহে শিবপুজা করবেন ? • নিজেই পালন করুন শিবরাত... কন্যাসম্প্রদান আসলেই কি শাস্ত্রীয় প্রথা? • কন্যাদান-বৈদিক আচার না... কৃষ্ণের রাসলীলা আসলে কি অর্থ বহন করে? • কৃষ্ণ করলে লীলা, আর আম... প্রাচীন ভারতের নারীশিক্ষা • প্রাচীন ভারতের নারীশিক... শংকরাচার্য্য বিরচিত গীতামাহাত্ম্য_ • মাত্র ৭ টি শ্লোক সম্বল... গণেশ দ্বাদশনাম স্তোত্রম্ - বঙ্গানুবাদ ও যথার্থ ব্যাখ্যা সহ • গণেশ দ্বাদশনাম স্তোত্র... রামনবমী কি?কেন বাসন্তী দুর্গাপুজার নবমী তিথিতেই রামনবমী পালিত হয়? • রামনবমী কি?কেন বাসন্তী... বাসন্তী পুজায় বোধন হয়না কেন • বাসন্তী পুজায় বোধন হয়ন... অর্গলা স্তোত্রম্ পাঠ • আপনিও করুন অর্গলা স্তো... ৮ প্রকার বিবাহ_ • প্রাচীন ভারতে প্রচলিত ... কেন আজকের সমাজে এত ধর্ষণ,খুন,ছিনতাই?কি বলেছেন শ্রীকৃষ্ণ? • মানুষ কখন অমানুষ হয়ে য... ব্রহ্মা-বিষ্ণু-মহেশ সনাতনধর্মের ত্রিদেবতত্ত্ব/Theory of Brahma-Bishnu-Mahesh Trinity-- • ব্রহ্মা-বিষ্ণু-মহেশ সন...
    _________________________________________________________________________________
    নমস্কার , আমি আপনাদের সনাতন বন্ধু শ্রীশিবপ্রসদ। এই চ্যানেলে আমি সনাতন হিন্দু ধর্ম সম্পর্কিত বিভিন্ন বিষয় ও গুরুত্বপূর্ণ অজানা তথ্য আমি সহজভাবে বাঙলা ভাষাতে আপনাদের কাছে উপস্থাপন করবার চেষ্টা করে থাকি ।
    বিভিন্ন পৌরাণিক কাহিনীর অন্তর্নিহিত তত্ত্ব,বিভিন্ন মন্ত্রের বঙ্গানুবাদ ও ব্যাখ্যা , বিভিন্ন প্রচলিত সংস্কার ও কুসংস্কার, বিধর্মীদের দ্বারা প্রচারিত বিভিন্ন অপপ্রচারের জবাব পেতে ,আর সর্বোপরি শ্রীমদ্ভগবদ্গীতা,উপনিষদ,মহাকাব্য,দর্শন,বেদাদি শাস্ত্রের বিষয়ে সহজভাবে জানার জন্য সঙ্গে থাকুন ।
    বর্তমানে অনেক সনাতনী ভাইবোনেরা নিজের ধর্ম সম্পর্কে না জানার কারণে হীনমন্যতায় ভোগে ও অন্য ধর্মাবলম্বী মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয় । আমার সমগ্র সনাতনী ভাইবোনেরা এই ভিডিওগুলির মাধ্যমে নিজের ধর্মকে,নিজের দেশকে ও নিজেকে জানতে পারলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে ।
    সবার আগে ভিডিওর নোটিফেকিশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেননা ।
    ধন্যবাদান্তে,
    শ্রীশিবপ্রসাদ মুখোপাধ্যায়

Комментарии • 295

  • @ultrabotgaming5872
    @ultrabotgaming5872 Год назад +14

    আমি ভাবতাম আমি ঠিক আছি। কিন্তু এই ভিডিওটি দেখার পর বুঝলাম আমার কাজ কি । আর এতোদিন ধরে আমি কি করেছি। এসব তো আগে জানতাম না। জানাবো কি করে কেউ কোনো দিন বলেনি ।ধন্যবাদ দাদা আপনাকে।❤️❤️

    • @joydebsharma9252
      @joydebsharma9252 3 месяца назад

      খুবই সুন্দর শিক্ষনীয় আলোচনা...❤
      ধন্যবাদ দাদা আপনাকে🙏❤️

  • @basudebdas1224
    @basudebdas1224 2 года назад +18

    অপূর্ব বিষয়বস্তু, অনেক ধন্যবাদ। ঈশ্বর আপনার সহায় হোন। ওম নমঃ শিবায়।

  • @swapankumarroy1006
    @swapankumarroy1006 2 года назад +18

    খুব সুন্দর ভাবে সনাতন সংস্কারের জীবন বিধানকে তুলে ধরেছেন, অসংখ্য ধন্যবাদ, নমস্কার।

  • @shyamalendubanerjee3901
    @shyamalendubanerjee3901 2 года назад +29

    বহু বছর ধরে এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় ছিলাম, আমি খুবই খুশি হলাম, ভগবান আপনার মঙ্গল করুন।

  • @pravashchandradhar2067
    @pravashchandradhar2067 Год назад +5

    আপনাকে শতকোটি প্রণাম। সুন্দর বর্ণনার জন্য। সকল সনাতনী মানুষ পৈতা ধারণ বা উপনয়ন গ্রহণ করতে পারবে কি-না, সেই বিষয়টি দয়া করে বিস্তারিত ব্যাখা দিতে অনুরোধ জানাচ্ছি

  • @susantachakraborty9595
    @susantachakraborty9595 2 года назад +9

    নমস্কার দাদা খুবই সুন্দর লাগলো! এই ভাবেই সমস্ত মানুষকেবুঝাতে হবে!✍️👋💐🪔👍✊🌍🇧🇩

  • @apurbakrishnasen9235
    @apurbakrishnasen9235 11 месяцев назад +1

    অপূর্ব ব্যাখ্যা। সনাতন ধর্ম কত মহৎ, কি গভীর তার দর্শন। পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, জীবনধারা। প্রত্যেক সনাতনী মানুষের গর্বিত বোধ করা উচিত। পাশ্চাত্য শিক্ষা, মার্কসবাদী শিক্ষা, ইসলামী শিক্ষা এক স্থুল ভোগবাদী জীবনের শিক্ষা দিয়ে আত্মার অবমাননা করে।

  • @kajalmisra8793
    @kajalmisra8793 Год назад +4

    আপনার এই পৈতের বিষয় জেনে খুব উপকৃত হলাম আমি এখনো আমার ছেলের পৈতে দেই নি ওর বয়স 23 বছর কারন ও ঠিক ভাবে পৈতের নিয়ম করতে পারবে না পড়ার মঝে আছে কিন্তু খুব ভালো ছেলে

  • @apurbamukherjee2166
    @apurbamukherjee2166 2 года назад +9

    দাদা খুব সুন্দর। ও খুব শিক্ষামুলক।
    ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @sasimmisra802
    @sasimmisra802 2 года назад +5

    ধন্যবাদ শিবপ্রসাদ বাবু । খুবই তাতপর্য পূর্ণ আলোচনা শুনলাম । সমাজকে বিকশিত করার একটা বিরাট প্রয়াস । ধণ্যবাদ ।

  • @gautamchakravarty957
    @gautamchakravarty957 Год назад +4

    খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন,ভূল ধারনা নিপাত যাক। নমস্কার আপনাকে ।

  • @usharaniSinha-md2zn
    @usharaniSinha-md2zn 7 месяцев назад +1

    আর অন্যকে শিখিয়ে দেওয়া অতি পূন্য।
    এবং আমাদের দ্বারা অন্য কেউ উন্নতি হবে
    এবং তখন দেশের সকল আমাদের মতো
    না হলে শান্তি আসবে । কারণ আমরাই তো
    মানুষ এই পৃথিবীতে পরিবেশন নষ্ট করি।
    ধন্যবাদ শিবজি এগুলো আমার প্রিয় বিডিও । আপনার মঙ্গল হোক । আপনার মঙ্গলে আমার মঙ্গল । দেশের সকল জাতী
    আমার মনে এক। আর সকলের ভালোটাই
    হওয়া টাই আমি চাই ।

  • @mrinalsaha511
    @mrinalsaha511 Год назад +13

    আপনি এতো সুন্দর করে বুঝিয়ে বলেন যে মনে হয়, সত্যযুগে কোন গুরু গৃহে থেকে, তার পথপ্রদর্শক বানী শ্রবন করছি…/

  • @pkmcalmktg
    @pkmcalmktg 2 года назад +6

    অপূর্ব আলোচনা, আজকাল তো এইরকম মানুষ/গুরু পাওয়া যায় না।

  • @sourav_paul
    @sourav_paul 2 года назад +13

    এরকম ভিডিও আরো বেশি করে চাই। ❤️

    • @SriSibaprosad
      @SriSibaprosad  2 года назад +1

      অবশ্যই চেষ্টা করছি আমি। সঙ্গে থাকুন

  • @ashalata8665
    @ashalata8665 Год назад +2

    আপনার বানী সমূহ অমৃতের মত মনে হলো। আপনীই প্রকৃত সনাতনী।ঈশ্বর সর্ব মঙ্গল করুন।

  • @ashokstudycareeverydaypro8141
    @ashokstudycareeverydaypro8141 2 года назад +4

    দাদা আপনাকে আমার প্রনাম ,নমস্কার।আপনার ঙ্গ্যান আমাদের অনেক সমৃদ্ধি করে চলেছে🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕।

  • @nisithbandyopadhyay5685
    @nisithbandyopadhyay5685 2 года назад +9

    নৃ শব্দটির অর্থ কি রাজা ? সম্ভবত নর বা মানুষ। নৃ-ঋণ সম্ভবত সমাজের বিভিন্ন মানুষের প্রতি আমাদের ঋণকে বোঝায়। আলোচনার অপেক্ষায় রইলাম। প্রচেষ্টাটা ভাল। ভাল থাকবেন।

    • @mrinalkundu5678
      @mrinalkundu5678 Год назад

      নৃ মানে নর বা মানুষ। নৃতত্ত্ব অর্থাত্ anthropology মানে মানুষ সম্বন্ধে জ্ঞান। নৃপতি মানে রাজা।

  • @linadas93
    @linadas93 2 года назад +5

    অনেক অজানা কে জানতে পারলাম। আন্তরিক শ্রদ্ধাজানাই।

  • @dhananjoybera3841
    @dhananjoybera3841 2 года назад +5

    জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো,এখানে পিতা মাতা উপর নির্ভর করবে উপনয়ন, ব্রম্হ‍্য সম্পর্কে জ্ঞান তাদের অর্জন করা কর্ত‍্যব‍্য,নমস্কার

  • @studytogrow0
    @studytogrow0 2 года назад +8

    দাদা, দীক্ষা সংস্কার ও তার বিভিন্ন সম্প্রদায় যথা - শাক্ত, শৈব, বৈষ্ণব ও স্মার্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করলে উপকৃত হবো।

  • @swapandebbaul9360
    @swapandebbaul9360 2 года назад +4

    আপনার মাধ্ধমে অনেক অজানা বিযয় যানাহল আপনাকে অনেক ধন্যবাদ

  • @satyajitchatterjee7930
    @satyajitchatterjee7930 Год назад +1

    খুব সুন্দর ও মনোজ্ঞ। শিবপ্রসাদ বাবুকে অজস্র ধন্যবাদ।

  • @alokeshmondal1972
    @alokeshmondal1972 2 года назад +3

    খুব সুন্দর প্রতি ছাত্র জীবনে এই শিক্ষা ও তার দায়িত্ব কর্তব্য পালন করার জন্য এই পৈত ধারণ আবশ্যকীয় কিন্তু এই সমাজে ব্রাহ্মণ ব্যতীত অন্যান্য সনাতনী দের এই ঋণ স্মৃতি চারনের উপায় কীভাবে সম্ভব।

    • @SriSibaprosad
      @SriSibaprosad  2 года назад +1

      ব্রাহ্মণাদি ত্রিবর্ণেরই উপনয়ন সংস্কার বিধেয়

  • @mahaagnyanipakachhari24
    @mahaagnyanipakachhari24 2 года назад +4

    খুব...খুব...খুব ভালো...!!!😊

  • @kajalsett8769
    @kajalsett8769 2 года назад +1

    Khub. sundar bojhano, khub bhalo laglo bhalo thakun sustha thakun 🙏

  • @sankardebnath3834
    @sankardebnath3834 Год назад +3

    আপনারা হচ্ছেন এই বিপথ গামি অস্থির যুগের একমাত্র পথ প্রদর্শক , সনাতন সর্বদা সদা সত্য সঠিক স্থায়ী সমীচীন ।

  • @haradhandebnath7899
    @haradhandebnath7899 2 года назад +1

    Khub...sundor . Onek ..kichu bujte parlam. Apni khuboi sahaj o saral bhabe bujan.

  • @pradipgoswami7803
    @pradipgoswami7803 Год назад +1

    Apnar tattha ja byakta karecchen jene visan visan samridya halam anek anek dhanyabad....namaskar......

  • @arupkumarbiswas3484
    @arupkumarbiswas3484 2 года назад +1

    khub bhalo laglo puro subject janar jannyo......thank you dada.

  • @jchat1978
    @jchat1978 Год назад

    Dhonnobad o pronam. This is the best Bengali commentary on uponoyon or poitae that I have heard in internet. It's a privilege listening to you. Best wishes to you. 😊

  • @jhunubasu8416
    @jhunubasu8416 2 года назад +1

    Darun Laglo Bhai ...Asaal Katha Holo Manush Ke Manush Hote Habe....Janawar Hole Chalbe Na....

  • @bikashgoswami7250
    @bikashgoswami7250 2 года назад +2

    অনেক সমৃদ্ধ হলাম। ধন্যবাদ।

  • @ArijitSingh-21
    @ArijitSingh-21 2 года назад +5

    অসংখ্য ধন্যবাদ 🙏 খুব সুন্দর ব্যাখ্যা করলেন।

  • @tapanchakraborty6976
    @tapanchakraborty6976 2 года назад +2

    খুব ভালো লেগেছে।

  • @sukumarmollick5155
    @sukumarmollick5155 Год назад

    খুবই সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ এবং অনেকে অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

  • @suparnabhattacharjee1710
    @suparnabhattacharjee1710 2 года назад +1

    Osadharon.

  • @jaydeepadhikari8341
    @jaydeepadhikari8341 Год назад

    খুব ভালো লাগলো আপনার কথা শুনে
    , অনেক কিছু জানতেও পারলাম. এরকম শাস্ত্র সম্বন্ধীয় আরো কিছু ভিডিও দেবেন

  • @souravchakraborty3520
    @souravchakraborty3520 2 года назад +8

    খুব সুন্দর ব্যাখা দাদা 🙏

  • @kashinathpal681
    @kashinathpal681 Год назад

    Sundar byakhar janya uponake asankha dhanyabad.

  • @sudhangsukumardebnathassis9276
    @sudhangsukumardebnathassis9276 2 года назад +2

    Excellent observation of your speech.

  • @debamitabhatta7822
    @debamitabhatta7822 2 года назад

    Shibu tomar eto sundor bakhya sdhu amar noe onekeri bhishon bhalo legeche asha krbo. Ami vishon upokarita

  • @rekhachatterjee6124
    @rekhachatterjee6124 2 года назад +1

    Khub sundor bolechen

  • @bananisinha9004
    @bananisinha9004 Год назад +1

    ,janlam. KHUB BHALO LAGLO.

  • @niyatichakraborty7078
    @niyatichakraborty7078 2 года назад +2

    খুব সুন্দর ব্যাখ্যা। 🙏🙏

  • @studytogrow0
    @studytogrow0 2 года назад +6

    দাদা, রুদ্রক্ষ ব্যাপারে আলোচনা করলে উপকৃত হবো।

  • @trinayankashyap5051
    @trinayankashyap5051 2 года назад +3

    wow😍❤soo clearly and simply you have explaind this topic.Very much thankful to you dada ❤🙏

  • @arindamganguly7900
    @arindamganguly7900 Год назад +1

    Go ahead my brother. God bless you.

  • @gourimukherjee6828
    @gourimukherjee6828 2 года назад +1

    Khub valo bolachen

  • @labanyamayeemukherjee6327
    @labanyamayeemukherjee6327 8 месяцев назад

    Asadharan bakhha korlen

  • @kuntalbhattacharya9152
    @kuntalbhattacharya9152 Год назад +1

    JOY JAGANNATH. JOY MAA BHAGABATI. WONDERFUL. CARRY ON

  • @badhonroy8075
    @badhonroy8075 2 года назад +1

    আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @kailashmondal3479
    @kailashmondal3479 Год назад

    Many many thanks the correct explanation of the paita

  • @lipikachakraborty7571
    @lipikachakraborty7571 8 месяцев назад

    অসাধারন। অনেক শুভেচ্ছা রইলো। ঈশ্বর আপনার মঙ্গল করুন।

  • @ardenbhattacharya4421
    @ardenbhattacharya4421 Год назад +1

    VERY WELL EXPLAINED. THE SACRED THREADS ALSO REMIND ONE OF HIS DUTY TO PERFORM REGULARLY THE OFFERING OF HIS DEVOTION TO HIS ARADHA WITHOUT ANY EXPECTATION BUT WITH FULL INNOCENCE AND PURE AND UNCONDITIONAL SUBMISSION! OM NOMO SHIVAO NOMO OM!

  • @Sandipadhikai
    @Sandipadhikai Год назад

    Kub sundor laglo dada

  • @sanjoymajumder5477
    @sanjoymajumder5477 Год назад +1

    খুব সুন্দর লাগল

  • @relaxingmusicrelaxingmedit8574
    @relaxingmusicrelaxingmedit8574 8 месяцев назад

    ধন্যবাদ দাদা।

  • @khokanbhattacharya9769
    @khokanbhattacharya9769 Год назад

    You are doing great service to the society. Thank you.

  • @horidashkumardebnath6104
    @horidashkumardebnath6104 Год назад

    ধন্যবাদ। ব্যাখ্যা করে আলোচনারজন্য।

  • @dilipbarman6236
    @dilipbarman6236 2 года назад +2

    Excellent performance

  • @usharaniSinha-md2zn
    @usharaniSinha-md2zn 7 месяцев назад

    প্রণাম ।

  • @debarghyabhattacharjee5706
    @debarghyabhattacharjee5706 Год назад

    খুব ভালো।

  • @manojitsarkar2131
    @manojitsarkar2131 2 года назад +1

    Thank you very nice

  • @nirmaldebnath8603
    @nirmaldebnath8603 2 года назад +2

    go on brother ..

  • @rabindramahapatra7232
    @rabindramahapatra7232 Год назад

    খুব সুন্দর ব্যাখ্যা

  • @barundas5222
    @barundas5222 2 года назад +2

    Good expression.
    Many many thanks.

  • @usharaniSinha-md2zn
    @usharaniSinha-md2zn 7 месяцев назад

    হা শিক্ষায় এক প্রকার দেহ সুদিকরনের
    রাস্তা ।👌👍👍👍👍❤

  • @aruproy6828
    @aruproy6828 Год назад

    অসাধারণ

  • @haralalchakraborty2501
    @haralalchakraborty2501 Год назад

    অসাধারণ। আমি ফেসবুক, আমার পরিচিতদের মধ্যে শেয়ার করলাম।

  • @GaneshChakraborty-ml5lv
    @GaneshChakraborty-ml5lv 11 месяцев назад

    Very very important

  • @pronotoshnath8821
    @pronotoshnath8821 Год назад

    Thanks for such knowledge.

  • @SantiDad-px1ek
    @SantiDad-px1ek 14 дней назад

    It is a great lesson from U

  • @pranabmishra5959
    @pranabmishra5959 7 месяцев назад

    Thanks dada

  • @milonroy265
    @milonroy265 2 года назад +1

    Dada nomoskar🙏🙏🙏

  • @aparajitapaul369
    @aparajitapaul369 2 года назад +2

    আসাধারন

  • @biswajitchakraborty1862
    @biswajitchakraborty1862 Год назад

    Apnake...pronam

  • @laxmimandal8360
    @laxmimandal8360 2 года назад +2

    রাম রাম দাদা 🙏 একদম ঠিক বুঝি,য়েছেন খুব ভালো লাগলো ধন্যবাদ,🙏🌺🌺🌺🥰🥰

  • @krishnamajumder3465
    @krishnamajumder3465 3 месяца назад +1

    হরে কৃষ্ণ দাদা দয়া করে আপনে আমাদের ভারতবর্ষের প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় গুরুকুল স্থাপনের জন্য জনসচেতনতা মূলক ভিডিও বানাবেন এবং সরকারের কাছে আবেদন করা প্রয়োজন তানাহলে সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করা জাবেনা এবং পরবর্তী প্রজন্মের কাছে সনাতনের বার্তা পৌঁছানো যাবে না।

  • @mangalmoypandey6823
    @mangalmoypandey6823 Год назад

    Good

  • @bisnupaddas1762
    @bisnupaddas1762 2 года назад +2

    আপনার কথা মানতে অস্বীকৃতি জানায়

    • @bisnupaddas1762
      @bisnupaddas1762 2 года назад

      আপনি বর্তমানে ধর্মে নাবালক

  • @jibonkumarghosh7536
    @jibonkumarghosh7536 Год назад +1

    সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন জন্য ধন্যবাদ।অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।ব্রাক্ষনরা এনিয়ে অহংকার করতো। কাউকে প্রকৃত কথা বলতো না।

  • @triptisingha6816
    @triptisingha6816 Год назад

    Asadharon sundor 🙏 🙏🙏 ato kichu ami jantam na khub upokrito holam amar mone hoy sonaton dharmo somondhe amra anok kichu jani na

  • @prajitdas7326
    @prajitdas7326 2 года назад +1

    Many many thanks for sharing this knowledge. DEBOPUJA now a days reduced I think mainly for two reasons. Now we are logically thinking why we will adore so many God and Goddess where God is one.2ndly we are divided in many dharma SOMPRODAY with many Gurus whom we adore as God.l was also in those groups but after watching your video on importance of puja l have changed myself.Namaskar.

    • @SriSibaprosad
      @SriSibaprosad  2 года назад +1

      its illogical thinking. There is no besic knowledge.we all worship one brhman with many Rupaks.Bcz,according to veda ekong sad bipra bahudha badanti.
      Every guru,every sampradaya have Their own path,but same destination.

  • @suranjitdebnathripu1030
    @suranjitdebnathripu1030 2 года назад +1

    Radhe radhe

  • @ambareesdhali2719
    @ambareesdhali2719 2 года назад +2

    অসাধারন অনেক নলেজাবল

  • @dilipdas-gq6zi
    @dilipdas-gq6zi 2 года назад +6

    I appreciate you for taking such a fantastic steps to spread the knowledge of Sanatan dharma or philosophy.Wish u every success in life

  • @barunbauri1456
    @barunbauri1456 Год назад

    Bah bah apnar moto jodi ei samajer somosto purohit hoto tahole somajtai palte jeto.dhanyabad

  • @shyamaldebnath9156
    @shyamaldebnath9156 Год назад +1

    Joy radhe shyam pravu🙏🙏🙏🙏🙏

  • @shd5184
    @shd5184 2 года назад +5

    আপনার কাছে গুরু দীক্ষা নিতে চাই অনেক দিন গুরু খুঁজছি একটু হেল্প করুন। আপনার মধ্যে সমস্ত পাণ্ডিত্যের গুন বর্তমান দেখছি । একটু হেল্প করুন❤️❤️

    • @SriSibaprosad
      @SriSibaprosad  2 года назад

      আমি দীক্ষা দেওয়ার ক্ষমতা বা যোগ্যতা রাখিনা। আপনি ভালো গুরুর সন্ধান করুন

  • @swaponbarman3718
    @swaponbarman3718 Год назад

    ওম শান্তি ।

  • @saptarshachakraborty402
    @saptarshachakraborty402 2 года назад +1

    অপূব ❤️

  • @amitkumardey38
    @amitkumardey38 2 года назад +5

    দাদা, আমি কায়স্থ (ক্ষত্রিয় )। আমি উপবিত ধারণ করতে চাই । দয়া করে আপনি একটা ব্যবস্থা করে দেন । আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই ।

  • @nayanchakraborty4536
    @nayanchakraborty4536 2 года назад +1

    খুব সুন্দভাবে বুঝিয়েছেন।খুবই উপকৃত হয়েছি। শুধু একটা প্রশ্ন মনে হলো তাই জিজ্ঞাসা করছি , গুরুদ্বশায় অর্থাৎ পিতা বা মাতা বিয়োগ হলে পৈতা অন্যকাধে পড়তে হয় এর কি কোন কারণ আছে?

    • @SriSibaprosad
      @SriSibaprosad  2 года назад

      মৃত্যু হলে অন্য কাধে পড়ে না। শ্রাদ্ধের পিণ্ডদানকালে অন্য কাধে পড়ে। ওটাকে প্রাচীনাবীতি বলা হয়

  • @aksarma7080
    @aksarma7080 2 года назад +2

    The lecture might be very or upanishad base as the matter is so sensitive but your lecture seems it a fun

  • @rajyadharpradhan5260
    @rajyadharpradhan5260 2 года назад +2

    Dada khub sundor, tahola ki kandha ai riner bojha ba poyta sakol manuser neya dorkar?

  • @apubhowmik9012
    @apubhowmik9012 11 месяцев назад

    খুবই সুন্দর আপনার প্রচার প্রচারণা বেশি হোক। শুভকামনা ❤

  • @ap.gamingallvideos8401
    @ap.gamingallvideos8401 11 месяцев назад

    হর হর মহাদেব।

  • @chintamonipurkaiet2882
    @chintamonipurkaiet2882 2 года назад +1

    প্রনাম

  • @nityaUpasonabd
    @nityaUpasonabd Год назад

    নমস্তে হে বিজ্ঞ বর!
    🍂ও৩ম্ শুভমস্তুঃ 🙏
    🍂হে প্রভু! মঙ্গল করো।