দরবেশ ছাড়া যেভাবে বাইক রেজিষ্ট্রেশন করলাম || Bike registration without 3rd party

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2024
  • বাইক রেজিষ্ট্রেশন খুব সহজ একটা প্রক্রিয়া। ধর্য্য সহকারে পুরো ভিডিওটি দেখুন।
    বাইক ক্রয় করবার পরে শোরুমে বলে দিবেন যে আপনি নিজে নিজে বাইক রেজিষ্ট্রেশন করতে চান এবং তারা যেন BSP ডেটা এন্ট্রি করে রাখে।তারপর একমাস সময়ের মাঝেই কাগজপত্র গুলো পেয়ে যাবেন।সেই কাগজপত্রের সাথে ২/১০ বছরের টাকা জমাদানের রশিদপত্র,ড্রাইভিং লাইসেন্সের ফটো কপি,ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি,আর বিদ্যুৎ বিলের কপি নিয়ে আপনার ইচ্ছে মতন যেকোনো দিনে বিআরটিএ অফিসে যাবেন।অফিসের তথ্য কেন্দ্র থেকে জেনে নেবেন কোথায় একজন পরিদর্শক বাইক পরিদর্শনে আসেন।সেখানে বাইক নিয়ে দাঁড়া হয়ে থাকবেন। তারপর সময় হলে একজন পরিদর্শক গাড়ি সমেত কাগজপত্র যাচাই-বাছাই করে সাইন করলে সেই সাইনকৃত ফাইল জমা দিয়ে আসবেন।তারপর ওরা ম্যাসেজ করে জানাবে কখন ফিঙ্গার প্রিন্ট দিতে হবে।
    সাবসক্রাইব করে পাশে থাকবেন।
    ধন্যবাদ!
    #bikeregistration #brta #application #apply #numberplate #fingerprint #registrationprocess #bikelover #dailyvlog

Комментарии • 164

  • @reialraihan1587
    @reialraihan1587 3 месяца назад +2

    অনেক ধন্যবাদ ভাই। এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরো ভালো ভিডিও পাবো

  • @FahadArman-ed6um
    @FahadArman-ed6um 7 месяцев назад +6

    বন্ধু তোমার ভিডিও ভাইরাল, ড্রাইভিং লাইসেন্সের ভিডিও খুজছিলাম তোমার ভিডিও আমার টাইমলাইনে। অভিনন্দন ব্রো 🤍 শুভকামনা রইলো

    • @Chanchal51199
      @Chanchal51199  7 месяцев назад

      ধন্যবাদ বন্ধু।

  • @ritakhatun3157
    @ritakhatun3157 5 дней назад

    ভাই আমার গাড়ি নেয়ার সময় শুধু শো রুম থেকে তাদের কাগজগুলা দিয়েছে ডাটা করে দেয় নাই।।ডাটা কি আমি বাইরে থেকে করে ফাইল টা জমা দিব? নাকি ডাটা শোরুম থেকেই করতে হবে?প্লিজ জানাবেন

  • @mdomg3064
    @mdomg3064 2 месяца назад +8

    বিদেশে ১ ঘন্টার কাজ আমার দেশে ১ বছর সময় লাগে 😅

    • @triopotimous7858
      @triopotimous7858 27 дней назад

      K bollo?? Murkho hoile dorbesh to lagbeii
      Nije kora janle 1 din shomoy lage

    • @MridulBiswas-e2f
      @MridulBiswas-e2f 25 дней назад

      সত্য কথা

  • @shakilandmore
    @shakilandmore 7 месяцев назад +1

    ভাই বাইক কেনার পর রেজিষ্ট্রেশন ফি জমা দেয়ার পর যতদিন না পর্যন্ত ফিংগারপ্রিন্টের মেসেজ আসে ততদিন কি বাইক চালানো যাবে? পুলিশ কি ঝামেলা করবে এটা নিয়ে?

    • @Chanchal51199
      @Chanchal51199  7 месяцев назад

      হা নিয়ম অনুযায়ী পারেন না

  • @rsearningtips785
    @rsearningtips785 5 месяцев назад

    Lerner diya kora jabe ki?

  • @PARVEZ170
    @PARVEZ170 8 месяцев назад +1

    Driving license korte koto taka lagbe vai? R kotodin somoy lagte pare?

    • @Chanchal51199
      @Chanchal51199  8 месяцев назад

      বাইক + লাইট সব সহ ৫.৫ হাজারের কাছাকাছি

  • @md.sohelrana9195
    @md.sohelrana9195 3 месяца назад

    ফাইল অফিসে জমা দেওয়ার পর অফিস থেকে আপনাকে কোন রিসিপকপি/ বা কোন ডকুমেন্টস দিয়েছিলো??

    • @Chanchal51199
      @Chanchal51199  3 месяца назад

      @@md.sohelrana9195 না এসব দেয় না।একবারে ম্যাজেস পাবেন

    • @md.sohelrana9195
      @md.sohelrana9195 3 месяца назад

      @@Chanchal51199 খুব চিন্তার মধ্যে আছি। ফাইল জমা দিয়েছি গত ১১/০৭/২০২৪ বৃহস্পতিবার। তার ৪/৫ দিন পর থেকে তো দেশের অবস্থা খারাপ। আবার বিআরটিএ এর হেড অফিস পুড়ে দিয়েছে। এখন রেজিষ্ট্রেশন হচ্ছে না। ফাইল হেড়ে গেলে করবো কি। বাইক রেজিষ্ট্রেশন করবো কেমন করে। আমি যে ফাইল জমা দিয়েছি এটার তো কোন প্রমান নাই।

  • @0reduwan
    @0reduwan 2 месяца назад

    ভাইয়া আমি বাইক কিনি সিরাজগঞ্জ থেকে কিন্তু আমার বাসা টাংগাইল এখান কার স্থায়ী বাসিন্দা তাই আমি টাংগাইল brta থেকে কাগজ করব কোন সমস্যা হবে কি

  • @mazedulislam3623
    @mazedulislam3623 4 дня назад

    বিদ্যুৎ বিল গ্যাস বিল টেলিফোন বিল এ গুলো পেপার আমার নাম এ নাই,,, এ গুলা ছাড়া কি রেজিষ্ট্রেশন হয় না??????

  • @shishiraronno594
    @shishiraronno594 2 месяца назад

    ভাই আপনার Bsp ডাটাতে কোন জেলার এড্রেস দিয়েছিলেন? দিনাজপুর নাকি রাজশাহী?

    • @Chanchal51199
      @Chanchal51199  2 месяца назад

      @@shishiraronno594 Rajshahi

    • @shishiraronno594
      @shishiraronno594 2 месяца назад

      @@Chanchal51199 ভাই আমি আমার জেলায় দিয়েছি। এখন ঢাকার কাগজ করা যাবে?

  • @TajirulBabu
    @TajirulBabu 21 день назад

    ভাই আমি বাইক কিনেছি গাইবান্ধা থেকে কিন্তু লাইসেন্স করতে চাচ্ছি করা যাবে কি

    • @Chanchal51199
      @Chanchal51199  19 дней назад

      স্পষ্ট করে বলুন

  • @tamimahsan9939
    @tamimahsan9939 8 месяцев назад

    লার্নার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সম্ভব ?

  • @FAIJUR.ROHMAN.
    @FAIJUR.ROHMAN. Месяц назад

    Vaia larnar dea ki nambar plat banato somvab

  • @muktarhosen5643
    @muktarhosen5643 7 месяцев назад

    আসসালামু আলাইকুম ভাইয়া।
    ফিঙ্গার আর পিক দেওয়ার সময়৷ যে সিমে একাউন্ট খুলা আছে। সে সিম সাথে রাখতে হবে কি..? কোনো নোটিফিকেশন OTP আসে কি..?

    • @Chanchal51199
      @Chanchal51199  7 месяцев назад +1

      Smart card and number plate ready hoile text asbe

  • @mdmoniruzzaman6746
    @mdmoniruzzaman6746 7 месяцев назад

    10 years er jonno koto total cost...

  • @mazharul7473
    @mazharul7473 5 месяцев назад

    Onek sundor

  • @mdshafikuzzaman6577
    @mdshafikuzzaman6577 7 дней назад

    আমার স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা রাজশাহী। আমার ড্রাইভিং লাইসেন্স রাজশাহী থেকে করা। আমি ঢাকা শোরুম থেকে অফিসিয়াল একটা বাইক কিনেছে। আমি কি রাজশাহীতে নাম্বার করতে পারবো না কি ঢাকার নাম্বার করা লাগবে???

  • @joynalabedinhasan8409
    @joynalabedinhasan8409 7 месяцев назад

    vai, Learner licence diye hobe na ?

  • @AbdulHalim-744
    @AbdulHalim-744 5 месяцев назад +1

    আমি পুরাতন বাইক কিনছি,,বাট নাম্বার করা নাই। এখন আমি আমার নামে নাম্বার করতে চাইলে করনীয় কি? প্লিজ যদি জানাতেন।

  • @MahadiHasan-kb5mq
    @MahadiHasan-kb5mq 5 месяцев назад

    bike amr babar name ace but babar driving licence ny akn amr licence dia registration korte parbo ki

    • @Chanchal51199
      @Chanchal51199  5 месяцев назад

      Hae parben.BRTA te contact koren

  • @MdAkash-wx5si
    @MdAkash-wx5si 8 месяцев назад

    পাসপোর্ট দিয়ে ড্রাইভিং লাইসেন্স করা যাবে......?

  • @RM_YT71
    @RM_YT71 Месяц назад

    আপনার কত বছরের জন্য রেজিষ্ট্রেশন হল র কত খরচ হল?

  • @SaidulIslam-fn6im
    @SaidulIslam-fn6im 8 месяцев назад

    ডেলিভারি স্লিপ দিয়ে কি নাম ট্রান্সফার করা যাবে?

    • @Chanchal51199
      @Chanchal51199  8 месяцев назад

      নাম ট্রান্সফারের বিষয়ে আমার আইডিয়া নেই

  • @sindidzaman8396
    @sindidzaman8396 8 месяцев назад

    Tin certificate ki thaka lage?

  • @shalamin16
    @shalamin16 7 месяцев назад

    150cc bike 2 year registration korte koto tk koros hoi vaiya

    • @Chanchal51199
      @Chanchal51199  7 месяцев назад +1

      Exact figure bhule gesi tobe around 11/12k

  • @tvbuzz3350
    @tvbuzz3350 7 месяцев назад

    ভাই ট্যাক্স টোকেন কবে দেয় কিনার পর? আর Acknowledge স্লিপ কবে দেয়? শোরুম অলা রেজিস্ট্রেশন এর টাকা নিলো আর খবর নাই। বাইক ও শো করি নাই এখনো। আজ ২ মাস। হলো বাইক নিছি। আর বাইক যে নিবো। রাস্তাত সার্জেন্ট ধরলে কি বলবো? নাম্বার প্লেট নাই। বাইকের কাগজ নাই

  • @naeemulislam5848
    @naeemulislam5848 6 месяцев назад

    ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ির লাইসেন্স হবেনা,লারনার দিয়ে গাড়ির লাইসেন্স হবে কি

    • @Chanchal51199
      @Chanchal51199  6 месяцев назад +1

      না ভাই হবে না লার্নার দিয়ে।লার্নার মানে বুঝেন না?? এটা শিশু লাইসেন্স। এটা দিয়ে মাঠে ঘাটে চালাবেন।রাস্তায় না

  • @yifw
    @yifw 8 месяцев назад

    দিনাজপুরের কোথায় বাড়ি ভাইয়ের?

  • @imamhossain-t1v
    @imamhossain-t1v 8 месяцев назад

    Bhai...insurance korte hoi naki?

  • @shishiraronno594
    @shishiraronno594 2 месяца назад

    ভাই আমি যে শোরুম থেকে বাইক কিনেছি সেই জেলার এড্রেস দিয়ে শোরুম ডাটা এন্ট্রি করেছ
    কিন্তু আমি চাচ্ছি ঢাকা থেকে রেজিস্ট্রেশন করতে এখন আমি আমি কিভাবে করতে পারি? প্লিজ হেল্প ভাই।

    • @Chanchal51199
      @Chanchal51199  2 месяца назад

      যেখান থেকে রেজিষ্ট্রেশন করতে চাইছেন সেখানকার ঠিকানা দিতে হবে।বাইকের সব কাগজে ঠিকানাটা থাকতে হবে।নিজের না থাকলে আত্মীয় স্বজনের কারও ঠিকানা দিয়ে কাজ করবেন।তারপর বি আর টি এতে গিয়ে কথা বলেন inspector এর সাথে।বুঝিয়ে বলে কাজ সেরে নেন

  • @kaifyt2384
    @kaifyt2384 6 месяцев назад

    Vai amr NID Card ase .kintu NID te 18 bosor hoy nai . Ekhon ami ki licence korte parbo?

  • @soheltanviralif4704
    @soheltanviralif4704 6 месяцев назад

    ভাইয়া আমার বাসা রাজশাহী, আমি নওগাঁ থেকে গাড়ী কিনেছি
    আমি কি রাজশাহী বি আর টি এ থেকে রেজিষ্ট্রেশন করতে পারবো???

  • @dhakasports9873
    @dhakasports9873 6 месяцев назад

    ভাইয়া আপনি কি রাজশাহী তে থাকেন আমি আপনার সাথে দেখা করতে চাই

    • @Chanchal51199
      @Chanchal51199  6 месяцев назад

      "Mazharul Islam Chanchal" msngr e knock den

    • @dhakasports9873
      @dhakasports9873 6 месяцев назад

      @@Chanchal51199 ভাইয়া মেসেন্জার লিংক খুজে পাচ্ছিনা তো

    • @dhakasports9873
      @dhakasports9873 6 месяцев назад

      @@Chanchal51199 vaia Messenger a to onno pic jodi apnr kasa sms jay aktu replay koren...

  • @_Amdadul_Hoque
    @_Amdadul_Hoque 5 месяцев назад

    ভাই আমি থার্ড পার্টি দিয়ে লাইসেন্স করাতে চাই।
    এই সম্পর্কে ভিডিও দেন পিলিগ ।

  • @md.jihadhasanmasum3384
    @md.jihadhasanmasum3384 8 месяцев назад

    ল্যানার দিয়েও ত করা যায়?

    • @Chanchal51199
      @Chanchal51199  8 месяцев назад

      আগে যেত এখন যায় না।

  • @mg.hossainahmed6380
    @mg.hossainahmed6380 6 месяцев назад

    আস্সালামুয়ালাইকুম,ভাই আমার বাইকের ফিংগার প্রিন্ট এর ডেট আসছে কিন্তু আমি যেতে পারতেছি না । করোনিও কি ।

    • @Chanchal51199
      @Chanchal51199  6 месяцев назад

      তারিখ অনুযায়ী দিতে গেলে সবচে ভালো হয়।এরপরেও দেওয়া যেতে পারে।তবে ভোগান্তি হতে পারে।(সম্ভবত)

  • @MdLitonshake199
    @MdLitonshake199 7 месяцев назад

    বেংড্রাফ আছে গারিতে যেইটা লাগানো থাকে।আর কিছুই নেই কিন্তু নাম্বার বেরিয়ে এসেছে ডিজিটাল প্লেট আসে নাই

    • @Chanchal51199
      @Chanchal51199  7 месяцев назад

      তাহলে নম্বর টা প্রিন্ট করে লেমনেডিং করে পেছনে ঝুলিয়ে দিন।নম্বর প্লেট পাবার আগ অবধি

  • @snsohan86
    @snsohan86 8 месяцев назад

    সহরুমের কাগজ নিয়ে প্রথমে কি করতে হয়,আর সহরুমের কোন কাগজ লাগে

    • @Chanchal51199
      @Chanchal51199  8 месяцев назад +3

      বাইক ক্রয় করবার পরে শোরুমে বলে দিবেন যে আপনি নিজে নিজে বাইক রেজিষ্ট্রেশন করতে চান এবং তারা যেন BSP ডেটা এন্ট্রি করে রাখে।তারপর একমাসের সময়ের মাঝেই কাগজপত্র গুলো পেয়ে যাবেন।সেই কাগজপত্রের সাথে ২/১০ বছরের টাকা জমাদানের রশিদপত্র,ড্রাইভিং লাইসেন্সের ফটো কপি,ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি,আর বিদ্যুৎ বিলের কপি নিয়ে আপনার ইচ্ছে মতন যেকোনো দিনে বিআরটিএ অফিসে যাবেন।অফিসের তথ্য কেন্দ্র থেকে জেনে নেবেন কোথায় একজন পরিদর্শক বাইক পরিদর্শনে আসেন।সেখানে বাইক নিয়ে দাঁড়া হয়ে থাকবেন। তারপর সময় হলে একজন পরিদর্শক গাড়ি সমেত কাগজপত্র যাচাই-বাছাই করে সাইন করলে সেই সাইনকৃত ফাইল জমা দিয়ে আসবেন।তারপর ওরা ম্যাসেজ করে জানাবে কখন ফিঙ্গার প্রিন্ট দিতে হবে।
      একটি সাবসক্রাইব করে পাশে থাকবেন।
      ধন্যবাদ!

    • @sorefulislam2398
      @sorefulislam2398 8 месяцев назад

      ​@@Chanchal51199না

  • @dreamhobby941
    @dreamhobby941 5 месяцев назад

    ভাই রেজিষ্ট্রেশন করছি ১ মাস হইলো,,, এখন নাম্বর প্লেট ও কার্ড কত দিনে পাবো।।।

    • @Chanchal51199
      @Chanchal51199  5 месяцев назад

      নম্বর প্লেট আর কিছু দিনের মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্ত কার্ড পেতে সময় লাগবে আরও

  • @shakibmiajee7682
    @shakibmiajee7682 6 месяцев назад

    ভাইয়া আমি পুরাতন একটা বাইক নিবো, এখন যার থেকে নিবো তিনি রেজিষ্ট্রেশন করান নাই। বাইকের ক্রয়কৃত কাগজ আছে এখন আমি কিভাবে বাইকের কাগজ আমার নামে করে রেজিষ্ট্রেশন করতে পারি যদি জানাতেন।

    • @Chanchal51199
      @Chanchal51199  6 месяцев назад

      ভিডিও প্রোসেস ফলো করলেই হবে

  • @WasiulFarhan
    @WasiulFarhan 8 месяцев назад +2

    31 January te bike kinechi sowroom e tk diye aschi paper er ekhono pai nai number kono msg o ase nai😢

    • @Chanchal51199
      @Chanchal51199  8 месяцев назад

      শোরুমে প্রেসার দিন

  • @John-stellar
    @John-stellar 8 месяцев назад

    ভাই, বাইক কিনেছি সাভার থেকে৷ এখন বাইক এর পেপারস কি মিরপুর বিআরটিএ হতে করা যাবে?

    • @Chanchal51199
      @Chanchal51199  8 месяцев назад

      আপনার NID card er address অনুযায়ী করেন কিংবা শোরুমের নিকটস্থ বিআরটি এ থেকে করেন

  • @shamiurrahaman1980
    @shamiurrahaman1980 8 месяцев назад

    একটু বলেন যে, আগে কি ডাটা এন্ট্রি করতে হয় নাকি রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয়?

    • @Chanchal51199
      @Chanchal51199  8 месяцев назад

      আগে রেজিষ্ট্রেশন ফি দিন

    • @RMGinBD
      @RMGinBD 8 месяцев назад

      First pay for registration then immediately you can do the data entry.

    • @nuedutubebd
      @nuedutubebd 7 месяцев назад

      Vai kivabe data entry korbo kono video ase​@@RMGinBD

    • @RMGinBD
      @RMGinBD 7 месяцев назад

      @@nuedutubebd ডাটা এন্ট্রিটা শোরুমকে করতে বলেন। নিজে করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এরকম কোন ভিডিও আমার কাছে নাই।

    • @nuedutubebd
      @nuedutubebd 7 месяцев назад

      @@RMGinBD ভাই শোরুম তাদের দিয়ে না করলে করে দিবে না বলছে। আমি নিজে ই করে নিবো ইনশাল্লাহ

  • @akashkhan-zf1vq
    @akashkhan-zf1vq 6 месяцев назад

    Vaiya amar akti jinish jana khubi proyojon. Bike kinar por jodi 4-5 bosor porjonto number charai chalai then jodi bike er number korte jai tokhon ki amake proti bosor er hisabe jorimana dite hobe kina r jodi sotti dite hoi tahole koto taka jorimana dite hobe janaben plz tnx in advance

    • @Chanchal51199
      @Chanchal51199  6 месяцев назад

      দিতে হবে না

    • @akashkhan-zf1vq
      @akashkhan-zf1vq 6 месяцев назад

      @@Chanchal51199 oh tnx vaiya but apni sure to vaiya?

  • @Rajsuvro
    @Rajsuvro 7 месяцев назад +1

    ভাই আমার বাইক কুষ্টিয়া মা মটর্স থেকে নেওয়া আমি NID রাজশাহির ঠিকানা রাজশাহি বি,আর,টি,এ থেকে আজকে ফাইল জমা দিতে গেছিলাম অফিসার দেখে সাইন করে দিছে কিন্তু আমার ফাইল জমা নেইনি বলছে আপনার সৌরুমে চিঠি জাবে এ ব্যাপারে একটু বিস্তারিতো বলবেন আপনার টা কিভাবে করলেন...?

    • @Chanchal51199
      @Chanchal51199  7 месяцев назад +1

      হা ওনারা ঠিকই বলেছেন।শোরুমে একটা চিঠি যাবে বিআরটিএ থেকে।সেই চিঠিতে আপনার ঠিকানার বিষয়ে জানতে চাওয়া হবে। আপনার ক্যাশ মেমোতে যে ঠিকানা আছে শোরুম সেটার ই সত্যতা নিশ্চায়ন করে দিবে।এক্ষেত্রে শোরুমের সাথে যোগাযোগ রাখলে কাজটা দ্রুত হবে।কেননা শোরুম যত তাড়াতাড়ি ফিডব্যাক দিবে তত দ্রুত কাজ হবে।

    • @Rajsuvro
      @Rajsuvro 6 месяцев назад

      ভাই আপনারো কি একই ভাবে কাগজ করিয়েছেন নাকি....??
      এবং সৌরুম এ কন্ট্রাক্ট করতে বলছেন আমার বাসা রাজশাহি থাকি রাজশাহি সৌরুমে কুষ্টিয়া কল করলে বলে চিঠি পাইনি অথচ বি,আর,টি,এ থেকে বলছে চিঠি পাঠানো হয়েছে এখন করনিও টা বুঝছিনা..!!
      অনুগ্রহ করে সঠিক কোন পন্থা জানা থাকলে বলবেন প্লিজ।

    • @Chanchal51199
      @Chanchal51199  6 месяцев назад +2

      শোরুম গুলো খুব শয়তান চিঠি ডাকযোগে ঠিকই শোরুমে গেছে ওরা তালবাহানা করে।আপনি এক কাজ করেন।শোরুমের নিকটস্থ পোস্ট অফিসে কথা বলে কনফার্ম হয়ে শোরুম কে ধরেন।এবং শোরুমকে চিঠির রিপ্লাই দিতে তাগাদা দেন।আসলে কাজটা ২/৩ দিনের। বদমাইশেরা টাকা খাবার জন্য এমন করে।বিআরটিএের এতে ফল্ট নেই।ফল্ট শোরুমের

    • @Rajsuvro
      @Rajsuvro 6 месяцев назад

      @@Chanchal51199 ধন্যবাদ ভাই দেখি কি করতে পারি আসলে সব মিলিয়ে যা বুঝলাম পেপার সৌরুম থেকে টাকা বেশি দিয়ে হলেও করাই নেওয়া টা ভালো নিজ দাইক্তে করাতে গিয়ে কর্ম জিবি মানুষের সব বাদ দিয়ে এটার পেছনে দোরাইতে দৌরাতে জিবনটা তিতা হয়েজাচ্ছে....!!!

  • @Ahmed_Rakib307
    @Ahmed_Rakib307 6 месяцев назад

    ভাই ২ বছর মেয়াদি রেজিস্ট্রেশন এর মেয়াদ শেষ হয়ে গেলে রিনিউ করতে কত লাগে?

  • @dhakasports9873
    @dhakasports9873 6 месяцев назад

    আমি আপনার ভিডিও দেখে কাগজ রেডি করতেছি আমি শুধু আপনাকে একবার দেখাতে চাই এটাচ কাগজ গুলো ঠিক আছে কিনা....

    • @JakirHossen-ck9lf
      @JakirHossen-ck9lf 4 месяца назад

      ভাই আপনি কি পরে দালাল ছাড়া সম্ভব হয়েছে

  • @MAIS.20
    @MAIS.20 7 месяцев назад

    ভাই আমি কাগজ জমা দিয়েছি দুই মাস হলো,অনলাইন ডাটা এন্টি করতে নাকি সমস্যা হচ্ছে এখন আমার করনীয় কি???
    অনলাইন ডাটা এন্টি না করার জন্য এখনো নাম্বার পাচ্ছিনা।

    • @Chanchal51199
      @Chanchal51199  7 месяцев назад

      মাঝে মাঝে সার্ভারে সমস্যা হয়।শোরুমে কথা বলুন ওদের প্রেসার দিন ইনশাআল্লাহ হয়ে যাবে

  • @apsapurbo7216
    @apsapurbo7216 5 месяцев назад

    ভাই বাইক নিয়ে বি আর টি এ যেতে পুলিশে ধরলে কি করবো।

    • @Chanchal51199
      @Chanchal51199  5 месяцев назад

      সঙ্গে যেসব কাগজপত্র থাকবে তা দেখিয়ে বিস্তারিত বলবেন।সমস্যা হবে না

  • @raazsifat8199
    @raazsifat8199 7 месяцев назад

    ১০বছর এবং ২বছরের জন্য টোটাল ফি কত?

    • @Chanchal51199
      @Chanchal51199  7 месяцев назад

      Exact mone nei akhon tobe 2 years 12k and 10 years around 18k

  • @momotazbegum8299
    @momotazbegum8299 8 месяцев назад

    bhai amar boyosh 13 ami scooty chalate pari to ami ekta scooty kinte chai ami 5 foot to kinar por ami license na korle ki hobe ar amar 18 bosor hole korte chai ami ekon class 6 e ami beshi dangerous chalabo na ekon kisui na kor;e emnei scooty chaalale kisu hobe 18 bosor hole driving license korbo then registration

    • @Chanchal51199
      @Chanchal51199  8 месяцев назад

      আপনি ইলেকট্রনিক স্কুটি চালাইতে পারেন তাহলে।তাছাড়া এই অবস্থায় যখন ই ফুয়েল চালিত বাইক বা স্কুটি নিয়ে রাস্তায় উঠবেন তখনই সার্জেন্টের মামলা খাবেন।

  • @JoysLife-tg8mf
    @JoysLife-tg8mf 8 месяцев назад

    ভাই আমি নিজেই অনলাইন ডাটা এন্ট্রি করেছি। এখন আমার মূল ফাইলে কি ডাটা এন্ট্রির কোন তথ্য দিতে হবে বা কি করে বুঝবো যে, আমার ডাটা এন্ট্রি হয়েছে?

    • @Chanchal51199
      @Chanchal51199  8 месяцев назад

      নিজে নিজে ডাটা এন্ট্রির বিষয়ে আমার আইডিয়া নেই।তবে মনে হয় ডাটা এন্ট্রি সম্পূর্ণ হলে একটা পেপার ডাউনলোড করার অপশন আসবে।

    • @nuedutubebd
      @nuedutubebd 7 месяцев назад

      Vai data entry nije e korsen

  • @hsshohelvlogs5327
    @hsshohelvlogs5327 5 месяцев назад +1

    চট্টগ্রামে কেউ নেই?এই রকম নিজে নিজে বাইকের নাম পরিবর্তন করছেন? ভিডিও করে RUclips এ দেন

  • @monirsardar7710
    @monirsardar7710 7 месяцев назад

    Bsp তে ডাটা এন্ট্রি না করলে কি কোনো প্রবলেম হবে?
    আমার পেমেন্ট করা হয় গেছে

    • @Chanchal51199
      @Chanchal51199  7 месяцев назад

      ডেটা এন্ট্রি না করলে তো কাজই হবে না।এটা করা মনেই ত অনলাইন

    • @monirsardar7710
      @monirsardar7710 7 месяцев назад

      @@Chanchal51199 আমাকে সমস্ত কাগজ দিয়েছে। বাইকে পরিদর্শন করতে বলছে।
      তাহলে আমার অনলাইন হয়ে গেছে??

    • @rupantarprintingpress8790
      @rupantarprintingpress8790 5 месяцев назад

      তাহলে নিজে BSP অনলাইন করলে হবে না কেনো ভাই সেটা বুঝিয়ে বলবেন@@Chanchal51199

  • @lutforbaiman199
    @lutforbaiman199 2 месяца назад

    মৌ.বাজার শো-রুম থেকে কেনা এবং ড্রাইভিং লাইসেন্সও মৌ.বাজার থেকে করা। আমি রাজশাহীতে রেজিস্ট্রেশন করতে চাইলে বাইক কি রাজশাহীতেই শো করতে হবে? যদি মৌ.বাজার শো করি, তাহলে কি রাজশাহীতে রেজিস্ট্রেশন হবে না? এমনিতেই কঠিন, তার উপরে রেজিস্ট্রেশন ছাড়া বাইক তো রাজশাহীতে নেওয়াও কঠিন। বুদ্ধি দেন।

    • @Chanchal51199
      @Chanchal51199  2 месяца назад

      @@lutforbaiman199 যেকোনো জায়গায় তেই রেজিষ্ট্রেশন হলে সব জায়গায় চালাতে পারবেন। তবে কি শো করার কথা বলেছেন সেটা ঠিক বুঝি নি।আপনি যদি রাজ মেট্টো নিতে চান তাহলে সব কিছু রাজশাহীতেই করা লাগবে তবে ওই ড্রাইভিং লাইসেন্স ই যথেষ্ট

  • @FerdousJamil
    @FerdousJamil 8 месяцев назад

    25th February file submit koreci ekhon number pelam na.number paite koto din time lage vhi.

    • @Chanchal51199
      @Chanchal51199  8 месяцев назад

      চিন্তা করবেন না।টেক্সট চলে আসবে।মিনিমাম ১৫ দিন লাগে।

    • @Abir.com.Kushtia
      @Abir.com.Kushtia 8 месяцев назад

      ২২ফ্রেব্রুয়ারি আমার ফাইল জমা দিয়েছি, এখোনো তো ট্যাক্স টোকেন পেলাম নাহ,আর এটা হলে কি কোন এসএমএস আসেকি??😊

    • @Chanchal51199
      @Chanchal51199  8 месяцев назад

      ধৈর্য ধরেন।টেক্সট চলে আসবে।

    • @Abir.com.Kushtia
      @Abir.com.Kushtia 8 месяцев назад

      ট্যাক্স আসলে কি ফোন এ এসএমএস আসবে কি ভাই

    • @Chanchal51199
      @Chanchal51199  8 месяцев назад

      আরে ভাই text তথা sms আসবে ফোনে।সেখানে নম্বর এবং ফিঙ্গার প্রিন্ট দেবার তারিখ থাকবে।

  • @dhakasports9873
    @dhakasports9873 6 месяцев назад

    ভাই আমি শুধু ছোট একটি সমস্যার সমাধান চাই... অনুগ্রহ করে প্লিজ একটু রিপ্লে করেন...🥺

    • @Chanchal51199
      @Chanchal51199  6 месяцев назад

      কি সমস্যা?

    • @dhakasports9873
      @dhakasports9873 6 месяцев назад

      Messenger a aktu add howa jaba apnar satha.??

    • @Chanchal51199
      @Chanchal51199  6 месяцев назад

      islammazharul404@gmail.com ইমেল করেন ভাই।ফেসবুক ম্যাসেনজার থেকে আপাতত দূরে আছি

  • @mamunmp1369
    @mamunmp1369 6 месяцев назад

    ফাইল জমা দিতে কী টাকা

  • @parthopratim962
    @parthopratim962 8 месяцев назад

    Vai amar license rajbari brta te kora.
    Ami ki garir registration dhaka meteo korte parbo?

    • @Chanchal51199
      @Chanchal51199  8 месяцев назад

      হয় আপনার NiD কার্ডের ঠিকানায় নয়ত যেখান থেকে বাইক ক্রয় করেছেন সেখানকার অন্তর্ভুক্ত বিআরটিএ থেকে

  • @akashkhan-zf1vq
    @akashkhan-zf1vq 6 месяцев назад

    Vaiya bsp data entry ki shorum theke kore diley hobe naki er akti paper ba online copy ber kore oi file er sathe joma dite hobe r akta jinish janar silo vaiya ami sunlam alhon theke naki age online a apply korte hoi then brta jaite hoi sokol paper niye janaben plz vaiya tnx in advance

    • @Chanchal51199
      @Chanchal51199  6 месяцев назад

      আগে BSP data entry করে নেন।ভিডিওতেই তো বিস্তারিত বলেছি ভাই

  • @spokeadnan8063
    @spokeadnan8063 8 месяцев назад

    bsp ডেটা এন্ট্রি নিজে করা যায় না?

    • @Chanchal51199
      @Chanchal51199  8 месяцев назад

      Na

    • @musa07vai
      @musa07vai 5 месяцев назад

      @@Chanchal51199 বি এস পি তে নিজের একাউন্ট থেকে ডেটা এন্ট্রি কেন করা যাবে না?

  • @Realwildlife_bd
    @Realwildlife_bd 4 месяца назад

    আসসালামুয়ালাইকুম ভাই, আমি অনলাইনে দুই বছরের জন্য (১১৮১৪টাকা) রেজিস্ট্রেশন করেছি BSP Portal থেকে ,এখন আমার কি কাজ করতে হবে?

    • @Chanchal51199
      @Chanchal51199  4 месяца назад

      আমার দেখানো ভিডিও কোন স্টেজে পর্যন্ত করেছেন সেটা পরিস্কার করে জানান।

    • @Realwildlife_bd
      @Realwildlife_bd 4 месяца назад

      BSP portal এ আমার আমার রেজিস্ট্রেশনকৃত একাউন্ট থেকে দুই বছরের জন্য 11814 টাকা দুই বছরের জন্য রেজিস্ট্রেশন ফি রকেটের মাধ্যমে জমা দিয়েছি।

  • @MdIbrahim-ye5yt
    @MdIbrahim-ye5yt 7 месяцев назад

    টাকা দেয়ার পর আরো ২৫০০ টাকা দাবি করা হইছে আমার কাছে বিআরটিয়ে থেকে

    • @Chanchal51199
      @Chanchal51199  7 месяцев назад

      ওরা কারা?ধরিয়ে দিন

    • @MdIbrahim-ye5yt
      @MdIbrahim-ye5yt 7 месяцев назад

      আভিযোগ নাম্বারে কল করে সাহায্য চাইবো ?

    • @Chanchal51199
      @Chanchal51199  7 месяцев назад

      করতে পারেন

  • @selimreza5314
    @selimreza5314 6 месяцев назад

    Amio nije nije korbo raj brta theke

  • @apsapurbo7216
    @apsapurbo7216 4 месяца назад

    ভাইয়া আপনার নাম্বার টা দেয়া যাবে কি,
    আমি গাইবান্ধা থেকে বলছি।

  • @MdShahin-tr5tl
    @MdShahin-tr5tl 4 месяца назад

    ভোটার কাট না থাকলে কি হবে যেমন পাসপোর্ট বা জন্মনীবনধন দিয়ে হবে কি না

    • @Chanchal51199
      @Chanchal51199  4 месяца назад

      পাসপোর্ট দিয়ে মনে হয় সম্ভব তবে সিওর না।BTRA অফিসে কথা বলুন

    • @MdShahin-tr5tl
      @MdShahin-tr5tl 4 месяца назад

      @@Chanchal51199 Ok thanks

  • @khalid7307
    @khalid7307 2 месяца назад

    আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমিও নিজে নিজেই বাইক রেজি: করতে চাচ্ছি। রাজশীতেই আমার বাসা। রাজশাহী brta থেকেই করবো ইনশাল্লাহ। ভাইয়া আপনার একটু হেল্প লাগতো, আপনার whatsapp নাম্বার টা দেয়া যাবে।

  • @OutcourcingBYShahadot
    @OutcourcingBYShahadot 2 месяца назад

    Bhai apnar whatsapp number ta dauya jabe

    • @Chanchal51199
      @Chanchal51199  2 месяца назад

      @@OutcourcingBYShahadot islammazharul404@gmail.com এ নক করেন ভাই