আজ দুজনার দুটি পথ ॥ Aaj Dujanar Duti Path ॥ Harano Sur ॥ Hemanta Mukhopadhyay ॥ Pialy

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 469

  • @amaldatta174
    @amaldatta174 9 месяцев назад +4

    মা সরস্বতীর কন্যা তুমি।গানে গানে প্রাণে প্রাণে পবিত্র তরঙ্গে জাগাও যাদের মনন তাঁরা ভুলবেনা গো মা তোমায় । রামকৃষ্ণ পরমহংস দেব ও স্বামী বিবেকানন্দের পছন্দের একটি গান গাও মা ।❤❤❤❤❤❤❤

  • @sukdevchandramondal4834
    @sukdevchandramondal4834 2 года назад +6

    পিয়ালী তোমার কন্ঠে সুরের জাদু আছে । অন্তর দিয়ে গান গাও । খুব সুন্দর। বলার ভাষা নেই। তোমার স্টুডিওতে যেন রেকর্ড হচ্ছে। তোমার কন্ঠের গান আমার ভাল লাগে ।

  • @sadarmiraz1438
    @sadarmiraz1438 2 года назад +6

    আমার এ কূল ছাড়ি
    তব বিশ্ব রণের খেয়া ভরা পালে
    অকূলে দিয়েছি পাড়ি।।
    বোন,
    কালজয়ী এ গান প্রয়াত হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া। শুনে শুনে বড় হয়েছি। আপনার গায়কীতেও অনবদ্য নৈপূন্যের স্বাক্ষর রেখেছেন। অসাধারণ। দীর্ঘজীবি হন।

  • @prasantamukherjee460
    @prasantamukherjee460 10 месяцев назад +4

    এ গান যেন আমার জন‍্যই লেখা। আর তোমার গলায় শুনে মন আরো ভারাক্রান্ত হয়ে গেল। কী মধু ঝরানো গলা তোমার মা ! ! !

  • @mohdshiful9369
    @mohdshiful9369 Год назад +3

    দিদি তোমার গানের গলা, তোমার কণ্ঠস্বর সৃষ্টিকর্তায় অনেক যত্ন করে বানিয়েছে। তোমার গান যতই শুনি ততই মুগ্ধ হই। আমি নজরুল গীতি খুবই পছন্দ করি। তোমার কন্ঠে নজরুলগীতি অসাধারণ হবে।

  • @swapanmukherjee2242
    @swapanmukherjee2242 9 месяцев назад +4

    আপনারা কি বলুনতো ? আর মাত্র 13 টা লোক এত সুন্দর গানটা শুনতে পারছেন না ? তাহলেই শুভ দিনের একটা শুভ খবর হত ❤

  • @swapanmukherjee2242
    @swapanmukherjee2242 9 месяцев назад +3

    যাক আরও একবার লক্ষ ভিউয়ারের লক্ষ্যকে পূর্ণ করলাম ❤❤ অনেক অনেক অভিনন্দন, আর সব্বাই কে ধন্যবাদ.....

  • @Dulan144
    @Dulan144 11 месяцев назад +2

    খুব সুন্দর গলায় কাজ।অসাধারণ গাইলে।

  • @ashokbhadury5599
    @ashokbhadury5599 Год назад +2

    অনবদ্য উপস্থাপন, অপূর্ব সুন্দর গায়কী..

  • @byashdebchattopadhyay477
    @byashdebchattopadhyay477 2 месяца назад

    আমি দীর্ঘকাল ধরে তোমার গান শুনি। আমার মন ভরে যায়। ইদানিং তোমার শরীর নিয়ে উদ্বেগের কথা বলছ। এটা আমার মত বৃদ্ধ মানুষ কে বেশ চিন্তিত করেছে।কি অসুবিধা জানার ইচ্ছা হয়। ভগবানের অসীম করুনায় তোমার কণ্ঠ সবসময় ভালো থাকুক। শরীর ও ভালো থাকুক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে।

  • @pratimapaul2631
    @pratimapaul2631 2 года назад +5

    এত স্পষ্ট এত হৃদয় স্পর্শ করা কণ্ঠ। মুগ্ধ হয়ে অনেকটা গান ই শুনে গেলাম, আর ও শুনব। হঠাৎ করে পেলাম এমন অমূল্য রতন।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  2 года назад

      অনেক অনেক ধন্যবাদ 😀🙏

  • @pranabkundu5020
    @pranabkundu5020 9 месяцев назад +1

    হৃদয় স্পর্শ করার মত গান।অনেক ভিউ হয়েছে দেখলাম। আসলে এসব গান শোনার জন্য এখনও অনেক মানুষ অপেক্ষা করে থাকে।খুব সুন্দর গেয়েছিস। সকলে ভাল থাকিস।

  • @tapanbanerjee99790
    @tapanbanerjee99790 2 года назад +3

    ৬৫ বছর আগের সিনেমা " হারানো সুর " এ হেমন্ত মুখার্জি এই অবিস্মরণীয় কালজয়ী হৃদয়স্পর্শী বিচ্ছেদ বেদনার করুণ গানটি গেয়েছিলেন। এ গানের আববেন আজ ও এক ই রকম বেদনাদায়ক। মহিলা কণ্ঠে এই গান প্রথম শুনলাম। বেদনামিশ্রিত আবেগ দিয়ে গানটা তুমি যথেষ্ট ভাল গেয়েছো। হৃদয়ে বিচ্ছেদ বেদনার ব‍্যথা অনুভূত হোলো এবং চোখে জল চলে এলো।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  2 года назад

      অনেক ধন্যবাদ 😀🙏

    • @eoiffoe1980
      @eoiffoe1980 4 месяца назад

      Islamic agrasone soboi kaler gorve bilin hoye jabe!

  • @anowarhossain443
    @anowarhossain443 8 месяцев назад +1

    আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেকে,অসাধারণ কথা মালা, গানটি তে যেন এক যাদু লুকিয়ে আছে,ভাল থাকবেন শুভেচ্ছা নিরন্তর

  • @fazluljabbar9415
    @fazluljabbar9415 2 года назад +2

    পিয়ালী মনটা ভরে গেলো হেমন্ত মুখোপাধ্যায় গান গুলো আজও মনে
    দাগ কাটে তোমার কন্ঠে অনেক ভালো লেগেছে শুভেচ্ছা রইল

  • @swapankumarmetya
    @swapankumarmetya Год назад +1

    হারানো সুরের এই গানটি চলচিত্র জগতের শ্রেষ্ঠ দৃশ্যায়ন।এর উপরে কিছু নেই।

  • @swapanmukherjee2242
    @swapanmukherjee2242 Год назад +3

    তোমার এ গান যেন বিস্মরনের অতল তল থেকে স্মরণের বালুকা বেলায় নিয়ে এসে বলে গেলো, আমি ছিলাম, আছি, থাকব অনন্তকাল..

  • @rinadebnath4625
    @rinadebnath4625 9 месяцев назад +1

    Oshadharon , tomar gaoa sob gan amar valo Lage

  • @kazidilip6822
    @kazidilip6822 5 месяцев назад

    দরদী কন্ঠে অসাধারণ পরিবেশনে হৃদয় ছুঁয়ে গেলো দিদি।

  • @pijushkrmukherjee5501
    @pijushkrmukherjee5501 7 месяцев назад +1

    😭khub e sad song.outstanding perfermence Piyali.❤👌

  • @SambhuKumarSarkar-h8h
    @SambhuKumarSarkar-h8h 8 месяцев назад

    কি অসাধারণ কন্ঠে গানটা গাইলে গো বোন ।খুব ভালো লাগলো ।শুভেচ্ছা রইল ।আলিপুরদুয়ার থেকে শম্ভু কুমার সরকার ।তোমার অচেনা এক দাদা ❤❤❤

  • @lutforrahoman1269
    @lutforrahoman1269 7 месяцев назад

    শ্রোদধেয়ো হেমন্ত মুখোপাধ্যায়ের গান টি অনুকরণে সুর আরোপিত গান টি শুনে আমি মুগ্ধ হয়েছি। প্রাণ ঢালা শুভেচ্ছা রইল। ধন্যবাদ।

  • @achintyakrsen8308
    @achintyakrsen8308 6 месяцев назад

    You are the best

  • @MinatiMondal-ul8iz
    @MinatiMondal-ul8iz 10 месяцев назад +1

    এতো 😊মধুম।খা😊 কন্ঠ 😊 শুভেচ্ছা রইল 😊 শুভকামনা রইল 😊i😊am

  • @santomitra8702
    @santomitra8702 9 месяцев назад +1

    সেই কতকাল আগের গান। এইসব গান আর হেমন্ত মুখোপাধ্যায় এর নাম সমার্থক হয়েছিল সেই কালে। আজ তোমার কণ্ঠে এ গান শুনে মনে হল স্বর্গ থেকে তিনি তোমাকে অকুণ্ঠ আশীর্বাদ করেছেন। তুমি প্রমাণ করেছ এখান যতটা তাঁর প্রায় ততটাই তোমার মতো একজন গুণী শিল্পী র ও, অবশ্য ই পূর্ব সূত্র আশীর্বাদে। কারণ মূল শিল্পী নিশ্চয়ই চান গুণী উত্তর সূত্র মধ্যে দিয়ে তাঁদের গান বে৺চে থাকুক আর আমরা সেসব মণিমুক্তা পেতে থাকি।
    প্রাণভরে তোমাকে আশীর্বাদ করছি, তুমি বাঙলা গানের বিপুল ভাণ্ডার থেকে এইসব মণিমুক্তা আহরণ করে তোমার অমৃত কণ্ঠে পরিবেশন করে আমাদের ঋদ্ধ কর। ভালো থেকো মা।

  • @KalidasMukhopadhyay-le1oi
    @KalidasMukhopadhyay-le1oi 9 месяцев назад +1

    Excellent 🎉🎉😢🎉🎉 khub sundor laglo thanks

  • @suvrodatta1424
    @suvrodatta1424 9 месяцев назад +1

    খুব চমৎকার লাগলো শুনতে।

  • @subhenduchaudhuri-mp6rf
    @subhenduchaudhuri-mp6rf Год назад

    শুধু হারমোনিয়াম নিয়েই যে গান কে হৃদয় দিয়ে গাওয়া যায়, তা শ্রোতাদের হৃদয়ে নিয়ে যাওয়া যায়, এই যন্ত্রের যুগে!...........শ্রদ্ধেয় দেবব্রত বিশ্বাস শারীরিক ভাবে থাকলে কি বলতেন জানতে ইচ্ছে করে ।....শুধুই মুগ্ধতা ।সুপ্রভাত ।🙏🙏🙏

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 2 года назад

    এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায় নাহি চাই তবুও মরন কেন এখান থেকে নিয়ে যেতে চায় কে জানে কোথায় এই গানটি আপনার কন্ঠে শুনতেচাই।

  • @alikadak5428
    @alikadak5428 4 месяца назад

    Fabulous singing this Song by Pialy& nice covering by Pialy of Mannababu.s Song

  • @swapanmukherjee2242
    @swapanmukherjee2242 9 месяцев назад

    অনেক অনেক অভিনন্দন.......
    জানিনা কখন তুমি আমার চোখে
    স্বপনের মায়া দিলে পলকে হৃদয় নিলে
    আমি যে ছড়িয়ে গেলাম ওই আকাশের অসীম নীলে.....

  • @anupbera6000
    @anupbera6000 Год назад

    আমার প্রিয় নায়ক নায়িকার,এক অতি প্রিয় ছবি।যে ছবিটা আমি অসংখ্য বার দেখেছি।আর ঐ দৃশ্য টা সুপার রোমান্টিক।আর সেই মূহূর্তে র এইখান অসম। আপনার কণ্ঠে নতুন করে শুনে খুব ই তৃপ্ত হলাম। প্রিয় শিল্পীর কণ্ঠে শুনে খুব ই ভালো লাগলো। ধন্যবাদ।

  • @firehunter3989
    @firehunter3989 2 года назад +1

    দিদিভাই, সুমধুর কন্ঠের সাথে দরদের মিলন। অসাধারণ উপস্থাপনা।

  • @motiurrahmanmodhu1447
    @motiurrahmanmodhu1447 2 года назад

    হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত গান! ছোটবেলা থেকেই শুনে শুনে বড় হয়েছি; ভীষন ভালো লাগলো! মুগ্ধতায় মন ভরে গেলো।❤️🌹🇧🇩🇧🇩🇧🇩

  • @rashelart7902
    @rashelart7902 Год назад

    বাহ কঠিন একটি হৈমন্তী সারের গান চমৎকার গাইলে দিদি। ভালো থাকো সর্বদা

  • @RmmhsFAgnishtomChakraborty
    @RmmhsFAgnishtomChakraborty Год назад

    গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, নিজের সুরে হেমন্তবাবুর গাওয়া অসাধারণ গানটা কী অনায়াসে শোনালি রে মা! অনেক অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ র ইল মা তোর জন্য । একদিন সাফল্যের শীর্ষে পৌছে গেছিস দেখবি মা । পৃথ্বীশ চক্রবর্তী । বাটানগর ।

  • @MinatiMondal-ul8iz
    @MinatiMondal-ul8iz Год назад

    ভালো ব।স। সন্বন্ধে একটা সুন্দর অনুভূতি জেগে ওঠে মনে বেশ ভালো গেয়েছেন সবসময়ভ।লো

  • @MinatiMondal-ul8iz
    @MinatiMondal-ul8iz Год назад

    খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময়

  • @dilipmahapatra3087
    @dilipmahapatra3087 2 года назад +1

    কি অপূর্ব সুন্দর একটা গান শুনলাম দারুন ভাল গেয়েছেন, অনেক ধন্যবাদ।

  • @subhraghosh6401
    @subhraghosh6401 9 месяцев назад

    Asadharon 👍 , fatafati , sottyii modhur , apurbo legeche , valo theko , abar sunbo ,kono gaan , opekshaye thaklam ❤️💖

  • @rashelart7902
    @rashelart7902 Год назад

    মান্নাদের এই গানটি আমার ভিশন পচ্ছেন্দের একটি গান। এবং অনেক কঠিন সুন্দর একটি গান। অনেক সুন্দর গেয়েছেন দিদি। ভালো থাকুন সর্বোচ্চ সর্বদা

    • @NemaiBag-kl2dx
      @NemaiBag-kl2dx Год назад

      এটা মান্না দের গান নয় , এটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান,

  • @amitkumardanda9331
    @amitkumardanda9331 7 месяцев назад

    Highly nostalgic. 60হলেও 16এসে দরজায় কড়া নাড়ছে।শুনলেই নেশা।❤

  • @swapanmukherjee2242
    @swapanmukherjee2242 2 года назад

    ছোট বেলা থেকেই হেমন্ত মুখোপাধ্যায় ও উত্তমকুমার অন্ধ ভক্ত ছিলাম,আছি ,থাকবও, আর তাদের জুটির গান, সিনেমায় অবশ্য নেপথ্যে, তুমি এতই অপূর্ব সুন্দর গেয়েছো, আবারও সেই মধুর জুটির আবেগ অনুভব করলাম

  • @MinatiMondal-ul8iz
    @MinatiMondal-ul8iz Год назад

    অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল জীবনে অনেক বড় হোন। আশীর্বাদ করি

  • @kumkumbanerjee9621
    @kumkumbanerjee9621 Год назад

    অসাধারণ লাগলো মুগ্ধ হয়ে শুনলাম মন ভরে গেল ❤❤❤❤❤❤❤❤❤

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад

    হারানো সুর বইযের . গান গুলি জনপ্রিয তা লাভ করে ছিল ৷ সেই রকম একটি সুন্দর সঙ্গীত পরিবেশন করেছেন আপনি খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ৷

  • @bidishachakraborty2514
    @bidishachakraborty2514 Год назад

    অসাধারণ! অপূর্ব! অনেক অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ রইলো মা । পৃথ্বীশ চক্রবর্তী । বাটানগর।

  • @prabirkantidas7826
    @prabirkantidas7826 9 месяцев назад

    শ্রুতিমধুর কণ্ঠে গানটি পরিবেশন করায় শুনতে খুবই ভালো লাগলো। অনেক শুভকামনা রইলো।

  • @DrNikhileshKumarDe
    @DrNikhileshKumarDe 2 года назад

    হেমন্ত বাবুর গাওয়া খুব সেনসিটিভ গান। বহুবার শুনেছি , তাই একটু এদিক ওদিক হলে কান লেগে যায়। কিন্তু তুমি ভালো গেয়েছো। আজ ছুটির দিনে তোমার গানগুলো খুঁজে খুঁজে শুনছি।‌

  • @MdAslam-bq6hd
    @MdAslam-bq6hd Год назад

    সত্যি আজ দূজনার দুটি পথ দুদিকে গেছে বেকে,,আজ আর কাছে যাওয়া যায়না,চোখে চোখ রাখা যায়না,হাতে হাত রাখা যায়না, এখন দুর থেকেই দেখতে হয়,,কারন তুমি অন্য কারো

  • @abunasarbhuiyan8820
    @abunasarbhuiyan8820 2 года назад

    এমন সুরে ভরা গানখানি এতদিন দূরে রেখে ভুলই করেছি। আজ ভুল ভাঙলো বলে মন খুলে শুনলাম। তোমার হৃদয় ছোঁয়া আবেদন মন উন্মন করে দেয়।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  2 года назад

      অনেক অনেক ধন্যবাদ 🙏😀

  • @prasenjit8438
    @prasenjit8438 2 года назад

    Amar thakurdar kotha mone pore galo... Nostalgic hoye porlam😢❤

  • @somnathdas380
    @somnathdas380 2 года назад

    Didi Bhai, Khub Bhalo Gan Sunlam👍👍👍👍👍

  • @samirchatterjee200
    @samirchatterjee200 2 года назад

    শুধু হারমোনিয়ামে খুব দরদ দিয়ে গান করেছো,যাকে ভালো ছাড়া অন্য কিছু বলার দরকার নেই। সুর,তাল,সরক্ষেপণে এবং সেন্টিমেন্ট মিলেমিশে একাকার হয়ে গেছে। Superb.

  • @swagatadattaroy6959
    @swagatadattaroy6959 Год назад +1

    Tumi boro hoy.mongal kamona kori.mugic chara sunder gan.khub bhalo laglo.

  • @gopalkundu9900
    @gopalkundu9900 2 года назад

    বিখ্যাত সিনেমা হারানো সুরের বিখ্যাত গান মিষ্টি সুরের সম্রাট হেমন্ত বাবু গেয়েছেন। পিয়ালী গানটি বেশ আবেগ দিয়ে মিষ্টি করে গেয়েছ। ভালো লাগলো।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад

    গানটির কথা সুর খুবই সুন্দর . খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে ''

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 2 года назад

    বড়ো ভালো লাগলো গানটি শুনে আমি মুগ্ধ আপনার কন্ঠে গান শুনতে শুনতে আমি যেন সুরের আকাশে বিচরন করছিলাম।

  • @supriyachakraborty3239
    @supriyachakraborty3239 2 года назад

    Ki apurbo Gayle go mon ta vore gelo ❤️

  • @arundede7016
    @arundede7016 10 месяцев назад

    অসাধারণ,মণ শাণ্ত হল।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 2 года назад

    কানের। ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ। গানের ভাষা ও সুর আমার অন্তর ছূয়েগেল।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад

    পরিষ্কার ' উচ্চারন সুন্দর কাঠস্বর দুয়ের সমন্বয়ে এমন একটা সুন্দর পরিম ন্ডল গড়ে ওঠে যে নমনমোহিত হয়ে যায় ৷ ঘন্টাব পর ঘন্টা কেবল আপনার গান শুনি।

  • @subodhbalok1447
    @subodhbalok1447 2 года назад

    অপূর্ব.. ভীষণ হৃদয়গ্রাহী উপস্থাপন

  • @নীলআকাশেরনিচে-শ৪ঙ

    তোমার গান শুনে পুরনো দিনগুলো মনে পড়ে যায়।

  • @milankantidebmilandeb6477
    @milankantidebmilandeb6477 Год назад

    কণ্ঠশিল্পী পিয়ালী কুন্ডুকে বলবো, আপনার কন্ঠটা অতি চমৎকার। এ গানটা খুব সুন্দর হয়েছে। সঙ্গীত সাধনায় রত থাকুন। আমার বিশ্বাস, আপনি ভবিষ্যতে অতি বড় মাপের সংগীত শিল্পী হয়ে উঠতে পারবেন। আমার আশীর্বাদ সঙ্গে থাকবে।

  • @mkbiswas3898
    @mkbiswas3898 2 года назад

    আজ ছুটি। তোমার গান শুনছি। না শুনে পারি না। তুমি যে সুরের জাদু ছড়িয়ে দিলে সবখানে। ঈশ্বর তোমার মঙ্গল করুন।

  • @sudiptaroy8639
    @sudiptaroy8639 Год назад

    Tomar ganer Ami bisal bhakto. Ki Sundar gola tar sathe abeg❤aaha

  • @MinatiMondal-ul8iz
    @MinatiMondal-ul8iz Год назад

    Beautiful presentation dear.piali

  • @alakchakraborty3235
    @alakchakraborty3235 2 года назад

    অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশনা।

  • @subirnath7570
    @subirnath7570 2 года назад

    খুব মনোযোগ দিয়ে গানটি শুনে আবেগে আপল্লুত হলাম।

  • @mdmotiurrahman-wv7wq
    @mdmotiurrahman-wv7wq Год назад

    পিয়ালী দিদি তোমার গাওয়া প্রতিটি গান আমার মুগ্ধ করে তুমি খুব সুন্দর খাও তোমার সূরে যাদু আছে

  • @binaymondal6055
    @binaymondal6055 2 года назад

    Wonderful 👌
    CONGRATULATIONS

  • @amiyanayak5843
    @amiyanayak5843 7 месяцев назад

    Really wonderfulllll ❤❤❤❤..chaliye jaw.
    Oi ganti gewo..

  • @monoranjanochakraborty8755
    @monoranjanochakraborty8755 Год назад

    অসাধারণ অসাধারণ অসাধারণ কণ্ঠ। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। জীবনে অনেক বড় হও এই আশীর্বাদ করি।

  • @debabrata1256
    @debabrata1256 Год назад

    Sabas didimoni,like to banta hai.

  • @swarupchatterjee8966
    @swarupchatterjee8966 2 года назад +1

    অপূর্ব

  • @user-jw1fr7bn2n
    @user-jw1fr7bn2n 2 года назад

    Very very beautiful
    খুব ভালো লাগলো।

  • @zinatsultana7930
    @zinatsultana7930 2 года назад

    Osadharon geyechen. khoob valo laglo🎶🎵

  • @drmilon6646
    @drmilon6646 2 года назад

    গানটি হৃদয় ভরে শুনলাম আর কাদলাম, কেন জানিনা, এত সুন্দর করে মহিমান্বিত করেছেন গানটি আপনার কন্ঠে
    সত্যি সত্যি অতুলনীয়, অপূর্ব , অসাধারণ, শুভকামনা রইল।

  • @MinatiMondal-ul8iz
    @MinatiMondal-ul8iz Год назад

    Very good voice thank you very much for your wishes

  • @MinatiMondal-ul8iz
    @MinatiMondal-ul8iz 10 месяцев назад

    😊i😊am😊 Bharat 😊and😊 also 😊a😊 regular 😊 listen 😊of😊 your 😊 mind 😊 blowing 😊 voice 😊god😊 bless you 😊বিধ।ত।😊স😊ব😊সুর😊তোম।র😊কনঠে😊ঢেলে😊 দিয়েছেন 😊 অসাধারণ 😊 খুব ই😊 সুন্দর 😊

  • @chiranjitde7467
    @chiranjitde7467 2 года назад

    অসামান্য গায়কীর গুণে মুগ্ধ হলাম! অনবদ্য মনোমুগ্ধকর পরিবেশনা! কুর্ণিশ জানাই তোমাকে!

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  2 года назад

      Anek anek dhanyobaad 😀🙏

    • @siddeshswarmondal4038
      @siddeshswarmondal4038 Год назад

      কালজয়ী গান গুলি আপনার কন্ঠে যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় ৷ তাইতো না শু নে পারিনা ৷ তাই আমি বর দিনু দেবী তুমি সুখী হবে। ভুলে যাবে সর্ব গ্লানি বিপুল গৌরবে ৷ ''

    • @siddeshswarmondal4038
      @siddeshswarmondal4038 Год назад

      কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের " বিদায় অভিশাপ" নাটিকার শেষ লাইনটা " 'কোট করলাম

  • @md.nurulislam6882
    @md.nurulislam6882 2 года назад

    হৃদয় দিয়ে অনুভব করলাম,, গান টি পরিবেশনা মনোমুগ্ধকর,, শুভ কামনা রইলো,,,

  • @abanimohanpahari978
    @abanimohanpahari978 Год назад

    Very nice god bless you

  • @nalinikayal4148
    @nalinikayal4148 Год назад

    Apnar gaan sunte sunte kothay jeno hariye jai.

  • @ashimkrishnapyne2758
    @ashimkrishnapyne2758 9 месяцев назад

    খুব সুন্দর। অভিনন্দন।

  • @dhirendranathbasuli1718
    @dhirendranathbasuli1718 Год назад

    বাহ্, খুব সুন্দর।

  • @nimairoy-p5j
    @nimairoy-p5j Год назад

    Maa saraswati. Oti sundar.

  • @sukhamoyghatak9249
    @sukhamoyghatak9249 Год назад

    অপূর্ব গেয়েছেন,ভালো লাগলো!

  • @Rare-Artistry
    @Rare-Artistry 2 месяца назад

    আহা কত সুন্দর ও মধুর।

  • @ZakirHossain-hi1ce
    @ZakirHossain-hi1ce Год назад

    Excellent performance 🌹🌹

  • @malabikaganguly8317
    @malabikaganguly8317 23 дня назад

    দারুণ দারুণ লাগলো

  • @shibshankarroy9349
    @shibshankarroy9349 Год назад

    Ki BHALO Gayile,,,,, very good,,,Piyali

  • @prasantamukherjee460
    @prasantamukherjee460 11 месяцев назад

    মন ভরে গেল।

  • @narugopalgoswami9405
    @narugopalgoswami9405 2 года назад

    সুরে ভরা 'হারানো সুর'-এর মূর্ছনায় আরও একবার মুগ্ধ হলাম।

  • @swapanmukherjee2242
    @swapanmukherjee2242 Год назад

    আমার এ কুল ছাড়ি, তব বিস্মরনের খেয়া ভরা পালে অকুলে দিয়ছি পারি....এ গান অবিস্মরনিয় হয়ে রবে...ওগো যা পেয়েছি সেই টুকুতেই খুশি আমার মন...

  • @pradipkumarsinharoy36
    @pradipkumarsinharoy36 Год назад

    Jotober suni pranvora jay.sister chalia jan.

  • @waseerahmanchowdhury4711
    @waseerahmanchowdhury4711 Год назад

    মন ছুয়ে গেল। শিল্পী হৃদয় দিয়ে গান করেন। শুভেচ্ছা ঢাকা থেকে।।

  • @arabindabhowmick7239
    @arabindabhowmick7239 7 месяцев назад

    Khub valo laglo gaan❤️

  • @kalidasmukhopadhyay8007
    @kalidasmukhopadhyay8007 2 года назад

    Khub sundor laglo gan khani thanks for uploading