ওয়ার্কিং খতিয়ান ডিপি খতিয়ান বা মাঠ পর্চা ও বি বসে খতিয়ানের বিস্তারিত
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- ওয়ার্কিং খতিয়ান ডিপি খতিয়ান ও মাঠ পর্চা আর বি এস খতিয়ানের বিস্তারিত আলোচনা। ভূমি জড়িপ প্রশিক্ষণ ।। land measurement training . BD land survey training,নকশা থেকে জমি একাধিক খন্ডে বিভক্ত করে পরিমাপ ।। আমিনিশীপ প্রশিক্ষণ। Land measurement training ।। নকশা থেকে সঠিক সূত্র ব্যবহার করে ভূমি পরিমাপের সহজ নিয়ম। চতুর্ভূজের গড় সূত্র ও বিষমবাহু ত্রিভূজ এবং সিকি বৃত্তাবাসের সূত্র ব্যবহার করে জমি পরিমাপ পদ্ধতি । বিষমবাহু ত্রিভূজ ও বৃত্তবাস আকৃতির জমির পরিমাপ পদ্ধতি।। আমিনশীপ ট্রেনিং । সাধারন স্কেল দিয়ে নকশার জমি পেডে অংকন । স্কেচ ড্রয়িং এ সাধারন স্কেলের অনুপাত ব্যবহার ।। আমিনশীপ ট্রেনিং । সার্ভেয়ার দ্বারা দক্ষ ভাবে স্কেচ ড্রয়িং করার পদ্ধতি সঠিকভাবে জানতে পারবেন। ।। আমিনশীপ ট্রেনিং। সাধারন স্কেল ব্যবহার করে আমিন কিভাবে হাত নকশা কতরী করে তা শিখতে পারবেন। ভূমি জড়িপ প্রশিক্ষণ কোর্স। জমি পরিমাপের বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে জানা যাবে। #ওয়ার্কিং_খতিয়ান¬¬_ডিপি_খতিয়ান_মাঠ_পর্চা #land_measurement #land_survey_BD #safi_online_school
ধন্যবাদ আর বড় কিছু নিয়ে ভিডিও চাই
welcome
Good❤
ধন্যবাদ
ভাই,সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ওয়াকিং খতিয়ান বই য়ের পাতা ছেড়া।এখন কি করা যায়?
সেটেলম্যান্ট অফিসে কথা বলেছেন?
@@safionlineschool আমি জেলা রেকড রুমে কথা বলেছি।
হেল্প লাগবে কেউ আছেন
স্যার, আপনার কথাগুলো খুব ভাল লেগেছে তাই আপনার কাছে আমার একটি সমস্যা তুলে ধরলাম দয়া করে উত্তর দিবেন।
আমার নানা ১৯৬৬ সালে এওয়াজ দলিলে একটি জমির মালিক হন। আমার কোন মামা নাই শুধু চার মেয়ে। এর পর ১৯৯২ সালে একটি হেবা দলিলের মাধ্যমে তার চার মেয়েকে জমিটি দান করে দেন। ২০০৩ সালে নানা মারা যাওয়ার পর আমার এক খালা যিনি নানা বাড়িতে থেকে তার দেখাশুনা করতেন সেই খালা আমার নানীর নামে ১৯৭২ সালের একটি দলিল বের করেন যা কিনা আমার নানা তার স্ত্রীকে আগেই দিয়ে গেছেন। কিন্ত আর এস রেকর্ড আমার নানার নামে রয়ে গেছে। পরবর্তীতে আমার সেই খালা নানীর নিকট হতে সেই জমি লিখে নেয় এবং আমার নানীকে দিয়ে নানার দেয়া চার মেয়ের হেবা দলিলের বিরুদ্ধে মামলা করে মেয়েদের দেয়া হেবা দলিলটি বাদীনি অর্থাৎ আমার নানীর উপর বাধ্যকর নয় মর্মে একতরফা ডিগ্রিী নেয়। মামলা চলাকালীন সময়ে আমার নানীর দলিল যেহেতু আর এস বেকর্ড মিস করেছে তাই নানার দেয়া চার মেয়ের হেবা দলিল ব্যবহার করে যেখানে সেই খালা একটি অংশের মালিক কিন্তু তিন বোনকে ফাকি দিয়ে সবটুকু জমি তার নিজের নামে খারিজ করে নেয়। এখন প্রশ্ন হচ্ছেঃ যেহেতু সে ডিগ্রির মাধ্যমে দলিল বাতিল করেছে আবার সেই দলিল দিয়েই সে খারিজ নিয়েছে তার প্রকৃত ভায়া দলিল গোপন করে তার খারিজ টিকবে কিনা?
আপনার নানি খালাকে দলিল না করে দিলে খালার নামজারি টিকবে না। বর্তমানে আপনার নানি জীবিত আছে কিনা?
thanks
Welcome
বাই অন্য ভিড়িও তে অংশ নামায় আনা হনডা হিসাব করলেন এই ভিডিও তে অংশ কে অন্য হিসাব করলেন বুজলাম না
অংশ নিয়ে ভিডিও অনেকগুলি অাছে। এটাতে না বুঝলে অন্য ভিডিওতে বুঝবেন আশাকরি।
আসসালামু আলাইকুম _ভাই আপনার কাছে আমার একটি প্রশ্ন আমার বাবা ১৯৭১ সালে ২১ শতাংশ জমি ক্রয় করে সাব কবলা দলিল করে নেন জমির মালিকের কাছ থেকে!! কিন্তু আমাদের সিরাজগঞ্জ জেলার ১৯৮০সালের আর এস রেকর্ড আমার আব্বার নামে ২১ শতাংশের জমির মধ্যে মাএ ১০শতাংশ জমি আর এস রেকর্ড হয়! বাকি ১১ শতাংশ জমি একই দাগে অন্যজনের নামে হয়ে যায়!! এখন আমার আপনার কাছে জানার বিষয়" কিভাবে ওনার নামে আর এস রেকর্ড হল কিভাবে হলো এইটা জানার জন্য সেটেলমেন্ট অফিসে গেলে কি ডিপি খতিয়ান দেখতে পারবো?? আশা করি আমাকে আপনি উত্তর দিবেন আমি একজন প্রবাসী - ধন্যবাদ
ডিপি খতিয়ান বের করা একটু জটিল বিষয় তার পরও চেস্টা করে দেখেন পাওয়া যায় কি না। স্থানীয় ভাবে দরবার ডেকে বসতে পারেন। তাদেরকে দলিল দেখাতে বলুন। হিস্যা হিসাব সঠিক আছে কিনা দেখুন।
ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার ৩১ নং জেল এর rs খতিয়ানের ওয়ার কিং খতিয়ান কিভাবে তোলা যাবে?
আর কত খরচ লাগবে?
কোথায় গেলে পাব?
প্লিজ বিস্তারিত যানালে খুবি উপক্রিত হব স্যার।
আপনার এলাকার সেটেলম্যান্ট অফিসে যোগাযোগ করুন। আমি কিছু দিন পূর্বে আর এস খতিয়ানের ওয়ার্কিং খতিয়ান তুলেছিলাম ৩০০০ টাকায়
স্যার অনেক ধন্যবাদ। স্যার আর এস জরিপের সাল ১৯৮২ এর সময় প্রায়। সেই সময় কার ডিপি খতিয়ান টি কোথায় পাব?
আর এস খতিয়ানে আমার অংশ ১ আনা ৫ গন্ডা। আমার ১৫৯ দাগে আমি মালিক ৮ আনার এস এ খতিয়ানে ও তাই লেখা। প্রশ্ন হচ্চে আর এস এ আমার মাল অংশ কমে গেছে কেন। তাহলে কি অন্য দাগে মানে খতিয়ানের সব দাগে আমি মালিক? আামার তো ঐ সব দাগের কোন মালিকানা দলিল নাই।
এত আগের ডিপি খতিয়ানতো সম্ভবই না। ডিপি খতিয়ান বের করা কঠিন কাজ। সটেলমেন্ট অফিসে কথা বলে দেখতে পারেন।
দলিলে এবং বিক্রেতার অংশানুযায়ী যতটুকু ক্রয় করেছেন ততটুকু খতিয়ানে লিপিবদ্ধ হওয়ার কথা।
দলিলে যে জমির মালিকানা আছে সে জমিতে দখল নিবেন। সব দাগে নয়। বন্টন নামা দলিল করে এক দাগে খারিজ করে দখল নেন।
Sir mat porca monotttober gore kesu leka ni ,ami kebabe janbo ata kothi take aslo.
মাঠ পরচা করার সময় মন্তব্য এর ঘরে লেখার নিয়ম আছে মালিকানার উৎস যেমন দলিলের নম্বর ও তাইরখ কিন্তু অনেক সময় জনিপ দল এগুলো লিখে না ফলে জনগনের ভোগান্তির শেষ থাকে না
এসএ রেকর্ডের....ওয়ার্কিং খতিয়ান হয় কিনা বলবেন স্যার?
hoy
ধন্যবাদ স্যার
ভাই ভিডিউ বানালে আগে ভাল ক্যামেরা কিনুন
দেখতে চাচ্ছি যে লোকজন আমার ভিডিও দেখবে কি না? যদি চায় তবে সামনে এ বিষয়ে ইনভেস্ট করব ভাবছি। ধন্যবাদ ভাইয়া,
ভিডিও অস্পষ্ট
দুঃখিত চেস্টা করবো ভালো করতে
আমার একটা ওয়াকিং খতিয়ান লাগবে বি আর এস এর কোথায় পাবো
আগে জানতে হবে আপনার জেলার নাম তখন কি ছিল
অংশ গুলো আলোচনা করলে উপকৃত হব।
অন্য ভিডিওতে আলোচনা আছে
আমাদের এলাকায় RS ২০০৭ সালে জরিপ হয়েছিল এখন কি ওয়ার্কিং খতিয়ান তুলা যাবে
পাবেন , সেটেলমেন্ট অফিসে যোগাযোগ করুন
ভাই আপনার ভিডিওটা একবারে বুঝা যাচ্ছে না এগুলা দেখা যাচ্ছে না
একই বিষয়ে ভিন্ন ভিন্ন ভিডিও আছে ট্রাই করুন। ক্লিয়ার ভিডিও দেওয়ার চেস্টা করবো
আমার এস এ খতিয়ানের ওয়ার্কিং খতিয়ান লাগব
আপনার এলাকার সাবরেজিস্টার অফিসে নকলকারকদের বলুন এটা কোন অফিসে পাওয়া যাবে। রেকর্ডের সময়য়ের কাগজ কোথায় পাবেন তারাই জানেন
রাজস্ব টা কি একটু বুঝিয়ে বলবেন
রাজস্ব হচ্ছে কর বা খাজনা
কি ভাবে পেতে পারি ডিপি খতিয়ান।
সেটেলমেন্ট অফিসে যোগাযোগ করুন।
ডিপি খতিয়ান কি পরিবর্তন হয়?
na
বিএস ড্রাফট কি পাওয়া সম্ভব?
কোন মৌজার বি এস ম্যাপ দরকার?
আসসালামু আলাইকুম।।।
oalikumu salam
এস এ খতিয়ানের ওয়ার্কিং খতিয়ান কোথায় ও কিভাবে পাবো???
আপনার এরিয়ার সেটেলমেন্ট অফিসে ওয়ার্কিং খতিয়ান পাবেন। যাহারা নকল লিখেন তাদের বলবেন বের করে দিবে দলিল
sa Rs পাওয়া যাবে?
আগে অনলাইনে খুজে দেখেন আছে কি না ।
1997 সালে একটি বাটোয়ারা মামলা করি দেওয়ানী আদালতে মামলাটা চলার পর তারা একটা দলিল দেখায় কিন্তু দলিলটা আমাদের না তারপর বিজ্ঞ আদালতে দলিলটি সেভ কাস্টরি হয় তারপর আমার ফিঙ্গারপ্রিন্ট নেয় তারপর সেভ কাস্টরি দলিল এবং আমার টিপসই সেভ কাস্টরি হয় হওয়ার পরে 2003 সালে মামলার বিচারের দিন ধার্য ছিল কিন্তু তারা সেভ কাস্টরি থেকে দলিলটা নিয়ে যায় তা আমরা জানতাম না কিছুদিন পর আমার বাদি মারা যায় বাদের মৃত্যুর পর মামলাটি খারিজ হয়ে যায় আবার সেখানে যাওয়া মামলাটির 2021 সালে আমরা চালু করে চালু করার পর 12 টি তারিখ গেছে কিন্তু এখন পর্যন্ত জবাব দেয়নি এরমধ্যে কাগজপত্র খোঁজাখুঁজি করে জানতে পারি তারা সেভ কাস্টরি থেকে বাদী-বিবাদী উভয়পক্ষের কথা বলে দলিলটি নিয়ে যায় এটা আমি জাবেদা নকল নিয়েছি আপনার মাধ্যমে জানতে চাই আমি ঠাকুরগাঁ থেকে রমজান আলী
ভালো আইনজীবির মাধ্যমে মামলা চালিয়ে যান। বাদী-বিবাদী উভয়পক্ষের কথা বলে দলিলটি নিয়ে যায় কিভাবে এ ক্ষেত্রে আপনার কোন সম্মতি নিয়েছে কি না। মামলা শেষ না হওয়া পর্যন্ত আদালতে জমা দেয়া ডকুমেন্ট তেুলে নেওয়ার কথা নয়। বিষয়টি আইনজীকির মাধ্যমে আদালতকে জানান।
পেশকারকে বলে মামলার তারিখ তাড়াতাড়ি নেন। মামলা দ্রুত শেষ হয়ে যাবে।
কিছুই দেখা যাচ্ছ না, পরিস্কার করে ভিডিও কইরেন,
একটু তাড়া ছিল । দুঃখিত
একটু ঝাপসা হয়ে ছে
দুঃখিত
বিডিও ক্লিয়ার না
এ ধরনের বিডিও কাজে আসবে না
br, trying
বাজে মন মাসি কথা নিয়ে ভিডিও করেন কেন। আপনার চেহারা দেখার আমার কোন ইচ্ছে নেই আপনি চেহারা ক্লিয়ার করে লেখাটা গলা করছেন কেনো।
কথাটা এভাবে না বলেও পারতেন। আমার কোন খারাপ উদ্দেশ্য নেই। ঘোলাটা আমার ভূলের কারনে হয়েছে। বুঝে নিতে হবে যে আমি ভিডিও মেকিং এর বিষয়ে দক্ষ নই। তবে আপনার কমেন্টোর মাধ্যমে আমি আমার ভূল বুঝতে পেরেছি এ জন্য আপনাকে ধন্যবাদ। আমার ভিডিও ভালো না লাগলে আপনি শিক্ষক চেন্জ করুন।
কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত। আপনাকে বোঝানোর জন্যই বলেছি।
@@AnowarHossan-ah283 its ok
ধন্যবাদ আর বড় কিছু নিয়ে ভিডিও চাই
wc