জমি নিয়ে প্রতারনার একটি ভয়াবহ ঘটনা।। ভূমি জরিপ প্রশিক্ষণ

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • জমি নিয়ে প্রতারনার একটি ভয়াবহ ঘটনা। ভূমি জড়িপ প্রশিক্ষণ ।। land measurement training . BD land survey training,নকশা থেকে জমি একাধিক খন্ডে বিভক্ত করে পরিমাপ ।। আমিনিশীপ প্রশিক্ষণ। Land measurement training ।। নকশা থেকে সঠিক সূত্র ব্যবহার করে ভূমি পরিমাপের সহজ নিয়ম। চতুর্ভূজের গড় সূত্র ও বিষমবাহু ত্রিভূজ এবং সিকি বৃত্তাবাসের সূত্র ব্যবহার করে জমি পরিমাপ পদ্ধতি । বিষমবাহু ত্রিভূজ ও বৃত্তবাস আকৃতির জমির পরিমাপ পদ্ধতি।। আমিনশীপ ট্রেনিং । সাধারন স্কেল দিয়ে নকশার জমি পেডে অংকন । স্কেচ ড্রয়িং এ সাধারন স্কেলের অনুপাত ব্যবহার ।। আমিনশীপ ট্রেনিং । সার্ভেয়ার দ্বারা দক্ষ ভাবে স্কেচ ড্রয়িং করার পদ্ধতি সঠিকভাবে জানতে পারবেন। ।। আমিনশীপ ট্রেনিং। সাধারন স্কেল ব্যবহার করে আমিন কিভাবে হাত নকশা কতরী করে তা শিখতে পারবেন। ভূমি জড়িপ প্রশিক্ষণ কোর্স। জমি পরিমাপের বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে জানা যাবে।
    #জমি_নিয়ে_প্রতারনা #জাল_দলিল #land_measurement #land_survey_BD #safi_online_school

Комментарии • 10

  • @mainuddin8320
    @mainuddin8320 Год назад

    ❤❤❤

  • @anikaakter1724
    @anikaakter1724 2 года назад +1

    16466 তে একোয়ার করছে সরকার এক নাম্বার হল সদর হাসপাতাল ফায়ার টেলিফোন যোগাযোগ ভোকেশনাল এই 4 টি প্রতিষ্টান সরকার একোয়ার করছে এই চারটি প্রতিষ্ঠান 58 শতক জমি রয়েছে জমি এই জমিগুলো সরকার একোয়ার করেছে এই জমিগুলোর টাকা আমি এখনো পাইনি অথবা সরকার কোনো নোটিশ এখনো দেয়নি আমি মামলা করেছি তারা এখনো জবাব দেয়নি আবার ১2 তারিখ চলে গেল আপনার মাধ্যমে জানতে চাই আমি এখন কি করবো এই মামলার কি তাহলে আমি সঠিক রায় পাবো না থানা জেলা ঠাকুরগাঁও একোয়ার এর তারিখ ১966 সাল

    • @safionlineschool
      @safionlineschool  2 года назад +1

      জমি অধিগ্রহণের সময় নোটিস করার কথা। অধিগ্রহণের সময় জমির মালিকদের না পেলে কর্তৃপক্ষ আপনার জমির টাকা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারের কোষাগারে জমা দিয়েছে। আপনি অধিগ্রহণের গেজেটটি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এর নিকট হতে দেখে নিশ্চিত হতে পারবেন যে আপনার টাকা সরকারে কোষাগারে জমা দিয়ে ফেলেছে কি না।
      কোষাগারে টাকা জমা হয়ে গেলে তা মন্ত্রণালয়ের মাধ্যমে আদালতের আদেশে নতুন করে বরাদ্দ দেওয়ার নিয়ম আছে কিনা আমার জানা নেই।

  • @anikaakter1724
    @anikaakter1724 2 года назад +1

    এখন আর জবাব আমি আগেও আপনার অনেক ভিডিওতে মামলা সম্পর্কে কমেন্ট করেছি আপনি তার রিপ্লাই দিয়েছিলেন কিন্তু আমার মামলা আমি কিভাবে খাজনা-খারিজ বন্ধ করব তারা তো জবাব এখনো দিচ্ছে না ১২টি তারিখ চলে গেছে এখন আপনার মাধ্যমে জানতে চাই ঠাকুরগাঁও

    • @safionlineschool
      @safionlineschool  2 года назад

      জমির অতিরিক্ত খাজনা বন্ধ করার জন্য যে জমিটুকু একোয়ার হয়েছে তার গেজেট এসিল্যান্ড অফিসে দেখিয়ে জমা খারিজ করে বন্ধ করা যায়।
      এত পুরনো ডকুমেন্ট তাদের নিকট হওতো নেই তাই তারা জবাব দিচ্ছে না। ডকুমেন্ট গুলো কালেক্ট করা সময় সাপেক্ষ বিষয়। এক এক কর্মকর্তা এক সময় বদলি হয়ে আসে আবার চলে যায় । মনে করে তাইরে নাইরে করে তার সময়টুকু পার করে দিতে পারলেই হলো কে এত পরিশ্রম করে ডকুমেন্ট যোগার করবে এটাই ভাবছে হয়তো।
      তাছাড় মামলাটি আপনার তামাদি দোষে হেরে যাওয়ার একটি সম্ভাবনাও রয়ে যায়।

    • @anikaakter1724
      @anikaakter1724 2 года назад

      @@safionlineschool আমার কাছে তো কোন কাজ না দেবে না সরকার কিন্তু আমি এসিলেন্ট অফিসে কোন ডকুমেন্ট নিয়ে যাব আমার আঠারো সাথে মামলা জবাবের জন্য তারিখ আপনার মাধ্যমে জানতে চাই আপনি

  • @hafezabdurrahman5872
    @hafezabdurrahman5872 2 года назад +1

    আমি আপনার ভিডিও দেখি সব সময়, কিন্তু আপনার ভিডিওতে দেওয়া মিউজিক,সব চাইতে বেশি বিরক্তির কারন ! তার জন্য দুঃখ প্রকাশ করছি।

    • @safionlineschool
      @safionlineschool  2 года назад

      are saying about the intro and outro? then will try to remove it. thanks

  • @munniakter2190
    @munniakter2190 2 года назад

    কত বড় প্রতারনা