Mahalaya Birendra Krishna Bhadra Radio program original mahisashuramardini মহালয়া মহিষাসুরমর্দিনী

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2020
  • মহালয়া 2020
    mahalaya 2020
    Full mahalaya radio program
    by Birendra krishna Vadra
    মহালয়া
    mahalaya
    মহিষাসুরমর্দিনি
    mahisashuramardini
    চণ্ডীপাঠ
    chandipath
    বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র
    birendrakrishna vadra
    tarpan
    durga puja
    pujor gan
    akashbani radio program
    durga pujor gan
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 1,1 тыс.

  • @nilanjanasaha3379
    @nilanjanasaha3379 9 месяцев назад +19

    14/10/2023 আজ মহালয়ার দিনে আমি আর আমার বর একসাথে মহালয়া শুনলাম। মায়ের আসার আগমনবার্তা । সত্যিই এক আলাদাই অনুভূতি।আজ থেকে দেবী পক্ষের শুরু। সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা 😊😊❤❤।

  • @mallickbagan1405
    @mallickbagan1405 9 месяцев назад +25

    মাগো সারা পৃথিবীতে বিপদের ঘনঘটা, মাগো তুমি সবার মঙ্গল করো,সবাইকে চৈতন্য দাও ।

  • @palashh007
    @palashh007 9 месяцев назад +18

    বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ব্যারিটোন কন্ঠে মহালয়ার স্তোত্র পাঠ না শুনলে মহালয়া মনে হয় না ৷ চির অমর সৃষ্টি🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @amitaray9137
    @amitaray9137 9 месяцев назад +47

    এ জীবনে কোনদিন এই সুর, এই কথা, এই স্তোত্রপাঠ পুরোনো হবেনা। সঞ্জীবনী সুধার মতো চির অক্ষয় থাকবে। মা বাবা, গুরুদেব, তোমাদের প্রণাম। তোমরা আশীর্বাদ কোরো অমৃতলোক থেকে।

  • @avijitlahiri5902
    @avijitlahiri5902 9 месяцев назад +43

    আগে শুনতাম সকলের সঙ্গে, মা-বাবাও শুনতেন। আজ এই বয়সে এসে একাই শুনছি, ফিরে যাচ্ছি সেই দিনগুলোতে। এই অনন্দ ভাগ করে নেওয়ার মানুষ আজ কত কমে গেছে। তবু আজ তাকাই সম্মুখের দিকে।

    • @monikamukherjee548
      @monikamukherjee548 9 месяцев назад

      সত্যি ই সবার সাথে বসে এই শোনার আনন্দ আজ আর পাই না বড়ো কষ্ট হয় অতীতে কথা ভেবে। তখন যেনো একটা অন্য পরিস্থিতি,সৃষ্টি হোতো, মায়ের যুদ্ধ চোখের সামনে ফুটে উঠতো, মহালয় শেষে বাড়ির বড়ো রা র্তপন করতে গঙ্গা য় চলে যেতো, শুধুই স্মৃতি রোমন্থন।

    • @krishnaroy5078
      @krishnaroy5078 9 месяцев назад

      Anobadyo

  • @sudiptabanerjee6703
    @sudiptabanerjee6703 Год назад +25

    বাণী কুমার পঙ্কজ কুমার মল্লিক আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এ যেনো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই ত্রয়ীর পক্ষেই সম্ভব এই ধরাধামে অগণিত মায়ের সন্তানকে মহলায়ার প্রাক kale দেবিকথা শোনানোর। ত্রিদিব কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানাই। আর বিরূপাক্ষ আকাশবাণীর দেব সন্তান।🙏🙏🙏🙏🙏। বিশেষ ভাবে অভিনন্দন জানাই akashbani কে। মহলায়া চিরদিনের আবাল বৃদ্ধ বনিতার। জয় মা দুর্গা 🙏🙏🙏🙏🙏💚❤️

  • @monikaparbat8743
    @monikaparbat8743 9 месяцев назад +5

    স্বর্গীয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাসয়কে আমার শত কোটি প্রণাম জানাই । তিনি যে লোকেই থাকুন যেন ভালো থাকুন সুস্থ থাকুন।তেনাকে জানাই স্বাসদ্ধো প্রাণাম ।

  • @samirkumarbhattacharjee9417
    @samirkumarbhattacharjee9417 9 месяцев назад +6

    এই বছর ও '23শুনলাম প্রতি টি বছর যেমন শুনি--ভোর বেলা।কি মন ভোরে যাওয়া কন্ঠ এবং বাণী ও সুর--অসাধারণ,অজেও ।প্রনাম জানাই সবার শ্রী চরনে ।কালজয়ী এই অনুষ্টানটি অমর হয়ে থাক বাঙালীর মনে-প্রাণে ।

  • @keyaroychowdhury1237
    @keyaroychowdhury1237 9 месяцев назад +10

    এই স্তোত্র পাঠ শুনছি সেই ছোট্টবেলা থেকে। কত পুরনো স্মৃতি ।এক এক করে চলে গেছেন কত ভালোবাসার মানুষ ।সবাই যেন এই মুহূর্তে ফিরে আসেন মানসপটে। মায়ের কাছে প্রার্থনা করি যারা গেছেন তারা ও যারা আছেন সবাই ভালো থাকুন ।মাকে আমার ভাক্তিপূর্ন প্রণাম🙏

  • @dipakchandrajana257
    @dipakchandrajana257 9 месяцев назад +9

    শৈশব থেকে শুনে আসছি। তবু ও পুরনো হয় না। চিরন্তন ও চিরনতুন মহালয়া। সকলকে শারদ শুভেচ্ছা জানাই।

  • @Iamabhiscreations
    @Iamabhiscreations 9 месяцев назад +37

    আর যা কিছু দেখি বা শুনি ফিরে ফিরে আসি সেই বীরেন্দ্র ভদ্রের তৈরি মহালয়া তে। আজকের ভোর পবিত্র হলো

  • @animeshdebnath4534
    @animeshdebnath4534 9 месяцев назад +9

    ছোট বেলায় রেডিওতে শুনতাম, অনেক বছর পর ইউটিউব এ সেই পুরোনো স্মৃতি ফিরে পেয়ে সত্যি ফেলে আসা দিন ফিরে পেলাম।

  • @prodyotc
    @prodyotc 2 года назад +70

    কি অসাধারণ সৃষ্টি। বাঙালির জাতটা যতদিন থাকবে এ সৃষ্টির ঋন কোনদিনই শোধ করতে পারবে না।
    অমর সৃষ্টি।পৃথিবীর আর কোথাও আছে কিনা কে জানে শুধু একটা পূজোর জন্য এমন একটা গীতিমাল্য।
    সত্যিই সে বাঙলা আবার ফিরবে কবে?

    • @achintyamandal1587
      @achintyamandal1587 Год назад +6

      ওই মহিলা ( কালীঘাট) যেদিন বিদায় নেবে,,,,,, পিতৃপক্ষে পূজার উদ্বোধন করলেন এমনই ক্ষমতার দম্ভ।

    • @swarupadhikary965
      @swarupadhikary965 Год назад

      ​@@achintyamandal1587

    • @bimalpaul1880
      @bimalpaul1880 Год назад

      উনি চলে গেছেন কিন্তু ওনার কথাটা সারা জীবনের জন্য রয়ে গেছে

  • @anitanaskar3403
    @anitanaskar3403 9 месяцев назад +7

    মনে প্রেম ও শক্তির উদয় হলো, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্র পাঠ শুনে। আপনাকে শত কোটি প্রনাম 🙏🙏

  • @gopalgope1136
    @gopalgope1136 Год назад +30

    বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের কন্ঠে চণ্ডী পাঠ শুনলে মনে এক অপুর্ব অনুভূতি জাগে।মনের মধ্যে এক শিহরণ জাগরিত হয়।ছেলে বেলা থেকেই শুনে আসছি এই অনুষ্ঠান ।যত দিন বাঙালি জাতি থাকবে তত দিন অমর হয়ে থাকবে এই সৃষ্টি ।

  • @tapanchowdhury9522
    @tapanchowdhury9522 Год назад +61

    মহালয়ার ভোর ছোটো বেলার মধুর স্মৃতি মনে করিয়ে দেয় । এই মহালয়া চিরন্তন সত্য । মহামায়ার আগমনির বার্তার এই শুভ ক্ষনে সব বর্ন সব ধর্মের মানুষদের জানাই আন্তরিক ভাবেই ধন্যবাদ ।

    • @qtsgsvwifwgsibd2626
      @qtsgsvwifwgsibd2626 Год назад

      মহালয়া অর্থাৎ এই মহিষাসুরমর্দিনী সেসময়ের অভিনব প্রয়াস ছিল । বিভিন্ন শিল্পীর কন্ঠে গান আর সাথে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে স্তোস্ত্রো পাঠ । অসাধারণ অপুর্ব

    • @kalpanadutta5196
      @kalpanadutta5196 Год назад

      @@qtsgsvwifwgsibd2626 .....
      .

  • @swagirl9724
    @swagirl9724 Год назад +49

    এটি শুধু একটি অনুষ্ঠান না, সমগ্র বাঙ্গালীর আবেগ❤️ যুগ যুগ ধরে নিজের মহিমায় বিরাজ করছে সকলের মনে। জয় মা মহিষাসুরমর্দিনী দেবীপক্ষের এই সূচনায় একটাই প্রার্থনা সব কিছু শুভ করো মা🙏🏻

  • @mrinalchatterjee5922
    @mrinalchatterjee5922 9 месяцев назад +4

    এই হলো মহালয়া যার কোনো আদি নেই আন্ত নেই 🙏

  • @subratasen7692
    @subratasen7692 Год назад +18

    মাগো আমার প্রণাম গ্রহন করো মা।। শিবলোক প্রাপ্ত ধীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। আপনি আমার প্রণাম গ্রহন করুন। জয় মা চন্ডী।।

  • @smritam
    @smritam 2 года назад +36

    এই মহান সৃষ্টির স্রষ্টাদের চরণে শত কোটি প্রনাম। ব্যক্ত করার মত কোনো ভাষা নেই এই অধমের। প্রনাম 🙏

  • @animamukherjee8867
    @animamukherjee8867 9 месяцев назад +8

    সবাই কে ভালো রেখ মা।মহালয়া এলেই গত হয়ে যাওয়া মানুষের কথা মনে পড়ে।

  • @forever_prepare
    @forever_prepare Год назад +38

    ছোটবেলায় এই চন্ডী পাঠ রেডিওতে শুনতাম,এতো ভালো লাগতো শরীরের লোমকূপ দাঁড়িয়ে যেতো♥♥

  • @saswatidatta5286
    @saswatidatta5286 2 года назад +75

    মহালয়ার শিউলি বিছানো ভোর মনে পড়িয়ে দেয় ছোটবেলার কথা। সেই ছোট থেকে রেডিও তে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের মহিষাসুরমর্দিনী শুনে এসেছি। দেবী পক্ষের সূচনা হয়েছে বীরেন্দ্রকৃষ্ণর উদাত্ত গলার চঁনডী পাঠে ও শ্রদ্ধেয় শিল্পীদের অসাধারণ সব গানে ।🙏🙏 শাশ্বতী দত্ত,রিজেন্ট এসেটট,কলকাতা। ৫ .১০.২০২১.

  • @manishvyas3274
    @manishvyas3274 Год назад +11

    I don't know Bangali language
    But in our family v listen Mahalaya from childhood
    Thanks to You tube that v can hear it again

  • @tapanchowdhury9522
    @tapanchowdhury9522 Год назад +93

    বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কন্ঠ, বানী কুমারের লেখা, আর পংকজ কুমার মল্লিকের সুর । এই মহালয়ার জন্য আর দুর্গাপূজার জন্য মনে হয় যেন বারবার বাংগালি হয়ে জন্ম গ্রহন করি ।

    • @user-zb4sn4su2l
      @user-zb4sn4su2l 9 месяцев назад +6

      দশ বছর বয়স থেকে এই কন্ঠ শুনছি ,৬০ বছর ধরে অনেক কিছু পরিবর্তন হয়েছে কিন্তু এই ধারা চলে আসছে ভোর ৪ টের সময় ঠিক সেই কন্ঠ শুনতেই হবে

    • @user-zb4sn4su2l
      @user-zb4sn4su2l 9 месяцев назад +1

      শুনতে হবে

    • @ashokchakraborty3171
      @ashokchakraborty3171 9 месяцев назад +2

      জয় মা

    • @somahazar7804
      @somahazar7804 9 месяцев назад +1

    • @ramkrishnasadhukhan3192
      @ramkrishnasadhukhan3192 9 месяцев назад

      প্রতিটি কমেন্ট ই সনাতনী বাঙালী র মনের সাথেই জরিয়ে আছে । জয় মা দূর্গা।

  • @mona181
    @mona181 9 месяцев назад +113

    2023 এ এসেও আজ ভোর বেলায় আমরা সবাই মিলে মহালয়া শুনছি... এটা কখনো পুরানো হবার না... আজ থেকে দেবী পক্ষের শুরু ... সকলকে শারদীয়ার শুভেচ্ছা....❤❤

    • @giri7901
      @giri7901 9 месяцев назад +5

      অনেক অনেক শুভেচ্ছা

    • @rupapaul5598
      @rupapaul5598 9 месяцев назад

      Thik

    • @prantasarkar6339
      @prantasarkar6339 9 месяцев назад

      সবাইকে শারদীয় শুভেচ্ছা

    • @gauribhattacharjee5569
      @gauribhattacharjee5569 9 месяцев назад

      শারদ শুভেচ্ছা জানাই

    • @Reactionoftapos
      @Reactionoftapos 9 месяцев назад

      শারদীয় শুভেচ্ছা সবাইকে

  • @tomamondol9871
    @tomamondol9871 Год назад +78

    এই চন্ডিপাঠ না শুনলে যে মহালয়া বৃথা, এ যে অন্য অনুভূতি, মনে শান্তির অনুভূতি, জয় মা দূর্গা 🌿🌸🌸🙏🙏

  • @SomashreeSaha
    @SomashreeSaha Год назад +9

    ছোটবেলায় খুব ভোরে উঠে প্রতিবার শুনতাম। আর আজ মহালয়ার দিন বাড়ি ফিরছি চন্ডিপাঠ শুনতে শুনতে। পুরোনো দিন গুলোকে সত্যি miss করছি আজ আরো বেশি করে।

  • @sandipchatterjee8772
    @sandipchatterjee8772 Год назад +56

    যতবার ই শুনি প্রতি বছর নতুন লাগে...🥰🥰🙏🙏

  • @sakhipandit9639
    @sakhipandit9639 2 года назад +76

    বাঙ্গালি হয়ে আমি গর্বিত। এই আওয়াজ না শুনলে পুজোটা অসম্পূর্ণ লাগে। সেই ভোরবেলা থেকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই মন্ত্র পাঠ।।।।এক কথায় অনবদ্য। এই মহান ভারতের আবার যেন জন্ম নিতে পারি।

    • @gopaldas6362
      @gopaldas6362 2 года назад +2

      রয় রর্ত

    • @koushikghatak7957
      @koushikghatak7957 2 года назад +2

      ভারতে শুধু নয়, বলুন বাঙালি হয়ে, কাশফুলের পরশ মাখা এই শারদ প্রাতে শিশির সিক্ত শ্যামল দূর্বাদলের শীর্ষে বাংলা মায়ের অপরূপ রূপ আস্বাদন করতে। বাংলা মায়ের কোলে মায়ের স্নেহের সন্তান হয়ে।

    • @swapanbiswas2575
      @swapanbiswas2575 2 года назад

      Very nice chande peat

    • @sakhipandit9639
      @sakhipandit9639 2 года назад +1

      ঠিক তাই। বাংলার রূপ আমি দেখিয়াছি, পৃথিবীর রুপ দেখিতে চাহিনা আর।

    • @PujaMondal-ep8di
      @PujaMondal-ep8di 2 года назад

      Ekdom thik proud to be a bengali,gaye kata dey ai amritoh bani

  • @susantabaruri7224
    @susantabaruri7224 Год назад +9

    বেতার যন্ত্র আজ সবাই এই একদিনের জন্যও মাথায় করে রাখে।
    কথা, সুর ও ভাষ্য পাঠ - সবই অতুলনীয়।

  • @reshmidas3452
    @reshmidas3452 9 месяцев назад +1

    Shri Virendra Krishna Bhadra er Chandipath, Mahalaya na sunle jeno debipokkho r suchonai hoy na..it's so nostalgic and emotional.

  • @incrediblemind8188
    @incrediblemind8188 Год назад +9

    সেরা ও শ্রেষ্ঠ মানুষ একজন ই হয় ।

  • @bhaktiranimondal7305
    @bhaktiranimondal7305 Год назад +33

    মহালয়ার ভোরে এই অপূর্ব চন্ডি পাঠ অনবদ্য অতুলনীয়। অনেক ধন্যবাদ।

  • @sonabanerjee3886
    @sonabanerjee3886 2 года назад +34

    এই মহালয়া যখন তখন শুনলে সেই পুজোর আমেজ আসে না।একমাত্র মহালয়ার ভোরে শোনার যে একটা আনন্দ আছে সেটা অন্য সময় মেলে না।কি দূর্দান্ত ভয়েস।অপূর্ব অপূর্ব অপূর্ব 👌👌👌 শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা 🌹🌹

    • @suchitradas9793
      @suchitradas9793 2 года назад

    • @debupagolbhattacharya7465
      @debupagolbhattacharya7465 Год назад

      ruclips.net/video/55Dut4PrAl0/видео.html

    • @swarupbera466
      @swarupbera466 Год назад

      অনলাইন থেকে এই মহালয়া শুর তুলে নিলে খুব ভালো হয়, যাতে এই শুর টা আমরা একদিন দেখতে পাই সেটা শুধু মহালয়া দিন 🙏

    • @asitkumarbhattacharyya7428
      @asitkumarbhattacharyya7428 Год назад

      বড়ই মনোমুগ্ধকর,বড়ই হৃদয়গ্রাহী,বড়ই শান্তিদায়ী।

  • @runuchatterjee4955
    @runuchatterjee4955 Год назад +34

    ছোটো বেলার স্মৃতি মনেপড়ে গেলো, এ এক অন্য অনুভূতি, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এর মহালয়া শোনা ছোটো থেকে, আজও তা রয়ে গেছে বাঙালির হৃদয়ে

  • @prosenjitadhya9883
    @prosenjitadhya9883 9 месяцев назад +10

    আজ বাড়ি থেকে অনেক দূরে অন্য দেশে বসে শুনছি। চোখে জল ভরে আসছে এবছর বাড়ি ফিরতে পারবো না, মা বাবার সাথে পুজো কাটাতে পারবো না। মা কে প্রার্থনা করি পরের বছর যেনো যেতে পারি মা। নিজের থেকে দূরে করে দিও না আমাকে 👣❤

    • @riyasarkar4079
      @riyasarkar4079 9 месяцев назад

      মা ঠিকই তোমার ইচ্ছা পূরণ করবে....মা আমাদের সকলের মা😌❤️

  • @abhijitmondal6658
    @abhijitmondal6658 9 месяцев назад +54

    এখন মহালয়া শুনবো, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র র কণ্ঠে 🙏🙏🙏 জয় মা মহামায়া

  • @subhashsengupta9928
    @subhashsengupta9928 9 месяцев назад +5

    It's classic, eternal, never be old. Its in Bengali's blood circulation..unforgettable, our nostalgia..since 1967 this recorded program continues..
    Subho Mahalaya and Durgoutsav to everyone. May Maa Durga bless us.

  • @sabaribasusengupta2720
    @sabaribasusengupta2720 2 года назад +53

    মুগ্ধ হয়ে যাই, কি অসাধারণ একটি অনুষ্ঠান। সেই ছোট্ট বেলা থেকে শুনে আসছি,তবু মনে হয় নতুনভাবে আবারও শুনছি।

  • @sarkarmusic1328
    @sarkarmusic1328 Год назад +9

    ছোটো বেলার কথা মনে পড়ে গেল,
    মা ভোর চারটের সময় উঠিয়ে দিয়ে বলতো
    যা মহালয়া শুরু হয়ে গেছে শুনে আয়,
    আমি, আমার দাদা তখন কাদার রাস্তা দিয়ে হেটে গিয়ে পাশের অসীম দাদা দের বাড়ি গিয়ে এই মহালয়া শুনতাম সন্তোষ রেডিও তে, কি ভালো লাগতো বলে বোঝাতে পারবো না, আজ সব আছে কিন্তু মনের সেই আবেগ, আনন্দ, খুশী কিছুই নেই ,,কেন জানি না,
    তবে আবার এই বীরেনভদ্র মহাশয়ের গলায় মহালয়া শুনে খুব ভালো লাগলো
    🙏🏻শুভ মহালয়া সবাইকে 🙏🏻

  • @kalyanmukherjee3519
    @kalyanmukherjee3519 Год назад +14

    স্মৃতিভরা মহিষাসুরমর্দিনী,দারুণ লাগে।🙏🙏

  • @writtikbrahma6921
    @writtikbrahma6921 9 месяцев назад +2

    2012এ এসেও এই মহালয়া ছাড়া মানা যায় না। সত্যি সুন্দর। শুভ মহালয়ার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানায় সকলকেই।

  • @sujatamitra4692
    @sujatamitra4692 Год назад +26

    🙏 মা গো পৃথিবীর সব অসুর, অসুখ বিনাশ করো🙏 মা গো তুমি অসুরদলনি: সবার মনে, প্রাণে শান্তি দাও 🙏🌸🌺🙏

    • @rabindranathdas6108
      @rabindranathdas6108 10 месяцев назад

      Each. And. Every. Day. Followup. Mahalaya
      Gain. Earn. Money. New. Job. Proud. Of. Mahalaya.

    • @rabindranathdas6108
      @rabindranathdas6108 10 месяцев назад

      Long. Highly. Ambition. Wait. And. See. Then. Solve. Your. Matter

  • @arunkayal6779
    @arunkayal6779 Год назад +23

    মা এর আগমন, তাই তো এতো আনন্দ। তিনি আমাদের অন্তরে শ্রী শ্রী দূর্গা রূপে পূজিত।

  • @pranabendumukherjee1888
    @pranabendumukherjee1888 2 года назад +21

    মহালয়া তিথি এবং মহিষাসুরমর্দিনী সমার্থক হয়ে গেছে। আজো আমরা মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানকে মহালয়া বলে থাকি। ছোটবেলা থেকেই শুনতে শুনতে এমনটা হয়েছে। প্রকৃতি এবং প্রাণের সঙ্গে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে এটাকেই মহালয়া বলি। ধন্য এর স্রষ্টাগণ। ধন্য আমরা। মনে হয় পৃথিবীতে অদ্বিতীয়।

  • @latenightstars6898
    @latenightstars6898 Год назад +16

    আর কিছু সময় পরে মহালয়া।
    ১ঃ২৭ বাজে এখনও জেগে আছি,কেন জানি আজকে ঘুম আসছে না।🥰🥰🥰
    তাই কমেন্ট করে গেলাম। ✍️✍️✍️

  • @parthasau2543
    @parthasau2543 2 года назад +4

    অাদি থেকে অনন্তে বয়ে যাবে এই মহিষাসুরমর্দিনী, একটা স্রোতের মতো
    সময়ের সামান্য দলিল হিসাবে থেকে যাবে এই মন্তব্য
    জয় মা
    জয় মা

  • @ami_ar_amra
    @ami_ar_amra 9 месяцев назад +3

    তোমার চ্যানেলে সব থেকে ভাল অনুষ্ঠানটা পরিবেশন করার জন্য তোমাকে প্রাণ ভরা শুভেচ্ছা আর অভিনন্দন জানাই।

  • @qtsgsvwifwgsibd2626
    @qtsgsvwifwgsibd2626 9 месяцев назад +3

    বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ,পঙ্কজ মল্লিক এবং বানী কুমারের এই যৌথ প্রয়াস সাথে বহু গুনী শিল্পীদের সুর আমাদের জীবনে আনন্দ জাগ্রত করে।পুজো এসেছে জানিয়ে দিয়ে যায়।__ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠ ছাড়া মহালয়া হতে পারে না।

  • @sasankasekharadhikary5581
    @sasankasekharadhikary5581 Год назад +6

    প্রতি বছরের মহালয়ার ভোর এক অবিস্মরণীয় আনন্দ অনুভূতির আবেগ জাগিয়ে তোলে। বিশেষ করে কিংবদন্তী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অলৌকিক কন্ঠে উচ্চারিত চন্ডীপাঠ শোনার স্মৃতি ছোটবেলায় বাবার কথা মনে করিয়ে দেয়। এক ঈশ্বরীয় ঐশ্বর্যে পুজোর আগমনীর সংবাদ এই বসুন্ধরার বুকে ছড়িয়ে পড়ে।

  • @subhramondal2638
    @subhramondal2638 Год назад +36

    প্রত্যেক বাঙালি এর কাছে এক বিশেষ অনুভূতি। মা গো সবাই কে ভালো ও সুস্থ রেখো 🙏🏻🙏🏻🙏🏻

  • @oliroy4524
    @oliroy4524 2 года назад +26

    যতই এখনকার সিরিয়ালের অভিনেত্রী দের নিয়ে মহালয়া তৈরি হোক না কেনো অবশ্য সেটা মহালয়া না বলে অন্য কিছু বলা যায়, যাই হোক এই মহালয়ার আবেগ আলাদা

  • @debjanisarmadhikary7572
    @debjanisarmadhikary7572 2 года назад +67

    বাঙালীর চিরন্তন, শাশ্বত ভোর --
    মা দুর্গতিনাশিনী, জগতের মঙ্গল করো মা মঙ্গলময়ী 🌷🌷🌷🌷🌷🙏🙏

  • @suklalbiswash1090
    @suklalbiswash1090 Год назад +13

    ওনার কন্ঠে এই প্রতিধ্বনি শুনলে আমার শরীর শিহরিত হয়ে উঠে। শুভ মহালয়া সকল শনাতনী ভাই ও বোনদেকে

  • @samirkumarbhattacharjee9417
    @samirkumarbhattacharjee9417 10 месяцев назад +12

    শুনলে ই মন প্রাণ ভরে যায় ।সকলের এমন মধুর কন্ঠস্বর---প্রতি বছর ঠিক দিনে ভরাট কণ্ঠের না শুনলে,বাঙালীর প্রধান উত্সব বলে মনে হয় না।যত দিন পৃথিবির আলো-বাতাস উপভোক করবো,ততদিন শুনে যাবো ।

  • @mallikabhattacharya5087
    @mallikabhattacharya5087 Год назад +8

    ছোট বেলা থেকেই শুনে আসছি- এর কোন বিকল্প হয়না- বাঙালির হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবে এই অনুষ্ঠান। প্রণাম শতবার 🙏🙏🙏🙏🙏🙏

  • @Localboy3750
    @Localboy3750 Год назад +3

    ভোরে মহালয়া শুনলে। গায়ের লোম সোজা হয়ে জায় । সত্যি একটা আলাদা অনুভুতী🙏জয় মা

  • @jabachakraborty943
    @jabachakraborty943 Год назад +2

    Shuvo Mahaloya🙏🙏🙏🙏🙏

  • @sumedharoy1767
    @sumedharoy1767 9 месяцев назад +4

    শুভ মহালয়া❤😊

  • @pintughosh5478
    @pintughosh5478 2 года назад +47

    এ এক অসাধারন সৃস্টি যার কোন বিকল্প আজো পাওয়া যায়নি।বাংগালীর পূজো শুরু হয় বীরেন্দ্র মহোদয়ের চন্ডীপাঠ শ্রবন করে।যতদিন বাংগালী পুজা করবে ততদিন বীরেন্দ্র বাবু আমাদের মাঝে বেঁচে থাকবেন।
    পিন্টু ঘোষ,
    অধ্যাপক,সংগীত শিল্পী,বাংলাদেশ বেতার, টিভি ও মঞ্চ।

  • @ashisroy8679
    @ashisroy8679 Год назад +12

    আশ্বিনের শারদপ্রাতে--
    অনন্য, অসাধারণ ------

  • @ankurdeepbarman5029
    @ankurdeepbarman5029 9 месяцев назад +2

    পিতৃ পক্ষ - মাতৃ পক্ষ সবাইকে শত কোটি প্রণাম ............................জয় মহিষাসুরমর্দিনী.....

  • @rudrajitroy543
    @rudrajitroy543 Год назад +1

    ছোটবেলা এই দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকতাম, তখন মোবাইল ছিলো না, ঘরে ঘরে রেডিওতে মহালয় সোনার প্রচলন না।

  • @dipumondal3706
    @dipumondal3706 2 года назад +32

    এই তো ছোটো কালের ইমোশনাল ভাব ।
    সত্যিই চোখ বন্ধ করলেই ছেলে বেলার ছবি ভেসে ওঠে , আমি ছেলেবেলার কথা মনে করে কবে এত খুশি হয়েছি জানি না তবে আজ কন্ঠ টা শুনে সত্যিই অনেক খুশি হলাম। ধন্যবাদ বিরু দা 🙏জয় মা

    • @debupagolbhattacharya7465
      @debupagolbhattacharya7465 Год назад

      ruclips.net/video/55Dut4PrAl0/видео.html

    • @sukritiranjanbaur1217
      @sukritiranjanbaur1217 Год назад +1

      বিরানব্বই বছরে শ্রীযুক্ত ভদ্র মহাশয়ের অনুষ্ঠানটি একটু ম্লান হয়নি বাংলার কৃষ্টি সংস্কৃতি শারদীয়ার উৎসবকে জে প্রাণ বন্ত করে তোলে,মনের মাঝে সবাইকে আপন করে নেওয়ার পরিবেশ তৈরি করে সেটা অতুলনীয়,জে সমস্ত শ্রদ্ধেয় শিল্পীর সমন্বয়ে এই নৈবেদ্য তাদের সবাইকে আমার ভক্তিপূর্ন প্রণাম।

  • @oscarwild9550
    @oscarwild9550 Год назад +5

    58.40 আবেগে আর্দ্র হয়ে এসেছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বাবুর কণ্ঠ। আর আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে!

  • @shibabrataguha895
    @shibabrataguha895 Год назад +6

    অপূর্ব লাগলো। জয় মা দুর্গা দুর্গতিনাশিনী।

  • @kushalhazra3745
    @kushalhazra3745 2 года назад +16

    বাঙালি অনেক কিছু পেয়েছ তার কপাল গুনে।
    কিন্তু এই মূল্যবান জিনিস গুলো কে আমাদের ধরে রাখতে হবে । যেন কৈলাস এসে ধরা দিয়েছে আমাদের এই বাংলায়

  • @ashokechakraborty3950
    @ashokechakraborty3950 2 года назад +8

    জয় মা শ্রী শ্রী দূর্গা মাতা তোমার শ্রী চরণে সত কোটি প্রণাম ।

  • @debjanisarmadhikary7572
    @debjanisarmadhikary7572 2 года назад +76

    যতদিন পৃথিবী থাকবে, রেডিও থাকবে, ততদিন এই মহিষাসুরমর্দিনী, মহালয়া
    বাঙালীর হৃদয় জুড়ে থাকবে🌻🌻🙏🙏

  • @sovaganguly5615
    @sovaganguly5615 9 месяцев назад +1

    ❤জয় মা মহালয়া

  • @julidas3069
    @julidas3069 9 месяцев назад +1

    জয় মা দুর্গা মা তোমার চরণে শত শত কোটি প্রনাম মা 🌺🌺🙏🙏🙏 সকলের মঙ্গল কর সকলকে ভালো রেখো তুমি মা 🌺🌺🙏🙏🌺🌹♥️♥️

  • @tanmoychatterjee3862
    @tanmoychatterjee3862 Год назад +3

    এই মহিষাসুর মর্দিনী চিরন্তন সত্য
    বাংলা ও বাঙালির হৃদয়ে, মননে এই সৃষ্টি
    চিরদিন শাশ্বত নিত্য সূর্য্যের মতো
    🌺🌺🙏🌺🌺🙏🌺🌺🙏🌺🌺🙏🌺🌺

  • @debnarayanmajumder1237
    @debnarayanmajumder1237 Год назад +290

    বাচ্চা বয়স থেকে শুনে আসছি। তখন বাড়িতে রেডিও ছিল না,মনে পড়ে পাশের বাড়ির রেডিওতে চন্ডিপাঠই এক অনাবিল আনন্দে মন ভরিয়ে দিত। আজ মোবাইলে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কন্ঠে চন্ডীপাঠ শুনতে শুনতে দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কারণ এটা তো শুধু চণ্ডীপাঠ নয় এর সঙ্গে জড়িয়ে আছে মা বাবার স্মৃতি, যাঁরা ভোর ভোর বিছানা থেকে তুলে দিতেন যাতে ঠিক সময় মতো অনুষ্ঠান টা শুনতে পারতাম। আজ তাঁরা নেই, কিন্ত তাঁদের কথা, আমাদের আনন্দ উত্তেজনায় তাঁদের প্রশ্রয়ের স্মৃতি গুলো মনে করে এক অদ্ভুত স্মৃতিকাতরতায় আক্রান্ত হয়ে পড়ি।

    • @RunaRoy-xx5cn
      @RunaRoy-xx5cn Год назад +27

      ঠিক একই অবস্থা আমার ও।পূজোয় একটা জামা ।তাও হতো অনেক অসুবিধায় । সে যে কি আনন্দ। আজ অসংখ্য জামাকাপড় মায়ের কৃপায়।কিন্ত সেই আনন্দ কোথাও নেই। মনটা ডুকরে কেঁদে ওঠে।আজ নিজেরাই দূর গা পূজো করি।কিন্ত আজ বাবা মা নেই ছোট বেলার সংগীরা এখানে ওখানে ছড়িয়ে আছে।আজ সবই আছে নেই শুধু সেই ছোট বেলার একটা জামা রোজ পড়ার আনন্দ। যে ক দিন বাঁচব তোমার পূজো যেন করে যেতে পারি।তোমার সন্তান দের ভাল রেখো মা।

    • @pankajmistry4689
      @pankajmistry4689 Год назад +3

      M a

    • @tusharghosh685
      @tusharghosh685 Год назад +4

      আমাদের ছোটবেলাতে ও।

    • @anitalodh2532
      @anitalodh2532 Год назад +4

      Mayer agomoni. Mahalayer Diya. Maa shaber mongal Koro MAA 🙏🙏🙏 🙏🙏

    • @bishnupadabhowmick8177
      @bishnupadabhowmick8177 Год назад +9

      আপনার কথাটাই একেবারে অক্ষরে অক্ষরে সত্য

  • @ramadatta-yr5gj
    @ramadatta-yr5gj 9 месяцев назад +1

    Sarbe bhavantu sukhina
    Sarbe santu niramaya
    Sarbe bhadrani pashsantu
    Ma kaschit dukkhabhak bhabeth
    Om shanti om shanti om shanti.

  • @amalendumondal9956
    @amalendumondal9956 Год назад +1

    Shubha Mahalaya Aamsder Hridaya Jure Thak

  • @indirakharidehal935
    @indirakharidehal935 9 месяцев назад +13

    On the Mahalaya Day,we use to listen in the early morning from Radio।It is so divine and we feel lots of vibrations.🙏🙏🪷

  • @sajalsinha5573
    @sajalsinha5573 2 года назад +16

    খুব ভালো লাগলো। আমি প্রবাসী। অনেক দিন পরে মহালয়া শুনলাম। ছোটবেলার কথা খুব মনে পড়ছে।

  • @siddheswarroy8441
    @siddheswarroy8441 Год назад +6

    অপূ্র্ব,অনেক প্রজন্ম শুনবে।

  • @sourenchattopadhyay2197
    @sourenchattopadhyay2197 Год назад +1

    Mahaloya sunle chotobela khub mone pore, Redio te barir sokole suntam, Birendra Krishna Bhadrer konthe na sunle monta tripti pai na, Joy maa Durga

  • @kalyanibosu3552
    @kalyanibosu3552 9 месяцев назад +7

    সবাইকে বিপদ থেকে মুক্ত করুন মা ❤❤🌺🙏🙏🙏

  • @rimapramanik4702
    @rimapramanik4702 Год назад +7

    ছোট বেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল ....

  • @sutapadhar2812
    @sutapadhar2812 Год назад

    Ei Chandipath kunodin purano hoy na...mon bhore jay..Jay Maa Durga..🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samratsentertainment2094
    @samratsentertainment2094 9 месяцев назад +1

    Maa Maa Bole Chella 🙏🙏🙏
    ❤🙏

  • @sujitmahalanobish7221
    @sujitmahalanobish7221 Год назад +13

    সত্যি এটা একটা অনবদ্য অনুভূতি।এটা কাউকে ভাগ দেওয়া যায় না। নিজে উপলব্ধি করতে হয় ।ছোট বেলার অনেক স্মৃতির কথা মনে পরে যায়।মনে আছে বাবা আগের দিন রাতে রেডিওটা কলকাতা স্টেশনটা টিউন করে রাখতো।রাত ৪ টায় বাবা আমাদের ঘুম থেকে উঠিয়ে দিত। আবার ধূপকাঠি জ্বালিয়ে দিত। অন্য দিকে মা চায়ের জোগাড়ে ব্যাস্ত হয়ে যেত।মহালয়া শুনতে শুনতে কখনো আবার ঘুমিয়ে পরতাম।বাবা একটু চা খেয়ে নিতে বলতো।অত সকালে ওঠার অভ্যেস নেই তো।শেষ‌ হলেই শুনশান রাস্তায় বেরিয়ে পরতাম শিউলি ফুল কুড়াতে।কি যে আনন্দ লাগতো বোঝানো যাবে না।হায় সেই দিন গুলো আর কোন দিন ফিরে আসবে না। এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা এর স্বাদ থেকে বঞ্চিত থেকে গেল।মহালয়া উপলক্ষে সবাইকে সুভেচ্ছা জানালাম।

    • @creepy4267
      @creepy4267 9 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sikhachowdhury1089
    @sikhachowdhury1089 2 года назад +9

    ভোর চারটায় ব্রাহ্ম মুহূর্তে শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের উদাত্ত কণ্ঠে সুস্পষ্ট উঢ্চারনে মহিষাসুর মর্দিনী ঢন্ডী পাঠ অর্থাৎ মহালয়া চিরদিন অমর হয়ে থাকবে। এর সাথে গান গুলো ও খুব সামঞ্জস্য পূর্ণ। সব কিছু মিলিয়ে মিশিয়ে একটি সুন্দর পরিবেশের সৃষ্টি হয়।

    • @parthachakraborty8565
      @parthachakraborty8565 Год назад

      সুন্দর বর্ননা। দেবি পক্ষের সূচনায় ব্রাহ্ম মুহূর্তে শ্রী শ্রী চনডি পাঠ। জয় মা জয় মা জয় মা

    • @nikhilchandramondal9270
      @nikhilchandramondal9270 Год назад

      শুভ মহালয়া মন ভরে গেল প্রাণ ছুয়ে গেল ছোটবেলা থেকে শুনে আসছি এখনও শুনছি যতবার শুনি ততবারই ভালো লাগে সবাইকে মহালয়ার শুভেচ্ছা জয় মা দূর্গা

  • @kalpanadey3249
    @kalpanadey3249 Год назад +1

    অপেক্ষা করে থাকি একটা বছর অধির আগ্রহে 🙏

  • @urshitamazumdar3561
    @urshitamazumdar3561 9 месяцев назад +1

    জয় মা দুর্গা ❤🙏🏻

  • @soumenkaran6583
    @soumenkaran6583 3 года назад +6

    Birendra Krishna Bhadra amader banglar garbo

    • @tanayaghosh7449
      @tanayaghosh7449 2 года назад

      ruclips.net/video/j3t8tGUZF4g/видео.html

  • @ashokmahalder2089
    @ashokmahalder2089 Год назад +1

    Choto bela theke ai din ta khub priyo chilo,,, ghum vangto mohaloya sune se ak alada onuvuti,, seta bangali chara keu upolobdhi korte parne na,,
    Mohaloya sunle choto belay fere jai😍🙏🙏🙏
    Ma sobar mongol koruk🙏🙏🙏🙏

  • @papadada9226
    @papadada9226 Год назад +1

    অনবদ্য সৃষ্টি , এটাই প্রথম এটাই শেষ, প্রতি বছর নতুন লাগে বীরেন্দ্রকৃষ্ণের এই মহালয়ার চন্ডীপাঠ ।

  • @subhasisdas8021
    @subhasisdas8021 2 года назад +35

    আজ আবার মহালয়া হয়ে গেল ।।বহুদিন ধরেই বাংলার বাইরে, তাই রেডিও তে অনুষ্ঠান শুনতে পারিনা কিন্তু আপনারা সেই সুযোগ করে দিলেন ।অনেক অনেক ধন্যবাদ ।।।এমন একটি অনুষ্ঠান, সারা জীবন ধরে শুনলেও কখনো পুরনো হতে পারে না ।।।

  • @ashokeroy9366
    @ashokeroy9366 Год назад +55

    মহালয়ার দিনে বীরেন্দ্র কৃষ্ণ বাবুর এই আওয়াজ শুনে মনে হয় পূজা এল। চিরস্মরনীয় ।🙏🙏🙏🙏

  • @sunilbanerjee7323
    @sunilbanerjee7323 9 месяцев назад

    বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কণ্ঠে মহালয়া শুনলে, ছোট বেলার কথা খুব মনে পড়ে যায়, ভোরের আগের রাতে তারা তারি গুমানো, সকালে উঠতে হবে সোনার জন্য, রেডিও ব্যাটারি ও রেডিও টা ঠিক করে রাখা, আজ সেই দিন গুলি miss করছি

  • @sutapabanarjee1333
    @sutapabanarjee1333 9 месяцев назад

    কি অসাধারণ অনুভূতি... মহালয়া শোনা ছোটবেলায় এক অনন্য অনুভূতি, শরতের আমেজ শিউলির গন্ধ প্রাণে কি আনন্দ যে এনেদিত। আমার সেই ছোটবেলাটা চোখ বন্ধ করলে অনুভব করি। আমার মা বাবা আজ কেউ নেই... Missing those days...

  • @susmitasstory7593
    @susmitasstory7593 2 года назад +3

    Ei chandiath amr khub priyo, ai yr a amr meyer life a first Mahalaya, tv na chaliye eita prothom sonalam oke

  • @ratnarajdharmusicworld3461
    @ratnarajdharmusicworld3461 2 года назад +6

    আজ সকালে মহালয়ার পূন্য তিথিতে এই চিরপরিচিত "মহিষাসুর মর্দিনী" শুনে আমি আর আমার মা দারুন আনন্দ পেলাম, শান্তি প্রতিষ্ঠিত হোক সমগ্র বিশ্বে, শুভ শক্তির হোক জয় 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @srijayg9238
    @srijayg9238 2 года назад +1

    Jay Birendra Krishna bhadra er jay hok♤srijay

  • @sbtoofan1027
    @sbtoofan1027 2 года назад +22

    সবাইকে বিপদ থেকে মুক্ত করুন মা ❤️❤️🌺🌺🙏🙏🙏🙏

  • @chittaranjanmusib3936
    @chittaranjanmusib3936 Год назад +4

    Even today it is worth listening the Mahalaya Mahishasur Mardini by Birendra Krishna Bhadra which We used to listen from Radio in 1960 when we were in college. It has its own uniqueness which none can defeat.