Kolkata to Netarhat Tour | ছোটনাগপুরের রাণী | Heaven of Jharkhand | Day-1 | Meghpeoner Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии •

  • @bimansaha7005
    @bimansaha7005 3 месяца назад +41

    সত্যিই শঙ্খ সম্পুর্ণ মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম তোমার ভিডিও দেখে। তুমি পারো প্রকৃতিকে চোখ দিয়ে দেখে মনের মধ্যে রেখে তার দ্বিগুণ ভালবাসা দিয়ে উপলব্ধি করে তাকে যখন তুমি তোমার ভিডিওর সাথে উপস্থাপন করো তখন আমাদের মুখের ভাষা হারিয়ে যায়। তাই তোমার ব্লগ চোখ দিয়ে এবং মন দিয়ে দেখি। তোমার সাথে উড়বার ইচ্ছে রইলো। ভালো থেকো এভাবেই এগিয়ে যাও সাথে আছি।❤❤❤❤

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад +1

      Asirbad koro! Pronam nio❤️ ami jno aro onek onek video banate pari tomader jnyo!

    • @parthapratimbiswas2263
      @parthapratimbiswas2263 3 месяца назад +4

      @@MeghpeonerVlog @০৮:৩৬ মিনিটস, এই বাড়ির লোকেশন অপূর্ব| শীতের কুয়াশা মাখা সকাল, গ্রীষ্মের ভোর, বর্ষার দুপুর আর হেমন্ত-বসন্ত এর বিকেল| শরতের সোনা রোদে যে কোনো সময়| খুব সুন্দর লাগছে তোমার উপস্থাপনা|

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад

      @@parthapratimbiswas2263 thank you so much

  • @samriddhibanerjee735
    @samriddhibanerjee735 17 дней назад

    এত সুন্দর বাচন ভঙ্গি,শব্দ চয়ন,কণ্ঠ।
    প্রকৃতির রঙে রসের সাথে মিশে অপূর্ব লাগলো।

  • @piyalidas5940
    @piyalidas5940 3 месяца назад +4

    এতো সুন্দর করে প্রকৃতি কে উপলব্ধি করা, তারপরে আরও সুন্দর করে তার বিবরণ দেওয়া, সত্যিই ভারি সুন্দর। গুছিয়ে কথা বলার জন্য পরিশ্রম করতে হয়।
    আপনার পরিশ্রম, প্রকৃতি কে ভালবেসে ঘুরে বেড়ানো সার্থক।

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  2 месяца назад

      Thank you so much😊❤️🙏🏻 means a lot

  • @paramitabanerjee9796
    @paramitabanerjee9796 3 дня назад

    পুরোটাই শুধু মুগ্ধতা.. 👌

  • @anandamohanmalik3729
    @anandamohanmalik3729 Месяц назад +2

    খুব ভাল লাগল,আমি1980 সালে বেড়াতে গিয়েছিলাম,3দিন বাসা করেছিলাম, কিন্ত সানরাইজ দেখতে না পেয়ে আর3-3দিন থেকে সানরাইজ দেখে ছিলাম।

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  Месяц назад

      Sei somoy najani aro koto vlo chilo sb ta!!!

  • @pampabhattacharjee5086
    @pampabhattacharjee5086 3 месяца назад +5

    এত সুন্দর করে বলা প্রাকৃতিক দৃশ্য এর বর্ণনার সাথে দেখা প্রকৃতির রূপ দেখে মুগ্ধ হলাম, আমার খুব কম বেড়ানোর অভিজ্ঞতার মধ্যে এ এক অদ্ভুত ও আলাদা অনুভূতির সন্ধান পেলাম। আরো অনেক অনেক সুন্দর বেড়ানোর ভিডিও দেখতে চাই। ধন্যবাদ। অনেক অক্সিজেন পেলাম এই রকম ভিডিও দেখে।

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад

      Onek boro paoa amar😊❤️🙏🏻 onek onek dhonyobad

  • @debanandachakraborty5254
    @debanandachakraborty5254 Месяц назад +2

    পরিচ্ছন্ন উপস্থাপন, মনোমুগ্ধকর।

  • @probirbose1086
    @probirbose1086 Месяц назад +2

    দেখতে দেখতে মনে হলো,আমরাও নেতারহাটে পৌঁছে গেছি,খুবই সুন্দর,সুন্দর বর্ণনা ।

  • @debjitbera
    @debjitbera 3 месяца назад +2

    খুব উপভোগ করলাম নেতারহাটের সৌন্দর্য এবং আপনার উপস্থাপনা।

  • @arijitghosh9551
    @arijitghosh9551 3 месяца назад +2

    আহা ! আহা !
    দেখেও যেমন চোখ জুড়ালো,
    কানেরাও তেমন শান্তি পেলো ।

  • @ShelleySinha-z3k
    @ShelleySinha-z3k 2 месяца назад +1

    আমি প্রায় ১০ বছর আগে গেছিলাম। তখন আরো শান্ত সুন্দর ছিল। তোমার চোখে আবার দেখলাম এই শান্ত সিন্গ্ধ প্রকৃতি কে।

  • @sankalpasengupta1174
    @sankalpasengupta1174 3 месяца назад +3

    অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য।যা ভাষায় প্রকাশ করা যায় না

  • @sandipbanerjee252
    @sandipbanerjee252 3 месяца назад +2

    খুব ভালো লাগলো, গত বছর আমরা বাইকে করে husband wife নেতার হাট , বেতলা পাত্রাতু, রাঁচি এবং অন্যান্য জায়গায় ঘুরে এসেছি চন্দননগর থেকে। আবার যাবো অনেক কিছু এখনো দেখা হয়নি। Your presentation is very nice.

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад

      অনেক ধন্যবাদ ❤️😊🙏🏻

  • @srabanichakraborty2382
    @srabanichakraborty2382 2 месяца назад +1

    কাব্যিকভাবে উপস্থাপনা করা ভিডিওটি অত্যন্ত মনমুগ্ধকর

  • @sumantalai1435
    @sumantalai1435 2 месяца назад +1

    অনবদ্য...! (নেতারহাটের প্রকৃতি এবং তোমার উপস্থাপনা দুটোই )

  • @samarbasu5543
    @samarbasu5543 3 месяца назад +5

    বলার ভঙ্গিমা,মনোমুগ্ধকর,

  • @subhrasarkar1146
    @subhrasarkar1146 Месяц назад +1

    ঝিঁঝিঁ পোকার আওয়াজটা শুনতে শুনতে মনে মনে কখন যেন ওখানেই চলে গেছিলাম, প্রকৃতি এখানে কেমন সুন্দর কথা বলে।

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  Месяц назад

      ❤️❤️😊😊😊 ki je opurbo lagchilo okhane

  • @Txypt.vqw-h7y
    @Txypt.vqw-h7y 3 месяца назад +2

    Ek kothai just osadharan... age jantam na ato sundar.. lovely

  • @NACreation-yc8ry
    @NACreation-yc8ry Месяц назад +1

    খুব সুন্দর বর্ণনা, প্রাঞ্জল ভাষায়।

  • @sumanadas9734
    @sumanadas9734 3 месяца назад +1

    দারুন জায়গা, মনে যে অনুভূতি গুলো হচ্ছে সেটা তো তুমিই সব বলে দিলে,তাই আলাদা করে আর কিছুই বলার নেই,শুধু বাকি জায়গায় গিয়ে প্রকৃতি কে উপভোগ করার ইচ্ছে

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад +1

      ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻 ki boli ar notun kore😊 dhonyobad

  • @Tourgyaan
    @Tourgyaan 26 дней назад

    Mesmerizing..!!! Just fatafati...Prem bhalobasa sob hoye gelo

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  22 дня назад

      ❤️❤️🙏🏻🙏🏻🙏🏻 thank you

  • @barnalinaskar3370
    @barnalinaskar3370 2 месяца назад +1

    Nice voice over,, অনেক ছোট বেলায় গিয়েছি, সত্যিই খুব সুন্দর নেতারহাট

  • @santanumukherjee7463
    @santanumukherjee7463 3 месяца назад +2

    গত বছর পুজোতে গিয়েছিলাম.....অপূর্ব সুন্দর

  • @eblue25
    @eblue25 3 месяца назад +2

    Bhai, tomar verbal presentation, shobdo-choyon, throw, khub bhalo. Keep it up!

  • @Tanmoydey-k8f
    @Tanmoydey-k8f 19 дней назад

    Quality vlog ❤ cinematography + hosting+ voice sob miliye perfect

  • @simaray6192
    @simaray6192 Месяц назад

    Aaj aami o dekhe elam. Sunset darun upovog korlam.

  • @swetabosemridha9556
    @swetabosemridha9556 3 месяца назад +1

    যথারীতি মন্ত্রমুগ্ধ হয়ে দেখলাম ও শুনলাম। 34 মিনিট একটা অসাধারন অনুভুতি মন ও মস্তিষ্কের পরতে পরতে খেলে বেরালো। চলতে থাকুক তোমার প্রকৃতি অন্বেষণ। আমরাও যথা সম্ভব সাথী হবো ।

  • @annapurnakundu4349
    @annapurnakundu4349 2 месяца назад +1

    Ki sundor kore bornona den apni... Khub valo laglo..

  • @sahelidey8074
    @sahelidey8074 3 месяца назад +1

    আগের বছর পুজোর ঠিক আগে গেছিলাম... এই ট্রেনেই... সীট টা ছিল পছন্দের সাইড লোয়ার... ভোর রাতের আকাশের অন্ধকার টা যখন একটু আবছা হয়ে এসেছে জানলা দিয়ে দেখি ট্রেন ছুটেছে কাশ বনের পাশ দিয়ে... মা আসছেন.. সেই অনুভূতি টা বলে বোঝানো কঠিন... ভীষণ ভালো লাগলো আজকের vlog টা.. ❤

  • @bhudebsengupta3480
    @bhudebsengupta3480 Месяц назад

    প্রকৃতি কে ভালবেসে দর্শক শ্রোতাদের কাছে তুলে ধরা খুবই ভাল! আমিও মেঘ পিওন ভাই এর ব্লগ মনোযোগ দিয়ে দেখি।যদিও আমি একজন বরিষ্ঠ নাগরিক,তবু সবাইকে তুমি বলে সম্বোধন করার আজকালের রীতিও ভালই লাগে! ছেলে যেন বাবাকে বলছে এই ভেবে নি! শঙ্খর ড্রোন শট গুলি অসাধারণ হয়। তবে মাঝে মাঝে উচ্ছাস হয়তো একটু বেশী মাত্রায় হয়ে যায়! ঐটি পরিহার করতে পারলে,অজানা জায়গায় মেঘ পিওন আমাদের যেভাবে নিয়ে যায় তা তারিফ করার মতো!😂 ❤ ❤❤❤🎉🎉🎉🎉

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  Месяц назад

      Hya ucchash baire theke beshi mone hotei pare, kintu amar actual ucchash video te ja dekhen tar cheyeo onek gun beshi thake! Egulo relative byapar. Ami pagol ami abnormal, tai normal ucchasher bichare hoyto beshi😊

  • @arpitabanerjee1432
    @arpitabanerjee1432 3 месяца назад +2

    আমরা নেতারহাট ফরেস্ট ডিপার্টমেন্টের গেস্ট হাউসে ছিলাম, খুব ভালো লেগেছিল, দারুন সুন্দর। পরের বার গেলে লোয়ার ঘাঘরি যাবেন, খুব ভালো লাগবে।

  • @arpitamukherjee5657
    @arpitamukherjee5657 3 месяца назад +2

    Darun uposthapona, voice ta kane lege thakbe onnekhun😊. Kichudiner moddhei Netarhat jachhi aar tomar vlog ta excitement take ka onek gun bariye dilo. Lots of love and best wishes for all future endeavours.

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  2 месяца назад

      Means a lot😊❤️❤️❤️ thank you, obossoi janio, khali chokhe ki dekhle, i am sure you will enjoy more!

  • @indranildas7025
    @indranildas7025 Месяц назад +1

    Tmr presentation e spellbound hoye gechhi ,mone hochhe nijer chokei sob dekchhi ,ekkebare fan hoye gelam ,darunnnn

  • @nilotpaldawn1538
    @nilotpaldawn1538 3 месяца назад +2

    সত্যিই অসাধারণ,,,তোমার বর্ণনা আরও সুন্দর করে তুলেছে নেতারহাটকে,, তুমি যা লোভ দেখালে তাতে মনে হচ্ছে এবারের শীতেই নেতারহাটের স্বাদটা চেখে দেখে নিতে হবে,, দেরি করলে যদি স্বাদটা কমে যায়!! 😂😂,,, অ্যাচুয়ালি আমার এখনো নেতারহাট যাওয়া হয়নি, তুমি আমার খিদেটা বাড়িয়ে দিলে,,ধন্যবাদ ভাই,,অসাধারণ তোমার উপস্থাপনা,,,আগামী জার্নির জন্য শুভ কামনা রইল ,, ভালো থেকো। ।।

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад

      অনেক অনেক ধন্যবাদ দাদা! একবার হলেও যাও নেতারহাট ! দারুন লাগবে 😊 নেক্সট এপিসোডের ডেস্টিনেশন গুলো মিস করোনা ।

  • @debashishmukherjee8387
    @debashishmukherjee8387 3 месяца назад +1

    অপূর্ব, দেখেই যেতে ইচ্ছে করছে

  • @mantidas4433
    @mantidas4433 3 месяца назад +1

    Sotti dadavai dekhe mon vore gelo. Chokh juriye gelo. Aha.... Ki sundor😊

  • @samantakmotilal9344
    @samantakmotilal9344 3 месяца назад +1

    খুব সুন্দর, উপস্থাপনা অনবদ্য।।

  • @jayantanandi6408
    @jayantanandi6408 3 месяца назад +2

    আমি ৯০সালে নেতারহাট গিয়েছিলাম দেখে ছিলাম বন্য অনন্য নেতারহাট তখন একটাই হোটেল ছিল, বিহার সরকারের "হোটেল
    প্রভাত বিহার", তখন ম্যাগনোলিয়া পয়েন্ট এর কোনো পাকা রাস্তা ছিলনা।
    একটা জায়গা বাদ গেছে
    লোহারডাগা একটা অনন্য জনপদ। রসগোল্লা আর খাটি দেশী ঘিয়ে ভাজা সুস্বাদু নিমকি। অপূর্ব,ভাসায় বর্ননা করা অসম্ভব।

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  2 месяца назад

      Apnara aro aro rural netarhatke peyechen😊❤️

  • @mrinalghosh6274
    @mrinalghosh6274 Месяц назад +1

    sotti ki bolbo janina....just ek kothay "Apurba" 😊😊😊

  • @swapanghosh526
    @swapanghosh526 3 месяца назад +1

    As usual...fatafati Ekta episode.. darun..

  • @mitanaskar
    @mitanaskar 2 месяца назад +2

    Tomer balar bachon bongi voice r netar hat akalponio...... asadharon

  • @pulinbiharinayek3973
    @pulinbiharinayek3973 2 месяца назад +2

    Very nice information. Your discussion is really appreciable at this point

  • @parthadebnath5769
    @parthadebnath5769 Месяц назад +1

    খুব ভালো লাগলো। তোমার ব্লগ দেখি। ভালো লাগে। আর তোমার মার্জিত কথার ধরন অভিনন্দন যোগ্য।

  • @ushamondal5520
    @ushamondal5520 3 месяца назад +1

    সত্যি বেশ সুন্দর প্রকিতি সাজিয়ে রেখেছে পথের বাঁকে বাঁকে

  • @bohemian_TheFreeSoul
    @bohemian_TheFreeSoul 3 месяца назад +1

    আবারো মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। নেতার হাটের প্রাকৃতিক সৌন্দর্য তো অপরিসীম তোমার এই উপস্থাপনা তাতে আরো এক অন্য মাত্রা যোগ করেছে । এইভাবে এগিয়ে চলুক মেঘ পিয়ন ❤

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад +1

      Thank you so much❤️❤️❤️ prothom theke supprt korcho tomra😊😊😊

  • @sumo251
    @sumo251 3 месяца назад +1

    Oshadharon. Just tomar moton I oshadharon

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад

      Thank you so much ❤️❤️😊😊🙏🏻

  • @EshaDas-o7z
    @EshaDas-o7z 3 месяца назад +1

    মেঘ পিওন অনেক অনেক স্নেহাশীষ।তোমার সাথে একমত journey টাই আসল destination নয়।এগিয়ে যাও।খুব আনন্দ পাই।ভালো থেকো।

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад +1

      ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻akdm e tai❤️ ei vabe pashe thakle, egonor jor pabo boiki

  • @miliacharya1656
    @miliacharya1656 2 месяца назад +1

    দারুণ লাগলো....কথা বলার সাথে তোমার ছবি দেখানো....এক কথায় অপূর্ব......❤

  • @chanchalkumar2387
    @chanchalkumar2387 3 месяца назад +1

    Onek dhonyobad tomake eto sundor ekta video korar jonno. Kokhon je video ta sesh hoye gelo bujhtei parlam na. Abaro onek onek dhonyobad. Next episode er opekkhay thaklam.

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад +1

      Next episode ta gaye kanta deoabe, etuku bolte pari😊❤️🙏🏻

    • @chanchalkumar2387
      @chanchalkumar2387 3 месяца назад +1

      @@MeghpeonerVlog Tar jonno opekkha korte hobe ekhono 9 din. Bhabchi tomar bari chole jai 😂😂 . Kintu bhalo kichu pawar jonno opekkha korai jay. ❤️❤️

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад +1

      @@chanchalkumar2387 hyaa ektu dhoirjyo dhoro, please

    • @chanchalkumar2387
      @chanchalkumar2387 3 месяца назад +1

      @@MeghpeonerVlog Nischoi nischoi. Tomar kache koto kichu dekhar koto kichu sekhar baki opekkha to kortei hobe. R ami jani sei opekkha kono bhabei bifol hobe na. Eto tuku biswas ei olpo somoye tomar opor toiri hoyeche.

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад

      ❤❤

  • @abhigyandas8831
    @abhigyandas8831 3 месяца назад +2

    সমাজের গভীর অসুখের মাঝে তোমার ভয়েস পেলে মনটা ভালো হয়ে যায় দাদা❤। আজ কুয়াশায় ঘেরা মেঘপিয়ন অন্যদিনের মতোই অসাধারন।। 👌এই ট্রিপটা বাইকে হলে আরও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা যেত।।👍🏼♥️

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад +1

      Thank you so much abaro! Constant support koro tumi❤️😊

  • @piyaliroy285
    @piyaliroy285 3 месяца назад +1

    অপূর্ব লাগলো ভিডিও টা..

  • @Villages536
    @Villages536 3 месяца назад +1

    আমি মনে করি বাংলার টপ youtuber o এমন সুন্দর এমন অসাধারণ প্রেজেন্টেশন
    এমন সুন্দর ভয়েস এমন প্রকৃতির বর্ননা দিতে পারবে না।
    I hope খুব তাড়াতাড়ি no 1 blogger hoye jabe.
    আমিও গাড়িয়া তে থাকি একদিন দেখা করার ইচ্ছে রইলো।

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад

      ❤️😊🙏🏻 means a lot❤️ thank you

  • @indranilchakraborty7164
    @indranilchakraborty7164 3 месяца назад +1

    ভ্রমণের লিস্ট এ রাখলাম। আপনার বর্ণনার মধ্যে একটা honesty আছে যেটা আমার ভালো লাগে। এরকম থাকুক ❤।

  • @avijitmaity4859
    @avijitmaity4859 3 месяца назад +1

    অপেক্ষায় থাকি দাদার ভিডিও দেখা আর প্রকৃতির সঙ্গে আলাপ করতে সঙ্গে তোমার ভাষা আহা ❤❤

  • @bimansaha7005
    @bimansaha7005 3 месяца назад +1

    যতবার দেখবো ততবার একটা করে কমেন্ট দেব। কারণ যতবার দেখেছি ততবার যেন মনে হচ্ছে নতুন করে দেখছি। সত্যিই প্রকৃতিকে এত সুন্দর লাগছে দেখতে যে অসাধারণ মূল্য কম হবে। আর তো বলেছি তোমার গল্প শুনতে সবসময় আমার ভালো লাগে। বসে আছি কখন দ্বিতীয় পর্ব টা আসবে আর আমার প্রথম পর্ব দেখাটা একটু কমবে। তোমার মনের দৃষ্টিকোণকে সত্যিই সেলুট জানাতে হয়। ভালো থেকো।❤❤❤❤

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад

      Ar notun kore ki boli❤️😊🙏🏻

  • @priyabratadutta5566
    @priyabratadutta5566 3 месяца назад +1

    Sotti speechless hoye gelam. Netar Hut er naam to sunechi, kintu jaiga ta je eto sundor, ta jana chilo na. Aar barti paona holo, ai pagol kore deoya Kuasha ar sei sathe monomugdhokor tomar pokritir bornona. Tomar bhashay, pokriti taar premer aalingone tomake aboddho korbe. Sankho, tomar upoma je tumi nejei. Ki oshadharon sundor ekta episode dekhale.

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад +1

      Porer ta aro vlo lagbe dekho. 😊 thank you go❤️❤️🙏🏻

  • @mithunchakraborty785
    @mithunchakraborty785 3 месяца назад +5

    অনেক ব্লগারদের ভিডিও দেখেছি। তুমি করে সম্বোধন করলাম কারণ যে মানুষটা মন ছুঁয়ে যায় তাকে আপনি বলে দূরে রাখা যায় না। শঙ্খ একটা সত্যি কথা বলি তোমার ভিডিওগুলো দেখছিলাম প্রথমে তারপরে চোখ বন্ধ করে শুনছিলাম। তোমার শব্দচয়ন বলার ভঙ্গিমা সবকটা যেন মন্ত্রমুগ্ধ করে তোলে। কারো কোলে মাথা রেখে যখন কোন মানুষ গল্প শোনে ঠিক সেরকম একটা অনুভূতি।
    তোমার কাজের পরিসংখ্যা আমি এখানে দিতে আসিনি সেটা অন্যরা বলবে আমি এসেছি আমার অনুভূতির গল্প শোনাতে, যে গল্প তোমার থেকে শুনি।
    আজ থেকে তুমি আমার গল্পের ঝুলি যেখান থেকে ঝরে পড়বে অনেক অনেক গল্প। একটা সত্যি কথা বলি তোমার সব কটা ভিডিও দেখে ফেলেছি। মন বলছে আরো কিছু শুনি। শঙ্খ তোমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকলাম। আমি তোমার বাড়ির কাছাকাছি থাকি। একদিন তোমার সামনে বসে চায় চুমুক নিতে নিতে নিতে তোমার গল্প শুনবো। ভালো থেকো।

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад

      Means a lot dada❤️❤️ onek onek boro paoa, tomy ei vabe touch koreche amar video er theke boro paoa as a creator amar ar ki hote pare. Nischoi dekha hbe adda hbe😊 kothy bari tomar?

    • @mithunchakraborty785
      @mithunchakraborty785 3 месяца назад

      @@MeghpeonerVlog Narendrapur e thaki. Ami o RUclips video banai.

  • @soniyahalder1246
    @soniyahalder1246 3 месяца назад +2

    Sundor laglo onk ta north bengal kichu jaigar sathe mil royeche. Jai hok northbengal ele janiyo r o onk sundor notun jaiga dekhte chai tmar vlog a opekhay roilam❤

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад

      Jacchi 5 trikh 6,7 theke abar 8 e back 😊

    • @soniyahalder1246
      @soniyahalder1246 3 месяца назад

      @@MeghpeonerVlog dekha hobe. Kon hotel a utcho

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад

      @@soniyahalder1246 pabong e jbo, kono hotel thakbona 😊

    • @soniyahalder1246
      @soniyahalder1246 3 месяца назад

      @@MeghpeonerVlog oh ok

  • @ganapatirealty1036
    @ganapatirealty1036 Месяц назад +1

    BAHUT BADHIYA HAI BRO...VIDEO

  • @AkhtarAli-gg7im
    @AkhtarAli-gg7im 3 месяца назад +1

    তোমার অসাধারণ ধারা ভাষ্য নেতারহাটকে আরো মায়াবী করে তুলেছে । এভাবেই এগিয়ে যাও। আর আমাদের আরও অনেক জায়গা ঘুরে যাও ।

  • @subrajitdas559
    @subrajitdas559 3 месяца назад +1

    Etto sundor vabe Vlog ta k represent koro j mone hy ami jeno nijei vlog er modhye achii..
    Khub khub valo..

  • @weekendvlogs531
    @weekendvlogs531 3 месяца назад +2

    এককথায় অসাধারণ একটি ভিডিও 😊😊

  • @myselfmoumita
    @myselfmoumita Месяц назад +1

    ভাই তোমার শব্দ চয়ন খুব ভাল। ভালো লাগল

  • @MdAbuHenaMustafa
    @MdAbuHenaMustafa 2 месяца назад +1

    অনবদ্য উপস্থাপন।

  • @shirsendupaul1770
    @shirsendupaul1770 3 месяца назад +1

    অপূর্ব দৃশ্য ❤

  • @dipikachandra1
    @dipikachandra1 3 месяца назад +1

    Bah....dada apnar presentation darun... specialy the way you described everything 👌..khub valo laglo..

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад

      Thank you so much❤️❤️😊😊

  • @satibiswas1221
    @satibiswas1221 3 месяца назад +4

    দিকে দিকে শঙ্খ ধ্বনি
    বেজে উঠুক নিরন্তর।।
    যাত্রা দেখেই বেরোতে হবে।
    নির্দেশ তোমার পোঠাকুর্দার।।

  • @sumanabhaduri3975
    @sumanabhaduri3975 3 месяца назад +1

    Daaaruuuun rasta kuasha ghera😮tar shathe apnar uposthapona ek kothay asadharon 👌❤ darun nature explore korlen 😊

  • @akashmondal12315
    @akashmondal12315 3 месяца назад +1

    নেতারহাট যে এতো সুন্দর আগে জানতাম না বলা বাহুল্য দেখিনি।। বাকেট লিস্ট এ আর একটা জায়গা অ্যাড হলো বৈকি।। এরম আরো সুন্দর ভিডিও উপহার দিতে থাকো দাদা❤

  • @biswanathsarkar8093
    @biswanathsarkar8093 3 месяца назад +1

    তোমার মনোমুগ্ধকর ধারাভাষ্য এবং এতো সুন্দর ফটোগ্রাফি আমাকে মুগ্ধ করেছে, বারবার মনে হচ্ছিল আমি তোমাদের সঙ্গেই আছি, ❤

  • @swapanmandal4847
    @swapanmandal4847 14 дней назад

    সত্যিই অসাধারণ।

  • @samratbasu7188
    @samratbasu7188 3 месяца назад +1

    Netarhat vlog asadharon laglo, tomar videography, voice, prokiti ke chenabar technic sotti asadharon 😊

  • @madhumitamitramustafi3865
    @madhumitamitramustafi3865 3 месяца назад +1

    Apurbo bhai tomar vlog

  • @AnirbanArnab-u4g
    @AnirbanArnab-u4g 3 месяца назад +1

    Darun dada, osadharon creativity and vlogging on a next level, tumi khub pro level kaj korcho, Thank you for the content really appreciate it a lot.

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  2 месяца назад

      Thank you so much❤️😊😊 means a lot❤️🙏🏻

  • @dipaadhikary9950
    @dipaadhikary9950 3 месяца назад +1

    সত্যিই অসাধারণ!

  • @prasenjitpaul9511
    @prasenjitpaul9511 3 месяца назад +1

    যতবারই তোমাই শুনি তত বার ই মুগ্ধ হয়❤

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад

      ❤️❤️😊😊🙏🏻🙏🏻 onek dhonyobad

  • @poetsatya9089
    @poetsatya9089 3 месяца назад +1

    অসাধারণ সাইকেল ট্রিপ এর জন্য একদম সেই সেই আরকি

  • @sportingene
    @sportingene 3 месяца назад +2

    Amra pujo te jachi... Netarhat.. thanks ei video tar jonno..❤❤

  • @baisakhichakraborty7726
    @baisakhichakraborty7726 Месяц назад +1

    কি দারুন দাদাভাই নেতারহাট।আর তোমার উপস্থাপনা আরও সুন্দর। আমি তোমার vlog এর নতুন একজন সদস্য এই প্রথম কমেন্ট করলাম। সত্যিই অসাধারণ। thank u দাদাভাই ।আমারা তো সব জায়গাতে যেতে পারি তোমার vlog দেখে অনেক জায়গাই দেখা হয়ে যায়। Thank you

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  Месяц назад

      Means a lot😊❤️❤️ thank you❤️❤️

  • @shubhadeepseth2738
    @shubhadeepseth2738 3 месяца назад +1

    Kharap somoye mon valo korar রশদ🙏❤️

  • @sunnybanerjee9141
    @sunnybanerjee9141 3 месяца назад +1

    khub sundor 👌

  • @mdjaynulabedin4646
    @mdjaynulabedin4646 3 месяца назад +1

    আমি নেতারহাট যাওয়ার ইচ্ছে নিয়ে ইউটিউব সার্চ দিতেই খুব ভালো একজন youtuber এর খোঁজ মিলল❤ । অসাধারন উপস্থাপনা 🌸✨

  • @DebasmitaBhadra-fy6eg
    @DebasmitaBhadra-fy6eg 3 месяца назад +1

    Darun jaiga. Amar ghora❤❤❤❤❤

  • @irfan1118mfp
    @irfan1118mfp Месяц назад

    Khub sundor Amar ekhane jaoar onek diner icche❤

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  Месяц назад

      চলে যান। দারুণ লাগবে ❤️

  • @sushmitamukherjee5618
    @sushmitamukherjee5618 3 месяца назад +1

    Onek dur jaabe bhai.. presentation just outstanding ! Bhishon bhalo laglo tomar uposthapona. Khub khub shundor. Mugdho hoye gelam eyi vlog ta dekhe. Ebar amio chollam netarhat . Luxury chaina, prokriti jindabad !

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад

      Onek onek boro paoa! Kalker episode ta must dekho, uniq jaigar sondhan ache, ar amr mone hoy netar hat gele oi jaiga gulo must visit korte hbe

  • @biswajitdatta3118
    @biswajitdatta3118 3 месяца назад +1

    Tomar upothapona ta ak kothay durdanto...

  • @s.mhossain1350
    @s.mhossain1350 Месяц назад +1

    Awesome dada,

  • @prosantabanerjee4612
    @prosantabanerjee4612 3 месяца назад +1

    Perfect blending of nature, videography & presentation have made this vlog very very charming and enjoyable. Keep it up.

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад

      Thank you so much❤️ pronam neben ❤️😊

  • @swapandas-ws5pr
    @swapandas-ws5pr Месяц назад

    Whispering of silence- deadly amazing!!!!!!!!

  • @debopriyachakraborty4217
    @debopriyachakraborty4217 2 месяца назад +1

    অসাধারণ ❤❤

  • @PappuMaity-s2r
    @PappuMaity-s2r 3 месяца назад +1

    Darun darun

  • @Atanukhawas
    @Atanukhawas Месяц назад +1

    Khub bhalo

  • @shrutichakraborty04
    @shrutichakraborty04 3 месяца назад +1

    Besh valoi laglo ❤

  • @mrkuntalroy
    @mrkuntalroy 3 месяца назад +1

    Chotto amar ❤ ..... koto bar jitbe bolte paro ..... ❤❤❤❤❤

  • @aruncreatduttachannel1169
    @aruncreatduttachannel1169 Месяц назад

    Darun superb ❤

  • @nilaykumarbhattacharya4593
    @nilaykumarbhattacharya4593 3 месяца назад +1

    খুবই ভাল লাগল।

  • @tapasighosh9410
    @tapasighosh9410 3 месяца назад +1

    দারুন লাগছিল ব্লগ টা

  • @MilonMistry
    @MilonMistry 3 месяца назад +1

    দারুণ। আমার ও মনে হয় তোমাদের সাথে বেরিয়ে পরতে।

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  3 месяца назад

      ❤️❤️❤️😊😊🙏🏻🙏🏻

  • @Md_SAIFUL_94
    @Md_SAIFUL_94 Месяц назад +1

    দাদা আপনার প্রথম ভিডিও দেখেই সাবস্ক্রাইব করতে বাধ্য হলাম।

  • @suparnapandeysarkar5015
    @suparnapandeysarkar5015 3 месяца назад +1

    Ami winter e giachilam. To be tumi ja dekhale tate barsa te ar akbar jatai hobe. Asadharan video❤

    • @MeghpeonerVlog
      @MeghpeonerVlog  2 месяца назад

      Sob jaygari, ak ak season e ak ak rokm soundorjo beriye ase!