এরকম স্বাধীন ব্যাক্তিগত সিদ্ধান্ত প্রত্যেক ব্যাক্তির পাওয়ার অধিকার আছে এই পৃথিবীতে। জীবনটা আমার নিজের তাই জীবনের ব্যাক্তিগত সিদ্ধান্ত গুলো একান্ত নিজস্ব।
অনুত্তমা, আপনার সংবেদনশীল, যুক্তিবাদী, উদার মনোভাবাপন্ন আলোচনা ভীষণ ভালো লাগে। নিজের চিন্তা ভাবনার সাথে বেশ কিছু মিল পাই তাই বুঝতে সুবিধা হয়। আশা রাখি আপনার এই মুক্তমনা আলোচনাগুলি আমাদের সমাজকে উন্নত, উদার ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।
যারা যাদের মত করে জীবন কাটাতে চায় থাকুক। কারো ক্ষতি করে নি,,সমাজ ব্যাবস্থা বিবর্তিত আবহমান কাল ধরে,,কিছুটা সংবেদনশীল আর বিচারের মানসিকতা রাখতে হবে।।আমার সন্তান পঞ্চম বর্ষের, সে যখন পরিণত হবে অনেক কিছুই নতুন দেখবো,,আমাকে প্রয়োজন বুঝে সমর্থন আর বিরোধিতা দুই করতে হবে।।আপনার অনুষ্ঠান খুব ভালোলাগে।।
Mental dependence and Responsibility comes from within. A Piece of paper or some age old rituals always cannot make a strong and stable bond. Realised from the days of my LIVE-IN. Now I am Happily married for Eight Years with my Partner. Very much Viable topic it is.
এত অন্ধকার এই সমাজে, বিশেষ করে একজন মহিলা হয়ে, প্রতিদিন কাটানোর পর, আপনাদের এই আলোচনা গুল যেন একমাত্র আলো।। অসাধারণ উপস্থাপনা,আরো আরো আরো পর্ব আসুক, যতই চোখ রাঙানি থাক! ভালো থাকবেন।।
@@musicaljourneywithmoumita3053 madam apni ki janen amr bf amar theke 5yrs er choto.. ami topic ta niye discussion chaichi jate bepar ta sbar kache sohoj lovvo hoi....
@@ankitakundu896 Ha.. Ei topic niye discussion obossoi drkr but eituku bolte pari amar khub close friend er husband oor theke 10yrs choto..khub valo ache dujone. Age er kotha ora vule e gache dujone dujon k peye.Dujone discuss kore tobe kono decision naay..tobe ora nijeder kache khub clear chilo j ora onno kau k biye korbe na.same age bolun ba wife age a choto onek divorce hocche.ami akdm e amar personal experience r opinion share korechi.
Ki sundor kore, simple bhashay jotil jinish gulo bollen. Sagnik er insightfulness o chomotkar.Joto bar apnar kotha suni, toto bar apnar preme notun kore pori....bhalo thakben.
এই বিষয়ের উপর আলোচনার জন্য অনেক সাহসের দরকার হয় । মধ্যবিত্ত, নিম্নবিত্ত সমাজ লিভ ইন বিষয়টাকে মোটেও ভালো চোখে নেয় না। অথচ এরাই লিভ ইন নিয়ে কোনো সিনেমা হলে মজা করে বিষয়টি উপভোগ করে।
অনুত্ত্মা দি আমি তোমার খুব বরো একজন গুণগ্রাহী খুব ভালো লাগে তোমার explanation গুলো ।খুব ছোট থেকে শুনি তোমায় ।কি ভাবে কথা বলতে পারব তোমার সাথে জানিও ।অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন থাকল তোমার জন্য ।
লিভ ইন করাটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্রশ্ন আমার একটাই লিভ ইন্ করার পর যদি কোনো পুরুষ ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় তখন কোনো মহিলা যদি পুলিশ কেস করে তাহলে তো সেই পুরুষের জীবন শেষ হয়ে যাবে আদালত ও জেলের চত্বরে কিন্তু সেই একই বিষয়ে যদি কোন মহিলা লিভ ইন্ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় তাহলে সুব সহজেই বেরিয়ে আসতে পারে। সবশেষে বিষয়টা দাঁড়ালো মরতে হবে সেই পুরুষদের। আর যে সব পুরুষরা এই বিষয়ে সহমত জ্ঞাপন করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আগে দেশের আইন কানুন ভাল ভাবে জানুন তারপর বিষয় নিয়ে সহমত করুন। যে দিন নিজে বিপদে পড়বেন একটাও নারীবাদীদের খুঁজে পাবেন না। আগে দেশে লিঙ্গ নিরপেক্ষ আইন হোক তারপর না হয় লিভ ইন্ নিয়ে ভাববেন। পুরুষরা কেন এখনও বুঝে উঠতে পারছে না যে এই মহিলা ও নারীবাদীরা পুরুষের ঘাড়ে পা দিয়ে চলছে এটাই আমি বুঝে উঠতে পারছি না। 😡😡😡
J mithe opobad die fashiye dite pare, tar sathe live in too durer kotha, kono somporko e rakha bokamo. Tai desher law ki ta nie porashuna korar age nijer decision making ability bhalo kora dorkar.
eta khub kom i hoye thake kinba hoyto hoy i na , ami vison vabei nischit. apni jodi kota nidorson dekhate paren , tobe apnar argument ta aro joralo hobe.
আপনাকে খুব ভালো লাগে। জীবনটাকে তথাকথিত সমাজভাবনা থেকে অনেকক্ষেত্রেই পৃথকভাবে ভাবতে চেয়েছি এবং এই চাওয়ার জন্য সামাজিক এমনকি পারিবারিক সম্পর্কেও ছেদ পড়ছে। একটা অনুরোধ করছি স্ত্রী বয়েসে বড় এবং স্বামী ছোটো বা boyfriend বয়েসে ছোটো - এই বিষয়টি নিয়ে একটা এপিসোড করুন।
আমার বয়স এখন 19 বছর। আশেপাশে অনেক সম্পর্ক এর পরিণতি করুন হয় আবার অনেক সম্পর্কের পরিণতি মধুর হয় সবই দেখছি। কখনো আশাবাদী হয়ে কখনো বা খুব হতাশ লাগে সম্পর্কে করুণ পরিণতি দেখে। বিভিন্ন সামাজিক মতামত অলিখিতভাবে তৈরি হয় আজ আর কোন মানে হয়না। আমি ব্যক্তিগতভাবে মনে করি লিভিং করাটা খুব একটা অপরাধ বলে আমার মনে হয় না। আর শুধু একটা জিনিস বিশ্বাস করি যে মানুষটার সাথে লিভ ইন করবো বা যে মানুষটার সাথে প্রেমের সম্পর্কে জড়াবো বা যে মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব সেই মানুষটি সঠিক হলে তাহলে মনে হয় যে কোন সামাজিক বাধা বিপত্তি বা পারিবারিক বাধা আসলে ও সেটাকে ঠেকানো যায়।।
প্রিয় স্নেহা, আপনি লিভ ইনে ইচ্ছুক খুব ভালো কথা, কিন্তু কি বলুন তো দেশের আইন আবার পুরুষদের বিপক্ষে, ধরা যাক আপনি লিভ ইন করলেন কারও সাথে, পরবর্তীতে সেই মানুষটি আর আপনার সাথে থাকতে চাইলেন না (সেটা আপনিও চাইতে পারেন, আবার সেও চাইতে পারেন), আর ঠিক তখনই আপনি হয়তো আইনের সাহায্য নিতে ছুটবেন, যেটির উল্টো ব্যাপারটি একজন পুরুষের পক্ষে খাটবে না। আগে দেশের আইনকে জেন্ডার neutrilize করবার ব্যাপারে ভাবলে ভালো হয়, এসব তো চলতেই থাকবে।
Anuttoma di,khub pochondo hoy apnar bisoy nirbachon o byakhya..somajer unspoken athocho taja kichu bisoy je vabe tule anchen ta kurnish korar moto.chotto ekta anurodh,bhinno dhormer songee ke bier siddhanto o tar poroborti paribarik chehara e nie ekti anushthan korben plz..Priyodarshini from kolkata.
Didi ami 1st episode theka ei program dekchi. Amar nijer way of thinking er change hoyeche. Ja amar jonno helpful hoyeche. Please ekta episode karun suicidal attempts niya. Plz.
Depressed o suicidal teenagers/adults er matra kromosho bere jacche tai jonno mon theke ekti request korbo je ei thoughts o feelings niye ki bhabe deal korte hoy, ei topic er upor ekti episode korle onek er ebong amar nijero khub help hoto.
আমি বেশ কিছু দিন ধরে আপনার অনুষ্ঠানের প্রায় সব পর্ব দেখেছি, অনেক কিছুই বেশ relatable আমার বা আমার চেনা মানুষদের সাথে যেমন রাগ, বিয়ে না করলে, খারাপ দেখতে , লিভ ইন..... আচ্ছা একটি পর্ব রাখবেন দত্তক নেওয়া নিয়ে, তার ওপরে যদি অবিবাহিত দত্তক নিতে চান । একটু রাখবেন?
Mam apni "suicide "/"murder " aii topic gulo r upor ki6u porbo rakhben plzz .Kon mentality theke aiigulo hoy ba manush kore thake aii rokom ki6u topicker upor apnar boktobbo sunte chai. It is my heartiest request. Respect and regards
@@chhayamanus9241 amar iccha hoy na but amar jante iccha hoy j manush er aii dhoroner probitti ba basana kano hoy ar jono moner kon osonsho dayi. Because aj kar generation suicide ar dike jhuk6e. Ki6u holei tara aii path bache ni66e ar Karon ki etc.... Amar backtigoto bhabe mone hoy aii bisoy ta sobar jana uchit jate ar future a arokom ki6u korar ba ghotar manosikota ba sombjabona na thake. Ar tachara ami mam k request kore6i seta amar janar i66a tai.Bakita unar siddhantoo
Madam Amar ekta question ache.apnar kache...bia r por jadi valobasa Hoi onno karor sathe.tahole seta ke পরকিয়া কেনো বলা হয় আমি বুঝতে পারিনা। এমনিতে আপনার কথা আমার খুব ভালো লাগে।
যে কোনো বিষয় নিয়ে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হয়েছে মানব সমাজ। শাস্ত্রীয় বিবাহ না করে যদি সাংবিধানিক বিবাহ (Registration of Marriage) করা যায় কী। সকলেই হয়তো দাম্পত্য সম্পর্কে আগ্রহী নয়। তাহলে সহবাসের কি প্রয়োজন। তবে এক্ষেত্রে পারস্পরিক চাহিদা সম্বন্ধে সচেতন হতে হবে।
I do not agree to majority of the things you are saying specially to Indian audience about "LIVE-IN". "Live-in" is a controversial topic and would remain in the Indian society for some decades to come. Live-in has also many negative impacts specially in India. Does Indian law (though it allows live-in) take immediate and strict actions in wrong doings (rape, molestation, eve-teasing)? Are there not slut-shamming, personal attacks in India? Will these vanish overnight? 'Talking about sex' is considered as a taboo in majority of India (small towns), except few urban places. I think if the ENTIRE Indian society gets access to proper and healthy education, automatically the acceptability of "live-in" would be the natural consequence similar to majority in western countries. Otherwise if we force or encourage this LIVE-IN in Indian society, get ready for wrong and illogical backlash and wrong-doings also! I think we need to work somewhere else (may be massive education, economy) to make it happen in India.
সাধারণ একটা প্রশ্ন হটাৎ মনে হলো যদিও লিভ ইন নিয়ে আমার ধারণা খুব স্পষ্ট নয় তবে দুজন যারা বাড়ি ছেড়ে বাইরে লিভ ইন এ থাকেন তাদের বাবা মাকে কে দেখবে? কিভাবে সেবা করবে অসময়ে? এই ভাবনা টা মাথায় এলো তাছাড়া পরবর্তি প্রজন্ম এর দায়িত্ব কে নেবে? একটু কেও উত্তর দেবেন অপেক্ষায় রইলাম
jader sob sontan e meye biye kore tara bari chere chole jabar pore tader baba ma k jara dekhe tarai dekhbe. somaje to eka male community e nei. chailei dur theke holeo dekha sona kora jai. question er answer dilam soja sapta kono argument korte esechi vebe vul korben na
@@piyalikarmakar5099 আপনার ভাবনাও সঠিক তবে ছেলে বা মেয়ে দুজন এর এই তাদের বাবা মা এর প্রতি দায়িত্ব থাকে শুধুমাত্র ছেলের মা বাবার কথা বলছি এমন টা নয়।বর্ত মান সময়ে সমাজ ব্যবস্থা যাই হোক না কেন মেয়েরাও তো বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করছে ।যে সমস্ত বাবা মায়ের একান্তই প্রয়োজন ঐ সেবার তাদের ক্ষেত্রেকি হবে? এটা কোনো তর্ক নয় শুধুমাত্র জানতে চাওয়া
Mamatadi will look after the old people. Please don't blame only on the liv-in persons to look after the old people, the present economic situation in West Bengal is such that this province will be turning in a province of old age people.
শুনুন ম্যাডাম আপনি একজন ভালো বক্তা সে বিষয়ে সন্দেহ নেই।কিন্তু তাই বলে ইনিয়ে বিনিয়ে কথা বললেই কিন্তু কোনো নেগেটিভ জিনিস পজেটিভ হয়ে যায় না।আপনি যে বিষয়গুলো নিয়ে কথা বলেন সেগুলো নিঃসন্দেহে পারিবারিক বন্ধন আলগা করে,মূল্যবোধের অবক্ষয় ঘটে।
আপনার চিন্তা ভাবনাগুলো প্রাচীন। বয়সটা আমার কম নয়। বৈবাহিক জীবন কতটা পারিবারিক বন্ধনকে ধরে রাখে বা মূল্যবোধকে মর্যাদা দেয় তা বেশ চিন্তার বিষয়!!! সেইজন্য আজ আশেপাশে গন্ডা গন্ডা ডিভোর্স এবং বৃদ্ধাশ্রমের ছড়াছড়ি। শুনুন ম্যাডাম, মানুষ ভালো নাহলে না কিছুই হয়না। এটা মনে রাখবেন।
Kno ? jokhon bibahor moddhe theke ekjon ma nijer baccha ke dustbin -ey fele asche othoba arekjon-er sathe somporke dhukche tokhon apnar mulyobodh- ey aghat lagche na ki ?
@@shreya1466 কোথায় শান দিতে হবে সেটা ভালো করেই জানি। উশৃঙ্খল জীবন যাপনে শান দেবার কোনো প্রয়োজন বোধ করি না।তাছাড়া আমার মূল্যবোধে এতটা শান দিতে চাইনা যে আমার পরিবার সবসময় আমাকে নিয়ে অস্বস্তিতে থাকবে।তা তোমার বয়স কত ছোট বোনটি???বড় দিদিকে বলতে বোধহয় কোনো আপত্তি নেই।
এমন গুছিয়ে মন ও সমাজের ব্যাখ্যা, অসাধারণ ! ভালোবাসা অনুত্তমাকে।
এরকম স্বাধীন ব্যাক্তিগত সিদ্ধান্ত প্রত্যেক ব্যাক্তির পাওয়ার অধিকার আছে এই পৃথিবীতে। জীবনটা আমার নিজের তাই জীবনের ব্যাক্তিগত সিদ্ধান্ত গুলো একান্ত নিজস্ব।
My uncle and his partner are in a live-in relationship for the past 16 years...... growing stronger than ever....❤️
খুব সুন্দর করে,মার্জিত স্পষ্টভাবে বিষয়গুলি উপস্হাপন করেন ম্যাডাম...আপনার বাচনভঙ্গি অসাধারণ,অনবদ্য ৷
অনুত্তমা, আপনার সংবেদনশীল, যুক্তিবাদী, উদার মনোভাবাপন্ন আলোচনা ভীষণ ভালো লাগে। নিজের চিন্তা ভাবনার সাথে বেশ কিছু মিল পাই তাই বুঝতে সুবিধা হয়। আশা রাখি আপনার এই মুক্তমনা আলোচনাগুলি আমাদের সমাজকে উন্নত, উদার ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।
Ma'am আপনার বাচনভঙ্গি আমায় মুগ্ধ করে!
যারা যাদের মত করে জীবন কাটাতে চায় থাকুক। কারো ক্ষতি করে নি,,সমাজ ব্যাবস্থা বিবর্তিত আবহমান কাল ধরে,,কিছুটা সংবেদনশীল আর বিচারের মানসিকতা রাখতে হবে।।আমার সন্তান পঞ্চম বর্ষের, সে যখন পরিণত হবে অনেক কিছুই নতুন দেখবো,,আমাকে প্রয়োজন বুঝে সমর্থন আর বিরোধিতা দুই করতে হবে।।আপনার অনুষ্ঠান খুব ভালোলাগে।।
Anuttama di, amar ekti humble request, mental health o depression niye ekti episode dorkar. Dekhte gele aajkal teenagers theke adults onekei depression niye deal korche but bolte parche na, karon "loke ki bolbe!".
এত সুন্দর কথা বলার ধরন। এত সুন্দর বোঝান এই দিদি ছারা কেউ পারবে না
Mental dependence and Responsibility comes from within. A Piece of paper or some age old rituals always cannot make a strong and stable bond. Realised from the days of my LIVE-IN. Now I am Happily married for Eight Years with my Partner. Very much Viable topic it is.
লিভ ইন সম্পর্কে পান থেকে চুন খসার আগেই মিথ্যা ধর্ষন মামলা খাবে পুরুষ।
বিবাহ ছাড়া যৌনতা মানেই দায়িত্ব পালন না করার একটা সুপ্ত বাসনা এবং প্রচেষ্টা
ভারতের আইন বধূ অথবা সঙ্গিনীকে দিয়েছে চরম দায়িত্বহীন অথচ একতরফা অনিয়ন্ত্রিত চরম অধিকার। তার বিষময় ফল ফলছে।
Right subir das
Same
এত অন্ধকার এই সমাজে, বিশেষ করে একজন মহিলা হয়ে, প্রতিদিন কাটানোর পর, আপনাদের এই আলোচনা গুল যেন একমাত্র আলো।।
অসাধারণ উপস্থাপনা,আরো আরো আরো পর্ব আসুক, যতই চোখ রাঙানি থাক!
ভালো থাকবেন।।
দিদি, "স্বামীর চেয়ে স্ত্রী বয়সে বড়" এবং "পরকীয়া"- এই দুটি বিষয়ে দুটি ভিন্ন পর্ব করার অনুরোধ রইল!
1st topic tar jnno ami unake onk request korechi bt response paini
@@ankitakundu896 apni actor sohini k chenen?? Jini Icche korechen? Onar husband onar theke 15 years choto.. Happily married..asol hlo respect.. Friendship r valobasa..r Madam er discussion always priceless.
@@musicaljourneywithmoumita3053 madam apni ki janen amr bf amar theke 5yrs er choto.. ami topic ta niye discussion chaichi jate bepar ta sbar kache sohoj lovvo hoi....
@@ankitakundu896 Ha.. Ei topic niye discussion obossoi drkr but eituku bolte pari amar khub close friend er husband oor theke 10yrs choto..khub valo ache dujone. Age er kotha ora vule e gache dujone dujon k peye.Dujone discuss kore tobe kono decision naay..tobe ora nijeder kache khub clear chilo j ora onno kau k biye korbe na.same age bolun ba wife age a choto onek divorce hocche.ami akdm e amar personal experience r opinion share korechi.
অবলা বধূদের চরম পরকীয়া নিঃশব্দে মেনে নিন অন্যথায় সীমা, রেনূকা, সোনিয়া, শবনম, কে ডি মাপ্পা, মনূয়া, অনিন্দিতার কায়দায় স্বামী খুন অথবা মিথ্যা বধূ নির্যাতন মামলায় জেল।
অন্যের ক্ষতি না করে প্রতেকে তার মতো করে ভাল থাকুক।
বিষয়টা এত সহজ নয়। লিভ ইনে পান থেকে চুন খসার আগেই মিথ্যা ধর্ষন মামলা খাবে পুরুষ। ভারতের আইন তীব্র পুরুষ বিদ্বেষী।
Dr.Anuttama namaskar. Prathomei apnake onek dhonyobad eto sundor bhabe sab bishoy gulo analysis korar jonye. samaj bolte amra shudhu Kota niyamkei bujhi kintu manusher cheye samaj nischay baro howa uchit noy , niyam thakuk kintu jara taar baire beriye susthyo bhabe nijeder life katate chan tader proti respect tao thakuk. Dharmo,somaj kichhui manuser cheye baro noy.
Eto vlo bolen apni... Mudgho hoye suni... Kebol suni.... 🙏
শেষে বড় সুন্দর কথা বললেন..
Didi Apnar Alochonar Bisoy gulo bhison Jugopojogi.
Ki sundor kore, simple bhashay jotil jinish gulo bollen. Sagnik er insightfulness o chomotkar.Joto bar apnar kotha suni, toto bar apnar preme notun kore pori....bhalo thakben.
8:03-8:39 কি অসাধারণ বললেন ❤️
Just অসাধারণ discussion ❣️
Bhison bhalo laglo tomar jukti gulo.. Khb thik kotha bolecho..
Khub sundor bhabe kichu negetive person negetive chinta bhabnar ans dilen...buh buh...darun laglo jara dekhte kharp hye geche bole rater ghum ure geche..😂😂😂😂...superb didi....love you
Bravo...apnar sob kota porbo dekhechi...apnakey ojosro dhyonnobad ei anusthanti porichalona korar jonnyo....protyekti porbo bhison bhabey prasongik o joruri...onek onek dhyonnobad Dr. Anuttama bandopadhyay...khub bhalo thakben... 🙏
এই বিষয়ের উপর আলোচনার জন্য অনেক সাহসের দরকার হয় । মধ্যবিত্ত, নিম্নবিত্ত সমাজ লিভ ইন বিষয়টাকে মোটেও ভালো চোখে নেয় না। অথচ এরাই লিভ ইন নিয়ে কোনো সিনেমা হলে মজা করে বিষয়টি উপভোগ করে।
ঠিক
Please encourage these people who likes to watch liv-in either through tv serials or cinema. This is the way people will be used to accept it.
Must needed show .... Mon theke dhonyobad ei show ta korar jonno....
Khub bhalo laglo .amar bayes 62. Tomar anusthan bahu bachor dhore dekhi."bhalo achi bhalo theko".nijer monke onekta paltate perechi.tomake onek onek bhslobasa pathalam ❤❤❤
Beautiful discussion ❤
Asadharon ro ekti porbo! Anuttoma, plz "separation/ divorce after 50" ei niye ekti anusthan chay!
নীতিগত ভাবে লিভ ইনে আপত্তি নেই। সর্বাগ্রে আইনকে লিঙ্গ নিরপেক্ষ করতেই হবে। তারপর লিভ ইন।
much needed topic! thank you so much for this topic!!!
অনুত্ত্মা দি আমি তোমার খুব বরো একজন গুণগ্রাহী খুব ভালো লাগে তোমার explanation গুলো ।খুব ছোট থেকে শুনি তোমায় ।কি ভাবে কথা বলতে পারব তোমার সাথে জানিও ।অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন থাকল তোমার জন্য ।
Didi khub bhalo laglo মহাভারত এর দিকে তাকান ভীম হিরিমবার সাথে লিভ ইন করেছিলেন।
লিভ ইন করাটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্রশ্ন আমার একটাই লিভ ইন্ করার পর যদি কোনো পুরুষ ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় তখন কোনো মহিলা যদি পুলিশ কেস করে তাহলে তো সেই পুরুষের জীবন শেষ হয়ে যাবে আদালত ও জেলের চত্বরে কিন্তু সেই একই বিষয়ে যদি কোন মহিলা লিভ ইন্ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় তাহলে সুব সহজেই বেরিয়ে আসতে পারে। সবশেষে বিষয়টা দাঁড়ালো মরতে হবে সেই পুরুষদের। আর যে সব পুরুষরা এই বিষয়ে সহমত জ্ঞাপন করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আগে দেশের আইন কানুন ভাল ভাবে জানুন তারপর বিষয় নিয়ে সহমত করুন। যে দিন নিজে বিপদে পড়বেন একটাও নারীবাদীদের খুঁজে পাবেন না। আগে দেশে লিঙ্গ নিরপেক্ষ আইন হোক তারপর না হয় লিভ ইন্ নিয়ে ভাববেন। পুরুষরা কেন এখনও বুঝে উঠতে পারছে না যে এই মহিলা ও নারীবাদীরা পুরুষের ঘাড়ে পা দিয়ে চলছে এটাই আমি বুঝে উঠতে পারছি না। 😡😡😡
J mithe opobad die fashiye dite pare, tar sathe live in too durer kotha, kono somporko e rakha bokamo. Tai desher law ki ta nie porashuna korar age nijer decision making ability bhalo kora dorkar.
eta khub kom i hoye thake kinba hoyto hoy i na , ami vison vabei nischit. apni jodi kota nidorson dekhate paren , tobe apnar argument ta aro joralo hobe.
one of the best episodes....
Mam
Best episodes...... Vison valo lgeche ❤️❤️. Osonkhyo dhyonabad erokom ekti topic choose korar jonno apni amar ekti prosner protyuttor e bolechilen j "jodi somvob hoy live in niyeo ekti episode rakhar chesta korbo" kotha rakhar jonyo Osonkhyo dhonyobad ❤️. Tumi o valo theko
Khub vlo laglo
Valo laglo.
I respect your progress
I Respect your progress. ❤️👍❤️
আপনাকে খুব ভালো লাগে। জীবনটাকে তথাকথিত সমাজভাবনা থেকে অনেকক্ষেত্রেই পৃথকভাবে ভাবতে চেয়েছি এবং এই চাওয়ার জন্য সামাজিক এমনকি পারিবারিক সম্পর্কেও ছেদ পড়ছে। একটা অনুরোধ করছি স্ত্রী বয়েসে বড় এবং স্বামী ছোটো বা boyfriend বয়েসে ছোটো - এই বিষয়টি নিয়ে একটা এপিসোড করুন।
কেন.....আপনার ক্ষেত্রে এমনটা হয়েছে নাকি?
I admire this topic, But it's a very sensitive case in our society even risk.
Excellent narrator.
খুব ভালো লাগলো ।
ওমা....তাই!
BEAUTIFUL DISCUSSION.♥♥♥♥♥
Super programe Madam
Please single father niye ekta program korun
❤
আমার বয়স এখন 19 বছর। আশেপাশে অনেক সম্পর্ক এর পরিণতি করুন হয় আবার অনেক সম্পর্কের পরিণতি মধুর হয় সবই দেখছি। কখনো আশাবাদী হয়ে কখনো বা খুব হতাশ লাগে সম্পর্কে করুণ পরিণতি দেখে। বিভিন্ন সামাজিক মতামত অলিখিতভাবে তৈরি হয় আজ আর কোন মানে হয়না। আমি ব্যক্তিগতভাবে মনে করি লিভিং করাটা খুব একটা অপরাধ বলে আমার মনে হয় না। আর শুধু একটা জিনিস বিশ্বাস করি যে মানুষটার সাথে লিভ ইন করবো বা যে মানুষটার সাথে প্রেমের সম্পর্কে জড়াবো বা যে মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব সেই মানুষটি সঠিক হলে তাহলে মনে হয় যে কোন সামাজিক বাধা বিপত্তি বা পারিবারিক বাধা আসলে ও সেটাকে ঠেকানো যায়।।
আর্থিক ভাবে ও চিন্তায় বুদ্ধিতে আত্মিনির্ভশীল হবার পরেই- পরিস্থিতি বুঝে লিভ ইন নিয়ে বিবেচনা করা উচিত, বাড়ির সবাইকে সাথে নিয়ে! নতুবা কপালে মহা দুঃখ আছে!
প্রিয় স্নেহা, আপনি লিভ ইনে ইচ্ছুক খুব ভালো কথা, কিন্তু কি বলুন তো দেশের আইন আবার পুরুষদের বিপক্ষে, ধরা যাক আপনি লিভ ইন করলেন কারও সাথে, পরবর্তীতে সেই মানুষটি আর আপনার সাথে থাকতে চাইলেন না (সেটা আপনিও চাইতে পারেন, আবার সেও চাইতে পারেন), আর ঠিক তখনই আপনি হয়তো আইনের সাহায্য নিতে ছুটবেন, যেটির উল্টো ব্যাপারটি একজন পুরুষের পক্ষে খাটবে না। আগে দেশের আইনকে জেন্ডার neutrilize করবার ব্যাপারে ভাবলে ভালো হয়, এসব তো চলতেই থাকবে।
@@santudebnath4542 hmm atao thik bolechen
তুমি বেশি পেকে গেছ....অকালপক্ক মেয়ে কোথাকার
darun laglo.
bohukamitar video asha korchi.
Anuttoma di,khub pochondo hoy apnar bisoy nirbachon o byakhya..somajer unspoken athocho taja kichu bisoy je vabe tule anchen ta kurnish korar moto.chotto ekta anurodh,bhinno dhormer songee ke bier siddhanto o tar poroborti paribarik chehara e nie ekti anushthan korben plz..Priyodarshini from kolkata.
কেন...........আপনি করেছেন নাকি?
আপনি মনোবিদ্যার আদর্শ ছাত্র অনু!
Apner onnek kotha khub vhalo laglo.......Jodi Apner last ar kotha gulo r moto ,apner moto manush der moto baki Rao jodi temon ta hoto khub vhalo lagto ...
Didi ami 1st episode theka ei program dekchi. Amar nijer way of thinking er change hoyeche. Ja amar jonno helpful hoyeche. Please ekta episode karun suicidal attempts niya. Plz.
Khub bhalo laaglo
Beautiful ❤️
কথা গুলো ❤
মনের ভিতর লুকোনো পোশু বৃতি লুকিয়ে প্রকৃত শিক্ষিত হবার জমা পড়ার কী দরকার???
ভালো লাগলো গো 💕
তাই নাকি গো! 😱
Said well dr anuttama
❤❤❤
Jodi kono bibahito purush tar bibahito jibon e sukhi na hoi ebong onno karor saathe mentally beshi engaged hoi then physically engaged hoi ei bapare alochona chai mam... Request roilo😊
কেন....আপনার ব্যক্তিগত জীবনে এমনটা হয়েছে নাকি?
@@chhayamanus9241 bolte paren... Ichha krito vbe thik na... Kintu hoe geche... Ki korbo bujhte parchi na☺
Background music ki dorkar chhilo ?
Didi live-in r negative sides gulo bujhie bolle Valo lagto
Seiii ...sotty valo hoto
Depressed o suicidal teenagers/adults er matra kromosho bere jacche tai jonno mon theke ekti request korbo je ei thoughts o feelings niye ki bhabe deal korte hoy, ei topic er upor ekti episode korle onek er ebong amar nijero khub help hoto.
Wont be good! They r promoting frustration!
আমি বেশ কিছু দিন ধরে আপনার অনুষ্ঠানের প্রায় সব পর্ব দেখেছি, অনেক কিছুই বেশ relatable আমার বা আমার চেনা মানুষদের সাথে যেমন রাগ, বিয়ে না করলে, খারাপ দেখতে , লিভ ইন..... আচ্ছা একটি পর্ব রাখবেন দত্তক নেওয়া নিয়ে, তার ওপরে যদি অবিবাহিত দত্তক নিতে চান । একটু রাখবেন?
আমি আপনাকে চিঠি লিখতে চাই।
Mam apni "suicide "/"murder " aii topic gulo r upor ki6u porbo rakhben plzz .Kon mentality theke aiigulo hoy ba manush kore thake aii rokom ki6u topicker upor apnar boktobbo sunte chai. It is my heartiest request.
Respect and regards
কেন.....আপনার suicide/murder করার ইচ্ছা হয় বুঝি?
@@chhayamanus9241 amar iccha hoy na but amar jante iccha hoy j manush er aii dhoroner probitti ba basana kano hoy ar jono moner kon osonsho dayi.
Because aj kar generation suicide ar dike jhuk6e. Ki6u holei tara aii path bache ni66e ar Karon ki etc....
Amar backtigoto bhabe mone hoy aii bisoy ta sobar jana uchit jate ar future a arokom ki6u korar ba ghotar manosikota ba sombjabona na thake.
Ar tachara ami mam k request kore6i seta amar janar i66a tai.Bakita unar siddhantoo
Didi please Porokiya niye ekta episode korun....
কেন....আপনি করছেন বুঝি?
@@chhayamanus9241 chhya er sathe porokiya impossible... Agey to manus hon....
Inter community marriage niye ekta episode er request roilo
Intercommunity means .. inter caste na inter religion??
খুব ভালো লাগলো গো ❤
তাই নাকি গো! 😱
@@chhayamanus9241 তুমি কে গো
@@sutapamukherjee6396 আমি একজন মানুষ গো
Mam apnar sange dekha kora ki samvob? tahole khub upokrito hotam.
👌🏾👍🙏🇮🇳
Kivabe chithi likhbo ektu janaben
কাগজে লিখে বা ইমেইল করে
যার যা ইচ্ছে মনে চায়, তাকে তা-ই করতে দিন।
Sei.j jevabe Valo thake Karo khoti na kore se sevabei thk
TOO MUCH SENSE OF FREEDOM IS NOT BENEFICIAL FOR NURTURING SOCIETY'S BEAUTIFICATION.... A FULL STOP CAN ONLY COMPLETE A BEAUTIFUL SENTENCE. NAMASKAR.
Madam Amar ekta question ache.apnar kache...bia r por jadi valobasa Hoi onno karor sathe.tahole seta ke পরকিয়া কেনো বলা হয় আমি বুঝতে পারিনা। এমনিতে আপনার কথা আমার খুব ভালো লাগে।
কেন....আপনার হয়েছে নাকি?
অনুত্তমা, আপনার এখানে চিঠি কীভাবে পাঠানো যায়? আমার ২৩ বছরের মেয়ে আপনাকে কিছু জানাতে চায়।
যে কোনো বিষয় নিয়ে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হয়েছে মানব সমাজ। শাস্ত্রীয় বিবাহ না করে যদি সাংবিধানিক বিবাহ (Registration of Marriage) করা যায় কী। সকলেই হয়তো দাম্পত্য সম্পর্কে আগ্রহী নয়। তাহলে সহবাসের কি প্রয়োজন। তবে এক্ষেত্রে পারস্পরিক চাহিদা সম্বন্ধে সচেতন হতে হবে।
Shomaj hoeto manbe na, tobuo shotto kotha gulo shottoi. Ei programme ta k valobasi respect o kori
Apartment nite chai onar sathe kotha bolte chai please help korun keu onar chamber kothay janan
Medica hospital
@@chhayamanus9241 kothay seta bolun please
@@urbashidebnath443 Medica super speciality hospital, EM Bypass, mukundapur........kintu khub costly....afford korte parben kina vebe jaban
I do not agree to majority of the things you are saying specially to Indian audience about "LIVE-IN". "Live-in" is a controversial topic and would remain in the Indian society for some decades to come. Live-in has also many negative impacts specially in India. Does Indian law (though it allows live-in) take immediate and strict actions in wrong doings (rape, molestation, eve-teasing)? Are there not slut-shamming, personal attacks in India? Will these vanish overnight? 'Talking about sex' is considered as a taboo in majority of India (small towns), except few urban places. I think if the ENTIRE Indian society gets access to proper and healthy education, automatically the acceptability of "live-in" would be the natural consequence similar to majority in western countries. Otherwise if we force or encourage this LIVE-IN in Indian society, get ready for wrong and illogical backlash and wrong-doings also!
I think we need to work somewhere else (may be massive education, economy) to make it happen in India.
Non sense
Just non sense
চিঠি কিভাবে পাঠাবো?
Nonsense u r just destroying the culture
Rape psychology niye kichhu kora jay ki ?
House husband niye kichhu kora jay ki ?
সাধারণ একটা প্রশ্ন হটাৎ মনে হলো
যদিও লিভ ইন নিয়ে আমার ধারণা খুব স্পষ্ট নয়
তবে দুজন যারা বাড়ি ছেড়ে বাইরে লিভ ইন এ থাকেন তাদের বাবা মাকে কে দেখবে? কিভাবে সেবা করবে অসময়ে?
এই ভাবনা টা মাথায় এলো
তাছাড়া পরবর্তি প্রজন্ম এর দায়িত্ব কে নেবে?
একটু কেও উত্তর দেবেন
অপেক্ষায় রইলাম
jader sob sontan e meye biye kore tara bari chere chole jabar pore tader baba ma k jara dekhe tarai dekhbe. somaje to eka male community e nei. chailei dur theke holeo dekha sona kora jai. question er answer dilam soja sapta kono argument korte esechi vebe vul korben na
@@piyalikarmakar5099 আপনার ভাবনাও সঠিক তবে
ছেলে বা মেয়ে দুজন এর এই তাদের বাবা মা এর প্রতি দায়িত্ব থাকে শুধুমাত্র ছেলের মা বাবার কথা বলছি এমন টা নয়।বর্ত মান সময়ে সমাজ ব্যবস্থা যাই হোক না কেন মেয়েরাও তো বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করছে ।যে সমস্ত বাবা মায়ের একান্তই প্রয়োজন ঐ সেবার
তাদের ক্ষেত্রেকি হবে?
এটা কোনো তর্ক নয়
শুধুমাত্র জানতে চাওয়া
Mamatadi will look after the old people. Please don't blame only on the liv-in persons to look after the old people, the present economic situation in West Bengal is such that this province will be turning in a province of old age people.
@@sapanbanerjee5003 😂😂😂😂
Maha pap korchis
Request madam not to preach this topic in india.
শুনুন ম্যাডাম আপনি একজন ভালো বক্তা সে বিষয়ে সন্দেহ নেই।কিন্তু তাই বলে ইনিয়ে বিনিয়ে কথা বললেই কিন্তু কোনো নেগেটিভ জিনিস পজেটিভ হয়ে যায় না।আপনি যে বিষয়গুলো নিয়ে কথা বলেন সেগুলো নিঃসন্দেহে পারিবারিক বন্ধন আলগা করে,মূল্যবোধের অবক্ষয় ঘটে।
আপনার চিন্তা ভাবনাগুলো প্রাচীন। বয়সটা আমার কম নয়। বৈবাহিক জীবন কতটা পারিবারিক বন্ধনকে ধরে রাখে বা মূল্যবোধকে মর্যাদা দেয় তা বেশ চিন্তার বিষয়!!! সেইজন্য আজ আশেপাশে গন্ডা গন্ডা ডিভোর্স এবং বৃদ্ধাশ্রমের ছড়াছড়ি। শুনুন ম্যাডাম, মানুষ ভালো নাহলে না কিছুই হয়না। এটা মনে রাখবেন।
Kno ? jokhon bibahor moddhe theke ekjon ma nijer baccha ke dustbin -ey fele asche othoba arekjon-er sathe somporke dhukche tokhon apnar mulyobodh- ey aghat lagche na ki ?
মূল্যবোধ এত ঠুনকো কেনো!
শান দিন মূল্যবোধে।।
ছোট বোনের অনুরোধে । 🫰🏻
@@shreya1466 sheta jar thunko she bujhe ne be
@@shreya1466 কোথায় শান দিতে হবে সেটা ভালো করেই জানি। উশৃঙ্খল জীবন যাপনে শান দেবার কোনো প্রয়োজন বোধ করি না।তাছাড়া আমার মূল্যবোধে এতটা শান দিতে চাইনা যে আমার পরিবার সবসময় আমাকে নিয়ে অস্বস্তিতে থাকবে।তা তোমার বয়স কত ছোট বোনটি???বড় দিদিকে বলতে বোধহয় কোনো আপত্তি নেই।