আস্তিকতা নাকী নাস্তিকতা । উত্তাল সমুদ্রে কেউ নাস্তিক হয় না কেন?

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • If you are curious about theist and atheist and their conflict and want to know their psychology then it is a perfect video for you. In this video you'll discover some amazing insight & deepest meaning of life.
    Midnight Mass series Dialogue Translation : Shariful Islam & Naziur Rahman Nayem
    For more video to watch - visit the psyche talk youtube channel :
    / psychetalk69
    Visit Our Exclusive Blog Website -
    psychetalk69.com/
    Follow Our Facebook Page -
    / psychetalk69
    Follow Instagram -
    / psychetalk69
    Follow Twitter -
    / talkpsyche
    For Business Purpose Contact :
    www.psychetalk59@gmail.com
    For Psychological Counselling Session Visit My Profile :
    www.facebook.c...
    #philosophy #theist #atheist #insight #spirituality #wisdom

Комментарии • 105

  • @AmusedBeachYoga-xm4ph
    @AmusedBeachYoga-xm4ph 4 дня назад +1

    জীবনের আরেক নাম আনন্দ, আনন্দের আরেক নাম শান্তি, শান্তি আরেক নাম প্রকৃতি

  • @tithyjahan3304
    @tithyjahan3304 10 месяцев назад +8

    কত কঠিন কঠিন কথাগুলোকে কত সহজ করে তুলে ধরেছেন। অবাক হয়ে গেলাম আপনার শব্দচয়নে।

    • @PsycheTalk69
      @PsycheTalk69  10 месяцев назад +1

      শুকরিয়া। 🙏💚

    • @FardiyaMuhammadi
      @FardiyaMuhammadi 5 месяцев назад

      কোনো কিছুই কঠিন নয়

    • @FardiyaMuhammadi
      @FardiyaMuhammadi 4 месяца назад

      কতটা আহাম্মোক হলে মানুষ
      good or bad এর মধ্যে কোনো পার্থক্য থাকে না।

  • @Aa11-477
    @Aa11-477 3 дня назад +1

    আমি নাম মাত্র মুসলিম! কোনো ধর্মের সত্যতা খুজে পাই নি।
    খুজে চলছি মহাসত্য!

  • @Ali_Reza_Raju
    @Ali_Reza_Raju 21 день назад

    খুব সুন্দর! ধন্যবাদ।
    দরকার শুধুই সহমর্মীতা।
    কি যায় আসে ঈশ্বর থাকা বা না থাকায়, যে বলছে আছে তাঁর জন্য অবশ্যই আছে।

  • @tahominaalam7744
    @tahominaalam7744 6 месяцев назад +2

    সবার উপর মানুষ সত্য,তাহার উপর
    নাই!!

  • @mr.anonymous298
    @mr.anonymous298 10 месяцев назад +1

    দারুণ বলেছেন!
    কথাগুলোর ব্যপ্তি অনেক গভীর ❤

    • @PsycheTalk69
      @PsycheTalk69  10 месяцев назад

      ধন্যবাদ। 💚

  • @nahidhasan8302
    @nahidhasan8302 10 месяцев назад +1

    কিছু সময়ের জন্য মরে গিয়েছিলাম।সুন্দর হয়েছে।

  • @MmMm-nj6id
    @MmMm-nj6id 10 месяцев назад +5

    খুব ভালো লাগলো আলোচনা শুনে 💕👌
    একজন ভালো মুসলমান কখনো ভালো মানুষ হতে পারে না ঠিক তেমনি একজন ভালো মানুষ কখনো ভালো মুসলমান হতে পারে না। ইনশাল্লাহ।

  • @tithyjahan3304
    @tithyjahan3304 10 месяцев назад +3

    চরম সত্যি কথা। 🪷

  • @rashedhasan5054
    @rashedhasan5054 6 месяцев назад +1

    A heart touching video.
    Thank you for your works.
    ❤❤

    • @PsycheTalk69
      @PsycheTalk69  6 месяцев назад +1

      most welcome. 💚🏵️

    • @rashedhasan5054
      @rashedhasan5054 6 месяцев назад

      ​​@@PsycheTalk69Thank you 🌿🌻

  • @pin2sshhpf35
    @pin2sshhpf35 10 месяцев назад +1

    খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন,, ধন্যবাদ ভাইয়া ❤❤

  • @RakibUzzaman-k7o
    @RakibUzzaman-k7o 7 месяцев назад +1

    খুব সুন্দর ভাবে আস্তিক নাস্তিক বিষয়টা তুলে ধরা হইয়েছে

  • @MdImren-uj5jg
    @MdImren-uj5jg 10 месяцев назад +2

    Im just amaze excellent composition

  • @SajuMiah36
    @SajuMiah36 9 месяцев назад +1

    দারুণ বলেছেন, কৃতজ্ঞতা

  • @nurjahankhatun5077
    @nurjahankhatun5077 5 месяцев назад +1

    অসাধারণ শুনলাম মুগ্ধ হলাম

    • @PsycheTalk69
      @PsycheTalk69  5 месяцев назад

      শুকরিয়া। 💚🏵️

  • @dilrubabanu7375
    @dilrubabanu7375 10 месяцев назад +2

    চমৎকার । ধন্যবাদ আপনাকে।

    • @PsycheTalk69
      @PsycheTalk69  10 месяцев назад

      স্বাগতম। 💚🙏

  • @jobse9247
    @jobse9247 7 месяцев назад +1

    ধন্যবাদ, আপনার গল্প শুনলাম, ভালো লাগলো।আপনার কথাগুলো শুনে এটা মোটামুটি বুঝলাম,আমরা আস্তিক আর নাস্তিক যাই হই,আমাদের মুক্ত চিন্তা করা দরকার।
    আরে সম্মানিত ভাই,, মুক্ত চিন্তা মানি তো নাস্তিককতা,,,সুকৌশলে মানুষকে ভুল বুঝানো ঠিক??
    ভাই,,,,আমাদের এই অন্তর বা দিল বা আমরা যেটার মাধ্যমে অনুধাবন করতে পারি,,এটা আমাদের অধীনে নয়।
    আমাদের মানুষের মধ্যে এটা ঐই সকল মানুষের অধীনে,, যাদেরকে আমাদের সমাজ পাগল বলি,,তার মাথায় সমস্যা বলি। কারণ পৃথিবীর প্রাণীদের দিকে তাকান, তাদের খাওয়া নিয়ে কোন টেনশন নাই,পোশাক, চিকিৎসা...কোন টেনশন নাই।।
    কিন্তু আমরা যারা সুস্থ আমাদেরকে জ্ঞান ও স্বাধীনতা দেওয়া হয়েছে।
    তাই আমাদের সুস্থ মানুষের প্রতিনিয়ত দুইটা অবস্থানের মধ্যে দিয়ে যেতে হয়।
    এক আল্লাহ র আশ্রয়ে বা শয়তানের পথে।
    আর এই শয়তান আল্লাহর কাছ থেকে সে সেই ক্ষমতা নিয়ে নিয়েছে যে, সে যাতে মানুষের শিরা উপশিরায় থাকতে পারে,আর আল্লাহ তাকে তা দিয়েছে।
    তাই ভাই,,আপনি তো নিজেকে মুক্ত চিন্তাশীল মানুষের কথাগুলো বলছেন,,বলেন তাহলে এগুলো কার থেকে আসবে,,,অবশ্যই শয়তান থেকে। কারণ আপনি যেটাকে মুক্ত চিন্তা বলতেছেন,,এই মুক্ত চিন্তাগুলো আপনার অজান্তে শয়তান আপানে দিচ্ছে।। ভাই এই শয়তান খুব কৌশলি।পৃথিবীর প্রতিটি মানুষকে সে দেখছে,তার কাছে মানুষ পটানো খুবই সোজা।আর আপনাদের মতো মুক্ত চিন্তাশীল বিচক্ষণ মানুষ তার সহজ শিকার।।
    তাই আল্লাহর দেওয়া নির্দশন গুলো দেখুন,আল্লাহ অতীতে মানুষকে যে শাস্তি দিয়েছে সেগুলো কুরআনের বলা আছে,অনেক জীবন্ত উদারণ আছে।আমাদের জন্য অনেক সর্তকবাণী আছে,,সেগুলো নিয়ে দেখুন না। মাত্র একটি বই,একটু ধৈর্যশীল আর নিরহংকার হয়ে ভাবুন না,এই সহজ,আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট হবে।।আপনার অনেক কথা ঠিক,,কিন্তু বুঝার ক্ষেত্রে আকাশ পাতাল ব্যবধান।
    আল্লাহ অবশ্যই চিন্তা শীলকে ভালোবাসে।
    লেখায় বানান জনিত ভুল থাকতে পারে।
    আমার কথাগুলোতে মনে কষ্ট নিবেন না।

    • @PsycheTalk69
      @PsycheTalk69  7 месяцев назад +4

      মুক্ত চিন্তা মানেই নাস্তিকতা না। নাস্তিকতার অনেক রকমফের আছে। একে মোটাদাগে বুঝলে সেটা বোঝার ভুল। এই দুনিয়া একভাবে নয়, বহুভাবে চলে। আপনার কথায় আমার কষ্ট পাবার কিছু নেই। ধন্যবাদ।

  • @asadhardbreak
    @asadhardbreak 6 месяцев назад +1

    বিশ্বাসীকে আল্লাহকে ডাকার প্রয়োজন নাই কারণ আল্লাহই বাচাবেন এটা হলো প্রথম গোজামিল। কারণ বিশ্বাসী লোক জানে আল্লাহ তার কাছে চায় যে সে যেন প্রার্থনা করে। এর মাধ্যমে আস্তিকের আল্লাহর উপর বিশ্বাসের প্রমাণ মেলে

    • @ahmedsimanto7745
      @ahmedsimanto7745 6 месяцев назад

      আপনার কথায় তো গোজামিল!🙄
      মানুষের ডাকের জন্য আল্লাহ এতো অপেক্ষা করে থাকেন কেন? মানুষ কে বিপদে ফেলে আল্লাহ মজা পায়।

  • @areebahahasan7357
    @areebahahasan7357 10 месяцев назад +1

    just excellent. অনেকে র ভিতর এর, কথা গুলো সহজ করে বলার জন্য thanks. 😂

  • @imonkumar26
    @imonkumar26 3 месяца назад

    ধ্বংসই সুন্দর ❤️‍🩹

  • @moheuddinmunna9358
    @moheuddinmunna9358 10 месяцев назад +2

    শেষের দিকে 'আমি' 'আমি' ছিলাম না।

  • @sadidmahmud4144
    @sadidmahmud4144 6 месяцев назад

    Keep up the good work 💯

  • @avikhan3018
    @avikhan3018 10 месяцев назад

    Best!
    Go ahead. 🎉

  • @mdhasibulislamhasbi6660
    @mdhasibulislamhasbi6660 10 месяцев назад

    Vai er explanation gula purai amr sathe milse
    Amr o egula dekhar somoy same feel gulai hoto
    Just koyektar sudhu mile nai arki

  • @NurMohammod-t1t
    @NurMohammod-t1t 2 дня назад

    প্রত্যেক জীবকে কে জোডায় জোডায় সৃষ্টি করলো????

  • @zamalarafat
    @zamalarafat 10 месяцев назад +1

    আহারে আমার মতামত!😢

  • @rifathasan3313
    @rifathasan3313 9 месяцев назад +1

    Eta niye akdin samna samni kotha bolte chai...

    • @PsycheTalk69
      @PsycheTalk69  9 месяцев назад

      হবে ইনশাআল্লাহ। 🏵️

  • @Hossain7464
    @Hossain7464 10 месяцев назад +19

    এই পৃথিবতে কেউ আস্তিক নয়, সবাই জানে ধর্ম মানুষের তৈরী, তাও নিজের মনকে আশ্বাস দেয় যে সে ধার্মিক, আসলে সবই লোক দেখানো নাটক।

    • @AbdulKader-e5k
      @AbdulKader-e5k 10 месяцев назад +5

      হ্যাঁ, একদম ঠিক বলেছেন, বহু ধর্মই মানুষ বানিয়েছে, কিন্তু একটা ধর্ম ছাড়া। যদি আপনি সত্যিই বিশ্বাস করেন ইসলাম কে মানুষ বানিয়ছে তাহলে এর থেকে বেশি যৌক্তিক এবং মানবিক একটি ধর্ম বানিয়ে দেখান, কথা দিচ্ছি আমি সেই ধর্ম গ্রহণ করবো।

    • @Hossain7464
      @Hossain7464 10 месяцев назад

      @@AbdulKader-e5k ইসলাম কোনো ধর্ম নয় এটা একটি রাজনৈতিক মতবাদ, আর মানব ইতিহাসে ,মানুষের তৈরী ইসলাম সবচেয়ে অমানবিক ধর্ম, কিন্তু তা স্বীকার করতে কেউ রাজি নয়, ইসলাম ধর্ম মানতে হলে আপনাকে মস্তিষ্ক অকেজু করে ফেলতে হবে, আপনি হয়তো ইসলাম ধর্মের শুধুমাত্র একটি সাইড দেখেছেন, কিন্তু ইসলামের ভয়ংকর ও অমানবিক দিকগুলো দেখেন নি, কারন এগুলো নিয়ে কেউ প্রকাশে কথা বলতে চাইনা, মনে রাখতে হবে মানুষের প্রয়োজনে ধর্ম, ধর্মের প্রয়োজনে মানুষ নয় ।

    • @shyamalkumarsowmondal7704
      @shyamalkumarsowmondal7704 10 месяцев назад

      ​@@AbdulKader-e5kapnar alla ke jante ex muslim chennel search kore dek youtoob tor dhormo ko jinis tor alla muslim 72 hur dei ar hindu der kafir bole ar son Hindu Religen science search kore dek ar bageswer dham search kore dek hindu Religen ki tui o hindu hoye jabi

    • @shyamalkumarsowmondal7704
      @shyamalkumarsowmondal7704 10 месяцев назад

      Bro tor to buddhi tui jodi hindu hos thahole Akbar sanatan Religen science search kore dek tarpor bageswer dham search kore dek video naaa jene comment korisna manus likhe che ki kore ota to age jaan je gulo bole giyeche oi gulo ki thik na bhul age jaan tarpor amader Religen niye aktu por tarpor comment koris ok tui bujte parbi

    • @turjoahmed1
      @turjoahmed1 10 месяцев назад

      হ্যা এত যৌক্তিক যে ধর্ষণ এর স্বীকার নারীকেই শাস্তি পেতে হবে ইসলামি শরীয়া আইনে

  • @parvej.69
    @parvej.69 4 месяца назад

    দুনিয়া পরিক্ষা, আর কিছুই না, পরিক্ষায় পাশ করতেই হবে.....

  • @azadspace5165
    @azadspace5165 10 месяцев назад +1

    তিনি যদি ঈশ্বর, খোদা, সর্বশক্তিমান হয়ে থাকেন, তাকে অস্থির হতে হবে কেন? জগতের সকল সমস্যার উপর খোদার যদি কতৃত্ব না থাকে, তার খোদা হবার যোগ্যতা থাকে?

  • @md.fahimrahman4526
    @md.fahimrahman4526 10 месяцев назад

    Maybe-/ In the category of Agnosticism (This content)-/ Overall

  • @AparnaMal-v4b
    @AparnaMal-v4b 10 месяцев назад

    দারুণ ব্যাখ্যা 👍

    • @PsycheTalk69
      @PsycheTalk69  10 месяцев назад

      ধন্যবাদ। 🏵️

  • @shuvosdiary8015
    @shuvosdiary8015 10 месяцев назад

    অসাধারণ ❤❤

  • @হরদমপাগলা
    @হরদমপাগলা 10 месяцев назад +1

    আমরা কেন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি?
    এখন পর্যন্ত কোন বিজ্ঞানি,কোন যুক্তিবাদি সৃষ্টিকর্তার অস্তিত্বের ব্যাপারে কোন সঠিক সিদ্ধান্তে উপনিত হইতে পারে নি।
    এই ব্যাপারে "আমরা সবাই একমত"।
    আর বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা এটাও বলে না যে
    সৃস্টিকর্তা নাই!
    অতএব,যদি কেউ সৃষ্টিকর্তা আছে বলে বিশ্বাস করে আল্লাহ, ভগবান, ঈশ্বর এর প্রার্থনা করে অবশ্যই এটা শতভাগ যৌক্তিক।যতদিন না কেউ প্রমাণ করতে পারছে সৃষ্টিকর্তা নাই।
    যদি""""""কোয়ান্টাম জগৎ এ অনেক কিছুই কোন কারন ছাড়াই উৎপত্তি হয়ে যেতে পারে।"""""""
    তবে,আমরাও কোরআনের এই আয়াতের উপর পরিপূর্ণ আস্হা এবং বিশ্বাস রাখতে পাারি।
    *তিনি কাউকে জন্ম দেন নি এবং কেউ তাকে জন্ম দেন নি।*
    সুরাএখলাছ।
    এই সৃষ্টিজগৎ আমাদেরকে আল্লাহর(সৃষ্টিকর্তা) অস্তিত্বের পাঠদান করে।আর আল্লাহ কুরআনের বহু জায়গায় তার সৃষ্টি সম্পর্কে ভেবে দেখতে বলেছেন।
    আল্লাহতায়ালা যখন কোন কিছু করার স্হির করেন।!!!!! হও!!!!!!!বলার সঙ্গে সঙ্গেই তা হয়ে যায়।
    সূরা নাহল আয়াত নং ৪০,আমি কোন কিছু ইচ্ছা করলে সে বিষয়ে আমার কথা কেবল এই যে,আমি বলি""হও"",ফলে তা হয়ে যায়।
    সূরা ইয়াসিন আয়াত নং ৮২, তাঁর ব্যাপার শুধু এই যে, কোন কিছুকে তিনি যদি ‘হও’ বলতে চান, তখনই তা হয়ে যায়।
    আর বিজ্ঞান এবং যুক্তিবাদী নাস্তিকরাও বলে এই মহাবিশ্বের শুরু হঠাৎ করেই "'" হয়েছে"'"।(বিগ ব্যাং তত্ত্ব)
    তাই,আপনারা নাস্তিকরা যারা বিশ্বাসীদের নিয়ে ব্যাঙ্গ,বিদ্রুপ করেন তারা সম্পূর্ণ অযৌক্তিক। কারন,আপনারাও""'সৃষ্টিকর্তা""""সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ,মূর্খ এবং আহাম্মক।ঃঃঃআজও পর্যন্ত আপনাদের যুক্তিবিদ্যা সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করতে পারেন নাই।ঃঃঃঃঃ
    !!!!!!!!!! আপনারা নাস্তিকরা কেন যুক্তিবিদ্যা দিয়ে প্রমাণ করবেন সৃষ্টিকর্তা নেই?!!!!!!!
    যেহেতু,আমরা পৃথিবীর সব ধর্মাবলম্বী মানুষ "ধর্মান্ধ"।আমরা ঘোর অন্ধকারে নিমজ্জিত।আমরা পৃথিবীর মুক্তিকামি মানূষের পথে বাঁধা স্বরূপ।যেহেতু,এই পৃথিবীর মানবমুক্তি,মানবাধিকার ও মুক্তমনার মহান দায়িত্ব আপনাদের কাঁধে।আপনারা বিজ্ঞান ও যুক্তি দিয়ে প্রমাণ করবেন সৃষ্টিকর্তা নাই,তাহলে পৃথীবিতে আর ধর্মান্ধতা থাকবে না।
    এবং আপনারা নাস্তিকরা যদি বিজ্ঞানও যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেন সৃষ্টিকর্তা নেই।তাহলে,আর কোন জঙ্গি আপনাদের মৃত্যুর হুমকি দিবে না।আপনাদেরকে মৃত্যুর ভয়ে দেশ থেকে পালিয়ে বেড়াতে হবে না।রাজিব,অভিজিৎ রা অকালে প্রান হারাবে না।আসাদ নূরকে বাকস্বাধীনতার জন্য জেল খাটতে হতো না।
    যারা নাস্তিকতার জন্য পিতা মাতার থেকে দূরে আছে। সেই সকল পিতা মাতার অন্তরের হাহাকার দূর করার জন্য প্রমাণ করবেন এই সৃষ্টিজগৎ এর কোন সৃষ্টিকর্তা নাই।আর যদি নাস্তিকরা প্রমাণ করতে পারে সৃষ্টিকর্তা নাই তাহলে পৃথিবীর বুকে আপনাদের নাম স্বার্নাক্ষরে লিখা থাকবে।আর যদি প্রমাণ করতে না পরেন তাহলে আমার যুক্তি এটাই বলে,সমস্ত ধর্ম বিশ্বাসীদেরকে নিয়ে আপনাদের ব্যাঙ্গ,বিদ্রুপ সম্পূর্ণ অযৌক্তিক,অযৌক্তিক এবং অযৌক্তিক।
    নাস্তিক্যবাদ(আল্লাহ (সৃষ্টিকর্তা)নাই!!!এই মতবাদ) নিপাত যাক।
    ★অবশ্যই আল্লাহতায়ালা ক্ষমাশীল ও পরম দয়ালু★
    বিঃদ্রঃ-আপনাদের সু-চিন্তিত ও যৌক্তিক মূল্যবান COMMENT এর অপেক্ষায় রইলাম।

    • @PsycheTalk69
      @PsycheTalk69  10 месяцев назад +4

      আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন কীনা আমি জানিনা। দেখে থাকলে বুঝতে পারতেন এখানে আস্তিকতারও কোন জয়গান গাওয়া হয়নি, নাস্তিকতারও জয়গান গাওয়া হয়নি। এখানে আরেকটু গভীর বিষয় আলাপ করা হয়েছে।
      আস্তিকতা, নাস্তিকতার নানা ধরন রয়েছে। আশা করি কোন ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।

    • @ranavai6333
      @ranavai6333 5 дней назад

      ​@@PsycheTalk69আপনার এ আলোচনাই আমি প্রথম শুনেছি,তারপড় থেকে শুনেই চলছি।মানুষ জখন প্রবলভাবে সৃষ্টিকর্তায় বিশ্বাসী হয় তখন জতই বিপদের মধ্যে সে পতিত হোক না কেন তার মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা জায় না,সে থাকে শান্ত এবং স্থীর।কিন্তু প্রকৃত পক্ষে এমন আস্তিকের সং্খ্যা খুবিই কম জদিও বা তারা নিজেদের আস্তিক দাবি করে। তারা নিজেদের আস্তিক দাবি করে মূলত তার সমাজ ও পরিবারের জন্য আস্তিকতার গভীরতা তারা এখনো বুজেনি।
      তদ্রুপ সমাজে কিছু তথাকথিত নাস্তিকও আছে তারাও আসলে নাস্তিকতার গভীরে জেতে পারে নি এম্নেই সে নাস্তিক ফলস্বরুপ উত্তাল সমুদ্রে সে তার নাস্তিকতা নিয়েও সংশয়ে পড়ে জায়,এমন কিছুই হয়তোবা বুজিয়েছেন খুবই দাগ কেটেছে আপনার এ আলোচনা।
      জদিও বা আমি ব্যাক্তি হিসেবে একজন আস্তিক কিন্তু প্রতিনিয়ত আপনার ভিডিও শুনি আপনার দর্শনের আলোচনা আমার খুবই ভালো লাগে আর প্রতিনিয়ত সমৃদ্ধ হই।গোটা বিশ্ব আমার পাঠশালা আমি যেন তার ছাত্র। সব কিছু থেকেই আমি শিখি।

  • @ZakirKhan-th4fm
    @ZakirKhan-th4fm 7 месяцев назад

    Bhai onek dhonnobad .

    • @PsycheTalk69
      @PsycheTalk69  7 месяцев назад

      শুকরিয়া। 🏵️💚

  • @ishaofmusic8721
    @ishaofmusic8721 6 месяцев назад

    আমি যতই আপনার এই ভিডিওগুলো শুনছি ততই আপনার বাক চয়নের প্রেমে পড়ে যাচ্ছি

  • @everythingenjoy1100
    @everythingenjoy1100 16 дней назад

    😢😢

  • @MdImren-uj5jg
    @MdImren-uj5jg 9 месяцев назад

    Evolution niye akta video chi vhi

  • @radifkhan6745
    @radifkhan6745 6 месяцев назад

    আমার একটা কথা জানার ছিলো সেটা হলো আপনার ধর্মীয় পরিচয় কি? আমার মনে হয় আপনি মুসলিম।

    • @PsycheTalk69
      @PsycheTalk69  6 месяцев назад

      ভিডিওটা কী আপনি সম্পূর্ণ দেখেছেন?

    • @radifkhan6745
      @radifkhan6745 6 месяцев назад

      @@PsycheTalk69 শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েছিলাম আবার দেখবো ইনশাআল্লাহ ডাউনলোড দিয়ে রেখেছি। আসলে আমার এমনি জানার আগ্রহ,, যদি বলতেন তাহলে আমার ভালো লাগতো বাকিটা আপনার ইচ্ছা

    • @PsycheTalk69
      @PsycheTalk69  6 месяцев назад +1

      @@radifkhan6745 পুরোটা দেখুন। তারপর পেয়ে যাবেন আপনার উত্তর। না পেলে বলবেন৷ উত্তর দিয়ে দিব।

  • @tanjilohee4845
    @tanjilohee4845 6 месяцев назад

    Muslim means submission to God. SURRENDER!

  • @absiddik5539
    @absiddik5539 7 месяцев назад

    ❤❤❤

  • @biswajitdebnath6900
    @biswajitdebnath6900 6 месяцев назад

    I'ts a metrix

  • @Bappu99
    @Bappu99 10 месяцев назад

    কবিটা টা পেতে চাই,

    • @PsycheTalk69
      @PsycheTalk69  10 месяцев назад

      কোন কবিতা?

  • @SaidaMarzia-n4p
    @SaidaMarzia-n4p 6 месяцев назад

    Wrong, Allahr akar nai r kao akar kolpona o Kore na.

    • @PsycheTalk69
      @PsycheTalk69  6 месяцев назад +1

      video ta arekbar monojog diye dekhun.

    • @SaidaMarzia-n4p
      @SaidaMarzia-n4p 6 месяцев назад

      @@PsycheTalk69 dekcho apni bolcen jara astik tara Allah er akar kolpona Kore manusher moto,but jekhane bola e hoyece Allah er akar nai,sekhane kivhabe kolpona korbe eita Amar prosno?Ebne Arabi je God er bornona diyece,Spinoza o sai God er Bornona diyece r Ami o sai eke god k resonate Korte pari,jodio Ami experience Kori nai but Amar fell hoy god k experience kora Jai r setar Jonno ego dissolved/amitto theke mukti dorkar,ontor theke sob negative kichu dur kora dorkar then sai ontore God er light probesh korbe,Iman Gajjali radiuahutalahu o ek e kotha boltecen but sai poth obosshoi onek kothin but end of the tunnel light is there.Ekhal Tolle power of now boi e o ego dissolve er kotha bola ase.amar mone hoy ekmatro unconditional vhabe vhalobaste parle /unconditional love means pritibir sokol prani,manush sokol kichu k e vhalobasa,eivhalobasa baste parle se obosshoi Allah k pabe.

  • @subratachowdhury1285
    @subratachowdhury1285 10 месяцев назад

    খুব সুন্দর ধন্যবাদ

    • @PsycheTalk69
      @PsycheTalk69  10 месяцев назад

      স্বাগতম। 💚

  • @subhankarmitra5922
    @subhankarmitra5922 10 месяцев назад

    পকার গন্ধ

  • @aysabinte6316
    @aysabinte6316 10 месяцев назад

    😂what a lower live😂