ওহে হরিদাস! প্যারোডি এতো সোজা নয়! । Corporate greed funded stupidity is not parody
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- নীরবতা সম্মতির লক্ষণ - তাই চুপ করে না থেকে এবার উত্তর দেওয়ার পালা। বহু মানুষ বহু প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন আমাদের দিকে এবং আজ সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালা। আপনাদের উৎসাহ এবং সাথে থাকার জন্য আমাদের শেষ পর্বটি ছড়িয়ে পড়েছে হাজার হাজার মানুষের মধ্যে। অনেক নতুন মানুষ যুক্ত হয়েছেন আমাদের হঠাৎ যদি উঠলো কথা পরিবারে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানানোর পালা আজ। হঠাৎ যদি উঠলো কথা-র রবিবারের আড্ডায় আজ আমরা কথা বলব আপনাদের, অর্থাৎ দর্শকদের প্রশ্ন নিয়ে এবং আমরা আন্তরিকভাবে কতটা কৃতজ্ঞ আপনাদের কাছে সেই নিয়ে।
……………..
There is no point being silent if you have done nothing wrong. Because, as they say, “No One listens to the silent man.” So, here is us trying to give answers as affably we can, with a dash of humor and humility.
Music by Bensound
#Bengali #bangla #WestBengal
বাঙালিরা যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ভুলে যায় নি, তোমরাই তার জলজ্যান্ত প্রমাণ। পাশে আছি দিদি। 💪 সাথে আছি
তুমি অত্যন্ত ভদ্র বলেই এই সব প্রশ্নের উত্তর দিয়েছো, তোমায় কুর্নিশ জানাই তুমি ভালো থেকো।
অসাধারন পৌলমী। এগিয়ে যান। এখনও কিছু মানুষের মেরুদন্ড নিজের জায়গায় আছে দেখে, ভাল লাগল।
পাতি বাংলাভাষায়: আপনাদের ক্যালি আছে! ঢপের যুক্তির খন্ডন যত না ভালো লাগল, তার থেকেও অনেক বেশি ভালো লাগল শেষের কথাটা! বাঙালি সব জায়গায় বাঙালি, আর তার অন্য ভাষা শেখা আর বলার মাধ্যমে বাঙালিয়ানা বাড়ে বই কমে না। বাংলার বাইরে থেকে এমন একটা কণ্ঠের পাশে সামান্যভাবেও দাঁড়াতে পারছি বলে বাঙালি হিসেবে গর্বিত বোধ করছি। চালিয়ে যান! আমরা আপনাদের পাশে আছি!
@Jhimli Bhattacharyya পাতি বলতে এখানে চলতি বাংলা ভাষা বলা হয়েছে।
Hm, pati bolte cholti ke bojhano hoe6e. Khuub sundor likhe6o debdutta
I like ur comment
ভাষা নিরন্তর বদলায় । ভাষার শুদ্ধতা বলে কিছু আছে কি ? না বদলালে আমাদের মাতৃ ভাষা সংস্কৃত ভাষা ই এখনো থেকে যেত ।
পৌলমী তোমার প্রতিটা কথা র জুক্তি আছে
আমি প্রতি রাএে শুনি চালিয়ে জাও লোকের কথায় কি আসে আর যায়।।
লাইক কমেন্ট সেয়ার করি।।
পৌলমী তুমি বাংলার গব।।
ইউসুফ
শেষের দিকের 'বাঙালিয়ানা'টা চোখে জল আনলো।
Darun ebong uddhimaner .otamat
যেদিন থেকে হটাৎ যদি উঠলো কথা চ্যানেলের সংস্পর্শে এসছি তবে থেকেই এটা আমার একটি প্রিয় ইউটিউব চ্যানেলে। লাইক কমেন্ট শেয়ারের হয়তো করা হয়না কিন্তু প্রতিটি ভিডিও আমি যত্নসহকারে সময় নিয়ে দেখি এবং সমৃদ্ধ হই। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো এভাবেই চোখে আঙুল দিয়ে ভুল ঠিক কে দেখিয়ে দেবার জন্য, নিরপেক্ষ সংবাদ বা আলোচনা করারা জন্য,
চ্যানেলটি আরও বড়ো হোক এভাবেই মাথা উঁচু করে এগিয়ে চলো।
তোমাকে ধন্যবাদ। যখন তথাকথিত বুদ্ধিজীবি,সাংবাদিকরা বিবেক বন্ধক রেখেছে কিছু লাভের আশায় বা ভয়ে সেখানে তোমার সাহসিকা অভিনন্দন যোগ্য॥
অসাধারণ সুন্দর জবাব দিয়েছেন পৌলমীদি খুবই বলিষ্ঠ জবাব ।আমি আপনাদের চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা ।এইভাবে সাহসিকতার সঙ্গে সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক বিশ্লেষণের মাধ্যমে সকলকে সমৃদ্ধ করুন ।ভালো থাকবেন দিদি ।
সাবাস মেয়ে, সাবাস! এই বৃদ্ধ বয়সেও রক্ত যেন ফুটে উঠলো। থেমে যেওনা আজকের প্রীতিলতা। শুধু আশীর্বাদ ছাড়া আর তো কিছুই আমার দেওয়ার নেই রে মা।
অনেক বড় কথা বললেন। আশা করি এর মর্যাদা রাখতে পারব। প্রণাম নেবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। :)
অসাধারণ
অভূতপূর্ব
বাংলার বিবেক
বঙ্গ ললনা
তুমি এবং তোমার দলের নেই কোনো তুলনা........
আলোচনা
সমালোচনার
বিবেচনা
আর যাই করো
বাংলার বিবেক কে ঘুমোতে দিও না
আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম
তোমাদের কোথায় গল্পে প্রবাসে থেকেও বাঙালিয়ানা কে ফিরে পেলাম
অত দূর থেকেও আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
পৌলমী দিদি, আপনাকে অনেক অনেক প্রণাম। আজ আপনার কথাতে নিজেকে বাংলাই খুঁজে পাচ্ছি। ভাবতে খুব ভালোলাগছে আমিও একজন বাঙালি। বাঙালির সেই প্রতিবাদী সত্তা টা একটু হলেও খুঁজে পাচ্ছি যেটা কোনো এক সময় আমাদের রক্তে মিশে ছিল। এবার আসি আপনার কথায়। দিদি, এত সুন্দর করে যে মুখ ভাঙ্গা উত্তর দেওয়া যায় সেটা আজ তোমার থেকে শিখলাম। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সকলের হয়ে ওই নোংরা বিজ্ঞাপন এর বিরুদ্ধে কথা বলার জন্য। আপনাদের পরবর্তী ভিডিও এর জন্য অপেক্ষাই থাকলাম। একটা অনুরোধ। আমার প্রিয় উৎপল দত্ত কে নিয়ে একটা এপিসোড করলে খুব ভালো লাগতো। আজও বাংলা সিনেমা আর নাটকে উনাকে খুব মিস করি।
আপনার কথাটা নিশ্চই মাথায় রাখবো। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য।
Fabulous speech yes our Best Bengali BANGLA Association . Many thanks for the fantastically beautiful uploads . God bless 🌲👌🙏🍰🍬🥠🍦
দিদি ভাই আপনি যে কথাগুলো বলছেন আপনার কথা খুব সুন্দর এবং যুক্তিযুক্ত এগুলো আমাদের জানা অবশ্যই দরকার আমি গর্বিত আপনার মত একটা মানুষ এই রকম কথা বলে কথাগুলো খুব শুনতে ভালো লাগে আমাদের মত কত মানুষ আছে আধা খবর জানতেই পারে না আধা খবর ভুলেই গেছে কিন্তু ভবিষ্যতে এগুলোই কখনো দরকার এটা কেউ বোঝে না হয়তো আবার এটাও হতে পারে তারা বেশি বোঝে তাই তাদের গায়ে লাগে
পৌলমী, জবাব এইভাবেই দিতে হয়। খুব ভালো লাগলো। এগিয়ে যাও তুমি, সাথে ছিলাম, সাথে আছি, সাথে থাকব।
Apni darun jobab diechen.. Apnar buddhidipta o Analytical kajer jonyo apnake sadhubad janai.. Apnar sahos r jonyo onek abhinandan roilo.. Esob somalochok der futkare urie die apni apnar kaj kore jan.. Mone rakhben kobiguru Rabindranath ke o onar sahitya sristi r jonyo somalochito hote hoechilo...e kotha ta mathai rakhben.. Bhalo thakben.. Namaskar
আমি একজন বাংলাদেশি, পৌলমি আপু। আমি জানিনা, আমি কিভাবে আপনাকে সংবর্ধনা দেবো! আপনার কয়েকটা ভিডিও দেখলাম। বড়ই স্পষ্টভাষী আপনি। কিন্তু আমি আমার দেশে স্বাধীন নই। জানিনা পাশের দেশ ভারতে কতটা স্বাধীন আপনারা। স্বাধীনভাবে কথা বলারও সাহস আমাদের দেশের কারো নেই। আমি যদি আমার দেশে দাঁড়িয়ে এই কথাগুলো বলতাম, তবে হয়ত আমার স্থান হতো কবরে। আমাদের এখানে স্বাধীন ভাবে কথা বললে কিংবা প্রতিবাদ করলেই রাজনৈতিক ক্যাডার দের হাতে খুন হতে হয়। আপনি প্রতিবাদ করুন। আমার দেশে প্রতিবাদ করবো না, চাইলেও পারবো না। আপনি অনেক বড় হউন।
খুব খুব ভালো লাগলো আপনার উত্তর.. খুব সোজা সরল অথচ স্পষ্ট. আপনাদের চ্যানেলের গুণমুগ্ধ ভক্ত হয়ে গেছি. খুব ভালো আপনাদের প্রতিটি ভিডিও..
Sundar marjito bhasa diye je eto sundar protibad kora jai seta apnar thekei sikhlam..bangla bhasa diyei darun protibad korechen..apnake asonkhyo dhonnyobad
আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য।
সত্যিই,অসাধারণ এই পর্বটি। পৌলমী মেম এর "হঠাৎ_যদি_উঠল_কথা র প্রায় অনেকগুলো পর্বই দেখেছি। বেশ ভালো লাগে কথাগুলো , আমি তো অবাক হয়ে যায় কতটা পরিশ্রম করলে, এরকম এক একটা পর্ব সুন্দর ও সাবলীল ভাবে বর্ণনা করা যাবে। আন্তরিক শুভেচ্ছা রইলো..
জয় বাংলা .. জয় ভারত..।।
দুর্দান্ত পর্ব, অসাধারণ উপস্থাপনা। subscribe করতে বাধ্য হলাম। আর একটা কথা আমার পদবী "পাল" হলেও.. হরিদাস পাল আমার কেউ না 😌😌।
হাহাহা...
অনেক ধন্যবাদ। :)
ভারি সুন্দর বিশ্লেষণ। চমৎকার কাজ।
আপনি সঠিক বলেছেন। উৎকৃষ্ট শিল্প সাহিত্য সংস্কৃতিকে বিক্রির জন্য বিক্রিত করা যেকোনো জাতির কাছে ধিক্কারযোগ্য।
বাহ্ খুব ই সুন্দর
🔥🔥🔥jol6e sob kotar.. darun tight dia6o didi. Keep it up.... ❤️❤️
Darun lagche tomar jukti
Chalea jan.
Khub khub valo lagche.
6 diye lekhar ki dorkar varotiyo bangali.
এককথায় অসাধারণ! সুদীপ্ত কন্ঠে ভয় কে জয় করে আপামর জনসাধারণের হৃদয় জয় করে নিয়েছেন। কন্ঠ টা বেশ মিষ্টি।
আপনার video ta প্রথম দেখি আমার একটি WhatsApp group এ...videoটি দেখার সময় মনটা ভীষণ ছুঁয়ে গেল ...আপনাদের এই প্রচেষ্টাটা দেখে সত্যিই বাঙালী হিসেবে গর্ব আরও অনেকখানি বেড়ে গেল ...
Eai Pratibaadtaar Khubi Proyojon Chhilo...Aami Dirgho Samay Dhore Prabasi Hawa Satteo Banglar Gourav Niyea Khubi Sensative Thaki...Tai Khabarta Prathome Face Book Ea Dekhe Khub Kasto Peyeachhilam Aar Tatotai Raag Hoyea Chhilo...Darun Kaaj Korechhen...Ajoshro Dhonnobad...
Satti khub sundor ... Nice nice nice.... Anek Kichu siklam....
প্রতি উত্তরের জন্য ধন্যবাদ। দি দি ভাল থাকবেন
খুব ভালো লাগল । এই প্রতিবাদটা করার দরকার ছিল ।
Darun. অসাধারণ বাচন ভাই ।তুমি সফল হবেই
Love from Bangladesh... এমন উত্তর গুলো জদি তাদেরকে কষ্ট দেয়, তা হলে তাদের বেচে থাকাই ব্রিথা।। পল্লবী দি শুভ কামনা রইলো তোমাদের পূরো টিম এর জন্য।।
অনেক শুভেচ্ছা নেবেন। :)
Darun bhalo laglo. Spostoh boktobbo. Ekdom thik thak.
সাথে আছি ...ভালো লাগলো পরিবারে সদস্য হয়ে ..."ধন ধান্য" আর ...নিয়ে প্রসঙ্গটি আমার ও অজানা ছিল ...নতুন বিষয় শিখলাম ...ভালো লাগলো ...
eto well researched ekta presentation amader gyan bhandar ti ke somriddhoi koreche. Ojotha 'Hotat Jodi Uthlo Kotha' poribar ke kotakkho kore nepothyer prothbhaman shilpider opoman keno kora hocche bujhte parchi na.
ধন্যবাদ ম্যাডাম সুন্দর উপস্থাপিত করা হয়েছে জ্ঞান অর্জন করেছেন অনেক ভালো লাগে আপনার কথা শুনতে
পৌলমী.. তোমাদের আগের ভিডিও থেকেই আমি প্রথম এই চ্যানেল টার কথা জানতে পারলাম এবং মুগ্ধ হলাম। ধন্যবাদ, আরো হাজার হাজার বাঙালি-র হয়ে প্রতিবাদ করার জন্য। আর যারা তোমাকে প্রশ্ন করছে তাদের মত বাঙালিদের জন্যই আর কিছু বছর-এর মধ্যে আমাদের বাংলা ভাষা টার মূল ব্যাপারটা হারিয়ে যাবে। তুমি এরকম প্রতিবাদ চালিয়ে যাও, আমরা তোমার পাশে আছি, থাকব।
ইতি - সুদীপ দাস।
Asadharon. Apnar protibadi bhoomika ke amar salute.
খুব ভালো লাগলো দিদি,এ ভাবেই চলুক পথচলা 👌🙏👏
Apnader moto manusher ae deshe khub dorkar. Valo laglo..... keep it up.... we support you....
Lovely.......👌👌👌
আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই এই প্রচেষ্টাটির জন্য।আগের পর্বটি দেখার পর ওই ভিডিওটি আমি সব জায়গায় আমার পরিচিতদের পাঠিয়েছিলাম। আমার আন্দাজ ছিল আপনার প্রথম ভিডিওর আবেদনটি সর্বজনগ্রাহ্য অবশ্যই হবে কারণ বাঙালি এখনো কোথাও না কোথাও তার আবেগের জায়গাটি খোঁজে তবে বাঙালি আত্মবিস্মৃত জাতি, তাকে জাগানোর প্রয়োজন আছে। আর সেই জাগানোর কাজটি আপনি এবং আপনার চ্যানেল করছেন।পূর্বেও এর উদাহরণ বাংলাদেশে রয়েছে। এবারের ভিডিওটি দেখে মনে আনন্দ হল এই ভেবে যে আপনার প্রচেষ্টা সফল এবং আমার আন্দাজটাও ঠিক। আমি এখনো স্বর্ণযুগের মহাপুরুষদের কথা পড়ি, তাদেরকে আরও জানার চেষ্টা করি এবং নিজের দেশের জন্য কিছু করার তাগিদ অনুভব করি। তাই পৌলমী, আপনার প্রতি আপনার শ্রদ্ধা জানাচ্ছি। আমি বর্তমানে দিল্লীবাসী এবং পেশায় কনটেন্ট রাইটার। খুব একটা কিছু জ্ঞানী নই, সীমিত ক্ষমতার মধ্যে চেষ্টা করি নতুন প্রজন্মকে আমার অভিজ্ঞতা দিয়ে সহায়তা করতে। আজকাল ভালো করতে গেলে অনেক বিপদ আছে, যেমন "নিজেকে কি মনে করেন?" বা "বেশি জ্ঞান দেবেন না তো..." ইত্যাদি ইত্যাদি মন্তব্য উড়ে আসে। যুগে যুগে যারাই কিছু ভালো করতে চেয়েছেন তারাই বিভিন্নভাবে বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা অপমানিত হয়েছেন কিন্তু কিছুই তাদের অটল ইচ্ছাশক্তিকে দমাতে পারে নি। আপনার সঙ্গেও হয়তো কিছু কিছু এরকম ঘটনা ঘটছে বা ঘটতে পারে - কিন্ত কিছু মানুষের ভালোবাসা সবসময়ই আপনি পাবেন এবং সেটিও কিছু কম নয়। পরিশেষে বলি আপনি বা আপনার চ্যানেলের কোনো কাজে লাগতে পারলে খুশি হব।
যোগ্য জবাব দিয়েছেন দিদিভাই। আমার খুব ভাল লাগছে এই ভেবে যে আপনি হেরে যাননি। আমদের নেত্রী কে আবার প্রতিবাদে সরব হতে দেখে বুকে শক্তি পেলাম। ধন্যবাদ দিদিভাই। চালিয়ে যান। আমরা আপনার সাথে আছি থাকব।
আমি একদমই নেত্রী নই; খুব সাধারণ একজন বাঙালি। আপনারা পাশে আছেন বলেই সবটা সম্ভব হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। :)
খুব দরকার ছিল এই উত্তর দেবার, সুন্দর ভাবে বোঝানোর জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Ami probasi kintu apnar first video dekhe khub dhakka laglo....je gaan amar modhe ek bangla tan jagiye rekhechilo tar vikrito gaan dekhe khub dukkho hoye chilo... Aaj apnar ei juktir jonno aaj abar ek bar garve bhore gelo....
Ar ei dhono - dhanner lyrics er bhranti dur hoye gelo......
keep it up ...for keeping our tounge and head in place......
অনেক ধন্যবাদ
Bhalo laglo eai palta uttor deyota. Asakorbo agami dineo tomader sathe aaro onek protibader shakhi thakbo.pashe achi. ✌✌✌✌✌
অনেক ধন্যবাদ ও ভালোবাসা।
Valo laglo protibaad er vasa shune.... Songe roilam
আপনার প্রতিবাদের জন্য অনেক ধন্যবাদ।
আমিও ইংরেজি অনার্স নিয়ে পড়ছি, কই কোনোদিন তো নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে কুণ্ঠাবোধ করিনি।
বাঙালির পরিচয় তার ভাষায়, তার আচার আচরণে, তার কৃষ্টি সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীলতায়। এর বাইরে যদি কেউ কোনো ভাষা ভালোভাবে জেনে থাকে, সেটা তার বাড়তি ক্রেডিট। আমিও হিন্দি ভাষাটা ভালো জানি, ইংরেজিও জানি। তাই সেটা আমার বাড়তি ক্রেডিট। সেটা নিয়ে কারো সমস্যা থাকার কথা নয়।
আর তোমার এই পর্বটাও ভালো লাগল। সমস্ত প্রশ্নকর্তাদের একদম মুখের উপর জবাব দিয়েছো।
❤❤❤
Great job. Keep it up.
Ami rituparna. Amio biggapon ti ke somorthon na korleo, aage thekei vebe 6ilam... Etake onekei parody bolbe. Erokomi arekta tomader jobaber opekha kor6ilam. Ar tomader nijeder correction kore gaoa gaan er sobdo gulor olotpaloter karon janar koutuhol ta chhilo. Etto valo information deoar jonno tomader oneek suvechcha.egie jao. Kintu bon hisebe ekta chhotto aabdar korbo.... Tumi chesta koro puro somprochaar tai banglay korte. Notun sobdo sunte khuub valo lage... Amader harie jaoa sobdo gulo tomar madhyome fire pabo. "Plain" ke "urojahaj" bolar dorkar nei, kintu "personally" ke "bektigoto" bolo. Jara kothay kothay besi english use kore tara tomay dekhe "stock of word"(sobdo vandar) barbe. Ami nijei english honours. Kintu ami banglar kangal. Ami tomar fan. Love you didi.
Fan er bangla janina😃😄 ar "love you" ta i66a korei mon theke bollam.
ঠিকই ভাবে উওর দিয়েছো
👍🙏
Vison valo laga tomar kotha ...darun bolo r eto sundor kora ki kora bolo...proti ta kotha osadharon darun
দারুন হয়েছে দিদিভাই, যোগ্য যুক্তিপূর্ণ উত্তর দিয়েছেন | আমরা সবাই আপনাদের সঙ্গে আছি |
শেষের দিকটা অসাধারণ হয়েছে |
Ei context e thik ja bolar dorkar chilo, apni seta to the point diyechen.. khub bhalo laglo.. internet er subscription kinte para jaay maanei je sobai kar boktobbo jukti maane ta noy.. khub dorkar chilo eta.. cheers to you and your team
সাবাশ, আপনার চিন্তার স্বচ্ছতা মুগ্ধকর 🙏
অসামান্য✌️👌👍✌️👌👍✌️👌👍👏
Poulomi apnar jobab ar janno ami wait korchilam...asadharon apnar reply...khub concise and knowledgeable ...
আশা করি উত্তর পেয়েছেন। :) পাশে থাকবেন এভাবেই।
Sundor uposthapona didi onek ta somridho holam.
আমার শুরুর গল্প গুলো ভাল লেগেছে বলেই আমি প্রথম দিকের দর্শক।
আজ আপনি ভাইরাল আমার খুব গর্ব হচ্ছে দিদি। কারন আমি এক বছর থেকে আমি হটাৎ যদি উঠল কথার দর্শক। আপনার বিষয় গুলো খুব শিক্ষা দেয়। আপনার সাথে গুটি কয়েক লোকের মধ্যে আমিও হতে চাই। চালিয়ে যান দিদি আমি শুরু থেকেই ছিলাম শেষ পর্যন্ত থাকতে চাই । আপনাদের কাজের সঙ্গে যুক্ত হতে পারলে ধন্যহতাম। কারন আমি পুরোনো সব কিছুর ভক্ত। আর এই পাতাটি পুরনো সংস্কৃতি, পথ ঘাটের কথা, মানুষ ইত্যাদি ইত্যাদির কথাই তুলে ধরেন।
আমি আছি দিদি আপনার পাশে, সুদূর বীরভূম থেকেই।
আমাদের সাথে থাকার জন্য, আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য অনেক ধন্যবাদ।
Anek Dhonyobad apnake ..
আপনি খুব সুন্দর আর পরিষ্কার কথা বলেন।আমার আপনাকে খুব ভালো লাগে।
Didi. I have no words to thank you. Pl keep moving.
সুধি,
আমরা বাঙ্গালী রা আজ শীত ঘুমে আচ্ছন্ন,খুব ভালো করেছেন একটু চিমটি দিয়ে ঘুম ভাঙানোর কাজ করেছেন,সবাই কে সচেতন করা দরকার।।
ইতি,
ঢেউ
Love these videos and I always share them on Twitter. I am a media person, from Kolkata and working Delhi. Aaj sholo bachor hoye gelo, bangla ache amar hridoye jodio kajer medium English. Apnara aro anek boro hoye uthun, satya bhashoner sahosh dekhe boro bhalo laglo.
Apnar Babar Sathe aalap holo khub valo laglo.......keep it up....... doing a great job
অনেক ধন্যবাদ। :)
Very good. Go ahead
দিদিভাই আজকে ভিডিওটা দেখলাম তাই আজই লিখছি... তোমায় বড্ড ভালোবাসি গো ❤️
প্রার্থনা করি তুমি চিরকাল এরকম দৃপ্ত থেকো। ❤️
শরীরে কাঁটা দেওয়া সুন্দর আন্দোলনী কথা তোমার, বাংলায় মন্তব্য করতে বাধ্য হলাম। আমি বাঙালি।।
অনেক ধন্যবাদ।
Darun didi, apnara please kono Dino bondho korben na ,apnader canal ta khub bhalo large, khub informative r khub gorbito mone hoi.
হঠাৎ করে লাস্ট উইক এ দেখলাম আগের ভিডিও টা ..ভালো লাগলো.. তবে এত তাড়াতাড়ি আমি আপনাদের পক্ষে রায় দিতে পারলাম না... আপনারা অবশ্যই এরকম কাজ চালিয়ে যাবেন..
I Like it.
Nice , great job👌👌👌
কিছু বলার ইচ্ছে আমার ছিলো না আমি তোমার সাথে একমত তুমি এগিয়ে যাও ব্যাস আর কিছু বলার নেই আমার, খুব ভালো থেকো দিদি।
অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তুমিও অনেক ভালো থেকো।
Thanks again.
Khub valo laglo didi.. tumi egiye jao.. bangla bhababeg benche thakuk.
Good
Nice. Approach is very good
Darun laglo
Keep it up.
এগিয়ে যান।সাথে আছি।👍
Good!!!
From Bangladesh. অসাধারণ।
পৌলমী দিদি তুমি সত্য কথাটা বলেছ বলে আগুনটা লেগেছে ওদের। তুমি আমাদের আওয়াজ হয়েছো। আমরা তোমার সাথেই আছি।
অনেক ধন্যবাদ।
Thank you
খুব জোরালো এবং স্বচ্ছ আলোচনা। ভীষণ ভালো লেগেছে এই প্রতিবাদ-উত্তর প্রশ্নোত্তর পর্ব। এভাবেই আরো এগিয়ে যাক।
অন্য একটি অনুরোধ এই প্রসঙ্গে, বাংলার প্যারোডিগান এবং গায়ক-গায়িকা-দের নিয়ে যদি পরবর্তীকালে কোনো পর্ব করা যায়, ভালো লাগবে।
Oshadharonn
Very nice
Good1
একদম ভালো করেছ দিদি. প্রতিবাদের ভাষা দৃঢ় হওয়া উচিত তুমি একদম ঠিক.
নীতি-পুলিসীর মুখে ঝামা ঘষে দেওয়া যাকে বলে আর কি। খুব সুন্দর এবং ইনফরমেশন সমৃদ্ধ।
Nice just waaaww
Poulomi, I very glad to see boldliness. Your presentation is no doubt good and depth of the subject matter. I really appreciate all the family members of "HOTHAT JODI UTHLO KOTHA".
ভয় পেও না দিদি । অনেকে অনেক কথা বলবে ,,দুঃখ করবেন না ।
প্রতি রবিবার সকাল গুলো দারুন যাচ্ছে। সত্যি অসাধারণ । আপনার এই ভিডিও গুলো র সত্যজিৎ বাবু মুভি দুটোই দেখার পর মন ভালো হয়ে যায় । একটা ইতিবাচক ধারণা তৈরি হয় মনের ভিতরে।
খুব ভালো উদ্যোগ | এইভাবে চালিয়ে যান | কোনো কিছুতে ভয় করবেন না |
অকুন্ঠ প্রশংসার দাবিদার আপনারা সকলে।বাংলার ও বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা বাঙালির মনে চিরকাল বেঁচে থাকুক...। আপনাদের কাছে প্রত্যাশা দিন দিন বেড়েই চলেছে আমাদের।"ধন-ধান্য-পুষ্প..." বিষয়টি সম্পর্কে অজ্ঞতা ছিল আমার...অনেক অনেক ধন্যবাদ তথ্যগুলো জানানোর জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। :)
Sotti khub bhalo laglo, r onek din bade eto sundor marjito bengali bhasar uposthapona sotti khub sundor, asole ajkal whats app er yugu benglish emon hoye gache kothao kothao amrao tar madurjo bhule jete bosechilam, apnar ager video ta dekhe sotti khub bhalo laglo r khub kharap laglo je amra bisesb kore ami nijei kothao jeno nijer bangla bhasa ke bhule jete bosechi, amio bengali medium e chatro amio metro te sunechilam kintu nije ei baper taka eibhabe soye neoatao thik hoi ni . Apnader protibader video o dekhe amaro khub icche halo ei baper taker prosoi noi , ei bhabe sabai jodi chup kore jai then ekdin hoito national anthem keo nia add korbe. Apander ei protibade ami apnader pase achi and thakbo. Sotti bolte ki apnader eto sundor uposthapona sune ami amar bengali madam er katha mone porlojini ajj nei ei prithibite jini amake class 7 theke bengali bhasake chinte o bujhte sikhiache sathe saman bhabe english keo, ajke apnader uposthpona dekhe kothao tar sei classes gulk mone porlo, ajke social media te amara benglish take janj but ei bhasaro ekta madhurjomoi gun ache jeta ei sab mahan baktira tader lekha r ganer dara bishwa basir kache tuledhore tar sundorjo bariachen.
## its my apology je benglish e typing korte gia hoito onek jaigai miss spell hoyeche .
Proud to be an bengali.
ইংরাজি বললে বা লিখলেও বাঙালি, বাঙালিই। বাঙালি হিসাবে গর্বিত হওয়াটাই বাঙালিয়ানা। :)
অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
খুব ভালো বলেছ ,,,,,এদের মতো উচ্ছকটি রা যদি এত ভুল করে তাহলে সাধারণ মানুষ তো করবেই ,,,,
খু্ব ভালো লাগলো! যাঁরা নিন্দুক তারা সারাজীবন নিন্দে করবে! তাদের কাজই তাই! সুতরাং Go ahead! থুড়ি ইংরেজি বলে ফেললাম! জানিনা কার আবার লাগলো!
অনেক অনেক ধন্যবাদ।
অসাধারণ দ। চালিয়ে যাও। আমি তোমার সঙ্গে আছি।
অনেক ধন্যবাদ।