নেতাজির ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যে প্রচার করেছে তাঁর পরিবার : ড: জয়ন্ত চৌধুরী

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 июл 2022
  • #netaji #subhashchandrabose #gumnami

Комментарии • 373

  • @dipakroy6091
    @dipakroy6091 Год назад +51

    আমর দাবী অন্তত, কলকাতা বা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে , মাস্টার ডিগ্রী তে নেতাজী সুভাষ চন্দ্র বসু কে নিয়ে পড়ানো হোক,, এবং নেতাজী র উপর রিসার্চ (ph, d,) করার সুযোগ চালু করা হোক,,, যেমন অনেক বিশ্ব বিদ্যালয়ে কার্ল মার্কস কে নিয়ে মাস্টার্স কোর্স করার সুযোগ আছে।।।।

    • @parthasarathimondal3773
      @parthasarathimondal3773 6 месяцев назад

      Class ফাইভ থেকে নয় ক্যানো?

    • @foodybangaliaranu6661
      @foodybangaliaranu6661 5 месяцев назад +2

      ​@@parthasarathimondal3773 Karon class 5 means 10-11yr old oto kom boyose netaji ke bojhar khomota Karur hoyna...tokhon netaji is a national hero eituku janai more than enough

    • @sunandabandyopadhyay5332
      @sunandabandyopadhyay5332 5 месяцев назад

      @@foodybangaliaranu6661 তাহলে গাঁধী কি করেছে নেড়ু কি করেছেন যে ছোট থেকে তাদের নাম পড়ানো হচ্ছে ? বাহানাবাজী আর নেতাজীর নাম নিয়ে বদমাইশি করার আর জায়গা পাননি ????

  • @MdHassan-us4pz
    @MdHassan-us4pz Год назад +31

    সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভারতীয় আমাদের নেতাজী, তাঁর প্রতি জানাই অশেষ শ্রদ্ধা। হি ওয়াজ লাইক আলেকজান্ডার দ্য গ্রেট।

    • @tarunkumarbarman8294
      @tarunkumarbarman8294 Год назад

      D9337 D9337

    • @anikatasneem5019
      @anikatasneem5019 Год назад

      Right. I also think of Bose just like our Bongobondhu. We call Bongo bondhu the same.

    • @daydreamer163
      @daydreamer163 2 месяца назад

      আলেকজান্ডারের লক্ষ্য ছিল ক্ষমতা দখল ।আর নেতাজি অখন্ড ভারতবর্ষের মানুষদের কল্যাণ করতে চেয়েছিলেন

  • @iamforallandalltheaffairs728
    @iamforallandalltheaffairs728 9 месяцев назад +10

    প্রণাম ডঃ জয়ন্ত দা নেতাজী সম্পর্কিত সত্য তার অনুরাগীদের কাছে তুলে ধরার জন্য।❤

  • @kri972
    @kri972 7 месяцев назад +9

    ড: জয়ান্ত বাবুর প্রচেষ্টার ফল প্রকাশ করে দেশের মানুষকে সত্যের মুখদেখিয়েছেন, আমারা নব প্রজন্ম গর্বীত, জয়ান্ত বাবুকে ধন্যবাদ প্রনাম জানাই, নেতাজী সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ জয়গুরুদেব নামপ্রভুকা, জয় হিন্দ ❤❤

  • @avijeetdas2460
    @avijeetdas2460 Год назад +12

    আমি সত্যিই খুব আনন্দিত কারন আমি জীবনে ড: জয়ন্ত চৌধুরি কে শিক্ষক হিসেবে তার সান্নিধ্য পেয়েছি। আমি একটা ছোট তথ্য দিতে চাই খিদিরপুর সার্বজনীন দূর্গোৎসব এবং খিদিরপুর আনন্দময়ী দরিদ্র ভান্ডারে সাথে নেতাজী যুক্ত ছিলেন সরাসরি রূপে।

    • @sumitagupta9005
      @sumitagupta9005 Год назад +2

      সুভাষচন্দ্র বসু "বাগবাজার সার্বজনীন"-ক্লাবের সভাপতি ছিলেন, তাছাড়া, তিনি "সিমলা ব‍্যায়াম সমিতি"-র সভাপতি হয়েছিলেন ।

  • @sanjitdebnath7255
    @sanjitdebnath7255 2 года назад +36

    নেতাজী সুভাষচন্দ্র বসু সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ দেশ প্রেমিক তথা মাতৃভূমি প্রেমিক!তাই, ভারত তথা বিশ্ববাসী তাঁকে সবসময়ের জন্যে স্মরণে রাখতে ভারত উপমহাদেশের রাজধানী নিউ দিল্লিকে এনএস দিল্লী হিসেবে ঘোষণা দেওয়া একান্ত আবশ্যক! ধন্যবাদ। --- আজাদ হিন্দ সমিতি।

    • @anindyasengupta9312
      @anindyasengupta9312 Год назад +1

      And hind samiti r details ektu Deben pl. Very interesting.

    • @pathasarathikundu3260
      @pathasarathikundu3260 Год назад +1

      একদম ঠিক কথাই বলেছেন আপনি।নমস্কার জানাই।

    • @sanjitdebnath7255
      @sanjitdebnath7255 Год назад

      ধন্যবাদ। আজাদ হিন্দ সমিতি হয়তো সময়ের ডাকেই বিগত ২০১৬ সালে আগরতলায় গঠিত হয় এবং কিছু কথা বলা ও কাজ করার চেষ্টা করছে মাত্র!

    • @Monojitdas-wp3qd
      @Monojitdas-wp3qd Год назад

      কে করবে? গুটকা কোর রা? ভারত হিন্দুস্তান হচ্ছে ।আর কেউ কেউ এখনও দিবাস্বপ্ন দেখছে। দিল্লির রাজপথে স্ট্যাচু সব আই ওয়াশ।

    • @debashisrouth9539
      @debashisrouth9539 3 месяца назад

      Actually netaji is father of the nation
      ,not Mahatma Gandhi.

  • @surupasaha6124
    @surupasaha6124 2 года назад +20

    খুবই সাহসী সাক্ষাৎকার, আন্তরিক সাধুবাদ জানাই শ্রদ্ধেয় জয়ন্তবাবু ও কুনাল বাবু আপনাকে। জয়হিন্দ, জয়তু নেতাজি।🙏🙏🙏

  • @sugeetgupta3161
    @sugeetgupta3161 Год назад +70

    কুণাল বাবু, আপনাকে আমার নমস্কার। আপনার প্রায় প্রতিটি প্রতিবেদন আমি অত্যন্ত আগ্রহের সাথে দেখি। এই ভিডিওটি দেখতে গিয়ে একটা জিনিষ আমি লক্ষ্য করলাম যে, জয়ন্ত বাবু যতবারই আপনার প্রশ্নের উত্তরে স্বতস্ফূর্তভাবে দিতে যাচ্ছেন, ততবারই আপনি তাকে বাধা দিচ্ছেন, আপনি সম্পূর্ন অন্য প্রশ্ন করছেন, তাকে অন্য প্রসঙ্গে নিয়ে যাচ্ছেন। এমনটা করবার কারণ কি? তাকে না থামালে কি আপনার এই ভিডিও দীর্ঘ্য হয়ে যাবে, সেই ভাবনা থেকে আপনার তাকে থামিয়ে দেওয়া? আমার মনে হয়েছে অনেক কিছু তিনি নেতাজী সম্বন্ধে বলতে চেয়েছিলেন, কিন্তু আপনার বাধাদানের জন্য তিনি তা বলতে পারেননি। আপনার যদি তেমনটাই মনে হয় তাহলে এই এপিসোডটা আপনি দুই ভাগে আপলোড করতে পারতেন। আর যাই হোক, নেতাজী বিষয়ে জানবার আগ্রহ মানুষের রয়েছে, হোক না তার পরিধি আরো একটু বিস্তৃত। পরের বারে যদি একটু বিষয়টা নিয়ে ভাবেন তাহলে আমরা উপকৃত হব।

    • @sumitagupta9005
      @sumitagupta9005 Год назад +16

      কুণাল বাবু আপনাকে অনুরোধ করছি please ডঃ চৌধুরীকে কথাটা শেষ করতে দিন, মাঝখানে প্রশ্ন করে কথাটাকে আটকে দেবেন না।

    • @tamalbasak244
      @tamalbasak244 Год назад +11

      কুণালবাবুর উদ্যোগ, নিষ্ঠা, সদিচ্ছার কোনো তুলনা নাই। কিন্তু গবেষকের বক্তব্য শোনার ক্ষেত্রে ধৈর্যের দিকটা আপনাকে আরেকটু দেখতে হবে। জয়ন্তবাবু একজন পণ্ডিত ব্যক্তি। ওনার বিশ্লেষণ একশো শতাংশ শোনার ধৈর্য আপনাকে দেখাতেই হবে কুনালবাবু। আপনার পরিশ্রম সার্থক হোক। এই কামনা করি।

    • @70mmscreenmedia2
      @70mmscreenmedia2 Год назад +4

      ঠিক বলেছেন

    • @70mmscreenmedia2
      @70mmscreenmedia2 Год назад +9

      @@sumitagupta9005 আপনি ঠিকই বলেছেন... কথাটা পুরো হওয়ার আগেই next প্রশ্ন করা ঠিক না

    • @sumanamallick2222
      @sumanamallick2222 Год назад +3

      @@sumitagupta9005 ji

  • @linux4samir
    @linux4samir Год назад +8

    কুণালবাবুকে ধন্যবাদ নেতাজি রহস্য সন্ধানে এভাবে ব্রতী হওয়ার জন্য ৷ আর ডঃ জয়ন্ত চৌধুরী কে আমি বয়সে অনেক বড় হয়েও শ্রদ্ধা করি ৷ গত শতকের নয়ের দশকের প্রথমার্ধে আমি বর্তমান পত্রিকার উত্তর সম্পাদকীয় প্রবন্ধে ওঁর লেখা বারাসাতের কাছে নীলগঞ্জে রাতের অন্ধকারে আজাদ হিন্দ ফৌজের দেশপ্রেমীক সৈন্যদের গনহত্যা করার কাহিনী পড়তে পড়তে কেঁদে ফেলেছিলাম ৷ এতই মর্মস্পর্শী ছিলো সেই প্রবন্ধটা ৷ সেই প্রবন্ধটার পেপার কাটিংটা আমি হারিয়ে ফেলেছি ৷ ও প্রবন্ধটার পেপার কাটিং এর ছবি যদি কেউ দিতে পারেন আমি কৃতজ্ঞতাপাশে আবদ্ধ থাকবো ৷ যাই হোক সেই ঘৃণ্য গনহত্যা জওহরলাল নেহরুর জ্ঞাতসারেই যে হয়েছিলো এবং সেই ঘটনা যে তিনি ধামাচাপা দিয়েছিলেন তার পরোক্ষ প্রমাণ অনেক আছে ৷ একজন আমাকে সেই প্রবন্ধটার একটা কপি টেক্সট হিসাবে পাঠিয়েছিলো কিন্তু সেটা আমার এডিটেড মনে হয়েছিলো ৷ কংগ্রেস নেতৃত্বের ভূমিকা তাতে গোপন করা হয়েছিলো ৷

  • @tathagatadeb175
    @tathagatadeb175 Год назад +20

    আলোয় আলোয় ভরিয়ে দিন।
    আমরা সত্য জানার জন্য ছটফট
    করছি🙏🏼

    • @Gayatree-bf8jv
      @Gayatree-bf8jv 10 месяцев назад +1

      Khub valo laglo,Amra netaji k antor theke valobasi,

  • @subirroy9778
    @subirroy9778 Год назад +6

    নেতাজীর সঙ্গে আমি শ্রীকৃষ্ণের মিল খুঁজে পাই। সুতরাং আমার মতে নেতাজী আমার কাছে ভগবান।

  • @ashischatterjee4836
    @ashischatterjee4836 Год назад +22

    আমি লেখাপড়া জানি মাত্র। নেতাজীর সম্পর্কে অল্প-স্বল্প পড়াশোনা করেছি ।আমিও জয়ন্ত বাবুর সাথে সহমত পোষণ করি। এই ভিডিও দেখে মনে হচ্ছে আমার পড়া সঠিক পথেই ।

  • @dipayanpal2234
    @dipayanpal2234 2 года назад +8

    ড.জয়ন্ত চৌধুরীকে অকুন্ঠ সাধুবাদ জানাই।
    জয় হিন্দ।

  • @prithwirajmukherjee67
    @prithwirajmukherjee67 9 месяцев назад +8

    আপনাদের আলোচনা শুনছি আর ভাবছি, কত বড় অন্যায় হয়েছে তার প্রতি।😥

  • @saumyasarkar4489
    @saumyasarkar4489 2 года назад +12

    যত দিন যাচ্ছে তত নতুন নতুন তথ্য সামনে আসছে ❤️ খুব ভালো লাগছে ❤️ এগিয়ে চলুন স্যার ❤️

    • @saktimukherjee451
      @saktimukherjee451 2 года назад

      Please do not swallow any such fantasy created by warped minds. Some of these people in this age are trying to create new history in their urgency to become famous themselves and draw public attention. These are very dangerous people.
      I wonder how long this hoopla with spurious forged stories will continue. This "know-all" man has no clear idea about where the Scotland Yard is located, yet blabbers about its records. Is he a real student of history from any notable college or university?

  • @rajeshkoley8487
    @rajeshkoley8487 2 года назад +3

    আজ তোমাদের মতো নেতাজি প্রেমী মানুষদের জন্যই আমরা এত অজানা তথ্য আজ জানতে পারছি।।। যে তথ্য গুলো এতদিন ছিল অজানা , হয়তো জানতে দেওয়া হয়নি আমাদের!!!সেই মানুষটার বিষয়ে সব কিছুই যেনো এখনও অজানা মনে হচ্ছে, যেন এই তো শুরু ,এখনও হয়তো অনেক কিছুই বাকি জানার।।।।একদিন হয়তো আসবে যেদিন সত্য সামনে আসবে ।।।আমদের সত্যিকারের বীর সন্তান, আসল দেশনায়ক ,প্রকৃত জননেতা, "my prime minister", আমাদের নেতাজি আমাদের HERO , আমাদের সুভাষ।।।। জয় হিন্দ।।।।

  • @kanudebroy7198
    @kanudebroy7198 Год назад +25

    নেতাজী গবেষক শ্রদ্ধেয় ডঃ জয়ন্ত চৌধুরীর মুখে নেতাজী সম্পর্কে যত শুনি ততই মুগ্ধ হয়ে আরও শুনতে ইচ্ছা হয়। প্রশ্নকর্তা এবং উত্তর দাতা দু'জনকেই অজস্র ধন্যবাদ। জয়তু নেতাজী সুভাষ, জয় হিন্দ্

  • @ranjitjana4225
    @ranjitjana4225 2 года назад +5

    জয়ন্ত বাবু ও কুণাল বাবু কে অসংখ্য ধন্যবাদ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍

  • @daydreamer163
    @daydreamer163 2 месяца назад +1

    আমার প্রতিপিতামহ,প্রপিতামহ উভয়েই স্বাধীনতা সংগ্রামী ছিলেন। উনারাও এই মহানিষ্ক্রমণ এর ব্যাপারে শিশির বোসের এই ভূমিকা নিয়ে সন্দিহান ছিলেন

  • @arijitianbiplab2604
    @arijitianbiplab2604 Год назад +5

    Let dr. Choudhary talk freely, when I was hearing him , you mr. Host continuously interrupting him, it's a humble request by me

  • @biplabdey2346
    @biplabdey2346 Год назад +9

    নেতাজী বড়ো হয়ে গেলে অনেকে যে মলিন হয়ে যাবে

  • @sribashchakraborty6129
    @sribashchakraborty6129 5 месяцев назад

    ডঃ জয়ন্ত চৌধুরীকে শ্রদ্ধা জানাই,উনাদের অক্লান্ত পরিশ্রমে আমরা জানতে পারছি ঈশরসম নেতাজির অজানা তথ্য,ধন্যবাদ I am Bose।

  • @hokgou5378
    @hokgou5378 Год назад +6

    নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম ভাঙিয়ে অনেকেই করেকম্যে খাচ্ছে বিশেষ করে তথাকথিত পরিবারের পরিচয়ে।

  • @latifajahan
    @latifajahan 9 месяцев назад +3

    আমি নেতাজী সুভাষ চন্দ্র বসুর একজন একনিষ্ঠ ভক্ত। এত বড়মাপের নেতা, তাঁর পরিবার এইরকম! দূর্ভাগ্য আমাদের।

  • @dipendranarayanchowdhury2290
    @dipendranarayanchowdhury2290 2 года назад +6

    নেতাজী সুভাষ চন্দ্র বসুর সম্মন্ধে একটি মাত্র কথায় বলা যেতে পারে তিনি অনন্য,অনবদ্য,তুলনারহিত এক ব্যক্তিত্ব।এক কথায় "একমেবাদ্বিতীয়ম"।জয় সুভাষ!জয় সুভাষ!সুভাষ চন্দ্র বসু এখনকার নেতা যারা সবাই এক একটা পশু।

  • @tamalbasak244
    @tamalbasak244 2 года назад +5

    সাহসী, আন্তরিক এবং গভীর আলোচনাগুলি উপহার দেওয়ার জন্য কুণালদাকে অভিনন্দন। কিন্তু জয়ন্তবাবু বা সৈকতবাবুর মতো ভীষণ সিরিয়াস গবেষকদের সাথে আলোচনার ক্ষেত্রে কুণালদাকে আরো অনেক ধৈর্যশীল হতে হবে, প্রশ্নগুলোকে আরো বিস্তারিত এবং নিখুঁত হতে হবে। নেতাজি মানে শুধুই গুমনামী রহস্য আর বোস পরিবারের কাদা মাখামাখি নয়।

    • @saktimukherjee451
      @saktimukherjee451 2 года назад

      This Jayanta babu, etc. are fake historians posing as masters of everything, knowing nothing in fact.

  • @llkp
    @llkp Год назад +1

    Dr. Jayanta Choudhuri apnake sata koti pranam. Netaji jug jug jio.

  • @arijitsinhamath3150
    @arijitsinhamath3150 2 года назад +4

    I have no words to express.Thanks a lot Kunal da .🥰🥰🥰🥰🥰

  • @sajalbiswas-by5jk
    @sajalbiswas-by5jk 4 месяца назад +1

    নেতাজি সুভাষচন্দ্র বসু সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ নেতা।

  • @keshabchandradey1999
    @keshabchandradey1999 2 года назад +4

    2nd part এর অপেক্ষায় রইলাম। জয়ন্ত বাবুর বই আমি পড়েছি।

    • @subhajitrana534
      @subhajitrana534 2 года назад

      ওনার বই এর নাম টা কি?

    • @keshabchandradey1999
      @keshabchandradey1999 2 года назад

      @@subhajitrana534 "খমা করো সুভাস" "khama koro subhas".

  • @sushendey2394
    @sushendey2394 Год назад +2

    Jay netajee

  • @llkp
    @llkp 10 месяцев назад +1

    Dr. Jayanta Chowdhury ke pranam karchi. Onar jyan kalpanatita, baktabya prachanda juktl purna. Netaji ke niye uni ja balchen sab sathik.

  • @vladimirlenin3750
    @vladimirlenin3750 2 года назад +14

    আপনারা অনেক তথ্য দিয়ে সমৃদ্ধ করলেন। আমি মনে করি আজকের প্রজন্ম স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কাছে নেতাজির কথা তুলে ধরা উচিত কেননা এই তিনি আমাদের গৌরব, প্রদর্শক।

    • @SuperfastexpressMadhuja
      @SuperfastexpressMadhuja Год назад

      Achha, ekti binito proshno roilo? Tsar ar tnar poribaarke shesh kore shoshon ar probonchonar prteek Tsar er palace gulitei agye bhage kobja korar maane ki?

  • @ciarahanna2499
    @ciarahanna2499 2 года назад +4

    প্রিয় জয়ন্ত বাবু ,
    আমি আপনার সমস্ত ইন্টারভিউ গুলো খুব মন দিয়ে দেখি।আমার ভালো লাগে আপনার তথ্য দিয়ে বলা কথা গুলো শুনতে।আপনার কাছে আমার ৩ টি প্রশ্ন আছে,
    ১. ১৯৫৫ সাল থেকে ভগবানজি ভারতে আছেন ইটা যদি মোটামুটি ধরে নেওয়া যায় তাহলে ১৯৬৬ তাসখন্দ চুক্তির সময় তিনি যদি রাশিয়া তে থাকেন তাহলে তিনি কিভাবে রাশিয়া চলে যাচ্ছেন? ভারত সরকার কি তাহলে জেনেবুঝেই তাকে দেশের বাইরে যেতে দিচ্ছেন ?
    ২. ভগবানজি ১৯৫৫ থেকে যেখানেই থেকেছেন সেখানেই তার সাথে সমস্ত ট্রাঙ্ক গুলি নিয়ে গেছেন, এ ছাড়াও তার সাথে সব রকম এর দরকারি জিনিস গুলি নিয়ে গেছেন, তাহলে ১৯৮৫ এর পর তিনি যেখানেই যান, কেন সব ট্রাঙ্ক এবং দরকারি জিনিস গুলি রেখে চলে গেলেন? তাহলে কি তিনি এমন কোথাও চলে গেলেন যেখানে তার আর এই সমস্ত জিনিস গুলির কোনো প্রয়োজন থাকলো না ?
    ৩. ১৯৮৫ সালে তিনি মারা যাননি এটা অম্লান বাবুর ব্ল্যাক বক্স অফ হিস্টরি ডকুমেন্টরি যারা দেখেছেন তাদের কাছে জলের মতো পরিষ্কার। তাহলে তিনি ১৯৮৫ সালের পর কোথায় যেতে পারেন?
    দয়াকরে এই ৩টি প্রশ্ন নিয়ে একটু আলোচনা করবেন তাহলে অনেক কিছু আরো পরিষ্কার হয়ে যাবে।

    • @bhabatoshganguly961
      @bhabatoshganguly961 Год назад

      সুভাষ ঘরে ফেরে নাই বইটি আমি ভাগ্য করে পেয়ে পড়েছি এবং একটি ছবিতে দুজন রাশিয়া ন নেতার সুভাষচন্দ্র কে একটি পাহাড়ের নিচে দিয়ে হাটতে দেখেছি। তাই যদি হয় তবে কেন সরকারী ভাবে রহস্য উদ্ঘাটন করছে না কেন।

  • @subarnaganguly7481
    @subarnaganguly7481 Год назад +1

    Darun apnar alochona chaliye jan amra achi ❤️

  • @asishdas6081
    @asishdas6081 Год назад +2

    Jai netaji Subhash chandra bose JINDABAD 🙏❤

  • @radhathakwani4661
    @radhathakwani4661 5 месяцев назад

    Dr. Jayantoh Babu aar Kunal bhai ke, khub dhanyobaader sange pranam.. Bharater Swadhinata Karar Mahanayak Netaji Subhash Chandra Bose ke amar koti koti pranam, salute.. Jay Netaji Subhash.. Jay Maa Kaalee.. Jai Shree Ram

  • @ratnaghosh9903
    @ratnaghosh9903 4 месяца назад

    অসাধারণ। অনেক ধন্যবাদ এইসব তথ্য আমাদের জানানোর জন্য। নমস্কার।

  • @blackmamba4807
    @blackmamba4807 Год назад +2

    কুনাল ভাই , আমরা যাঁরা নেতাজী সুভাষ চন্দ্র বসু কে অন্তরের অন্তঃস্থল থেকে ভগবানের ন্যয় ভক্তি করি তাঁর কথা জানতে গেলে সাক্ষাৎকার টি অনেক বড় হবে এবং এপিসোড টা লম্বা হবে এটা স্বাভাবিক আর লম্বা না হলে আসল কথাগুলো জানব কি করে। সুতরাং এপিসোড লম্বা হোক চিন্তা করবেন না আমরা নিশ্চয়ই শুনতে চাই। আপনি দরকার হলে ভেঙে ভেঙেও দেখাতে পারেন কন্টিনিউইটি যেন বজায় থাকে।
    আরেকটা কথা ভগবানজী সম্প‌র্কে ওনার থেকে বিস্তৃত জানতে চাই।

  • @arindamsarkar2904
    @arindamsarkar2904 8 месяцев назад

    Khub vhalo laglo aro part deben ami netajir jonoo chilam achii thakbo Jay vharot Jay netaji from arindam sarkar coochbehar

  • @subhajitdas.thepaltan6046
    @subhajitdas.thepaltan6046 Год назад +1

    Jayanta babu apnake dekhe khb vlo laglo, ami apnar student. South suburban school er.

  • @kartickpramanik4256
    @kartickpramanik4256 5 месяцев назад

    প্রণাম ডঃ জয়ন্ত দা নেতাজী সম্পর্কিত সত্য তার অনুরাগীদের কাছে তুলে ধরার জন্য।

  • @swapnenduguha7984
    @swapnenduguha7984 Год назад +1

    Thanks janiye Chhoto korbo na , absolutely fabulous

  • @shubhamdutta2022
    @shubhamdutta2022 2 года назад +2

    Dr. Jayanta sir ke praman, Kunal da onek onek bhalobasa. 🙏🙏🙏🙏

  • @sanjuktabagchi2404
    @sanjuktabagchi2404 2 года назад +2

    জয়তু নেতাজী জয় হিন্দ বন্দেমাতরম।

  • @sayaksc3590
    @sayaksc3590 2 года назад +2

    Baah Kunal da khub bhalo laglo ❤️❤️ Abaro ekta Marattok episode 👌👌🔥 Sob Totto aste aste prokash pachhe...aro egiye jao..2nd part chai..Joyotu Netaji 🙏🙏 Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️

  • @dinobandhudutta8056
    @dinobandhudutta8056 Год назад +7

    Salute to both of you. It is extremely difficult to be 100% conclusive without the support of family members reason best known to them. Researchers are already in the apex point to disclose the mystry of Netaji unleashed but a single lack of final penetration is missing.

  • @bibekghatak5860
    @bibekghatak5860 2 года назад +3

    Very nice 👍 interview .Thanks to Kunal and Dr Chaudhuri .

  • @bansarinagchoudhury6307
    @bansarinagchoudhury6307 Год назад

    Waiting for next episode

  • @gharanatv4540
    @gharanatv4540 9 месяцев назад +4

    নেতাজীর মত এমন মহান মানবের পরিবারের লোকেরা এতো মিথ্যাবাদী স্বার্থপর হয় কি করে? ভাবতে অবাক লাগে

  • @dipankarroy2052
    @dipankarroy2052 2 года назад +4

    Worth watching vedio.Dear Kunal please make a vedio with Prof Kapil Kumar regarding INA.

  • @chhabidutta-di7oo
    @chhabidutta-di7oo 6 месяцев назад

    আমি একজন নেতাজি অনুরাগী হিসাবে ডক্টর জয়ন্ত চৌধুরীর দ্বিতীয় এপিসোড টি দেখতে আগ্রহী আমার মনে হয়েছে প্রথম এপিসোড টি এবিষয়ে যথেষ্ট নয় ।এবিষয়ে আলোকপাত করার ব্যবস্থা করতে I AM BOSE কে আমি অনুরোধ করছি ।আমি বিশ্বাস করি তাঁর প্রচেষ্টায় এ কাজ করা সম্ভব হবে ।

  • @cablenetworksystems
    @cablenetworksystems Год назад +2

    Ok, good research work, amar ekta jinish ami unubhob korlam je onake onek jaegae kete onno proshno kora hocche.. uni ki bolchen ba bhabchen seta jodi with out interrupted thakto eta khub bhalo evidence hote parto... hoyeto time constrain chilo. .. but as viewers amader time ta kono factor noye, joto information thakbe totoi history jana jabe... so kono tara huro noye let the speaker tell the story... ekhane objective of the interview ektu guliye galo .. but tukro tukro onek info pelam ba ache...

  • @amrita007
    @amrita007 Год назад +5

    বাড়ির লোক গুলো তো সব স্বার্থপর বলেই ওনার স্ত্রী সন্তান কেও দেশে আসেনি।বর্তমান ঘরের লোক গুলো কে ভালো??

    • @ratnasarkar709
      @ratnasarkar709 7 часов назад

      নেতাজিসুভাষচন্দ্র বসু বিবাহ করেন নি ,সেখানে স্ত্রী,সন্তান এর কথা আপনার মনে আসছে কেনো? জয় হিন্দ

  • @JnanBani
    @JnanBani Год назад +2

    Netaji’r Birodhi Tara - Charitra hin Jara 😮
    🧡 Netaji

  • @moumitadede705
    @moumitadede705 2 года назад +3

    Very clear clarifications Dr. Choudhuri ..... Waiting for the nxt episode

  • @rajashreechoudhury7155
    @rajashreechoudhury7155 Год назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @keshabchandradey1999
    @keshabchandradey1999 2 года назад +3

    Thanks Kunal Babu.

  • @parthamukherjee968
    @parthamukherjee968 2 года назад +11

    Thank you Mr Kunal Bose. Your interview with Dr.Jayanta Chowdhury was thrilling.
    So much full of information. Please make the second part as assured by you as soon as possible. 🙏 Jai Hind.

  • @anglobhodaighosh6472
    @anglobhodaighosh6472 Год назад +3

    Mr Host , please don't disturb Dr Jayanta Choudhury . He may tell much more about NETAJI .

  • @sibsankarpaul145
    @sibsankarpaul145 2 года назад +3

    আপনাকে ধন্যবাদ নেতাজী বিবাহ করেন নাই

  • @bangla5739
    @bangla5739 Год назад +1

    প্রথম থেকেই আপনার সাথে রয়েছি।
    আগের চ্যানেলেও ছিলাম এখনো আছি।

  • @বাঙালিচন্দন

    জয়তু নেতাজি সুভাষচন্দ্র বসু 🙏🏼

  • @britterbaireybengaliaudio2000
    @britterbaireybengaliaudio2000 Год назад +1

    #15:45# ভীষণ ভীষণ ভীষণ সুন্দর কথা বললেন স্যার। 🙏❤️

  • @koushikpatra4315
    @koushikpatra4315 2 года назад +1

    Dada Netaji sobar urdhe.Onar sob totho jodi sobar kache tule dhora Jay o tahole o aaj amader moto kichu manush er kosto hobe kintu rajnitir dik theke sobai shujog neben.tobe apnar songe amra achi thakbo.Joy Hind.

  • @mohitdasgupta7698
    @mohitdasgupta7698 Год назад +2

    Let Jayanta Babu complete his sentence. Too much of interferences may be avoided.

  • @rahulketansarkar1952
    @rahulketansarkar1952 Год назад

    অনেক দেরিতে দেখলাম এই episodeta,পরেরটা তাড়াতাড়ি করলে ভালো হয়,কুণাল দা,জয় হিন্দ

  • @souravnatta2751
    @souravnatta2751 2 года назад +2

    ।। জয় হিন্দ ।। 🇮🇳🙏

  • @chatterjeeinstitution7264
    @chatterjeeinstitution7264 2 года назад +3

    good discussion. i want 2nd part.

  • @jayitaghosh5259
    @jayitaghosh5259 Год назад +3

    কুণাল এত বার মাঝখানে কেন কথা বলছেন ?? ওঃ। বলতে দিন ।

  • @sumantaselim5661
    @sumantaselim5661 Год назад +1

    তথাকথিত স্বাধীনতা ১৯৪৭ র পর থেকে আজ ২০২২ পর্যন্ত এই সুদীর্ঘ ৭৫ বছর ভারতীয় রাজনীতির গতিপ্রকৃতি দেখে কোন যুক্তিবুদ্ধি মানবিক দৃষ্টিভঙ্গির মানুষ অনায়াসে দেখতে পায় দিশাহীনতা সৎ সুযোগ্য নির্ভরযোগ্য দেশপ্রেমিক সর্বজনগ্রাহ্য নেতৃত্বের অভাব আর মেনস্ট্রিম কংগ্রেস বিজেপি ও আরো কিছু দলের কর্মকান্ডের সীমাবদ্ধতা। এ সমস্ত মত পথ নেতৃত্ব দেশকে আর কিছু ই দিতে পারে না তাতে আমরা হতাশ হয়ে নিশ্চিত। যাঁর মত পথ রাজনৈতিক দর্শন ভারত দর্শন আজও রয়ে গেছে untested unexplored, যাঁর কীর্তিকে এতদিন লুকিয়ে রাখা হয়েছে আমাদের কাছ থেকে আর আজ যা আমরা একটু একটু করে জানতে পারছি আর বিস্মিত হচ্ছি তাঁর মত পথ লক্ষ্য মিশন strategy পরিকল্পনা ও সর্বোপরি নিঃস্বার্থ দেশপ্রেম জেনে, একমাত্র তার6 সেই অদ্যাবধি unexplored পথই পারে আজকের দিশাহীন ভারতীয় রাজনীতিকে সন্ধান দিতে এক CLEARCUT WELL DEFINED FOCUSED GENUINELY PATRIOTIC পথের।

  • @tel2suman
    @tel2suman 2 года назад +2

    Kunal Daa......Khb valo laglo, onek information pelam, chalie jaao!!

  • @Raeka12
    @Raeka12 2 года назад +2

    Thanks Kunal. Eagerly waiting for second part.

  • @manobgous9567
    @manobgous9567 Год назад +2

    একদোমঠিক কথা নিতাজির পোরিবারের মোদধেই নিতাজির।সোততুরু রয়েছে

  • @bhupalhalder6709
    @bhupalhalder6709 Год назад +2

    Yes, MR.Chowdhury is correct in his statement. Politicians do not feel the immotion of Netaji. They have immotion about money and power.

  • @sabyasachideb5417
    @sabyasachideb5417 5 месяцев назад

    these words are eye-openers for us.. feeling so sad n depressed that Netaji was betrayed by his own family, forget about Nehru and Gandhi.. a man who has sacrificed his life for us has been betrayed, his contributions have been undermined n supressed.. Subhas is our true Father of the Nation.. i salute him, love him.. Subhas is in our hearts, our minds, our soul.. a true inspiration and the greatest leader for generations to come

  • @sangeetaduttabanik.
    @sangeetaduttabanik. 2 года назад +1

    Khubb Khubb Bhaloo Lagloo...♥️♥️♥️♥️♥️♥️....Anekk Anekk INFORMETIONN Pelamm...JOY HIND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    5 th Number Ee 👍 Korechi....

  • @ahmedsdiary4156
    @ahmedsdiary4156 Год назад +1

    কুনাল স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @kaushikghosh2255
    @kaushikghosh2255 2 года назад +1

    Osadharan,,
    Waiting for 2nd episode

    • @chhandabhattacharjee5582
      @chhandabhattacharjee5582 Год назад +1

      Je mahan dabota rupi manus ar amder des er prodhan mantri Hoya ucit cilo tar avabe bece thaker katha vable kosto hoy.many thanks to jayanta sir 0 Kunal Babu ke respect saha

  • @ranajit2355
    @ranajit2355 Год назад +2

    Very very interesting. Anyo desh hole koto documentary ba movie hoe jeto

  • @arupkar9423
    @arupkar9423 Год назад +1

    ভীষণ ভীষণ ভালো লাগছে দাদা। এরকম আরও করবেন।

  • @arindamdas395
    @arindamdas395 2 года назад +3

    Waiting eagerly for 2nd part , please bring it soon.

  • @ciarahanna2499
    @ciarahanna2499 2 года назад +15

    প্রিয় জয়ন্ত বাবু,
    প্রথমেই বলি আমি কোনো একটি নির্দিষ্ট পার্টির সমর্থক নোই। আমি একমাত্র দেশনায়ক সুভাষ চন্দ্র বসুর একনিষ্ট ভক্ত। একটা প্রশ্ন আমি অনেক কমেন্ট বক্সে করেছি কিন্তু কোনো প্রশ্নের উত্তর কেউ দেয়না, আমার প্রশ্ন হলো কেন অনিতা পাফের সাথে বসু বাড়ির কারোর ডিএনএ ম্যাচ করানো হয়না ? তাহলে তো এই দেশনায়ক সুভাষ চন্দ্র বসুর বিবাহ বিষয় টির একটি সমাধান করা যায় ! এই বিষয় টি কারা, কিসের স্বার্থে আটকে রাখে ? সত্যি বলতে কংগ্রেস এই সব সত্য কখনোই উদ্ঘাটন করবে না সেটা কমবেশি সবার জানা। কিন্তু বর্তমান বিজেপি সরকার কেন এই বিষয় টি নিয়ে সমস্ত কিছু বন্ধ করে দিলো ? বিজেপি সরকারের কি অসুবিধা থাকতে পারে ? দেশনায়ক সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস পালন করা অব্যশই দরকার। তার মূর্তি বসানোতেও কোনো ভুল নেই , কিন্তু সবার আগে তো মানুষটার শেষ পরিণতি কি হলো সেটা দেশবাসীর জানা দরকার। এটা তো একজন ভারতীয় হিসাবে সবার জানার অধিকার আছে। ইনি তো আর যে কোনো সাধারণ মানুষ নন , ইনি হলেন দেশনায়ক সুভাষ চন্দ্র বসু ।
    উত্তরের অপেক্ষাতে রইলাম। দয়াকরে অন্য সব চ্যানেলের মতো উত্তরটা এড়িয়ে যাবেন না। ভালো থাকবেন !

  • @swadeshranjanpanja5745
    @swadeshranjanpanja5745 2 года назад +2

    Next episode khub taratari prokash karun dhanabad

  • @chandanbarman7395
    @chandanbarman7395 Год назад

    Hatsup both of you for investigation of netaji mistery.very nice interesting story.go ahed about Netaji, we will give support your research and real story study explained to us.

  • @sumannandi8668
    @sumannandi8668 Год назад +1

    আপনার থেকে অনেক তথ্য জানতে পারলাম ধন্যবাদ আপনাকে 🙏🏻

  • @ratulmajumdar8779
    @ratulmajumdar8779 Год назад +1

    I LOVE MY INDIA. I LOVE NETAJI . INA JINDABAD ...

  • @atashidey1064
    @atashidey1064 Год назад +4

    ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তানের জন্য আপনার এই উদ্যোগ সর্বাত্মক ভাবে সফল হোক।
    "জয়তু নেতাজী" 🙏

  • @jenyfer5832
    @jenyfer5832 2 года назад +9

    Ei interview ta keno ses holo, pls continue. ❤️🙏2nd kobe asbe

  • @indranisengupta1511
    @indranisengupta1511 2 года назад +7

    কুণাল বাবু আপনাকে অনুরোধ অনিতা পাফ আসলে কে যদি জানা যায়, যে নেতাজীর মেয়ের পরিচয় নিয়ে কাটিয়ে যাচ্ছে কিন্তু DNA টেস্ট করাচ্ছে না। আমাদেরও বিশ্বাস নেতাজী 1985 এ মারা যাননি। অনেক শুভেচ্ছা জানাই আপনাকে। পরের পর্বের অপেক্ষায় রইলাম

  • @KabitaSaha-ff9tf
    @KabitaSaha-ff9tf 8 месяцев назад

    নেতাজি সুভাষ বসূকে জানানই আমার শত কোটি প্রনাম।

  • @bahadurdutta567
    @bahadurdutta567 2 года назад +1

    জয়তু নেতাজী
    জয়তু নেতাজী
    জয়তু নেতাজী

  • @SS-pq7ro
    @SS-pq7ro Год назад +3

    requested you to plz write a chronological activity of the Netaji 's movement for India's Freedom. As you have it in your hand. It will be great helpful for the next people and peoples.

  • @dipenkarray5586
    @dipenkarray5586 2 года назад

    Thanks for Kunal da আশায় রইলাম।।

  • @arupkumarshow76
    @arupkumarshow76 Год назад +1

    নমস্কার কুনাল দা, নমস্কার জয়ন্ত বাবু,
    ডঃ জয়ন্ত চৌধুরী লেখা "নেতাজী কোথায় গেলেন?" বইটি কিভাবে পাবো? যদি একটু জানান খুব ভালো হয়।
    জয় হিন্দ।
    জয়তু নেতাজী।।

  • @parthasarathimondal3773
    @parthasarathimondal3773 6 месяцев назад

    প্রিয় কুনাল দা আপনি দয়া করে ওনার কথা সম্পূর্ণ করতে দিন তাত ভিডিও বড় হয় হোক

  • @pratimaganguli5119
    @pratimaganguli5119 Год назад +2

    Netaji Subhas Chandra Bose sadharan manush chilen naa. Afsos hoy Soulamri Ashram giye dur thekeo jodi ekbar dekhlam onake .Jara dekhechen tara khubi Bhagyoban.
    Pranam janai Aazad.Hind er Sarbadhinayaker. Charone.

  • @TapanDas-ei3lw
    @TapanDas-ei3lw 8 месяцев назад +1

    সত‍্যিকারের আবেগ না থাকলে ত‍্যাগমূলক বা কোনো ভালো কাজ করা যায়না।

  • @mridulapaul2011
    @mridulapaul2011 2 года назад +1

    Eagerly awaiting for 2nd. episode

  • @somnathbose1939
    @somnathbose1939 Год назад +1

    Headlines : Absolutely Correct View.