নৌকা বিলাস । Nouka Bilas (পালা কীর্তন) ॥ শিল্পী---শিবানী বালা ও বনানী
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- #নৌকা বিলাস (পালা কীর্তন)
শিল্পী-শিবানী বালা ও বনানী
________________________________
রাধাকে পাওয়ার জন্য কৃষ্ণের কতই ছলনা, কখনও তিনি দানী সাজেন, কখনও ভারী। শ্রীকৃষ্ণকীর্তনের নৌকাখন্ডে দেখি, অনেকদিন রাধিকার দেখা না পেয়ে বিচলিত কানাই বড়াইএর সঙ্গে যুক্তি করে যমুনার নৌকায় মাঝি সেজে বসেন। বর্ষার যমুনায় ঘাটোয়াল কানাই। রাধা আর অন্য গোপিনীরা তাঁকেই বলেন পার কর গো পার কর। এদিকে কানাই তো ইচ্ছে করেই বানিয়েছেন এমন নৌকা যাতে দুজনের বেশি লোক ধরে না। তাই এক এক করে সকল গোপিনীকে পার করতে থাকেন। পড়ে থাকেন একা শ্রীরাধিকা। তিনি নৌকায় উঠতেই ঝর ওঠে ভীষণ রকম নৌকা কাঁপতে থাকে। কানু বলেন নৌকার ভার কিছু কম করতে হবে। শ্রীমতি ভয় পেয়ে কানুর কথামত বসন ভূষণ পরিত্যাগ করেন।
এইখান থেকে এই গানটি শুরু হয়। শ্রীরাধিকা যখন আভরণ পরিত্যাগ করলেন যমুনার জলে, তখন নৌকাও হালকা হল আর কাহ্ন ও হিঅ হিঅ বলে দ্রুতবেগে দাঁড় টানতে লাগলেন। নৌকা যখন মাঝ নদীতে তখন আবার উঠল প্রবল বাতাস। রাধিকা ভয়ে কাতর হয়ে কানাইকে মিনতি করলেন এবারের মত পার করে দাও কানাই তুমি যা চাইবে আমি তাই দেব। কিন্তু শুধু মুখের কথায় কাজ হবে কেন? কানাই আরো জোরে দোলাতে লাগলেন নৌকা, রাধার দধি দুগ্ধের ভান্ড উছলে পড়তে লাগল। তখন ভীতা রাধিকা শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করলেন নিজেকে। খালি সাবধান করে বললেন কানাই একথা যেন বড়াই জানতে না পারে, কারণ সে জানলেই আইহনের কানেও কথা উঠবে।অর্থাৎ রাধাঠাকুরানী গোপনে রাখতে চাইছেন এই মিলন। এমন কথা শুনে কৃষ্ণ হরষিত মনে জলের মধ্যেই নৌকা ডুবিয়ে মিলিত হলেন রাধিকার সঙ্গে ।
খুব সুন্দর হয়েছে
Darun valo laglo.
Khub valo laglo
খুব ভাল লেগেছে, ধন্যবাদ।
😊ল্ল😢
়়