AMAR SWAPNE DEKHA RAJKANYA II APU AMAN II SEYLON MUSIC LOUNGE

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 418

  • @mantughosh2696
    @mantughosh2696 2 года назад +16

    অপু আমি কোলকাতায় থাকি‌।তোমার গান বারবার শুনি ভালো লাগে।তোমার মত পাতলা জিভ অনেকের না ই তাই উচ্চারন গলা খুব সুন্দর।ভালো থেকো।জিভ মোটা হয় এমন কোন খাবার নেবে না।যে পান সুপারি ইত্যাদি ।ভালো থাকো।আমি বুড়ো মানুষ যা মঙ্গল হয় তাই বলি।প্রথম আলো তে গানগুলি উচ্চারন ঠিক আছে।ভালো থাকো

  • @enamulhoquebakul7963
    @enamulhoquebakul7963 3 года назад +40

    অসাধারণ কন্ঠ,
    এইভাবেই বেঁচে থাকুক আমার প্রিয় মাতৃভূমির বাংলা ভাষা!

    • @imranjaniimran767
      @imranjaniimran767 2 года назад

      আহারে ভেরার দল

    • @imranjaniimran767
      @imranjaniimran767 2 года назад

      গান গেয়ে কেনো বাংলা
      ভাষা বেচে থাকবে
      অন্য কোনো বেবছতা নাই
      চুদির ভাই ভাষাটা তর মতো
      ঘাধার সাথে এমনটাই হওয়া উচিত

  • @pijushguha3008
    @pijushguha3008 4 года назад +19

    এরকম অসাধারণ কন্ঠ, গায়কী সম্পন্ন শিল্পীর গাইতে হয় পুরোনো দিনের গান! আমরা কি এযুগে এদের জন‍্য এরকম অন‍্ন‍্য কথা, সুরের সৃষ্টি করতে পারিনা? আমাদের গোটা প্রজন্মটাই বন্ধ‍্যা !

  • @sudiptaadasofficial1639
    @sudiptaadasofficial1639 4 года назад +91

    নতুন বছরে এতো ভালো উপহার আর হতে পারে না Seylon Music এর তরফ থেকে।। খুব সাবলীলভাবে গানটি আপনি পরিবেশন করেছেন অপু ভাই।।

    • @anamulhaqanam9868
      @anamulhaqanam9868 4 года назад +3

      ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য,,,,,, প্রশংসা করার মত মতামত

    • @mr.shaktimanthepower693
      @mr.shaktimanthepower693 4 года назад +1

      I LOVE ❤️ YOU😘😘😘😘😘😘😍😍😍

    • @SaymaArtsandCrafts
      @SaymaArtsandCrafts 4 года назад +5

      ঠিক বলেছেন আপু।
      ওনাদের সব গানের মধ্যে একটা আনন্দ লুকিয়ে থাকে।😊

    • @animeshmahato8593
      @animeshmahato8593 3 года назад

      Shyamal Mitra r dhare kachhe o hoi ni. Very bad.

    • @goutamkar5558
      @goutamkar5558 3 года назад

      Seylon banan vul dakhun.

  • @DipanjanPaul
    @DipanjanPaul 3 года назад +92

    বাংলাদেশে প্রতিভার অভাব নেই। কাকে ছেড়ে কার গান শুনবো বুঝতে পারছি না। গায়ক, যন্ত্রসংগীত বাদক, music arranger সবাই এত প্রতিভাবান।

    • @monowrabegum7692
      @monowrabegum7692 2 года назад +2

      very nice

    • @rajask7548
      @rajask7548 2 года назад +5

      আমাদের ইন্ডিয়ার গানের তুলোনা হয়না

    • @arundhatighosh331
      @arundhatighosh331 Год назад

      Gaan ta India te toiri hoy6e vmro...

    • @BristiDebnath-ex7ts
      @BristiDebnath-ex7ts Год назад

      😊opp of;;

    • @rinabiswas3008
      @rinabiswas3008 5 месяцев назад

      প্রতিভার মহাসমুদ্র।

  • @marzanlavlu312
    @marzanlavlu312 4 года назад +44

    আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
    সাত সাগর আর তের নদীর পারে
    আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
    সাত সাগর আর তের নদীর পারে
    ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
    দেখে এলেম তারে
    সাত সাগরের পারে।।
    আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
    সে এক রূপ কথারই দেশ
    ফাগুন যেথা হয়না কভু শেষ
    রূপ কথারই দেশ
    ফাগুন যেথা হয়না কভু শেষ
    তারারই ফুল পাপড়ি ঝড়ায়
    সেথায় পথের ধারে।।
    দেখে এলেম তারে
    আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
    সাত সাগর আর তের নদীর পারে
    ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
    দেখে এলেম তারে
    সাত সাগরের পারে।।
    সেই রূপ কথারই দেশে
    যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে
    যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে
    সুর হয়ে তাই ঝরে আমার গানে।
    তাই খুশির সীমা নাই
    বাতাসে তার মধুর ছোঁয়া পাই
    তাই খুশির সীমা নাই
    বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই
    জানিনা আজ হৃদয় কোথায়
    হারাই বারে বারে।।
    সাত সাগরের পারে
    আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
    সাত সাগর আর তের নদীর পারে
    ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
    দেখে এলেম তারে
    সাত সাগরের পারে।।

  • @gmhelaluddin3882
    @gmhelaluddin3882 3 года назад +2

    এককথায় অসাধারণ , মুগ্ধ, ব্যাবস্থাপনা,রুচিসম্মত গান, উপস্থাপনা, কলাকুশলীদের বাদ্য-বাজনা, বিশেষ করে বংশীবাদক ম্যাডামের প্রেমে পড়ে গেলাম,শিল্পীর ব্যাক্তিত্বের নমুনা পাওয়া যায়, ধন্যবাদ সিলং কমিটি কে এ রকমের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য,

  • @mantughosh2696
    @mantughosh2696 2 года назад +1

    আমি কোলকাতায় থাকি।তোমাদের জন্য পাগল বুড়ো মানুষ।তোমার মা রত্মগরভা।ভালো থাকো

  • @subarnabiswas8806
    @subarnabiswas8806 4 года назад +14

    খুবই সুন্দর। একদম বসেছে গানটা গলায়। অরিজিনাল ফ্লেভারের একটুও কমতি হয়নি, এরকম আরও গান চাই প্রিয় শিল্পীর কণ্ঠে।

  • @PowerMusic001
    @PowerMusic001 Год назад +5

    বাঙালি মাত্র ই সংগীত পারদর্শী হয়ে থাকে। সে এপার বাংলা আর ওপার বাংলা হোক না কেন। এটা আমার গর্ভ যে আমি বাঙালি ☺️☺️☺️☺️

  • @estiaqsyed622
    @estiaqsyed622 4 года назад +9

    অসাধারণ!!! খুবই ভালো লাগলো। অপু আমান, চলুক না এভাবেই, আরো অনেক স্বর্ণ যুগের গান গুলোর অপেক্ষায় রইলাম।

  • @quazisanjeed6395
    @quazisanjeed6395 2 года назад +1

    বাহ্, চমৎকার গেয়েছেন। আমার সৌভাগ্য হয়েছিল তাঁর এই গানটি সামনাসামনি শোনার।

  • @Sania1097
    @Sania1097 4 года назад +12

    আপনার কন্ঠে মান্না দের গানগুলো অসাধারণ লাগে,
    ও চাঁদ সামলে রাখো এবং ললিতা ওকে আজ চলে যেতে বলনা, এই গান দুটো আপনার কন্ঠে অবশ্যই শুনতে চাই।

  • @fatemajahan759
    @fatemajahan759 2 года назад +2

    ধন্যবাদ সিলং টি।আমি প্রতিদিন এই পুরনো দিনের গানগুলি শুনি আর আমার কিশোরী বয়সে হারিয়ে যাই।সকলে গেয়েছেও অসাধারণ

  • @chandanlahiri7648
    @chandanlahiri7648 4 года назад +2

    সিলোন টির উপস্থাপনায় এই গানটি নিয়ে কিছু বলার নেই।সব মিলিয়ে অপূর্ব। অতুলনীয়। নতুন ২০২১ সাল আমাদের সবার ভালো কাটুক। সিলোন টি জিন্দাবাদ।

  • @6060ssb
    @6060ssb 3 года назад +2

    বাঃ খুব সুন্দর লাগলো।মন জুড়িয়ে গেলো। শ্যামল মিত্র বাবু কে ছোটো korbona ,আপনার গানটি সত্যিই মনে লাগলো।

  • @shumonarahman6156
    @shumonarahman6156 4 года назад +3

    অপূর্ব অপূর্ব অপূর্ব। মাইল্ড ব্লোয়িং পারফর্মেন্স!!!!!শুভ কামনা রইল অপু আমান এর জন্য।

  • @bangladesh52
    @bangladesh52 3 года назад +9

    আমাদের দেশের সব মূল্যবান রত্ন !! তোমরা আমাদের গর্ব .

  • @iamanadvisor7369
    @iamanadvisor7369 2 года назад +2

    গানটির সুর ও সুরের ভঙ্গিমা একদম হুবহু হয়েছে। গানটির অনেকের কণ্ঠেই শুনেছি শুধু আপনার টি ই মনে গেঁথে গেছে। কারণ আপনার কণ্ঠ আপনারই আছে শুধু সুর একদম পারফেক্ট। খুবই সুন্দর। ❤️

  • @Deepto
    @Deepto 4 года назад +14

    ।।কী অসাধারণ একটি গান 🙏❤️।। অনেক শুভেচ্ছা রইলো

  • @bijoybhandary6987
    @bijoybhandary6987 3 года назад +1

    এতো সুন্দর সাবলীল ভাবে পরিবেশন , অনবদ্য অপু আমান ভাই ।

  • @ehsanhabibfca
    @ehsanhabibfca 3 года назад +5

    এক জন গায়ক, সব পুরনো গানই যেন আরও প্রাণবন্ত হয়ে ফিরে আসে আপনার গলায়...

  • @arponmehedi
    @arponmehedi 3 года назад +3

    এতোদিন পর শুনছি কেন? অসাধারণ অভিজ্ঞতা। অসাধারণ, অসাধারণ! মনে হচ্ছে রেডিও যুগে আছি। 🙏

  • @anamhoque4973
    @anamhoque4973 2 года назад +6

    Beatiful song.i have head 27yrs later.from U.S.A.🇧🇩🇺🇸🎈

  • @kalyannath4805
    @kalyannath4805 5 месяцев назад

    গায়ক তো দারুণ, সাথে যাঁরা যন্ত্রে সঙ্গত করলেন তাঁরাও তুলনাহীন। অপূর্ব !!

  • @murtazamahemud2459
    @murtazamahemud2459 4 года назад +35

    একটু বেশীই ফাস্ট হয়ে গেছে৷ প্রিয় গানটি আরো বেশীক্ষন শুনার আকাঙ্খা থেকে যায়।

    • @technicalgotv2241
      @technicalgotv2241 3 года назад +1

      আপনি গান শিখেছেন??🙄

    • @aniketroy4282
      @aniketroy4282 3 года назад +2

      Shamol babur melody pelam naa

  • @arrahat9197
    @arrahat9197 2 года назад +1

    অসাধারণ গেছেন ❣️
    ইস্তাম্বুল তুর্কি থেকে শুনছি, যখন দেশের কথা মনে হয়,এই গান গুলো আরো ব্যকুল করে।

  • @jaideepghosh5643
    @jaideepghosh5643 Год назад +2

    Apu Aman ..... Mind blowing performance.

  • @ruksanaruksana9059
    @ruksanaruksana9059 4 года назад +1

    ওর লিপ্সে মান্না দার গুলো অসাধারণ হয় তবে শ্যামল দার টা ও ভালো হয়েছে সত্যি চমৎকার আয়োজন ধন্যবাদ জানাচ্ছি যারা বাজিয়েছেন এবং প্রার্থ দা কে🥰🥰

  • @Sanjoy823
    @Sanjoy823 3 года назад +2

    বাঁশীর প্রেমে পড়ে গেলাম তো। অসাধারন।

  • @khalidimon1574
    @khalidimon1574 3 года назад +14

    উফফফ কি দারুণ গাইলেন..❤

  • @sohammondal8943
    @sohammondal8943 2 года назад

    Asadharon ekti voice. Ei niye ganti 15 bar sunechi.Iam very impressive to listen this song.Excellent.

  • @shyamalacharyatapan1531
    @shyamalacharyatapan1531 Год назад

    Apu Bhai darun darun katha nei. Many many thanks. R Partha babu k anuradha Rabindrasangeet nie Kaj karte.❤

  • @ghoshmitracreations1203
    @ghoshmitracreations1203 3 года назад +13

    Old golden days are clustering in the mind .. Time of grandfather and grandma ... Life when everything was so cute... So beloved... Thanks for the song to the singer and Seylon tea lounge.. ❤

  • @drovotara3897
    @drovotara3897 3 года назад +1

    আহা আহা বেশ, আমরা সবাই অপেক্ষায় থাকি নিশি দিদির গানের জন্য তাই এতো সুন্দর মিষ্টি একটি গানের ভিউ এতো কম। দাদা ভাইজান খুব ভাল লাগলো আপনার আরো মিষ্টি মিষ্টি গান শুনতে চাই ।

  • @Koushik_Bhadra
    @Koushik_Bhadra 4 года назад +4

    নতুন বছরের শুরুতেই এমন অসম্ভব সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য পুরো SEYLON টিমকে জানাই অনেক অনেক শুভকামনা।
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    ❤️ Happy New Year 2021❤️
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shameekde276
    @shameekde276 4 года назад +1

    নতুন বছরের নতুন সকালে এত সুন্দর একটি পরিবেশনা সত্যি মন ছুঁয়ে গেলো, Seylon music lounge ke ধন্যবাদ, এভাবেই এগিয়ে চলুন আপনারা, অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সবার জন্য, সবাই খুব ভালো থাকুন, খুব ভালো কাটুক এই বছরটি

  • @ASMNayem-ky1ub
    @ASMNayem-ky1ub 3 года назад +3

    অপু আমান ভাইয়ের কন্ঠে এই মেঘলা দিনে একলা এই গানটা শুনতে চাই। পার্থ দা'র রিআরেঞ্জমেন্টে অপু আমান ভাইয়ের কন্ঠে আশাকরি চমৎকার লাগবে।সিলন মিউজিক টিমের কাছে অনুরোধ রইল🙂

  • @russelrulezyt1292
    @russelrulezyt1292 4 года назад +23

    Went down Memory lane... Feeling Nostalgic Indeed!

  • @syedarashida5319
    @syedarashida5319 4 года назад +11

    অপু আমান🤩উনার কন্ঠ ও গাওয়ার ধরন আমার খুব পছন্দের।আমার ও খুশির সীমা নাই,গানটা শুনে খুব ভালো লাগল💞

  • @sunirmaldebroy3049
    @sunirmaldebroy3049 3 года назад +10

    Enjoyed from Agartala, the State Capital Town of Tripura belongs to the North Eastern Region of India . Really Melodious voice .Thanks a lot .

  • @amanpatwary4543
    @amanpatwary4543 2 года назад

    অসাধারণ হয়েছে মিতা 🥰🥰

  • @amitavabasu6524
    @amitavabasu6524 Год назад

    গানগুলোকে আপনারা বাঁচিয়ে রেখেছেন। ধন্যবাদ।

  • @monojitchatterjee1075
    @monojitchatterjee1075 3 года назад +2

    অপূর্ব, অপূর্ব। অসাধারণ গেয়েছেন ভাই। মন ভরে গেল। তবে, গানের থেকেও আপনার গান গাওয়ার ষ্টাইলটা অনবদ্য লাগলো। খুবই সুন্দর। পরের‌ ভিডিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

  • @ruksanaruksana9059
    @ruksanaruksana9059 3 года назад +2

    হাদি ভাই বলেছিলেন একদিন অনেক এগিয়ে যাবে এই মানুষ টা সত্যি তার প্রতিটা গানেই প্রমাণ করছে সে ভালোবাসি🥰

  • @mdsohel237
    @mdsohel237 4 года назад +2

    অনেক সুন্দর হয়েছে অপু ভাই

  • @anitadatta1303
    @anitadatta1303 2 года назад +3

    অসাধারণ আবেগ সুন্দর প্রাণ ছুঁয়ে যাওয়া সুরে গেয়েছেন ।

  • @humayonkobir6319
    @humayonkobir6319 4 года назад +8

    গানটি কি সুন্দর রিক্রিয়েশন করা হইছে😃।দারুণ লাগলো

  • @maishasamiha6199
    @maishasamiha6199 3 года назад +1

    লাভ ইউ অপু ভাই। সুন্দর ভোকাল, হ্যান্ডসাম ম্যান

  • @avimazumder1738
    @avimazumder1738 4 года назад +2

    বহুদিন পরে গানটি শ্রবনে মুগ্ধ হলাম,,ধন্যবাদ দাদা

  • @MdSaddam-bd7dk
    @MdSaddam-bd7dk 4 месяца назад

    অপু ভাই আপনার প্রতিভা আমায় মুগ্ধ করেছে অসাধারণ গেয়েছেন

  • @saikatsmiling9398
    @saikatsmiling9398 4 года назад +1

    খুব সুন্দর, অনেক শুভেচ্ছা রইল....

  • @upaliranatunga3114
    @upaliranatunga3114 3 года назад +7

    Very very nice. I am listening to those as medicines to my life' Thanks to nice music group and Singers' Greeting from Sri Lanka.

  • @anupriyadey675
    @anupriyadey675 3 года назад +2

    Aman ❤️ Tmr voice ta sunle mon vore jay❤️ khub sundor❤️

  • @sunita_ray
    @sunita_ray 4 года назад +8

    Uff! Ki sundor gaan, mesmerizing.

  • @sulagnamukherjee1513
    @sulagnamukherjee1513 6 месяцев назад

    অপূর্ব সুন্দর গায়কী অনেক শুভেচ্ছা আর suvokamona❤️🙏❤️🙏

  • @spostobadi9867
    @spostobadi9867 4 года назад

    Oshadharon laglo..purono gaan ato notun kore 1st sunlam..oshadharon..thank u

  • @ashrafuldewan4978
    @ashrafuldewan4978 2 года назад +1

    প্রথম একবার শোনার পর গানটা আজ পর্যন্ত দিনে ৭/৮ বার না শুনলে দিনটা-ই কাটে না আমার।

  • @swapankumarmondal410
    @swapankumarmondal410 3 года назад +2

    Really excellent SEYLON TEA!!! Many many thanks

  • @sumaiyayeasmin4351
    @sumaiyayeasmin4351 3 года назад +2

    ময়ুরপঙ্খী ভিয়িয়ে দিয়ে সেথা
    দেখে এলেম তারে
    সাত সাগরের পাড়ে❤️❤️

  • @olivegain7284
    @olivegain7284 3 года назад

    অসাধারণ, নতুন শিল্পীর গান খুব চমৎকার

  • @Supd1991
    @Supd1991 2 года назад +1

    এ যেন অজানা এক পথ গান টি শুনতে চাই আপনার কণ্ঠে

  • @debasishrana9697
    @debasishrana9697 3 года назад

    Ami india theka bolchi tumi ato sundar gaanta gayacho ter tulana nai you are great singer apu

  • @projapati632
    @projapati632 3 года назад

    You tube e eii channel ta amr khubb favourite ....mon valo kora gaan sa enader voice ❤❤❤♥️❤❤

  • @SubhasishChaudhuriChakdaha
    @SubhasishChaudhuriChakdaha 4 года назад

    অসাধারণ সুন্দর সাবলীল গায়কী। একদম স্লিক জার্নি। অনেক শুভেচ্ছা ।

  • @brandrrr
    @brandrrr 3 года назад +6

    How it possible? U made all songs into ur own voice❤️❤️❤️❤️. Just WOW

  • @ashimdas7997
    @ashimdas7997 4 года назад +1

    অপুর কণ্ঠে এই গানটা অপূর্ব লেগেছে। আমার খুবই প্রিয় গান।

  • @sayanpurkait1073
    @sayanpurkait1073 2 года назад

    খুবই পছন্দের ❤️❤️

  • @babulgomes6550
    @babulgomes6550 4 года назад +2

    অপূর্ব গেয়েছ অপু , ব্যাপক হয়েছে ।

  • @TheNree
    @TheNree 4 года назад +2

    অপুর মিষ্টি হাসি যে কোনো গানের আবেদন অনেক গুণ বাড়িয়ে দেয়। 😍

  • @happyhelpboy8693
    @happyhelpboy8693 4 года назад +1

    খুব সুন্দর একটা গান আবার নতুন কন্ঠে শুনে অসাধারণ একটা অনুভূতি ।

  • @santra528
    @santra528 4 года назад +1

    খুব সুন্দর। ছোটবেলার কথা মনে পড়ে গেলো। এই গানটা রেডিওতে শুনতাম।

  • @mdtanvirislam2882
    @mdtanvirislam2882 3 года назад +2

    গানটি অসাধারণ গেয়েছে । গায়কের জন্য শুভকামনা রইল ।

  • @asokbanerjee4354
    @asokbanerjee4354 Год назад

    Excellent rendition of this old popular song by Apu Aman. His voice is matured & soothing... and what attracts one most is his effortless & sincere & sweet presentation. Best wishes to Aman.

  • @raselsorif3116
    @raselsorif3116 3 года назад

    ভোকাল ফাস্ট + ও ভোকাল মিউজিক থেকে জোরে হয়ে যাওয়া এই প্রথম আমার কাছে এই গানটা একটু অন্যরকম লাগলো

  • @mashrubatasnimkoruna1504
    @mashrubatasnimkoruna1504 3 года назад +1

    ছোটবেলায় ১ম আব্বুর কাছে গানটা শুনেছিলাম। এটা আব্বুর অনেক প্রিয় একটা গান। আমাকে বলেছিল গানটা গাইতে এখন আমারও এটা প্রিয় গান🥰🥰

  • @shahinarfat1798
    @shahinarfat1798 2 года назад

    Nycc...thanks bro for singing this song 🎵 🎵 moner moto akta gan

  • @Ancientpulse.s
    @Ancientpulse.s 2 года назад

    Osadharon
    ❤️❤️❤️

  • @sankarghosh2528
    @sankarghosh2528 Год назад +1

    The singer has sung the song extremely well. I expect his tremendous success in near future.
    (South Kolkata. Tollygunj)

  • @esaabrar3487
    @esaabrar3487 3 года назад +12

    My dad's favorite.... he used to sing this one ...

  • @koushikdey528
    @koushikdey528 4 года назад +1

    R o r o apnader creations chai... durdanto...yeh dil mangeey more...love frm India

  • @sohammondal8943
    @sohammondal8943 2 года назад +1

    Thanks apu Aman Bhai to give us this song.❤️❤️❤️❤️❤️

  • @souravpramanik5783
    @souravpramanik5783 3 года назад

    Khub valo laglo asadharon.. just mind blowing..

  • @arnab359
    @arnab359 4 года назад +1

    Khub bhalo laglo, Apu bhai apnar kache anurodh roilo manna dey r gawa ei gan duti jodi poribeson koren katha dao abar asbe, jodi akhono amake sudhu bhalo lage.... Thank u love from India

  • @roksanabegum2042
    @roksanabegum2042 3 года назад

    Apu aman..apnar kontte ai ganta koren pls..pls...."ai kule ami r oi kule tumi..maz khane nodi oi boye chole jai"....apnar kontto osadaron...salute

  • @sanjibmoulik5803
    @sanjibmoulik5803 3 года назад +4

    ভালো গেয়েছেন। শ্যামল মিত্র র আরও কিছু গান শোনার ইচ্ছা রইল।

  • @obonilshithy4342
    @obonilshithy4342 2 года назад

    দারুণ গাইল 💜

  • @sharminsultanakakon3942
    @sharminsultanakakon3942 3 года назад

    অসাধারণ! পছন্দের গান নতুন মুখে শুনলাম! ধন্যবাদ

  • @asaduzzamanashik5794
    @asaduzzamanashik5794 4 года назад +2

    নতুন বছরের সেরা উপহার দিলেন 💚😘

  • @dipensaha4106
    @dipensaha4106 2 года назад +1

    Awesome voice. Please continue mannadey.

  • @mdhelaluddin3452
    @mdhelaluddin3452 3 года назад +2

    Outstanding... It’s not only song but also art of the life.

  • @azadmolla1192
    @azadmolla1192 2 года назад

    আহা অসাধারণ

  • @ranendrakumar9604
    @ranendrakumar9604 3 года назад +2

    সত্যি সেই পুরোদিনের গান এত ভালো লাগে

  • @istiaquekhan263
    @istiaquekhan263 4 года назад +8

    Welldone Opu Aman! U did justice to the recreation!

  • @sudevdas6976
    @sudevdas6976 2 года назад

    উত্তম কুমারের অসাধারণ অভিনয়

  • @diptisingha8652
    @diptisingha8652 4 года назад +3

    তুমি কি এমনি করে থাকবে দূরে আপনারই কন্ঠে চাই ......

  • @m.a.quashem1989
    @m.a.quashem1989 4 года назад

    Naboborsher prothom khone ei upload tir jonno Seylon Tea ke onek onek dhannobad.

  • @mitalisett3728
    @mitalisett3728 3 года назад

    অপূর্ব। অসাধারণ।।

  • @NOORMOHAMMAD-noornjuif
    @NOORMOHAMMAD-noornjuif Год назад

    Wow ❤
    Awesome 👏

  • @sumonchowdhurysc5555
    @sumonchowdhurysc5555 Год назад +2

    Beautiful song....😍