ভিন্ন ধর্মে বিবাহ! লোকে কী বলবে!

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • লোকে কী বলবে! সঙ্গে অনুত্তমা। পর্ব - ১৪। বিষয়- ভিন্ন ধর্মে বিবাহ!
    Location Courtesy: Mystic Yoga Cafe
    #AnuttamaBanerjee #LokeKiBolbe #AnandabazarOnline
    #AnandabazarPatrika #Anandabazar #ABP

Комментарии • 72

  • @Sourav0410
    @Sourav0410 2 года назад +48

    "স্বামীর চেয়ে স্ত্রী বয়সে বড়"- এই বিষয়ে একটি পর্ব করার অনুরোধ রইল।

    • @barunkarmakar4427
      @barunkarmakar4427 2 года назад

      Ha plz eta niye hok...

    • @a1q369
      @a1q369 2 года назад +1

      😬😬😬

    • @ultimate6243
      @ultimate6243 2 года назад

      এটা শুধু মানুষের মধ্যে নয় পৃথিবীর বেশির ভাগ প্রাণীর মধ্যে দেখা যায়।
      এর কারণ নারীর fertility তাড়াতাড়ি চলে আসে পুরুষদের তুলনায়।
      Prime fertility age
      Men----- 30-35 year
      Women---- 19-26 year

  • @sangdiptabhattacharyya1264
    @sangdiptabhattacharyya1264 2 года назад +5

    অনবদ্য বিশ্লেষন অনুত্তমা দি। অনেক অনেক ধন্যবাদ ‌আনন্দবাজার পত্রিকাকে।

  • @sushantapandy3179
    @sushantapandy3179 2 месяца назад

    Sounds great

  • @Tiasha19
    @Tiasha19 2 года назад +1

    অসাধারণ লাগল আপনার আলোচনা 😌❤️, সত্যি মনের দিক থেকে অনেকটা ইতিবাচক শক্তি পেলাম। অনেক ধন্যবাদ আপনাকে🙏 এইভাবে আপনার ভিডিওর মাধ্যমে বহু মানুষের কাছে ইতিবাচক চিন্তা চেতনা পৌছে দেওয়ার জন্য। ভালো থাকবেন।

  • @fatsc6h6
    @fatsc6h6 2 года назад

    Briliant , pointed , sarcastic , very incisive and the Bangla ....icing on the cake ....a national treasure .Ms.Annattama should go national .The Nation needs to know her ....amazing .

  • @sangdiptabhattacharyya1264
    @sangdiptabhattacharyya1264 2 года назад +6

    আত্মহত্যা নিয়ে একটি পর্ব করুন please

  • @RealitywithSM
    @RealitywithSM 2 года назад +5

    *অনুত্তমা ম্যাডাম! এভাবেই বহু প্রেম মুকুলেই ঝরে যায়। আপনার বক্তব্য ভীষণ যুক্তিযুক্ত। অনেক সময় সমধর্মী, সমগোত্রীয় হওয়া সত্বেও পরিবারের নানান অশান্তিতে জীবন দুর্বিসহ হয়ে যায়।*

    • @ultimate6243
      @ultimate6243 2 года назад

      সমগোত্রীয় বিবাহ আবার কোথায় দেখলেন?

    • @RealitywithSM
      @RealitywithSM 2 года назад

      @@ultimate6243 পুরোটা ভালো করে পড়লেই অর্থটা স্বচ্ছ হয়ে উঠবে।

  • @rahasubha
    @rahasubha 2 года назад +5

    Divorce shaming নিয়ে একটা পর্ব করুন please.

  • @antarasur4361
    @antarasur4361 2 года назад +2

    Thnx a lot Anuttamadi... We heard it together...

  • @emilylia5809
    @emilylia5809 2 года назад +6

    I have seen 3 couples with this issue. But all 3 couples finally got married and now living happily with successful career and happy family.
    Sometimes it's good to see and go outside the box. It's not always that bad to try something different.

  • @encyclopedia_
    @encyclopedia_ 2 года назад

    onek upokrito holam 😌

  • @sunitaworld7760
    @sunitaworld7760 2 года назад +2

    Thank you madam.. Ay bisoy ta neya kotha bolar jono..

    • @sunitaworld7760
      @sunitaworld7760 2 года назад

      Ay video ta maka dakeyachi.. Kintu ara amka kono dino bujba na.. Amka aro khota sonacha.. Jay hok thank you🌹❤

    • @a1q369
      @a1q369 2 года назад +1

      @@sunitaworld7760 বুঝতে হবে না😏🤣🤣🤣

    • @sunitaworld7760
      @sunitaworld7760 2 года назад

      @@a1q369 😁

  • @fatematunnoor035
    @fatematunnoor035 2 года назад

    21:00! Well explained.

  • @tanugoodruma8334
    @tanugoodruma8334 2 года назад

    Fine anuttama fantastik

  • @manasbiswas2504
    @manasbiswas2504 2 года назад +12

    এক্ষেত্রে হিন্দু মেয়েটি যে মুসলিম ছেলেটিকে ভালোবাসেন, তাকে তিনি বলতে পারেন, সত্যিই যদি ছেলেটি তাকে ভালোবাসে, তাহলে সে নিজেকে নাস্তিক হিসেবে ঘোষণা দিন। ছেলেটি যদি অস্বীকার করে, তবে বুঝতে হবে ছেলেটির ভালোবাসায় যথেষ্ট গলদ আছে। এক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।

    • @bapidey844
      @bapidey844 2 года назад

      নাস্তিক হবার প্রমান হিসাবে শুয়োরের মাংস খেয়ে দেখাতে বলুক । অথবা হিন্দু ধর্ম গ্রহন করতে বলুক

  • @smilewithmonabengalivlogge726
    @smilewithmonabengalivlogge726 2 года назад

    Thank u amar ghatonati pore tar shomadhan bole daoar jonno.Sanchita

  • @rumadas3986
    @rumadas3986 2 года назад +1

    Your deep explanation is mind-blowing!!you are just creating revolution!! Respect...hope we will meet someday

  • @kausikgangopadhyay5589
    @kausikgangopadhyay5589 2 года назад

    ভালো লাগলো

  • @moumitapal2834
    @moumitapal2834 2 года назад +2

    Amr mone hoi j relationship rakhar jonno religion problem hoi tahole sei Bhalobasa ta jodi satti hoi dujon k nijer dharma chere ek hote hobe...bcz eksthe happy thakatai priority ...tadr ektai dharma hote hobe manush tara...

  • @Abuyusuf-y2l
    @Abuyusuf-y2l 9 месяцев назад

    ❤🇧🇩

  • @ishitachakrabortyima3894
    @ishitachakrabortyima3894 10 месяцев назад +1

    আমি নিজেও হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। বিগত ছয় বছর ধরে ভালোবাসি আমার ধর্মেরই দাশ সম্প্রদায়ের একটা ছেলেকে। আমরা প্রাপ্ত বয়স্ক এবং আমাদের নিজেদের মধ্যে কোন সমস্যা নেই। ছেলেটিও খুব ভালো। আমার পরিবারকে আমরা অনেক ৬ বছর ধরে অনেক বুঝিয়েছি কিন্তু ছেলেটি শুধুমাত্র ব্রাহ্মণ নয় এইজন্য আমার পরিবার মানলই না। তার পরিবার থেকে আমাকে মেনে নিয়েছে আমার পরিবার মানে নাই। তাদের এক কথা আমি এই ছেলেকে বিয়ে করলে আমার পরিবার সমাজের কাছে মুখ দেখাতেই পারবে না।এখন আমরা বিয়ে করতে চাইতেছি কিন্তু আমার পরিবারের একটাই কথা তাদেরকে আমার ভুলে যেতে হবে। এখন আমার কি করা উচিত। আমাদের কি নিজেদের মতো করে ভালো থাকার অধিকার নাই..?? আমরা কি কোনদিনও হিন্দু ধর্মের এই উঁচু বর্ণ নিচু বর্ণ প্রথা থেকে মুক্তি পাব না।😢😢😢

  • @animeshdey1188
    @animeshdey1188 2 года назад

    সুন্দর! আপনার আরো এপিসোড দেখতে চাই

  • @shilpamaity1459
    @shilpamaity1459 2 года назад +2

    আপনার কথা গুলো নতুন করে বাঁচতে শেখায় ।

  • @saswatichakraborty9290
    @saswatichakraborty9290 2 года назад +3

    Divorce er por society adbhut bhabe avoid kore, alien er moto treat kore. How to handle misbehave comes from the society after divorce ei niye ekta episode korun please.

    • @ultimate6243
      @ultimate6243 2 года назад

      কারন 98% ডিভোর্স মামলায় মিথ্যা 498A কেস করে মহিলারা ।
      সুপ্রীম কোর্ট এটাকে legal terrorism বলেছে।
      ডিভোর্সি মহিলারা সমাজের কলঙ্ক।
      Note-- 2% ব্যতিক্রম আছে

  • @anweshasanyal
    @anweshasanyal 2 года назад +2

    I’m a little surprised you haven’t discussed the other perspective at all; when people from different religious upbringing have married and are NOT happy because of religious differences. I think this is required for an unbiased, wholesome discussion on the topic.

  • @wishesboutique1897
    @wishesboutique1897 2 года назад +5

    Amar husband ar boro bhai dada o bhinno dhorme biye koreche. Tader k amar in laws ra mene nen ni gorar dike. Tobe amar shoshur moshai mene niyechen kintu shashuri paren n. Dada barite ashte pare na. Dada aj 10yrs hoyr jachhe bari ashe ni. Amader biyeteo she ashte pare ni. Amar shashuri na kore diyechilen. Kintu ora khub bhalo ache. Tader ekta 5yrs ar chele ache. Bishon bhalo ache tara.

  • @suparnakarmakar5204
    @suparnakarmakar5204 2 года назад +1

    jara bibahokore ni,je mayera tader bibhinnno abosthan niye eakta episode karun.

  • @sankalitasaha9351
    @sankalitasaha9351 2 года назад +4

    নমস্কার ম্যাডাম...আমি রায়গঞ্জ (উত্তর দিনাজপুর) থেকে বলছি। আপনার লেখা বই গুলো অনলাইনে কী করে পাব...সেবিষয়ে সাহায্য করুন প্লিজ। আমার বইগুলো সত্যিই ভীষণ দরকার।

  • @prenithamaity4363
    @prenithamaity4363 Год назад

    2nd marriage nie ekta porbo dekhte chai.

  • @chaitalidas9935
    @chaitalidas9935 2 года назад

    চিঠি কি করে পাঠাতে হবে যদি বলেন 🙇🙇🙇🙇🙇

  • @সত্যমেবজয়তে-ঠ৯ঘ

    👌🏻👌🏻

  • @Daywithpayel
    @Daywithpayel 2 года назад +1

    💙💙

    • @saptarshitewari7095
      @saptarshitewari7095 2 года назад

      🤍

    • @dipakchoudhuri4930
      @dipakchoudhuri4930 2 года назад

      VERY IMPORTANT EPISODES. NEED MORE OF SUCH PROGRAMS, WHERE PEOPLE CAN OPENLY TALKK ABOUT THE REAL ISSUES OF LIFE OUTSIDE POLITICS. GOOD JOB AND CARRYON.

  • @antarasantra4631
    @antarasantra4631 2 года назад

    প্রেমে সমস্যা নিয়ে বা প্রেম কতটা জীবনে প্রাসঙ্গিক কতটা ঠিক এখনো কেন poribar পরিজন সমাজ প্রেম কে মেনে নিতে পারে না খারাপ ভাবে। এটি নিয়ে যদি একটা পর্ব করা যায় ম্যামভালো হয় please 🙏 এটা নিয়ে অনেক দিন ধরে dipression a achi kichu korte valo lagche na অনুরোধ রইল ম্যাম আপনার কথা গুলো শুনলে মনটা ভালো হয়ে যায়।

  • @kaushikbhattacharjee7356
    @kaushikbhattacharjee7356 2 года назад

    ভারতের আইনে বধূর বিবাহ বিচ্ছেদ পাওয়া অত্যন্ত সহজ। কিন্তু স্বামীর বিবাহ বিচ্ছেদ পাওয়া অত্যন্ত কঠিন। আইনটি তীব্র পুরুষ বিদ্বেষী। তাই বহু ক্ষেত্রেই স্বামীকে অনিচ্ছুক ও তিক্ত দাম্পত্য সম্পর্ক জবরদস্তি টেনে যেতে বাধ্য হয়।

  • @sarbajitghosh5244
    @sarbajitghosh5244 Год назад

    Amay na janiye ki kore bujhlen kon comment ta delete kora uchit ar konta uchit noy?

  • @mousumimaity3157
    @mousumimaity3157 2 года назад +1

    Vai bonar maddha ato hinsa ai niya akta parba karar anurodh railo? 🙏

    • @a1q369
      @a1q369 2 года назад +1

      👍🤣

  • @matribhashartaane........4352
    @matribhashartaane........4352 2 года назад

    Anuttamadi "Anu-Sange" porchi..."Marjin theke bichyuto" r "Utsaho nei Ongikaar" e pori..Opurbo.onurodh korbo kobitar boi to botei sathe aro probondho mulok boi likhle khub bhalo lagbe...

  • @sanchitachakraborty112
    @sanchitachakraborty112 Год назад

    Didi, apnar je kota episode dekhechi, amaye mugdho koreche. Apnar aar Ratnaboli di'r conversation o amake bhishon inspire kore. But jei wasapp no. ta apnara dyan ( Anjali mental health organization), shekhane kichhu personally likhle, sheta delivered hochhe na. Didi, please if you can guide what to do 🙏

  • @saumajumder9279
    @saumajumder9279 Год назад +3

    Asole Muslim community ta khub ekta valo na

  • @arindamchakraborty5607
    @arindamchakraborty5607 2 года назад +1

    Loneliness bibhinyo age a...ektu bolun...o loneliness katate bortomane tindr Grindr je app gulo use kore manushe...sdhu sorirer khide metate segulo ekti address korun

    • @a1q369
      @a1q369 2 года назад +1

      Really 😒

  • @mrinalmazumder7124
    @mrinalmazumder7124 2 года назад +12

    অন্য ধর্মের সাথে বিয়ে কখনো সুখের হয়না!
    কারণ সংস্কৃতি আলাদা
    -------------------------------------------------------
    বিয়ে করলে নিজের নীতির ও সংস্কৃতির লেভেলেই ( কাস্টেই ) করা উচিত। বাল্যকালের শিক্ষা, বিশ্ব সমন্ধে জ্ঞান, জীবন সমন্ধে অভিজ্ঞতা, নীতিবোধ,পরিবেশ, আদর্শ দিয়েই প্রত্যেকের নিজস্ব লেভেল সৃষ্টি হয়। আর সেই বিয়েই টিকবে আজকের সময়ে। আমরা যাকে কাস্ট বলি, ওই কালের সেটা একটা স্ট্যান্ডার্ড লেভেল ছিল, যে যার লেভেলে বা কাস্টে বিয়ে দিতো! আজকের দিনে কাস্টের সংজ্ঞা আলাদা!
    যদি কোনো মহিলা অন্য ধর্মে বিয়ে করে, আর সেই পরিবারের ধর্ম, নীতি, আদর্শের সাথে পুরো পুরি মানিয়ে নিতে না পারে, সে অসুখী হবে , বিয়ে ভেঙে যাবে।
    তা হলে প্রশ্ন আসে, মুসলিম দের সাথে অমুলিম রা বিয়ে করলে, টিকে যায় কেন? উত্তর ফেরার উপায় নেই বলেই , বাকি জীবন মানিয়ে নেয়।
    যে বাবা মা তার সন্তান কে নিজের সংস্কৃতির মধ্যে মানুষ করে, সেই সন্তান যদি নিজের সংস্কৃতি ও আদর্শ ছেড়ে অন্য সংস্কৃতি ও আদর্শ ধারণ করে, তখন বাবা মা তার থেকে আর কিছু আশা করতে পারেনা। বৃদ্ধবয়সে সন্তান পর সংস্কৃতি ধারণ করলে, বাবা মা খুব কস্ট পায়!
    এই সব অন্য ধর্মের সাথে প্রেমের বিয়েতে ম্যাক্স ক্ষেত্রে দেখা যায়, প্রেমে পরার অনেক দিন পর বন্ধুর ধর্ম জানতে পারে। ততদিনে হরমোনাল সম্পর্ক অনেক গভীরে চলে যায়!
    প্রত্যেক বাবা মায়ের ১২-১৫ বছর বয়সে, অর্থাৎ পিউবার্টি পিরিয়ডে যুক্তি দিয়ে বোঝানো উচিত, কোন ধরনের, কোন ধর্মের পাত্র বা পাত্রী কে কেন পছন্দ করা, বিয়ে করা উচিত। পক্ষে বিপক্ষে নিরপেক্ষ যুক্তি দেয়া উচিত! আর তার পর বলা উচিত -যদি সে পরিবারের নীতি ও আদর্শ না মানে, ১৮ বছর বয়সের পর তার জন্য যে খরচ হয়েছে, সেটা সন্তান সুদ আসলে ফেরত দেবে ও বংশের সম্পত্তির উপর কোনো অধিকার থাকবেনা। এমন লিখিত চুক্তি ১৮ বছর পূর্ণ হলেই করা উচিত!
    আমার সন্তান কে মোহাম্মদের জীবনী, ইসলামিক সামাজিক, ধর্মীয় ও বৈবাহিক আইন ১০-১৪ বছর বয়সে অনেকবার বলেছি, তাকে শরিয়তি আইন পড়তে দিয়েছি, আর তারপর জিজ্ঞাসা করেছি, সে বন্ধু হিসাবে কোনো মুসলিম কে বেছে নেবে কিনা? ১৮ বছর বয়সে সে আমাকে বলেছে, যেহেতু সে উদার ভাবে মানুষ হয়েছে ( ১৮ বছর হবার পূর্বেই একা ৫ টা মহাদেশের ১৫ টা দেশ ঘুরে বেড়িয়েছে ) , ইসলাম ধর্ম চেনে, কাজেই তার পক্ষে কোনো মুসলিম এর সাথে কোনোদিন ঘর করা সম্ভব নয়- কারণ ইসলামে নারীর যে অধিকার স্বাধীনতা আছে, তাতে সে সন্তুষ্ট নয়। আর ইসলাম যেহেতু আল্লার আইন, কোনোদিন তা পাল্টাবেনা । আর সে কখনো কারো সাথে প্রেমে পড়ার উপক্রম হয়, তার পাসপোর্ট /আধারকার্ড চেক করে নেবে, ও ধর্ম জেনে নেবে, যাতে ফালতু সময় নষ্ট না হয় ও মনে কষ্ট না হয়।
    তার পরেও আমি লিখিত চুক্তি করেছি, যে পরিবারের সম্মান নষ্ট হয়, এমন কাজ করলে, ১৮ বছর বয়স থেকে যে খরচ তার জন্য করছি, সেটা সে সুদ সহ ফেরত দেবে ও বংশের সম্পত্তির উপর কোনো অধিকার থাকবেনা, এমন কি আমি উইল করেও রেখেছি। সম্পত্তি বংশের ট্রাস্ট এর নামে উইল করা!
    তার জীবন তার, সে যা খুশি করতে পারে। তাকে বোঝানোর দায়িত্ব আমার। সেটাই আমি করেছি। প্রত্যেক বাবা মায়ের সময় থাকতেই এ নিয়ে চিন্তা করা উচিত!

    • @biswajitdey4298
      @biswajitdey4298 2 года назад +3

      মহা ধর্মসংকট

    • @JibonjyotiVlogsBySwapna
      @JibonjyotiVlogsBySwapna 2 года назад

      আপনার পুরো কমেন্ট টি পড়লাম।অত্যন্ত উচ্চমার্গের আপনার চেতনা😎 এত্তো জ্ঞান দেখে পুলকিত হলুম।কিন্তু এখানে একটি বিরাট প্রশ্ন-- সন্তান কে জন্ম দেবার সময় কি তাকে জিগেস করেছিলেন? যে সে আপনাকে মা/ বাবা চায় কি না? 🤣🤣🤣

    • @bitanroypatwari2294
      @bitanroypatwari2294 2 года назад

      Apni shudhu nijer tai dekchen comment onnoder commenta porun onno hindu muslim biye to valoi ache,apni apnar nijer motamot onno dhormer biye niye etoi kottor ponthi chilen tai apnar orokom mone hoy nijer motamot kei posroy diyechen, apni baje lokeder kotha sunechen keno je muslim ra goru khai sei jonno kharap, dekhun age hindurao kheto eta prachin kale eto dhormando lok chilo je sadharon manush ke voye jor kore eta mogoj dholai kora hoyeche je gori khawa kharap, peachin kale to aar serokom unnoto mamer babsa chilo na tai tokhon dhormer babsa cholto

    • @bitanroypatwari2294
      @bitanroypatwari2294 2 года назад

      Aar adim manush theke mangso kheye aache manush, sei jonnoi eto egote pereche manush,manush age mangso keno khete karon tara jaanto mangso jokhon kheti lagbe ekdin na ekdin emon kichu asbe ja prani ke na mere kivabe khawa jai, aar dekhun ei juge chole eseche arti ficial mangso,jeta bina prani hotta kore khawa hochhe, aar eta bharote keno hochhe na karon hindu, muslim moulobadira manushe manushe bived kore kono kichui unnoto korte dichhe na,

    • @malinibanerjee7083
      @malinibanerjee7083 2 года назад +8

      Mrinal Mazumdar, OH. Mr. Aapni kon juge baas koren?
      Please ektu chokh khulun.