আব্দুল কাদের জিলানী (রাহি:) এর নামে প্রচলিত মিথ্যা কথা

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 май 2020
  • আব্দুল কাদের জিলানী (রাহি:) এর নামে প্রচলিত মিথ্যা কথা
    ড. মোহাম্মাদ ইমাম হোসাইন (হাফিযাহুল্লাহ্‌)
    -(পিএইচডি, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া)
    -(সহকারী অধ্যাপক, জাতীয় বিশবিদ্যালয়, গাজীপুর)
    -(খতিব, নদ্দা সরকারবাড়ী মসজিদ ও উত্তরা বায়তুন নূর জামে মসজিদ)
    নিয়মিত আপডেট পেতে ফলো করুনঃ tafseerulqurantablig
    NSBJMosque
    নিয়মিত ভিডিও পেতে ইউটিউব সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুনঃ
    / tafseerulqurantablig

Комментарии • 397

  • @abdurrahman-lv3hw
    @abdurrahman-lv3hw 4 года назад +65

    বাংলাদেশে আবদুল কাদের জিলানী রহঃ কে নিয়ে শত শত মিথ্যা কথা প্রচলিত আছে। শেইখকে ধন্যবাদ এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য।

  • @siamahamed5968
    @siamahamed5968 4 года назад +44

    আলহামদুলিল্লাহ।আপনার কথা যতই শুনছি অবাক হচ্ছি

  • @user-bb5up2ms6x
    @user-bb5up2ms6x 4 года назад +12

    অনেক সুন্দর শিক্ষ নিয মুহাদারা আল্লাহ্ পাক শাইখ কে উত্তম প্রতিদান দিন আমিন

  • @AbuBakar-pi5ij
    @AbuBakar-pi5ij 4 года назад +55

    আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওয়াজ করলেন, আপনি অনেক ভুল গুলো খুঁজে খুজে বের করে জাতির নিকটে পৌঁছে দিতে ছেন,যার কোন জুরি নাই,আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমিন।

    • @adnananirban8876
      @adnananirban8876 3 года назад

      আমিন।।।।।।

    • @mdksaim3711
      @mdksaim3711 2 года назад

      আপনারা৷ অলি৷ আললা৷ ও রসুল৷
      এদের খবর৷ আপনারা পাবেন না
      এত বড়৷ ডিগরী নিয়ে৷ আললা ও রসুলের
      খবর নিয়া৷ লাব নাই৷৷ দুনিয়া৷ দেওয়া হছছে৷ আর চান

    • @belalm.agbhuiyan4465
      @belalm.agbhuiyan4465 Год назад

      Pp

  • @samiulhaque313
    @samiulhaque313 4 года назад +6

    অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেল। জাযাকাল্লাহু খাইরান।

  • @MadrasahAl-Manar
    @MadrasahAl-Manar 4 года назад +7

    শেইখকে ধন্যবাদ এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য।❤️❤️

  • @nknrecordingmedia
    @nknrecordingmedia 3 года назад +26

    বেদাতিদের আতংক ড. ইমাম হোসেন মন থেকে অসংখ্য ভালোবাসা রইলো,,

  • @mohiuddinkhan4194
    @mohiuddinkhan4194 4 года назад +12

    খুব সুন্দর আলোচনা হয়েছে শায়েখ

  • @md.maidulislam3951
    @md.maidulislam3951 4 года назад +7

    আপনার দুর দরশিতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

  • @abilasker
    @abilasker 3 года назад +13

    শিরক বিদাত বর্জন করি।ইসলামকে শুদ্ধ ভাবে জানি।

  • @salafimanhazmedia
    @salafimanhazmedia 2 года назад +2

    জাযাকাল্লাহু খাইরান।আল্লাহ সুবহানাহু তাআলা শায়েখকে নেক হায়াত দান করুন।এবং সকল মুসলিমকে সঠিক ইসলাম জানার ও মানার তৌফিক দান করুন।।।আমিন

  • @giyasuddinuddin3965
    @giyasuddinuddin3965 2 года назад +3

    জাযাকাললাহু খাইরান আললাহ আমার ওস্তাদের মর্যাদা আরো বাড়িয়ে দিন আমিন

  • @AlMamun-hq2fu
    @AlMamun-hq2fu 4 года назад +11

    অতি সুন্দর আলোচনা জাজাকাল্লাখায়রান। এই সমস্ত কিচ্ছা কাহিনী বিরুদ্ধে বলার জন্য।

    • @AminulIslam-mi8vs
      @AminulIslam-mi8vs 4 года назад

      Uni je sotto bollo tar dolil ki?

    • @mdmonirkhan4913
      @mdmonirkhan4913 3 года назад

      @@AminulIslam-mi8vs দলিল আপনার আপনার ভিবেগ

  • @ShakilAhmed-fr4ct
    @ShakilAhmed-fr4ct 4 года назад +7

    মাশাল্লাহ। সুন্দর ও বাস্তব আলোচনা।

  • @afsaruddin2826
    @afsaruddin2826 4 года назад +29

    এগুলা সর্বসাধারণের মাঝে ব্যাপক হারে প্রচার করা উচিত। সাধারণ মানুষ এগুলো বিশ্বাস করে না, বরং বলে আপনারা (যারা বলে) ভেজাল।

    • @AminulIslam-mi8vs
      @AminulIslam-mi8vs 4 года назад

      Apnar dari koy?

    • @tanjin700
      @tanjin700 3 года назад +2

      ভেজাল কিছুনা ভাই,,,,চা দোকানে বলেন মার মাটিতে পড়বে না😂😂

  • @rabeyasultana6074
    @rabeyasultana6074 2 года назад +4

    আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আপনার কথা গুলো, অনেক কিছু জানতে পারলাম, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন

  • @greenbangla7631
    @greenbangla7631 4 года назад +7

    খুব সুন্দর বক্তব্য হুজুর ❤❤❤👍👍👍

  • @alamgirmollah9579
    @alamgirmollah9579 4 года назад +3

    যাযাকাললা খাইর শায়খ আল্লাহ রাববুল আলামিন আপনাকে দিগ্যজীবন দান করেন আলহামদুলিললাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করেন।

  • @dridrismiah1327
    @dridrismiah1327 15 дней назад

    অসাধারণ আলোচনা আমাকে মুগ্ধ করেছে। আমি পিরোজপুর থেকে শুনছি।

  • @tayburrahmanassam9706
    @tayburrahmanassam9706 4 года назад +7

    Me Taybur Rahman from India and I love Dr immam Hussain huzur.

  • @yasin-gz2xu
    @yasin-gz2xu 4 года назад +10

    আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা,

  • @SeaborgiumMdSamsulIslam
    @SeaborgiumMdSamsulIslam 3 года назад +4

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
    জাযাকাল্লাহু খাইরান শাইখ

  • @leionbaboo6958
    @leionbaboo6958 4 года назад +17

    সত্যিকারার্থে বাংলাদেশে আপনার মতো কুরআন হাদিস এত সুন্দর করে কেউ বুজাতে পারে নাই .জাকির নায়ক এর পরে আপনিই ইসলামের প্রকৃত বেখ্যা দিতে পারেন .বেদাত ও শিরক কি আপনার হতে বুজতে পেরেছি .ইনশাল্লাহ আল্লাহ আমায় তৌফিক দিলে আপনাকে আমার এলাকায় নিয়ে যাবো

    • @zamanz726
      @zamanz726 4 года назад

      ** আপনারা মুসলমানেরা যেসব হাফেজ নামধারীদের পেছনে দাড়িয়ে নামাজ পড়েন তাদের যে কোন একজনকে একদিন কাছে ডেকে পবিত্র ধর্মীয় গ্রন্থের কমপক্ষে সহজ একটি পর্ব/ সুরার অর্থ জিজ্ঞেস করবেন । দেখবেন যে, তাদের অধিকাংশই একটা সুরারও অর্থ বলতে পারবে না । অথচ তাদের উচিত ছিল কমপক্ষে ১০ পর্ব/সুরার অর্থসহকারে মুখস্ত করা ..। ছি: ছি: ছি: । তারা আবার ধর্মীয় গ্রন্থ মুখস্তকারী..!!

    • @indpubgmobile3738
      @indpubgmobile3738 5 месяцев назад

      ভাই আরো অনেক আছে, যেমন
      আবদুল্লাহ
      জামশেদ মজুমদার
      রফিকুল ইসলাম, প্রমুখ,,,,

  • @mohammadjahangiralam7452
    @mohammadjahangiralam7452 4 года назад +1

    Alhamdulillah. Very very good example that hundreds millions of Abdul kader jilani can never be equal to even a lowest Sahabi of rasulullah sallallahu alaihiwasallam. 100% true. Many thanks to shaykh hafezahullah.

  • @tanbirsifat5225
    @tanbirsifat5225 Год назад +3

    এরকম শায়েখ প্রতিটা এলাকায় দরকার।।

  • @romjanromjan8665
    @romjanromjan8665 3 года назад +4

    আলহামদুলিল্লাহ দলিল বিতিক আলোচনা

  • @habibullha8303
    @habibullha8303 2 года назад +2

    আললাহ আমাদেরকে সহীহ আকিদার আমল করার তোপিক দান করুন। আললাহ শায়ক কে কবুল করুন আমিন ছুমমা আমিন

  • @anikkhan3471
    @anikkhan3471 3 года назад +3

    আপনাকে অনেক ধন্যবাদ সত্য তুলে ধরার জন্য

  • @nizampasha9317
    @nizampasha9317 2 года назад +2

    আমরা কই আছি,,,,, আসুন আমরা ফিরে আসি, আনন্দময় আবেগজরিত জীবন যাপন বাদ দিয়ে,,, সঠিক পথে,,,,যে পথ আপনাকে নিয়ে যাবে মোত্তাকীমের দেশে।

  • @shuhammdabo6821
    @shuhammdabo6821 4 года назад +5

    Apnar sate akmot alhamdulillah

  • @sajidsabbir9116
    @sajidsabbir9116 2 года назад +1

    Allah Subhanahu Wa Ta'ala said: "যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যারোপ করে আর তার কাছে সত্য আসার পর অস্বীকার করে তার চেয়ে বড় যালিম আর কে আছে? (এমন) কাফিরদের আবাসস্থল কি জাহান্নামে নয়?" (QS. Az-Zumar 39: Verses 32)............. SURAH Ali 'Imran(Verses 5)
    অনুবাদঃ
    নিশ্চয় আল্লাহ, তাঁর নিকট গোপন থাকে না কোন কিছু যমীনে এবং না আসমানে ।............ SURAH-Ikhlas(Verses 3)
    অনুবাদঃ
    (আল্লাহ)তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি ।

  • @tozammelkhan4740
    @tozammelkhan4740 3 года назад

    Alhamdulillah!Sundor waz!Allah Subhanata'ala apnake nek hayat dan korun!

  • @JashimUddin-ns7ng
    @JashimUddin-ns7ng 4 года назад +4

    Fantastic lecture awesome

  • @mdsakilislamsdp6207
    @mdsakilislamsdp6207 3 года назад +3

    আলহামদুলিল্লাহ খুব ভাল বক্তব্য

  • @shakilhossion8376
    @shakilhossion8376 3 года назад +2

    আসাধারন আলোচনা

  • @ShohelRana-fo8vl
    @ShohelRana-fo8vl 4 года назад +1

    we are most unlucky nation. we could not know our real heroes. salute sir. muslim ummah is crying for heroes like you(honorable sir). allah bless you(honorable sir) and others

  • @motiur1175
    @motiur1175 Год назад +1

    আব্দুল কাদির জিলানী রহঃ সম্পর্কে যা বললেন, বিষয়টি ঠিক এমনটাই হয়েছে।

  • @MdForhad-pv4ec
    @MdForhad-pv4ec 3 года назад +2

    সঠিক কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

  • @FMTcorp
    @FMTcorp 3 года назад +3

    Assalamu alaikum ostadji,
    Jazakumullahu khairan ❤️❤️❤️

  • @md.azadulamin2634
    @md.azadulamin2634 4 года назад +1

    Thank you.

  • @greenhillmoralmedia.1975
    @greenhillmoralmedia.1975 4 года назад +1

    Way of Muhammad (s).

  • @fazlularman678
    @fazlularman678 4 года назад +8

    আমার প্রিয় বক্তা
    💝💕

  • @aliahammad2046
    @aliahammad2046 4 года назад +4

    As salamu alaikum
    JAJAK ALLAHU KHAIRAN

  • @afnadim3803
    @afnadim3803 4 года назад +13

    কুরআনে আল্লাহ বলেছেন::
    তোমাদের জন্য আল্লাহ ও আল্লাহর রাসূল কি যথেষ্ট নয়???
    সুতরাং,, আমার জন্য আল্লাহ ও তাঁর রাসূলই যথেষ্ট। কোন ত্বরীকা ও পীর দরকার নাই।😎

    • @AminulIslam-mi8vs
      @AminulIslam-mi8vs 4 года назад +1

      Apnar dari koy?

    • @improbablegamer9509
      @improbablegamer9509 3 года назад

      বেয়াদব

    • @AminulIslam-mi8vs
      @AminulIslam-mi8vs 3 года назад

      @@improbablegamer9509 kake bollen?

    • @improbablegamer9509
      @improbablegamer9509 3 года назад

      না ভাই আপনাকে বলি নাই।

    • @rashidulislammir7143
      @rashidulislammir7143 2 месяца назад

      তরীকতপন্থী কোন কিতাব অধ্যয়ন করেছেন নাকি আপনার ওস্তাদের (যার ফার্সি অথ পীর) অন্ধ অণুকরণ করছেন

  • @tanbirsifat5225
    @tanbirsifat5225 Год назад +1

    জাযাকাল্লাহ খাইরান।।

  • @sadaadf643
    @sadaadf643 4 года назад +3

    আমিন

  • @ahmedmohsinn8721
    @ahmedmohsinn8721 3 года назад

    Alhamdulillah khub sundor slosona

  • @afsaruddin2826
    @afsaruddin2826 4 года назад +5

    আপনার মোবাইল নাম্বারটা প্রয়োজন যদি অসুবিধা না হয় তাহলে।

  • @azmalhossainquadery4720
    @azmalhossainquadery4720 4 года назад +1

    আলহামদুলিল্লাহ!

  • @sammythewarrior
    @sammythewarrior 4 года назад +2

    ❤️❤️❤️❤️❤️MashaAllah

  • @RokibulIslam-vk3ww
    @RokibulIslam-vk3ww 2 года назад +1

    আল্লাহ তায়ালা আপনাকে উত্তম পুরস্কার দান করুক

  • @user-co1gm1lp5u
    @user-co1gm1lp5u 2 года назад

    যাযাকুমুল্লাহ খাইরান

  • @greenhillmoralmedia.1975
    @greenhillmoralmedia.1975 4 года назад +3

    MaSaAllah.

  • @user-od6zs4fh8e
    @user-od6zs4fh8e 5 месяцев назад

    استغفر الله واتوب إليه.

  • @giyasuddinuddin3965
    @giyasuddinuddin3965 3 года назад +1

    মাশাআললাহ খুবসুনদর

  • @user-od6zs4fh8e
    @user-od6zs4fh8e 5 месяцев назад

    سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومدادكلماته.

  • @greenhillmoralmedia.1975
    @greenhillmoralmedia.1975 4 года назад

    Tariqat actai Muhammad (S).

  • @kmbaher6648
    @kmbaher6648 3 года назад +1

    Thank sir....

  • @mohammadsarware8453
    @mohammadsarware8453 2 года назад +1

    এই হুজুর খুব ভালো ওয়াজ করে আমিন

  • @shuhammdabo6821
    @shuhammdabo6821 4 года назад +5

    Amra kobor puja teke biroto taki amader k Allah biroto rako amin

  • @mdmijan-rm6xe
    @mdmijan-rm6xe 3 года назад +1

    খুব সুন্দর আলোচনা

  • @abulhusen459
    @abulhusen459 3 месяца назад

    ❤❤❤❤❤ জাজাকাললা

  • @thelightofquransunnah.7257
    @thelightofquransunnah.7257 3 года назад +1

    বাংলার ২য় আহমাদুল্লাহ।

  • @saifuudinmondal2237
    @saifuudinmondal2237 4 года назад +1

    Vlo

  • @imranhossain8485
    @imranhossain8485 3 года назад +1

    *الحمد لله*

  • @MDHIRONMIAHiron-do9dm
    @MDHIRONMIAHiron-do9dm 3 месяца назад

    আল্লাহুআকবার

  • @islamnoone5652
    @islamnoone5652 2 года назад

    আলহামদুলিল্লাহ

  • @iemanalli389
    @iemanalli389 Год назад

    ♥️🏝️আলহামদুলিল্লাহ্‌ 🏝️আলহামদুলিল্লাহ্‌ 🏝️

  • @ByteBurstTech-cr5vs
    @ByteBurstTech-cr5vs Месяц назад

    ভালবাসার একটা পর্যায়ে ভক্তির উদয় হয়! এটা শিরক হবে কেন?শিরক তো দেখা যায় না এটা থাকে চিন্তা রসদে।

  • @imranhossain8485
    @imranhossain8485 3 года назад +1

    الله أكبر

  • @sopnoilmim6945
    @sopnoilmim6945 4 года назад +1

    তুমি এক জন আলেম তুমি কোরান জান একজন কোরান নাজানা মানুষ কোথায় জাবে নিচয় তোমার কাছে | কোরান তো আল্লাহর তবে তোমার কাছে জাওয়া কি সেরেক হবে উওর দিবা

    • @tarikanwar261
      @tarikanwar261 4 года назад +1

      এখানে
      আল্লাহ্র নির্দেশ আছে যারা ইলম জান না তারা জানা ব‍্যক্তির কাছে জেনে নাও।এতে শির্ক বিদাতের কোনো প্রশ্নই আসে না

  • @anamuslim-shafiq9222
    @anamuslim-shafiq9222 2 года назад

    Jazakallah khairan Ustaz

  • @jiaysminrahman2494
    @jiaysminrahman2494 3 года назад +1

    Sobahanalha

  • @mdaljubair9143
    @mdaljubair9143 3 года назад

    💙💙💙💙💙

  • @kawsarislamshuvo8703
    @kawsarislamshuvo8703 4 года назад +10

    শায়েখ আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম লাগবে যা সহীহ ,
    যা পড়লে সহীহ ভাবে আমল করতে পারবো ও শরিক বেদাত থেকে মুক্তি পাবো

    • @aazizskills
      @aazizskills 4 года назад +12

      ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের "ইসলামী আকীদা" ও "হাদীসের নামে জালিয়াতি" বই দুটি পড়তে পারেন। আমি পড়েছি।

    • @rowshanali3733
      @rowshanali3733 4 года назад

      বেদাত কিতাবখানা পড়তে পারেন,যার লিখক শাইয়েখ অটল বিহারী বাজপায়ী।

    • @nayansiddique9224
      @nayansiddique9224 3 года назад

      @@rowshanali3733 হা হা হা । দারুণ বলছেন ।

  • @nasiruddin-tg7ln
    @nasiruddin-tg7ln Год назад

    আমার প্রিয় শায়খ ইমাম হুসাইন আর মতিউর রহমান মাদানি

  • @shahidullah8590
    @shahidullah8590 4 года назад +4

    Comments dheke mone hoy dese akhono majar pujari onek. Ace

  • @mohammedaliakbar6618
    @mohammedaliakbar6618 4 года назад +2

    আঃ কাদির জিলানী রঃ হাম্বলী মাযহাবের অনুশারী ছিলেন

    • @waliul280
      @waliul280 3 года назад +2

      হ্যা। হানবালী মাযহাবের সিংহভাগ আকাবীর রাই সালাফী আকিদার। বিশুদ্ধ আকিদা

  • @mdmannan7069
    @mdmannan7069 4 года назад +3

    সকলের কাছে অনুরোধ আমার একটি বই অনেক প্রয়োজন কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না তাই কারো জানা থাকলে দয়া করে জানাবেন ইনশাআল্লাহ বই টির নাম গুনিয়াতুত তালিবীন শাইখ আব্দুল কাদের জিলানী অনুবাদ নুরুল আলম রঈসী চট্টগ্রাম ইসলামিয়া লাইব্রেরী থেকে প্রকাশিত প্রথম সংস্করণ ১৯৭২ শাল

    • @syedsarwaralam9101
      @syedsarwaralam9101 3 года назад

      ইসলামি ফাউন্ডেশনে পাবেন।

    • @englishonline8970
      @englishonline8970 3 месяца назад +1

      রকমারীতে পাবেন। শুধু এই বই না, উনার লিখা অনেক বই পাবেন। শায়খ আবদুল কাদের জীলানী (র) এর রচিত বই হচ্ছে আল্লাহর একাত্ত্ববাদের নিগুড় রহস্য উম্মোচন! আমি পড়ে নিয়ে আবাক হয়েছি উনি কিভাবে আল্লাহর একাত্ত্ববাদ প্রচার করেছেন (উনার লিখায় শিরিক বিদাতের বালাই পর্যন্ত নাই)।

  • @user-od6zs4fh8e
    @user-od6zs4fh8e 5 месяцев назад

    استغفر الله الذى لااله الاهو الحى القيوم واتوب إليه.

  • @jahidhassanhassan9129
    @jahidhassanhassan9129 4 года назад

    Nice

  • @jahangirhossain8304
    @jahangirhossain8304 4 года назад

    Good

  • @shahidk7816
    @shahidk7816 2 года назад +1

    এদের হাত থেকে বাঁচা ও সবার ঈমান কে

    • @michaelalan5520
      @michaelalan5520 5 месяцев назад

      পরিষ্কার না আপনার অভিযোগ?
      কার হাত থেকে ইমান বাঁচাবেন?
      " এদের" বলতে কাদের বুঝিয়েছেন?
      বিস্তারিত বলুন, জনগন উপকৃত হবে।

  • @syedmustak3663
    @syedmustak3663 Месяц назад

    হযরত শাহজালাল রঃ কে নিয়ে এরকম অনেক বানানো গল্প কাহিনী বাজারে প্রচলিত আছে, দয়া করে হুজুর এবিষয়ে কিছু বল্লে মানুষ উপকৃত হবে।

  • @KaaL299
    @KaaL299 3 года назад

    🌺🌺💕💕🥰🥰👍👍

  • @mhelias9079
    @mhelias9079 Год назад

    খুব দামি কথা

  • @mdmursalin8941
    @mdmursalin8941 3 месяца назад

    Alhamdulillah carry on

  • @shopnoraj
    @shopnoraj 4 года назад +7

    কোন মাযহাবকেই খাটো চোখে দেখা উচিৎ না। সব মাযহাবই সহী। বরং কোন মাযহাব অস্বীকার করা মানে হাদীসকে অস্বীকার করা। আপনি কোন school of thought এ চলবেন, সেটা একান্তই আপনার ব্যাপার। আলহামদুলিল্লাহ, হুজুরের কথা অনেক ভালো লেগেছে।

    • @sak85shaz
      @sak85shaz 4 года назад

      Amader desh ey egula beshi. Onno Muslim deshe eto maramari to Kore na mazhab niye.

    • @mmkr0000
      @mmkr0000 4 года назад +2

      If you find an authentic hadith against any madhab then you have to follow that hadith.

    • @michaelalan5520
      @michaelalan5520 5 месяцев назад

      মাজহাবের পার্থক্য থাকলেও, সেগুলো মূলত ফিকাহ-র বিষয়ে।
      তাই, ফিকাহ সংক্রান্ত বিরোধ নিয়ে কোন হৈ চৈ, আক্রোশ, আক্রমণাত্মক কাজ করা উচিত নয়। কিনতু - মূল বিষয় হলো -
      আকীদা - এটা খুবই গুরতর, ভয়াবহ, সিরিয়াস বিশয়, যা মানুষকে হয় জান্নাতে না হয়
      জাহান্নামে নিয়ে যাবে।
      আকীদা সঠিক হওয়া খুবই জরুরী।
      এই আকীদার ভিত্তিতেই অন্যান সব আমল কেয়ামতে হিসাব করা হবে।
      এখন - কার আকীদা, কোন দলের
      আকীদা সঠিক?
      আশায়ারী- মাতুরিদী আকীদা ও সালাফী আকীদার পার্থক্য কি?
      সাহাবীগন, তাবেইন, তাবে-তাবেঈনগন,৪ খলীফা, ৪ ইমাম কোন আকীদায় বিশ্বাস করতেন?

  • @mdujjalkhansobuj4599
    @mdujjalkhansobuj4599 4 года назад

    Vallagce

  • @syedmahfuzurrahman430
    @syedmahfuzurrahman430 4 года назад

    He is lighter as like Hz Muhammad support ,in time the man treasure many way ,that's time jelani Born .

  • @namismondal4893
    @namismondal4893 2 года назад

    YA GOUS A AZAM......

  • @user-wo4ig5nr8n
    @user-wo4ig5nr8n 3 месяца назад

    motiur1175 ভাই হুজুরের কোন কথা মণগরা একটু বলবেন

  • @mohammadful8125
    @mohammadful8125 2 года назад

    আসসালামু আলাইকুম
    আমার পিডিএফ লাগবে। বইটার

  • @mahbubullah9472
    @mahbubullah9472 3 года назад +1

    Makkah and Madina te dazzal Dukte parbe na in sha Allah

  • @mdtariqulislam2850
    @mdtariqulislam2850 4 года назад +1

    তাহলে তো উনার কথায় টাকা পয়সার প্রয়োজন হইলে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে বান্দার কাছে হাত পাতে কেন?

    • @amzadshorip4035
      @amzadshorip4035 4 года назад +3

      অজ্ঞানীর মত কথা দেখতে তো জ্ঞানী লোকের মত মনে হয়।

    • @ponditmosai5671
      @ponditmosai5671 3 года назад +1

      যে সমস্ত চাওয়াগুলো মানুষের কাছে পাওয়া যায় যেমন পেঁয়াজ রসুন আদা টাকাপয়সা এগুলো মানুষের কাছে চাইলে সমস্যা নাই ।
      শুধুমাত্র এমন কিছু চাওয়া যাবে না যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না ।

    • @ponditmosai5671
      @ponditmosai5671 3 года назад +1

      আপনার যথেষ্ট জ্ঞান অভাব রয়েছে একটু পড়াশোনা করুন

    • @michaelalan5520
      @michaelalan5520 5 месяцев назад

      কি আবোলতাবোল বলেন?
      জীবিত মানুষের কাছে চাওয়া যায়, এমনকি জীবিত পীরের কাছেও চাইতে পারেন।
      কথা হচছে -মৃত পীর, মৃত অলী, যারা কবরে আছেন, তাদের কাছে চাওয়া গুরুতর,বড় শেরেক।
      এটাই বক্তা বলেছেন।
      কমেন্ট করার আগে চিন্তা করুন।

  • @syedmahfuzurrahman430
    @syedmahfuzurrahman430 4 года назад

    After rasul hazrat Muhammad sm ,pir jelani is last exporter.

    • @mehedihimel354
      @mehedihimel354 3 года назад

      How do you know that?Have you any evidence from Quran al karim or from Hadith to support your statement?
      If not why do you preaching that?

  • @sydulazam2304
    @sydulazam2304 4 года назад

    আমরা সালাম নিবেন।একজন মৃত্যু ব্যক্তির কাজা নামাজ১২\১৪ দিনের থাকলে কি করা উচিত । দয়া করে বলবেন।

  • @alaorahmed9764
    @alaorahmed9764 4 года назад

    আল্লাহর কাচে না চেয়ে আব্দুল কাদেরের কাচে সাহায্য চেয়েচে একটা প্রমান দেন

    • @michaelalan5520
      @michaelalan5520 5 месяцев назад

      পাকিস্তান - ভারত সফর করুন, দেখুন,নিজের চোখে, ভিডিও আছে -
      বিভিন্ন পীরের কবরে কি করছে ওখানকার মুসলিমগন? হাজার হাজার মুসলমান কবর যান, কবর সিজদা করেন, দোয়া করেন, কবরের উপর চাদর বিছানোর অনুষ্ঠান হয়, তাওয়াফ হয়, আর কি চান প্রমান। ( অবশ্য মেজরিটি মুসলমান এটা করেন না - এটাও সত্য).
      হা, শেখ জিলানীর কবর বাগদাদে, কিনতু বিভিন্ন জিকির অনুষ্ঠানে তার নাম নেয়া হয়, তার কাছে চাওয়া হয়। এটা বেরেলভী হানাফীরা করে,দেওবনদীরা কম করে। পাক-ভারতের উর্দু ভাষা এলাকায় এটার বিশাল ভাবে হয় - পীরদের কবর জিয়ারত ও মৃত পীরের কাছে চাওয়া।
      তাহেরি হুজুরের গান শেনেনি -
      কেউ ফেরেনা খালি হাতে,
      খাজা বাবার দরবার হতে।
      ড: ইমাম হোসেন নিজেই বহু পীরের মুরিদ ছিলেন, উনি,নিজের চোখে এসব দেখেছেন। এখন উনি, পড়াশোনা করে, রিসার্চ করে, সব বাদ দিয়ে সঠিক, সাহাবীগনের সালাফী আকীদায় ফিরে এসেছেন।

  • @syedmahfuzurrahman430
    @syedmahfuzurrahman430 4 года назад

    Extra expression is bad rule.

  • @mhamudlabu8168
    @mhamudlabu8168 4 года назад +1

    বাগদাতে তাকে অনেকে শায়খ য়ুল কাবীর ও বলে