Forest Rest House, Dowhill: 1st Part

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • ডাউহিল পাহাড় সম্পর্কে অনেক আজগুবি ও ভুতুড়ে তথ্য ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে। আমার মানতে খুব ই অসুবিধা হয় এই ভেবে কিছু মানুষ শুধু ভিউস বাড়ানোর জন্য কিভাবে মিথ্যা ও এডিটেড ভিডিও বানিয়ে কার্শিয়াং ও সংশ্লিষ্ট ডাউহিল সম্পর্কে কিরকম নেগেটিভ প্রচার চালিয়ে যাচ্ছে।
    আমি যা তথ্য সংগ্রহ করেছি তা এরকম....
    (১)নিউ জলপাইগুড়ি থেকে কার্শিয়াং সড়ক পথে যাবার অনেক রুট আছে। সময় কম- বেশি দু ঘন্টা লাগবে। ৪ সিটার গাড়ি ২০০০/- টাকায় কার্শিয়াং পৌঁছে দেবে।
    (২) বুকিং এর কাগজ সঙ্গে থাকলেও এই বাংলোয় কাউকে দেখতে নাও পেতে পারেন, সেক্ষেত্রে বাংলোর পিছন দিকে একটু উঁচুতে যে কাঠের তৈরি বাড়িটি আছে, ওখানে কাউকে পেলেও পেতে পারেন। ওকে দিয়ে ফোন করে চৌকিদারকে পেয়ে যাবেন।
    (৩) কার্শিয়াং ডি. এফ্. ও অফিসে যোগাযোগ করলে ওরা চৌকিদারের সন্ধান দিতে পারেন।
    (৪) আমি নেক্সট পর্বে আরও কিছু তথ্য বিস্তারিত জানাতে পারবো।
    (৫) কিভাবে ডাউহিল বন বাংলো বুকিং করবেন?
    আমি অরণ্য ভবন, ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, পঃ বঃ পর্যটন বিভাগ সর্বত্র খোঁজ নিয়েছি... কোনো জায়গা থেকেই এখানে বুকিং এর ব্যবস্থা নেই। একমাত্র কার্শিয়াং ডি. এফ্. ও অফিসে যোগাযোগ করলে ওরাই বুকিং দেবে। নিচে মেল আইডি দিয়ে দিলাম।
    dfokgndowhill@gmail.com
    (৬) পেল্লায় ডাবল বেডেড রুমে অনায়াসে ৪/৫ জন থাকা যাবে। ভাড়া ১০০০/- দিন প্রতি। খাওয়া দাওয়া আগে থেকে বলে রাখতে হবে।
    এখানে মোবাইলে নেট কানেকশন পাবেন না।
    (৭) একদম নির্জন, প্রায় বিচ্ছিন্ন এই বাংলো সম্পর্কেও ভুতুড়ে কিছু উড়ো ও ভিত্তিহীন খবর শুনে থাকলেও কোনো কিছুই বিশ্বাস করবেন না।
    (৮) এখানে মোবাইল একই সময়ে দুটো টাইম শো করলেও সেটা ম্যাগনেটিক ফিল্ড ও ভৌগোলিক অবস্থানের কারণে হয়।
    (৯) সন্ধ্যার পর আর বাইরে বার হবেন না, বন্য প্রাণী, বিশেষ করে লেপার্ড দেখা যায় বলে শুনেছি।
    (১০) পর্যাপ্ত ওষুধ, স্যানিটারি ন্যাপকিন ইত্যাদি আগে থেকেই সঙ্গে রাখবেন, কারণ নিকটবর্তী বাজার প্রায় ৩ কিলোমিটার নিচে।
    (১১) রুমে ফায়ার প্লেস আছে, টাকা দিলে কাঠ কিনে জ্বালাতে পারেন, তবে ঘরে রুম হিটারের ব্যবস্থা আছে।
    দুটো ফ্যামিলি গেলে মজা পাবেন, সিঙ্গেল কাপল গেলে হঠকারিতা হবে। একদম ছোট বাচ্চা নিয়ে গেলে, উপযুক্ত ব্যবস্থা নিয়ে তবেই যাবেন।
    মনে রাখবেন সুস্থ হয়ে বাড়ি ফেরাটাও কিন্তু দরকারি। 🙏

Комментарии • 20