এই গানটি যতদূর মনে পড়ে জগন্ময় মিত্র প্রথমে এবং তার পড়ে অন্যান্য দিকপাল গায়কেরা গেয়েছেন। তোমার গাওয়া এই গানটি অপূর্ব লাগলো। তুমি অনেক বড়ো হ ও এবং এভাবেই গেয়ে যাও মা। তোমার মঙ্গল হোক।
কি অসাধারন গাইলেন...অপূর্ব লাগলো...আবেগ টা একদম ঢেলে দিয়েছেন... খুব খারাপ লাগে এই গানের সুরকার প্রখ্যাত সুরকার কমল দাশগুপ্তের শেষ জীবন টা ভয়াবহ অভাবের মধ্যে দিয়ে গেছে, চিকিৎসা করার পয়সাও ছিলো না...অথচ তার সুর করা গান এক একটা কালজয়ী গান... যাই হোক, খুব, খুব ভালো লাগলো গান টা শুনে...ভালো থাকবেন।
PIALY DARUN SUNDAR GAIECHEO MON BHORE GELO indelible thanks for representation heaute guten morgen gesund leven New year s greeting and love to you 14 1 24
সবধরনের সঙ্গীত পরিবেশনে এমন অনায়াস স্বাচ্ছন্দ্য বিচরণ ও অপূর্ব গায়কী অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের জীবনের মুগ্ধতার এক বিশেষ প্রাপ্তি । সম্ভবনাময় এমন সঙ্গীত প্রতিভার উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল অনেক২ শুভেচ্ছা ও শুভকামনা।
মেনেছি গো হার মেনেছি "` এই . গান টি তে হার মানার কথা বলা হয়েছে আমার মনে হয় ভালবাসার মানুষের কাছে অনেক সমযহার মেনে ও বিজয়ী হওয়া যায৷ " তব পরাজয মোর পরাজয় মেনেছি ``এইতো প্রকৃত ভালবাসার লক্ষ্মন ' গানটির কথা সুর ও গায়কী প্রভৃতি প্রত্যেক সঙ্গীতপ্রেমী মানুষকে মুগ্ধ করে। পিয়ালী দেবীর গাওয়া গান আমাদের প্রেমরসে জড় জড় করে তোলে। | নূতন করে ধন্যবাদ নাইবা জালালাম ৷
দূরে গিযে আমি কাঁদানো তোমায় বেদনা কুডায়ে এনেছি ইত্যাদি কথাগুলো হদয়ে ব্যাথার সঞ্চার করে ৷ হৃদয়ের গভীরে গেঁথে যায় ৷ মনে হয় এতো গান নয় যেন ব্যাথার কুসুম দিয়ে একখানি মালা গেথে জীবনন দেবতার গলায পরিযে দেওয়া ৷
আপনার কন্ঠের উদার শুভ্রতা, নিবিড় ছন্দের সিগ্ধতার মধ্যে দিয়ে চলতে চলতে সদ্য আবেগে মন যখন কানায় কানায় ভরে ওঠে, তখন আর ভাষা লেখা হয়ে ওঠে না।তখন শ্রবণের অনুভবেই প্রকাশ সুন্দর হয়।ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক শুভেচ্ছা ।
. এই সুন্দর পৃথিবী ছেডে মন যেতে নাহি চায় কথাটা বাস্তব সত্য কিন্তু কেউ ইচ্ছা করলেই এই পৃথিবীতে চিরস্থায়ী হয়ে থাকতে পারে না। তাই এসংসারে যেতে নাহি দিব বলা বৃথা কারণ যেতে দিতেই হয.. | গানটি এত সুন্দর ভাবে গাওয়া হয়েছে ঘে বরবাব শুনতে ইচ্ছা হয়।
সুবোধ পুরকায়স্থর লেখা, কমল দাশগুপ্তর সুরে অসাধারণ গানটা কী অনায়াসে শোনালি রে মা! খুব খুব সুন্দর মা! অনেক অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ র ইল মা তোর জন্য । পৃথ্বীশ চক্রবর্তী । বাটানগর ।
@@PialyKunduOfficial জানিস তো মম, রোজ তোর গান না শুনলে আমার দিন ভাল কাটে না! শুধু মনে হয় আমার মেয়েটার গান কখন শুনব! চেষ্টা চালিয়ে যা মা ! দেখবি মা একদিন সাফল্যের শীর্ষে পৌছে গেছিস! পৃথ্বীশ চক্রবর্তী ।বাটানগর ।
দারুণ। তোমার গান যখনই শুনি মনের গহীনে সুর প্রোথিত করার চেষ্টা করি।ভালো থাকো। তোমার গান ৮/১০টি একসাথে করে পোস্ট করলে আমরা একটার পর একটা শুনতে পারতাম। যেমন লতাজী,মান্না দে,শ্যামল মিত্র,হেমন্ত মুখার্জির গান শুনে থাকি।
প্রতিদিন শুনছি তবুও বারে শুনতে ইচ্ছা করে ৷ কেন জানিনা গানে এমন একটা মাদকতা আছে যে গানটা শুনে নেশাগ্ন স্থের মতো হয়ে পড়ি ৷ মনে হয় যেন কোন জলসাঘরে বসে কোন সুন্দরী তরুণীর নূপূর ধ্বনির মধ্যে তাঁর গাওয়া ঠুংরী বা গজল শুনছি।
এই গানটা গাওয়ার জন্য আমি আগে তোমার কাছে অনুরোধ জানিয়েছিলাম। এটা আমার খুবই প্রিয় গান। গানটা ছোটবেলায় জগন্ময় মিত্রের কণ্ঠে শুনেছি। পরবর্তীকালে মান্না দের কণ্ঠে শুনেছি। তোমার গলায় গানটা শুনে খুবই ভালো লাগলো।
জীবনে জীবন যোগ করা 'নাহলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পশরা | এ গানটি শুনলে একটি জীবন আর একটি জীবনের সঙ্গে যুক্ত হয়ে পরে। এত সুন্দর ভাবে গানটি আপনি গেয়েছেন ভাল না বেসে পারা যায় না।
তব পরাজয় মোর পরাজয বলে মেনেছি "" এই জায় গা টি বেশ থ্রীলিং অনুভব করি ৷ মোটের উত্তর সমস্ত গানটা ই আমাকে এক নূতন অনুভূতির পরশ দিযে যায় ৷৷ তাইতো প্রতিদিন শুনি তবুও চিরনূতন লাগে।
Apu ami usa theke. Tonake onek pochondo kori, shuni shob shomoy. Accha tomar shoroir eto oshustho thake, jante icche kore keno eto oshusthota? Onek onek dua tomar r tomar picchi🤗 r tomar husband er jonno. Bhalo thako🤲❤️❤️❤️
পিয়ালী, তোমার গাওয়া সব গান ই ভালো
তবে এই গানটা যেন বিশেষ ভাবে খূব খুব ভালো লাগলো ।
ভালো থেকো
ধন্যবাদ অনেক
খুব ভাল👌👍
এই গানটি যতদূর মনে পড়ে জগন্ময় মিত্র প্রথমে এবং তার পড়ে অন্যান্য দিকপাল গায়কেরা গেয়েছেন। তোমার গাওয়া এই গানটি অপূর্ব লাগলো। তুমি অনেক বড়ো হ ও এবং এভাবেই গেয়ে যাও মা। তোমার মঙ্গল হোক।
অনেক ধন্যবাদ
মা জননী তোমার তুলনা হয় না ❤
কি দরদ দিয়ে গাইলে মা ❤
হাজার বছর বেঁচে থাকো মা ❤
অনেক ধন্যবাদ
কি অসাধারন গাইলেন...অপূর্ব লাগলো...আবেগ টা একদম ঢেলে দিয়েছেন...
খুব খারাপ লাগে এই গানের সুরকার প্রখ্যাত সুরকার কমল দাশগুপ্তের শেষ জীবন টা ভয়াবহ অভাবের মধ্যে দিয়ে গেছে, চিকিৎসা করার পয়সাও ছিলো না...অথচ তার সুর করা গান এক একটা কালজয়ী গান...
যাই হোক, খুব, খুব ভালো লাগলো গান টা শুনে...ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ
বাহ্ দারুন মিস্টি গলা গো তোমার। মনপ্রাণ জুড়িয়ে গেল। চমৎকার গাইলে।
অনেক ধন্যবাদ
অনবদ্য.... গানের প্রতি এত dedication ....ভাবা যায় না । স্বর্ণ যুগের স্বর্ণ গান এ যুগের স্বর্ণ কন্ঠে। অসাধারণ
অশেষ ধন্যবাদ
পিয়ালী.. অনেক সুন্দর করে গেয়েছো..! ভালোবাসা অফুরান.. ❤️
অশেষ ধন্যবাদ
তোমার গান শুনে সত্যিই শতভাগ হার মেনেছি । কি সুর তাল লয়। আত্মার শান্তি প্রশান্তি।
ধন্যবাদ অনেক
স্মরণে রাখার মতো সুর - প্রিয় শিল্পী মায়াবী কণ্ঠ @Pialy Kundu
অশেষ ধন্যবাদ
পিয়ালী গানটি খুব সুন্দর গেয়েছো, মনভরে গানটি তুমি গেছো।মনকে ছুঁয়ে গেল। ভালো থেকো।
ধন্যবাদ অনেক
PIALY DARUN SUNDAR GAIECHEO MON BHORE GELO indelible thanks for representation heaute guten morgen gesund leven New year s greeting and love to you 14 1 24
Awesome meaning of this song& mind blowing singing by pialy
অসাধারণ গাইলেন।খুব ভালো লাগলো।🙏🙏
সবধরনের সঙ্গীত পরিবেশনে এমন অনায়াস স্বাচ্ছন্দ্য বিচরণ ও অপূর্ব গায়কী অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের জীবনের মুগ্ধতার এক বিশেষ প্রাপ্তি । সম্ভবনাময় এমন সঙ্গীত প্রতিভার উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল অনেক২ শুভেচ্ছা ও শুভকামনা।
অশেষ ধন্যবাদ
অনবদ্য গায়কী মুগ্ধ হলাম
ধন্যবাদ অনেক
সুর, কণ্ঠ এককথায় অনবদ্য।।
ধন্যবাদ অনেক
অপূর্ব,, অপূর্ব অসাধারণ,, খুব সুন্দর গেয়েছো ❤❤
অশেষ ধন্যবাদ
মেনেছি গো হার মেনেছি "` এই . গান টি তে হার মানার কথা বলা হয়েছে আমার মনে হয় ভালবাসার মানুষের কাছে অনেক সমযহার মেনে ও বিজয়ী হওয়া যায৷ " তব পরাজয মোর পরাজয় মেনেছি ``এইতো প্রকৃত ভালবাসার লক্ষ্মন ' গানটির কথা সুর ও গায়কী প্রভৃতি প্রত্যেক সঙ্গীতপ্রেমী মানুষকে মুগ্ধ করে। পিয়ালী দেবীর গাওয়া গান আমাদের প্রেমরসে জড় জড় করে তোলে। | নূতন করে ধন্যবাদ নাইবা জালালাম ৷
🥀 আমার বুকের! সমস্ত জমাট ব্যথা! আপনি,চোখের জল করে বের করে দিলেন । গানটা দারুন গেয়েছেন।🥀
ধন্যবাদ অনেক
খুব ভালো গেয়েছেন মা অনেক আশীর্বাদ রইলো
অনেক ধন্যবাদ
পিয়ালী ভীষন দরদ ভরা এই গানটি তুমিও ভীষন দরদ দিয়ে গেয়েছো।মনকে ছুঁয়ে গেলো। খুব সুন্দর গেয়েছো। ধন্যবাদ, ভালো থেকো।
অনেক অনেক ধন্যবাদ
দূরে গিযে আমি কাঁদানো তোমায় বেদনা কুডায়ে এনেছি ইত্যাদি কথাগুলো হদয়ে ব্যাথার সঞ্চার করে ৷ হৃদয়ের গভীরে গেঁথে যায় ৷ মনে হয় এতো গান নয় যেন ব্যাথার কুসুম দিয়ে একখানি মালা গেথে জীবনন দেবতার গলায পরিযে দেওয়া ৷
ধন্যবাদ
আমার কানে অনেকক্ষণ সুখবৃষ্টি করার জন্য আন্তরিক ধন্যবাদ। বেশ ভালো গেয়েছো। পরিচ্ছন্ন উচ্চারণ ও যথাযথ সুর সহযোগে গানটি অসাধারণ উপভোগ্য হয়ে উঠেছে।
ধন্যবাদ
গানের ভাষা ওসুর সেই সঙ্গে শিল্পীর সুধারস পূর্ণ গায়কী আমাদের হৃদয় মন ভরিয়ে তুলে ছে৷ এসব গান প্রতি দিনই শুনছি তবু মনে হয় যেন চিরনূতন ৷
ধন্যবাদ
নজরুলের হৃদয ছুঁয়ে যাওয়া গানের ভাষা ওসুর আপনার কন্ঠের জাদুকাঠির ম্পর্শে বন্দিত ও নন্দিত হয়ে উঠেছে। ধন্যবাদ আপনাকে।
Eti Nazrulgeeti noy
মন হারিয়ে যায়! কি যে সুন্দর গান! আর অসাধারণ সুন্দর আপনার পরিবেশন। সুস্থ থাকুন, ভালো থাকুন সবসময় প্রিয়জনদের নিয়ে।
ধন্যবাদ
আমার মা যে কী সুন্দর গাইতেন গানটি! উনি জগন্ময় মিত্রের স্টাইলে গাইতেন। তুমিও খুব মিষ্টি করে গেয়েছো!
অনেক ধন্যবাদ
Atto atto sundor sure gaan ti gaile...tomay onek onek sobechha o ak rash bhalobasa ♥️♥️♥️♥️🥰
Wonderful, wonderful, Sister. I've heard many of your songs. Path chharo ogo Shyam, Uchatano mono ghore roy na etc. Really melody queen you are.
Many thanks
আহা।কি দারুণ গেয়েছেন 💞
অনেক ধন্যবাদ
দারুণ! দারুণ! দারুণ! কী যে ভালো লাগলো!
অনেক ধন্যবাদ
অপূর্ব অপূর্ব
ভীষণ ভালো লাগলো
আপনার কন্ঠের উদার শুভ্রতা, নিবিড় ছন্দের সিগ্ধতার মধ্যে দিয়ে চলতে চলতে সদ্য আবেগে মন যখন কানায় কানায় ভরে ওঠে, তখন আর ভাষা লেখা হয়ে ওঠে না।তখন শ্রবণের অনুভবেই প্রকাশ সুন্দর হয়।ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক শুভেচ্ছা ।
ধন্যবাদ 🙏
Apurbo.asadharon.! Hriday taa vare gelo.Sweet Voice &vocal.congratulations. ❤️❤️
অনেক অনেক ধন্যবাদ
প্রথম শুনলাম আপনার কন্ঠে রবীন্দ্রসঙ্গীত টি বেশ ভালো লাগছে ৷ তব পরাজয় মোর পরাজয় কথাটি বেশ একটা সুন্দর অনুভূতির জন্ম দেয| ভালো বেশ ভালো হয়েছে ৷
Eta to RabindraSangeet noy
গান তো অনেকেই গায়। কিন্তু আপনি যা গাইলেন তা এত ই হৃদয় স্পর্শ করে যে পরিচিত গান এ আবার নতুন করে প্রাণ ফিরে পেলো ।
অশেষ ধন্যবাদ 🙏😀
অনবদ্য উপস্থাপন... ভীষণ ভীষণ ভালো। ইউটিউবের কাছে হার মানলেও আমাদের মতো অসংখ্য শ্রোতার হৃদয় আপনি অনেক আগেই জয় করে নিয়েছেন..
অশেষ ধন্যবাদ. এখনো গেয়ে যাচ্ছি আপনাদেরই জন্য 😀🙏
ভালো থাকুন আর গান গাইতে থাকুন।আপনার সুস্থ জীবন কামনা করি।
ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌছে যাবো, সেই চাঁদের পাহাড় দেখতে পাবো, পিয়ালীর গলায় মান্নাদের গান বলে কথা.....অপূর্ব
এই গানটা জগন্ময় মিত্রের গান। পরবর্তী তে মান্নাদে করেন।
@@sukantababun2021 Akdom. Eta Jaganmoy Mitra er pratham gaoya.
মন প্রাণ জুড়িয়ে গেল। আহা কি যে ভালো লাগলো কিছু না লেখাই ভালো। ❤️❤️❤️
ধন্যবাদ অশেষ
অপূর্ব গায়কী
. এই সুন্দর পৃথিবী ছেডে মন যেতে নাহি চায় কথাটা বাস্তব সত্য কিন্তু কেউ ইচ্ছা করলেই এই পৃথিবীতে চিরস্থায়ী হয়ে থাকতে পারে না। তাই এসংসারে যেতে নাহি দিব বলা বৃথা কারণ যেতে দিতেই হয.. | গানটি এত সুন্দর ভাবে গাওয়া হয়েছে ঘে বরবাব শুনতে ইচ্ছা হয়।
খুব সুন্দর গাইলেন খুবই ভাল লাগলো
ধন্যবাদ
Ki apurbo gaile go mon ta vore gelo ❤️
অনেক ধন্যবাদ
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ.............
সত্যিই খুব সুন্দর একটা গান।
ধন্যবাদ অনেক
সুমধুর কণ্ঠে গান অপূর্ব লাগলো ধন্যবাদ ম্যাডাম।
ধন্যবাদ অশেষ
দিদি আমার।
শুভ বিজয়ার প্রণাম নিও।কুটুস কে ভালোবাসা 💕
অসাধারণ 💕🥰💕
অনেক ধন্যবাদ
খুবই সুন্দর পরিবেশন করেছ দিদিভাই এই গানটিও
।খুবই ভাল লাগল। ভগবান তোমার মঙ্গল করুক। সুস্থ থাকুন ও ভাল থাকুন।
ধন্যবাদ অনেক
সুবোধ পুরকায়স্থর লেখা, কমল দাশগুপ্তর সুরে অসাধারণ গানটা কী অনায়াসে শোনালি রে মা! খুব খুব সুন্দর মা! অনেক অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ র ইল মা তোর জন্য । পৃথ্বীশ চক্রবর্তী । বাটানগর ।
😀🙏
@@PialyKunduOfficial জানিস তো মম, রোজ তোর গান না শুনলে আমার দিন ভাল কাটে না! শুধু মনে হয় আমার মেয়েটার গান কখন শুনব! চেষ্টা চালিয়ে যা মা ! দেখবি মা একদিন সাফল্যের শীর্ষে পৌছে গেছিস! পৃথ্বীশ চক্রবর্তী ।বাটানগর ।
Darun Laglo
Tapaschakraborty 1:34 @@PialyKunduOfficial
তোমার গান শুনে একরাশ মুগ্ধতা নিয়ে ঘুমাতে মাত্রেই । ভালো থেকো ।
অশেষ ধন্যবাদ
Asadharon konther asadharon gaan,mon vore gelo
দারুণ। তোমার গান যখনই শুনি মনের গহীনে সুর প্রোথিত করার চেষ্টা করি।ভালো থাকো।
তোমার গান ৮/১০টি একসাথে করে পোস্ট করলে আমরা একটার পর একটা শুনতে পারতাম। যেমন লতাজী,মান্না দে,শ্যামল মিত্র,হেমন্ত মুখার্জির গান শুনে থাকি।
Ekhanei pray 300 gaan ache.. ai channel e sob paben ek ek kore sunte paren
ভীষন ভালো লাগলো কালজয়ী গানটি!🌹
ধন্যবাদ অনেক
অসাধারণ মুগ্ধ হয়ে শুনলাম পিয়ালী
সেই মহান শিল্পীকে ফিরে পেলাম তোমার
কন্ঠে তোমাকে অনেক শুভেচ্ছা রইলো
ধন্যবাদ একরাশ 😀
সত্যিই হার মানতে হয় তোমার গান শুনে।
Maa, it's your outstanding rendition in your mellifluous voice.
Jagat Mata Ambe richly bless you through out your longest life.
Thanks a lot
❤
ভালো থাকুন সুস্থ থাকুন I
Chokh bondho kore sunlam..... Oshadharon
Ki Asadharon ❤️
ধন্যবাদ
যুগ জয়ী মান্না দে , জগন্ময় মিত্র প্রমুখের কণ্ঠে আমার বহু আগে শোনা শ্রদ্ধেয় গীতিকার সুবোধ পুরকায়স্থ রচিত , কালজয়ী সুরকার কমল দাশগুপ্ত মহাশয়ের সুরারোপিত ,১৯৪৩ সনে রেকর্ডকৃত এই অসাধারণ আবেগ সুন্দর প্রেম ঘন গানটি আবার তোমার চর্চিত মধুর কণ্ঠে শুনে আমার প্রিয় শিল্পী পরলোকগত ফিরোজা বেগমের কথা মনে পড়ে গেল ।
ধন্যবাদ অনেক
@@PialyKunduOfficial গলার উপর এতো প্রেশার দেয়া ঠিক নয় ।আরো ভালো হয়ে রেয়াজ কর ।
মান্না দের গানকে বরাবরের মতোই আজও সুন্দর ভাবে উপস্থাপন করলেন।খুবই ভালো লাগলো।সন্ধ্যা থেকেই শুনতেছি।এখন একটু অবসরে কমেন্ট করলাম।ভালো হয়েছে। এখন সুস্থ আছেন মনে হয়।ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি।
হ্যাঁ, অনেকটাই ঠিক 😀
প্রতিদিন শুনছি তবুও বারে শুনতে ইচ্ছা করে ৷ কেন জানিনা গানে এমন একটা মাদকতা আছে যে গানটা শুনে নেশাগ্ন স্থের মতো হয়ে পড়ি ৷ মনে হয় যেন কোন জলসাঘরে বসে কোন সুন্দরী তরুণীর নূপূর ধ্বনির মধ্যে তাঁর গাওয়া ঠুংরী বা গজল শুনছি।
ধন্যবাদ অনেক
অনেকদিন পরে পিয়ালীর গান শুনতে পেলাম। দারুণ গাইলে। খুব ভালো লাগলো।
ধন্যবাদ অনেক
এই গানটা গাওয়ার জন্য আমি আগে তোমার কাছে অনুরোধ জানিয়েছিলাম। এটা আমার খুবই প্রিয় গান। গানটা ছোটবেলায় জগন্ময় মিত্রের কণ্ঠে শুনেছি। পরবর্তীকালে মান্না দের কণ্ঠে শুনেছি। তোমার গলায় গানটা শুনে খুবই ভালো লাগলো।
ধন্যবাদ অনেক
কান জুড়িয়ে গেল। অনবদ্য গায়কী।
ধন্যবাদ অনেক
অদ্ভুত, অসাধারণ 👏👏👏
ধন্যবাদ অনেক
যদিও স্বর্ণযুগের গান, তার চেয়েও সুন্দর হয়েছে আপনার কন্ঠে, অসাধারণ আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ অনেক
জীবনে জীবন যোগ করা 'নাহলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পশরা | এ গানটি শুনলে একটি জীবন আর একটি জীবনের সঙ্গে যুক্ত হয়ে পরে। এত সুন্দর ভাবে গানটি আপনি গেয়েছেন ভাল না বেসে পারা যায় না।
ধন্যবাদ অনেক
Khub poriskar kore gaile .... beautiful ❤️
ধন্যবাদ
তব পরাজয় মোর পরাজয বলে মেনেছি "" এই জায় গা টি বেশ থ্রীলিং অনুভব করি ৷ মোটের উত্তর সমস্ত গানটা ই আমাকে এক নূতন অনুভূতির পরশ দিযে যায় ৷৷ তাইতো প্রতিদিন শুনি তবুও চিরনূতন লাগে।
CERTAINLY ONE OF THE FINEST...
Thanks a lot
❤❤ asadharan, apurbo, misti golaye gaan ta sumodhur sonalo , ashirbad roilo, valo theko ❤️❤️
অনেক ধন্যবাদ
এত নিখুঁত গলা, নিখুত উচ্চারণ 😍
বাহ,,,, শুধু মুগ্ধ হয়ে শুনছি🥰🥰🥰🥰
অনেক ধন্যবাদ
অনবদ্য বোন । ভীষণ ভালো লাগলো তোমার এই গান । ভালো থেকো ।
অনেক ধন্যবাদ
Anekdinpire romar gan shunlam .Khub bhalo laglo❤
ধন্যবাদ অনেক
Piyali , Tomar gayoki tulona heen.Ei Gaan ti onek shundar kore geyecho.Bhalo theko.
মেনেছি তুমিই সেরা! এই গানটি নিয়ে আলাদা করে যদি কিছু বলি তবে বলব, তুমি হৃদয় দিয়ে গেয়েছ। আশির্বাদ করি।
অশেষ ধন্যবাদ
Asadharon,mon chhuye gelo,apurbo geyechho
Thanks a lot
Khub sundar tumi misti tomar gala tao sundar go and keep it up 😊
অসাধারণ সুন্দর পরিবেশন। এইসব অসাধারণ সুন্দর গান চোখ বন্ধ করে শুনলে আরো বেশি আবেগাপ্লুত হওয়া যায়।
অনেক ধন্যবাদ
Very amazing singing pialy good night now 12& 48am so have to go bed
আহা মধুর কণ্ঠস্বরে অপূর্ব একটি গান শোনালে কি ভালো লাগলো,❤🌹
অশেষ ধন্যবাদ
One of the greatest Bengali songs. One of the best presentations.
Many thanks
খুব ভালো👌👌❤️❤️❤️❤️🎼🎼🎼🎼🎼🎼😊😊
ধন্যবাদ অনেক
Asadharon gailen didi ❤❤❤
বুকের মধ্যে ব্যথা করছে ❤❤❤
দারুন! দারুন! দারুন। মান্না দের গান গুলোর female singer হিসেবে তুমি unparallel
অশেষ ধন্যবাদ
অপূর্ব গেয়েছেন!
বেশ ভাল । সুরে জাদু আছে। আরও গান শুনতে চাই।দিলীপ ও কৃষ্ণা চন্দ্র
ধন্যবাদ অনেক
Khub bhalo laglo maam 🙏🙏♥️❤️♥️❤️♥️❤️
Thanks a lot
অসাধারণ গানের গলা❤
অশেষ ধন্যবাদ 🙏😀
চমৎকার পরিবেশনা। শুভেচ্ছা রইলো।
অনেক ধন্যবাদ
Khub bhalo laglo
Shuvecchha
Thank u
Apu ami usa theke. Tonake onek pochondo kori, shuni shob shomoy.
Accha tomar shoroir eto oshustho thake, jante icche kore keno eto oshusthota? Onek onek dua tomar r tomar picchi🤗 r tomar husband er jonno. Bhalo thako🤲❤️❤️❤️
Thanks, pneumonia hoyechilo
@@PialyKunduOfficial oh . Nijer jotno nio ❤️
Besh Besh bhalo geyecchho
Good Wishes
Thanks a lot
Aha ...... mind-blowing
Thanks a lot
প্রতি বারের মতো মুগ্ধ হলাম এবারেও... 🙏🙏
ধন্যবাদ
আমার মতে বাংলা গানের স্বর্ণ যুগের প্রতিনিধিত্বকারী গানগুলোর একটি। হৃদয়ের মধুরতম,সুন্দরতম,কোমলতম আবেগের শ্রেষ্ঠ প্রকাশ।আপনার পরিবেশনা অসাধারণ।
অনেক অনেক ধন্যবাদ
অসাধারণ কন্ঠ খুব ভালো লাগলো দিদিভাই, মাড়গ্রাম বীরভূম তারাপীঠ মায়ের মন্দির
অশেষ ধন্যবাদ 😀🙏
অসাধারণ, তবে ওপার বাংলার সংযোগ থাকলেও থাকতে পারে।
বাহ,খুব সুন্দর
ধন্যবাদ অশেষ
অবিস্মরণীয় গানের অসামান্য উপস্থাপন..
ধন্যবাদ