Ai series er Prothom Episode er motoi aro ekta pranobonto Episode. Mon bhore dekhlam ar dekhalam barir sokol ke. Aashole, aki jaiga karo bhalobashar choaai maayabi hoye othe, ar karo tacchille hoye jai feeke. Tomar sporshe airakam bhabei prokriti seje uthuk notun ronge.
Thank you so much dada❤️ barir sobar kemon laglo? Vsn vlo lglo jene je tomar eto valo legeche je sobar sathe dekhle! Prokriti chara amader ar ache ki bolo! Aktai chesta thake amr prokritir sathe ekatto hoar chesta. Ota nahole vlobasa somvb noy. Asole onekei ticklist mark korar jnno douray, onuvb korena😊 pray koro jate ei vabe onubhab ta korte pri
সত্যিই দাদা আমি অনেক ট্রাভেল ব্লগ দেখেছি। কিন্তু দাদা তোমার মত এই সুন্দর ভয়েস দিয়ে গল্পের মতো করে ট্রাভেল ব্লগকে উপস্থাপন করা সত্যিই দাদা এক কথায় আমার তোমার এই সুন্দর ভয়েস এর sathe ব্লগ দেখতে আমার অনবদ্য লাগে ❤❤❤
অনেক ধন্যবাদ ভাই❤️ যেকোনো কনটেন্ট ক্রিয়েটর তোমার মতো শ্রোতা বা দর্শক পাওয়া জন্য মুখিয়ে থাকে! পাশে থেকো শুধু ❤️😊 চেষ্টা করবো আরও ভালো ভালো গল্প উপহার দেওয়ার 😊 আমার তো গল্প বলাই কাজ!
গল্প চলতে থাকুক।। আজকের এই এপিসোড তোমার মত আমি এমং আমার বাচ্চারা মনের মণিকোঠায় বসিয়ে রাখব।। তোমার গল্প বলার বিশেষত্ব কি বলোতো? পুঙ্খানুপুঙ্খ বিবরণী যার জন্য এই ভিডিও জীবন্ত হয়ে ওঠে, মনে হয় আমিও আছি তোমার সাথে ওই প্রকৃতির মাঝখানে।। চালিয়ে যাও শঙ্খ ব্রাদার।। আমাদের মত অসংখ্য গুণমুগ্ধরা তোমার সাথে আছি।।
মুগ্ধতায় ডুবে যাচ্ছে মন। অনেক অনেক ভালো লাগছে আর travel করার ইচ্ছে টা বহুগুণ বাড়িয়ে দেওয়া বর্ণনা অতুলনীয় করে তুলছে ভাই তোমার vlog। অনেক অনেক দুর যাবে তুমি প্রার্থনা রইল
আমি বেশ কিছু Travel Vlog দেখেছি তবে আপনার Vlog গতকাল (19.09.24) হঠাৎ করেই you tube এ খুঁজে পেলাম। আপনার কন্ঠস্বর ও বাচনভঙ্গি সত্যিই অসাধারণ। আপনি যেভাবে অফবিট স্পটগুলি দেখাচ্ছেন
অসাধারণ গল্প বলা ভাই ❤, প্রতিটি মুহূর্ত উপভোগ্য এবং মধুর স্মৃতি কে উস্কে দেওয়া। কেমন যেন একবছরও হয়নি হঠাৎ উস্কে দিলে.... কেমন যেন মন ছুটে গেলো সেই সুদূরে খটখটে জয়ন্তীর তীরে.... বর্তমানে আর মোবাইলে দেখছি না ভাই বরং টিভিতে না দেখলে মন ভরছে না... গত বছরের আমার ডুয়ার্স ট্রিপ টাও সম্পূর্ণ টা আমার এক সোশ্যাল মিডিয়ার ভাই করিয়েছিল, ও যদিও আত্মার টানে আত্মীয় আদৌ রক্তের সম্পর্কে নয় কিন্তু অনেকটাই মিল পেলাম সংকেত দা কে দেখে 😊❤। মেঘপিওনের জন্য আন্তরিক শুভেচ্ছা ❤।
2015 te ge6ilm University er sir r friends der sathe excursion e ato bochor por sei jaiga gulo dekhe darun laglo....sathe dada tomar bachonvongi osadharon 👌👌
@@MeghpeonerVlog U R WELCOME....Tobe ami just fan hoye gachi tomr....soja apni theke tumi te ,,kichu mone koro na....Tobe agami dine onk egiye jao setai chai
@@MeghpeonerVlog haa dada khub bhalo laglo jaiga ta...sadharonoto ei sob jaigar video khub kom RUclips e tarpor abr bangali video....erom series kore jeo
সত্যি বলতে অনেক ব্লগ দেখেছি কিন্তু এই অনন্য সুন্দর যেমন কথা বলার ধরন তেমনি গলার স্বর তেমনি ভিডিও উপস্থাপনা জাস্ট অসাধারণ কোন কথা হবে না মনে হচ্ছে সানডে সাসপেন্স শুনছি❤ আপনার বড় ভক্ত হয়ে গেলাম প্রথম দিনেই। ভালো থাকবেন
ভীষন ভীষণ ভীষণ সুন্দর লাগলো.... Storytelling নিয়ে তো obviously কোনো কথা হবেনা.... ওটা always THE BEST হয় । আর এইবার তোমার এই ডুয়ার্স ঘোরার experience টা দেখে মনে হলো যেনো আমিও তোমার সঙ্গেই ঘুরে এলাম ......কি দারুন ভাবে each & every little thing কে তুলে ধরেছো ভিডিও তে..... সত্যি করেই Speechless গো শঙ্খ দা.....যাই হোক অনেক অনেক ভালোবাসা রইলো....পরের ভ্লগের জন্য অধীর অপেক্ষায় রইলাম....❤❤❤
Thank you so much❤️🙏🏻 means a lot😊😊😊 tobe initial days e ami 14 dine akta debo vebechi go, nahole quality maitain kora khub chap😊 ami khub khunt khute, ektu somoy lage amr😊 tobe aste aste chesta korbo week e akta daoar. Totodin ektu dhoirjo dhoro? Apatoto prottek alternative friday te asbe video 😊
Amra may te gechilam.. Same gari and same guide amadero niye gechilen zero point obdi then buxa fort obdi trek kore firechilam... Sotti aj apnar video dekhe amar smriti gulo chokher samne jno vaschee
Next yr planning ache bike nie jaoar but jeta dekhlam r sunlam je buxa pore two wheeler nie jete dichena, tahole ki okhne char chaka korei ghurte hbe pls ektu information ta share korben?
বেশ কিছুদিন ধরে আপনার ব্লগ দেখছি - আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট - কিন্তু আমি Just আপনার কন্ঠস্বরের প্রেমে হাবুডুবু খাচ্ছি ৷ কি অসাধারণ আপনার বাচনভঙ্গী তার সাথে ঝকঝকে ছবির মতো দৃশ্যাবলী - একেবারে যাকে বলে ফাটাফাটি - Tvতে আপনাকে এতদিন দেখছিলাম কি যে ভালোবাসি আপনার ব্লগ দেখতে বলে বোঝাতে পারবোনা - । একটাই কমপ্লেন আমার এত দুর্গম এলাকায় আমাদের মত মানুষরা যেতে পারবো না ৷ তাই একটু আধটু আমাদের জন্যও ব্লগ বানান ভাই। শুধু আপনার ব্লগে কমেন্ট করবো বলেই এখানে সাবস্ক্রাইব করলাম ৷ দেখিকেমন উত্তর দেন ৷ একমন ভালোলাগা নিয়ে অপেক্ষায় রইলাম ৷ খুব ভালোবাসি আপনার ব্লগ আর আপনাকেও ৷ শাহরুখ পোজে যখন দাঁড়ান পাহাড় আর মেঘকে আড়াল করে মনটা পাহাড়ে যাবার জন্য হুহু করে ওঠে ৷ ভালো থাকবেন আর মেঘের চিঠি আমাদের মত তৃষ্ণার্ত চাতকের কাছে পৌঁছে দেবেন pl
Means a lot didi😊❤️❤️ khub anonod pelam apnar ei feedback pore. Ami obossoi chesta korbo sobar jnno vlog banate. Ami janina apni bangriposi, ghatshila, purulia vlog gulo dekhechen kina ba kurseong, beltar, egulo kintu chaile je keu jete parbe. Ar amy ebong amar gola ke atto ta valobasa deoar jnno onek onek dhonyobad. Amio valobasha janalam❤️😊😊😊🙏🏻
এত সুন্দর প্রকৃতির abase মনে হয় জন কোলাহল থেকে পালিয়ে নির্জন নিভৃতে বেশ কিছুদিন বাস করে যাই। upal bichano পথে chandni রাতে আমি যেনো একা হেঁটে চলেছি উদ্দেশ্য হীন ভাবে। sorry আপনাদের উপহার দেয়া vlog গুলো দেখলে যে কোনও মানুষ মোহিত হয়ে যাবে। আপনার vlog এ দিন দিন বড়ই দুর্বল হচ্ছি। অনেক ধন্যবাদ। 0:02 এগিয়ে চলার শুভেচ্ছা রইলো। পাহাড় কত না chala kola জানে, আপনাকে হাতছানি দিয়ে কাছে ডাকে athacha নিজে কেমন দূরে পালিয়ে যায়। এটাই তো পাহাড়ের kuhelika.
one of the most underrated Chanel. Your voice is perfect. One point I want to share with you is that you have to trim your vlogs a little. Your voice-over is excellent but your on-camera voice is also good so do a little bit more on-camera voice. I saw 7-8 vlogs continuously and already big fan of you.
Thank you 😊❤️ means a lot😊 amr main intention kintu golpo bola , vlog kora noy, manush ke virtually oi golper duniyay amar sathe niye jaoa, tai chesta kori on camera jotota kom rakha jay
Tomra bandipur forest ta ghure jeo ekhane jeta miss korle tar anek gun besi peye jabe, Bangalore e neme via Mysore & through Bandipur forest Ooty & Coonoor journey. Chaile Bandipur forest er vetor 1 ta raat katateo paro.
খুবই সুন্দর। দেখে ভাল লাগলো। যেতে ইচ্ছা করছে। একটা প্রশ্ন করি, নিজের গাড়ি নিয়ে কি জিরো পর্যন্ত গিয়ে ওখানেই গাড়ি রেখে লেপচা খা যাওয়া সম্ভব? আমি দুই দিন লেপচা খা তে থাকতে আগ্রহী।
Ai series er Prothom Episode er motoi aro ekta pranobonto Episode. Mon bhore dekhlam ar dekhalam barir sokol ke. Aashole, aki jaiga karo bhalobashar choaai maayabi hoye othe, ar karo tacchille hoye jai feeke. Tomar sporshe airakam bhabei prokriti seje uthuk notun ronge.
Thank you so much dada❤️ barir sobar kemon laglo? Vsn vlo lglo jene je tomar eto valo legeche je sobar sathe dekhle! Prokriti chara amader ar ache ki bolo! Aktai chesta thake amr prokritir sathe ekatto hoar chesta. Ota nahole vlobasa somvb noy. Asole onekei ticklist mark korar jnno douray, onuvb korena😊 pray koro jate ei vabe onubhab ta korte pri
Nischoi Bhai, ai bhabei aagami din gulo te notun notun moto/travel blog niye esho.
Sankho da just osadharon ❤❤🙇
Thank you so much re vai❤️❤️🫂
যথারীতি অপূর্ব! Waiting for the next episode...
Thank you so so much vai❤️❤️❤️
Ank valo dada nijar district ar jaiga eavabe dakha ank valo laglo drone short fata fati ❤🫶 🕊️
Thank you so much vai❤️😊tomra khub lucky erokom sundor akta jaygai tomra thako❤️ pashe theko🙏🏻
Darun Dada khub bhalo
Kono trip a hole bolo jabo
Thank you so much❤️❤️ trip to hotei thakbe😊 join kore jeo
ভীষণ রকম মনমুগ্ধকর....❤
❤️❤️❤️❤️ dhonyobad
Khub valo laglo ❤
❤️❤️❤️❤️
Ki osadharon visuals😍 r ter sathe darun story telling from the host, erpor dooars gele nischoi Lepchakha jabo❤
ভালোবাসা নিস ❤️😊 খুব ভালো থাকিস, আর এভাবেই সাপোর্ট করিস 😊
Nice.. very nice 🎉 Amio akjon Dooars lover
❤️❤️❤️❤️❤️
2 দিনে সবকটা ভিডিও দেখে ফেললাম। আপনার ব্লগ গুলো যেমন চোখের আরাম, তেমন শ্রুতিমধুর।
Aree thank you so much😊❤️❤️
Nostalgia আনলিমিটেড ! নিজের জায়গা এভাবে দেখা...এত যত্ন করে বানিয়েছ...মন ভরে গেল ❤
ড্রোন শট ফাটাফাটি 👌🏼
Piyal di ❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 sotti e tomar theke feedback pele amr sob somoy vison vlo lage! Confidence pai ❤️❤️🙏🏻 tobe eta tomar jaiga jantam na to!!!
শঙ্ক বাবু , ধন্য তোমার জীবন। বাইক নিয়ে ভ্রমণ রোমাঞ্চকর এবং রোমান্টিক। অসাধারণ বর্ননা অসাধারণ কথা ভয়েস, সুন্দর সাজানো গোছানো। 👌👌💝💚💞
Thank you dada😊❤️❤️❤️
quality content, bes mon bhalo kora.
Thank you so much❤️ means a lot❤️ mon vlo hole, video banano sarthok❤️🙏🏻 pashe theko😊
Eto sundor kre golper moto Kore travel vlog prothom dekhchi ❤
Thank you re megha❤️❤️❤️ purota dekhe janabi
Sir darun ❤❤❤❤
Thank you sir❤️🙏🏻
তোমার গান মুগ্ধ করার মতন দাদা 💕💕।। শুধু তোমার জন্য আমার হেরে গেলাম গানের লড়াইতে ।
আশা করি আবার দেখা হবে ❤ । খুব ভালো লাগলো ।
Thank you ❤️ but ami aka kichui na, purotai Team game! Ami amr teamer hoye lorechi sudhu! Tomrao darun lorecho❤️😊 ar nischoi abar dekha hbe❤️
@@MeghpeonerVlog all credit goes to you dada. Darun Gaan Koro Tumi 💕.. God bless.. erokom sundor vlog diye jaoo .. eetu eetu gaan o dio 🫰
আচ্ছা মাঝে মাঝে গান শোনাবো nahoy😊😊 তবে তোমরাও কিন্তু ঘোরা থামিওনা ! আর বন্ধুত্ব অটুট রেখ ❤️ তোমরা লাকি তোমাদের এরকম একটা বন্ধু মহল আছে ❤️
সত্যিই দাদা আমি অনেক ট্রাভেল ব্লগ দেখেছি। কিন্তু দাদা তোমার মত এই সুন্দর ভয়েস দিয়ে গল্পের মতো করে ট্রাভেল ব্লগকে উপস্থাপন করা সত্যিই দাদা এক কথায় আমার তোমার এই সুন্দর ভয়েস এর sathe ব্লগ দেখতে আমার অনবদ্য লাগে ❤❤❤
অনেক ধন্যবাদ ভাই❤️ যেকোনো কনটেন্ট ক্রিয়েটর তোমার মতো শ্রোতা বা দর্শক পাওয়া জন্য মুখিয়ে থাকে! পাশে থেকো শুধু ❤️😊 চেষ্টা করবো আরও ভালো ভালো গল্প উপহার দেওয়ার 😊 আমার তো গল্প বলাই কাজ!
গল্প চলতে থাকুক।। আজকের এই এপিসোড তোমার মত আমি এমং আমার বাচ্চারা মনের মণিকোঠায় বসিয়ে রাখব।। তোমার গল্প বলার বিশেষত্ব কি বলোতো? পুঙ্খানুপুঙ্খ বিবরণী যার জন্য এই ভিডিও জীবন্ত হয়ে ওঠে, মনে হয় আমিও আছি তোমার সাথে ওই প্রকৃতির মাঝখানে।। চালিয়ে যাও শঙ্খ ব্রাদার।। আমাদের মত অসংখ্য গুণমুগ্ধরা তোমার সাথে আছি।।
Thank you so much dada❤️ oder ke amar ador dilam ar tomay pronam🙏🏻❤️ tomra evabe valobashle thambo ki kore! Chalate to hbei😊
মুগ্ধতায় ডুবে যাচ্ছে মন। অনেক অনেক ভালো লাগছে আর travel করার ইচ্ছে টা বহুগুণ বাড়িয়ে দেওয়া বর্ণনা অতুলনীয় করে তুলছে ভাই তোমার vlog। অনেক অনেক দুর যাবে তুমি প্রার্থনা রইল
Mone Hche Sunday Suspense Sunchi 🤧
Thank you❤️❤️🙏🏻 boro compliment❤️😊😊
খুব সুন্দর ।যাওয়ার ইচ্ছা রইল
খুব সুন্দর দাদা... তোমার চোখ দিয়ে উপভোগ করছি...🥰
❤️😊🙏🏻🙏🏻
Path chalar drisyo abong prokritir barnona sune monta valo hoye gelo
❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
আগের দেখা সব চ্যানেল ভুলে যেতে হবে যদি কেউ একবার "Meghpeoner Vlog" দেখে ফেলে। দারুন। অনবদ্য উপস্থাপনা।
অনেক বড় compliment দিলেন দাদা🙏🏻❤️ অনেক বড় পাওয়া, চেষ্টা করবো এই ভালোবাসা এই ভরসার মর্যাদা দিতে🙏🏻
খুব সুন্দর বাচনভঙ্গি। খুব ভালো লাগলো।
Thank you so much🙏🏻❤️
আলাদাই ❤🔥
Thank you so much❤️❤️🙏🏻 pashe theko vai 😊
❤❤ মনোমুগ্ধকর
Thank you so much❤️❤️❤️ means a lot🙏🏻
The quality is unmatched ❤
Means a lot❤️❤️ onek boro compliment ❤️🙏🏻🙏🏻
আমি বেশ কিছু Travel Vlog দেখেছি তবে আপনার Vlog গতকাল (19.09.24) হঠাৎ করেই you tube এ খুঁজে পেলাম। আপনার কন্ঠস্বর ও বাচনভঙ্গি সত্যিই অসাধারণ। আপনি যেভাবে অফবিট স্পটগুলি দেখাচ্ছেন
মন ভরে যায়। খুব ভালো লাগছে
Thank you so much😊❤️❤️❤️ means a lot
Really it's a heaven
Yess it is😊❤️
খুব ভাল লাগল ৷
Thank you 😊❤️
খুব ভাল লাগল
Thank you❤️
তোমার কন্ঠস্বর অপূর্ব। ব্লগে র ছবি ওবিবরণ অনন্য। অদূর ভবিষ্যতে তোমার ব্লগ খুবই জনপ্রিয় হবেই হবে।
অনেক ধন্যবাদ ❤️🙏🏻 ভালবাসা নিও আর এভাবেই পাশে থেকো 😊😊
ভীষণ ভালো ভিডিও এবং ভালো বাঙলা বলার জন্য আমি তোমার ভিডিও দেখবো ভাই । ভালো থেকো ।
Thank you so much❤️ পাশে থাকবেন এভাবেই 🙏🏻
Museum ta sundar
Hya dada ami ager bar gechilam! Local musium sei jaigar history ke represent kore to
Thik
R sotti apnar upossthapona khub e sundor
Onek dhonyobad❤️ pashe thakben kintu
আমার ঘরের পাশের দুটো অভিনব সুন্দর জায়গা দুর্দান্ত ভাবে বর্ননা করা অভিনন্দন যোগ্য। চালিয়ে যাও ভাই।
Thank you dada❤️😊🙏🏻
Nice voice.lovely vlog
Thank you so much ❤️❤️❤️
Hello sanket da...ank din por unexpectedly dekhlam tomake ei video te...
NO doubt Sanket da is a nice and responsible person... Enjoy your videos..
ভীষণ ভালো লাগলো, আর তোমার গল্প বলার স্টাইল টাও খুবই সুন্দর।। আর সব চাইতে যেটা আকর্ষণীয় সেটা তোমার ভয়েস.... জবাব নেই ❤
অনেক অনেক ধন্যবাদ দাদা🙏🏻🙏🏻❤️❤️❤️ আশীর্বাদ করবেন😊
Darun,,,,darun,,,,darunnn,,,khub sundor.....
Thank you so much dada❤️❤️❤️
Ki darun laglo dada ❤.
Thank you so much❤️❤️ pashe theko vai🙏🏻🙏🏻
Vlog khub bhalo..Sob jongol noshto hoye geche .. sad state of affairs
Thank you❤️ hya amr khub kharap lgchilo oi agun dhorano dekhe
Ami gechi ,Osadharon Jaiga
Akdm❤️
khub valo laglo tomar ae blog sai Lepchakha tay ganar surar katano night sai anondo ajo monay pora thank you amadar join korar jonno😊
Pleasure is all mine brother ❤️ tomrai apon kore niyechile 🙏🏻❤️
অসাধারণ গল্প বলা ভাই ❤, প্রতিটি মুহূর্ত উপভোগ্য এবং মধুর স্মৃতি কে উস্কে দেওয়া। কেমন যেন একবছরও হয়নি হঠাৎ উস্কে দিলে.... কেমন যেন মন ছুটে গেলো সেই সুদূরে খটখটে জয়ন্তীর তীরে.... বর্তমানে আর মোবাইলে দেখছি না ভাই বরং টিভিতে না দেখলে মন ভরছে না... গত বছরের আমার ডুয়ার্স ট্রিপ টাও সম্পূর্ণ টা আমার এক সোশ্যাল মিডিয়ার ভাই করিয়েছিল, ও যদিও আত্মার টানে আত্মীয় আদৌ রক্তের সম্পর্কে নয় কিন্তু অনেকটাই মিল পেলাম সংকেত দা কে দেখে 😊❤। মেঘপিওনের জন্য আন্তরিক শুভেচ্ছা ❤।
Thank you so much😊❤️🙏🏻🙏🏻🙏🏻
Travel vlog dekhte khub valo lage... Banglar oneker tare dekhi.. Kintu Apnar vlog gulo aladai.. Btw apnar golar voice tau khub sundor
Thank you so much❤️❤️🙏🏻
2015 te ge6ilm University er sir r friends der sathe excursion e ato bochor por sei jaiga gulo dekhe darun laglo....sathe dada tomar bachonvongi osadharon 👌👌
অনেক ধন্যবাদ❤️🙏🏻🙏🏻
Chokh bandho kore apnr galpo bola sunte darun lage..mone hoy jeno Sunday suspense sunchi
Jaihok apni galpo bolte paren r tour o conduct korte paren....apnr video gulo mone hoy jeno ami okhanei achi travel korchi apnr sathe...uffffff darun darun...eto sundor vabe prokritike tule dhorechen...opurbo
Abaro thank you❤️😊
@@MeghpeonerVlog U R WELCOME....Tobe ami just fan hoye gachi tomr....soja apni theke tumi te ,,kichu mone koro na....Tobe agami dine onk egiye jao setai chai
@@soumibasak8669 evabei pashe theko tomra! Tomader aathe niyei egote hbe, aka aka poth chola boro kothin je!
@@MeghpeonerVlog obossoi songe achi✋
Nice story.
Thank you! 🙂
As always 😍💯
❤️❤️❤️🫂🫂
Darun video ❤❤
Thank you❤️ purota dekhle?
@@MeghpeonerVlog haa dada khub bhalo laglo jaiga ta...sadharonoto ei sob jaigar video khub kom RUclips e tarpor abr bangali video....erom series kore jeo
Thank you once again❤️
Dada koto taratari tomar subscriber 100k hbe dekhar janno oppkhai roiral 🎉❤
Means a lot vai❤️❤️🙏🏻🙏🏻 evabei support koro🙏🏻❤️ onek onek valobasa tomay
You are amazing brother
Thank you so much didi❤️🙏🏻
Love you brother from Assam❤
Love from kolkata vai❤️❤️🙏🏻🙏🏻 pashe theko evabei❤️❤️
Bondhu tumi ghoro er ami sudhu dekhbo welcome to next vlog darun lage amar
❤️❤️🙏🏻🙏🏻 pase theko sudhu 😊😊
dada tmr vlog er color grading , editing and storytelling amazing
Thank you😊❤️❤️🙏🏻
Sotti apnar presentation osadharon r apnar voice
Thank you so much❤️❤️ pashe thakben sudhu 🙏🏻🙏🏻😊
darun laglo dada ki sundor voice kub valo laglo, ami o aber suru korbo bike koray gora help korben pls
❤️❤️
সত্যি বলতে অনেক ব্লগ দেখেছি কিন্তু এই অনন্য সুন্দর যেমন কথা বলার ধরন তেমনি গলার স্বর তেমনি ভিডিও উপস্থাপনা জাস্ট অসাধারণ কোন কথা হবে না মনে হচ্ছে সানডে সাসপেন্স শুনছি❤ আপনার বড় ভক্ত হয়ে গেলাম প্রথম দিনেই। ভালো থাকবেন
ভীষণ বড় প্রাপ্তি! আমি আপ্লুত! ভালো থাকবেন, পাশে থাকবেন🙏🏻❤️
@@MeghpeonerVlog Nischoi❤️
ভাল লাগলো ব্লগটা।
Thank you😊
এতো সুন্দর বর্ণনা, কাব্যিক। অসাধারণ ভাই। এরকম গল্প চলতে থাকুক। অনেক ভালোবাসা 🩵
Thank you❤️😊
Uttarakhand er kichu offbeat place er apnar presentation er jonno wait korlam….khub sundor legeche…mon bhalo kore deoa golpo…
চেষ্টা করবো দাদা, সব প্ল্যান এ আছে, ধীরে ধীরে সব করবো। পাশে থেকো শুধু, আমি আমার ২০০% দেওয়ার চেষ্টা করছি । নতুন চ্যানেল তো সাপোর্ট চাই 😊
Fantastic dada
Thank you❤️
Darun bhalo laglo
Thank you didi❤️🙏🏻
অসাধারণ লাগলো ভাই...❤
Thank you once again🙏🏻🙏🏻❤️❤️❤️
আলিপুরদুয়ার আমার শশুর বাড়ি , আমি বক্সা গেছেও কিন্তু লেপচাখা যায়নিvdo valo laglo
❤️❤️❤️
দারুন
Thank you❤️
Ami aajke tomar video dekhlam prothom, khub sundor presentation. Khub valo laglo. Tomar sathe eksathe ekta trip korar ichche thaklo, amar o ekta choto khato channel ache.
Thank you so much 🙏🏻 Nischoi trip hobe dada❤️ tobe choto khanto channel kno bolchen, jara traveller tader kache travelling tai to main!
ভীষন ভীষণ ভীষণ সুন্দর লাগলো.... Storytelling নিয়ে তো obviously কোনো কথা হবেনা.... ওটা always THE BEST হয় ।
আর এইবার তোমার এই ডুয়ার্স ঘোরার experience টা দেখে মনে হলো যেনো আমিও তোমার সঙ্গেই ঘুরে এলাম ......কি দারুন ভাবে each & every little thing কে তুলে ধরেছো ভিডিও তে.....
সত্যি করেই Speechless গো শঙ্খ দা.....যাই হোক অনেক অনেক ভালোবাসা রইলো....পরের ভ্লগের জন্য অধীর অপেক্ষায় রইলাম....❤❤❤
Thank you so much রে ভাই ❤️❤️ ভালোবাসা নিস ❤️❤️ পরের ভ্লগ next to next friday আসবে 😊❤️
আমি মা আর আমার দাদা মিলে দেখলাম। দাদাইউটিউব চ্যানেলটা খুঁজে দিল ।
Thank you❤️🙏🏻 kemon laglo video?
@@MeghpeonerVlog ❤️❤️❤️ tomr vedio bhalo legeche tomi koty tako ? Tomr number pawa jabe 🙂
Dada tomer voice taa khub sundor ❤️❤️
Thank you so much❤️❤️😊 pashe theko vai❤️
দারুন লাগলো ভাই
Thank you dada❤️
প্রথম ভিডিও দেখেই খুব কম চ্যানেল ভালো লেগেছে.তার মধ্যে এটি অন্যতম ❤
অনেক ধন্যবাদ❤️ সময় করে বাকি ভিডিও গুলোও দেখে জানবেন, কেমন লাগল😊 ফিডব্যাক এর অপেক্ষায় থাকব । পাশে থাকবেন 🙏🏻
খুব ভালো লেগেছে দাদা 🇧🇩
Thank you once again😊❤️
Darun ❤️
Thank you😊❤️
Excellent
Thank you so much 😀
Tomar voicer jonno subscribe korlam.
Thank you so much dada❤️❤️🙏🏻🙏🏻
Ekdom pashe thakbo
❤️❤️🙏🏻 valobasa neben
sunday suspense sune jemon nijer jogot toiri kore neoa jai , temon tomar vlog na dekhleo tomar voice suneo tomar sathe ghure nite pari 😊😇🤗
Thank you😊❤️🙏🏻
❤❤arey ai toh amra❤❤
তোমাদের ছাড়া লেপচাখার মেমরি অসম্পূর্ণ । তোমরা তো থাকবেই ❤️
সত্যিই অসাধারণ লাগলো ❤❤
এভাবে গল্পের আকারে ভ্রমণ, যেনো মনেহচ্ছে তোমার সাথে আমিও ঘুরছি🥹🥹😍😍
এভাবেই এগিয়ে যাও। দরকার নাই সপ্তাহে 3 4 তে ভিডিও, মাসে 4 টা ভিডিও এলেও হবে, এরকম পরিপাটি ভিডিও সত্যিই খুব কমই পাওয়া যায় 😊😊😊😊😊😊😊😊😊
Thank you so much❤️🙏🏻 means a lot😊😊😊 tobe initial days e ami 14 dine akta debo vebechi go, nahole quality maitain kora khub chap😊 ami khub khunt khute, ektu somoy lage amr😊 tobe aste aste chesta korbo week e akta daoar. Totodin ektu dhoirjo dhoro? Apatoto prottek alternative friday te asbe video 😊
Very good keep up bro.
Thank you so much❤️❤️🙏🏻
Amra may te gechilam.. Same gari and same guide amadero niye gechilen zero point obdi then buxa fort obdi trek kore firechilam... Sotti aj apnar video dekhe amar smriti gulo chokher samne jno vaschee
Sune apluto holam😊❤️🙏🏻🙏🏻
@@MeghpeonerVlog dada parle rishop tar video korun.. Khub e santo ebong relaxing jayga.. R apnar voice a golpo sunte aro besi valo lagbe 😌
Darunn
❤️❤️ thank you
Darun vlog❤
audio ar cinematography dekhle mone hochhe okhanei achi.
🫂🫂 thank you vai❤️❤️❤️
খুব সুন্দর। খুব ভালো লাগলো।
Thank you ❤️🙏🏻
Sudhu ekbar vabchi ei jaiga gulo borsha kale ki voyonkor rokom sundor hobe😍😍😍😍
Onoboddo lage borshay!!! Duars notun jibon pay borshay ❤️❤️
Ese gechi gilbo bole ,mone hocche abar dooars jetei hobe,Akbar giyechilam tobe train e ebochor dubar Darjeeling,ekbar mayapur ar ekbar puri giechi, previous ami Gangtok,nathula,changu,baba mandir giechi tobe ebar mone hoi dooars😊😊😅😊😊😊😅😊😊😊 please continue 😊😊😊😊😊😊😊
Means a lot dadA❤️ evabei pashe theko😊 hya continue to korboi❤️😊
সত্যি সুন্দর ভিডিও গুলো
Thank you 😊❤️
Next yr planning ache bike nie jaoar but jeta dekhlam r sunlam je buxa pore two wheeler nie jete dichena, tahole ki okhne char chaka korei ghurte hbe pls ektu information ta share korben?
Hyaa 4 chaka allowd only. Sekhetre apnar vehicle permit koriye nilei kono somossa thakbena😊 ei muhurte 480 taka kore permit
@@MeghpeonerVlog thank you dada
@@somshouse3022 welcome😊
বেশ কিছুদিন ধরে আপনার ব্লগ দেখছি - আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট - কিন্তু আমি Just আপনার কন্ঠস্বরের প্রেমে হাবুডুবু খাচ্ছি ৷ কি অসাধারণ আপনার বাচনভঙ্গী তার সাথে ঝকঝকে ছবির মতো দৃশ্যাবলী - একেবারে যাকে বলে ফাটাফাটি - Tvতে আপনাকে এতদিন দেখছিলাম কি যে ভালোবাসি আপনার ব্লগ দেখতে বলে বোঝাতে পারবোনা - । একটাই কমপ্লেন আমার এত দুর্গম এলাকায় আমাদের মত মানুষরা যেতে পারবো না ৷ তাই একটু আধটু আমাদের জন্যও ব্লগ বানান ভাই। শুধু আপনার ব্লগে কমেন্ট করবো বলেই এখানে সাবস্ক্রাইব করলাম ৷ দেখিকেমন উত্তর দেন ৷ একমন ভালোলাগা নিয়ে অপেক্ষায় রইলাম ৷ খুব ভালোবাসি আপনার ব্লগ আর আপনাকেও ৷ শাহরুখ পোজে যখন দাঁড়ান পাহাড় আর মেঘকে আড়াল করে মনটা পাহাড়ে যাবার জন্য হুহু করে ওঠে ৷ ভালো থাকবেন আর মেঘের চিঠি আমাদের মত তৃষ্ণার্ত চাতকের কাছে পৌঁছে দেবেন pl
Means a lot didi😊❤️❤️ khub anonod pelam apnar ei feedback pore. Ami obossoi chesta korbo sobar jnno vlog banate. Ami janina apni bangriposi, ghatshila, purulia vlog gulo dekhechen kina ba kurseong, beltar, egulo kintu chaile je keu jete parbe. Ar amy ebong amar gola ke atto ta valobasa deoar jnno onek onek dhonyobad. Amio valobasha janalam❤️😊😊😊🙏🏻
@MeghpeonerVlog উত্তর পেয়েছি খুব আনন্দ হচ্ছে🤓
এত সুন্দর প্রকৃতির abase মনে হয় জন কোলাহল থেকে পালিয়ে নির্জন নিভৃতে বেশ কিছুদিন বাস করে যাই। upal bichano পথে chandni রাতে আমি যেনো একা হেঁটে চলেছি উদ্দেশ্য হীন ভাবে। sorry আপনাদের উপহার দেয়া vlog গুলো দেখলে যে কোনও মানুষ মোহিত হয়ে যাবে। আপনার vlog এ দিন দিন বড়ই দুর্বল হচ্ছি। অনেক ধন্যবাদ। 0:02 এগিয়ে চলার শুভেচ্ছা রইলো। পাহাড় কত না chala kola জানে, আপনাকে হাতছানি দিয়ে কাছে ডাকে athacha নিজে কেমন দূরে পালিয়ে যায়। এটাই তো পাহাড়ের kuhelika.
অনেক অনেক ভালোবাসা নেবেন❤️ আশীর্বাদ করবেন 🙏🏻 সত্যি পাহাড় জলজ্যান্ত কুহেলিকা❤️
one of the most underrated Chanel. Your voice is perfect. One point I want to share with you is that you have to trim your vlogs a little. Your voice-over is excellent but your on-camera voice is also good so do a little bit more on-camera voice. I saw 7-8 vlogs continuously and already big fan of you.
Thank you 😊❤️ means a lot😊 amr main intention kintu golpo bola , vlog kora noy, manush ke virtually oi golper duniyay amar sathe niye jaoa, tai chesta kori on camera jotota kom rakha jay
❤❤❤❤❤❤
❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
Flood na landslide ?
Flood theke landslide
Tomra bandipur forest ta ghure jeo ekhane jeta miss korle tar anek gun besi peye jabe, Bangalore e neme via Mysore & through Bandipur forest Ooty & Coonoor journey. Chaile Bandipur forest er vetor 1 ta raat katateo paro.
Nischoi jabo
Vai apnar channel er category ki diyechen vai please bolben❤❤
Travel dada😊
Nice
❤️🙏🏻
খুবই সুন্দর। দেখে ভাল লাগলো। যেতে ইচ্ছা করছে। একটা প্রশ্ন করি, নিজের গাড়ি নিয়ে কি জিরো পর্যন্ত গিয়ে ওখানেই গাড়ি রেখে লেপচা খা যাওয়া সম্ভব? আমি দুই দিন লেপচা খা তে থাকতে আগ্রহী।
Hyaa 4 chakar permit ache 2 chakar nei 😊 thank you ❤️😊😊
আচ্ছা ডুয়ার্স এ শীতকালে কি রকম থাকে? আকাশ পরিষ্কার থাকে ওই সময়?
দারুণ লাগবে ❤️ ডুয়ার্স সব ঋতুতেই দারুণ, শীতে খুব মনোরম