এই সুন্দর পৃথিবী ছেড়ে ॥ Ei Sundar Prithibi Chhere ॥ Best of Shyamal Mitra ॥ Pialy

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 476

  • @anupbera6000
    @anupbera6000 Год назад +2

    দারুন গেয়েছেন। মনভরে গেছে।আর কি! অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা ও অভিনন্দন জানাই। ইশ্বরের আশীর্বাদ নিশ্চয় ই আছে।

  • @amaldatta174
    @amaldatta174 Год назад +28

    ❤❤❤ মানবিক আকাঙ্খার এমন কান্না বাহী গান কন্যা বয়সী এই মেয়ে যখন তার মধুর আকুল কণ্ঠে গায় এবং তা যখন জীবন অপরাহ্ন গামী শুধু নয় ,কম বেশি আশাবাদী তরুণ মনকেও ছুঁয়ে যাওয়ার মতো অশ্রু ঝরা হয় তখন আমি কি এই গান শুনে আকুল বেদনা অনুভব করে বারবার না শুনে পারি !

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  Год назад

      ধন্যবাদ

    • @rajib295
      @rajib295 Год назад

      ভীষন মর্মস্পর্শী গান।মন ছুঁয়ে গেলো।

    • @singersujit1511
      @singersujit1511 Год назад

      ও মর্ম ছুয়ে গেল

    • @tareqkhan-cv3cq
      @tareqkhan-cv3cq 8 месяцев назад

      অসাধারণ সুন্দর মর্মস্পর্শী প্রকাশ! অসাধারণ সুন্দর গায়কী। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

    • @shyamaprasadbhattacharya1286
      @shyamaprasadbhattacharya1286 4 месяца назад

      অসাধারণ গান এই গান মনের গভীরে পৌঁছে যায়

  • @apurbamazumder2227
    @apurbamazumder2227 Год назад +2

    অসম্ভব পরিবেশন তোমার, মন ভরে গেল। শ্যামল মিত্রের আর একটি গান- এমনও দিন আসতে পারে এই গানটির অনুরোধ রইল।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад +4

    এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে কেউ ই চায়না।পরম বেদনার মধ্য থেকেই তো উঠে আসে সুমধুর সঙ্গীত। ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। তোমার কণ্ঠে গাওয়া গানের সৌরভ কোনদিন মুছবে না।

  • @SusantaBanerjee-e3z
    @SusantaBanerjee-e3z Год назад +2

    চাঁদের আশায় নিভায়েছিলাম ,, মান্না দে র গান টা অসাধারন সুন্দর গেয়েছো। এই ভাবেই,,, কোনো কথা হবে না ❤

  • @ramapatiroy151
    @ramapatiroy151 Год назад +1

    খুবই সুন্দর উপস্থাপনা। সুরেলা জোরালো কন্ঠ।প্রশংসনীয়।

  • @taraprasannasaha6613
    @taraprasannasaha6613 4 месяца назад +1

    অসাধারণ , খুব সুন্দর।

  • @dipakkumarchanda1768
    @dipakkumarchanda1768 Год назад +1

    খুবই সুন্দর হয়েছে মামনি । খুবই জনপ্রিয় একটা গান । খুব ভালো লাগল ।আরো বিভিন্ন ধরনের গান শুনতে চাই তোমার কণ্ঠে
    মামনি পিয়ালি । বিশেষ করে নজরুলগীতি ।যাই হোক ভালো থাকবে।

  • @indrachchatterjee2811
    @indrachchatterjee2811 5 месяцев назад +1

    এক কথায় অসাধারণ। খুব ভালো লাগলো। প্রার্থনা করি আরও আরও ভালো হোক।

  • @shipradas8867
    @shipradas8867 5 месяцев назад

    ভীষণ সুন্দর,অপূর্ব ❤

  • @mitrabasu2635
    @mitrabasu2635 Год назад +1

    অপূর্ব অসাধারণ তোমার গান আহা কি দরদ দিয়ে গাও শুনে মন ভরে যায় ❤😊

  • @SantoshKarmokar-wi6dc
    @SantoshKarmokar-wi6dc Год назад +2

    আপনার গানগুলো শুনলে কোন কাজে মন বসে না দিদি। বাংলাদেশ।

  • @aparnakundu7869
    @aparnakundu7869 Год назад

    অপূর্ব পরিবেশন । খুব ভালো লাগলো।

  • @bidhandas315
    @bidhandas315 Год назад +5

    এ গানের মাধূর্য্যই মন ভরিয়ে দেয়! তার ওপর শিল্পী যখন আপনি-তখন তো আর বলার কিছুই থাকে না ☺

  • @oushnik527
    @oushnik527 10 месяцев назад

    আঃ ! কি রেঞ্জ! সহজাত প্রতিভা। ধন্যবাদ জানাই। নমস্কার,

  • @jyotiprakashbasu8846
    @jyotiprakashbasu8846 2 месяца назад

    সুরের সাগর থেকে উঠে এসেছেন। সেই জন্য এত মধুর কণ্ঠের মালিকন। ঈশ্বরের কাছে প্রাথনা আরো সুন্দর হোক আপনার জীবন। 🌹

  • @srabanipal6483
    @srabanipal6483 2 месяца назад

    অনেক এগিয়ে যাও তুমি । তোমার গানের প্রশংসার ভাষা আমার জানা নেই ।

  • @prabirchakraborty2373
    @prabirchakraborty2373 Год назад +1

    আজকে আবার শুনলাম এই গানটা, নানন বাদ্যযন্ত্র ছাড়াই শুধু হারমোনিয়াম বাজিয়ে গানটা খুব ভালো লাগলো।

  • @alikadak5428
    @alikadak5428 4 месяца назад

    Always you will be stable to our world with your sweet singing pialy

  • @sunilkumarkundu1586
    @sunilkumarkundu1586 5 месяцев назад

    অসাধারণ পরিবেশনা, তোমার জন্য শুভকামনা নিরন্তর।

  • @chandrimadewanjee2117
    @chandrimadewanjee2117 Год назад

    অপূর্ব লাগলো। 👏👏
    খুব সুন্দর রেয়াজি গলা। 👌
    ভীষণ ভালো লেগেছে।

  • @BarunKumarRoy-yl3dc
    @BarunKumarRoy-yl3dc 8 месяцев назад

    খুব সুন্দর উপস্থাপনা শ্যামল মিত্রের গান, সুরেলা জোরালো কন্ঠ, প্রশংসনীয় । ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব ও জগজ্জননী সারদা মায়ের কৃপায় সুস্থ ভালো থাক, গানকে এই ভাবে এগিয়ে নিয়ে যাও এই কামনা করি।

  • @amalghosh9544
    @amalghosh9544 Месяц назад

    Very nice and melodious voice. Dhanyabad.

  • @Biswanath-j8f
    @Biswanath-j8f 9 дней назад

    Khub sundar gaile mon bhore gelo lady versioon of shyamal mitra many many thanks and libest to you from Calcutta

  • @mihirsingharoy7604
    @mihirsingharoy7604 4 месяца назад

    তুমি খুব সুন্দর করে হৃদয় দিয়ে গান পরিবেশন কর, তোমার প্রতিটি গানই মন ছুঁয়ে যায়, ভগবান তোমার মঙ্গল করুন।

  • @sajalkumardeb7541
    @sajalkumardeb7541 Год назад +1

    মাগো খুব সুন্দর গেয়েছ। ❤❤❤

  • @barnalidey6637
    @barnalidey6637 5 месяцев назад

    অসাধারণ বললে ও কম বলা হয়, কি যে বলি, যে কোনো বিশেষণ ই তোমার জন্য কম, আর একটা কথা... যখন অন্তরার দিকে চড়ার দিকে গলাটা তোলো অদ্ভুত এক vibration যেন অনুভব হয় এ প্রান্তে বসেও, এটা কিন্তু সত্যি এক অদ্ভুত রকম নিপুণতা, মানতেই হবে.... খুব ভালো লাগলো, ভালো থেকো তুমি ❤️❤️

  • @manjulabanerjee7998
    @manjulabanerjee7998 Год назад

    তুমি এতো সুন্দর ‌কি করে ‌গাও‌ গো ?
    আহা ! প্রান জুড়িয়ে গেল ।
    ভালো থেকো ।

  • @pradipbandopadhyay9533
    @pradipbandopadhyay9533 Год назад +1

    Piyali, after prolonged illness listening your song.Really very good performance.
    ভালো থেকো, সুস্থ থাকো ।

  • @niharendubiswas7959
    @niharendubiswas7959 4 месяца назад

    খুব ভালো লাগলো।

  • @RmmhsFAgnishtomChakraborty
    @RmmhsFAgnishtomChakraborty Год назад

    অসাধারণ! অপূর্ব! কী গান শোনালি রে মা! শ্যামলবাবুর এই গানটা আমার খুব খুব ভাল লাগে । সৈকতদার (মিত্র) কাছে গানটা শোনার জন্য কত আবদার করতাম। তোর কণ্ঠে শুনে দারুণ তৃপ্তি পেলাম রে মা। অনেক অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ র ইল মা তোর জন্য । পৃথ্বীশ চক্রবর্তী । বাটানগর ।

    • @RmmhsFAgnishtomChakraborty
      @RmmhsFAgnishtomChakraborty Год назад

      গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা যেহেতু গানটা, সেই জন্য আমাদের (গৌরীপ্রসন্ন স্মৃতি সংসদ) সম্পাদক সৈকতদার কাছে গানটা অনেকবার শুনেছি । আর একটা গান শোনার জন্য অনুরোধ করতাম । গানটা হল- " ঝিরি ঝিরি বাতাস কাঁদে ----" । পারলে মা এই গানটা শোনাস । আমাদের সংসদ-পি80 লেক রোড। কোলকাতা-29। আর 20শে আগস্ট এ গৌরীবাবুর স্মরণ সভা হয পি-78লেক রোডে ।

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  Год назад

      এটা গেয়েছি,
      ruclips.net/video/Ca82i4bzYTk/видео.html

  • @shibshankarroy9349
    @shibshankarroy9349 5 месяцев назад

    অসাধারন গাইলে,,,পিয়ালী

  • @pratimaaich2327
    @pratimaaich2327 Год назад +2

    শ্যামল মিত্রের অসাধারণ একখানা গান। যা আমাদের প্রত্যেকের মনের গোপন কথা। তোমার কন্ঠে যোগ্য সমাদর পেয়েছে। মন ছুঁয়ে গেল... ❤

  • @md.delowardossain6031
    @md.delowardossain6031 Год назад +1

    পিয়ালী দিদিকে অনেক ধন্যবাদ শুভকামনা রইল বাংলাদেশ থেকে প্রায়ই আপনার গান শুনি

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  Год назад

      ধন্যবাদ অনেক, সঙ্গে থাকবেন

  • @tapatisensarma1452
    @tapatisensarma1452 5 месяцев назад

    অপূর্ব।❤️❤️❤️❤️

  • @jyotirmoybanerji
    @jyotirmoybanerji Год назад

    খূব সুন্দর 👏👏👏. The legend, Shyamal Mitra - those were the days.

  • @kalidasmukhopadhyay8007
    @kalidasmukhopadhyay8007 Год назад

    Excellent 👍 khub sundor laglo gan khani thanks for uploading

  • @alikadak5428
    @alikadak5428 4 месяца назад

    It is very relevant the Lyrics & your singing also Heartful Pialy it the rule of nature

  • @partharoychowdhury9010
    @partharoychowdhury9010 Год назад

    অসম্ভব ভালো একটা গান আর শিল্পীর অত্যন্ত সুন্দর পরিবেশনা ৷ খুবই ভালো লাগলো আপনার কন্ঠে এই চিরনতুন গানটি ৷ অনেক ধন্যবাদ

  • @debibanerjee5243
    @debibanerjee5243 Год назад

    খুব খুব সুন্দর নিবেদন। অভিনন্দন জানালাম একরাশ।

  • @dilipkumargupta.3374
    @dilipkumargupta.3374 Год назад +2

    🥀🥀 একেবারেই সত্যি কথা। সত্যি তো এই পৃথিবী ছেড়ে কি কেউ যেতে চাই???
    তবুও আমাদের সকলকে একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে যে হবেই। এখানে তো আমরা চিরদিন থাকার জন্য আসিনি, মাত্র কয়েকদিনের জন্য বেড়াতে আসে আমরা সকলে। গানটি আপনি, আপনার এই মধুর সুরেলা দারুন দরদী কন্ঠে গেয়েছেন।
    আমি মুগ্ধ হলাম। 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

  • @bazlur-Vancouver
    @bazlur-Vancouver Год назад +1

    খুব প্রিয় গান. আমার প্রাইমারী স্কুলের classmate সবার গান ভালো গাইতে পারতো। বিশেষ করে শ্যামল মিত্রের গান। এই গানটাও দারুণ গাইতো বাদ্যযন্ত্র ছাড়া। বিদেশে পড়াকালিন বাংলাদেশের সংস্কৃতি অনুষ্ঠানে প্রফেশনাল গায়করা তার গাওয়া শ্যামল মিত্রের একটা গান শুনে আঙ্কেল গুড়ুম।

  • @ManjulaRoyOfficialBangal-ht9uu
    @ManjulaRoyOfficialBangal-ht9uu 5 месяцев назад

    Khub valo gailan Didi ❤

  • @kalpanabhattacharjee4224
    @kalpanabhattacharjee4224 10 месяцев назад

    Ei ganti sune chokhe jol esegelo...osadharon geyechen. R o onek gan donar asay roilam.❤

  • @srabanipal6483
    @srabanipal6483 3 месяца назад

    আহা কি শোনালে! অনেক বড় হয়।❤

    • @srabanipal6483
      @srabanipal6483 3 месяца назад

      অনেক দূর এগিয়ে যাবে তুমি ❤❤❤❤

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  3 месяца назад

      অনেক ধন্যবাদ 🙏

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад +1

    চিনি মুখে তার স্বাদ মিষ্টি এটা সহজেই বোঝা যায়। কিন্তু একটা গান কতটা সুন্দর হয়েছে এটা বুঝতে গেলে অন্তর দিয়ে তার অনুভব করতে হয়।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 4 месяца назад

    এসব গান চির নতুন যতবার শুনি মনে হয় যেন আজ প্রথম শুনছি। আপনার গায়কীশুনে যেনমনে হয় এযেন সুন্দরের আরাধনা।

  • @malabikaganguly8317
    @malabikaganguly8317 4 месяца назад

    Khub valo laglo❤❤

  • @arunpolley931
    @arunpolley931 Год назад

    অসাধারণ কন্ঠস্বর ।মনটা ভরে দিলেন।অপূর্ব পরিবেশন।হারমোনিয়াম মনের মতো ঈশ্বর আপনার মঙগল করুন ।

  • @KalidasMukhopadhyay-le1oi
    @KalidasMukhopadhyay-le1oi Год назад

    Excellent 👍 khub sundor kore gailen thanks for uploading

  • @pratapchakraborty5906
    @pratapchakraborty5906 2 месяца назад

    এই সুন্দর গান শুনে অন্য জগতে চলে যাই। অপূর্ব।

  • @pijushkrmukherjee5501
    @pijushkrmukherjee5501 6 месяцев назад

    Excellent Perfermence Piyali.God Bless U.❤👍

  • @prajnaparamamitra1091
    @prajnaparamamitra1091 Год назад +1

    আজও সেই একই কথা বলি..অন্তর আত্মাকে ছুঁয়ে গেল 🥰🥰 খুবই সুন্দর ❤❤

  • @milankantidebmilandeb6477
    @milankantidebmilandeb6477 Год назад

    পিয়ালীর গানের সুরের মূর্ছনায় বিমোহিত হলাম এবং জানাই ধন্যবাদ ও আশীর্বাদ।

  • @subhassing4047
    @subhassing4047 2 месяца назад

    অসাধারণ ❤

  • @joydevbiswas302
    @joydevbiswas302 Год назад

    Asadharon.Valo laglo khub. Ei vabei tumi egia cholo.

  • @sankalpachakraborty8595
    @sankalpachakraborty8595 Год назад

    Khub valo laglo.👌👌👌

  • @ivyhalder4537
    @ivyhalder4537 Год назад

    অসাধারণ মগ্ধ হয়ে শুনছিলাম।🙏❤

  • @avishekbanerjee5403
    @avishekbanerjee5403 Год назад

    দারুণ গেয়েছেন দিদি।আপনার গলায় সব গানই প্রশংসনীয়।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад

    ম্যাডাম আপনার এ গানটি শুনে সকলে ধন্য ধন্য করছে ৷ আমার বাড়ীর লোক বন্ধুবান্ধব সকলে। এই গানটি আপনাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেবে। দৈনিক দু তিনবার গানটি শুনছি তবুও মন ভরছে না।

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 8 месяцев назад

    শ্যামল মিত্রের এই গানটি আপনার কণ্ঠে শুনতে বেশ ভালো লাগছে।অত্যনত দরদ দিয়ে গানটি আপনি গেয়েছেন। শুনতে শুনতে মনটা উদাস হয়ে উঠে।

  • @sanchitadas3968
    @sanchitadas3968 Год назад

    শেমল মিত্রোর অনবদ্য গান*খুব সুন্দর করে দরদ দিয়ে গেয়েছ।

  • @rukhsanahaque2839
    @rukhsanahaque2839 4 месяца назад

    অসাধারণ!!

  • @gopalkundu9900
    @gopalkundu9900 Год назад

    শ্যামল মিত্রের এই কালজয়ী গানটি গতকাল রাতে শুনেছিলাম। আগে ও অনেকবার শুনেছি। গানটি ভীষণ বাস্তব ও মনকে ছুঁয়ে যায়। পিয়ালী আজ গানটি গেয়ে মনকে ভীষণ ভাবে আবার ও ছুঁয়ে গেলো। দারুণ দরদ ও আবেগ দিয়ে গাইলো। খুব ভালো লাগলো। ওনার আরো গান শোনালে ভালো লাগবে।

  • @sunilmandal5778
    @sunilmandal5778 Год назад +2

    It's one of the beautiful song sung by Shyamal Mitra after his Car accident and we never will forget it and with mind blowing ways you have sung the song with🎉sweet voice. Maa piyaly God bless you my son.

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  Год назад +1

      Thanks a lot

    • @siddeshswarmondal4038
      @siddeshswarmondal4038 Год назад

      ​ এই কথাটি মনে রেখো আমি যে গান গেযেছিলাম শুকনো পাতা ঝডার যেলাম "` যদি সম্ভব হয এই গানটা গাইবে ন৷

  • @pankajchakraborty5071
    @pankajchakraborty5071 Год назад

    💝👌💝👌💝👌💝👌
    👉খুবই করুণ ম্যাডাম। খুব সুন্দর গেয়েছেন।
    সবাইকে একদিন মায়াবন্ধন ছেড়ে চলে যেতে হয়; এইটাই নিয়তির লেখা।

  • @subikashdeb2432
    @subikashdeb2432 Год назад

    "ওগো নিঠুর জীবন তুমি মোরে বলোনা বিদায় "গানটি অনেক দিন পর আজ আবার শুনলাম এবং বেশ কয়েক বার শুনলাম।অনেক ধন্যবাদ এতো সুন্দর করে গানটি সামনে তুলে ধরার জন্য।

  • @dhirendranathbasuli1718
    @dhirendranathbasuli1718 Год назад

    খুব খুব খুবই সুন্দর লাগলো।

  • @chandrachaudhurissong6812
    @chandrachaudhurissong6812 Год назад

    এতো দরদ ❤ এতো সুন্দর করে গেয়েছো 🌹 মন ভরে গেলো ❤❤

  • @amalghosh9544
    @amalghosh9544 2 месяца назад

    Eto valo laglo je apnni jakhan ei gaanta gaichhilen amio besuro galai gaite thaklam. Apnake suvakamona o dhanyabad janai.

  • @dr.dulalhowlader3775
    @dr.dulalhowlader3775 Год назад

    দারুণ, মর্মস্পর্শী।

  • @sunanditashil
    @sunanditashil Год назад

    Aaahaaaaa..apurbo

  • @fazluljabbar9415
    @fazluljabbar9415 Год назад

    অসাধারণ পিয়ালী মুগ্ধ হয়ে শুনলাম
    সেই মহান শিল্পী কে ফিরে পেলাম তোমার কন্ঠের মাধ্যমে ভালো থেকো

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 Год назад +1

    আমার মতো সাধারন মানুষের কথা ও ঘে আপনি চিন্তা করেন এটা আগে আমি ভাবতেই পারিনি ৷ এতদিন পরে সে ভুলটা ভাঙলো ৷ অত্যন্ত দরদী গান এবং বেশ শক্ত গান আপনার উপস্থাপনা অত্যন্ত সুন্দর হয়েছে ৷ মাঝে মাঝেই শুনবো গানটি ৷

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  Год назад

      আমার কাছে সব শ্রোতাই সমান

    • @siddeshswarmondal4038
      @siddeshswarmondal4038 Год назад

      জীবন সায়াহ্নে পৌঁছে কবিগুরুর কবিতার এই লাইন ণ্ডলোর কথা মনে পড়ে "প্রেম এসেছিল চলি গেল সে
      যে খুলি দ্বার আর কভু আসিবে না, বাকি আছে শুধু আর এক অতি থি আসিবার তারি সাথে শেষ চেনা। সে আসি প্রদীপ নিভাইয়া দিবে একদিন তুলি লবে মোরে রথে ৷ নিয়ে যাবে মোরে গৃহ হতে কোন গৃ হহীন গ্রহ তারকার পথে ৷ ততকাল আমি একা বসি রব খুলি দ্বার কাজ করিলব শেষ ৷ দিন হবে যবে আর এক অতিথি আসিবার পাবেনা বাবালেশ৷ পূজা আরাধনা সাব সেরে নিয়ে একদিন প্রাস্তুত হয়ে রব' নীরবে বাড়া ঘে বা হুদুটি সেই গৃহহীন অতিথিরে বরিলব। কবির মত তাকে আলিঙ্গন করে বলব "মরণ রে তুঁহু মম শ্যাম সমান " আপনার গানেব টানেই এই সব ভাষা এসে পড়ে ৷

  • @MinatiMondal-ul8iz
    @MinatiMondal-ul8iz 11 месяцев назад

    Thankyou 😊 piyali mukherjee 😊 for 😊 uploading 😊 this 😊 song 😊 বিধ।ত।😊সব😊সুর😊 তোমার 😊 কন্ঠে 😊 দিয়ে ছে😊 সত্যি ই 😊 অসাধারণ 😊 এতো 😊মধুম।খা😊 কন্ঠ 😊

  • @abbasmondal5932
    @abbasmondal5932 Год назад

    Khub bhalo laglo

  • @siprachakrabarty6068
    @siprachakrabarty6068 Год назад

    Kothao jete hobe na. Amader modhyei thako aar eirokom osadharon gaangulo shuniye amader mon pran voriye dao.

  • @amitdas9885
    @amitdas9885 Год назад

    অপূর্ব বন্ধু

  • @biswanathghosh3236
    @biswanathghosh3236 Год назад

    DEAR PIALY ASAMBHAB SUNDAR GA IECHO EXCELLENT MONVORE GELO listening again and again unforgettable PIALY

  • @AbdurRahman-rd3ip
    @AbdurRahman-rd3ip Год назад +1

    Just excellent performed, Congratulations 🎋💗🍀

  • @sabitachatterjee6305
    @sabitachatterjee6305 5 месяцев назад

    Asadharan...

  • @milagoswami4917
    @milagoswami4917 Год назад

    Ashadharon 👌👌👌👌👌👌

  • @diptigharami370
    @diptigharami370 9 месяцев назад

    Oho monta vore gelo

  • @amalendubhusanroy
    @amalendubhusanroy Год назад

    জীবন সায়াহ্নে এসে এই হৃদয়
    স্পর্শী পিয়ালীর আকুতি ভরা কন্ঠে ও সুরের লহমায় আমি তন্দ্রাচ্ছন্ন ও অভিভূত। ভগবান তোমাকে সুদীর্ঘ আয়ু দান করে মহিমা মণ্ডিত করে তুলুন!

  • @dipankarmitra1080
    @dipankarmitra1080 Год назад +2

    The more I listen this song I just break myself ..... today once again you made me cried .

  • @pasupatibanerjee1004
    @pasupatibanerjee1004 6 месяцев назад

    Excellent. God bless you and long live

  • @nirmalbhakat7787
    @nirmalbhakat7787 Год назад

    The wording na na na na jabona is terrific,only this part of the song made it immortal.

    • @PialyKunduOfficial
      @PialyKunduOfficial  Год назад

      Thanks

    • @nirmalbhakat7787
      @nirmalbhakat7787 Год назад

      I am after this song just to hear na na na na jabona , I just can't describe its appeal , it's a matter to feel only and don't require any description.

  • @jayasreemajumder1114
    @jayasreemajumder1114 Год назад

    Excellent,Piyali God bless you,my sister

  • @sankardas2054
    @sankardas2054 Год назад

    বাহ্ খুব ভালো লাগলো

  • @susantamodak9699
    @susantamodak9699 Год назад

    আহা অপূর্ব।

  • @artcraftandworkeducation
    @artcraftandworkeducation Год назад

    Khubb valo laglo, amar khub favourite gan

  • @niloybhattacharjee1882
    @niloybhattacharjee1882 Год назад

    আহা ! এত উঁচু স্কেলেও কিভাবে এত সাবলীল আপনি ! খুব দরদ ভরা কণ্ঠ ....প্রাণ ভরে গেলো 🙏

  • @siddeshswarmondal4038
    @siddeshswarmondal4038 3 месяца назад

    ৩ আপনার গানযত শুনছি তত মুগ্ধ হচ্ছি। আপনার তুলনা কেবল আপনি

  • @manoranjankundu8006
    @manoranjankundu8006 Год назад

    সুন্দর সুমধুর কন্ঠস্বর ঈশ্বরের আশীর্বাদ ধন্য হয়ে বড়ো হয়ে উঠবেই আমার শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ জানাই।

  • @krishnabhattacharjee8976
    @krishnabhattacharjee8976 10 месяцев назад

    খুব আবেগ দিয়ে গানটা গাইলে। খুব ভালো লাগলো

  • @debikamukherjee3398
    @debikamukherjee3398 Год назад

    কথা হারিয়ে গেছে। অসাধারণ। অপেক্ষায় রইলাম❤❤❤

  • @subhraghosh6401
    @subhraghosh6401 Год назад

    Piyali, tomar modhur konthe gaan ta sune Ami bivor hoye gelam , valo theko 💖💖

  • @shyamalkumarsingha4310
    @shyamalkumarsingha4310 8 месяцев назад

    Excellent voice and really heart touching.

  • @dipakkumarbiswas628
    @dipakkumarbiswas628 5 месяцев назад

    তোমার কণ্ঠে মধু আছে।খুব ভালো লাগে শুনতে। গেয়ে যাও,আর আমরা শুনতে থাকি।

  • @gsaha3552
    @gsaha3552 Год назад

    বেশভালো । শুভকামনা রইলো।