পাখির ডিম পাড়ার ঔষধগুলো যেভাবে খাওয়াবেন ও যত দিন রাখা যাবে | ককাটেল পাখি যে কারনে ডিমে তা দিল না |

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • গিভাওয়ে তে অংশ নিতে প্রথমে ভিডিওটি শেয়ার করুন ও এই ফর্মে আপনার নাম ও মোবাইল নম্বর সাবমিট করুন..এক জন একবার অংশ নিতে পারবেন...অংশগ্রহণের সর্বশেষ সময় ৩০ আগস্ট ২০২১ পর্যন্ত forms.gle/NmAd...
    বাজরিগারের ব্রিডিং কোর্স: • বাজরিগারের ব্রিডিং কোর্স
    #Bazrigar #বাজ্রিগার #ডিম_পাড়ার_লক্ষন
    #যত্ন#egg_binding #Cockatail #ককাটেল
    বাজরিগার প্রধানত অস্ট্রেলিয়ার পূর্ব ও দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলে বনাঞ্চলের পাখি। তাছাড়াও তাস্মেনিয়া এবং আশপাশের কয়েকটি দেশেও এই পাখি দেখতে পাওয়া যায়। বনে বাস করে এমন বাজরিগার লম্বায় প্রায় ৬.৫ থেকে ৭ ইঞ্চি হতে পারে। তবে খাঁচায় পালা পাখি লম্বায় ৭ থেকে ৮ ইঞ্চি হয়ে থাকে। বন্য পাখির ওজন ২৫ থেকে ৩৫ গ্রাম। আর খাঁচায় পালনকারা পাখির ওজন ৩৫ থেকে ৪০ গ্রাম পর্যন্ত হয় জানতে পারেন ঘনঘন ব্রিডিং সম্ভব এই পাখির। একবার যদি বাচ্চা দেওয়া শুরু করে তো আর থামেই না।
    বাজরিগারের নামঃ
    টিয়া পাখির ঠোঁটের মতো এরা বিভিন্ন নামেরও হয়। যেমন; অ্যালবিনো, লুটিনো বাইল, ডিনিসপাই ও ইংলিশ বাজরিগার। অ্যালবিনো সাদা রংয়ের, লুটিনো বাইল হলুদ রংয়ের লাল চোখবিশিষ্ট। বাজরিগার পৃথিবীর অন্যতম জনপ্রিয় পোষা পাখি।
    স্ত্রী ও পুরুষ এবং ছোট বড় চেনার উপায়ঃ
    ৪ মাস বয়স হলেই নাকের উপরের রং দেখেই সনাক্ত করা হয়। যেমন- পুরুষ পাখির প্রথমে নাকের বর্ণ থাকবে গোলাপি রংয়ের। বয়স বাড়ার সঙ্গে রং হবে নীল। আর স্ত্রী পাখির নাকের বর্ণ হবে সাদা। বয়সg বাড়ার সঙ্গে হবে খয়েরি বা চকলেট। স্ত্রী পুরুষ ভেদে ডাকের পার্থক্য দেখেও নির্ণয় করা সম্ভব।
    ছোট বড় চেনার উপায় হচ্ছে প্রধানত চোখ দেখে। ছোট পাখির চোখের আকার হবে বড়। বড় হওয়ার সঙ্গে তাল মিলিয়ে চোখের আকার হবে ছোট। কারণ বয়স্ক না হওয়া পর্যন্ত চোখের বৃত্ত তৈরি হয় না। সেই সঙ্গে নাকের বর্ণ হবে গাঢ়।
    প্রজনন বয়স, ডিম ও বাচ্চাঃ
    বনে জঙ্গলে এরা ৪ থেকে ৫ বছর পর্যন্ত বেঁচে থাকে। খাঁচাতে প্রায় ১০ থেকে ১২ বছর। প্রজনন উপযোগী হতে সময় লাগে চার মাস। তবে চার থেকে আট মাস বয়সে প্রজনন ক্ষমতা অনেক বেশি। পাখি পালনে যারা বেশি অভিজ্ঞ তাদের মতে আট মাস বয়সের আগে জোড়া তৈরি করা ঠিক না। কম বয়স হলে ডিম-বাচ্চা পূর্ণাঙ্গ রূপ নেয় না। প্রাথমিক অবস্থায় এরা ৪-৫টি ডিম দেয়। পরে সংখ্যা বেড়ে আট বা তারও বেশি হতে পারে। তবে ১২টি পর্যন্ত ডিম দেওয়ার তথ্য আছে। ডিম থেকে বাচ্চা হতে ১৭-১৮ দিন সময় লাগে। বাচ্চাগুলো উড়তে সক্ষম হয় ৩০ থেকে ৩৫ দিন বয়সে।
    ক্রয় ও অন্যান্য বিষয়ে সতর্কঃ
    শখের বশে যারা বাজরিগার পোষেন তারা এক সময় ধৈর্য হারিয়ে ফেলেন। নিরিবিলি পরিবেষ না পেলে এই পাখি প্রজননে যায় না। চার পাঁচ মাসে প্রাপ্ত বয়স্ক হলেও অনেক সময় ১০-১২ মাস বয়স না হলে প্রজনন শুরু করে না।
    স্ত্রী-পুরুষ ঠিক থাকলে ধৈর্য ধরতে হবে। ডিম দিচ্ছে না বলে বার বার পাখি বদল করা যাবে না। তবে কেনার সময় খুবই সচেতন থাকতে হবে। প্রথমে চোখের বৃত্ত দেখে বুঝে নিতে পারেন। তবে বিক্রেতারা খুবই চতুর। তাই মুখের কথায় বিশ্বাস না করে নিজে নিজে নির্বাচন করতে পারলে ভালো। তাছাড়া যারা এই ব্যাপারে বেশি অভিজ্ঞ তাদের সঙ্গে নিয়ে দেখতে খুব সুন্দর ও রোগমুক্ত পাখি কেনা হবে বুদ্ধিমানের কাজ।
    লালন পালন
    ব্রিডিং উপযোগী খাঁচার দাম সর্বোচ্চ ৩শ’ টাকা। একজোড়া পাখি দিয়ে সফলতা আসার সম্ভাবনা কম। তাই প্রথমে কমপক্ষে দুইজোড়া পাখি দিয়ে শুরু করলে ভালো। দুটি পুরুষ ও দুটি স্ত্রী পাখি নিয়ে দুই জোড়া পাখির বয়স তিন থেকে চারমাসের মধ্যে হলে ভালো। তিন বা চার মাস বয়সের দুইজোড়া পাখির দাম ১ হাজর থেকে ১ হাজার ২শ’ টাকার মধ্যে।
    প্রথমে একটি খাঁচার মধ্যে শুধু পুরুষ পাখি কমপক্ষে ছয় থেকে সাত মাস বয়স পর্যন্ত রাখুন। অপর আরেকটি খাঁচায় শুধু স্ত্রী পাখিও সেভাবেই রাখুন। এবার জোড়া মিলিয়ে দুই খাঁচায় দিন।খাঁচায় দেওয়ার এক থেকে দুই মাসের মধ্যে হাঁড়ি ঝুলাবেন খাঁচার এক কোণে। বসার লাঠির একপ্রান্ত হাঁড়ির মুখের কাছাকাছি হতে হবে। যাতে সহজেই লাঠি থেকে হাঁড়িতে ঢুকতে পারে। ছোট লাঠি দেওয়া যাবে না। বসার লাঠি হতে হবে কাঠের বা বাঁশের চটা। লোহা, লোহার পাইপ বা পস্নাস্টিকের পাইপ এ রকম কোনো লাঠি দেওয়া ঠিক নয়। মিনারেল ব্লক, সমুদ্রের ফেনা ও গ্রিড খাঁচাতে দিয়ে রাখবেন। পানির পাত্র থাকবে পাখি বসার থেকে দূরে। আর খাবারের পাত্র হাঁড়ির নিচে থাকলে ভালো। কারণ পাত্রগুলো যেন পাখির মল থেকে নিরাপদ থাকে।
    বাসা পাল্টালে বা পাখির স্থান পরিবর্তন করলে পাখি প্রজননে বাঁধা আসবে। তাই ধৈর্য ধরতে হবে।
    খাবার বিষয়ে কর্তব্যঃ
    প্রতিদিন খাবারের তালিকায় থাকবে চিনা-কাউন সমপরিমাণ। অল্প পরিমাণ সূর্যমুখীর বীজ, তিসি, গুজিতিল, কুসুম ফুলের বীজ ও পোলাওয়ের চালের ধান। অথবা পাখির খাবারের দোকানে সিড মিক্স পাওয়া যায়।
    সপ্তাহে তিনদিন কলমি শাক বা পালন শাক দিন। ধান ও কলমি শাক চর্বি কাটাতে ও প্রজননে সাহায্য করে। প্রতিদিন সকালে পানি বদলান ভালো। খাবারের অপচয় কমাতে প্রতিদিন না হলেও একদিন পর পর সকাল বেলায় খাবারের তুষ ফেলে দিয়ে নতুন খাবার মিশিয়ে দিতে হবে।
    পাখি রেখে বেড়াতে যাবেন কোন সমস্যা নাই। এক্ষেত্রে আধুনিক পদ্ধতি ব্যবহার করতে হবে। পানি নষ্ট হবে না এরকম ফিল্টার পদ্ধতি পাবেন পাখি কেনা-বেঁচার দোকানে। ফুটন্ত পানি ১০ দিনের বেশি পর্যন্ত চলবে। দাম খুব বেশি নয় প্রতিটি ২০ টাকা।
    যারা বাণিজ্যিকভাবে পালন করেন বা করবেন তাদের ক্ষেত্রে আলাদাভাবে যত্ন নিতে হবে। কারণ এতে খরচ কম হবে। যদি পাখির ওজন বেড়ে যায় তবে পোলাওয়ের ধান খাওয়ালে খরচ বেশি হবে। যত্নে থাকলে এই পাখির অসুখ হয় না বললেই চলে। তাছাড়াও আজকাল ফেইসবুকে সমস্ত বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে সহযোগিতা পাবেন।
    বিক্রি করার উপযোগী পাখিঃ
    ৩৫ থেকে ৪০ দিন বয়সি পাখি বিক্রি করা যায়। হাট, দোকান বা ফেইসবুকের মাধ্যমে বিক্রি করা যায়।
    পাখির খামার, বাসায় পোষেণ, হাট এমন কোনো জায়গা পরিদর্শন করতে পারেন। এতে আপনার আগ্রহ বাড়বে এবং অভিজ্ঞতা কাজে লাগবে।

Комментарии • 339

  • @drtzoha
    @drtzoha  2 года назад +7

    যেকোন সমস্যায় ফেসবুক পেজে মেসেজ বা ভিডিও দিন...সাথে সাথে সমাধান পেয়ে যান...তাই দেরি না করে এখনই লাইক করে দিন আপনাদের পাখিঘর ফেসবুক পেইজটিতে
    Page link-- facebook.com/pakhighorofficial/

  • @drtzoha
    @drtzoha  2 года назад

    ডাক্তারি পরামর্শ/আমার প্রতিদিনের কার্যক্রম /ফ্রি মেডিকেল ক্যাম্প সহ সব তথ্য পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেলে - ruclips.net/channel/UC15ewFOxhwyDOIcYzoSe11g

  • @shamolyaktar3636
    @shamolyaktar3636 Год назад +2

    Vaiya thanks, apnar kotha onusoron kore ami sofol hoaci. Alhamdulillah aj amar prio pakhi prothom dim diace 😊😊😊

  • @mehedihasan.8936
    @mehedihasan.8936 3 года назад +3

    Thanks 😊.

    • @drtzoha
      @drtzoha  3 года назад

      ♥️♥️♥️♥️

  • @jamilhossain9881
    @jamilhossain9881 Год назад

    Apnar information vol ase onnel jaygay

    • @drtzoha
      @drtzoha  Год назад

      Correct kore din

  • @Lion569VA
    @Lion569VA 3 года назад +1

    Khub miss korsilam🥰🥰🥰

  • @thefirsandbardlover9862
    @thefirsandbardlover9862 3 года назад

    ঠিক আছে চেষ্টা করব আপনাকে অনেক ধন্যবাদ

    • @drtzoha
      @drtzoha  3 года назад

      ♥️♥️♥️♥️

  • @orvisalam8335
    @orvisalam8335 2 года назад +1

    E sell এর পরিবর্তে E cap খাওয়ানো যাবে অথবা E sell কি খাবারের সাথে মিক্স করে দেওয়া যাবে

  • @user-dp6rz2hf2l
    @user-dp6rz2hf2l 3 года назад +1

    Bhai onake miss korse.love you

    • @drtzoha
      @drtzoha  3 года назад

      ♥️♥️

  • @sayeedhossain8621
    @sayeedhossain8621 3 года назад +3

    বাজিগর পাখির চর্বি কমানোর জন্য কি করনীয়
    Plz vai aktu help Korean
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @drtzoha
      @drtzoha  3 года назад +1

      কলমি শাক খাওয়ান

    • @erfangameing8438
      @erfangameing8438 3 месяца назад

      লেবুর রস খাওয়ান

  • @nazmunnaharlipi3891
    @nazmunnaharlipi3891 3 года назад

    Oooo সেই হয়েছে video টি।💕💓

    • @drtzoha
      @drtzoha  3 года назад +1

      ♥️♥️♥️♥️

  • @juwelforaji498
    @juwelforaji498 2 года назад +1

    Calplex ad zesvt এক সাতে কবুতরের খাওয়ান জাবে একটু জানাবেন ও ৪জোরা রে কতটুকো দিবো

    • @drtzoha
      @drtzoha  2 года назад

      deya jabe....1 liter e 1 spoon...kore den

  • @kingsoumyaff9697
    @kingsoumyaff9697 3 года назад +1

    Nice video ❤️👍

  • @fazlulkobir9987
    @fazlulkobir9987 3 года назад +1

    After a long time!
    Nice to see you again.
    Keep it Up!!!

    • @drtzoha
      @drtzoha  3 года назад

      ♥️♥️♥️♥️

  • @SkIrfan-wh4xw
    @SkIrfan-wh4xw Месяц назад

    Vai ami jothi akti boro jaigai ai osud guli mix kore. Rekhe thia kichu kichu kore thia thaki tha hole kichu ho be na to vai plz reply thabe

  • @a.k.mjamaluddinahamed3145
    @a.k.mjamaluddinahamed3145 Год назад +1

    Vaia assalamu walaikum 🥰
    Vaia 1 ltr panite protidin shokale Calplex 3ml,,Zisvet 3ml & E-sel 3ml kore ekshathe diye khawale ki thik thak moto kaaj korbe...????

  • @mrshuvo9743
    @mrshuvo9743 10 месяцев назад

    ঔষধ মিশ্রিত পানি গুলো বোতলে কয় দিন সংরক্ষণ করা যাবে?
    প্রশ্নের উত্তর টা দিলে খুব খুশি হতাম।

  • @Ariyenrifat
    @Ariyenrifat 8 дней назад

    ভাই আমার একটা কোকাটেল পাখি ওরতে পারটে ছেনা কি করবো 😢

  • @mdnahin5743
    @mdnahin5743 2 года назад +1

    বাই আমার পাখি ইশক

  • @syedsaifulhuda6913
    @syedsaifulhuda6913 2 года назад +1

    Vai hiprachok ki agolo sate DEWA jabe?

  • @farmananargis6413
    @farmananargis6413 3 года назад +1

    ভাইয়া আমার শালিক পাখির মাথার উপরের পালক গুলা পরে যাচ্ছে, এর সমাধান কি, একটু জানাবেন plz

  • @SkImran-123
    @SkImran-123 6 месяцев назад

    ভাই এই ঔষধগুলো পাখিকে খাওয়ানোর পর কোথায় রাখব। ফ্রিজে নাকি বাইরে রাখলে হবে ।

  • @RajRaj-vk4pd
    @RajRaj-vk4pd 2 года назад

    ভাই নতুন ভিডিও দেন না তাই পুরেনো ভওডিও দেখতেছি।

  • @user-dp6rz2hf2l
    @user-dp6rz2hf2l 3 года назад +1

    দুইটা সপ্তাহ লাইভ মিস করসি।

    • @drtzoha
      @drtzoha  3 года назад

      ♥️♥️

  • @faridujjamannahid2060
    @faridujjamannahid2060 3 года назад

    ভাই,আপনি অনেক ভালো মানুষ আমি আপনার চ্যানেল আমি নতুন মেম্বার আমি ২ জোরা পাখি কিনেছি ৩ দিন হয়ে গেছে আপনার কথা অনুযায়ী খাবার দিচ্ছি কিন্ত পাখি খাচ্ছে না কি করবো। আপনি একটু সাহয্য করবেন ভাইয়া

    • @drtzoha
      @drtzoha  3 года назад +1

      নতুন জায়গায় পাখি ২/৩ দিন খাবে না বা কম খাবে এতে ভয়ের কিছু নেই। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে

    • @faridujjamannahid2060
      @faridujjamannahid2060 3 года назад

      ধন্যবাদ ভাইয়া,, আল্লাহ আপনাকে সব সমায় ভালো রাখুখ,,আপনি আমাদেের শক্তি

  • @md.azizurrahmanbdn3149
    @md.azizurrahmanbdn3149 11 месяцев назад

    ভাই মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স করাতে খরচ কত লাগে?

  • @educationalstory803
    @educationalstory803 2 года назад +1

    ভাই ফাও ব্যাকগ্রাউন্ড মিউজিক না দিলে হয়না, খুব বিরক্তিকর 😐

  • @atikdesigner
    @atikdesigner 5 месяцев назад

    Vai calplex and e sel aksate khaoyano jabe ko

  • @saifulsaiful1408
    @saifulsaiful1408 Год назад

    বড় ভাই ব্লিডিং কোর্সের ঔষধ গুলো কত দিন ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়।

    • @drtzoha
      @drtzoha  Год назад

      ঔষধ এর প্যাকের গায়ে লেখা দেখে সংরক্ষণ করুন..মেয়াদ অনুযায়ী

  • @MdArif-nr6sb
    @MdArif-nr6sb 10 месяцев назад

    ভাই ই-সেলের পরিবতে ই-ভেট প্লাস খাওয়ানো যাবে

  • @ayrinaviarybirds8873
    @ayrinaviarybirds8873 Год назад

    good

  • @maishahabib5694
    @maishahabib5694 Год назад +1

    Tahsin

  • @muntaha2958
    @muntaha2958 2 года назад +1

    Vai 1 litar pani botol teke ordek diye baki ordek ki raka jabe na pele kicudin?

    • @drtzoha
      @drtzoha  2 года назад +1

      Na rakha tai better

    • @muntaha2958
      @muntaha2958 2 года назад

      @@drtzoha too vaiya ato gula osuder pani nosto kortam amne rakle somossa ase 2-3 din sudu?

    • @drtzoha
      @drtzoha  2 года назад

      Rakha jabe tobe osud er action ta kome jabe...r kom pani niye onuman kore kom Poriman osud mix korle r nosto hbe na osud

    • @muntaha2958
      @muntaha2958 2 года назад

      @@drtzoha acca

  • @mdratulhassan3785
    @mdratulhassan3785 Год назад

    zis vit ও calplex ও E-sel মিশ্রণ কোরলে কোন সমস্যা হবে কি আর এগুলা কত টাকা হবে

    • @drtzoha
      @drtzoha  Год назад

      Somossha hbe na...sob miliye 500 moto porbe

  • @user-dp6rz2hf2l
    @user-dp6rz2hf2l 3 года назад +1

    ভাই টেম বাজরিগার পাখি রাতে যখন খাচায় রাখব তখন ঘরের মধ্যে কি ফেন ছাড়তে কি ওর কোনও অসুবিধা হবে বা ঠান্ডা লাগবে।

    • @drtzoha
      @drtzoha  3 года назад +1

      আবহাওয়া ঠান্ডা থাকলে ফ্যান চালাবেন না

  • @user-gt2fh8rn2i
    @user-gt2fh8rn2i 5 месяцев назад

    ভাই আমার কাছে ক্যালপ্লেক্স ও জিস ভেট আছে। আমি এগুলো ফ্রিজে সংরক্ষণ করে রেখে প্রায় প্রায় পাখিকে দেই।১ বছর হইছে ফ্রিজে সংরক্ষণ করে রাখছি। এখন কথা হল এই ওষুধগুলোর সাথে ই-সেল দিয়ে কি ব্লিডিং কোর্স করাতে পারবো।

    • @drtzoha
      @drtzoha  5 месяцев назад

      Eto long time to songrokkhon korle osud er karjokarita nosto hye jay...jai hok..new medicine use kore korale better fol paben

  • @SumaiyaIslam-ef9mz
    @SumaiyaIslam-ef9mz 3 года назад

    Vaia ame ai 3 ta osod mex kore 3den rake.kon somossa hoi na.bortomane amar 6jora pake tadet harete 20 ta bacca ase. Masallah sobai valo ase ame proteden colmi sak kaoai

    • @drtzoha
      @drtzoha  3 года назад

      ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @ahnaftahmid5281
    @ahnaftahmid5281 Год назад

    ভাইয়া আমার পাখি প্রথমে 4 টা ডিম দিয়েছিল।তার 7 মাস পর আবার দুইটা ডিম দিয়েছে।এতো কম ডিম দেওয়ার কারণ টা কি একটু বলবেন Plz

  • @shopnopori9185
    @shopnopori9185 Год назад

    ভাই আমার 2জোড়া জিপিএ বাজিগর পাখি আছে অনেক দিন হয়েছে বাট কোন ভিম পারার খবর নাই কিরলে ভাল হবে

    • @drtzoha
      @drtzoha  Год назад

      ঔষধ গুলো ট্রাই করে দেখতে পারেন

  • @ipad8034
    @ipad8034 3 года назад

    Vaia amr bird dim parar por se girt besi kore khai ata ki tar health a side ifect hobe...plz Janna..

  • @SkShaddam-ez5dy
    @SkShaddam-ez5dy 2 месяца назад

    ই সেল কি মেল ফি মেল দুটিকেই খাওয়াবো

  • @kamrulofficial1919
    @kamrulofficial1919 Год назад

    ভাই আমার বাজরিগার মেইল পাখিটা উড়ে চলে গেছে তবে ফিমেল পাখিটা একা এটা হচ্ছে নর্মাল বাজেরিগার এদের সাথে রেডআই বাজরিগার জোড়া দেওয়া যাবে কি

  • @mdraselrana4549
    @mdraselrana4549 Год назад +1

    ভাই পাখির ডিমে হাত দিলে কি ডিম ফুটে

  • @ankitbaidya1818
    @ankitbaidya1818 3 года назад

    ভাই এগুলোর পাশাপাশি কি ই কেপ খাওয়ালে সমস্যা হবে?plz replay.

  • @sheymoldash5208
    @sheymoldash5208 Год назад

    ডিম পারা রানিং অবস্থায় কি এই ঔষধ গুলা খাওয়ানো যাবে।। আমার পাখিটা দূর্বল মনে হয়

  • @RuhulAmin-zh7ty
    @RuhulAmin-zh7ty 4 месяца назад

    Vaiya cockatiel ke eguli dewa jabe?

  • @khokonsheak691
    @khokonsheak691 3 года назад +3

    ভাই পাখি ৩ টা এক সাথে রেখে ছি ভাই পাখি ৭ মাস হয়ে গেছে কিন্তু ডিম দিছে না সমুদ্রিক লবন দিয়েছি মিনারেল ব্লক দিয়ছি

    • @MdAbdulAlim-hi1cd
      @MdAbdulAlim-hi1cd 8 месяцев назад

      একটা ছেলে আর ২ টা মেয়ে এক সাথে রেখেছেন কি??

    • @NuriMoni-x7q
      @NuriMoni-x7q 24 дня назад

      একটা সরাতে হবে কারন আমারো একি অবস্থা হয়েছিলো সরানোর পর আলহামদুলিল্লা সরানোর ২ দিন পর আজ ডিম দিয়ে ছে এক টা 🥰

  • @TSBD.2
    @TSBD.2 11 месяцев назад

    কাকে ডিম পাড়া অবস্থায় ভিটামিন খাওয়ানো যাবে কিনা

  • @mdemran3982
    @mdemran3982 Год назад

    ভাই ১৫ দিন কোর্স করানোর জন্য ক্যালপ্লেক্স ও ই সেল নিয়েছিলাম।।।ক্যালপ্লেক্স আগে না দিয়ে ই সেল আগে দিয়েছি সমস্যা হবে

    • @drtzoha
      @drtzoha  Год назад

      সমস্যা নেই

  • @bongfriends5677
    @bongfriends5677 2 года назад

    via phone kotha bola jaba..

  • @Parrot124
    @Parrot124 3 года назад

    Vaia 3 ta ek sathe use kra jabe??

  • @muntaha2958
    @muntaha2958 2 года назад

    Vaiya amr paki 3 kore dim de kintu aibar sudu 1 ti diyece aktu bolben ki karone 1 ti dim dice r paki besi besi dim ar bacca dewar jonno ki kawate hobe ami celplex kawai amne plz riply diyen🥰

  • @karticksaradar4173
    @karticksaradar4173 3 года назад +1

    Madicin kon dokana pab

  • @user-ux9ih6oj6b
    @user-ux9ih6oj6b Год назад

    India

  • @nazmunnaharlipi3891
    @nazmunnaharlipi3891 3 года назад

    Oooo ভাইয়া সেই ঔষধ গুলো।।।।।

  • @mithusingdha2979
    @mithusingdha2979 2 года назад

    Cokatel er boyos koto hole ai medicine gulu debo

    • @drtzoha
      @drtzoha  2 года назад

      3 mash er por theke

    • @mithusingdha2979
      @mithusingdha2979 2 года назад

      @@drtzoha 1 month pore koto den off rekhe abar khoabo

    • @drtzoha
      @drtzoha  2 года назад

      14 din por por khawan

  • @minhajahmed106
    @minhajahmed106 Год назад

    ভাই এই সিরাপ কি ফার্মেসীর দোকানে পাওয়া যাবে,

  • @piyapiya8336
    @piyapiya8336 3 года назад

    Vaiya meye Pakhita shobshomoie pri harir moddhe thake r sheleta baire taile ki dim parar shomoi ashse

  • @SkShaddam-ez5dy
    @SkShaddam-ez5dy 2 месяца назад

    পানি দিয়ে খাই না। এখন কেমনে খাওয়াবো

  • @monoarulhaque9773
    @monoarulhaque9773 2 года назад

    ইসেল ক্যালপ্লেক্স একসাথে মিক্সড করা যাবে??? জানাবেন প্লিজ

    • @drtzoha
      @drtzoha  2 года назад

      Khawano jabe..

  • @hijibiji7044
    @hijibiji7044 2 года назад

    কলোনি তে ব্যবহার করা যাবে কি ? কেননা কিছু পাখি ব্রিডিং এ আছে । বাকি কিছু ডিম দিচ্ছে না ।

  • @jabarjabar7049
    @jabarjabar7049 Год назад

    ভাইয়া আমার মিটিং করছে ডিম দিচ্ছেনা পাখি কে কি করলে ডিম দিবে আর ঔষুধের দাম কত প্লিজ প্লিজ প্লিজ বলুন অনেক দের কে কমেন্ট করছি রিপ্লাই দেয় নাই প্লিজ আপনি বলুন

  • @anisatabassum3490
    @anisatabassum3490 2 года назад

    ভাইয়া আমার টিয়া পাখি সবুজ পায়খানা করছে অনেক ওষুধ দিয়েছে কিন্তু কাজ হয়নি এমন করলে ব্রীডিং কোর্স কিভাবে করাবো?

    • @drtzoha
      @drtzoha  2 года назад

      পরিষ্কার পানি দেন...ঠিক হয়ে যাবে

  • @shuvhankarsarkar995
    @shuvhankarsarkar995 2 года назад

    টিয়াপাখি ডিম পারার সমায় নাহলে ডিম পারার জন‍্য ওষধ খাওয়ালে কি হবে?

  • @romanabcd4520
    @romanabcd4520 3 года назад

    Bhai Amar pakhi bacha dise akhon boro pakhider ki Ami dimer khosa khaoyabo

  • @nayemh2605
    @nayemh2605 3 года назад

    Vai amar ek jora pakhi cilo ekta male pakhi change kore onno ekta male pakhi diyeci alada kore rekhecilam ekhon ek khachay diyeci male kace gele female ta dhokray khabar khayie day a matha chulkaye deyna kintu ek jaygay boshe thake vai ektu comment kore janan era ki jora niyece

  • @shakilferdous5260
    @shakilferdous5260 3 года назад

    Bhaiya amr pakhir ajke prothom dim futse...
    Amr kono idea nei ei bishwoi e ektu Jodi bolten ki vabe jotono dibo er alada kono khabar dibo naki?
    Ami to pakhi ke mix khabar (mix seed)er Shakh dei extra kichu ki dibo?

    • @shourovhasansujit5798
      @shourovhasansujit5798 2 года назад

      Vhat ba egg food diben oita oi choto pakhigulor jonno onek healthy.eigulo soft food er kaj korbe

  • @habibaprincec2678
    @habibaprincec2678 Год назад

    Music ta na Dile Valo hoy sunte

  • @rubelakon74
    @rubelakon74 Год назад +2

    ভাই ,৬ ঘন্টা এর বেশি ওষুধের পানি রাখা যাবেনা।😊😊😊

  • @asapon3635
    @asapon3635 2 года назад

    ভাই পাখির মেটিং চলাকালে পাখিকে ওষুধ খাওয়ানো যাবে

    • @drtzoha
      @drtzoha  2 года назад

      Obossoi khawano jabe

  • @AtikurRahman-ds5dv
    @AtikurRahman-ds5dv 3 года назад

    Vaiya amr pakhi to akon baby dise but soboj paikhana kortase Ami akta osod dise akon ki baby Gola ki khoti hbe..na baby Gola soriya dibo

  • @rupanchowdhury4701
    @rupanchowdhury4701 Год назад

    Dada adav 5Kg Sid mix AKTA list pataban please

  • @anishajahan4184
    @anishajahan4184 Год назад

    ভাইয়া এই ওষুধ গুলো কি টিয়া পাখিকে খাওয়ানো যাবে

  • @janealamsk2332
    @janealamsk2332 2 года назад

    দাদা তিন রকম ঔষধ একসাথে খাওয়ালে কোন প্রবলেম হবে না তো.....?

    • @drtzoha
      @drtzoha  2 года назад

      somossa hbe na....sorry for late reply....

  • @user-dp6rz2hf2l
    @user-dp6rz2hf2l 3 года назад +6

    ভাই পাখির বাচ্চার পায়ে কীভাবে টেগ পরাব।

    • @drtzoha
      @drtzoha  3 года назад +2

      চ্যানেলে আছে... সময় করে দেখে নিয়েন

    • @motinmia4144
      @motinmia4144 3 года назад +1

      ভাই.অামাৱ.কাছে.সব.কিচু.নেই

  • @user-rr6gr1qz1l
    @user-rr6gr1qz1l 6 месяцев назад

    ক্যলপেক্স পরে খাওয়ালে সমস্যা হবে

  • @akashhossain7145
    @akashhossain7145 2 года назад

    Amii kii pakhi ke calplex full mouth a khawyaita perboo....and dim baccha thakla kii calplex dita parbooo

    • @drtzoha
      @drtzoha  2 года назад

      Ha deya jabe...bt mash e 10-15 din khawaben

  • @user-ux9ih6oj6b
    @user-ux9ih6oj6b Год назад

    A guli B D the paoua Jay kintu Andia the ki

    • @drtzoha
      @drtzoha  Год назад

      same vitamin er jekono osudh holei hbe

  • @rayhanshihab5525
    @rayhanshihab5525 3 года назад

    ভাই কিভাবে হারি থেকে বাজরিগার বের করবো বললে ভালো হতো.......

  • @zobaerkhan2201
    @zobaerkhan2201 3 года назад

    আসসালামু আলাইকুম ভাই,,আশা করি ভাল আছেন। ভাই বাজ্রিগার পাখি কিভাবে রেস্ট এ দিব একটা ভিডিও দিলে খুব উপকার হতো। ফুল প্রসেস টা কীভাবে করব। ডিম পেরে বাচ্চা একটু বড় হবার পর ওরা আবার মেটিং শুরু করে। রেস্ট এ দেওয়ার আগেই আবার মেটিং করে। আরেকটা কথা ভাই আমি যোবায়ের খান। ৩নং গিফট পেয়েছি কিন্তু এখনো কোনো টাকা রিচার্জ পাইনি। আমার নাম্বার লাস্ট এ ২৬০

  • @MdjabedhossainMdjabedhos-mj2uv

    Vai ei osudh gula ei gorome khawano jabe ki

    • @drtzoha
      @drtzoha  Год назад

      Ji...kono prb nei

  • @nahidaakter4878
    @nahidaakter4878 2 года назад

    Jst a 3ta khawaley to হবে? R kono medicine khawaite hbenato? Akhn to হালকা gorom prblm hbena to

    • @drtzoha
      @drtzoha  2 года назад

      ই সেল আর ক্যালপ্লেক্স must...baki gula optional

  • @soyaebsafin8338
    @soyaebsafin8338 Год назад

    পাখির বাচ্চা থাকলে কি ই সেল খাওয়ানো যাবে

    • @drtzoha
      @drtzoha  Год назад

      ১ মাস++ হতে হবে বাচ্চার বয়স

    • @soyaebsafin8338
      @soyaebsafin8338 Год назад

      ​@@drtzohaআর আবদ্ধ বোতলে ঔষধ মিশ্রত পানি কি ৪/৫ দিন রাখা যাবে।

    • @drtzoha
      @drtzoha  Год назад

      6 ঘন্টার বেশি না রাখাই ভালো...ঔষধ এর কার্যকরীতা কমে যায় ৬ ঘন্টা পর

  • @gamingwithmamunyt6849
    @gamingwithmamunyt6849 3 года назад

    ভাই আমার মেল পাখি ফিমেইল মারামারি করে কেন? বিসেস করে ফিমেইল পাখিটা কী করবো বলেন

  • @abusayeed503
    @abusayeed503 3 года назад

    Vi amar pakhi pani pani paykhana korse a khon ami ki korbo

  • @isratbentatamanna3586
    @isratbentatamanna3586 2 года назад

    আমার পাখির বয়স ১ বছর ৩ মাস তাও ডিম দিচ্ছে না।কী করতে পারি ভাইয়া?

  • @sadequlislam8284
    @sadequlislam8284 3 года назад

    কালকে পাখি দেখিয়ে ভিডিও করবেন

  • @hasibkhan3624
    @hasibkhan3624 2 года назад

    ভাইয়া এক ফুট টা কি জিনিস চিনতে পারলাম না আমি ভাইয়া এক ফুট টা কোন দোকানে পাওয়া যেতে পারে প্লিজ একটু জানিয়ে দেবেন

  • @sumaiyakhatun9084
    @sumaiyakhatun9084 2 года назад

    Amar salik pakhi ache ..ay osud gulo deya ki biding korsno jabe....

    • @drtzoha
      @drtzoha  2 года назад

      Ji..sob pakhir khetre projojjo

  • @mdtarekurrahman
    @mdtarekurrahman Год назад

    ভাই দুইওটাকে ই সেল খাবাইতাম নি

  • @gamingwithayman4497
    @gamingwithayman4497 3 года назад

    Bhai amr pakhi 2, 3 month dhore haree ta asa jawa kore kintu hotat 2 din dhore hare ta jai nah abr sthe pakhir molting hoise olpo.. Ai karone ki hare ta jai nah??? Plzz answer bhai

  • @mdatifislammamun1922
    @mdatifislammamun1922 3 года назад

    বাড়ির উঠানে পাখির খামার তৈরি করা ঠিক হবে

  • @blackman9735
    @blackman9735 2 года назад

    ভাই খাচায় হাড়ি দিয়ে কি জিজ ভেট খাওয়াবো।

  • @noobgamers7618
    @noobgamers7618 Год назад

    500ml পানি
    1.5+1.5+1.5
    Same

  • @galaxysky3425
    @galaxysky3425 3 года назад

    Ei tinti medicine ki aksate khaowabo?

  • @MdMonir-rb8fp
    @MdMonir-rb8fp 2 года назад

    আসসালামু আলাইকুম ভাইয়া বলতেছি হাড়ি দেবার পরে ব্রীডিং কোর্স করাবো নাকি আগে প্লিজ বলেন

    • @drtzoha
      @drtzoha  2 года назад

      হাড়ি দেয়ার আগে করাবেন

    • @MdMonir-rb8fp
      @MdMonir-rb8fp 2 года назад

      মেল ফিমেল এক খাচায় রেখে করাবো নাকি আলাদা খাচায়

    • @drtzoha
      @drtzoha  2 года назад

      @@MdMonir-rb8fp obossoi ek khachay...cz tara jora nibe & relationship aro strong hbe

    • @MdMonir-rb8fp
      @MdMonir-rb8fp 2 года назад

      E-sel এর পরিবর্তে AD3E ব্যবহার করা যাবে কি

    • @drtzoha
      @drtzoha  2 года назад

      @@MdMonir-rb8fp obossoi

  • @najatislam865
    @najatislam865 5 месяцев назад

    Bad noise ....biroktikor

  • @mirratul4725
    @mirratul4725 3 года назад

    Vai ami cocktail pakhi hand feed korata cai Ami ki 15 dinar cocktail pakhi ki nibo naki onno age ar

    • @drtzoha
      @drtzoha  3 года назад

      25 din er nile vlo hoy

  • @mdziarul1676
    @mdziarul1676 2 года назад

    Hello via jan kemon asen asha kori valo asen.

    • @drtzoha
      @drtzoha  2 года назад

      ভালো আছি ভাই❤️

  • @veersahabi106
    @veersahabi106 Год назад

    ভাই, ZISVET এর কাগজে লেখা সতর্কতাঃ ZISVET এর সাথে ক্যালসিয়াম ব্যবহার উচিৎ নয়। আপনি বললেন ৩টা একসাথে! ৩টা খাওয়ালে পাখির ক্ষতি হবে না তো????

    • @drtzoha
      @drtzoha  Год назад

      আমি তিনটা একসাথে খাওয়াই...এখনো আলহামদুলিল্লাহ কোন সমস্যা হয় নি...তবে প্রস্তুতকারক এর নির্দেশনা মেনে চলাই শ্রেয়...