পশুপাখির এরকম অবস্থা হলে বেশিরভাগ মারা যায় অনেক কষ্ট পেয়ে আর নয়তো জবাই করা হয়। কিন্তু আপনি এতো সুন্দর ভাবে পশুটাকে বাচালেন দেখে খুব ভালো লাগলো। প্রতিটা এলাকায় এরকম একজন পশু প্রেমিক ডাক্তার থাকলে অনেক ভালো হতো।
ভাইজান এই ভাবে গ্যাস বের করলে আবার কিছুক্ষন পরে পেট আবার ফুলে যায় এর থেকে ভালো মনে হয় ঔষধ এর মধ্যে গ্যাস বের করলে আমার নিজের একটা গরু বাছুর মারা গেছে এই ভাবে গ্যাস বার করতে গিয়ে
ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি ভিডিও, আমার একটা ছাগল বাচ্চা দেওয়ার ৩ দিন পর এই রোগে মারা গেছে ১৫ দিন পর বাচ্চা গুলোও মারা গেছে আপনার ভিডিও টা আগে দেখলে ছাগল টা টিকানো যেত হয়ত,
@@mdparvez1289 এই সামান্য কষ্টের জন্য জীবন চলে গেলে তখন ভালো লাগতো?? মানুষের ও এইরকম অনেক চিকিৎসা আছে,,,যেইখানে জীবন-মৃত্যুর দোটানায় পড়ে সেখানে সামান্য কষ্টের কথা চিন্তা করা মূর্খতা
কাজটা তো সহজ সহজ লাগছে, মনে হয়, আমিও পারবো,কেননা আমিও সব সময় ২, ৪ টা ছাগল পালন করি। অসুস্থ হলে youtube দেখে আমি নিজেই চিকিৎসা করি এবং পরবর্তীতে তা ভালো হয়ে যায়। এই কাজটা মনে হয় আমিও পাড়বো।
In our country people do not want value VET. Thank you for focusing your job and responsibility. Hope soon people will honour you like developed country. Good luck !
@@rupaaktar219 সেখানেই বড় ডাক্তার পাওয়া যায়। যেমনটা মানুষের MBBS doctor সদর হাসপাতাল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকে তেমনি ULO, VS, LEO এইসব বিশেষজ্ঞ DVM ডাক্তারগণ প্রাণীম্পদ অফিসেই থাকে আর এনারাই বড় ডাক্তার।।
এরা ছাগলের কষ্ট বুজবেনা। ছাগল বোবা প্রাণী তাই অবশ করার ইনজেকশন পুশ করবেনা। এদের দরকার পশু আইনে মামলা করা। তারপর এরা ঠিক হত৷ একটা মানুষকে যদি এভাবে সরাসরি অবশ না করে কাটাকাটি করা হত তাহলে মানুষ কষ্ট পেত। আর বোবা প্রাণী কষ্ট পেলে কাউকে বলতেও পারেনা৷ আমার কাছে মনে হল এ কসাই।
ধন্যবাদ ভাই।রুমেনে ফুটো করেছি ট্রকার কেনুলা বের করার পর অটোমেটিক মাসল কোষ চেপে বন্ধ হয়ে যায়।তাছাড়া পরবর্তী এ্যান্টিবায়টি ও অন্যান্য চিকিৎসায় ভালো হয়।বাইরে স্টিচ না দিলেও চলতো। কারন সামান্য পরিমান কেটেছি।একাই চামরা লেগে যেত তবুও নিরাপদ করার জন্যে স্টিচ দিয়েছি।
এবছর কুরবানির গরু কিনে অনেক বিপদে পরেছিলাম। কুরবানির ৪ দিন আগে কিনা। গরুর টয়লেট হয়না কিন্তু গ্যাস হয়ে পেট বড়ই হচ্ছিল। ডাক্তার এবং ঔষধ নিয়ে প্রায় ৫০০০ টাকা খরচ হয়েছিল। সাথে ভয় আর চিন্তা হচ্ছিল যে গরুর কিছু হয়ে না যায়। গ্যাস কিছুটা কমেছিল। আলহামদুলিল্লাহ কুরবানী দিতে পেরেছিলাম।
You don't seem to be a qualfied Doctor. Though I'm not a vet but still your deliberation is that of quack. The 'Gas builds up in GI esp. stomach but if you do an entry through the flanks you will enter into the peritoneal cavity and injecting some antiflatulant into the peritoneal cavity might cause peritonitis. People should refrain these procedures moreover no antiseptic measures were taken neither there was local anesthesia and if any veterinary Doc. is there, pls update me.
@@romanahmed3315Are you a qualified, registered Vet? If not then pls don't jump to give your certificate. Can you tell me from which Veterinary Med. College he has passed out and in which yr.
@@abhijitchatterjee7408 It is common to see unprofessional peoples are now involved with the treatment of animal almost all the villages, those have no veterinary education either. People usually call them quack ( uneducated & unprofessional health service provider). I don't know about him actually. But as a veterinarian i am prety much sure that, this type of unhygenic & unprofessional treatment approach is proving he is a quack......
ছাগলটা তো বেস ভদ্রলোক 🙃আপনি এককথায় একজন ভালো মানুষ, বিষেশ করে পশুদের খুব যত্নের সাথে চিকিৎসা করেন।
জী মেডাম।কৃতজ্ঞ ও ধন্যবাদ
Chagol abar lok hoy kivabe 😃😃😃😃
ভদ্র মহিলা না?
Right
@@animalhealthcarekb nj YB the
পেটে গ্যাসের কারণে আমার একটা আদরের ছাগল মারা গেছে, প্রায় 15 বছর পর, সেই রোগের চিকিৎসা দেখলাম, কত সহজ পদ্ধতিতে চিকিৎসা, ধন্যবাদ আপনাকে
পশুপাখির এরকম অবস্থা হলে বেশিরভাগ মারা যায় অনেক কষ্ট পেয়ে আর নয়তো জবাই করা হয়। কিন্তু আপনি এতো সুন্দর ভাবে পশুটাকে বাচালেন দেখে খুব ভালো লাগলো। প্রতিটা এলাকায় এরকম একজন পশু প্রেমিক ডাক্তার থাকলে অনেক ভালো হতো।
খুব সুন্দর ডাক্তার ভাই আপনি আসল শিক্ষায় শিক্ষিত ধন্যবাদ।
কৃতজ্ঞ ও ধন্যবাদ
Sir ami training nibo pls apner juga jug number diben
@@bharattelevisioncartoon ভাই,ট্রেনিং দেওয়ার যোগ্যতা আমার নাই
পারবেন স্যার। জুম অ্যাপের মাধ্যমে সাথে ব্যবহারিক ভিডিও রেকর্ডের মাধ্যমে সম্ভব। এই উদ্যোগ বাংলাদেশের জন্য উন্নয়নের পাথেয় হবে ইনশাআল্লাহ।
Apnar basa kothay Doctors vaiya
অবলা প্রানী দের সুচিকিৎসা দেবার জন্য আপনার জন্য দোয়া রইলো..! আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন..!
আসলে ভাই কি বলবো অনেক সুন্দর হয়েছে আর অনেক ভালো লেগেছে আমার জীবনে প্রথম এতো সুন্দর একটা চিকিৎসা দেখলাম
ruclips.net/video/cJ3qdljSwA0/видео.html
খুব সুন্দর ডাক্তার ভাই আপনি আসলে শিক্ষিত হয়ে গর্বিত এবং দেশের জন্য উন্নত
I'm a medical technologist from West Bengal... (Student of SSKM) সত্যি দাদা কিছু নতুন শিখতে পাৱলাম আপনাৱ থেকে। thank you
লাভ ইউ
আপনার থেকে শিখলাম এবং এই পদ্ধতি অবলম্বন করে আমার ছাগলকে গ্যাস মুক্ত করতে সক্ষম হলাম!ধন্যবাদ ভাই
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। কতো সুন্দরভাবে কাটাছেঁড়া ছাড়াই চিকিৎসা করে দিলেন।
আমিন
আপনি এক অভিজ্ঞ ভাল ডাক্তার।
ধন্যবাদ আপনাকে।
কাঁটাছেড়া ছাড়া ছাগলের এ রকম চিকিৎসা পদ্ধতি 🥇🥈🥉পদক পাবার যোগ্যতা রাখে। শুভ কামনা জানাই ডাক্তার সাহেব।
ডাক্তারের কাটা ছেড়া খুব কমই হয়। এটাকে ছোট মনে হলেও, এটাই যথেষ্ট।
উপকারী মূলক বিডিও।ধন্যবাদ, ডাক্তার সাহেব।দোয়া রইলো।
কৃতজ্ঞ ও ধন্যবাদ
ভাইয়া এতো সুন্দর ছাগলকে চিকিৎসা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ ভাই
খেয়াল করেছেন- ছাগলটা কত শান্ত ছিল
ভাইজান
এই ভাবে গ্যাস বের করলে
আবার কিছুক্ষন পরে পেট আবার ফুলে যায়
এর থেকে ভালো মনে হয় ঔষধ এর মধ্যে
গ্যাস বের করলে
আমার নিজের একটা গরু বাছুর মারা গেছে এই ভাবে গ্যাস বার করতে গিয়ে
@@mahfuzahmed9513 w
সহজ উপায়ে ছাগলের পেট থেকে গ্যাস বের করা দেখলাম অনেক ধন্যবাদ
মাশাল্লাহ খুব সুন্দর চিকিৎসা দিয়েছেন
খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেয়ার করছেন ভাইয়া ধন্যবাদ
এতো সুন্দর চিকিৎসা আগে কোনদিন দেখিনি...ধন্যবাদ ভাই
ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি ভিডিও, আমার একটা ছাগল বাচ্চা দেওয়ার ৩ দিন পর এই রোগে মারা গেছে ১৫ দিন পর বাচ্চা গুলোও মারা গেছে আপনার ভিডিও টা আগে দেখলে ছাগল টা টিকানো যেত হয়ত,
ভাই যে কোন প্রশ্ন আমাকে করবেন।উওর দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ
@@animalhealthcarekb ভাই আপনার বাড়ি বা দোকান কোথায়???
দাদা এই ভিডিওটা দেখানোর জন্য
আপনাকে অবশ্যই অনেক ধন্যবাদ🙏💕
কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাই
মাশাআল্লাহ খুবই চমৎকার একটা পদ্ধতি অনেক ধন্যবাদ
ধন্যবাদ
Assalamu alaikom doctor babu amar akta goru aj 19 din patla paikhana kor6e
R goru ta 5 maser gabin
Akon Prathmik treatment ta jodi bolen
অনেক সুন্দর চিকিৎসা ভাই
মাশাল্লাহ ডাঃ সাহেব যেমন অভিজ্ঞ,
ছাগলও তেমন ভদ্র,
বিন্দু পরিমাণ নড়াচড়া করলো না। 😅💝
ধন্যবাদ ও কৃতজ্ঞ
@@animalhealthcarekb kW
🤣🤣🤣🤣
ছাগল বিপদে পড়ছে তো তাই আর কি
@@animalhealthcarekb আপনার হাসপাতাল বা দোকান কোথায়
জীবনে ১ম দেখলাম ভাই গুড চিকিৎসক
নিরীহ প্রাণীকে কষ্ট না দিয়ে কি কোন চিকিৎসা ব্যবস্থা পৃথিবীতে আবিষ্কার হয়নি ?
@@mdparvez1289 এই সামান্য কষ্টের জন্য জীবন চলে গেলে তখন ভালো লাগতো??
মানুষের ও এইরকম অনেক চিকিৎসা আছে,,,যেইখানে জীবন-মৃত্যুর দোটানায় পড়ে সেখানে সামান্য কষ্টের কথা চিন্তা করা মূর্খতা
@@mdparvez1289 ভাই এই রোগে অনেক মানুষের গরু মারা গেছে। যদি এর থেকে ভালো বিকল্প থাকতো তাহলে মানুষ ওইটাই করতো।
Waw, darun lagse. Ei rokom video jiboner prothom dekhlam.
ধন্যবাদ ভাই অনেক উপকার হলো আল্লাহ আপনাকে দীর্ঘ আয়ু করুন❤
হুম, খুব ভালো ও সহজ চিকিৎসা, আপনার এলাকায় প্রানীগুলো অবশ্যই ভালো থাকবে।
ইনশাআল্লাহ। দোয়া চাই
@@animalhealthcarekb স্যার আপনার নাম্বার টা যদি দিতেন তবে উপকৃত হতাম
অনেক সুন্দর অভিগ্যতা হল ভাই? ধন্যবাদ এত ভালো ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।
ধন্যবাদ ভাই
মাশা আল্লাহ
ডাঃ সাহেবকে ধন্যবাদ। এই সমস্যার কারণে দেশে অনেক গরু ছাগল মারা যায়।
সব খামারিদের জানা উচিত এই চিকিৎসা, খুব গুরুত্বপূর্ণ ভিডিও
খুব সুন্দর ভাবে একটা ভিডিও বানালাম এরকম ভিডিও আগে কখনো দেখি নাই
অসাধারণ পোস্ট ধন্যবাদ আপনাকে, ভাই তবে একটা বিষয় হলো ছাগলটা একবার ও বে বে করলো না,কত বদ্র ছাগল, wow
হাহাহা বে বে করবে কেনো ও তো আরাম পাইছে
@@animalhealthcarekb রাইট ভাইয়া
Hi
ভাই আপনার মতো চিকিৎসক বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় দরকার
মাসাহআল্লাহ এটা দারুন আর গলায় পাইপ ডুকাইলো ও অনেক ব্যথা পেতো।
আপনি সঠিক বলেছেন।পদ্ধতি দুইটাই ভালো।ধন্যবাদ
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অপারেশন দেখে আমি খুব খুশি হারাম ।
কৃতজ্ঞ ও ধন্যবাদ প্রিয় দাদা
কাজটা তো সহজ সহজ লাগছে, মনে হয়, আমিও পারবো,কেননা আমিও সব সময় ২, ৪ টা ছাগল পালন করি। অসুস্থ হলে youtube দেখে আমি নিজেই চিকিৎসা করি এবং পরবর্তীতে তা ভালো হয়ে যায়। এই কাজটা মনে হয় আমিও পাড়বো।
আসসালামু আলাইকুম,
অসংখ্য ধন্যবাদ ভাইজান। অতি চমৎকার একটি ভিডিও।
In our country people do not want value VET. Thank you for focusing your job and responsibility. Hope soon people will honour you like developed country. Good luck !
অনেক কৃতজ্ঞ,ও ধন্যবাদ
Very helpful video.
Thank you, Doctor.
কৃতজ্ঞ ও ধন্যবাদ ভাই
ডাক্তার ভাল এই জন্য্য চিকিসা ও ভাল অল্পসময় ছাগল কে ভাল করে দিলেন। ডাক্তারকে ধন্যবাদ জানাই এই রকম ডাক্তার ই আমরা চাই।
আপনার ভিডিও টা অনেক ভাল লাগলো। কয়েকদিন আগে আমার একটি ছাগল পেট ফুলে মারা গেছে।
খুবই ভালো লাগল আলহামদুলিল্লাহ
ধন্যবাদ
ধন্যবাদ ভাই আপনাকে , একটি প্রানির প্রতি এতো সুন্দর চিকিৎসা, খুব ভালো লাগল | ভাই আপনার চেম্বার, বর্তমান ঠিকানা যদি বলতেন, তাহলে ভালো হতো |
কৃতজ্ঞ ও ধন্যবাদ।জামালপুর জেলা,মাদারগঞ্জ উপজেলা।চেম্বার শ্যামগন্জ কালিবাড়ী
ভাই ইস্টোমাক ছিদ্র কি করে বন্ধ করা হবে
26,1, 2022 সালে গ্যাসের সমস্যার কারণে আমার একটা বড় গরু মারা গেছে, কোন অভিজ্ঞ ডাক্তার পাশে পায়নি,
ভাই ছাগলটা এতো ভদ্র এক মিনিট একটু ভেবে করলো না ভাই ছাগল বুঝতে পারছে যে এ জায়গায় আমার চিকিৎসা করানো হবে ্্আপনাকে ধন্যবাদ
আরে ভাই অবস এর ইনজেকশন দিছে
ভাই।আপনার।নামবার।দেওয়া।যাবে
@@mdsajibloveeveryday5782 j hi btw hi
১ অবশ করে রাখা হয়েছে
২ বেঁধে রাখা হয়েছে
৩ ধরে রাখা হয়েছে
ছোটাছুটি করবে কি করে
Usadharon tritmen 👌👌👌.ei rokom r o animal dr.dokar. vy ubak holam eto sundor kore video dekhanor jonno. MasaAllha.
ধন্যবাদ খুবই সুন্দর একটি ব্যাবস্থা ডাঃ বাবুকে
Khuv e sundor doctor sab😍😍😍😍❣️❣️❣️
ভাই আপনার বাড়ি কোন জেলায়? আপনার কাজ অনেক সুন্দর ভাই আমার কাছে খুবই ভালো লাগছে
@@animalhealthcarekb অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার ঠিকানা টা দেওয়ার জন্য যদি কনো কিছু সমস্যা হয় আপনাকে জানাতে পরবো
বেশ ভালো পদ্ধতি।
ধন্যবাদ
@@SzSchool কৃতজ্ঞ ও ধন্যবাদ
@@animalhealthcarekb আমার দেখা সেরা ভিডিও। অসংখ্য ধন্যবাদ ভাই পশু প্রাণীর সুচিকিৎসার জন্য। সময় থাকলে আপনার কাছে ডাক্তারের শিখতে যাব ইনশাআল্লাহ।
@@animalhealthcarekb ফোন নাম্বার টা দিলে ভালো হতো
অত্যান্ত দক্ষ আপনি 🔥❤️
মাশাআল্লাহ,,, আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুক আমিন ❤️❤️❤️❤️
আমিন।
চিকিৎসা খুব সুন্দর ধন্যবাদ ডাক্তার ভাই আমি ইন্ডিয়া কোলকাতা কুয়েত থেকেদেখছি
ধন্যবাদ দাদা
সহজেই যা দেখতে পারলাম শিক্ষানীয় বিষয়টি।আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ প্রিয় ভাই
প্রথম ভিডিও দেখলাম এই চ্যানেলে খুব ভালো লাগলো সিস্টেম টা। আপনাকে ও ভালো লাগলো। তবে কেউ এই কাজ একা একা করতে যাবেন না, এবং কোন প্রাণীকে কষ্ট দিবেন না।
কৃতজ্ঞ ও ধন্যবাদ আপানকে
মশিউর ভাই ভালো একজন ডাক্তার ❤️
১.৩ মিলিয়ন ভিউ অসাধারণ ❤️
আসসালামু আলাইকুম ভাই অবশ্যই আপনার মাক্স পড়া দরকার ছিল এবং আপনার আশে পাশে যারা থাকবে তারাও অবশ্যই ভাই
ভাই খাওয়ার ঔষধ দিতে হবে না।
অনেক ভালো ভাই মানুষেরটা কিভাবে করা যায়। একটু বলা যায়।
থ্যাংক ইউ আপনাকে অভিজ্ঞতা দেওয়ার জন্য
ধন্যবাদ স্যার। আপনার ভিডিও দেখে খুব উপকৃত হয়েছি । এইরকম গ্যাসের জন্য আমার একটি গরু বাছুর মারা যায়।🙏🙏🙏🙏🙏
অসাধারণ প্রথম দেখলাম.😮😮😮
এই ধরনের আধুনিক পশু চিকিৎসা ব্যবস্থা আমাদের সমাজে খুব দরকার 🕘
এই গ্যাসরোগের কারনে গত ৫ মাস আগে আমাদের একটা গরু মারা গিয়েছিল। সময়মত অভিজ্ঞ ডাক্তার পায়নি বলে বাঁচাতে পারলামনা।
আমার গরু টাও এভাবেই মরে গেছিল।
Amr o 😭
@@bappa420official6lll))
Ahare
Amaro 120000tk
সত্যি ছাগল যদি দোয়া করতে পারতো তাহলে আপনার জন্য দোয়া করতো,তার যে কি উপকার করেছেন শুধু সেই ইই জানে
এই গ্যাসের জন্য অনেক ছাগল বা গরু মারা যায়
আপনি এতো সুন্দর ভাবে পশুটার চিকিৎসা করলেন দেখে খুব ভালো লাগলো
ধন্যবাদ ও কৃতজ্ঞতা
মাশা আল্লাহ প্রিয় ভাই আপনার চিকিৎসা খুবই ভাল লাগলো
কৃতজ্ঞতা ও ধন্যবাদ
This Goat is a real sweetheart ❤️
Tai bole sweetheart er sathe annyo kichu korar chesta Koro na kintu🤓🤓🤓🤓🤓🤓
অসাধারণ অভিনব অভিজ্ঞতা ❤️
ধন্যবাদ ভাই
ভাই যায়গাটি অবশ করে নিলে ভাল হয় না? সুন্দর চিকিৎসা পদ্ধতি
ধন্যবাদ।সবসময় সব যায়গা অবস করতে হয়না
But kosto kintu hoi.... Blte pre na ora
@@pushpendas9422,,, কষ্ট তো একটু হয়ই ব্রোওও,,,
তবে ছাগলের আর খাসীর কালা ভূনা খাইতে কিন্তু সেই রকম মজা 🥴🥴🥴🥴🥴🥴🥴,,,
@@imranmahumud1221 খাশীর টা খাওয়া হয় নাই তবে গরুরটা খেয়েছি!ছাগলের কালাভূনা কোথায় বিক্রি করে ভাই?
@@pushpendas9422 যখন বলি দেয়
আপনি একজন ভালো ডাঃ
khuboi valo laglo akdom e practicali Treatment. ja akhn amader somaj a pawa e jaina onk valo laglo thank u .. go ahead
সত্যি ভাই অবাক করার মত ,😯😯2019 সাল থেকে2021পর্যন্ত আমাদের দুটি ছাগল আর দুটি গরু মারা গেছে😢😢😢হয়ত সঠিক চিকিৎসা হয়নি তাই
নিকটস্থ প্রাণীসম্পদ অফিসে যোগাযোগ করেছিলেন?
নাকি হাতুড়ে ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট দিয়েছিলেন?
@@hironhossen2585 সেখানে যাওয়া হয় নাই,তবে বড় ডাক্তার আনছিলাম
@@rupaaktar219 সেখানেই বড় ডাক্তার পাওয়া যায়।
যেমনটা মানুষের MBBS doctor সদর হাসপাতাল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকে
তেমনি ULO, VS, LEO এইসব বিশেষজ্ঞ DVM ডাক্তারগণ প্রাণীম্পদ অফিসেই থাকে আর এনারাই বড় ডাক্তার।।
তোমাকে ধন্যবাদ নাম্বার দিও
Really awesome is an instructive subject
কৃতজ্ঞ ও ধন্যবাদ ভাই
This is damn satisfying 🙌🏼🥴❤️
good doctor, আল্লাহ আপনার হায়াৎ দিন।
আমিন
Khub bhalo gan holo ei protham dekhlam Dr Babu 🙏🌷
কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রিয় ভাই
নিজে নিজে আবার কেউ করতে যাইয়েননা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন
অসাধারণ । খুব ভালো লাগলো
তাহলে আর এই ভিডিওটির দরকার কি?
@@haralalghosh1787 got the point
ঠিক
Manuser peter ta ki aivabe kora jabe vai.jaile valo hoito.majhe majhe amr peteo amon hoy.
কি পরিমান কষ্ট থেকে যে ছাগল টা মুক্তি পেলো
জী ভাই
জী ভাই।
আমি খুব চিন্তিত ছিলাম যে,কেনলা টা না ভিতরে চলে যায় 🙄🙄🙄
কেনুলা দিয়া কি বুড়ি সহ ছিদ্র করতে হবে নাকি সুদু চামরা ছিদ্র করতে হয় answer diben plz
অনেক সুন্দর একটা ভিডিও দেখলাম শুভ কামনা আপনার জন্য।
ধন্যবাদ ভাই
খুবই ভালো লাগলো আপনার চিকিৎসা দিতে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভগবান আপনার মঙ্গল করুক
ধন্যবাদ প্রিয় ভাই
ডাঃ ভাই আপনি গ্লাপস্ এবং মাস্ক পরা উচিত ছিল।
R8
জি মুহুর্তে ছিলনা। আগেই শেষ হয়েছিলো।মাক্স+ গ্লাপ্স সংগ্রহ করতে করতেই ছাগলটি মারা যেত।এখন বলুন আমি কি করতাম
@@animalhealthcarekb তা ভালো মাস্ক নিতে সময় পাননি😒😒... আপনার এই ট্রিটমেন্ট আমার একদম পছন্দ হয় নি..😡
ভাই আপনার সবই ঠিক আছে কিন্তু একটু অবশ করে নিয়েন ছাগল তো অনেক কষ্ট পাচ্ছে
এরা ছাগলের কষ্ট বুজবেনা। ছাগল বোবা প্রাণী তাই অবশ করার ইনজেকশন পুশ করবেনা। এদের দরকার পশু আইনে মামলা করা। তারপর এরা ঠিক হত৷ একটা মানুষকে যদি এভাবে সরাসরি অবশ না করে কাটাকাটি করা হত তাহলে মানুষ কষ্ট পেত। আর বোবা প্রাণী কষ্ট পেলে কাউকে বলতেও পারেনা৷ আমার কাছে মনে হল এ কসাই।
@@MR-hp9mg hmm
ওপরে স্টিচ করলেন কিন্তু পাকস্থলী ফুটো রয়ে গেল, সেটার কি হবে ? অনেকেই জিজ্ঞেস করছেন । দয়া করে উত্তর দিন ।
ধন্যবাদ ভাই।রুমেনে ফুটো করেছি ট্রকার কেনুলা বের করার পর অটোমেটিক মাসল কোষ চেপে বন্ধ হয়ে যায়।তাছাড়া পরবর্তী এ্যান্টিবায়টি ও অন্যান্য চিকিৎসায় ভালো হয়।বাইরে স্টিচ না দিলেও চলতো। কারন সামান্য পরিমান কেটেছি।একাই চামরা লেগে যেত তবুও নিরাপদ করার জন্যে স্টিচ দিয়েছি।
তোমার বাড়ি কোথায় ভাই
আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারলাম দোয়া ও শুভকামনা রইল,
খুব ভালো লাগলো।কাজটি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।
ধন্যবাদ প্রিয় ভাই
এবছর কুরবানির গরু কিনে অনেক বিপদে পরেছিলাম। কুরবানির ৪ দিন আগে কিনা। গরুর টয়লেট হয়না কিন্তু গ্যাস হয়ে পেট বড়ই হচ্ছিল। ডাক্তার এবং ঔষধ নিয়ে প্রায় ৫০০০ টাকা খরচ হয়েছিল। সাথে ভয় আর চিন্তা হচ্ছিল যে গরুর কিছু হয়ে না যায়। গ্যাস কিছুটা কমেছিল। আলহামদুলিল্লাহ কুরবানী দিতে পেরেছিলাম।
আসলে ছাগলটা যা ভদ্রবেশী করলো।তাতে ছাগলকে ধন্যবাদ এবং ডাক্টর কেও ধন্যবাদ
হাহাহাহা ছাগল বুঝতে পারছে গ্যাস বের করবে
আসসালামু আলাইকুম ভাই। শেষে যে ঔষধ দিয়েছেন এটি কেন দিয়েছেন?
মাশাআল্লাহ সত্যি খুবেই ভালো মুল্যবান কারুকার্য
ধন্যবাদ প্রিয় ভাই
মশিউর রহমান ভাই খুব সুন্দর আপনার পরিবেশটা
ভাই ট্রুকার ক্যানোলা কোথায় থেকে পেতে পারি।জানালে উপকৃত হবো।
ঢাকা মিডফোর্ট,অথবা সার্জিক্যাল এর দোকানে পাওয়া যায়
যেমন ছাগল, তেমন ডাকটার, ভদ্র 🎃🎃🎃🎃🎃
এইসব উপকারী ভিডিও-এর জন্য
ইউ টিউব দেখা বন্ধ করা যাচ্ছে না
নয়তো----
প্রিয় ভাই,অনেক ধন্যবাদ
মাশাআল্লাহ খুব ভালো টেকনিক আপনার
মাশাআল্লাহ খুব সুন্দর চিকিৎসা
আমার নিষ্পাপ মন বলছে 🥺
এরা পেদে পেদে কেন গ্যাস গুলো বের করে দিচ্ছে না 🤣🤣🤣
মাশা আল্লাহ
অবশ করে নিলেন না ??? চামড়া কাটার আগে ???
ভাই আপনাকে অনেক ধন্যবাদ
ভাই এই প্রথম দেখলাম এই চিকিৎসা অসাধারণ
You know your work very well, alhamdulillah.
Its so satisfying 👌
You don't seem to be a qualfied Doctor. Though I'm not a vet but still your deliberation is that of quack. The 'Gas builds up in GI esp. stomach but if you do an entry through the flanks you will enter into the peritoneal cavity and injecting some antiflatulant into the peritoneal cavity might cause peritonitis. People should refrain these procedures moreover no antiseptic measures were taken neither there was local anesthesia and if any veterinary Doc. is there, pls update me.
I think he is 100% qualified doctor.
@@romanahmed3315Are you a qualified, registered Vet? If not then pls don't jump to give your certificate. Can you tell me from which Veterinary Med. College he has passed out and in which yr.
@@abhijitchatterjee7408 It is common to see unprofessional peoples are now involved with the treatment of animal almost all the villages, those have no veterinary education either. People usually call them quack ( uneducated & unprofessional health service provider). I don't know about him actually. But as a veterinarian i am prety much sure that, this type of unhygenic & unprofessional treatment approach is proving he is a quack......
ছাগল টা বেথা পাইলো না কেন?
Surgery Porlei bangali koshai hoiya jay...koto druto shui dhukay dilo
এই প্রথম এতো সুন্দর জিনিস দেখলাম