লোভি রাজনীতিবীদদের চরিত্র মানসিকতা সুন্দরভাবে নাটকের মাধ্যমে ফুটিয়ে তুলে সমাজের সামনে তুলে ধরেছেন। এই নাটকটি সত্যি অসাধারণ যেমন গল্প তেমনি অভিনয় সত্যি প্রসংশনীয়।
হুমায়ুন স্যারের প্রত্যেকটা নাটক দেখতে আমার অনেক ভালো লাগে যত পুরানো নাটক গুলো দেখি ততো প্রেমে পড়ে যাচ্ছি কিন্তু আর কখনো এত সুন্দর গল্পের নাটক আর দেখা হবে না
কান নিয়েছে চিলে,এ কথা শুনে কান আছে কিনা তা যাচাই না করে, চিলের পিছনে দৌড়ানোর স্বভাব মানুষের আর গেল না। আবার কিছু স্বার্থ লোভী মানুষ এই রকম ঘটনা রটনা করে, সাধারণ মানুষের এই স্বভাবকে জিম্মি করে, তাদের স্বার্থ হাসিলের কৌশল খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকেই।
নাটকটি দেখে কমেন্ট বক্সে এসে বড়ই অবাক হলাম, এবং দুঃখও পেলাম। হুমায়ূন স্যারকে যারা জানেন, তারা কখনোই এমন বাজে প্রতিক্রিয়া দেখাতে পারেননা। যারা সুন্দর এ নাটক দেখেও ফালতু নাটক বলেছেন, আমি শিওর তারা হুমায়ূন স্যার সম্পর্কে অবগত না। ভালোভাবে নাটকটি আবার দেখুন এবং বুঝুন। স্যার ছিলেন এমন এক মানুষ, যিনি কোন বিষয়ে সরাসরি মন্তব্য না করে কোন না কোনভাবে একটা মেসেজ দিয়ে যেতেন। এখানেও সুন্দর একটি মেসেজ আছে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে। ভালো থাকবেন সবাই।
Michael Corleone ভাইরে আমার আর কিচ্ছু বলার নাই,Walter White প্রথমেই অপরিচিত একজনরে অকারণে গালি দিয়ে নিজের জাত আর বংশ চিনায় দিছে শুধু একটা নাটকের কমেন্টেও যে এত স্পয়লার হইতে পারে তা আমার জানা ছিল না থাক ভাই,আপনি আর কিচ্ছু বইলেন না,কুত্তার বাচ্চা যদি আপনাকে কামড় দেয় তাইলে তো আপনিও উলটা কামড় দিতে পারেন না,কারণ আমরা মানুষ রে ভাই খুব কষ্ট পাইলাম,আমি যদি ধর্মীয় উস্কানিমুলক কোন কথা বলতাম তাইলে হয়ত এই গালিগুলা Walter White দিতে পারত
আমি হুমায়ূন আহম্মেদ এর নাটক, দেখি বেশি দিন হয় নাই,,, উড়ে যায় বকপক্ষি, নাটক দেখে আমি তার ভক্ত হয়েছি। যদিও নাটক টি অনেক আগে করা, কিন্ত বর্তমানে বাস্তবের সাথে অক্ষরে অক্ষরে মিল আছে।।।। ধন্যবাদ হুমায়ূন আহম্মেদ , স্যার।।।
এখানে কিছু সাংবাদিকদের চাটুকারিতা ও তারা যে অসত্য নিউজ ছাপায় সেইসব খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়ে। আসলেই আমরা মানুষরা খুব পচা! আমাদের পচন ধরেছে মন-মানসিকতায়, সততায়। নাটকের ৩৩.০০ মিনিটের সময় কথাটা সত্যিই গভীর!
খুব সুন্দর পরিচালনা।এই পরিচালক কে দিয়ে মহান গল্পকার ও পরিচালক স্যার হুমায়ূন আহমেদের সব গল্পের পরিচালনার দায়িত্ব দিলে খুবই ভাল হয়।ধন্যবাদ।ভারত থকে আমি।
মিডিয়া আর নেতাদের চরিত্র যেভাবে এই নাটকে পরিস্ফুটিত হয়েছে তা এক কথায় অনবদ্য। মনুষ্য সমাজের চিরকালীন অন্তর্নিহিত চরিত্রকে হুমায়ূন সাহেব যে মুন্সিয়ানার সাথে ফুটিয়ে তুলেছেন তা অকুণ্ঠ প্রশংসার দাবী রাখে। সঙ্গে অভিনেতারা উপযুক্ত ভুমিকা পালন করে নাটকটিকে একটা বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছেন। এক কথায় এই মনোগ্রাহী নাটকটি আমাদের হুজুগ প্রিয় বৈশিষ্ট্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। যদিও তাতে আমাদের বোকা ছাগের চরিত্র থেকে বিশেষ কোন উন্নয়ন ঘটেনি।
২০২২ সালে এসে কে দেখছেন? ভালো লাগলো নাটক টা শিখার অনেক কিছু আছে এই নাটক থেকে। আমরা মানুষ বড়ই অদ্ভুত একটু হলে আর একটু বানিয়ে বলি। বর্তমান সাংবাদিক দের একি অবস্থা।
যে ব্যক্তি ইলম অন্বেষনের জন্য কোন পথ অবলম্বন করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন।তিরমীযী।হে আল্লাহ তুমি আমাদের সহজ সরল ও সঠিক পথে চলার তৌফিক দান কর।আমিন।।
গুজব আর হলুদ সাংবাদিকতা পুরোপুরি ফুটে উঠেছে।
ধন্যবাদ হুমায়ুন আহমেদ স্যার
ড. এজাজুল ইসলাম ও ফারুক স্যার শ্রেষ্ঠ অভিনেতা।। 😍
ছোট্ট একটা কাহিনিকে কেন্দ্র করে এতো সময়ের দৃশ্যপট, শুধু মাত্র গল্পের যাদুকরকে দিয়েই সম্ভব। ♥
একটা নাটকের মাধ্যমে সমাজের আনাচে কানাচে ঘটে যাওয়া কুসংস্কার এর একটা বাস্তব চিত্র তুলে ধরেছেন হুমায়ুন আহমেদ স্যার। ❤
Right ▶️👍 you
"ছাগল মানুষের মতো কথা বলে না।কিছু মানুষ ছাগলের মতো কথা বলে। "।।অসাধারণ ডায়ালগ।
২০২৪ সালে নাটকটা দেখতেছেন কে কে?
Me
হুজুগে বাঙ্গালী স্বভাব যে কতটা ভয়াবহ তা হাস্য রসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন হুমায়ুন স্যার। জিনিয়াস 💔
❤️🥰
2021 সালে হুমায়ুন আহমেদ এর,
নাটক কে কে দেখছেন? 👉👍
2021 saleo dekchi
Ami🙂
@@shamsunnahar736 এতোরাতে🙀
হুমায়ুন আহমেদের নিশিকন্যা😍
@@MizanurRahman-rv6be kichu ta😊
@@shamsunnahar736 মাত্র হুমায়ুন আহমেদ স্যার এর আরেকটি নাটক দেখে আসলাম।
ফারুক আহমেদ ছাগলের কন্ঠটা সেই ছিল🤣
🧸✅😁😁😁
CD choice Drama কে আমার আন্তরিক শুভেচ্ছা।হুমায়ুন আহমেদ আমার একজন অতি প্রিয় একজন নাট্য পরিচালক।নাটকটিও খুব সুন্দর।কলকাতা থেকে👍👍👍👍👍🏼👍👍👍👍👍💐💐💐💐
লোভি রাজনীতিবীদদের চরিত্র মানসিকতা সুন্দরভাবে নাটকের মাধ্যমে ফুটিয়ে তুলে সমাজের সামনে তুলে ধরেছেন। এই নাটকটি সত্যি অসাধারণ যেমন গল্প তেমনি অভিনয় সত্যি প্রসংশনীয়।
তা শুধু হুমায়ুন আহমেদের পক্ষেই সম্ভব।
H
H
শুধু লোভ নয়, গুজব কিভাবে ছড়ায় তারও একটা উজ্জ্বল দৃষ্টান্ত।
Good
সেই গুজবে দেশটা আজ শেষ
ধন্যবাদ জনাব হুমায়ুন আহমেদ ❤❤
আমার মতো কে কে ফারুক স্যারের অভিনয় পছন্দ করেন?
,জি
আমি
ফারুক আবার স্যার হইল কবে?
@@fazlerabbi7906 তুমি বুঝবানা
ফারুক স্যার কেন সেকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাকি ?
বাংলাদেশী মানুষের গুজব রটানোর দক্ষতা কতটা শক্তিশালী তাহা এই নাটকে স্পষ্ট ফুটে উঠেছে।।
😅😅😅
কিছু ছাগল আসলেই বুঝলো না কতো শিক্ষণীয় বিষয় গুলো এই নাটকের মাধ্যমে সবার কাছে পৌছে দিয়েছেন হুমায়ুন স্যার।
Shojol Nur ভাল
Shojol Nur By re cagolra. Am jonota.🚹
Ai cagol ki....sobai ki tor moto gada ...tai bojhena
এঁদের জন্য শুধুই করুণা
অসাধু রাজনীতিবিদ, হলুদ সাংবাদিকতা, সুবিধাবাদী সুশীল সমাজ কি নাই এই নাটকে!
কি কঠিন বাস্তবতাগুলো নাটকে সহজ সাবলীল ভাবে মানুষকে উপস্থাপন করে গেছেন স্যার! ❤️
হুমায়ূন আহমেদ এর শ্রেষ্ঠ আবিষ্কার ফারুক আহমেদ।অসাধারন অভিনয় দক্ষতা। ❤️🙏
Ezaz +Faruk+ Humayun Ahmed= One Of The Best Combination ❤️
আমার দেখা একজন কিং কমেডিয়ান "ফারুক" ।
তিনি একজন জাত অভিনেতা !
বর্তমান সাংবাদিকদের আসল চরিত্র এই গল্পে ফুঁটে উঠেছে। সত্যি কে মিথ্যা বানানো আর মিথ্যা কে সত্যি বানানো সাংবাদিকদের বাম হাতের খেল!
মানুষ যে আসলেই সুযোগসন্ধানী সেটা এই নাটকের মাধ্যমে সুন্দরভাবে ফুটে উঠেছে।
"যারা হুলুস্থুল ফেলে দেয় তাদের চাকরি যায়না, তাদের প্রমোশন হয়!" - দেশের সাংবাদিকতা এভাবেই চলতেছে!
কী অসাধারণ চিত্রায়ন!! গুজবপ্রিয় জাতির চারিত্রিক চিত্রায়ন 😂😂
ঠিক ভাই
এ গুজবের উপর ভিত্তি করেই চলেছে
বাংলাদেশের প্রধান বিরোধী দলটি ।
হায় রাজনীতি!!!
@@g.mhasan6239 রাইট!
এ নাটকটা যেন সেই বিরোধীদল এবং তাদের মাথামোটা অন্ধভক্ত মগজধোলাই করা সমর্থক 😂🤣😅
@@MizanurRahman-rv6be hya... আওয়ামি লিগ কাজ করে আর শালারা ধর্ম ধর্ম করে লাফায়...
এই কথা বলার জন্য কমেন্টে এসে দেখি আপনি বলছেন হ্যা আমরা গুজব প্রিয় বাঙ্গালী
হুমায়ন স্যারের ফ্যান হয়ে গেছি,,অজান্তেই,,,,এখন স্যারের নাটক ছাড়া অন্য নাটক ভালো লাগে না
same condition brother 😊
Faruk Ahmed, ejaj
Humayun Ahmad Super 😍
10months age fan? Onek years deri hoye gelo toh
আমি সেই ছোটবেলা থেকেই হুমায়ন স্যারের ফ্যান
আমিও❤
Faruk ahammed is great acctor💞💞
19:25
ফারুক স্যারের কথার সুরই আলাদা। এমনভাবে কথা বলে শুনলেই হাসি পায়। অসাধারণ অভিনয়
Acca vai natok er time comment a kibave mention den??
গুজব বিদ্দেষীরা বহন করে, মুর্খরা ছড়ায় এবং বোকারা গ্রহণ করে। নাটকটি খুবই সুন্দর
অপরাধী গানে ১০০ মিলিয়ন আর এমন নাটকে ১মিলিয়ন।আফসোস বাঙ্গালী জাতির জন্য।
নাটক আগে দেখা ইউটিউবে দেখে কি হবে)?
কমেন্ট করলেই হয় না ভাই
@@Rakib4O3 আপনার নাম অদৃশ্য
@@Rakib4O3 বাংলাদেশ গাইবান্ধা জেলা
ট্রেন্ডিং এ থাকে হিরো আলমের গান
Ekhn 300m views
ফারুক যদি কিছু না করে দাঁড়িয়েও থাকে
তাও সবার চোখ ফারুকের দিকেই থাকে
জিনিস একটা ❤❤❤❤❤❤❤❤❤❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
,,👏😙😗
হিরা ❤❤
or ovinoi khub valo lage.
Right bro
ফারুক এর অভিনয় জীবনে দুই যুগের দুই পার্টনার।
১. (ড. এজাজুল+ফারুক)
২. (মোশাররফ+ফারুক)
২০২১ সালে এসেও নাটক টা কে কে দেখছেন লাইক দিয়ে জানান😊❤️
অসাধারণ! অসাধারণ! অসাধারণ একটি নাটক।রসিকতার ফাঁকে ফাঁকে আমাদের সমাজের স্বার্থান্বষি রাজনীতিবিদ ও হলুদ সাংবাদিকদের চরিত্র স্পষ্ট ভাবে তুলে ধরা হয়েছে।
মানুষ নিজের স্বার্থের জন্য সব করতে পারে।ধন্যবাদ সকলকে ।এতো সুন্দর করে ব্যাঙ্গাত্মক উপস্থাপন করার জন্য।
বাংলাদেশ এর বর্তমান পরিস্থির জন্য
এই নাটক অত্যান্ত যুগ উপযোগি🙂
বর্তমানে ফালতু সব নাটকের ভিরে
হারিয়ে যাচ্চে এইসব শিক্ষনিয় নাটক
gyfffffyhffffffffft
মরহুম হুমায়ূন স্যার বেঁচে থাকবেন তার সৃষ্টিতে ও আমাদের হৃদয়ে।
হুমায়ুন স্যারের প্রত্যেকটা নাটক দেখতে আমার অনেক ভালো লাগে যত পুরানো নাটক গুলো দেখি ততো প্রেমে পড়ে যাচ্ছি কিন্তু আর কখনো এত সুন্দর গল্পের নাটক আর দেখা হবে না
ফারুক সাহেব সুন্দর অভিনয় করেন খুবই ভাল লাগে
কান নিয়েছে চিলে,এ কথা শুনে কান আছে কিনা তা যাচাই না করে, চিলের পিছনে দৌড়ানোর স্বভাব মানুষের আর গেল না। আবার কিছু স্বার্থ লোভী মানুষ এই রকম ঘটনা রটনা করে, সাধারণ মানুষের এই স্বভাবকে জিম্মি করে, তাদের স্বার্থ হাসিলের কৌশল খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকেই।
14:46 যে বাড়ীতে ছাগল কথা বলে,
সে বাড়িতে মানুষ ভাল কথা বলবেনা??😂😅🤣😁
নাটকটি দেখে কমেন্ট বক্সে এসে বড়ই অবাক হলাম, এবং দুঃখও পেলাম। হুমায়ূন স্যারকে যারা জানেন, তারা কখনোই এমন বাজে প্রতিক্রিয়া দেখাতে পারেননা। যারা সুন্দর এ নাটক দেখেও ফালতু নাটক বলেছেন, আমি শিওর তারা হুমায়ূন স্যার সম্পর্কে অবগত না।
ভালোভাবে নাটকটি আবার দেখুন এবং বুঝুন। স্যার ছিলেন এমন এক মানুষ, যিনি কোন বিষয়ে সরাসরি মন্তব্য না করে কোন না কোনভাবে একটা মেসেজ দিয়ে যেতেন।
এখানেও সুন্দর একটি মেসেজ আছে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে।
ভালো থাকবেন সবাই।
Natok ta sundor taina ? Tore thaprano dorkar . Humaun sir er natok koi r ei juel ranar natok koi. Ki sob baler kotha kos
Habib Tahbib right brother
তোর চোখ কি পকেটে লইয়া এর পর নাটক দেখসনাকি ফালতু!
Michael Corleone এত গালাগালি করেন কেন?
Michael Corleone ভাইরে আমার আর কিচ্ছু বলার নাই,Walter White প্রথমেই অপরিচিত একজনরে অকারণে গালি দিয়ে নিজের জাত আর বংশ চিনায় দিছে
শুধু একটা নাটকের কমেন্টেও যে এত স্পয়লার হইতে পারে তা আমার জানা ছিল না
থাক ভাই,আপনি আর কিচ্ছু বইলেন না,কুত্তার বাচ্চা যদি আপনাকে কামড় দেয় তাইলে তো আপনিও উলটা কামড় দিতে পারেন না,কারণ আমরা মানুষ রে ভাই
খুব কষ্ট পাইলাম,আমি যদি ধর্মীয় উস্কানিমুলক কোন কথা বলতাম তাইলে হয়ত এই গালিগুলা Walter White দিতে পারত
26:26 ছাগলের ল্যাদা টেবলেটের মতো গিলা খাও ছাগলের মতো তিন চারটা সন্তান হবে 🤣🤣🤣
এর নামই হুমায়ূন আহমেদ!!!
বাপরে বাপ 🙏🙏🙏🙏🙏
ফারুক সাহেব,,, অনেক,,, সুন্দর,,, করে,,,ছাগলের,,, ডাক,,, টা,,দিয়েছে,,,🤣🤣🤣🤣🤣🤣
এই সময় গুলোতে যা হচ্ছে তার সাথে মিল আছে... 👏✌👌
অনেক শিক্ষনীয় নাটক।ফারুক এবং এজাজ❤️🧡
ভালো জিনিস সবার ভালো লাগেনা...বোঝার ক্ষমতাও নেই!
দারুন concept!!!
নাটকটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সাথে অনেকাংশেই মিলে যাচ্ছে।
হুমায়ুন আহমেদ স্যার মানে অনন্য সৃষ্টি। আজকে ৮ বছর হয়ে গেছে স্যার আমাদের ছেড়ে চলে গেলেন।লাভ ইউ স্যার।
আমি হুমায়ূন আহম্মেদ এর নাটক,
দেখি বেশি দিন হয় নাই,,,
উড়ে যায় বকপক্ষি, নাটক দেখে আমি তার ভক্ত হয়েছি।
যদিও নাটক টি অনেক আগে করা,
কিন্ত বর্তমানে বাস্তবের সাথে অক্ষরে অক্ষরে মিল আছে।।।।
ধন্যবাদ হুমায়ূন আহম্মেদ , স্যার।।।
Ami goto kal ure jai bokponkhhi deke ses korlam
আসলে কবি এটাই বুঝিয়েছেন যে কুসংস্কারের গোড়া কোথা থেকে শুরু হয়।অসাধারণ
এত সুন্দর ভাবে একটা নাটকের কলরব তুলে ধরা স্যার পক্ষে সম্ভব
এখানে কিছু সাংবাদিকদের চাটুকারিতা ও তারা যে অসত্য নিউজ ছাপায় সেইসব খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়ে। আসলেই আমরা মানুষরা খুব পচা! আমাদের পচন ধরেছে মন-মানসিকতায়, সততায়। নাটকের ৩৩.০০ মিনিটের সময় কথাটা সত্যিই গভীর!
2021 ফারুক আহমেদ এর এই রকম আর অভিনয় পাইলাম না তিনি বাংলার লিজেন্ড
খুব সুন্দর পরিচালনা।এই পরিচালক কে দিয়ে মহান গল্পকার ও পরিচালক স্যার হুমায়ূন আহমেদের সব গল্পের পরিচালনার দায়িত্ব দিলে খুবই ভাল হয়।ধন্যবাদ।ভারত থকে আমি।
গুজব প্রিয় জাতীকে বুঝানোর জন্য এর চেয়ে সুন্দর উদাহরণ আর হবেনা?এক কথায় অসাধারণ 💕💕
হেলাল উদ্দিন ভূঁইয়া ২৮.৯.২০২১
2020 তে লোকডাওন এ দেখছি।
অসাধারণ সুন্দর নাটক।বাস্তবতা তুলে ধরেছে। সমাজে এভাবেই গুজব ছড়ায়।
মিডিয়া আর নেতাদের চরিত্র যেভাবে এই নাটকে পরিস্ফুটিত হয়েছে তা এক কথায় অনবদ্য। মনুষ্য সমাজের চিরকালীন অন্তর্নিহিত চরিত্রকে হুমায়ূন সাহেব যে মুন্সিয়ানার সাথে ফুটিয়ে তুলেছেন তা অকুণ্ঠ প্রশংসার দাবী রাখে। সঙ্গে অভিনেতারা উপযুক্ত ভুমিকা পালন করে নাটকটিকে একটা বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছেন। এক কথায় এই মনোগ্রাহী নাটকটি আমাদের হুজুগ প্রিয় বৈশিষ্ট্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। যদিও তাতে আমাদের বোকা ছাগের চরিত্র থেকে বিশেষ কোন উন্নয়ন ঘটেনি।
বর্তমান সরকারের সাথে অনেক মিল এই নাটক এ।
😮😂😂😂
হলুদ সাংবাদিকতা আর হজুগে বাঙালি দুইটি জিনিস খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, স্যার।❤
হুমায়ুন আহমেদর চিন্তাধারা অতুলনীয়। বর্তমান সময়ের গুরুত্ব পূর্ণ একটি বিষয় তুলে ধরা হয়েছে এই নাটকে।
হুমায়ন আহমেদ স্যারের প্রতিটা নাটক অসাধারন,
স্যালুট,
গুজব প্রিয় সামাজ ব্যবস্থা,হলুদ মিডিয়া। এতো সুন্দর করে কেউ বুঝাতে পরবেনা।
একজন হুমায়ূন আহমেদ ছিলেন আমাদের মাঝে, এখন তিনি নেই কিন্তু রেখে গেছেন তার অনন্য কিছু সৃষ্টি!
হুমায়ূন আহমেদের নাটকের লিস্ট:
১.২৪ ক্যারেটম্যান
২.অাজ জরির বিয়ে
৩.অাবারও তিন জন
৫.অচিন বৃক্ষ
৬.অালাউদ্দিনের ফাঁসি
৭.অামি অাজ ভেজাবো চোখ সমুদ্রজলে
৮.অামরা তিন জন(টি মাস্টার)
৯.অংটি
১০.বাদল দিনের প্রথম কদম ফুল
১১.চৌধুরি কামরুজ্জান এর মিত্যু চিন্তা
১২.নিশিকাব্য
১৩.পুষ্পকথা
১৪.চেরাগের দৈত্য
১৫.পিশাচ মকবুল
১৬.জহির কারিগর
১৭.জলে ভাসা পদ্ম
১৮.জুতার বাক্স
১৯.মিস্ডকল
২০.সংসার
২১.অন্তরার বাবা
২২.বিলাতি জামাই
২৩.বন বাতাসি
২৪.বনুর গল্প
২৫.বৃহন্নলা
২৬.নীমফুল
২৭.বুয়া বিলাস
২৮.চিপাভুত
২৯.চোর
৩০.চরনরেখা
৩১.এই বরষায়
৩২.একা
৩৩.একদিন হঠাৎ
৩৪.একটি অলৌকিক ভ্রমন কাহিনী
৩৫.এনায়েত অালীর ছাগল
৩৬.এসো
৩৭.এভারেস্ট ভয়
৩৮.গন্ধ
৩৯.গুড়ামরিচ পার্টি
৪০.হাবলংগের বাজারে
৪১.হামিদ মিয়ার ইজ্জত
৪২.হিমু
৪৩.এই বৈশাখে
৪৪.নুরুদ্দিন স্বর্নপদক
৪৫.ঘটনা সামান্য
৪৬.অঙ্গিল
৪৭.অগুন মজিদ
৪৮.দ্বিতীয় জন্ম
৪৯.মাটিন পিন্জিরার মাঝে
৫০.তাহারা
৫১.উট্ভট উট
৫২.আজ দুপুরে তোমার নিমন্ত্রন
৫৩.জামাই রত্ন
৫৪.ওপেনটি বায়োস্কোপ
৫৫.বৃক্ষ মানব
৫৬.চন্দ্রগ্রহন
৫৭.প্রিয় পদরেখা
৫৮.রুপালী ঘন্টা
৫৯.একজন কৃতদাস
৬০.একি কান্ড
৬১.লীলাবতি
৬২.পিপিলিকা
৬৩.অাজ অামাদের ছুটি
৬৪.করোটি
৬৫.কুসুম
৬৬.অন্য ভুবনের ছেলে
৬৭.রহস্য
৬৮.জাদুকর
৬৯.যমুনার জল দেখতে কালো
৭০.যাত্রা
৭১.জীবন যাপন
৭২.জিন্দাকবর
৭৩.জলতরঙ্গ
৭৪.জনক
৭৫.জননী
৭৬.খোয়াব নগর
৭৭.কনে দেখা
৭৮.মায়াবতি
৭৯.মদিনা.
৮০.মৃত্যুর ওপারে
৮১. নাট্যকার হামিদ সাহেবের একদিন
৮২.নীল বোতাম
৮৩.নীলচুড়ি
৮৪.নিষাদ
৮৫.অনিশ্চত মেঘের যাত্রা
৮৬.অপরাহ্ন
৮৭.পাপ
৮৮.প্যাকেজ সংবাদ
৮৯.পক্ষিরাজ
৯০.প্রজেক্ট হিমালয়
৯১.রুপা
৯২.রুপকথা
৯৩.সমুদ্র বিলাস
৯৪.সম্পর্ক
৯৫.সপ্ন সঙ্গিনী
৯৬.জুতাবাবা
৯৭.তিন প্রহর
৯৮.তিথীর নীল তোয়ালে
৯৯.তৃতীয় নয়ন
১০০.তুরুপের তাস
১০১.ভালবাসা
১০২. হাবিবের সংসার
১০৩. মফিজ মিয়ার চরিত্র ফুলের মত পবিত্র
১০৪.পাথর
১০৫.অনুসন্ধান
১০৬.চাদের অালোয় কয়েকজন যুবক
১০৭.চার দুকোনে চার
১০৮.ছেলেদেখা
১০৯.ফুসকা বিলাস
১১০.ইবলিশ
১১২.মিরার দিনরাত্রি
১১৩.মন্ত্রী
১১৪.নাট্যমঙ্গল
১১৫.সবাই গেছে বনে
১১৬.ভাইরাস
১১৭.অাজ রবিবার
১১৮.অয়োময়
১১৯.বহুব্রীহি
১২০.কালা কইতর
১২১.কোথাও কেউ নেই
১২২.নক্ষত্রের রাত
১২৩.অচিন রাগিনী
১২৪.সেদিন চৈত্রমাস
১২৫.সেইসব দিনরাত্রি
১২৬.সবুজ ছায়া
১২৭. যদি ভালো না লাগে তো দিও না মন,
১২৮.ওয়াং পি
১২৯.বাদল দিনের দ্বিতীয় কদম ফুল,
১৩০.অন্যভুবন,
১৩১.কবি,
১৩২.তারা তিনজন ঝামেলায় আছি,
১৩৩.তারা তিনজন এবং ঝুনু খালা,
১৩৩.জোছনার ফুল
১২৭.উড়ে যায় বক পক্ষি -
সবগুলোই ভালো
ধন্যবাদ ব্রাদার, খুব প্রয়োজন ছিল লিস্ট গুলোর
@@romanhossain1343 বৃহন্নলা বাদে,,,,
সবগুলো নাটক গুলো দেখবেন।
অনেক ভালো মানের নাটক
tnq ami to matro 20ta
@@mohammedsumon5208 kno bai? Brihonnola dekhbo na kno?
ধন্যবাদ ভাইয়া।
হা হা হা। কমেন্ট না করে পারলাম না। হুমায়ুন আহমেদ স্যার একেবারে বাঙালির কুসংস্কারের চরিত্র তুলে ধরেছেন। ধন্যবাদ।
কিভাবে গুজব ছড়ায়, আর পাবলিক হুমরি খেয়ে পরে তা সুন্দর ভাবে ফুটিয়ে তুলা হয়েছে।
বাংলাদেশ কেমন হতে যাচ্ছে তা হুমায়ূন আহমেদ স্যার অনেক আগেই টের পেয়েছিলেন যার বর্তমানটা দেখতে পাচ্ছি।
humayun sir no one compares with him? his drama was simple but presentation is extra ordinary bangladesh will never got another one?
Whats wrong with lips baby?????
@@chetonabaaz7298 😁😁
hi
গুজব প্রিয় বাঙালির চরিত্র অসাধারণ ফুটিয়ে তুলেছেন স্যার। প্রধান বিরোধী দল এই গুজবে টিকে রয়েছে।
এত ভালো একটা নাটক দেখে হুমায়ুন স্যার কে অনেক মিস করছি স্যার অনেক ভালো একটা মানুষ ছিলেন।
halay 1 ta nastik silo
tui nastiker leader. valo manush hoile valo vashai kotha boltish.. suar ka bacca.
ভগবান ওনার সহায় হোন
কি সুন্দর ভাবে সমাজ এত চিত্র ফুটিয়ে তুলেছে। স্যার এর জন্য অনেক দোয়া রইল্
এই নাটকে মূলত সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরা হয়েছে।
ফারুক ও এজাজুল ভাইয়ের নাটক কে কে দেখতে ভালবাসেন তারা লাইক দিন
এখনো মনে পড়ে হুমায়ূন স্যার এর নতুন ১ টা নাটকের জন্য সবার কত প্রতীক্ষা ছিল। তারপর সবাই মিলে ১ সাথে নাটক দেখা ছিল নিখাদ বিনোদনের অন্য নাম।
khaled
Michael Corleone???
Michael Corleone ওহ আচ্ছা ভাই
থাক মনে কষ্ট নিয়েন না
Michael Corleone ঠিক ভাই
mohidul islam
এতো নিখুঁত ভাবে অভিনয় করা যায়। ❤❤
২০২২ সালে এসে কে দেখছেন?
ভালো লাগলো নাটক টা শিখার অনেক কিছু আছে এই নাটক থেকে।
আমরা মানুষ বড়ই অদ্ভুত একটু হলে আর একটু বানিয়ে বলি।
বর্তমান সাংবাদিক দের একি অবস্থা।
সমগ্র বাংলাদেশের প্রতিচ্ছবি।
Humayun Ahmed was a genius.
He was way ahead of his time...............
2020 সালে কি কেউ দেখেছেন
আমি
আমি ভাই
Tobe akhane onk sikkhonio jinis ase. Nongra rajniti
Munni shaha
আমি
এই নাটকের মাঝে শিরকের অনেক জিনিস রয়েছে যে গুলো আমাদের সমাজে প্রচালিত,,, আল্লাহ সবাইকে মাফ করুক
I am a big fan of humayun sir...selut..boss✌
ছাগল বলে কথা... সে তো আর স্কুলে গিয়ে লেখাপড়া শিখে নাই... ক্লাস ফাইভে বৃত্তি ও পায়নাই...🤪🤪😃😀😀
বানীতেঃ ফজলু চরিত্রে ( ফারুক মামা)
কমেন্ট গুলি আগে পড়েছিলাম তাই নাটক টা বুঝতে পারছি
অসাধারন ছিলো
কি বানাউ তুমি গুরু, যেটাই দেখি মন্তব্য না করে যেতে মন চায় না। অসাধারণ সৃষ্টি ❤️
গোপন কথার প্রতি মানুষের একটা বিশেষ আকর্ষন থাকে।শোনার জন্য এবং বলার জন্য সমভাবে
এদেশে একজন হুমায়ূন আহমেদ জন্মেছিলো।
আমরা মনে রেখেছি আপনাকে স্যার।
কিন্তু ভেবে কষ্ট হয় কখনো হয়তো অর্থবহ এরকম নাটক আর পাবো না! 😢
মানুষ কত সার্থপর হতে পারে।।ছাগলটাকে মারার পর অনেক খারাপ লাগছে😔
ছাগল
এমন কাহিনী একমাত্র হুমায়ূন আহমেদ স্যারের দ্বারাই সম্ভব 🌹🌹🌹
অসাধারন একটা নাটক। অনেক মজার নাটক। আমার খুব ভাল লেগেছে।
😍🤩🥰☘️🌾🌿🌹নাটকটা অনেক সুন্দর হয়েছে 🌹🌿🌾☘️🥰🤩😍
ইতিহাসের পাতায় আরো একটি নাটকের নাম যুক্ত হলো ♥️♥️♥️♥️
Humaun Ahmed k dhonnobad
Somajer pocholito reality ato sondor vabe tole dorar jonno
Very nice Natok.. its a symbolic presentation of politics and media activities of bangladesh..politician and media can do anything in bangladesh...
হুমায়ুন আহমেদ সার নাটক দেখতে কারা ভালবাসেন হাত তুলুন
ছাগলটাই সবচেয়ে ভাল অভিনয় করেছে। স্যার ধন্যবাদ।
Tor nanir heda chudmaranir pola
Faruque Ahmed এর অভিনয় 👌
গুজবে কান দিতে নাই,,হুমায়ুন স্যার হয়তো এই নাটকটিএ মাধ্যমে বুজিয়ে গেছেন🙏🙏ওপারে ভালো থাকবেন স্যার
অসাধারণ, অনেক সামাজিক ঘটমান বাস্তবতা তুলে উঠেছে।
ছাগলের ল্যাদা ট্যাবলেট এর মতো গিলে খাও,ছাগলের মতো চার পাঁচটা বাচ্চা হবে😂😂🙈🙊
DHRUBO HASNAIN that line was actually funny 😂😂😂
Kanakir pola kare ki koili kichui to bujlam na
Right 👍 bro
এইমাত্র দেখলাম এই যায়গাটা
আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে ছাগল বিশেষজ্ঞের টকশোটা 😂
This is Humayun Ahmed Sir!!! Respect❤
হাজারো সালাম স্যার হুমায়ূন আহমেদকে♥️♥️♥️
অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সকল অভিনেতা-অভিনেত্রীদের 🌹🌹🌹 এত সুন্দর করে অভিনয় করার জন্য
যে ব্যক্তি ইলম অন্বেষনের জন্য কোন পথ অবলম্বন করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন।তিরমীযী।হে আল্লাহ তুমি আমাদের সহজ সরল ও সঠিক পথে চলার তৌফিক দান কর।আমিন।।