Celebrating 40 Years of the Song "Coffee House": A Glorious Journey...

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 179

  • @subhasbasuclssicalsomg6311
    @subhasbasuclssicalsomg6311 Год назад +2

    Khub bhalo laglo ei sakkhatkar. Ivismorinio. Subhechche roilo.

  • @nirmalyaaich4541
    @nirmalyaaich4541 Год назад +4

    একজন কিংবদন্তি মানুষকে নিয়ে এই অসাধারণ সাক্ষাৎকারটি ভীষণ সুন্দর লাগল। এত ভাল সাক্ষাৎকার খুব কমই হয়। ওঁনাদের সশ্রদ্ধ প্রণাম জানাই।

  • @alokbanerjee2905
    @alokbanerjee2905 Год назад +9

    সপূর্ণদা আনার ইন্টারভিউ উইথ সুরজিৎ অনবদ্য ! প্লসেন্ট ও inspiring story!
    ভাগ্যবান মনে করি এমন একজনের ইন্টারভিউ দেখবো। আমি ৭২ বছরের বৃধ্য। আমি আপ্লুত। সুরের মূর্ছনায় আমি অভিসারী। অনেক দিন বাঁচুন সাথে সুরজিৎ। সুরোজিতের মতো লোক হয় না। অসম্ভব ভদ্র ও সাংঘাতিক সুর আমাকে আজও মূর্ছনা দেয়। ধন্যবাদ। _ অলোক ব্যানার্জী কলকাতা -৩৬।

  • @fkhan6255
    @fkhan6255 Год назад +7

    অসম্ভব প্রানবন্ত একটি আড্ডা, গ্রেটনেস এর অফুরান প্রদর্শনী। অনেক অনেক ধন্যবাদ।

  • @raziurrahmanosmani5092
    @raziurrahmanosmani5092 Год назад +6

    অসাধারণ সংগীতের এই সৃষ্টিশীল মানুষদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

  • @biplabroy7025
    @biplabroy7025 5 месяцев назад +2

    Suparnada namaskaer appnke, Surojit babu same to you for this beautiful program and request you for fact and stroy of other legend of song, heartily congratulations

  • @mohankoirala8170
    @mohankoirala8170 Год назад +8

    আমাা বয়স বাষষ্টি।আমি চল্লিশ বছরের পরে প্রথম বার কয়েক দিন আগে কফি হা উস গানটা শুনলাম। আমি আশ্চর্য। জীবনে কখনো এরকম গান শুনেনি। highly extra ordinary song. আর আমার মনে হয় এটা গানের আর সুরের সঙ্গীত ইতিহাসে বিরল হয়ে থাকবে। অদ্ভুত, আর কি বিশেষণ দিব। গানের সঙ্গে সম্পর্ক থাকা সবাই কে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।

    • @misirali7173
      @misirali7173 6 месяцев назад

      অসম্ভব একটি ব্যাপার

    • @BaccuBaby
      @BaccuBaby 6 месяцев назад

      দাদা আমার বয়স ৬৩ বাংলাদেশের মানুষ এই গান টা বছরে ৮০ বার শুনি❤❤❤❤

    • @kamalkusum1717
      @kamalkusum1717 6 месяцев назад

      কাহিনী মূলক গান আগে হয়নি এমনটা নয় , পালকির গান , গাঁয়ের বধূ ,রানার এগুলো হয়েছিল।

    • @BaccuBaby
      @BaccuBaby 6 месяцев назад

      @@kamalkusum1717 আল্লাহ পাক বা ভগবান যে যে নামে বলে আমি মনে করি হেমন্ত মুখোপাধ্যায় তার মিষ্টি মান্না দে নিজেকে তৈরি করেছেন ২ জনে বাঃ লা গান এর দিকপাল ছিলেন

  • @skg7282
    @skg7282  Год назад +21

    আমার এই সাক্ষাৎকারটি এতো মানুষের ভালোবাসা পেলো, তার জন্য আমি ধন্য 🙏🏼
    এবং এই ভিডিওটির জন্য যাদের বিশেষ অবদান জড়িয়ে আছে তাদেরকে আলাদা ভাবে ধন্যবাদ দিতে চাই।
    সুরজিৎ চ্যাটার্জী, কমলিনি চ্যাটার্জী, রূপায়ণ ভট্টাচার্য (উত্তরবঙ্গ সংবাদ), রৌনক ব্যানার্জী।
    সকলে ভালো থাকুন🙏🏼

    • @anutapabhattacharya7541
      @anutapabhattacharya7541 9 месяцев назад

      সুপর্ণকান্তি ঘোষ এবং নচিকেতা ঘোষ,মান্না দে বাঙালীর খুবই প্রিয়,বাংলা সংস্কৃতির স্তম্ভ।আপনি তাদের সম্পর্কে সবচেয়ে ভালো জানেন।আজ হোক কাল হোক,মানুষ দেখবেই।আপনি এভাবেই কথায় সুরে ইতিহাস লিখতে থাকুন🙏

    • @swarajnath1129
      @swarajnath1129 6 месяцев назад

      Apnara to Bengali Culture ta bachiye rekhechen. I am born in 1948. And naturally I hv seen and enjoyed the Golden period of Bangla gaan. God bless u. Bhalo thakben. Dekha hole bhalo lagto.

    • @8319-x6z
      @8319-x6z 6 месяцев назад

      Sir, amon aro video chai❤😊

  • @swapnadas1660
    @swapnadas1660 6 месяцев назад +3

    খুব ভালো লাগলো 🙏 স্বর্ণযুগের এক অন্যতম সুরকার কে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই।

  • @PRADIPROYCHOWDHURY-gy4px
    @PRADIPROYCHOWDHURY-gy4px 5 месяцев назад +2

    An outstanding interview. Vaalo thakben suporno babu.

  • @alokeroy1491
    @alokeroy1491 Год назад +8

    2000 খৃষ্টাব্দের তিরিশে নভেম্বর কলাভৃত্ এ শ্রদ্ধেয় মান্না দের কর্মশালায় আমি শিক্ষার্থী হিসেবে সুযোগ পেয়ে অংশগ্রহণ করেছিলাম। আপনার উপস্থিতিতে আপনার গান "মাঝরাতে ঘুম ভেঙে যায়" গিয়েছিলাম। আমার জীবনের পুরোটাই মান্নাময় ।আপনি অনুমতি দিলে সাক্ষাৎ করার ইচ্ছা আছে। আন্তরিক শ্রদ্ধার্ঘ।

  • @maloybrahmachari8948
    @maloybrahmachari8948 Год назад +8

    অসম্ভব সুন্দর একটা উপস্থাপনা ,,শ্রদ্ধেয় নচিকেতা ঘোষের উপযুক্ত সন্তান,, সেটা প্রমাণিত।
    অনেক ধন্যবাদ সুরজিৎ আর সুপ্রিম বাবুকে এই ধরনের অতীতের এ্যলবাম সরাসরি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @kaushikdutta4499
    @kaushikdutta4499 6 месяцев назад +2

    অপূর্ব ভীষণ ভালো লাগলো ধন্যবাদ

  • @tapanmallick8690
    @tapanmallick8690 6 месяцев назад +2

    অসাধারণ, অনেক অজানা তথ্য জানলাম অসম্ভব সুন্দর একটি শিক্ষামূলক আড্ডা, এই আড্ডায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে,অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সবার প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই।।

  • @dilipnandi6687
    @dilipnandi6687 3 месяца назад +1

    Suparno Babur katha shunte aamar bhisan bhalo laage, eto homely tone e katha balen je mone hoy kato parichito! Byakti jibone uni kemon aami jani na, bodhhoy janar prayojan o nei, kintu katha? Asadharan style. 'Chotobon' gaanta shunlei knadtaam! From Malda.

  • @subhashmondal2303
    @subhashmondal2303 4 месяца назад +1

    অসাধারণ একটি উপস্থাপনা।

  • @santanumukherjee3382
    @santanumukherjee3382 6 месяцев назад +7

    প্রনাম নেবেন ঘোষ মহাশয়
    সংগীত থাকবে সুর থাকবে আর আপনাদের সৃষ্টিও থাকবে শ্রোতাদের হৃদয়ে🎉

  • @shibashischakraborty3060
    @shibashischakraborty3060 6 месяцев назад +3

    আপনার চরণে আমার প্রণাম।। আপনার কথাগুলো শুনতে শুনতে চোখ ভিজে এলো....❤❤❤

  • @anutapabhattacharya7541
    @anutapabhattacharya7541 Год назад +9

    খুব ভালো আড্ডা হলো। সুপর্ণবাবু বই লিখুন।

  • @nirmalbasu9823
    @nirmalbasu9823 5 месяцев назад +2

    দারুন, অনবদ্য। গান শুনতে ভালোবাসি। বয়েস প্রায় ৭০ বিশেষ করে মান্না দের ফাঙ্কশন বহু বার শুনেছি, কলকাতা এবং অন্য শহরে। কিন্তু কিছু আশ্চর্য আপনাকে জানতাম না। আজ এই ইন্টারভিউ শুনে সমবৃদ্ধ হলাম। আগে তো হোয়াটস্যাপ, ইউ টিউব, ছিলো না। বাংলার বাইরে থাকার জন্য বাংলার সব খবর জানা সম্ভব ছিল না। ক্ষমা করবেন আপনাকে না জানার জন্য। নমস্কার জানাই।

  • @souravbhattacharyya3392
    @souravbhattacharyya3392 5 месяцев назад +2

    Khub valo laglo❤....kintu Karmchand release hoyechilo Doordarshan ey 85 ey

  • @braveheart2530
    @braveheart2530 Год назад +31

    বাঙালি ও বাংলা গান আপনার কাছে ঋণী স্যার..... সশ্রদ্ধ প্রণাম নেবেন...... সে আমার ছোট বোন আর কফি হাউস কালোত্তীর্ণ দুটো গান..... যতদিন বাংলা গান থাকবে এই দুটি গান স্বমহিমায় বিরাজ করবে আর সাথে আপনি তো বটেই 🙏

    • @tapanbhattacharya4528
      @tapanbhattacharya4528 Год назад +2

      খুব ভালো লাগলো আপনাদের কথোপকথন এমনি সুরকার আর জন্মাবে না অসাধারন সব গান কি সুর করেছেন আপনাকে প্রণাম।

  • @samaranirban3504
    @samaranirban3504 Год назад +6

    খুব ভালো লাগলো খোকন মুখার্জির কাছে গিটার শিখেছেন সুপর্ণবাবু | খোকনদা আমার পাড়ার মানুষ ছিলেন , খুবই সাধারণ জীবন যাত্রা . . . . . খোকনদা প্রয়াত , যেখানেই থাকুন ভালো থাকুন |

  • @minaghoshal887
    @minaghoshal887 6 месяцев назад +6

    এই আড্ডা আজ এর নেই,যেটুকু আছে এটাও আস্তে আস্তে হারিয়ে যাবে মোবাইল ফোন এর জগতে।
    শুধু মুগ্ধ হয়ে শুনে গেলাম সুপর্ণ বাবুর কথা গুলি,এক একটি গান কি
    ভাবে তৈরি হয়েছে বা হয়।অসাধারণ সুরজিৎ ও আমাদের প্রিয় খোকা দা।নমস্কার আপনাদের ।❤❤❤❤

  • @manikabhattacharya6530
    @manikabhattacharya6530 Год назад +2

    অসাধারণ একটি ভিডিও।অনেক জানলাম,সম্ঋদ্ধ হলাম।

  • @dipansenguptaabritti
    @dipansenguptaabritti Год назад +2

    সম্পূর্ণ অনুষ্ঠানটি শুনলাম, দেখলাম।
    অনেককিছু জানলাম, শিখলাম ও সমৃদ্ধ হলাম।
    শ্রদ্ধা ও শুভকামনা।

  • @ashokegiri2162
    @ashokegiri2162 Год назад +4

    অসাধারণ বাক্যালাপ। স্মরনীয় হয়ে থাকবে।

  • @SanketBankerOfficial
    @SanketBankerOfficial Год назад +11

    Mesmerized to hear such an interesting tale of greatest musical legends coming together to create a timeless masterpiece🙏

  • @tapaskumarmitra7697
    @tapaskumarmitra7697 6 месяцев назад +2

    I like your representation and perfect analysis 🙏 .

  • @RanjitMondal-b4k
    @RanjitMondal-b4k Год назад +8

    স্বর্নযুগের শেষ সুরকার! ❤❤❤❤❤❤❤

  • @anilkumarbandyopadhyay5235
    @anilkumarbandyopadhyay5235 6 месяцев назад +2

    Suparnada is a great person and an invaluable music maker!

  • @singerguitaristmunna
    @singerguitaristmunna 6 месяцев назад +2

    Best interview ❤

  • @santikumarpal8182
    @santikumarpal8182 Год назад +1

    Excellent.philosophical

  • @sikatachakraborty5154
    @sikatachakraborty5154 Год назад +6

    অপেক্ষার অবসান হলো 🙏🏼
    আজ অনেক না জানা কথা জানতে পারবো 😊

  • @BISWAJITMUKHERJEE-p7j
    @BISWAJITMUKHERJEE-p7j 6 месяцев назад +1

    What an amazing recounting on the rendition of an iconic song. Congratulations.

  • @pradipghosh1040
    @pradipghosh1040 6 месяцев назад +2

    এখন তো সবাই সুরকার ! সাংস্কৃতিক জগতের বনেদি সম্ভ্রান্ত বড়োলোক থেকে নামতে নামতে আজ তো চরম নিঃস্ব, রিক্ত, আত্মমর্যাদাহীন একটা জাতিতে পর্যবসিত হয়েছি। আমরা যে এরকম ধনী ছিলাম আমাদের পরবর্তী প্রজন্মদের বুঝিয়ে উঠতে না পারার যন্ত্রণা আমাদের বাকি জীবনটা কুরে কুরে খাবে।

  • @tapankumarroy6867
    @tapankumarroy6867 Год назад +4

    সে আমার ছোট বোন, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। অপূর্ব গান । চির দিন থাকবে আর সবার ভালো লাগবে। প্রণাম জানাই আপনাকে এই রকম সুর দেবার জন্যে। ভালো থাকবেন।🙏🙏🙏🙏

  • @suchitrakumarsaha2479
    @suchitrakumarsaha2479 Год назад +2

    অপূর্ব অপূর্ব

  • @8319-x6z
    @8319-x6z 6 месяцев назад +2

    Bohudin age radio te akta program hoto, "Gaaner golpo" tokhon khub shuntam, bhishon bhalo lagto, shei feel ta pelam ei interview ta dekhe, amon aro video chai❤

  • @pradipnandy5724
    @pradipnandy5724 5 месяцев назад +1

    কোথায় পাবো আর এমন সুরকার

  • @souradipchakraborty5794
    @souradipchakraborty5794 Год назад +5

    দাদা আপনি ভালো থাকবেন সবসময় সুস্থ্য থাকুন আর পরিবারের সদস্যদের নিয়ে অনেক অনেক ভালো থাকবেন।এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি।আপনাদের গান গুলো যখন শুনি তখন মনে হয় যে হ্যাঁ আমাদের বাঙ্গালী জাতীর শিল্পীদের কণ্ঠস্বর কে স্তব্দ করে দেওয়ার এতো চেষ্টা করেও কোনো রাক্ষসের রাজনৈতিক শক্তি পারেনি আমাদের সব শিল্পীদের,সাহিত্যিকদের,ভালো ডাক্তারদের,পুলিশদের,শিল্পপতিদের, হত্যার রাজনীতি করতে করতে তারা আজও ক্লান্ত হয়নি ,কিছু প্রতিভা আজও বেঁচে আমাদের সমাজে....😢😢😢😢😢😢😢 অনেক প্রণাম নেবেন।

  • @sunilkar01
    @sunilkar01 6 месяцев назад +1

    সত্যিই অসাধারন প্রতিভা।
    কোইরে আগের মানুষ কোই।

  • @SujayBanerjee-g6t
    @SujayBanerjee-g6t 10 месяцев назад +33

    অনেক জন ই কমেন্ট করেছেন কিন্তু কফি হাউজের গানে যে জাতীয় সংহতি কথা আছে কেউ লেখেনি হিন্দু মুসলমান খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এর কথা আছে।

    • @anindyasircar
      @anindyasircar 6 месяцев назад +1

      এটা তো সুরজিৎ বললেন

    • @kousikdas9478
      @kousikdas9478 6 месяцев назад

      সেটা তখন নরমাল ছিল। অশিক্ষাই মানুষের মনে জাত-পাত ধর্মান্ধতা নিয়ে আসে।

    • @Ta_nuz
      @Ta_nuz 6 месяцев назад +1

    • @bimalpaul4596
      @bimalpaul4596 6 месяцев назад

      ধর্মের উগ্রসহিংসতায় খণ্ডিত এই দেশে আবার সেই হিন্দু , মুসলমান , খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে সংহতির কথা শুধু নিরর্থক নয়, খুবই বিরক্তিকর।

  • @mrinmayeebhattacharya6708
    @mrinmayeebhattacharya6708 Год назад +3

    মুগ্ধ হয়ে শুনলাম । আমার অন্তরের শ্রদ্ধা জানাই । খুব ভালো থাকবেন ।

  • @asitkumarnayak2553
    @asitkumarnayak2553 5 месяцев назад +1

    মান্না দের গাওয়া ' মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায় ' গানটিতে বোঝা যায় সুপর্ণ কান্তি ঘোষ কত ট্যালেন্টেড সুরকার।

  • @abhijitchakraborty3668
    @abhijitchakraborty3668 6 месяцев назад +1

    Khub bhalo laglo

  • @akhilbiswas1600
    @akhilbiswas1600 5 месяцев назад +1

    বাপকা ব্যাটা। আমার বয়স এখন ৭১ বছর।ছোট বেলায় নচিকেতা ঘোষের সুর দেওয়া গান শুনেছি। আমার দাদা এবং কাকারা গাইতেন। এখন নচিকেতা ঘোষের ছেলের গান শুনলাম। পুরাতন ও নুতনের এক সেতু বন্ধন।বেঁচে থাকুন ১০০ বছর। বাংলাদেশ থেকে।

  • @dhkboy
    @dhkboy Год назад +9

    আমি একজন বাংগালী বাংলাদেশ থেকে। এই গান বাংলা ভাষাভাষী মানুষের মনে থাকবে সারা জীবন।

  • @sanmoybanerjee32
    @sanmoybanerjee32 Год назад +1

    অনবদ্য । প্রণাম । এই গানটি আমার জীবনের ভীষণ প্রিয় গান । মন ভালো করতাম এই গান শুনে ।

  • @indrajitpal3318
    @indrajitpal3318 6 месяцев назад +2

    Khub sundor

  • @manasroy7159
    @manasroy7159 7 месяцев назад +1

    Khub bhalo laglo ahono apnar anek deoa baki sangeet ersuro samrajje

  • @SAMITGHOSH-iw2bz
    @SAMITGHOSH-iw2bz Год назад +1

    IT'S AN 😍👍😍 GREAT 👌👌- POSITIVE LESSONS FOR US --- AS WELL AS FOR OUR NEXT--- GENERATIONS 🙏👌👌🙏👍!

  • @sharmisthabose4747
    @sharmisthabose4747 6 месяцев назад +1

    Advut Darshan.... Apnar ganer golata kintu darun..

  • @birendraBirenda-dz8go
    @birendraBirenda-dz8go 11 месяцев назад +2

    Amar pranam neben,,❤️❤️🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹❤️❤️

  • @ranamukherjee7081
    @ranamukherjee7081 Год назад +2

    Khub bhalo laglo Suparnada khub bhalo thakben🙏🙏

  • @santhmookherji7471
    @santhmookherji7471 Год назад +1

    অনেক ধন্যবাদ, এই গল্পের জবাব নেই।

  • @ganernaiya
    @ganernaiya Год назад +1

    অসাধারণ ।অনেক প্রনাম

  • @hr936
    @hr936 Год назад +6

    যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন দয়া করে ধৈর্য ধরে দেখতে থাকুন। যত সময় যাবে তত ঘনত্ব বাড়তে থাকবে। নিশ্চিত থাকুন আপনার অনেক কাজ বন্ধ হয়ে যাবে। যদি প্রথমেই ধৈর্য না হারান তবে ভিডিওটা শেষ না করে উঠতে পারবেন না।
    একটা আফসোস:- এখনো পর্যন্ত 47k views অথচ মাত্র 650 টা লাইক!
    যারা ভিডিওটা পুরো দেখা শেষ করবেন তারা জানবেন আমি ঠিক বলেছি।💝

  • @kishorsurai3071
    @kishorsurai3071 Год назад +1

    Khub valo laglo anusthanti r anek anek ajana kichu jante parlam

  • @ashokdas-cw7rg
    @ashokdas-cw7rg 6 месяцев назад +4

    আমি বর্তমানে ৬৭ বছরের একজন পুরুষ মানুষ। আমার খুবই ইচ্ছা আপনার সঙ্গে সাক্ষাত করার। যদি দয়াকরে সেই সুযোগ দেন তাহলে আপনার ঠিকানা ও কবে কোন সময়ে সাক্ষাত করা যাবে জানালে উপকৃত সহ কৃতজ্ঞ হব। নমস্কার।

  • @shyamalpaul4844
    @shyamalpaul4844 Год назад +2

    Pure and pearless adda with supurna Babu ❤🎉 অসাধারণ একটা গানের গল্প শুনলাম যে গানটা আপামর বাঙালির কাছে কখনো পুরনো বা একঘেয়েমি লাগবে না 🙏🪷🌹♥️এ গান চিরদিনের ❤️👍👌

  • @manjulasarkar956
    @manjulasarkar956 Год назад +1

    Many thanks for this interview describing a glorious journey

  • @basudebdasgupta9072
    @basudebdasgupta9072 Год назад +1

    Apnar program dekhe Amar bakrudhya hoye gieche DADa apni bartaman juger Anurerana Apnake sahasra pranam🙏🙏🙏

  • @HafizulKabir-hh8qb
    @HafizulKabir-hh8qb Год назад +1

    এই সাক্ষাৎকারটি আমার জীবনে শোনা শ্রষ্ঠ সাক্ষাৎকার

  • @subhajitbhowmick606
    @subhajitbhowmick606 Год назад +12

    এত ভাল সুরকার একেত মাথায় রাখা উচিৎ ছিল।রাহুলদেব বর্মন যেভাবে বাবাকে ছাপিয়ে গিয়েছিল তেমনই মনে হয় সুপর্ণ ঘোষও কালজয়ী গানগুলো দিয়ে বাংলার শ্রেষ্ঠ সুরকারদের মধ্যে নিজের জায়গা করে নিতে পেরেছেন।

  • @mohd.aliahsanbabu6153
    @mohd.aliahsanbabu6153 Год назад +6

    I have a sweet memory with great Manna Dey and Coffee Houser Shei Adda song. I was working in Dubai as Regional Manager of Biman Bangladesh Airlines. In one Thursday Mr. Nur, Director F&B of Hyatt Regency called me and asked me to keep free in the evening. He took me to Crowne Plaza hotel in Sheikh Zayed road. It was big surprise for me to see Manna Dey's program there. During interval Nur bhai took me to the green room and I found great Manna Dey in front of me. I paid due respect to him and he told me to sit by the side of him. I told him that we in Bangladesh still listen to your songs like "pousher kacha kachi", "O keno eto shundori holo", "shoro ritur gan" etc. During our discussion I mentioned that why not you are singing few Bangla popular songs here. He replied that here all are hindi spoken audience other than 2 or 3 like you. That's why I am singing hindi songs. He also asked me that still you listen to those Bangla songs in Bangladesh? He asked my name & also about my job. After that he went to the stage and told the audience that among you there is a Bangladeshi person named Babu, working for Biman who made a request for a Bangla song and only for him I am going to sing a Bangla song. He sang "Coffee Houser Shei Addati". It is one of the nicest memory of my life which I will bear for the rest of my life. I had two pictures with Manna Dey. Just sharing with you all.

  • @ratribhattacharya7946
    @ratribhattacharya7946 Год назад +3

    এই গান আজও ভীষণ সমাদৃত 'প্রেক্ষাপট জেনে আরো সমৃদ্ধ হলাম

  • @sukhenmondal724
    @sukhenmondal724 Год назад +1

    অতি বাস্তব সমীকরণ, বেশ নাড়া দিলো💐

  • @parimalbose1394
    @parimalbose1394 Год назад +1

    I am spellbound by the history behind the creation of coffee house er addata. Mind boggling.

  • @mohd.aliahsanbabu6153
    @mohd.aliahsanbabu6153 Год назад +2

    Wonderful interview. Thanks for let we know the history/fact of many popular songs.

  • @gopadutta2418
    @gopadutta2418 Год назад +2

    সুন্দর একটি সাক্ষাৎকার ❤🙏

  • @bidyutbose4671
    @bidyutbose4671 Год назад +1

    Apnar ganer galata kintu darun....

  • @surajitmazumder4837
    @surajitmazumder4837 Год назад +1

    Simply superb. Its a pleasure hearing stories of yesteryears.....

  • @rainbowmychannel3502
    @rainbowmychannel3502 Год назад +1

    Excellent presentation. 👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏

  • @ratankumarmukherjee2128
    @ratankumarmukherjee2128 Год назад +1

    Jibone aktaa sompod hoye roilo.

  • @mousumidutta3914
    @mousumidutta3914 Год назад +6

    আমরা শ্রোতা। আপনাদের হাটুর বয়সী। শুধু মাত্র গান নিয়ে বিচার না করে তার প্রাণটা নিয়ে ভাবা দরকার। এই সত্য কথা যা আজ গল্প, স্মৃতি তা শুনে শেখা উচিত। আজ যা আছে কাল তা নেই। কিন্তু আজ যেমন আপনার মুখে জীবন্ত। তেমনি স্যার আপনি চিরকাল থাকবেন শ্রোতার বুকে।

  • @chandrasekhar215
    @chandrasekhar215 Год назад +1

    Proud to hear from himself......

  • @bukku45
    @bukku45 Год назад +1

    Apnar kotha shune khub bhalo laglo...Germany Theke shubhecha janalam...pinku khub bhalo proshnogulo korechish

  • @bratatibasu6027
    @bratatibasu6027 Год назад +1

    Opurbo sristi, pronam shilpi geetikar surokar sobai ke

  • @singerguitaristmunna
    @singerguitaristmunna 6 месяцев назад +1

    1st er music ta ki Chinese kono ganer music ? Coffee house er Kotha bolchi waiting for ans

  • @SalimAli-gg5go
    @SalimAli-gg5go Год назад +1

    আহা কি মধুর bass guitar টাই বাজানো হয়েছিল!

  • @subirmullick6379
    @subirmullick6379 6 месяцев назад +1

    Sai dingulo satti miss kori....apnake pronam janai....

  • @badaldey5708
    @badaldey5708 Год назад +2

    অসাধারণ একটা "আড্ডা "❤

  • @SalimAli-gg5go
    @SalimAli-gg5go Год назад +1

    Drums টাও মন্ত্রমুগ্ধকর ছিল।

  • @pantua2007
    @pantua2007 Год назад +2

    একজন দারুন ভাল মানুষের কাছে গান নিয়ে কিছু কথা শুনলাম। আমার ভালবাসা রইল❤🙏

  • @elorapatrika
    @elorapatrika Год назад +2

    গুরুদেব আপনি

  • @SephaliSharma-qj2lu
    @SephaliSharma-qj2lu Год назад +1

    Gurur kripahi kebalm bolo gurur kripahi kebalm.

  • @bivaschandrapal275
    @bivaschandrapal275 11 месяцев назад

    Very nice interview.

  • @abhijitroychoudhury386
    @abhijitroychoudhury386 Год назад +2

    ❤ খুব ভাল লাগল সুরজিৎ, আসা করি ভাল আছিস
    A R C বলছি

  • @PR-hx9ci
    @PR-hx9ci Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjoysarkar9079
    @sanjoysarkar9079 Год назад +1

    IT IS THE BLOOD THAT COUNTS.DADA PLEASE REMAIN SAME AS YOU ARE.I WAS NOT AWARE THAT YOU ARE FROM OUR LOCALITY..GREATE SON OF A LEGENDARY FATHER. GOD BLESS YOU.....

  • @AmalkantaMandal-fi5cn
    @AmalkantaMandal-fi5cn 6 месяцев назад +1

    সুপর্ণ কান্তি ঘোষ মহাশয় কে আমার সশ্রদ্ধ প্রণাম

  • @debashisbose6113
    @debashisbose6113 11 месяцев назад +1

    মনে প্রাণে ঋদ্ধ হলাম🙏

  • @musicindia7389
    @musicindia7389 5 месяцев назад

    যেমন গৌরী বাবুর কথা ,তেমন ই দাদার সুর। অসাধারণ বললেও কম বলা হয়

  • @ArunimaaTheArtist
    @ArunimaaTheArtist Год назад +7

    P R I C E L E S S 🙏

  • @duttshankar1323
    @duttshankar1323 Год назад +1

    Salute to you ,Sir. Today I learnt a lot of the facts. It mesmerized me.

  • @chandrasekhar215
    @chandrasekhar215 Год назад +1

    Proud to be a Bengali......

  • @samaranirban3504
    @samaranirban3504 Год назад +3

    সুপর্ণ বাবু এই গানটাকে মনে গেঁথে দিয়েছেন

  • @kkmalakar3453
    @kkmalakar3453 Год назад

    দারুণ।

  • @dilipmandal8381
    @dilipmandal8381 Год назад +1

    জানতাম না। আজই সাব্সক্রাইব করলাম। শুভেচ্ছা রইলো।