সালটা ২০০৬ কি ২০০৭ সাল হবে ঠিক মনে করতে পারছি না। সন্ধ্যার পর নরসিংদী সরকারি কলেজ মাঠে বই মেলাতে গিয়েছিলাম বন্ধুদের সাথে ঘুরতে। সেইদিন আমি, নিজাম, রুপম, কাউসার, শরিফ ছিলাম একসাথে । সেখানেই গানটা প্রথম শোনা আর অদ্ভুত একটা ভালো লাগা। শুধু এই গানটাই বারবার বাজাচ্ছিল সাউন্ডবক্সে। এখন স্মৃতি শুধু। এখন শুধুই হাহাকার করে উঠে সে দিনটার কথা মনে হলে কারণ সেই অনুভূতি, সেই ভালো লাগা, সেই সময় আর সেই মুহূর্ত আর ফিরে পাবো না।
আলো Lyrics: তুমি আর তো কারো নও শুধু আমার যত দূরে সরে যাও রবে আমার। স্তব্ধ সময়'টাকে ধরে রেখে, স্মৃতির পাতায় শুধু তুমি আমার। কেন আজ এত একা আমি? আলো হয়ে দূরে তুমি। আলো-আলো আমি কখনো খুঁজে পাবোনা চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। হবে না, হবে না, হবে না.... রোমন্থন করি, ফেলে আসা দৃশ্যপট স্বপ্নে আঁকা, লুকিয়ে তুমি কোন সূদূরে হয়তো ভবিষতের আড়ালে। ঘাসের চাদরে শুয়ে একা আকাশের পানে চেয়ে জেগে থাকা তবে আজ এতো একা কেন? আলো হয়ে দূরে তুমি। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। হবে না, হবে না, হবে না ..
মানুষ দূর থেকেই সুন্দর! খুব কাছে গেলে তার সব 'রহস্য' জানা হয়ে যায়,জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায়। দূরে থাকলেই তাকে 'শ্রেষ্ঠ' মনে হয়,তাই দূরে থেকে মানুষকে উপলব্ধি করাই ভালো!'🖤🌸
ভালোবাসা দুর থেকেই সুন্দর ! খুব কাছে চলে গেলে তার সকল ' মায়া ' 'রহস্য' জানা হয়ে যায়, আর জানা হয়ে গেলেই তাকে জানার আগ্রহটা কমে যায়। দুরে থাকলেই তাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে হয়, তাই মানুষকে দুরথেকে ভালোবাসাই শ্রেয়..!😅
ভেবে দেখেন একবার, পছন্দের জিনিস টি বা মানুষ টি হলো চাঁদের আলো। আর সেই চাঁদের আলো কখনো আমার হবে না। আমাদের অনেকের জীবন টা এইভাবেই অসম্পূর্ণ হয়ে থাকে। প্রিয় মানুষ গুলো বলে যে "ভুলে যাবে তার চেয়েও ভালো কিছু পাবে", তাঁরা যানেনা যে এই একটি মাত্র জীবনে তাদের কখনো ভুলতে পারবো না এইটা অসম্ভব, হয়তো একলা একা আকাশে দিকে তাকিয়ে ভুলে যাওয়া চেষ্টা করে যাবো। এইভাবেই তাদের মনে থাকবে সারাজীবন এবং জীবন টি থেকে যাবে অসম্পূর্ণ একাকী ... 🙂💔💔💔
অনেক স্মৃতি চোখে ভাসছে দলছুট বয়সি বন্ধুরা নদীর পাড়ে মন খুলে যখন সবাই এক সাথে বলে উঠতাম আলো আলো.... আহা সেই সোনালি সুখের শৈশব ফিরে পেতে এখনো প্রতিরাত এই গানটা শুনি❤❤
Sokale ghum theke uthei CD 📀 player e chaliye ditam Bangladesh er bengali gaan, r tar modhe ei song 🎵ta onnotom.. Respect from India🇮🇳🇮🇳 West Bengal... Siliguri
গানটা প্রথম শুনেছিলাম খুলনা জাতিসংঘ পার্কে একদল ভাইয়ারা গানটা গাচ্ছিলো,, সাথে একজন গিটার বাজাচ্ছিল,, আমি আর আমার বান্ধবী পার্কের সাইড থেকে হাটতে ছিলাম তখন গানটি কানে আসে আমরা খুব আগ্রহ নিয়ে পার্কের ভিতরে যায় এবং সাইডে বসে গানটি শুনি,, তখন এভাবে ইউটিউব ফেসবুকের সাথে পরিচিত ছিলাম না এমনকি গানের শিল্পী কে কার কথা কিছুই জানতাম না,, কিন্তু শুনতে অদ্ভুত রকম ভালো লাগছিল ,,, সেদিন থেকে আজ পর্যন্ত যতবারই আমি গানটি শুনি সেই অদ্ভুত ভাল লাগা টা আজও রয়ে গেছে,, আমার মনে হয় থেকেই যাবে❤❤
গানটার বয়সই শুধু বেড়ে যায়..... বাকি অনুভূতি, ভালোলাগা র গল্পগুলো একইরকম থেকে যায়.... ওরা কখনো পুরোনো হয় না.... ওদের কখনো বয়স বাড়ে না...ওরা যেভাবেই হোক ভালো থাকুক খুব... এটুকু ই চাওয়ার
সপ্তম শ্রেণীতে পড়ি তখন, ঈদের ছুটি দেয়ার দিন প্রিয় শিক্ষক আনোয়ার স্যার এর মুখে প্রথম এই গানটা শুনলাম। তখনই এই গানটার প্রেমে পড়ে গেছি। এবং এখনো সেই প্রেমে বিভোর আছি ❤️
7 বছর আগে প্রথম শুনেছিলাম এফ এম রেডিও তে, প্রথম দিন শুনে যেমন ভালো লেগেছিলো, আজ পর্যন্ত যতো বার শুনেছি আগের দিনের চেয়ে অনেক বেশি ভালো লাগা অনুভব হয়েছে.....💝💝💝
আসলেই কিছু কিছু মানুষ কোন দিন ও আপন হয় না, আমরা যতই কাছে ভাবি না কেন,,,তারা আসলে ঠিক চাদের আলোর মতই🙃দুরেই থাকে সবসময় 😔😔কিছু অনুভূতি দুরে থেকেই সুন্দর 😍
সময়টা ২০০৭,সবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার সেই নোকিয়া ৬২৩০i সেটে সারাক্ষণ হেডফোন লাগিয়ে শুনতাম।। আহ!!প্রিয় সব স্মৃতিরা,ভালবাসি তোমাদের,ভালবাসি সেই সময়।। এই গান আমায় নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের সেই দুষ্টু মিষ্টি সময়গুলোয় ফিরিয়ে।❤
When Tahsan said" চাঁদের আলো তুমি কখনো আমার হবে না Every one sided lovers can feel this আসলেই one side love গুলা সত্যি বলতে অসাধারণ একটা মানুষকে পাবোনা জেনেও তার প্রতি ভালোবাসা সবসময় একি থাকে কখনো কমে না ☺️☺️☺️😊😊😊💔🙂🙂
“আলো আলো আমি কখনো খুঁজে পাবনা,চাঁদের আলো তুমি কখনো আমার হবেনা...!" এতো কিছু জেনেও কেন অপেক্ষায় থাকি বলো তো!একটু বেশিই ভালোবাসি নাকি? হাস্যকর!কারণ ভালোবাসলেও তুমি আমার হবেনা..
৪ বছর আগের ভালোলাগা এখনও বিদ্যমান শুধু জীবন থেকে সে চলে গেছে কিন্তু তাহসান ভাইয়ার গান টা রয়ে গিয়েছে লোম দাড়িয়ে যাওয়ার মত লিরিক্স 🤍🌸 সাথে তার অসাধারণ কণ্ঠ🤍
রাতের কক্সবাজারের সৈকতে দলবেঁধে এই গান আমরা কত-শত বার গেয়েছি! অনেকেই আমাদের সাথে গলা মেলাতে চলে আসতো। কত অজানা মানুষের সাথে পরিচয় হয়েছে গান গাওয়ার পর। আহা!
সময়টা 2006 এর শেষের দিকের । আকবর স্যারের প্রাইভেটে রুমাকে প্রথম দেখা । দেখেই তোমাকে খুব ভালো লাগলো । নিজের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেললাম । তার কিছুদিন আগে ভাইয়ার কাছে তাহসানের ইচ্ছা এলবাম টা দেখি এবং আলো গান টা শুনি আর সাথে কৃত্যদাসের নির্বান এলবামের প্রেমমাতাল গানটা । ওরে যখন দেখি তখন মনের ভিতর প্রেমমাতাল গানটা বেজে উঠে । আসলে রুমা এতোটা সুন্দর ছিলো যে সারা এলাকার মানুষ ওরে পছন্দ করতো । তাই যত ভালো ছেলেই হোক না কেন সবাইকে সে direct না করে দিতো । আর এই কথা মনে হবার সাথে সাথে চাঁদের আলো তুমি কখনো আমার হবে না এই লাইন টা মনের ভিতর দাগ কাটতে থাকে । আমি ভয় পেতাম যদি ওরে না পাই ! ঐ সময় একটু সন্ত্রাসী টাইপের ছিলাম তবুও ওর সামনে যাওয়ার সাহস বুকে পাই নাই । এক বছর সময়ের বেশি ওর পিছনে ঘুরেছি কিন্তু ও বুঝে নাই যে আমি ওরে ভালোবাসি 😢😢😢 । অসীম সাহস নিয়ে যখন নিজের শরীরের রক্ত মাখা ফুলটা তাকে দিয়ে বললাম ভালোবাসি সে আমার ফুলটা হাতেও নেয় নাই । বলছিলো আমার স্কুল ব্যাগে দেন । ওর নিজের স্কুল ব্যাগে করে রক্ত মাখা গোলাপ নিয়ে চলে গেলেও কখনো জানায় নাই যে , সে আমারে ভালোবাসে ! অনেক দেখা হয়ে ছিলো তার সাথে সামান্য দুর থেকে । কখনো আমার ❤ জবাব দেয় নাই । ও মনে করেছিলো যে আমিও তাকে সবার মতো চোখের নেশায় ভালোবাসি । আসলে সে বুঝতে পারে নাই যে , আমি তাকে heart and soul ♥ ভালোবাসি । আমি একতরফা ভালোবেসে গেছি । অনেক রাত পার করছি ওর অপেক্ষায় আলো গানটা শুনে শুনে । অনেক সময় যত দুরে গানটা শুনে শুনে ও রাত পার হতো । ভালোবাসা অনেক কষ্টের আজও তাকে ভালোবাসি । অনেক মিস করি । আজও আলো হয়ে দুরে তুমি
Hotoh bha rokte likha golap ta dewar sahos hoy ni but apnar golpota sune amr life er purono kishu ek torfa sriti mone pore gelo.ja khakonoi kawke bujate parini.tareo na. Ajke onk khrap joghonno manush ami.tobow i still love kori take.hotat korei gunta gaws suro kore dilam r apnar likhata porlam
I am shy person in my life when it come to singing.When training in Air Force Job, broking shyness i sang this one of my favourite song, if front of many people standing in front of a big tree.Still its my fav song.❤️
সত্যিই চাঁদের আলো নিজের হয়না,দূরে থেকেই তার উপস্থিতি অনুভব করতে হয়, হয়তো কল্পনায় তারে আপন করা যায় , বাস্তবে নয়! ভালো থাকুক ভালোবাসা,বেচে থাক হাজার বছর । 💚💚
এমন একটা মাস বাদ পড়েনা যেই মাসে এই গানটা শুনতে আসা হয়না এখানে,ইভেন একটা সিঙ্গেল উইক ও মিস যায়না। মাঝে মাঝে খুব বৃষ্টি,খুব অন্ধকার,খুব একাকি,খুব বোরিং, খুব কান্না মন খারাপ, স্টাডিতে ছোটখাটো ব্রেক নেওয়ার সময় এই গানটা আমার নিত্যদিনের সঙ্গী, আর কমেন্ট গুলা পড়ি প্রায়ই,ভাবলাম প্রতিনিয়ত শ্রোতা হিসেবে আমিও একটা কমেন্ট রেখে যাই এখানে, ভালোবাসি তাহসান💜 ভালোবাসি আলো 💘
Ami kokhono ai gaan ta suni nai...bt at first amr friend er mukhe sune sunte aslam j ai gaan ta kmn...akhon ei gaan ta sune ami nijeo asokti hoye geci... ❤❤❤khub e sundor r mon refresh korar moto akta gaan😊😊
গানটার মধ্যে একটা ম্যাজিক আছে যেটা যেভাবে তোমাকে ভাবাবে একই ভাবে তোমাকে প্ৰতৎকেটা শব্দ বুঝিয়ে দেবে যে ভালোবাসা মানে শুধু পেতে হবে তা নয় শুদু ভালোবাসাটায় আসল।। ❣️❣️❣️
রাত বাজে ৩:০৮ একা বসে আছি ছাদে, এমন সময় প্রিয় মানুষ টার কথা মনে পড়ল।তাই এই গান শোনা। প্রিয় মানুষ টা বলেছিল আমাকে ছেড়ে যাবে না। কিন্তু মিথিলা যেমন তাহাসানকে ছেড়ে চলে গেল, ঠিক তেমনি তুমিও আমাকে ছেড়ে চলে গেলে।অভিশাপ দেবো না তবে, এইকুটু বলতে চাই জীবনের শেষ নিশ্বাস অবদি পর্যন্ত আমি তোমার অপেক্ষায় থাকবো,,,,,🌿🌿🌿🌿 ভালে থাকুক ভালো থাকতে না দেওয়া মানুষ গুলো🌿🌿🌿🌿🌿কথা গুলো ভালো লাগলে সবাই লাইক দিবেন।হয়তো আপনার লাইকের নোটিফিকেশন পেয়ে আমি এই গানটি আবার শুনতে আসবো 🥀💔☘️
সুন্দর হোক জীবন। তাহসান মিথিলা কে ভালবেসে এই গান গেয়েছিল। কত আবেগ ও ভালোবাসা! নিয়তি...সেই মিথিলা তাকে ছেড়ে চলে যায়। আহা ভালোবাসা... গানটা এখনও হৃদয়ে ঝড় তোলে।
আজকে ১১ বছর পর ২০২১ সালে গানটা হঠাৎ শুনতে ইচ্ছে হলো। গানটার সাথে আমার অনেক কষ্ট জড়িয়ে আছে।২০০৭ থেকে ২০১০ এই গান ছাড়া আমার চলতো ই না। গানটা শুনলে পুরানো সবকিছু চোখের সামনে ভাসতে থাকে। একজনের আলো ছিলাম একদিন। কিন্তু আলো তার হতে পারলাম না। জানিনা কেনো আজকে শুনছি। জানিনা সে ও কি এই গানটা শুনে এই আলোর কথা ভাবে নাকি।
তাকে প্রথম দেখেছিলাম যখন আমরা ক্লাস সিক্সে পড়ি। SSC পরীক্ষা একসাথে দিয়েছি।৫ বছর একসাথে পড়ালেখা করেছি তবুও বলতে পারিনি তোমাকে পছন্দ করি। আমি ক্লাসে ফার্স্ট বয় ছিলাম, সবাই আমাকে অনেক ভালো জানতো, কিন্তু আমি এতোই লাজুক ছিলাম যে,একথা ৫ বছরেও অন্তত একবার বলতে পারিনি ।এখন আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি।এখন মনে হয় যদি সেই সময়টা আবার ফিরে পেতাম তাহলে এবার বলেই দিতাম কারণ এখন একটু বড় হয়েছি, লজ্জা ভাব অনেক কমে গেছে । কিন্তু সময় তো আর আমার জন্যে থেমে থাকবে না।সেটা আর সম্ভব না।কারন সে এখন বিবাহিত। এজন্য আমার খারাপ লাগেনা খুব বেশি,তবে অনেক দিন ওকে দেখিনি,তাই দেখতে মন চায়।
তুমি আর তো কারো নও শুধু আমার যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার কেন আজ এত একা আমি আলো হয়ে দূরে তুমি আলো আলো আমি কখনো খুঁজে পাবনা চাঁদের আলো তুমি কখনো আমার হবে না! রোমন্থন করি ফেলে আশা দৃশ্যপট স্বপ্নে আঁকা, লুকিয়ে তুমি কোন সুদুরে হয়তো ভবিষ্যতের আড়ালে ঘাসের চাদরে শুয়ে একা আকাশের পানে চেয়ে জেগে থাকা তবে আজ এত একা কেন আলো হয়ে দূরে তুমি আলো আলো আমি কখনো খুঁজে পাবনা চাঁদের আলো তুমি কখনো আমার হবে না... কেন আজ এত একা আমি আলো হয়ে দূরে তুমি আলো আলো আমি কখনো খুঁজে পাবনা চাঁদের আলো তুমি কখনো আমার হবে না!
প্রথম বার ২০১২সালে শুনেছিলাম তখন বুঝিনি গানটির অনুভূতি কেমন হবে কিন্তু এখন প্রায় প্রতি দিন এই গানটি শুনতে হয় মাঝে মাঝে মনে হয় গানটি শুধু আমার জন্যই গেয়েছেন..!!!Thanks Tahsan bai Red1ar…!|! 🥺🥺🥺🥺💕💕
Maybe this song was written just for me. When Tahsan sang, *'Alo alo ami kokhono khuje pabona, chader alo tumi kokhono amar hobena' it felt like my unspoken words. Every person who has loved one-sidedly will understand the weight of these lines! 😌 And every second knows how I am, yet you don't. Every night knows how deep I have sunk into my sighs. I told you I dedicated all of Tahsan's songs to you, but that too is now a memory. ☁
তাহসান ভাইয়াও একসময় প্রেমে পড়েছিল, তাই আজ আমরা গানটাকে এত মন থেকে অনুভুতি দিয়ে শুনতে পারছি🤍। আমিও ওনার মতো একজনের জন্য প্রতিদিন এই গানটি শুনি🥰। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না 😓 🥺💔🥺
সালটা ২০০৬ কি ২০০৭ সাল হবে ঠিক মনে করতে পারছি না। সন্ধ্যার পর নরসিংদী সরকারি কলেজ মাঠে বই মেলাতে গিয়েছিলাম বন্ধুদের সাথে ঘুরতে। সেইদিন আমি, নিজাম, রুপম, কাউসার, শরিফ ছিলাম একসাথে । সেখানেই গানটা প্রথম শোনা আর অদ্ভুত একটা ভালো লাগা। শুধু এই গানটাই বারবার বাজাচ্ছিল সাউন্ডবক্সে। এখন স্মৃতি শুধু। এখন শুধুই হাহাকার করে উঠে সে দিনটার কথা মনে হলে কারণ সেই অনুভূতি, সেই ভালো লাগা, সেই সময় আর সেই মুহূর্ত আর ফিরে পাবো না।
নরসিংদী 😍😍😍😍😍😍
ভাই গানটি তখন বের হয় নাই
@@tanbirahmad4756 2006 na hole 2007 ami sure 100%
২০০৬ ডিসেম্বর বা ২০০৭ জানুয়ারী তে বিটিভি ঈদ অনুষ্ঠানে প্রথম শুনেছিলাম। তখন তাহসানকে চিনতাম না। এখনো আমার সেরা গান।
Hmm ei gaan ta 2006 te ber hoiche
When Tahsan said "চাঁদের আলো তুমি কখনো আমার হবে না,হবে না,হবে না, হবে নাহ....!
Every one sided lover really felt it.
True👌
Yeah
Yeah
Hae🙂💔
cad er alo tmi khn o amr hobe na, hobe na, hobe na , hobe na..........
এগুলো শুধু গান নয় ,এগুলো একটা নস্টালজিয়া,একটা আবেগ.... একটা হারানো স্মৃতি। ইন্ডিয়া থেকে ভলোবাসা জানাই এই স্বনামধন্য শিল্পী তাহসান কে❤️
Khob kosto ache gan golote lokiye🥺🥺
@@ispazarin1843 hi
you really had to dox yourself like that? 😒
Love the song
ruclips.net/video/lDHdui-c_O4/видео.html
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না 🙂🥀
সময় আর ভালোবাসা আজকাল পাল্লা দিয়ে বদলায়!
কত প্রিয় মানুষ হয়ে যায় অপ্রিয়,কত ভালোবাসা রূপ নেয় ঘৃণায়,
কত অতীত মুখথুবড়ে পড়ে থাকে বিষাক্ত স্মৃতির ক্যানভাসে!
তবুও মানুষ ভালো থাকে,অতীত ভুলে বর্তমানকে সাজায়।
১)৩.১.২০২৪
২)৩০.২.২০২৪
৩)১৯.২.২০২৪ সাক্ষী রেখে গেলাম,আবার এসে শুনে গেলাম হয়তো
চায়না প্রোডাকের মতন
আলো Lyrics:
তুমি আর তো কারো নও শুধু আমার
যত দূরে সরে যাও রবে আমার।
স্তব্ধ সময়'টাকে ধরে রেখে,
স্মৃতির পাতায় শুধু তুমি আমার।
কেন আজ এত একা আমি?
আলো হয়ে দূরে তুমি।
আলো-আলো আমি কখনো খুঁজে পাবোনা
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না।
হবে না, হবে না, হবে না....
রোমন্থন করি,
ফেলে আসা দৃশ্যপট স্বপ্নে আঁকা,
লুকিয়ে তুমি কোন সূদূরে
হয়তো ভবিষতের আড়ালে।
ঘাসের চাদরে শুয়ে একা
আকাশের পানে চেয়ে জেগে থাকা
তবে আজ এতো একা কেন?
আলো হয়ে দূরে তুমি।
আলো আলো আমি কখনো খুঁজে পাবো না
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না।
হবে না, হবে না, হবে না ..
5
By
Wow
nice😍😍😍
Wow
ruclips.net/video/lDHdui-c_O4/видео.html
আলহামদুলিল্লাহ আমি সুখি
যাকে ভালবাসছি তাকে হয়তো পাইনি
কিন্তু যাকে পেয়েছি সে আল্লাহর শ্রেষ্ঠ উপহারগুলোর মধ্যে একটি
❤️
🥰🥰🥰🥰
Alhamdulillah
same to you
Vaia vlobasha amon kno jake vlobaha hoy takei paua hoy na 💔
এতটা ট্যালেন্ট কিভাবে হয় একটা মানুষ এত সুন্দর অভিনয় এত সুন্দর গান একজন ভাল ব্যক্তিত্ব সব মিলিয়ে অসাধারণ একজন মানুষ ভালোবাসা অবিরাম তাহসান ভাই 🥰😍
se ekjon teacher o brac universityr teacher chilen❤️
Ami ashci 2021 shale
valo ekjon bap o
vlo manus der kopale soytan bou jute
Also he's university teacher & modelling ☺️
স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেলে আমি আবার শুনতে আসব..!🌺
গভীর রাতে অন্ধকার ঘরে কানে ইয়ারফোন সাথে "আলো-আলো" আহা কি অনুভূতি ☺ বলার মতো কিছু নেই ❤
স্মৃতি রেখে গেলাম : 20/07/2022
সত্যি অসাধারণ
Amio sem ai just airphone er jaygay box
sim 09/03/ 2023 but miss you s+b 🥺🥺🥺
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
@@fahimabarsha9095 Can we talk..??
গানটি হৃদয়ে থাকবে সারাজিবন💜love From Kolkata INDIA🇮🇳
Love from Bangladesh ❤️
Yes it's very true
Love from Bangladesh
Love from bongladesh borther
I love you tahsan
অসাধারণ রুচির মানুষগুলো ২০২৪ সালে ও এই গানটি শুনতে এসেছে,,, 😊✨🖤
🎉
🎉
hmm
🎉🎉🎉
O
তাহসান=গায়ক, অভিনেতা,মডেলার(মডলিং) এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ☺️
এ সব কিছুর উর্ধ্বে তিনি একজন ভালো মানুষ 🖤
Right
তিনি একজন লেখক ও 😍❤️
উপস্থাপক
Valo manosher kosto beshi
Yes❤❤❤😊
কিশোর বয়স থেকে গানটা শুনে আসতেছি। কিশোর বয়সে এই গানটার অর্থ বুঝতাম না কিন্তু ভালো লাগতো তাই শুনতাম।এখন বুঝি এইটার অর্থ। ভালোবাসি তাহসান ভাই
অসাধারণ কিছু রুচিবান মানুষ ২০২৪ সালে ও এসে সুনতে এসেছেন।এখোনই হয়তো মনে পরে গেলো ২০০৫-০৬ সালের সেই রোমাঞ্চকর সৃতিগুলো।
I wasn't even born😂😂😂
@@itsmejebaSame😅
মানুষ দূর থেকেই সুন্দর! খুব কাছে গেলে তার সব 'রহস্য' জানা হয়ে যায়,জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায়। দূরে থাকলেই তাকে 'শ্রেষ্ঠ' মনে হয়,তাই দূরে থেকে মানুষকে উপলব্ধি করাই ভালো!'🖤🌸
Thik
😂😂😂
❤
ভালোবাসা দুর থেকেই সুন্দর ! খুব কাছে চলে গেলে তার সকল ' মায়া ' 'রহস্য' জানা হয়ে যায়, আর জানা হয়ে গেলেই তাকে জানার আগ্রহটা কমে যায়। দুরে থাকলেই তাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে হয়, তাই মানুষকে দুরথেকে ভালোবাসাই শ্রেয়..!😅
True one...
১৫ বছর হয়ে গেলো এই গানটা। আরো হাজার ১৫ পরেও প্রিয় গানের প্রথম কাতারে আলো থাকবেই❤️
১৫ বছর কীভাবে হইল?🤔
@@ifnaanshaawon9747 😆😆
@@ifnaanshaawon9747 😆😆
15 years nh.
5years🙄
@@MdMehediHasan-di5qp Hi
২০১৩ তে আমার শোনা প্রথম বাংলা গান ছিলো এটা যেটা শুনে প্রথমবারেই তাহসান খানের ওপর অন্যরকম মুগ্ধতা তৈরী হয়ে গেছিলো যা আজ ২০২২ এ এসেও একি রয়ে গেছে।
ruclips.net/video/gmbgtykCZKM/видео.html
-মানুষ হারিয়ে যায়, কিন্তু স্মৃতিরা চোখের কোণে ভেসে বেড়ায়।মানুষ বদলে যায় মুহূর্ত গুলো থেকে যায় এক কাল্পনিক শহরে.!
বাংলাদেশে পছন্দের একজন গায়ক!
ব্যক্তিত্ব ও অসাধারণ কন্ঠস্বরে অনিন্দ্য একজন❤️
right
হাজার নারীর যাকে ছুয়ে দেখার স্বপ্ন 😓
তাকেও ছেড়ে গেছে কোন এক নারী 🙂-তাহসান ভাই💚
Ms neel..valo likhesen?apnr comments pore onk question er answer pelam
জীবনটা ভুল নয়, মানুষটাই ভুল ছিলো✌️
খুবই সুন্দর একটা কমেন্ট 💔💔
Along alo khujepabone
নারীরা এরকম, হয়তো সব নারীরা এরকম না। যেটাকে পায় ঐটার মূল্য দিতে জানেনা😢
ভেবে দেখেন একবার, পছন্দের জিনিস টি বা মানুষ টি হলো চাঁদের আলো। আর সেই চাঁদের আলো কখনো আমার হবে না। আমাদের অনেকের জীবন টা এইভাবেই অসম্পূর্ণ হয়ে থাকে। প্রিয় মানুষ গুলো বলে যে "ভুলে যাবে তার চেয়েও ভালো কিছু পাবে", তাঁরা যানেনা যে এই একটি মাত্র জীবনে তাদের কখনো ভুলতে পারবো না এইটা অসম্ভব, হয়তো একলা একা আকাশে দিকে তাকিয়ে ভুলে যাওয়া চেষ্টা করে যাবো। এইভাবেই তাদের মনে থাকবে সারাজীবন এবং জীবন টি থেকে যাবে অসম্পূর্ণ একাকী ... 🙂💔💔💔
😐😐জীবনটা এমনি ভালো😐😐
Gaan ta ek smy enjoy kortam ajk bujhi gaan er protita vasa
😔
**
-tahsan
vai tmi mona hoy 10/15 ta saka khaiso
অনেক স্মৃতি চোখে ভাসছে
দলছুট বয়সি বন্ধুরা
নদীর পাড়ে মন খুলে যখন সবাই এক সাথে বলে উঠতাম
আলো আলো....
আহা সেই সোনালি সুখের শৈশব ফিরে পেতে এখনো প্রতিরাত এই গানটা শুনি❤❤
কিছু মানুষ চাঁদের আলোর মতই কখনোই আমাদের হবে না!! দূর থেকেই চেয়ে চেয়ে দেখি 🙂 ভাল থাকুক ঐ মানুষগুলা।
Right 🥰
অসাধারন গানটা। মন ছুঁয়ে গেলো।from India 💐
Tahsan er onno song gulo sunen, sure valo lagbe.
চাঁদের আলোরা কখনোই আপন হয়না
ওরা দূরেই সুন্দর কাছে আসলেই হাত ফসকে হৃদয়ে রক্তক্ষরণ এর মত ব্যাধি সৃষ্টি করে অন্য আলোয়ে চলে যায় অন্যকিছুকে আপন ভেবে🥺
২০২৪ সালেও কেউ কি এই অসাধারণ গানটি আবার শুনতে এসেছে?
Humm😅💔
🙋🏻♂️
Ami 2024
আমি আসছি
Hmm
Sokale ghum theke uthei CD 📀 player e chaliye ditam Bangladesh er bengali gaan, r tar modhe ei song 🎵ta onnotom.. Respect from India🇮🇳🇮🇳 West Bengal... Siliguri
স্কুলের লাস্ট দিন সবাই চিৎকার করে গেয়েছিলাম গানটা। এখন কলেজে পড়ি স্কুলের বন্ধুগুলো সাথে নেই। মিস করি তোদেরকে❤
গানটা প্রথম শুনেছিলাম খুলনা জাতিসংঘ পার্কে একদল ভাইয়ারা গানটা গাচ্ছিলো,, সাথে একজন গিটার বাজাচ্ছিল,, আমি আর আমার বান্ধবী পার্কের সাইড থেকে হাটতে ছিলাম তখন গানটি কানে আসে আমরা খুব আগ্রহ নিয়ে পার্কের ভিতরে যায় এবং সাইডে বসে গানটি শুনি,, তখন এভাবে ইউটিউব ফেসবুকের সাথে পরিচিত ছিলাম না এমনকি গানের শিল্পী কে কার কথা কিছুই জানতাম না,, কিন্তু শুনতে অদ্ভুত রকম ভালো লাগছিল ,,, সেদিন থেকে আজ পর্যন্ত যতবারই আমি গানটি শুনি সেই অদ্ভুত ভাল লাগা টা আজও রয়ে গেছে,, আমার মনে হয় থেকেই যাবে❤❤
Amader basha o Khulna hadis parker samne
@@habibaannie-qu5yeamio khulna thaki..song ta ank valo lage amr
@@habibaannie-qu5yeamr toh 1 din por por hadis park er dike jai
গানটার বয়সই শুধু বেড়ে যায়..... বাকি অনুভূতি, ভালোলাগা র গল্পগুলো একইরকম থেকে যায়.... ওরা কখনো পুরোনো হয় না.... ওদের কখনো বয়স বাড়ে না...ওরা যেভাবেই হোক ভালো থাকুক খুব... এটুকু ই চাওয়ার
এ গানটা কখনো পুরাতন হবে না, যতবার শুনি
ততবারই ভালো লাগে 🥰🥰
Hm
same ❤️🤍
Right
Hea🙂
হুমম রাইট
কৃতজ্ঞতা জানাই সেই নারীকে যাঁর জন্য এই গানটি প্রতিদিন শুনি।🙂🥀💔
😅 oh tai naki🙃
❤😢
ami amar crush teacher sushovan sir ke gaan ta dedicated koreci 😭😭💔
😂😂
Whattt..
এতটা ট্যালেন্ট কিভাবে হয় একটা মানুষ এত সুন্দর অভিনয় এত সুন্দর গান একজন ভাল ব্যক্তিত্ব সব মিলিয়ে অসাধারণ একজন মানুষ ভালোবাসা অবিরাম
গানটা এই পরযন্ত যতবারই শুনেছি ততই বারই মুগ্ধ হয়েছে, এক কথায় অসাধারণ
একজনকে পাবোনা যেনেও তাকে ভালোবাসার মধ্যে একটা আলাদাই অনুভূতি আছে। 🥀☺
শুধু এটাই জানি , তাকে ভালোবাসি আর সারজীবন ভালোবাসবো ।
same☺
Hm
ha
Same
🥰
Hmm
ছেকা না খেয়েও এসব গান শুনেন তাঁরাই লাইক দিন🤗
মুই ও শুনো বাহে। মোক আগে খুব ভাল লাগতো। এখন বৌ শুনতে দেয়না।।।
@@lablukhan2111 🤣🤣
@@rianhossain2504 😺😺😺😺😺😺😺😺
😀😃😃😃😃😃😃😃
Sekha khaisi naki bemani korse. Atai akhono bujte parlam nh. 💔🙂🤲
২০০৬ ডিসেম্বর বা ২০০৭ জানুয়ারী তে বিটিভি ঈদ অনুষ্ঠানে প্রথম শুনেছিলাম। তখন তাহসানকে চিনতাম না। এসএসসি পরিক্ষার্থী ছিলাম। এখনো আমার সেরা গান।
Wow
Wow
❤❤
Wow the line" Alo alo ami kokhono khuje pabo na,chader alo tumi kokhono amar hobe nah."😌😌
২০২৪ সালে কে কে দেখছেন,এই গানটা
🙋
🙋♀️
🖐️🙂
আমি 😅
🙋
my all time favourite tahsan alo 😍
me too
Me to 3
Yes
Me too
me tooo
One side love ❤ গুলো সবথেকে বেশি সুন্দর । তাকে পাবনা যেনেও দিন দিন তার প্রতি ভালবাসা বরং বাড়তেই থাকে কখনোই কমে না 🙃❤🥀
hae ar koto jibon je one sided love kore jaboo jani naaaaaa
true❤
গানটা আসলে যতই শুনি ততোই বারবার শুনতে মন চায়❤❤❤
সপ্তম শ্রেণীতে পড়ি তখন, ঈদের ছুটি দেয়ার দিন প্রিয় শিক্ষক আনোয়ার স্যার এর মুখে প্রথম এই গানটা শুনলাম। তখনই এই গানটার প্রেমে পড়ে গেছি। এবং এখনো সেই প্রেমে বিভোর আছি ❤️
অব্যক্ত কথাগুলো গানের মাঝে থাকে।
সেই 2011 থেকে 2021 দশকের পর দশক থাকুক অমলিন। ❤️
- একজনকে পাবো না যেনেও থাকে ভালোবাসার মধ্যে একটা আলাদাই অনুভূতি আছে!💚🥀
- শুধু এটাই জানি তাকে ভালোবাসি আর ভালোবেসে যাবো!🙂💙
Hmm😊
🙂
ruclips.net/video/lDHdui-c_O4/видео.html
Hmm🥺
কিছু গানের অনেক বয়স হলেও সেই একি দিনের কথা মনে পড়ে যায়.........!!
7 বছর আগে প্রথম শুনেছিলাম এফ এম রেডিও তে, প্রথম দিন শুনে যেমন ভালো লেগেছিলো, আজ পর্যন্ত যতো বার শুনেছি আগের দিনের চেয়ে অনেক বেশি ভালো লাগা অনুভব হয়েছে.....💝💝💝
same bro
This song is Light Of Tahsan’s life.
And He proved here he is someone who beyond the average.
Just Mind Blowing...
It's copy song,,
A message to the future generations: "DON'T LET THIS SONG DIE"
Good
@@mahamudulhasanakib7228 NOBODY WILL LET THIS EPIC TO DIE!!!
.
🤘🤘🥰🥰
@@snigdhasuparnasaha687 - bokachoda gan dia ki bal hobe?
De d& dc fvq
যখন প্রথম তার প্রেমে পড়ে ছিলাম সেই থেকে শুনে আসছি আজও গান টার সাথে তার স্মৃতি জড়িয়ে আছে 😅💗
আসলেই কিছু কিছু মানুষ কোন দিন ও আপন হয় না, আমরা যতই কাছে ভাবি না কেন,,,তারা আসলে ঠিক চাদের আলোর মতই🙃দুরেই থাকে সবসময় 😔😔কিছু অনুভূতি দুরে থেকেই সুন্দর 😍
thik
Exactly
Feelings of one sided love is really amazing, No one can ever takes that feelings from you, Love doesn't mean you have to be with that person.
Damn man depressing
সময়টা ২০০৭,সবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার সেই নোকিয়া ৬২৩০i সেটে সারাক্ষণ হেডফোন লাগিয়ে শুনতাম।। আহ!!প্রিয় সব স্মৃতিরা,ভালবাসি তোমাদের,ভালবাসি সেই সময়।।
এই গান আমায় নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের সেই দুষ্টু মিষ্টি সময়গুলোয় ফিরিয়ে।❤
যখন আমি ছোট ছিলাম বয়স 8 কিনবা 9 হবে তখন থেকে ওর এই গান টা শুনি। এখন আমার বয়স 17..... আগে যেমন ভালো লাগতো এখনো অনেক ভালো লাগে ☺💔💝
same as me shakawath vhi.
স্মৃতি 2007/8 এর সময় মনে হল।
স্যার সিনিয়র ভাইদের সাথে অসাধারণ সন্ধ্যা বেলা কাটানো মুহূর্তগুলো ❤❤❤
একা রাত, একাকিত্ববোধ, কানে হেডফোন, গভীর মনোযোগ, সব মিলেয়ে দারুন ছিল। চোখে জল নিয়েই শেষ হয়ে গেল গানটি।
গানটায় অনেক স্মৃতি জড়িয়ে আছে...যা কখনো ভোলা যাবে না...
Love u boss
When Tahsan said" চাঁদের আলো তুমি কখনো আমার হবে না
Every one sided lovers can feel this
আসলেই one side love গুলা সত্যি বলতে অসাধারণ একটা মানুষকে পাবোনা জেনেও তার প্রতি ভালোবাসা সবসময় একি থাকে কখনো কমে না ☺️☺️☺️😊😊😊💔🙂🙂
“আলো আলো আমি কখনো খুঁজে পাবনা,চাঁদের আলো তুমি কখনো আমার হবেনা...!"
এতো কিছু জেনেও কেন অপেক্ষায় থাকি বলো তো!একটু বেশিই ভালোবাসি নাকি?
হাস্যকর!কারণ ভালোবাসলেও তুমি আমার হবেনা..
প্রেমে পড়লে মানুষ গান শুনতে শেখে 😊 আর বিচ্ছেদের পর মানুষ গান বুঝতে শেখে😌🥀❤..shanjida islam
hmm ❤
Right
Right
3:47
আমিতো প্রেমে পড়ি নাই। তাইলে আমি গান শুনি কেন।🤔🙄
৪ বছর আগের ভালোলাগা এখনও বিদ্যমান
শুধু জীবন থেকে সে চলে গেছে কিন্তু তাহসান ভাইয়ার গান টা রয়ে গিয়েছে
লোম দাড়িয়ে যাওয়ার মত লিরিক্স 🤍🌸
সাথে তার অসাধারণ কণ্ঠ🤍
এটা কণ্ঠ। কান ঠিক আছে তো
@@চুপিচুপিচ্যানেল apnar sommosa ki bolun to😠😠😠
রাতের কক্সবাজারের সৈকতে দলবেঁধে এই গান আমরা কত-শত বার গেয়েছি!
অনেকেই আমাদের সাথে গলা মেলাতে চলে আসতো। কত অজানা মানুষের সাথে পরিচয় হয়েছে গান গাওয়ার পর।
আহা!
প্রিয় গানটা।।।।
এই গানটার বেপার এ যে কিছু বলব তার ভাষা আমার জানা নেই।।।
Just awesome ❤❤❤❤❤❤❤
I Love this song. Love and admiration from Brazil ❤️
Have you understood it's single word?
Can you understand Bangla?
Wow Very good👍
Bro do you know bangla
@@farhananusrat3221 y0
প্রত্যেক দিন নিয়ম করে শুনার অভ্যাস হয়ে গেছে ❣️
তাহসান মানেই এক অন্যরকম ভালোবাসা 🥰
যখন প্রেমে পরেছিলাম। খুব শোনতাম।
🥰🥰
😁😁😁😂😂😃
তুই আবার প্রেমে পড়েছিলি?? তোর বয়স তো ১০-১২।
😊😊😊😊
@@emselimahmed premer boyos hoyna na mohan..😊
স্মৃতি রেখে গেলাম যদি কোনোদিন কেউ লাইক দেয় তাহলে আবার এসে গানটা শুনে যাব।
সময়টা 2006 এর শেষের দিকের ।
আকবর স্যারের প্রাইভেটে রুমাকে প্রথম দেখা ।
দেখেই তোমাকে খুব ভালো লাগলো ।
নিজের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেললাম ।
তার কিছুদিন আগে ভাইয়ার কাছে তাহসানের ইচ্ছা এলবাম টা দেখি এবং আলো গান টা শুনি
আর সাথে কৃত্যদাসের নির্বান এলবামের প্রেমমাতাল গানটা ।
ওরে যখন দেখি তখন মনের ভিতর প্রেমমাতাল গানটা বেজে উঠে ।
আসলে রুমা এতোটা সুন্দর ছিলো যে সারা এলাকার মানুষ ওরে পছন্দ করতো ।
তাই যত ভালো ছেলেই হোক না কেন সবাইকে সে direct না করে দিতো ।
আর এই কথা মনে হবার সাথে সাথে চাঁদের আলো তুমি কখনো আমার হবে না
এই লাইন টা মনের ভিতর দাগ কাটতে থাকে ।
আমি ভয় পেতাম যদি ওরে না পাই !
ঐ সময় একটু সন্ত্রাসী টাইপের ছিলাম তবুও ওর সামনে যাওয়ার সাহস বুকে পাই নাই ।
এক বছর সময়ের বেশি ওর পিছনে ঘুরেছি কিন্তু ও বুঝে নাই যে আমি ওরে ভালোবাসি 😢😢😢 ।
অসীম সাহস নিয়ে যখন নিজের শরীরের রক্ত মাখা ফুলটা তাকে দিয়ে বললাম ভালোবাসি সে আমার ফুলটা হাতেও নেয় নাই ।
বলছিলো আমার স্কুল ব্যাগে দেন ।
ওর নিজের স্কুল ব্যাগে করে রক্ত মাখা গোলাপ নিয়ে চলে গেলেও কখনো জানায় নাই যে , সে আমারে ভালোবাসে !
অনেক দেখা হয়ে ছিলো তার সাথে সামান্য দুর থেকে ।
কখনো আমার ❤ জবাব দেয় নাই ।
ও মনে করেছিলো যে আমিও তাকে সবার মতো চোখের নেশায় ভালোবাসি ।
আসলে সে বুঝতে পারে নাই যে ,
আমি তাকে heart and soul ♥ ভালোবাসি ।
আমি একতরফা ভালোবেসে গেছি ।
অনেক রাত পার করছি ওর অপেক্ষায় আলো গানটা শুনে শুনে ।
অনেক সময় যত দুরে গানটা শুনে শুনে ও রাত পার হতো ।
ভালোবাসা অনেক কষ্টের
আজও তাকে ভালোবাসি ।
অনেক মিস করি ।
আজও আলো হয়ে দুরে তুমি
আপনার ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল।
খুব কষ্ট লাগলো পড়ে
Apnar Valobasare Salam Bhai
সেই মেয়েটার ভাগ্য আসলেই খারাপ সে আপনার ভালোবাসা বুঝতে পারে নাই।
আপনার ভালোবাসা অসাধারণ ভাই 💔
Hotoh bha rokte likha golap ta dewar sahos hoy ni but apnar golpota sune amr life er purono kishu ek torfa sriti mone pore gelo.ja khakonoi kawke bujate parini.tareo na. Ajke onk khrap joghonno manush ami.tobow i still love kori take.hotat korei gunta gaws suro kore dilam r apnar likhata porlam
I am shy person in my life when it come to singing.When training in Air Force Job, broking shyness i sang this one of my favourite song, if front of many people standing in front of a big tree.Still its my fav song.❤️
Congratulations .
Best wishes for you 😇
Doesn't make any sense
Onk kichu mone koriye dei ganta sunle
@@farjanachina8116 hmm 😊
অসাধারণ লিরিক্স, মাস্টারপিস।
কেনো আজ এতো একা আমি।
প্রত্যকটা লাইনে আবেগ অনুভূতি তৈরি হয়।
No matter how many years pass, this song will stay in my hearts forever♥️
Right
❤️❤️
Right 😊
অসম্ভব সুন্দর একটা গান যতবারই শুনি ততবারই শুনতে ইচ্ছে করে 💖
Lots of love from NEPAL 🥰🥰🥰
Stay safe 💖
গানটির জনপ্রিয়তা কমেনি এখনও... ২০২২ সালে এসেও যারা শুনছেন লাইক এ দেখতে চাই... 👍
২০২৪ সালে এসেও কমেনি এর জনপ্রিয়তা
সত্যিই চাঁদের আলো নিজের হয়না,দূরে থেকেই তার উপস্থিতি অনুভব করতে হয়,
হয়তো কল্পনায় তারে আপন করা যায় , বাস্তবে নয়!
ভালো থাকুক ভালোবাসা,বেচে থাক হাজার বছর । 💚💚
Hmm
@@md.azgorali1263hmm😢😢😢😢
ধন্যবাদ আমার সেই না হওয়া নারীকে।যার জন্য আজ আমি এত সুন্দর গানটি শুনতে পারতাম না।স্মৃতি রেখে গেলাম আবার আসবো এই আলোকে দেখতে 💔❤
তুমি আর তো কারো নয়, শুধু আমার,
যত দূরে সরে যাও, রবে আমার 💔
লাইনটা, মনে ভিতর গেথে গেছে 🙂
Right
তুমি আর তো কারো নয়, শুধু আমার,
যত দূরে সরে যাও, রবে আমার 💔
এমন একটা মাস বাদ পড়েনা যেই মাসে এই গানটা শুনতে আসা হয়না এখানে,ইভেন একটা সিঙ্গেল উইক ও মিস যায়না। মাঝে মাঝে খুব বৃষ্টি,খুব অন্ধকার,খুব একাকি,খুব বোরিং, খুব কান্না মন খারাপ, স্টাডিতে ছোটখাটো ব্রেক নেওয়ার সময় এই গানটা আমার নিত্যদিনের সঙ্গী, আর কমেন্ট গুলা পড়ি প্রায়ই,ভাবলাম প্রতিনিয়ত শ্রোতা হিসেবে আমিও একটা কমেন্ট রেখে যাই এখানে, ভালোবাসি তাহসান💜 ভালোবাসি আলো 💘
I love you tahsan
২০০৬ সাল, অদ্ভুত এক মায়াবী গানের যাদুতে পড়ে যাই। এখনও শুনি, এখনও এতে এতটুকু মরীচা পড়ে নি।।।
Ami kokhono ai gaan ta suni nai...bt at first amr friend er mukhe sune sunte aslam j ai gaan ta kmn...akhon ei gaan ta sune ami nijeo asokti hoye geci... ❤❤❤khub e sundor r mon refresh korar moto akta gaan😊😊
It's 2022, still i listened it. Cz i believed that Old is always the Best💯
Tahsan's vocal+ high mood + deep night=Heaven ❤❤❤❤
Perfect combination
tmr moto gan o misty
গানটার মধ্যে একটা ম্যাজিক আছে যেটা যেভাবে তোমাকে ভাবাবে একই ভাবে তোমাকে প্ৰতৎকেটা শব্দ বুঝিয়ে দেবে যে ভালোবাসা মানে শুধু পেতে হবে তা নয় শুদু ভালোবাসাটায় আসল।। ❣️❣️❣️
রাত বাজে ৩:০৮ একা বসে আছি ছাদে, এমন সময় প্রিয় মানুষ টার কথা মনে পড়ল।তাই এই গান শোনা। প্রিয় মানুষ টা বলেছিল আমাকে ছেড়ে যাবে না। কিন্তু মিথিলা যেমন তাহাসানকে ছেড়ে চলে গেল, ঠিক তেমনি তুমিও আমাকে ছেড়ে চলে গেলে।অভিশাপ দেবো না তবে, এইকুটু বলতে চাই জীবনের শেষ নিশ্বাস অবদি পর্যন্ত আমি তোমার অপেক্ষায় থাকবো,,,,,🌿🌿🌿🌿 ভালে থাকুক ভালো থাকতে না দেওয়া মানুষ গুলো🌿🌿🌿🌿🌿কথা গুলো ভালো লাগলে সবাই লাইক দিবেন।হয়তো আপনার লাইকের নোটিফিকেশন পেয়ে আমি এই গানটি আবার শুনতে আসবো 🥀💔☘️
Hi
Hi
tai apu so sad
আসো ভাই ফিল নেও
apnake abaro gan ti shunate amr aj commnt kora
সুন্দর হোক জীবন।
তাহসান মিথিলা কে ভালবেসে এই গান গেয়েছিল। কত আবেগ ও ভালোবাসা!
নিয়তি...সেই মিথিলা তাকে ছেড়ে চলে যায়।
আহা ভালোবাসা...
গানটা এখনও হৃদয়ে ঝড় তোলে।
T=talent💞💞💞
A=amazing ❤️❤️
H=handsome 💓💙
S=singer🎸🎸🎸
A=attitude 💯
N=no one have all this💕💕
I like you and your voice 🥰🥰 0:34
Apculutry right 😅😎
You're absolutely right
WHAT A COMMENT BRO
যোগাযোগ না থাকলেও ভালোবাসা শেষ হয়ে যায় না।অনুভূতির কাছে যোগাযোগ ও হার মানায়।💞
❤️❤️❤️❤️
যোগাযোগ না থাকলেও ভালোবাসা শেষ হয়ে যায় না, অনুভুতির কাছে যোগাযোগ ও হার মানায়ে
হয়তো
আজকে ১১ বছর পর ২০২১ সালে গানটা হঠাৎ শুনতে ইচ্ছে হলো। গানটার সাথে আমার অনেক কষ্ট জড়িয়ে আছে।২০০৭ থেকে ২০১০ এই গান ছাড়া আমার চলতো ই না। গানটা শুনলে পুরানো সবকিছু চোখের সামনে ভাসতে থাকে। একজনের আলো ছিলাম একদিন। কিন্তু আলো তার হতে পারলাম না। জানিনা কেনো আজকে শুনছি। জানিনা সে ও কি এই গানটা শুনে এই আলোর কথা ভাবে নাকি।
Brother 💕💕💕
আহা প্রতিটি লাইন হৃদয় ছোঁয়া 🤍
চাঁদের আলো তুমি কখনও আমার হবে না😊❤
Underrated song....it deserve more views 💚
Nostalgic !!
তাকে প্রথম দেখেছিলাম যখন আমরা ক্লাস সিক্সে পড়ি। SSC পরীক্ষা একসাথে দিয়েছি।৫ বছর একসাথে পড়ালেখা করেছি তবুও বলতে পারিনি তোমাকে পছন্দ করি। আমি ক্লাসে ফার্স্ট বয় ছিলাম, সবাই আমাকে অনেক ভালো জানতো, কিন্তু আমি এতোই লাজুক ছিলাম যে,একথা ৫ বছরেও অন্তত একবার বলতে পারিনি ।এখন আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি।এখন মনে হয় যদি সেই সময়টা আবার ফিরে পেতাম তাহলে এবার বলেই দিতাম কারণ এখন একটু বড় হয়েছি, লজ্জা ভাব অনেক কমে গেছে । কিন্তু সময় তো আর আমার জন্যে থেমে থাকবে না।সেটা আর সম্ভব না।কারন সে এখন বিবাহিত। এজন্য আমার খারাপ লাগেনা খুব বেশি,তবে অনেক দিন ওকে দেখিনি,তাই দেখতে মন চায়।
💝💝💝😅
তুমি আর তো কারো নও শুধু আমার
যত দূরে সরে যাও রবে আমার
স্তব্ধ সময়টাকে ধরে রেখে
স্মৃতির পাতায় শুধু তুমি আমার
কেন আজ এত একা আমি
আলো হয়ে দূরে তুমি
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না!
রোমন্থন করি ফেলে আশা
দৃশ্যপট স্বপ্নে আঁকা,
লুকিয়ে তুমি কোন সুদুরে
হয়তো ভবিষ্যতের আড়ালে
ঘাসের চাদরে শুয়ে একা
আকাশের পানে চেয়ে জেগে থাকা
তবে আজ এত একা কেন
আলো হয়ে দূরে তুমি
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না...
কেন আজ এত একা আমি
আলো হয়ে দূরে তুমি
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না!
Afri --Awesome lagsa
nice
khub sundor hoise
nice handwriting
Tnx for lyric...
আমার সবচাইতে প্রিয় গান,,, আগেও শুনেছি এখনও শুনছি আর ভবিষ্যতেও শুনতে থাকবো,,, 😇
এই গানটা থেকে অন্য কোনো গান বেশি প্রিয় হতে পারবে না 😌🤗
আমি তাহসান এ আলো গানটি কমপক্ষে এক হাজার বার শুনেছি এই গানটা আমার কাছে অনেক ভালো লাগে,
Amio Bhai.
bal falaiso
h
Ami o
@@ultimatebackbencher6602 bbbbbbbb
I am rellay excited in every moment for listening this song🤗
Specially big fan for a line is that"চাদের আলো তুমি কখনো আমার হবে না"
This is not just a song,🙂
It's an emotion of our generation ❤️
সফলতা তখন নয় যখন ভালো বাসার মানুষ কে পাওয়া হয় সফলতা তখন যখন শত বার ঠকে যাওয়ার পরেও ভালোবাস টাকে ঠিক আগের মতোই বাচিয়ে রাখা সম্ভব হয়🤗🙂
যে হাজার হাজার মেয়ের ক্রাশ।
যাকে সবার ছুয়ে দেখার ইচ্ছা✌️
তাকেও কেও ছেড়ে চলে গেছে💔
প্রিয় Tahsan vai 😭
প্রথম বার ২০১২সালে শুনেছিলাম তখন বুঝিনি গানটির অনুভূতি কেমন হবে কিন্তু এখন প্রায় প্রতি দিন এই গানটি শুনতে হয় মাঝে মাঝে মনে হয় গানটি শুধু আমার জন্যই গেয়েছেন..!!!Thanks Tahsan bai
Red1ar…!|! 🥺🥺🥺🥺💕💕
Maybe this song was written just for me. When Tahsan sang, *'Alo alo ami kokhono khuje pabona, chader alo tumi kokhono amar hobena'
it felt like my unspoken words. Every person who has loved one-sidedly will understand the weight of these lines! 😌
And every second knows how I am, yet you don't.
Every night knows how deep I have sunk into my sighs.
I told you I dedicated all of Tahsan's songs to you, but that too is now a memory.
☁
তাহসান ভাইয়াও একসময় প্রেমে পড়েছিল, তাই আজ আমরা গানটাকে এত মন থেকে অনুভুতি দিয়ে শুনতে পারছি🤍। আমিও ওনার মতো একজনের জন্য প্রতিদিন এই গানটি শুনি🥰। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না 😓
🥺💔🥺
কিছু গান কখনো পুরনো হয় না,,
রয়ে যায় হৃদয়ে চিরস্থায়ী হয়ে 🖤🖤
ruclips.net/video/gmbgtykCZKM/видео.html
right