দাদা খুব সুন্দর পরিবেশন। ভারতীয় সংস্কৃতি তথা সনাতন ধর্মের এত ভালো পরিবেশন সত্যি আগে পায়নি। আশায় থাকলাম এই ধরনের আরও ভিডিওর। জয় সোমনাথ, জয় ভোলেনাথ।
এত ইতিহাস লুকিয়ে আছে এই মন্দির এর পেছনে , অনেক কিছুই আমাদের অজানা ছিলো তোমার পরিবেশোনায় একদম জীবন্ত হয়ে উঠেছিল।দারুন লাগে কোনো কিছু র পেছনে যে ইতিহাস আছে সেটা শুনতে , সেটা পাকিস্তান এর বর্ডার হোক বা সোমনাথ মন্দির। তোমার গল্প বলার স্টাইল টা জাস্ট ফাটা ফাটি। পরের ভিডিও এর অপেক্ষায় থাকলাম। ভালো থেকো।
খুব ভালো লাগলো। অনেক নতুন জিনিস জানা গেলো। 5:21 যাদের বোরিং লাগবে,ওনারা কী দেখতে চান ,ওনারাই জানেন।অনেক দিনের ইচ্ছা ছিল ভিডিওতে সোমনাথ দর্শন করবো।অনেক ধন্যবাদ ভাই তোমাকে।হিন্দুদের গৌরব এই সোমনাথ মন্দির। জয় সোমেশ্বর মহাদেবের জয়।
দাদা তুমি প্রথম বাঙালি যার জন্য আমরা সোমনাথ বাবাকে দেখতে পেলাম তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাকে যত ধন্যবাদ দেওয়া যায় তত কম । তুমি প্রতিটা বাঙালির মনের শ্রেষ্ঠ হিরো । লাভ ইউ দাদা ❤️❤️❤️
জয় সোমেশ্বর মহাদেবের জয় দাদা তোমায় জানাই মনের অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ ঘরে বসে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন করে মন ভরে গেল ভালো থেকো দাদা সবসময় আর আমাদের অজানা জিনিস গুলো দেখাতে থাকো। ত্রিপুরা আগরতলা থেকে একটি আবদার করছি দাদা যদি ইচ্ছে হয় তোমার ইনস্টাগ্রামের স্টোরি তে আমার কমেন্ট স্টোরি দিয়ো প্লিজ।
আমি সোমনাথ মন্দিরের কাছে থাকি কোনো দিন এত সব কিছু গুরে দেখিনি আজ তোমার ভিডিও দেখার পরে সব ঘুরে দেখার ইচ্ছা হলো সোমনাথ মেন মন্দির সুদু গুরেছি। আর সত্যি আয় প্রথমবার বাঙালি youtuber দেকলাম সোমনাথ মন্দির এ
ভাই কৌশিক তোমার জন্য সোমনাথ দর্শন হল মনটা ভরে গেলো। তোমাকে আমি সবসময় ভাই বলি কারন আমার নিজের ভাইএর নাম কৌশিক। আমার ছেলে মেয়ে বলে তোমার ভাইএর ভিডিও দেখেছো
Onek diner icche chilo somnath mondir dekhar dekhe mon sarthok holo konodin jaya hobe kina na thank u very much koushik sotti tomar ei energy r nam travel with koushik tobe keno bar bar bolcho video ta boring hoeche jani na jara indian architecture ar mythology valobase tader kiche ei video onoboddo
আরো একটি অসাধারণ পর্ব দেখলাম ।ইউটিউব এই প্রথম কোনো বাঙালি বাংলা ভাষায় গুজরাট ভ্রমন করালো এবং সোমনাথ দর্শন করালো ।সত্যিই কৌশিক বাঙালি হিসেবে আমাদের কাছে তুমি গর্ব।এত সুন্দর করে ভারতের ইতিহাস বর্ননা করলে আমি শুনে মুগ্ধ হয়ে গেলাম।দারুন ব্লগ হয়েছে ।❤️❤️❤️❤️
আপনার এই ভিডিও টা দেখে ভীষন ভালো লাগলো এক কথায় অসাধারণ একবার দেখে মন ভরে না বার বার দেখতে ইচ্ছা করে আশা করছি এমন ভিডিও ভবিষ্যতে আরো দেখবো ভালো থাকবেন হর হর মহাদেব জয় সোমনাথ
গল্পের প্রথম লাইনগুলো সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মত দাদা ❤️ সত্যিই এখন বেশিরভাগ মানুষ ভক্তির থেকে বেশি নিজের স্ট্যাটাস বা কেদারনাথের মতো স্বর্গীয় পরিবেশ অনুভব করতে যায় কেদারনাথ যায় । ভালোবাসা নিও দাদা ❤️
কে বললো তোমায় যে আমাদের বোরিং লাগছে 😐কোন মুহূর্তেই বোরিং লাগেনি, আমি তো বলব তোমার ভিডিও দেখে আমি অনেক পৌরাণিক কাহিনী জানতে পারছি। তার সাথে তোমার যে description.... it's too good 😊.... thank you এত সুন্দর একটি উপস্থাপনার জন্য 😌# জয় সোমেশ্বর 🔱🌚 # হর হর মহাদেব 🔱
তোমার আজকের এই সুন্দর ভিডিও দেখে মনে হচ্ছে আমার মনুষ্য জীবন সার্থক ও অনেক পূণ্য অর্জন করলাম। সবকিছু দারুণ দেখিয়েছ ও বলেছ। অপূর্ব জায়গা । তোমার জন্য বাবা মহাদেবের মন্দিরগুলো দেখা হয়ে যাচ্ছে। ভালো থেকো ভাই। বাবা মহাদেব তোমার মঙ্গল করুন ও এগিয়ে চলার শক্তি দিন। জয় সোমেশ্বর মহাদেবের জয়। হর হর মহাদেব।❤
সত্যিই সেই সময়কার ভারতবর্ষের Architecture একটা অন্য লেভেলের ছিল 👌👌👌 বিশেষ করে দক্ষিণ ভারতের মন্দিরগুলো 👌 এখনকার বিলেত ফেরত উচ্চশিক্ষিত আধুনিক Architect-রাও তার ধারে কাছে আসতে পারবেনা।
সোমনাথ তীর্থের দর্শন করলাম আপনার ব্লগের মাধ্যমে। কি যে শান্তি পেলাম তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা নেই। মন্দিরময় এই অঞ্চল, ভীষন ভালো লাগলো। যদি মহাদেবের কৃপা হয় , তবে অবশ্যই যাব ওখানে। বারে প্রনাম জানাই তাকে। আপনাকে ও তিনি দিন অনেক অনেক সাফল্য। ভালো থাকবেন। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম
জয় সোমনাথ মহাদেবের জয়🙏। অনেক সময় পর আবার দর্শন পেলাম। আজকের পর্বটা অন্যান্য পর্বের তুলনায় কোন অংশে কম নয়, আমি ওখানে থেকে এত মন্দির দেখিনি যা আজ তোমার মাধ্যমে দেখলাম। অসংখ্য ধন্যবাদ দাদা ❤️। ১০০ টাকার সানগ্লাসটা জব্বর হয়েছে। ভালো থেকো দাদা ❤️🙏
জয় বাবা সোমনাথের জয় ভিডিওটা দেখতে খুব ভালো লাগলো 2018সালের কথা মনে পড়ে গেল সোমনাথ মন্দিরের ভেতরটা সত্যিই খুব সুন্দর আর তোমার ভিডিওর তো তুলনাই হয় না পরের ভিডিও অপেক্ষায় রইলাম।
সৌরাষ্ট্রে সোমনাথঞ্চ। দ্বাদশ জ্যোতিলিঙ্গের প্রথম বাবা সোমনাথকে আমার শতকোটি প্রণাম। ভগবান শ্রীকৃষ্ণকে আমার প্রণাম। ওঁ নমঃ শিবায়। জয় শ্রী কৃষ্ণ। আমার চক্ষু শুদ্ধ ও সার্থক হল। 🙏🙏🙏🙏🙏 (My name is Avik Majumder from Belgharia, kol-56)
আপনি যে যেসব মন্দির ঘুরে ঘুরে দেখান এইসব জায়গায় হয়তো যেতে পারবো না কিন্তু আপনার মধ্যেই আমাদের দেখা হয়ে যাচ্ছে সৌভাগ্য আমার অনেক অনেক ধন্যবাদ দাদা😢😢😢❤❤❤❤
brother you are true gem,,,our culture is our proud,,but nowadays we have forgot everything,we forgot our history,,,love you for your blogs,,we are proud to be INDIAN .keep it up with your good work
Splendid!!! A vlog depicting India's rich cultural heritage. Very informative & well explained & of course the very first Bengali vlogger to visit the Somnath Temple. Thnx Koushik video ta dewar jonno.. kichu ta somoy er jonno holeo nijer stress ta ke dure soriye rakhte parlam.. Opurbo👏👏
অনেক ধন্যবাদ দাদা পুরানো স্মৃতি জাগিয়ে তোলার জন্য , প্রনাম বাবা সোমনাথ। তুমি একটা ছবি দেখিয়ে উপকার করলে , কারণ অনেক দিন আগে র দেখা তো , কোন মন্দিরের বিগ্রহ কোন টা বা কেমন সব ঘুলিয়ে যায়। প্রাচীরের কোল দিয়ে সুন্দর সমুদ্র দেখা যায় , খুব ভালো লেগেছিল।
"জয় সোমেশ্বর মহাদেবের জয় " এত পড়াশুনা করে ইতিহাসের সঠিক তথ্য বা ভ্রমণ পর্বের সঠিক বিষয়তথ্য ,এত সুন্দর গল্প করে বলা, কার বোরিং লাগল জানিনা । পরের পর্ব দ্বারকানগরী, মানেই শাম্ব, মানেই কালকূট আর আমাদের কৌশিক তাঁর মতোই ভ্রমণ পিপাষু ,আশাকরি প্রাসঙ্গিক হবে ।😊😊😊✌✌
স্নেহের কৌশিক বাবুভাই,আমাদের মুর্শিদাবাদ এর সন্তান, আপনি আমাদের ভ্রমণ পিপাসা তীব্রভাবে বাড়িয়ে দিয়েছেন, এটা খুবই আনন্দের বিষয়,এ জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। Your nonstop traveling video very very influenced to us. Thanks to LORD, and also very very thanks to YOU.❤❤❤.
অপূর্ব। অনেক দিন পরে দেখলাম। আমরা যখন গিয়েছিলাম তখন মন্দিরের ভেতর দিয়েই সমুদ্রের কাছে যাওয়া যেত। খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। এবার দিউ দেখাবে , দারুণ হবে । 😊😊
Khoob, khoob Valo laglo go. Somnath Mondir Apurbo, dekhe Mon vore galo.Sob jaygay hoyto amra jete pari na kintu Tomer blog dekhe sob dekha hoye jay Joy koushik.👍❤️❤️
মোটেও বিরক্ত লাগছে না খুব ভালো হয়েছে ভিডিও টা আপনার জন্য সোমনাথ ও কতো মন্দির দেখা হয়ে গেলো।
সোমনাথ মন্দিরের কথা শুনেছি তবে দেখার সৌভাগ্য হলো আজ...... জয মহাদেবের জয়... 🙏🙏🙏
দাদা খুব সুন্দর পরিবেশন। ভারতীয় সংস্কৃতি তথা সনাতন ধর্মের এত ভালো পরিবেশন সত্যি আগে পায়নি।
আশায় থাকলাম এই ধরনের আরও ভিডিওর।
জয় সোমনাথ, জয় ভোলেনাথ।
Ai channel ta dhakye asun # travel with suman#
সোমনাথ মন্দির দেখার অপেক্ষায় ছিলাম। এর আগে কেউ এতো ভালোভাবে দেখায়নি। খুব ভালো লাগলো। জয় বাবা সোমনাথ 🙏🙏🙏🙏🙏
এত ইতিহাস লুকিয়ে আছে এই মন্দির এর পেছনে , অনেক কিছুই আমাদের অজানা ছিলো তোমার পরিবেশোনায় একদম জীবন্ত হয়ে উঠেছিল।দারুন লাগে কোনো কিছু র পেছনে যে ইতিহাস আছে সেটা শুনতে , সেটা পাকিস্তান এর বর্ডার হোক বা সোমনাথ মন্দির। তোমার গল্প বলার স্টাইল টা জাস্ট ফাটা ফাটি। পরের ভিডিও এর অপেক্ষায় থাকলাম। ভালো থেকো।
খুব ভালো লাগলো। অনেক নতুন জিনিস জানা গেলো। 5:21 যাদের বোরিং লাগবে,ওনারা কী দেখতে চান ,ওনারাই জানেন।অনেক দিনের ইচ্ছা ছিল ভিডিওতে সোমনাথ দর্শন করবো।অনেক ধন্যবাদ ভাই তোমাকে।হিন্দুদের গৌরব এই সোমনাথ মন্দির। জয় সোমেশ্বর মহাদেবের জয়।
দাদা সোমনাথ মন্দির দারুন ,আমরা তোমার মাধ্যম দিয়ে সারা ভারতবর্ষকে দর্শন করতে পারি তাই ধন্যবাদ দাদা।😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💌💌💌💌💌💌💌
দাদা তুমি প্রথম বাঙালি যার জন্য আমরা সোমনাথ বাবাকে দেখতে পেলাম তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাকে যত ধন্যবাদ দেওয়া যায় তত কম । তুমি প্রতিটা বাঙালির মনের শ্রেষ্ঠ হিরো । লাভ ইউ দাদা ❤️❤️❤️
জয় সোমেশ্বর মহাদেবের জয়
দাদা তোমায় জানাই মনের অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ ঘরে বসে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন করে মন ভরে গেল
ভালো থেকো দাদা সবসময় আর আমাদের অজানা জিনিস গুলো দেখাতে থাকো।
ত্রিপুরা আগরতলা থেকে
একটি আবদার করছি দাদা যদি ইচ্ছে হয় তোমার ইনস্টাগ্রামের স্টোরি তে আমার কমেন্ট স্টোরি দিয়ো প্লিজ।
এই প্রথম বাঙালী ইউটিউবার মাধ্যমে সোমনাথ মন্দিরের দর্শন পেলাম, ধন্যবাদ দাদা ❤
উৎসাহ তো আপনারাই দিয়েছেন পথ দেখিয়েছেন মহাদেব
আমি সোমনাথ মন্দিরের কাছে থাকি কোনো দিন এত সব কিছু গুরে দেখিনি আজ তোমার ভিডিও দেখার পরে সব ঘুরে দেখার ইচ্ছা হলো সোমনাথ মেন মন্দির সুদু গুরেছি।
আর সত্যি আয় প্রথমবার বাঙালি youtuber দেকলাম সোমনাথ মন্দির এ
ভাই কৌশিক তোমার জন্য সোমনাথ দর্শন হল মনটা ভরে গেলো। তোমাকে আমি সবসময় ভাই বলি কারন আমার নিজের ভাইএর নাম কৌশিক। আমার ছেলে মেয়ে বলে তোমার ভাইএর ভিডিও দেখেছো
Onek diner icche chilo somnath mondir dekhar dekhe mon sarthok holo konodin jaya hobe kina na thank u very much koushik sotti tomar ei energy r nam travel with koushik tobe keno bar bar bolcho video ta boring hoeche jani na jara indian architecture ar mythology valobase tader kiche ei video onoboddo
@@TravelWithKoushik Har har Mahadev
Jay shree Krishna
Radhe radhe
আরো একটি অসাধারণ পর্ব দেখলাম ।ইউটিউব এই প্রথম কোনো বাঙালি বাংলা ভাষায় গুজরাট ভ্রমন করালো এবং সোমনাথ দর্শন করালো ।সত্যিই কৌশিক বাঙালি হিসেবে আমাদের কাছে তুমি গর্ব।এত সুন্দর করে ভারতের ইতিহাস বর্ননা করলে আমি শুনে মুগ্ধ হয়ে গেলাম।দারুন ব্লগ হয়েছে ।❤️❤️❤️❤️
খুব সুন্দর মন ভরে গেল জয় সোমনাথেস্বর মহাদেব 🕉️ নমঃ শিবায় হর হর মহাদেব 🕉️🙏
সত্যিই সোমনাথ মন্দির দর্শন করলে মনপ্রাণ জুড়িয়ে যায়।একবার দেখে মন ভরেনি তাই আরেকবার গেছিলাম পরেরদিন।খুবই ভাল লাগল।
দাদা ভিডিওটা দেখে সত্যি মনে হল আমরা ভোলেনাথের নগরীতে আছে 🚩 হর হর মহাদেব 🚩 জয় শ্রী রাম 🙏
সোমনাথ মন্দিরে সবচেয়ে ভাল লেগেছিল সন্ধ্যা আরতি, অবর্ণনীয় মুহূর্তের সাক্ষী হওয়ার সৌভাগ্য হয়েছিল।
আপনার এই ভিডিও টা দেখে ভীষন ভালো লাগলো এক কথায় অসাধারণ একবার দেখে মন ভরে না বার বার দেখতে ইচ্ছা করে আশা করছি এমন ভিডিও ভবিষ্যতে আরো দেখবো ভালো থাকবেন হর হর মহাদেব জয় সোমনাথ
গল্পের প্রথম লাইনগুলো সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মত দাদা ❤️
সত্যিই এখন বেশিরভাগ মানুষ ভক্তির থেকে বেশি নিজের স্ট্যাটাস বা কেদারনাথের মতো স্বর্গীয় পরিবেশ অনুভব করতে যায় কেদারনাথ যায় ।
ভালোবাসা নিও দাদা ❤️
খুব ভাল লাগল সোমনাথ মন্দির দর্শন করে। জয় বাবা সোমেশ্বরের জয়। ভাল লাগল ভিডিও টি। ভাল থাকবেন।। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
কে বললো তোমায় যে আমাদের বোরিং লাগছে 😐কোন মুহূর্তেই বোরিং লাগেনি, আমি তো বলব তোমার ভিডিও দেখে আমি অনেক পৌরাণিক কাহিনী জানতে পারছি। তার সাথে তোমার যে description.... it's too good 😊.... thank you এত সুন্দর একটি উপস্থাপনার জন্য 😌# জয় সোমেশ্বর 🔱🌚 # হর হর মহাদেব 🔱
Dada apnar jonno aj onek kichu darshan korte parlam. Onek dhonyobad.
Har har mahadev ❤️🙏❤️🙏
Jay someshwar baba r joy ❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
খুব ভাল লাগল ভাই অনেক ভালোবাসা তোমাকে সোমনাথ মন্দির দেখানোর জন্য। 🙏🏼❤️🙏🏼❤️🙏🏼
ধন্যবাদ কৌশিক সোমনাথ মন্দিরের সবসুন্দরভাবে দেখানোর জন্য। মন ভরে গেল।
কৌশিক তুমি যেভাবে সোমনাথকে সকলের সামনে আনলে তাতে বড়ো আনন্দ পেলাম।
তোমার আজকের এই সুন্দর ভিডিও দেখে মনে হচ্ছে আমার মনুষ্য জীবন সার্থক ও অনেক পূণ্য অর্জন করলাম। সবকিছু দারুণ দেখিয়েছ ও বলেছ। অপূর্ব জায়গা । তোমার জন্য বাবা মহাদেবের মন্দিরগুলো দেখা হয়ে যাচ্ছে। ভালো থেকো ভাই। বাবা মহাদেব তোমার মঙ্গল করুন ও এগিয়ে চলার শক্তি দিন। জয় সোমেশ্বর মহাদেবের জয়। হর হর মহাদেব।❤
সত্যিই সেই সময়কার ভারতবর্ষের Architecture একটা অন্য লেভেলের ছিল 👌👌👌 বিশেষ করে দক্ষিণ ভারতের মন্দিরগুলো 👌 এখনকার বিলেত ফেরত উচ্চশিক্ষিত আধুনিক Architect-রাও তার ধারে কাছে আসতে পারবেনা।
Shubhajit Bhai you are absolutely right🙏
১০০% সত্য কথা,,
জয় শ্রী রাম 😌🕉️
কি দেখালে ভাই মন ভোরে গেলো ।তোমার ভালো হোক ভাই
এই প্রথম বাঙালী ইউটিউবার এর ক্যামেরাতে সোমনাথ দর্শন করে খুব ভালো লাগলো😃
খুব সুন্দর লাগলো দাদা তোমার জন্য এই সোমনাথ মন্দির দেখতে পেলাম।
একেবারেই বোরিং না খুব সুন্দর হয়েছে। ❤️ from Kolaghat
সোমনাথ তীর্থের দর্শন করলাম আপনার ব্লগের মাধ্যমে। কি যে শান্তি পেলাম তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা নেই। মন্দিরময় এই অঞ্চল, ভীষন ভালো লাগলো। যদি মহাদেবের কৃপা হয় , তবে অবশ্যই যাব ওখানে। বারে প্রনাম জানাই তাকে। আপনাকে ও তিনি দিন অনেক অনেক সাফল্য। ভালো থাকবেন। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম
জয় সোমনাথ মহাদেবের জয়🙏। অনেক সময় পর আবার দর্শন পেলাম। আজকের পর্বটা অন্যান্য পর্বের তুলনায় কোন অংশে কম নয়, আমি ওখানে থেকে এত মন্দির দেখিনি যা আজ তোমার মাধ্যমে দেখলাম। অসংখ্য ধন্যবাদ দাদা ❤️। ১০০ টাকার সানগ্লাসটা জব্বর হয়েছে। ভালো থেকো দাদা ❤️🙏
জয় বাবা সোমনাথের জয় ভিডিওটা দেখতে খুব ভালো লাগলো 2018সালের কথা মনে পড়ে গেল সোমনাথ মন্দিরের ভেতরটা সত্যিই খুব সুন্দর আর তোমার ভিডিওর তো তুলনাই হয় না পরের ভিডিও অপেক্ষায় রইলাম।
ইতিহাসের পাতা যেন চোখে ভেসে উঠল❤❤❤
দেখে খুব ভালো লাগলো মন শান্তি হয়ে গেল এত মন্দির দেখলাম মন ভরে গেল ভাষায় প্রকাশ করা যাবে না। কৌশিক ভাই ভালো থাকো।
জয় সোমনাথ🙏
হর হর মহাদেব 🇧🇩🙏🙏🙏
একটুও বোর লাগছে না।সব গুলো আবার দেখে আমার পুরোনো স্মৃতি মনে পড়ছে।দারুণ লাগছে।চালিয়ে যাও বস। জয় বাবা সোমনাথ, জয় শ্রী কৃষ্ণ।
দারুন লাগলো দাদা অপেক্ষা করছিলাম নতুন নোটিফিকেশন এর ।। এবার অমৃতসর এর গোল্ডেন টেম্পলের ব্লগ দেখতে চাই দাদা 💖 I love you dada 💝
asadharon Somnath mondir, Ram Mondir o onyanyo mondirguli, anabadyo Arab sagorer rup, darun Tribeni Sangom
সোমনাথ মন্দির দেখার অনেক ইচ্ছা ছিলো , but আপনার জন্য আজ সম্ভব হলো , ধন্যবাদ দাদা অনেক শুভেচ্ছা ও ভালোবাসা থাকলো 😍😍
খুব ভালো লাগলো সুন্দর ভাবে সোমনাথ মন্দির দর্শন করানোর জন্য।
সৌরাষ্ট্রে সোমনাথঞ্চ। দ্বাদশ জ্যোতিলিঙ্গের প্রথম বাবা সোমনাথকে আমার শতকোটি প্রণাম। ভগবান শ্রীকৃষ্ণকে আমার প্রণাম। ওঁ নমঃ শিবায়। জয় শ্রী কৃষ্ণ। আমার চক্ষু শুদ্ধ ও সার্থক হল। 🙏🙏🙏🙏🙏 (My name is Avik Majumder from Belgharia, kol-56)
আপনি যে যেসব মন্দির ঘুরে ঘুরে দেখান এইসব জায়গায় হয়তো যেতে পারবো না কিন্তু আপনার মধ্যেই আমাদের দেখা হয়ে যাচ্ছে সৌভাগ্য আমার অনেক অনেক ধন্যবাদ দাদা😢😢😢❤❤❤❤
একটু আগেই ভাবছিলাম কবে তোমার নতুন ভিডিও আসবে তখন ই নোটিফিকেশন আসলো তোমার ভিডিওর । Love you dada ❤️❤️
Dada next kono din ranaghat asle obossoi dekha korbo
Kub sundar laglo vabi. Ni atosundor Darshan kerala apurbo❤❤❤❤
জয় বাবা সোমনাথ
হর হর মহাদেব 🔱🙏📿🥰💝🌼
একটুকু বিরক্তবোধ করিনি বরং খুব ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম ,অনেক ইতিহাস এবং ভগবান শ্রী কৃষ্ণ এর দ্বারকা নগরী🙏🙏
brother you are true gem,,,our culture is our proud,,but nowadays we have forgot everything,we forgot our history,,,love you for your blogs,,we are proud to be INDIAN .keep it up with your good work
খুব খুব সুন্দর লাগল।
🙏 হর হর মহাদেব
🙏 জয় সোমেশ্বর মহাদেব
হর হর মহাদেব ❤️, জয় সোমনাথ 🙏
একদম ই বিরক্তিকর নয়, খুব ভালো লাগলো
খুব সুন্দর হয়েছে দাদা❤❤ এগিয়ে চলো সঙ্গে আছি👍
অসাধারণ দাদা । খুবই ভালো লাগলো ভিডিও টা । এছাড়া এটা আমার কাছে আরো বিশেষ হয়ে উঠেছে একজন ইতিহাসের শিক্ষার্থী হিসাবে। ধন্যবাদ দাদা ❤️❤️❤️
যারা এসব সনাতন সভ্যতা ধ্বংস করেছে তাদেরকে আমরা মাথায় করে রাখি এর থেকে দুঃখের আর কি হতে পারে।
নতুন করে আবার দেখলাম। খুব ভালো বিশ্লেশন করেছো। ভারতীয় পৌরাণিক কাহিনী অতুলনীয়। খুব মূল্যবান ভ্লগ।
Splendid!!! A vlog depicting India's rich cultural heritage. Very informative & well explained & of course the very first Bengali vlogger to visit the Somnath Temple. Thnx Koushik video ta dewar jonno.. kichu ta somoy er jonno holeo nijer stress ta ke dure soriye rakhte parlam.. Opurbo👏👏
Apurbo sundar
আপনি ভাই এতো কষ্ট করে আমাদের কথা ভেবে ভিডিও বানান আর আমাদের সেটা দেখে বোর লাগবে!!! কখনোই না। জয় সোমনাথ
ধন্যবাদ দাদা, পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য।
Our heritage is our pride.. Very nice presentation Koushik Da🙏
আজ সত্যি মন টা ভরে গেলো।কোনদিন যেতে পারবো কিনা জানি না আজ আপনার ভিডিও তে সোমনাথ দর্শন করে নিজেকে ধন্য মনে হলো ধন্যবাদ দাদা
বিরক্তিকর নই দাদা এটা আমদের ভারতবর্ষের এবং হিন্দু দের ঐতিহ্য
বোরিং একেবারে ই নয়। তুমি এত সুন্দর বিশদে বর্ণনা করেছ। ২০১৭ সালে গিয়ে ছিলাম। অনেক কিছুই দেখা হয়নি। অনেক ধন্যবাদ।
দারুন কৌশিক। সকল ভ্লগার একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা। অনবদ্য।
আমি 2012 সালে সোমনাথ ও দ্বারকা গিয়েছিলাম। অনেক দিন পরে এত সুন্দর করে পরিবেশন করা ভিডিও দেখে খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ দাদা পুরানো স্মৃতি জাগিয়ে তোলার জন্য , প্রনাম বাবা সোমনাথ। তুমি একটা ছবি দেখিয়ে উপকার করলে , কারণ অনেক দিন আগে র দেখা তো , কোন মন্দিরের বিগ্রহ কোন টা বা কেমন সব ঘুলিয়ে যায়। প্রাচীরের কোল দিয়ে সুন্দর সমুদ্র দেখা যায় , খুব ভালো লেগেছিল।
আবার সেই নিজ জামাই নীল চশমা 😄😄.কি আর বলব দাদা যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই অসাধারণ লাগলো.😊
Khub sundor laglo Somnath Mandir o tar ase paser aro Mandir gulo💜💛🧡💚💙
এতো ভালো লাগলো যে আমি দুবার করে ব্লগ টি দেখলাম । খুব খুব সুন্দর। জয় বাবা সোমনাথ।
Joy somnath babar joy khub sundar laglo valo thako amadar sundar sundar vidio dakhao
অনেক ঐতিহাসিক স্থান দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এককথায় অসাধারণ কৌশিকদা।
আপনার দ্বারায় পৌরাণিক কাহিনী সমেত সোমনাথ দর্শন সম্ভব হলো ভার্চুয়াল্লী।যাওয়ার ইচ্ছে রইলো।
"জয় সোমেশ্বর মহাদেবের জয় " এত পড়াশুনা করে ইতিহাসের সঠিক তথ্য বা ভ্রমণ পর্বের সঠিক বিষয়তথ্য ,এত সুন্দর গল্প করে বলা, কার বোরিং লাগল জানিনা । পরের পর্ব দ্বারকানগরী, মানেই শাম্ব, মানেই কালকূট আর আমাদের কৌশিক তাঁর মতোই ভ্রমণ পিপাষু ,আশাকরি প্রাসঙ্গিক হবে ।😊😊😊✌✌
স্নেহের কৌশিক বাবুভাই,আমাদের মুর্শিদাবাদ এর সন্তান, আপনি আমাদের ভ্রমণ পিপাসা তীব্রভাবে বাড়িয়ে দিয়েছেন, এটা খুবই আনন্দের বিষয়,এ জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। Your nonstop traveling video very very influenced to us. Thanks to LORD, and also very very thanks to YOU.❤❤❤.
2016 or sob drishyo tata hoye gaelo ...👍👍 darun
Joy somnath
Joy sri krishno
Ektuo bore hoiini.....khub sundor legeche mondir darshon kre....🙏🙏🙏👌👌👌
যে যাই বলুক আপনি অসাধাৱন ভাবে সোমনাথ দৱশন কৱাচছেন য মন ছুঁয়ে যাচছে
হর হর মহাদেব, প্রণাম প্রভু, সোমনাথ মন্দির দর্শন করে কৃত হলাম ।
অপূর্ব। অনেক দিন পরে দেখলাম। আমরা যখন গিয়েছিলাম তখন মন্দিরের ভেতর দিয়েই সমুদ্রের কাছে যাওয়া যেত। খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। এবার দিউ দেখাবে , দারুণ হবে । 😊😊
Khub khub sundor lagche ay video or madhoma anak kichu jante parlam 🙏🙏Joy Somnath Mahadev er Joy🙏🙏
সোমনাথ মন্দির দারুন লাগলো দাদা
Jai someswar mahadev ki jai khub valo laglo anek diner echha puran holo🙏🙏🙏
মন ভরে গেল । অনেক ধন্যবাদ আপনাকে । আপনার চোখে সোমনাথ দর্শন সত্যিই মন ভরিয়ে দিল।
দুর্দান্ত ভিডিও। হর হর মহাদেব 💛🙏💛🙏
খুব সুন্দর অসাধারণ উপস্থাপনা ,জয় সুমিেশ্বর হর হর মহাদেব.....
Apurbo lglo somnath dorshon kore...tmr jonnoi dekhte pelm...tbe baba kripa krle swa chokkhe dekhar ichhe roilo...onk onk dhonnobad koushik tomake🙏jai somnath 🙏🙏🙏
ঘরে বসেই বাবা সোমনাথের দর্শন পেয়ে গেলাম সবই তোমার জন্য দাদা 🥰
Somnath mondirer vediota aj dekhlam khub sundor laglo.
osadharan sundar bhabe Somnath darsan korlam. Dhanyabad Koushik da
Great presentation. আপনার মাধ্যমে সোমনাথ মন্দিরের দর্শন হল। অনেক ধন্যবাদ।
Tumi sob somoy bhalo theko kousik darun dekhlam
Khub valo laglo Dada, khub sundor ghotona somporkhe bibriti. Har Har Mahadev 🙏🙏
সোমনাথ মন্দির দেখার অপেক্ষায় আছি 😢🙏
Eto Sundor bhabe proti ti Mondir er kahini describe kora really appreciable 🙏👏
Jay sree Mahadeb
Excellent খুব সুন্দর
Osadharon. Koto kichu jante pari koto kichu sikhte pari . Notun koto kichu dekhi apnar video er madhhome. Khub valo laglo
দাদা ওনেক ওনেক ধন্যবাদ🙏💕🙏💕🙏💕 জয় জয় সোমনাথ❤❤❤
তোমার মাধ্যমেই প্রথম দেখলাম এই মন্দির। সত্যিই মনটা খুব ভাল হয়ে গেল, আর একদমই বোর হয়নি
Khbbb sundor lglo .... specially somnath temple ta
এতো ভালো লাগলো যে দাদা বলার মতো কিছু ভাষা খুঁজে পাচ্ছি না, তোমার ক্যামেরার চোখেই হোক না কেন তবুও তো দেখলাম জয় বাবা মহাদেব 🙏
Khoob, khoob Valo laglo go. Somnath Mondir Apurbo, dekhe Mon vore galo.Sob jaygay hoyto amra jete pari na kintu Tomer blog dekhe sob dekha hoye jay
Joy koushik.👍❤️❤️