বহুদিন পর বাড়িতে খাসির মাংস রান্না খাওয়া||Village style Mutton curry.
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- বহুদিন পর বাড়িতে খাসির মাংস রান্না খাওয়া||Village style Mutton curry.
Friends,
আমি সুস্মিতা। Sundarban Cooking এ আপনাদের স্বাগত জানাই। প্রতিদিন বিভিন্ন ধরনের রেসিপি সহ বাংলার গ্রামীণ জীবন যাপন তথা সুন্দরবনের চিত্র তুলে ধরার চেষ্টা করি। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে মতামত জানাবেন। আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আমাদের সাথে সুন্দরবন ভ্রমন/M-8346055166(রাত্রি ৭ টা থেকে ৯টা)
Thank you
Sundarban Cooking.
পুরো ভিডিওটা জুড়ে আমি শুধু আপনার মুখের স্নিগ্ধতা দেখে গেলাম। আপনার মতো পুত্রবধূ এখন বিরল। ভালো থাকুন নিজের পরিবারকে নিয়ে এভাবেই ।
খুব ভালো লাগলো শ্বশুর, শাশুড়ি ও সন্তানকে নিয়ে এই রকম দৃশ্য দেখে ।যা আজকাল দেখাই যায়না। এইভাবেই স্বপ্না সবাইকে নিয়ে ভালো থাকুন এবং অনেক দূর এগিয়ে চলুন।
সুখ আসলে কি উপলব্ধি করলে বুঝা যায়।
জীবনে সম্মানের সাথে বেচে থাকতে ওনার মতো একজন পুত্র বধু হলে হয়। ওরা কিন্তু হয়তো পরম সুখে নেই কিন্তু চরম শান্তিতে আছে। এনাদের মতো দিদি কে আমার প্রনাম।
আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো দাদা ভাই 🙏❤️🙏
সংসার সুখের হয় রমণীর গুনে।
এই রকম বৌদি যেন সবার ঘরে ঘরে আসা উচিত্ ।শশুর শাশুড়িকে খুব ভালোবাসে।
বৌদি, সত্যি বলছি ,শ্বশুর-শাশুড়ির প্রতি এমন ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি! অনেক অনেক শুভকামনা রইল আপনার এবং আপনার পরিবারের জন্য, ভালো থাকবেন
ভালোবাসা রইলো
@@SundarbanCookingamar o khub valo lage boudi ke
অসাধারণ
বাংলাদেশ থেকে ভিডিও টি দেখলাম সত্যি খুবই ভালো লাগলো
গ্রামের মানুষ এখন শহরের মানুষের চেয়ে অনেক স্মার্ট। কি সুন্দর সাবলীল কথা বার্তা। আরও এগিয়ে চলুন। সাথে আছি।
tik bolechen
অসাধারণ, গ্রাম্য পরিবারের এত সুন্দর রান্নার রেসিপি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো আর সুস্থ থাকবেন।
দিদি ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসার পর তোমার রেসিপি ইউটিউবে পাইনি। হঠাৎ আজ রাত ২-৩০মি তোমার খাসীর মাংসের রান্নার রেসিপি দেখে মনে অনেক শান্তি ও সস্তির পেলাম। অনেক দিন পর তোমার খাসীর মাংসের রান্নার চমৎকার রেসিপির পরিবেশন একমাত্র তোমার দ্বারাই সম্ভব। আমার আসিরবাদ সুন্দরবন কুকিং পরিবারের জন্য রইল।
সৌরভ বাবুর স্নানের দৃশ্য দারুণ উপভোগ করলাম - - - পলাশ বাবুর প্রাকৃতিক দৃশ্য দেখানোর সৃজনশীলতা প্রশংসনীয় - - - মা - বাবাও ক্যামেরার সামনে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করায় ভালো লাগলো - - নিজেদের মধ্যে কথাবার্তায় আমাদের ছোট বেলাটা ফিরিয়ে দিলে তোমরা সবাই - - - সবকিছু স্বাভাবিক - - কোন কৃত্রিমতা নেই - - তাই আমরা তোমাদের সবাইকে আপন করে নিলাম খুব সহজেই - - এখানেই তোমাদের সৌন্দর্য এবং তা ভীষণ উপভোগ্য হ'ল - - তোমাদের সন্তান সৌরভসহ সবাইকে অসংখ্য ধন্যবাদ - সবাই খুব ভালো থেকো।
আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা ❤️🙏
কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ! ! কত শান্ত, তেমন কোন কোলাহল নেই ।খুব ভালো লাগলো ।
September
বৃষ্টিতে ভিজে ভিজে খাসির মাংস নিয়ে আসলে সেটা দেখলাম খুব সুন্দর সত্যি খাসির মাংস সুন্দর বানিয়ে খেলে যা একদম জমে গেল
সৌরভ আর আমার ছোটবেলা টা একই রকম, আর কাকতালীয় ভাবে আমার বাড়ি টা ও সুন্দরবন এলাকায়, সৌরভ কে দেখে সেই দিন গুলো মনে পড়ে গেলো ❤️
❤️❤️❤️
সুন্দর বনের কোথায় থাকেন আপনি
@@জয়বড়োমা नन
@@SundarbanCooking ुनन
বাবু, ঠাকুমা দাদুর সঙ্গে থাকা আর তাদের ভালোবাসা পাওয়া অনেক ভাগ্যর ,,, তাদের খুব ভালোবাসো আর সম্মান কর।❤️
😌😌😌 দাদুকে হারিয়েছি 2011 সালে আর এই কিছুদিন হলো ঠাকুমাকেও হারিয়ে ফেললাম,, আজ সপ্তমী পুজোর দিন, খুব কষ্ট হচ্ছে খুব মিস করছি দুজন কে 😌😌😌😭😭😭😭😭
দিদি তুমার কপাল টা খুব ভালো তাই এরকন মা বাবা পায়েছে নিজের মা বাবা মতোন ভালো বাসে
Ki bolle thik bujhlam naa.
@@nibeditamallick.2769
2কুরআন
সত্যি মনোরম পরিবেশ আর আপনার শ্বশুর শাশুড়ি র প্রতি ভক্তিতে আরো পরিবেশের সৌন্দর্যতা বাড়িয়ে দিল। এক কথায় সুখী পরিবার।
দাদুর কথা টা কি মিস্টি 👌👌দেরি হোক গুছিয়ে রান্না করো..... সত্যি মন ছুঁয়ে গেল
😀
খুব সুন্দর হয়েছে তাই ধন্যবাদ জানাই এত সুন্দর একটা রান্না উপহার দেয়ার জন্য
আমি এমেরিকাতে বসে এই খাসির মাংশের পুরো প্রিপারেশন টা দেখলাম।পুরো গ্রামের পরিবেশে মাটির চুলোয় রান্না, আর ছেলে এবং বয়স্ক শ্বশুর-শাশুড়িকে রেধে বেড়ে খাওয়ানোর দৃশ্যটা চমৎকার লেগেছে। শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থেকে পুরো সংসারের সবার দেখভাল করার সংস্কৃতি টা যে আজ এখনো টিকে আছে, তা এই ভিডিও ক্লিপ না দেখলে বিশ্বাস করার উপায় নেই। এগুলো এখন রুপকথার মতো গল্প। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া দৈনন্দিন জীবনের ঘটনা আবার নতুন করে দেখে মনটা একেবারে প্রসন্ন হয়ে গেল। সাধুবাদ সুস্মিতাকে
Very nice
7
Da at)-😂@@shaandas6060
এটাই তো হওয়া উচিত তাই নয় যখন সন্তানরা ছোট থাকে পিতা-মাতা তাদের প্রাণ দে আগলে রাখে এমনকি তাদের পায়ে কাদা লাগতে দেয় না তাদের ব্যথা লাগছে দেয় না প্রতিটা পিতা মাতায় এটা করে এবং করতে হয় আমরা কিন্তু ভুলে যাই। আবার ওই পিতা মাতা যখন বয়স হয়ে যায় তখন ঠিক সেভাবেই তাদের সন্তানের মত লালন-পালন করা উচিত আমাদের এটা সব জায়গায় দেখা যায় না কিছু কিছু পরিবার এখনো এগুলা আছে দেখে ভালো লাগে সবসময়ের জন্য যদি থাকে সেটা আরো ভালো লাগে এত সুন্দর যে পরিবেশটা দেখতে পেলাম কিন্তু এগুলো এখন আর নেই কোথায় আমার হারিয়ে গেছে নানান রঙের দিনগুলো। এ আনন্দ মধুময় ভালোবাসা স্মৃতি হয়ে গেছে দাদু সবার আনন্দ সব হারিয়ে গেল সবাই দূরে সরে গেছে। 😢❤❤❤❤❤❤🇧🇩🥰🥰
Vai ki vabe USA 🇺🇸 te jabo Aktu help korten Jodi
সৌরভ নিয়ে হাঁটাটা আমাদের ছোটবেলার স্মৃতি,খসখস শব্দে শিলনোডায় মশলা বাঁটাটা সুন্দর ।মাংসের দাম অনেক কম,সৌরভের দুষ্টুমি ও রাগটা বেশ উপভোগ্য,মা দিনে কতবার পান খান? রসুনের পরিমাণ যেন একটু বেশি । প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ সুন্দর
Osadharon sundor hoyache video ta dekhe khub valo laglo
“চেষ্টা কখনো ছাড়া উচিত নয়,
কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও
কিন্তু তালা খুলতে পারে”
Apurbo...khub sundor...
Pare kintu sei chabir gucchho tai jodi vul hoi?
khasir magco Ranna recepi Khube sundor lageche Khaya daya Khube vhalo Khube sundor lageche Ranna recepi nice to
অনবদ্য... এই ছোটো ছোটো ব্যাপার গুলো কতো অসাধারন আনন্দ এ ভরপুর... ছোট বেলার কথা মনে করিয়ে দিলেন দিদি... ভালো থাকবেন আর এগিয়ে যান...
অনেক অনেক শুভকামনা রইল তোমার প্রতি।তুমি যেভাবে গ্রাম থেকে মাংস কিনে রান্না করে ছেলে এবং শ্বশুর শাশুড়ীকে খাওয়ালে এটা সত্যই অতুলনীয়। প্রাকিতিক পরিবেশ অনেক সুন্দর। সবাইকে নিয়ে ভাল থেকো।
এখন এমন একটা সময় চলে এসেছে যখন মেয়েরা রান্না ঘরে ঢোকার চেয়ে অফিসে চাকরিটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। চিন্তাতে হয়তো ভুল নেই।কিন্তু একটা জিনিস ভেবে একটু খারাপ লাগে,সামনের জেনারেশন এর ছেলে মেয়েরা মায়ের আদরে,ভালোবাসায় সিক্ত হওয়া ঘরের আবহ আর পাবেনা। এতদিন পরে একটু ভালো খাবার রান্না হওয়ার পরেও নিজের জিভে না ছুয়ে সন্তানের জন্য তুলে রাখার মতো এমন হৃদয় নিংড়ানো ভালোবাসা কি জিনিস সেটা তারা কখনোই অনুভব করবেনা।তারা জানবেনা ঘরে মায়ের গন্ধ কি জিনিস।
ভালোবাসা থাকল From Bangladesh
কি সুন্দর মনোরম পরিবেশ ,,,তার সঙ্গে গরম গরম ভাত আর খাসির মাংস ,,,আহা অপূর্ব। খুব ভালো ।👌👌😊😊❣
Sotti❤️
Tumiotep
Tumi moteo bhalo na.kkaroon sosur r.sasurike jebhabe khete dao. Seta ekdom bhalo na .
তোমার মত বৌমা আমার ঘরে আসবে কি জানি না।
দারুন রান্না হয়েছে খাসির মাংস টা খুব ভালো লাগে তোমাদের গ্রামের দৃশ্য দেখতে ভালো থেকো তোমরা সবাই
আজকের ভিডিওটা দেখে খুব ভালো লাগলো । খাসীর মাংস দিয়ে ভাত খাওয়া ।
পুরো ভিডিওটাই অভাবনীয় দেখার মতো ।বৃষ্টিতে মাংস আনা বাছা ধোওয়া পরিস্কার করা রান্না করা খাওয়া সবটাই অভাবনীয় ।খুবই ভালো লাগলো।
সদ্য বাঙালিয়ানা এবং সুস্বাদু গ্রামীণ রান্না, মনটা ভরে গেলো 🙏👍🌹❤️
শশুর শাশুড়ী কে এইভাবে বসিয়ে খাওয়াচ্ছ দেখে খুব ভালো লাগলো।
বউ মা খুবই ভালো, কারণ শশুড় শাশুড়ীর প্রতি খুবই ভক্তি শ্রদ্ধা রয়েছে। আমি খুবই আনন্দিত! রান্না খুবই ভালো হয়েছে।
Excellent
আমার খুবই ভালো লাগে মাংস ,
আর ভালো লাগলো বাবা মায়ের সেবা করা,
আমিও অমর বাবা মা কে খুব ভালো বাসি
আমি গোপাল বাংলাদেশ থেকে দেখতে আপনার রেসিপিটা অনেক সুন্দর হয়েছে আমার দেখতে ভালো লাগতেছে ধন্যবাদ দিদি
Khub darun laglo apnar ranna ar khaoa poribeshan ta
যিনি রান্না করলেন উনি গ্রাম বাংলার শ্বাশত বধূ ও নারী অমায়িক তার ব্যবহার।
পুরো পরিবার টাই ভালো
সাধারনের মাঝে অসাধারণ।
আমি ঢাকা, বাংলাদেশ থেকে দেখছি।
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
Khub sundor ranna hoyeche dekhe mon juriye gelo
জায়গাটা অনেক সুন্দর। গুড়ি গুড়ি বৃষ্টিতে ছাতা মাথায় হাঁটার দৃশ্যটি অসাধারণ।
খুব ভালো লাগল । সবাই কে নিয়ে এই ভাবেই থেকো ।
মাংসের ঝোল আর গরম গরম ভাত, কিন্তু রাতে রুটি খাবেন মেসোমশাই দিদি আপনারাদের ওখানে মাংসের দাম খুবি কম রেসিপি টা দারুণ হয়েছে। ভালো থাকুন সুস্থ থাকুন সবাই 🙏
Oshadharon laglo apnar cooking recipe ta. Ei gramer poribesh oshadharon .
দিদি আপনার পরিবার সুখী পরিবার। আরো এগিয়ে যাও।
দাদু আর ঠাকমার আদর পাওয়া খুব ভাগ্যবান তারা 🙏🙏❤️
একদম সত্যি কথা 🙏🙏🙏❤❤
দিদি মাংস রান্না অসাধারণ হয়েছে খেতে অনেক মজা হবে অনেক সুন্দর
Koto sundor grammo poribesh❤️❤️❤️👌👌👌
খুব ভালো হয়েছে video ta
ছোটোবেলায় যখন মা মাংস রান্না করতো খাবার জন্য পাশেই বসে থাকতাম সেই দিন গুলোর কথা মনে পরে গেলো দিদিভাই ।
Kato shundor mutton ranna dekhlam. Mon ta bhore gelo. Bhalo thakben.
ভিডিও টা দেখে খুব ভালো লাগলো, সত্যিই গ্রাম্য জীবন আর গ্রামের সুন্দর পরিবেশ দেখতে খুবই ভালো লাগে 🥰👌👌👌👌❤️
খুব ভালো লাগলো আপনাদের ভিডিও । শাশুড়ি খুব ভালো মানুষ । ভালো থাকবেন সবাই ❤️
ঠাকুরদা ঠাকুমার এই ভালোবাসা গুলো সত্যি অমূল্য। ❤❤
খুব সুন্দর সুখী পরিবার। সংসার সুখের হয় রমনীর গুনে। সুষ্মিতা তুমি খুবই গুনোবতী।
র তুমি রূপবতী লজ্জাবতী চাতুবতি নুমকবতি ফক্তিবতি
Eata to Purustantrik samaj eakhono..
Tai sb tai meyea der e palon krte hoi eacche na tkleu krte hoi..
Meyea der Song saar r sb dayetto karttbo palon kora nor jonno..
Ei line ta bola hoi, kintu tr poreu j 1 ta line ache seta chele ba purus samaj bole na, karon bolle purus der Dayitto karttbo 3 gun bere jabe...
Song saar sukher hoi Ramonir gune
"GUNOBAAN POTI JODI THAKE TAAR SONE "...
@@Pachforon4920 yeah.akdom R8
পটানোর চেষ্টা
onk valo thakuk family
রান্নার থেকে শ্বশুর ও শাশুড়ি প্রতি ভালোবাসা টাই বেশি ভালো লাগলো
মাংস রান্নাটা খুব লোভনীয় হয়েছে
খুব সুন্দর একটি ভিডিও দেখলাম।❤❤❤❤👌👌👌👌👌🌟🌟🌟🌟🌟😊😊
বর্ষায় গরম গরম ভাত আর খাসির মাংস আহা কি দারুন খাওয়া, জিভে জল এসে গেল। আর তোমার রান্নার তো কোনো জবাব নেই। সৌরভ বাবু, তোমাকে বলছি, ঠাম্মা আদরে আদরে ভরিয়ে দিয়েছেন, এবার রাগ কমেছে তো। গরম গরম মাংস ভাত খেয়ে নাও বুজলে।
সৌরভ কে খুব আদর লাগে যে কি বলবো!মায়ের সাথে কি সুন্দর মানিয়ে চলে যেন মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানেনা ❤️
আহা 😊 কি সুন্দর গ্রাম ❤️❤️😌
আজকের ভিডিওটা দেখে খুব ভালো লাগলো ।দেসি খাসীর মাংস রান্না খাওয়া দেখে খুব ভালো লাগলো ।পরিবারের সবাই এক সঙ্গে মিলে খাওয়া দাওয়ায় খুব আনন্দ লাগে ।আমি গোপা রায় আগরতলা ত্রিপুরা রাজ্যে থেকে বলছি ।
সত্যি দিদিভাই আপনাদের ভিডিও দেখে কমেন্ট না করতে পারলে মনের ভিতর একটা অস্থিরতা থেকেই যায়।আপনারা মায়েরা হলেন এই মাটির পৃথিবীর দশো ভূজা।ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই।
অসাধারণ..ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে গেল।
আপু তোমার অসাধারণ একটা রেসিপি হয়েছে খাসির মাংস। অসাধারণ একটা ভিডিও ফুটেজ হয়েছে ।আপু তোমার রান্না করা অনেক ভাল লাগে। আপু তোদের সবাই কে নমসকার আশিবাদ রহিল আমার ।আপু তোমার পরিশ্রম সার্থক হক আমরা পবাসীরা তোমার সাথে আছি থাকবো ইনশাল্লাহ থাকবো ইনশাল্লাহ থাকবো ।আমি আলম সৌদি আরব পবাসী গাজীপুর জেলা আমার বারি ঢাকা গাজীপুর জেলা ।আপু আমি নিয়মিত পতি দিন বিকেলে তোমার রেসিপি ভিডিও রান্না করা খাওয়া দাওয়া করা সব দেখি ।আমি ।আজকে রান্না করা খাওয়া দাওয়া করা অনেক ভাল হয়েছে ।আপু তোমাকে অনেক সুন্দর লাগছে ।যেমন ভরের সুয্য নদীর জল হাসে । শিশির ভেজা শাপলা ফুল ফোটে রহিলা আপু তুমি ।দাদা ভাই কে নমসকার আশিবাদ রহিল আমার সুরুব কে আমার ইসনেহ রহিল চাচী মা কে আমার নমসকার ওআশিবাদ রহিল চাচাকে নমসকার আশিবাদ রহিল ।আপু তুমি সামনে এগিয়ে যাও আমরা পবাসীরা তোমার সাথে আছি থাকবো ইনশাল্লাহ থাকবো ।আপু তোমার ব্যবহার অনেক ভাল লাগে আমার কাছে আপু ।আপু ভিডিও অনেক ভাল হয় ।উপস্থাপক অনেক অনেক ভাল করে উপস্থাপন করেছেন আসাধরন একটা ভিডিও হয়।
তোমাদের দেখে মনে হচ্ছে আমি যেন তোমাদের একজন। খুব ভালো লাগলো। ভালো থেক সবাই
খুব সুন্দর হয়েছে৷ আমার জিবায় জল চলে আসছে
বিউটিফুল উপস্থাপনা,স্থান,কাল,পাত্র,রেসীপির কোনো কথা হবে না।গ্রাম্য জীবনের অনেক খুঁটিনাটির
সুন্দর পরিবেশন ভীষণ ভালো লাগলো।পোশাকের বিষয় একটু বলি,আপনি ছাড়া সবাই যদি একটু কেতাদুরস্ত হন তাহলে সম্পূর্ণ ব্যাপারটা জমে যাবে।
প্লিজ ওদের ও একটু ভালো জামাকাপড় দিন।সব মিলিয়ে খুব ভালো লাগলো।
মায়ের হাতের রান্না সত্যি অসাধারন
আপু কেমন আছেন আমি মুসলমান সবসময় আপনাদেরই বিডিও দেখি
Ki sundor poribes khub jete icche kore darun sundor grammo poribes chamotkar lakche
Aktu pase thakben sobai 🙏🙏🙏🙏🙏
এক কোথায় অসাধারণ। একেই বলে সুখী পরিবার। 👌👌👌❤️❤️
দারুন রেসিপি, ধন্যবাদ, ভালো থাকবেন
আহা কি সুন্দর ঘ্রাণ। আমার তো দেখেই জিবে জল চলে আসলো।😝😝😝😝
আপনি আজকের দিনে ও শীলে করে মশলা বাটছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুখে থাকবেন।
গ্রামীন রান্নাবান্না খুবই ভালো লাগে দিদি শহরের চেয়ে গ্রামের মানুষগুলা খুব সহজ সরল
অনেকে সুন্দর গ্রামের মনরোম পরিবেশ,ভালো লাগলো আপনাদের ব্লগ,শুভ কামনা রইলো বাংলাদেশ থেকে! ❤❤❤
বাঃ ফাটাফাটি রান্না হয়েছে জিভে জল চলে আসছে।মধু ছাড়া এসব খাওয়া জমেনা।
ও কাকু কাকিমা ভাগ্য করে একটা লক্ষীমন্ত বৌমা পেয়েছেন।এতো শুধু বৌমা নয়,এ মেয়ে আপনার ঘরের গৃহলক্ষী।ওকে কোনো দিন কষ্ট দিবেননা।এই ভাবে সারাজীবন সবাই সুখে থাকুন।আমিও আপনাদের এলাকার মেয়েকে বিয়ে করেছি।সেও সুস্মিতার মতো ভালো মেয়ে।
অনেকদিন পর আবার এই ভিডিওটা দেখে চোখের কোনায় পানি চলে আসলো তোমরা আগের মত হয়ে যাও সবাই একসাথে থাকো 😢😢😢
খুব ভালো লাগলো গো বনু❤❤❤❤
এভাবে মিলে মিশে শশুর শাশুড়ি কে নিয়ে থাকো।
খুব আশীর্বাদ পাবে।
@@sylhetirannaghar4065 এক সাথে নেই গো দিদিভাই 😥😥ওরা এখন আলাদা থাকে
Excellent ❤❤❤❤❤❤
অসাধারণ খুব সুন্দর হয়েছে এবং আপনাদের ব্যবহার কথাবার্তা চালচলন খুব সুন্দর।
Simplicity has its own beauty.
দিদি ভাই তোমায় দেখে আমি অনেক কিছু শিখেছি,,u r my inspiration..আসাম থেকে বলছি।।
শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ❤️
Enjoy delicious mutton recipe in rainy day. 😋😋😋👌
Khub valo.
সুখী পরিবার 🥰🥰🥰খুব ভালো লাগলো কাকিমা
Darun kub kub kub sundor poribar
wonderful representation of mutton cooking with excellent environment. চমৎকার পরিবেশে মাটন রান্নার চমৎকার উপস্থাপনা।उत्कृष्ट वातावरण के साथ मटन पकाने का अद्भुत प्रतिनिधित्व।
খাসির মাংসের রান্না খুব ভালো হয়েছে ❤️
Khub sundor hoyce video ta
অসাধারণ হয়েছে প্রিয় আপু ❤️❤️
অনেক সুন্দর একটা ভিডিও ভালই লাগলো
ও অপূর্ব পরিবেশ❤️❤️❤️❤️❤️❤️❤️
অসাধারণ, খুবেই ভালো লেগেছে ভিডিও
শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা রইলো।
@@SundarbanCooking আপনাকেও শুভেচ্ছা 🙏
সুসমিতা বোনের সুখি পরিবার সবাই খুব ভালো
Manso ranna khub sundor Hoyce..Nice
Wow..it's so full of life..it looks amazing to live in such places..this beautiful Village sight attracts me more ...
Khub sundor laglo apnar Rana way ..tomra bhalo theko..
the food looks delicious....I love your cooking 🙂
খুব সুন্দর একটি ভিডিও ❤
বৌদির হাসি টা কতো মিষ্টি ❤️
বৌদির chokgulo টা কতো মিষ্টি
Apnader sab kichhui bhalo hoechhe.amar khub bhalo laglo.
সুস্মিতা , তোমাদের গ্রামটা প্রকৃতই ভীষন সুন্দর বাড়িটাও এত সুন্দর গো আদর্শ গ্রামের বাড়ি । ভিডিওটা আগা গোড়া ভাল লেগেছে গো ! ধন্যবাদ
আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা ❤️🙏
গ্রামের মেঠো পথ চলা আর একসাথে মাটিতে বসে খাওয়া ! বর্ষায় সময় ৫/৬ দিন ধরে বৃষ্টি -- তবুও আনন্দে দিন কাটিয়েছি।
আপনার কথা শুনে নিজেকে খুব বঞ্চিত মনে হচ্ছে। শহরে এসব শুধুই কল্পনা।