হযরত শাহজালাল মাজার | Hazrat Shahjalal Mazar | সিলেট ভ্রমণ | Sylhet Tour | Ohab Traveler

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июн 2022
  • হযরত শাহজালাল মাজার | Hazrat Shahjalal Mazar | সিলেট ভ্রমণ | Sylhet Tour | Ohab Traveler
    ✅ ইন্সতাগ্রামে ফলো করুন আমাদের: / ohabtraveler
    শাহ জালাল রহ. ভারতীয় উপমহাদেশের বিখ্যাত একজন সুফি দরবেশ। তার পুরো নাম শেখ শাহ জালাল কুনিয়াত মুজাররদ। ৭০৩ হিজরী মোতাবেক ১৩০৩ খ্রিষ্টীয় সালে ৩২ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। তার সিলেট আগমনের সময়কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে।
    হযরত শাহজালালের মাজার সিলেটের অন্যতম প্রধান দর্শনীয় স্থান, যা সিলেট সদরের অন্তর্গত। এটি সিলেট শহরের ঠিক মধ্যস্থলে এবং '০' পয়েন্টের ১ কিলোমিটারের মধ্যে অবস্থিত। স্থানীয়ভাবে এলাকাটিকে দরগা এলাকা এবং প্রবেশপথটিকে দরগা গেইট বলা হয়।
    সিলেটের মধ্যখানে টিলার উপর চিরনিদ্রায় শায়িত আছেন হযরত শাহজালাল (রহ:) এর মাজারজেয়ারতের জন্য দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনইধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ সিলেট আসেন।
    শাহজালাল চরণস্পর্শ পাওয়ার কারণেই সিলেটকে অনেকেই পূণ্যভূমি হিসেবে অভিহিত করেন।
    হযরত শাহজালাল (রহ:)একজন বিখ্যাত দরবেশ ও পীর। তাঁকে ওলিকুল শিরোমণি হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে।
    সিলেট অঞ্চলে তাঁর মাধ্যমেই ইসলামেরপ্রসার ঘটে। সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহান উদ্দিনের ওপর রাজা গৌরগোবিন্দের অত্যাচার এবং এর প্রেক্ষিতে হযরত শাহজালাল (র) ও তাঁর সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা।
    মাযার অর্থ যিয়ারতগাহ। যিয়ারত করার স্থান। আমরা সবাই ইন্তিকাল করবো। এরপর কিয়ামত পর্যন্ত আমাদের পার্থিব ঠিকানা হলো কবর। বিশিষ্ট বুযুর্গানে দ্বীনের কবর বেশি যিয়ারত করা হয় বলে তাঁদের কবরকে মাযার বলা হয়।
    হাদীস শরীফে আমরা কবর যিয়ারতে উৎসাহমূলক বক্তব্য দেখতে পাই। কারণ এতে আমাদের পরকালীন জীবনের কথা মনে হয় এবং দুনিয়াবি কাজের প্রতি বিমুখতা তৈরী হয়।
    এমনকি রাসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজেও বাকী গোরস্তানে সাহাবীদের কবরগুলো যিয়ারত করতেন, উহুদের ময়দানে শহীদদের কবর যিয়ারত করতেন।
    সাহাবীগণ পরবর্তীতে তাঁর রওজা শরীফ যিয়ারত করেছেন। তাই মাযার যিয়ারত সুন্নাত এবং শরীয়াতসম্মত আমল-এতে কোন সন্দেহ নেই। কেউ মাযার যিয়ারতকে এনকার করলে তার অর্থ সুন্নাতে নববীকে এনকার করা।
    যাই হোক, কি কি শিরক-বিদায়াত ও অন্যায় কর্মকাণ্ড মাজার এলাকায় হয়, দেখা যাক:
    *মাজার উদ্দেশ্য করে সিজদা দেয়া
    *মোমবাতি জ্বালানো
    *মাজারের চারপাশ ঘিরে তাওয়াফ করা
    *মাজারে এসে মনের আশা পূর্ণ হবে এজন্য মান্নত করা।
    *বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ গান করা।
    *মাজারে শায়িত বুযুর্গকে ঘুষ দেয়ার অংশি হিসেবে মাজারের উপর টাকা ছিটানো। শিরকের পর এটাই সবচেয়ে জঘন্য কাজ বলে আমার মনে হয়। যে বুযুর্গ সারাজীবন দুনিয়া বিমুখ ছিলেন, তাঁকে এভাবে অসম্মানিত করা খুব গর্হিত কাজ। কেউ যদি মাজার স্টেট চালানোর জন্য খরচ করতে চায়, সেটা ভিন্নভাবে দিলে দিতে পারে।
    আজ এই ভিডিওর মধ্যে এমনই কিছু কাজের চিত্র আমি তুলে ধরবো, যেসব শিরক-বিদায়াত ও অন্যায় কর্মকাণ্ড শাহ জালাল মাজার এলাকায় হয় ।
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    💬 For Sponsorship & Brand Collaboration 👉 ohababc@gmail.com
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    🎦 Camera: Canon M50 Mark ii
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    ©️ Copyrighted by Ohab Traveler
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    📢 Please Note: I only share my personal opinion/experience, which may not be same to other or in real.
    #shahjalal #sylhet #Ohab_Traveler

Комментарии • 1,3 тыс.

  • @AtaurRahman-oi2jc

    শাহ জালাল রহঃ এই দেশে না আসলে আমরা মোসলমান হইতাম না,আমি ধন্য আমার বাড়ী সিলেটে

  • @jusnaakther7768
    @jusnaakther7768 Год назад +39

    আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জাবেনা

  • @mdmizan6717

    আমি কিছু বলবো না ভাই আপনি যা বলেছেন তাই সঠিক বলেছেন লাল ফিতা দেওয়া বাদ্যযন্ত্র বাজানো এটি সব ভন্ডামি

  • @MdAliTalukder

    ফেতনা😂😂😂😂😂😂😂😂

  • @user-xp1lp2rs5p

    সমস্ত এগুলা শিরিক নাচ গান আল্লাহ এসব শিরিক থেকে সকলকে হেফাজত করুন আমিন

  • @sabbirsagor1004
    @sabbirsagor1004 Год назад +34

    ❤মাজার যিয়ারত করা সুন্নত - সেজদা করা শির্ক

  • @hasanalimondal1113
    @hasanalimondal1113 День назад +1

    যারা প্রেমিক শরীয়তের উপরে প্রেমিকদের কোন বিধান নেই কেন তারা বেলায়েতের বাদশা বেলায়েতের শিরোমণি মহানবী হযরত মাওলা আলী আলাইহিস সালাতু সালাম কে বললেন তিনি শিরোমণি মাওলা আলী ইমাম হাসান ইমাম হোসাইন মা ফাতেমা হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পাঞ্জাতনের আলী

  • @user-eh6fm5do3b

    গতকাল দেখে আসছি খাদিম সহ সাবাই শিরিক করতেছে

  • @EyakubHuzur

    হযরত শাহজালাল (রাঃ) ইয়েমিনি আরবী। তিনি একজন আল্লাহর ওলী।তিনি হক্ক,তিনি ওলী।

  • @user-ix3el5pb2t

    ভাই আপনার মাধ্যমে মাজারটি দেখলাম।ভিডিও কতোদিন আগের করে জানিনা। আমি সৌদআরবে আছি আললাহোর রহমতে ওমরাহ পালন করেছি। মক্কায় তিনবার গিয়েছি। হারাম শরীফের প্রতিটা জায়গা ঘুরে ঘুরে দেখেছি কোথাও ছবি তোলা ভিডিও করতে বাধা নাই। সারা সৌদি আরবের কোথাও মাজার নাই।

  • @mohiuddinahmed8149

    মোবারকবাদ জানাই তোমাকে। ঐতিহাসিক সত্য তুলে ধরার জন্য।

  • @MasudMia-to1gl

    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ

  • @SFW580
    @SFW580 Год назад +47

    "তারাই প্রকৃত প্রেমিক! যাদের অন্তর প্রতিটি মুহুর্তে স্রষ্টার স্মরনে নিমগ্ন থাকে, কিন্তু তাদের মুখ দেখে তা বোঝা যায়না।"

  • @MdMuk-qu4wk

    মার হাবা হযরত শাহা জালাল

  • @user-nz1yc7pk3n

    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহ

  • @ShahiBegum-sb6cm

    মারহাবা দয়াল হযরত শাহজালাল মুজ্জারদি এমনি রঃ।

  • @user-lp5rj3kz9j

    মার হাবা শাহ জালাল

  • @MdBiplob-to6rm

    ইসলাম, আসছে শাহজালালের জন্যে, এটাই ঠিক

  • @Sadia-jannat5967

    আমি গর্বিত কারণ আমি সিলেটি 🥰🥰🥰

  • @AbidAyan-ls5iu

    Masahallah Allah bless you all time alhamdulillah ❤❤😢😢😢❤❤