Devdas--Pramathesh Barua (Part 2) দেবদাস--প্রমথেশ বড়ুয়া (দ্বিতীয় ভাগ)
HTML-код
- Опубликовано: 1 фев 2025
- দেবদাস
সংগঠনকারিগণ
রচনা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
নাট্যরূপ ও গীতরচনা: নরেশ্বর ভট্টাচার্য্য
পরিচালনা: প্রমথেশ বড়ুয়া
সহকারী: ললিত চক্রবর্তী
সঙ্গীত পরিচালনা: সুকৃতি সেন
নাম ভূমিকায়: প্রমথেশ বড়ুয়া
পার্ব্বতী: যমুনা দেবী
ধর্ম্মদাস: মনোরঞ্জন ভট্টাচার্য্য
চন্দ্রমুখী: রমা চ্যাটার্জি
মনোরমা: আশা মুখার্জি
চুনিলাল: ললিত চক্রবর্তী
ভুবন চৌধুরী: গণেশ বন্দ্যোপাধ্যায়
মহেন: নির্ম্মল বসু (ভানু)
গাড়োয়ান: সতীন্দ্র চৌধুরী
দেবদাসের মা: সুধা কর
সরো (দাসী): যূথিকা বসু
সুশীল রায়, প্রবোধ বন্দ্যোপাধ্যায়, প্রভাত মিত্র, ভোলানাথ ঘোষ, কেশব বিশ্বাস প্রভৃতি।
গীতাংশে: কাননিকা চ্যাটার্জি, আশা মুখার্জি, সতীন্দ্র চৌধুরী, দিলীপ রায় ও সুধা কর
আবহ সঙ্গীত: কুমার বীরেন্দ্র নারায়ণ, শত্রুসূদন দোবে, সুজিত নাথ, দক্ষিণা ঠাকুর, এ. হাকিম, জিতেন্দ্র দাশগুপ্ত, গৌর ঘোষ, গিরীণ চক্রবর্তী, সুরেন সরকার প্রভৃতি।
দৃশ্য-পরিচয়
১ম দৃশ্যে-দেবদাস, ধর্ম্মদাস, মনোরমা ও পার্ব্বতী
২য় দৃশ্যে-পার্ব্বতী ও দেবদাস
৩য় দৃশ্যে-দেবদাস, ধর্ম্মদাস, মেসের মেম্বারগণ, চাকর ও চুণিলাল
৪র্থ দৃশ্যে-দেবদাস, চুণিলাল ও চন্দ্রমুখী
৫ম দৃশ্যে-মনোরমা, পার্ব্বতী ও দেবদাস
৬ষ্ঠ দৃশ্যে-১ম লোক, ২য় লোক, ভুবন বাবু, মহেন, ভিক্ষুক ও পার্ব্বতী
৭ম দৃশ্যে-ফেরিওয়ালা, পথিক, রিক্শাওয়ালা, চুণিলাল, ধর্ম্মদাস ও দেবদাস
৮ম দৃশ্যে-দেবদাস ও চন্দ্রমুখী
৯ম দৃশ্যে-ধর্ম্মদাস, পার্ব্বতী ও দেবদাস
১০ম দৃশ্যে-চন্দ্রমুখী ও দেবদাস
১১শ দৃশ্যে-ধর্ম্মদাস, দেবদাসের মা, ১ম লোক, ২য় লোক, গায়ক, পথিক, ৩য় লোক, মাতাল, দেবদাস ও চন্দ্রমুখী
১২শ দৃশ্যে-দেবদাস ও চন্দ্রমুখী
১৩শ দৃশ্যে-দেবদাস ও গাড়োয়ান
১৪শ দৃশ্যে-পার্ব্বতী, দাসী, মহেন ও ভুবন বাবু
যে ‘দেবদাস’ প্রত্যেক বাঙালী সাহিত্যানুরাগীর পরম আদরের সামগ্রী,--যে ‘দেবদাস’ লক্ষ লক্ষ চিত্রামোদী বৎসরের পর বৎসর আনন্দ পরিবেশন করিয়া আসিয়াছে, সেনোলা রেকর্ডে সেই ‘দেবদাস’ ধরা দিয়া রেকর্ড নাট্য জগতের এক বিস্ময়কর অধ্যায়ের সূচনা করিয়াছে। যাহা ছিল মানুষের স্মৃতিতে সেনোলা তাহা বাস্তবে রূপদান করিয়াছে। একে সর্ব্বশ্রেষ্ঠ কথা শিল্পী শরৎচন্দ্রের লেখা তদুপরি ছায়াচিত্রের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক প্রমথেশ বড়ুয়ার পরিচালনা, তার উপর আবার দেবদাস ও পার্ব্বতীর ভূমিকায় অভিনয় করিয়াছেন, যথাক্রমে স্বয়ং প্রমথেশ বড়ুয়া ও যমুনা দেবী,--যাঁদের কণ্ঠ ইতিপূর্ব্বে কেউ কোনদিন রেকর্ডে শোনেন নাই। রেকর্ডে এতগুলি বিশিষ্ট আকর্ষণের সমাবেশ আর কখনও হয় নাই।
Record No. L.Q.S. 100 (Matrix No. Side 1: 2XJE. 16009/ Side 2: 2XJE. 16010)
Long Play 331⅓ R.P.M. Senola Record
N. B. Sen & Brothers
11 Esplanade East. Calcutta-1
Studio Graphic
Record collected, digitised and uploaded by Rajib Chakraborty.
Amar bari Gauripurer barus saheber barir nikote ami khub imosonal hoie gelam
Yes
ছবি নাই কেন? শুধুই অডিও? তাও বরুয়া সাহেবের মধুর স্বর শুনেও সত্যিই মনটা ভরে গেল ! বরুয়া সাহেব সত্যিই বাঙলা সিনেমার একটি স্তম্ভ। সিনেমার উৎকর্ষতার অনেক মোলিক চিন্তাধারার তিনিই উদ্ভাবক। তাঁকে আমার প্রনাম।
কেষ্ট মজুমদার, সুভাষ পল্লী, বর্ধমান ।।
I think this is later recorded in HMV studio, probably in mid forties,and not from the film track of Bengali Debdas released in 1933
Apurba
From Gauripur❤ Pramathes Baruah sir amader Gauripur rer
Jqa