ছবি নয় যেন জীবনের সংগ্রাম। প্রতিটি মুহূর্ত জীবনের সাথে মিলে যায়। একটা দৃশ্য স্বামীর জামা ছিঁড়ে দেওয়া কি অসাধারণ। এই ছবি অজয় কর তৈরী করেছিলেন নিপুন ভাবে। মহানায়ক নিজে এই ছবি দুবার দুবার দেখেছিলেন। এই অভিনয়ের ভাষা শুধু মাত্র সুচিত্রা সেন এর পক্ষে সম্ভব ছিল। কতটা সাবলীল হলে কাজটা করা যায়। সুচিত্রা সেন ছিলেন হীরের দ্যুতি। আন্তর্জাতিক আয়ার্ড প্রথম ভারতীয় নারী।কেউ নেই। সবাই নশ্বর দেহ ছেড়ে চলে গেছেন। পাহাড়ী বাবু, মালিনা দেবী, ছায়া দেবী, তরুণ কুমার, সুব্রতা দেবী, গীতা দেবী, সৌমিত্র বাবু, হেমন্ত বাবু ও অজয় কর বাবু। চোখের জল দিয়ে শ্রদ্ধা জানাই
শুনেছিলাম এই সিনেমার জন্য মহানায়িকা international award পেয়েছিলেন as ,not only first bengali, but also first indian..আজ দেখলাম পুরস্কারে র কারণ..শুধুই facial expression??? মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর ওই চরিত্র টাকে ফুটিয়ে তুলেছে..wonderful mam.. মহানায়ক এর সাথে আপনার সিনেমা গুলো যেমন আপনাকে সফলতা দিয়েছিল,তেমন আপনার এই semi solo সিনেমা গুলো আপনাকে as a classic actress establishment দিয়েছিল... Dweep jwele jai, উত্তর ফাল্গুনী/ Mamta,Andhi..etc Mohanayika of whole indian film industry.🙏🙏🙏🙏
Sat Panke Bandha is one of the heart touching Bengali Films where emotional conflict of the husband and his wife in the conjugal life has been articulated. The emotional but the pragmatic utterance of Soumtra Chattopaadhyaay and Suchitra Sen always touch our hearts as the content of the story is centered around the day to day happening of a middle class family in the Bengali domain. All of the actors of this film are no more with us. But their acting has left a perpetual imprint in our hearts. This film had received international recognition in the Film Festival held in erstwhile Soviet Union. Fortunately, I had witnessed the film more than one times during my student life in between 1970-1975.
সম্পূর্ণ বাস্তবধর্মী ছবি , সম্পর্কটা যদি শেষপর্যন্ত জোড়া লেগে যেত তবে বলতাম সাধারণ সিনেমা কিন্তু সেটি না হওয়াতেই ছবিটি বিস্ময়কর হয়েছে । এবং সুচিত্রার দক্ষ অভিনয়ের জন্য প্রথম আন্তর্জাতিক দরবারে কোনো বাঙ্গালী শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন 🙏
সংসারের সব ভালো,মন্দ,সুখ, দুঃখ এসবের জন্য কেন একটা মেয়েকেই দায়ী করা হয়,কেন শুধু তাদেরকেই মানিয়ে নিতে হয়? এতো সব কিছু মানিয়ে নিতে নিতে জীবনের কতটুকুই বা বাকি থাকে।
Apnar kothay amio akmot.....kin2 pls....archanar jaygay nijeke bosiye vebe dekhun.....sab e to haralo....tar ki khub onnay 6ilo? Vul sudhranor kom chesta to se koreni....chele ba meye nay....akta couple......sab haralo....ar day sudhu oder dujoner nay....amader samajero...mane...amader...Jara ajker baba-ma. Amon r akta movie Uttam Kumar er JATUGRIHO
আপনি কি আসমানের দিকে তাকিয়ে মুভিটা দেখছেন??একটা নারীই তো ভালো ভালো করতে গিয়ে সব নষ্ট করলো। যা এখনো সমাজে বহমান। কোনো পরিবারের যদি বউর মা,বউর বোনেরা সব কিছুতে আগাম জ্ঞান বাটে,নাক গলায় সে ধরণের ফ্যামিলি ৯০% ই টিকতে দেখা যায়না। যা আগেও ছিলো,এখনো প্রকোপ হয়েছে
আচ্ছা সব মানিয়ে নেয়া যে কেবল মেয়েদের এটা কে বলছে? সংসার এর বাইরের যে কর্মক্ষেত্র সেগুলোতে একজন ছেলেকে ক্ত কি মেনে নিতে হয় তার কোন ইয়াত্তা নেই। সত্য যে মেয়েরাও বর্তমানে বাইরের জগতে সমানতালে বিচরণ করছে, তারাও অনেক পরিস্থিতি মানছে। কিন্তু সঙ্গে সিংহভাগ পরিবার পুরুষের দ্বারাই চালিত। আর সংসার চালাতে গিয়ে ছেলেকেও অনেক নিষ্পেষিত হতে হয়।
সারারাত ঘুমাতে পারিনি এমন একটা অসাধারণ বাংলা ছায়াছবি। যে ছবিটির মধ্যে হাসি, কান্না, মান - অভিমান, শিক্ষা, উন্নতি সবকিছুই বিদ্যমান। একটি মেয়ে তার অস্তিত্ব রক্ষা করার জন্য শিক্ষকতা মধ্যে দিয়ে যে সংগ্রাম চালিয়ে গেছেন তা এই ছবিটির মধ্যেই প্রতিমান হয়েছে। নিজেকে বর্তমান সমাজে বিলিয়ে দিয়ে নয় নিজেকে প্রতিষ্ঠিত করার মধ্যেই সার্থকতা। অসাধারণ একটা ছবি বর্তমান পেক্ষাপটে এমন ছবি আর আমরা দেখতে পাই না। ♥️😢
SUCHITRA SEN, MAHANAYIKA got the Moscow International Award for this film and was the first Indian actress to get an international award... She is a legend of all legends.
@@tapaskundu8286 Absolutely RIGHT !!!! Fully agree. THANKS. By the way, let me confide: similar things happened to me. Long below in this platform gave some details; she did not return; she was beyond reach; her mother told she was not home, gone to relative. Then came divorce paper; has not forgotten her.
এই সম্পর্ক প্রথম থেকেই Toxic ছিল। মেয়েটার লাইভ টা শেষ হয়ে গেছে। আর মেয়েটার পরিবার ও তড়িঘড়ি বিয়ে দিয়ে দিল, একটু সময় দিল না এই অধ্যাপকের চরিত্র বোঝার। এই সব প্রেম এরকমই হয়, এই রকম গন্ডার ছেলেগুলো তাদের বউদের এতটুকু সাহায্য করে না তাদের দুঃসময়ে। মেয়েটা এতো কিছু মানিয়ে নিল, আর ছেলেটা মানাতে পারল না?????আর সংসারে অশান্তি লেগেই থাকে। তাতে বউকে বাদ দিয়ে দিতে হবে বউর বাড়ির লোক কি বলছে, না বলছে তাই শুনে?? এই রকম গোঁড়ার অহংকারী ছেলেকে কে বিয়ে করে, যে বউকে এতটুকু বুঝতে চেষ্টা করে না?????? বিয়ের পর মায়ের বা মেয়েটির ফ্যামিলির চিন্তা হয় না মেয়ে কেমন থাকবে?? সেটা বোঝার বুদ্ধি এই পশুমার্কা অজ্ঞ অধ্যাপক এর নেই। ওর দাদার স্বার্থ ছিল কিন্তু এই রকম অধ্যাপকের থেকে ননীমাধব অনেক ভালো ছিলো, অন্তত শিশুর মতো তো ছিল🥰, অর্চনার হাতে পড়লে ঠিক মানুষ হয়ে যেত। Never Marry Ur Soulmate, This angry man was Archna's soulmate, not husband type. অর্চনা এর পরেও ভুল করছে, কাউকে জীবনসঙ্গী করে নেওয়া উচিত ছিল এতকিছুর পর।( *Ok, I have no extra time to give any reply ,so don't expect it from me😊* ,have a good day)
ঠিক কি বলতে চেয়েছেন? কার সমালোচনা করলেন? লেখক-এর না সৌমিত্রর চরিত্রকে? অন্যভাবে বললে নায়িকার মায়ের জন্য বা এই চরিত্রটির জন্য! এখানেই লেখকের মুন্সিয়ানা। দরিদ্র হওয়া আর মেরুদণ্ডহীন পুরুষ এক নয়। আপনার দৃষ্টিকোণ কেবলমাত্র দাম্পত্য জীবনে সীমাবদ্ধ! বিষয়টাতো তা নয়।যথেষ্ট দক্ষতায় লেখক স্বামী-স্ত্রীর পরস্পরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা -সমবেদনা অটুট থেকেছে তাই কেউ পরবর্তীতে বিবাহে আগ্রহী হয়নি।"সাতপাকে বাঁধা " কে সার্থকভাবে গুরুত্ব দিয়েছেন। দুটি জীবনের চাওয়া পাওয়া অপূর্ণ থেকে গেছে!!!
@Ashok বাংলা ভাষা বোঝেন তো?? যা বোঝাতে চেয়েছি কমেন্টে লিখেছি, তা পড়ে বুঝতে পারছেন না আমি কি বোঝাতে চেয়েছি?? আর আমি বিবাহিত নই, I am a University Student , but I am totally aware about those type of real life incidents আর আপনাকে কে বলল যে *পরবর্তীতে কেউই বিবাহে রাজী হয়নি* , এই অধ্যাপকের পরবর্তী জীবন সর্ম্পকে কিছু বলা আছে সিনেমাতে??????? দরিদ্র হওয়া আর মেরুদণ্ডহীন পুরুষ হওয়া এক না, আর এঁড়ো ষাঁড়ের মতো স্ত্রীকে ভুল বুঝে, তার বাড়ির লোকের কথাতে ভুলে স্ত্রীকে পুরোপুরি ত্যাগ করা মেরুদণ্ডহীন পুরুষের কাজ নয়?? একবার বৌকে কি হাতে পায়ে ধরে ফিরিয়ে আনা উচিত হয়নি ওর, যখন পরে সিনেমা তে বৌ ছুটে গেল ওর দোরে।Psychology says, *Real Brave men never leave their Wifes and Children in any situation* .... এখানে এই অধ্যাপকের জন্য ভালোবাসা বড় ছিল না, কাপুরুষ পুরুষের foolish ego টাই বড় ছিল, প্রথম প্রথম সব ফ্যামিলি তেই মেয়েদের শ্বশুর বাড়িতে বাপের বাড়ির লোকেরা প্রচুর যাতায়াত করে, সেটা সহ্য করা উচিত ছিল, *কারন মেয়েটাকে ওই গন্ডার অধ্যাপক জন্ম দেয়নি বা মানুষ করেনি,মেয়েটির পরিবার করেছে, তাই মেয়েটির পরিবারের সমান অধিকার আছে, মেয়েটির উপর* । আর আপনার যদি মনে হয়, মেয়েটির মা এর জন্য সম্পূর্ণ দায়ী তাহলে আপনার মতো মানুষ কে আর 2nd time reply দেওয়ার কোনো প্রয়োজন নেই। *মায়ের মনে কি হয়, আপনার মতো লোক কি বুঝবে* । আর ঐ পিসিমার এই জন্য কোনো দায় নেই আপনার মনে হয়, লোকে কতকিছু বলে না বুঝে তাই বলে কাশী চলে যেতে হবে এক নবদম্পতিতে ফেলে রেখে এক সংকট ময় পরিস্থিতি তে, ওদের কে সাহায্য করা উচিত ছিল না ঐ সময়ে??? কেন মেয়েটির মায়ের কথা কানে তুলতে গেলো, বাপের বাড়ী শ্বশুর বাড়ি অনেকেই অনেককে পছন্দ করে না। সেসব কথা কে কানে তোলে?????? মেয়েটির ফ্যামিলি র দোষ ছিল মারাত্মক কারন *যেকোনো মূল্যে এই বিয়ে বন্ধ করা উচিত ছিল, তাড়াতাড়ি এই বিয়েতে সন্মতি দিয়ে ভুল করেছিল, মেয়েটার জীবন সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে, যা হয় সচরাচর এসব ক্ষেত্রে* । ।।। আর মেয়েটির দোষ দিচ্ছেন, যে রাজকীয় পরিবেশ থেকে উঠে এসে এই রকম গরিব ঘরে যায় শুধুমাত্র ভালোবাসা র টানে, সব কিছু মানিয়ে নেয় সেই গরিব ঘরের সংস্কৃতি র সঙ্গে,তাকে দোষ দিয়ে আপনি আবারো আপনার দৃষ্টিভঙ্গি চেনালেন।
Sorry @Surama Aunty ,In the most of times, Marriage Lifes are always fucked up, especially for girls, then after People like you say, "1st Marry, then give lecture" 🤣.. *Marriage is just like Sour Candy* কেউ সেটা করেনি ,এর অর্থ এটা নয় সে যেটার সম্পর্কে বলছে, সেটা সমস্তটাই ভুল বা কাল্পনিক অথবা অভিজ্ঞতাহীন child's/ young people's talk...দুনিয়া বোঝার জন্য Common sense আর একটা clear দৃষ্টি ভঙ্গি লাগে, তার দ্বারা পুরানো জিনিস কেও নতুন দৃষ্টিভঙ্গি তে দেখা যায়। তাই কমবয়সী বলে আমাকে জ্ঞান দেওয়ার দরকার নেই আমি ভবিষ্যতে কি করব না করব🥰
Aj Kal Kar cenima art er loke ra kano bujte pare na je ... bhalo chobi jonno skin show and item No. Er dorkar pore na... Ekta simple story ke bhalo kore dekhale e hoy. I hope Jara cinema ke profession koreche Tara ektu sikha nebe ek din e rokum chobi thake
The essence of the whole story comes out @ 1:57: 20 from Suchitra's statement "amar ghore ghore giyey dekhtay icche koray tomar moton koto maa koto meyer bhalo korar jonno erokom koray"
সুচিত্রা সেন অভিনীত অনেক ছবিই দেখেছি। কিন্তু এই ছবিতে মহানায়িকা কে প্রতিটি সংলাপে, চাহনিতে, ওনার প্রতিটি নড়া চরাতে (movement) এক অভূতপূর্ব সুচিত্রা সেন কে খুঁজে পেলাম। শেষের দুঃখের কিছু মুহূর্ত বাদ দিলে এক আলাদা মাত্রার সুচিত্রা সেন কে খুঁজে পেলাম। প্রায় পঁয়ত্রিশ বছর আগে ছবিটি দেখেছিলাম টেলিভিশনের পর্দায়। আজ (22/07/2021) আবার দেখলাম। ❤👍😎😊
Great movie although I never watched bengali movies but suchitra sen made me do it what a great story plot it aptly shows how the interference of wife's mother and ego and nature of her husband destroyed the life of both husband and wife whereas girl was not at fault as she was unaware of most of the doing but at the end she was the one and up suffering
Ei film ta soumitra chatterjee er anyotamo srestho ekta kirti.ahetuk uttam kumar er darkar chhilo na.ajoy kar soumitra chatterjee er sathe j kota kaaj korechhen maximum national award peyechhen.
@@tapasdas4810 Ei moviete SUCHITRA SEN 1963 te MOSCOW film festival award (International) peyechhilen. SUCHITRA SEN e 1st INDIAN, jini 1st INTERNATIONAL award pan.
One of the most legendary movie just outstanding acting soumitra and suchitra i salute suchitra mam you are such a god gifted. No others compare with you're personality
Soumitra Chatterjee onek boro legend I love him ❤️❤️❤️❤️but particularly in this movie Suchitra Sen nailed the scenes I can't unship my eyes 👀 from her literally believe me ❤️❤️😊🙏
Take a Lesson from this picture, Nominal matter makes the problem in family life and break up,separation causes.Main cause is Ego in both side ,no submissive in long time.
সূচিত্রা সেন আসলেই এক ব্যক্তিত্বের নাম তবে শুনেছি তিনি তাঁর ব্যক্তিত্বের মর্যাদার কারণে তাঁর মতো করেই সবকিছু মূল্যায়ন করতে গিয়ে সবশেষে ৩৬ বছর একাকিত্ব জীবন বেছে নিয়ে জীবনের শেষ যবনিকা টেনে চিরবিদায় নিয়েছেন।
একাকীত্ব মোটেই না। মেয়ে ,মেয়েজামাই ,দুই নাতনি। আত্মীয় স্বজন ও ছিলেন। আর ছিলেন শ্রী শ্রী মা এবং শ্রী শ্রী ঠাকুর। স্বামী বিবেকানন্দ সঙ্গে বিভিন্ন ধর্ম গ্রন্থ। তিনি বলতেন " I may be alone ,but I never feel lonely।"
ছবিটি আগে দেখার সৌভাগ্য হয়নি।সুচিত্রা-সৌমিত্র জুটির ছবি কম হয়েছিল! এ ছবি খলনায়িকা সমৃদ্ধ। যথেষ্ট মুন্সিয়ানার সাথে তিনি ছবিটিকে এগিয়ে নিয়ে গেছেন। অনেক ধন্যবাদ! দুরন্ত অভিনেতা-অভিনেত্রী সমৃদ্ধ ছবিটির নাম কলেজে পড়ার সময় এক বান্ধবীর মুখে শুনছিলাম। তার ভীষণ পছন্দের ছবি ছিলো। কেন সেটা বোঝার চেষ্টা করলাম।
ছবি দেখা তো আর পূণ্যের কাজ নয় যেটা দেখতে সৌভাগ্যের প্রয়োজন হয়,,বরং এটা পাপ,,ভাল কিছুতে সৌভাগ্য লাগে,,আমি রাগ করে বলিনি,,তবে বলতে পারেন যে অসম্ভব ভাল লেগেছে
@@ashokhalder9618 আসলে বেআদব ওনি নিজে। আপনি ঠিকই বলেছেন। আমারও আগে দেখার সৌভাগ্য হয়নি। কারণ আমার জন্মই হয়েছে সিনেমা মুক্তি পাওয়ার ১৫ বছর পরে। আর এই ছবি গুলো আমাদের হীরা জহরত।
যখন সিনেমা টা তৈরী তখন শিক্ষক দের বেতন নগণ্য ছিল , আমার পিতামহ আর মাতামহ দুজনেই শিক্ষক ছিলেন , বাবা মার কাছে শুনেছি তারা কতটা কষ্ট করে সংসার চালাতেন। আজকের মত শিক্ষকতা টা এতো মোটা মাইনের চাকরি ছিলো না।
এত দিন শুধু শুনেছি সিনেমাটির কথা,আজ দেখলাম,কি অপূর্ব অনবদ্য কাহিনী, অভিনয়,উপস্থাপন! প্রত্যেকে সহ সৌমিত্র যথাযথ কিন্তু সুচিত্রা সেন অসাধারণ ।চিত্রনাট্য ও পরিচালনা কি দুর্দান্তভাবে নিখুঁত,ভাবা যায় না।
এক মুহূর্তের জন্যও চোখ সরাতে পারছিলাম না.. নিজের অজান্তেই চোখ দিয়ে ওজরস্র জল বেরিয়ে গেল.. যেন চোখের সামনে একটা ভালোবাসা, একটা সুখী সুন্দর পরিবার কে ভেঙেচুরে ছারখার হতে দেখছি অথচ কিছুই করতে পারছিনা😔😔
Sera line : " আমার প্রতিটি ঘরে ঘরে যেয়ে দেখেতে ইচ্ছা করে কতজন মা তার মেয়ের ভালো করছে । তোমাদের ভালো করার এই মারাত্বক ভুলে সব জ্বলে পুড়ে শেষ হয়ে গেলো। "
Jara...ai.. movie ba ai comment ta dekhbe....tar ki6 manus o Jodi...nijer jibone amon dayi2 ban samajik manus hoye othen...taholeo....onekta.....beche thakbe...amon besi ovimani samparko gulo
Kotha ta jeno,,sudu amar jonno lekha holo,,, sararat kotha ta jeno kane beje jacche amar... Ami o konovabe ma k bujate pari na.. Amar eto valor drkr nai..
মানুষের ব্যক্তিত্ব নিয়ে কিছু বললে সেটা কখনোই সহ্য করা যায় না এখানে না শুকেন্দ্র এর দোষ ছিল। আর না অর্চনার দোষ। শুধু মাত্র অর্চনার মায়ের জন্য ফুলের মতো দুটি জীবন শেষ হয়ে গেল 😭😭😭
আধুনিক প্রজন্মের প্রেরণা অনবদ্য এই কাহিনীচিত্র আর অবশ্যই মহানায়িকা সহ অন্যান্য কলাকুশলীদের অভিনয়ের মুন্সিয়ানায় দর্শককূল আজ ও বিভোর। একবিংশ শতাব্দীর শিল্পীদের এপাং- ওপাং-ঝপাং অভিনয়ে আজ বাংলার এই শিল্প অবক্ষয়ের পথে ।।
ছবি নয় যেন জীবনের সংগ্রাম। প্রতিটি মুহূর্ত জীবনের সাথে মিলে যায়। একটা দৃশ্য স্বামীর জামা ছিঁড়ে দেওয়া কি অসাধারণ। এই ছবি অজয় কর তৈরী করেছিলেন নিপুন ভাবে। মহানায়ক নিজে এই ছবি দুবার দুবার দেখেছিলেন। এই অভিনয়ের ভাষা শুধু মাত্র সুচিত্রা সেন এর পক্ষে সম্ভব ছিল। কতটা সাবলীল হলে কাজটা করা যায়। সুচিত্রা সেন ছিলেন হীরের দ্যুতি। আন্তর্জাতিক আয়ার্ড প্রথম ভারতীয় নারী।কেউ নেই। সবাই নশ্বর দেহ ছেড়ে চলে গেছেন। পাহাড়ী বাবু, মালিনা দেবী, ছায়া দেবী, তরুণ কুমার, সুব্রতা দেবী, গীতা দেবী, সৌমিত্র বাবু, হেমন্ত বাবু ও অজয় কর বাবু। চোখের জল দিয়ে শ্রদ্ধা জানাই
অভিমান দুটি জীবনকে কী করে ধ্বংস করে দেয় এ মুভিটা জ্বলন্ত প্রমাণ।
শুনেছিলাম এই সিনেমার জন্য মহানায়িকা international award পেয়েছিলেন as ,not only first bengali, but also first indian..আজ দেখলাম পুরস্কারে র কারণ..শুধুই facial expression??? মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর ওই চরিত্র টাকে ফুটিয়ে তুলেছে..wonderful mam..
মহানায়ক এর সাথে আপনার সিনেমা গুলো যেমন আপনাকে সফলতা দিয়েছিল,তেমন আপনার এই semi solo সিনেমা গুলো আপনাকে as a classic actress establishment দিয়েছিল...
Dweep jwele jai, উত্তর ফাল্গুনী/ Mamta,Andhi..etc
Mohanayika of whole indian film industry.🙏🙏🙏🙏
সরাসরি বুকের ভিতরে যেন তীরবিদ্ধ হলাম।কতো আগের মুভি অথচ কত নতুন।
নিজের অজান্তেই চোখ থেকে অনর্গল জল ঝরতে লাগল এত সুন্দর অভিনয় ও কাহিনী যা ভাষায় প্রকাশ করা অনবদ্য ❤️
হাঁসি, কষ্ট, ভালোবাসা, রাগ, অভিমান, , শিক্ষা সব কিছু দিয়ে এই সাত পাকে বাঁধা... অসাধারণ অভিনয়, গল্প।
সারারাত ঘুমাতে পারিনি, এ এমনকি অভিনয় যা মানুষের ঘুম কেড়ে নেই, অতুলনীয়, অসামান্য
Sat Panke Bandha is one of the heart touching Bengali Films where emotional conflict of the husband and his wife in the conjugal life has been articulated. The emotional but the pragmatic utterance of Soumtra Chattopaadhyaay and Suchitra Sen always touch our hearts as the content of the story is centered around the day to day happening of a middle class family in the Bengali domain. All of the actors of this film are no more with us. But their acting has left a perpetual imprint in our hearts. This film had received international recognition in the Film Festival held in erstwhile Soviet Union. Fortunately, I had witnessed the film more than one times during my student life in between 1970-1975.
U r right bro
What an articulate way to summarize the movie!
Agree
প্রতিটা সংলাপ জীবনে অনেক কিছু শিক্ষা দেয়।
অনেক বার দেখলেও,মন ভরে না।
তাই বারবার দেখতে ইচ্ছে করে।
প্রণাম জানাই, এমন সুন্দর সৃষ্টির ,সৃষ্টিকর্তাদের।
আমার জীবনে দেখা সেরা ছবি...যেমন কাহিনী আর সংলাপ তেমনই অভিনয়।
Dont forget about background music.
এর চেয়ে হিন্দি মেরা জীবন কোরা কাগজ অনেক ভালো হয়েছে।
কাহিনীটি আজও কতো সমসাময়িক । এভাবেই কতো সম্পর্ক ভেঙে যায় , হয়তো একটু চেষ্টাতেও জোড়া লাগতে পারতো , অভিমানের বরফ গলতে পারতো কিন্তু মাঝখান দিয়ে এতটা দেরী হয়ে যায় যে ........ কিছুই করার থাকেনা ।
P
Ad
কেউ দেখে না এদের ruclips.net/video/WloYhJ24nX8/видео.html
কেউ দেখে না এদের
ruclips.net/video/WloYhJ24nX8/видео.html
Thiki bolechen
বড় প্রেম শুধু কাছে টানে না অনেক দূরেও সরিয়ে দেয়।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
একেবারে...❣️👌
পল্লীসমাজ🤔
এমন বললেন কেন?
@@pintumalick8301 kothata sarat chandrer lekha pallisamaj er theke neowa sombhoboto...tai ..
Thanks mam
@@rasairoy শ্রীকান্ত থেকে নেওয়া উক্তি টা
এ যেন ঘুরে ফিরে সুচিত্রার জিবনের ই বাস্তব গল্প।
সম্পূর্ণ বাস্তবধর্মী ছবি , সম্পর্কটা যদি শেষপর্যন্ত জোড়া লেগে যেত তবে বলতাম সাধারণ সিনেমা কিন্তু সেটি না হওয়াতেই ছবিটি বিস্ময়কর হয়েছে । এবং সুচিত্রার দক্ষ অভিনয়ের জন্য প্রথম আন্তর্জাতিক দরবারে কোনো বাঙ্গালী শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন 🙏
অসাধারন কাহিনী
মনোনয়ন নয়। নির্বাচিতও হয়েছিলেন।আর প্রথম বাঙালি নন।প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন।
It's not just Bengali but first Indian to earn that honor!
@@abirhasan3118 সব জায়গাতেই কেবল হেডাতীয়
অসাধারণ ! অনবদ্য ফিল্ম ।
অসাধারণ অভিনয় সুচিত্রা সেনের। খুব দুঃখজনক গল্প। বাস্তবেও এমনটাই হয়, শুনেছি, তবুও মা এর ভালো চাওয়া টা শেষ হয় না, মেয়েটির প্রাণ না যাওয়া পর্যন্ত।
আমার দুটি অতি পছন্দের সিনেমা। (1)সত্যকাম (2)সাতপাকে বাঁধা।
অনবদ্য অভিনয় , চমৎকার ডায়লগ আর কহিনীর মিশেলে তুলনাহীন।
অসামান্য ছবি অসামান্য কাহিনী। অভিনয় অসাধারণ। বিশেষ করে রমাদির অভিনয়। এরকম সিনেমা এখন তো আর হয় না।
,
Ll
But incidents continuing in many families.
No body talking about the background music played throughout the movie. It totally turned the theme of this movie to another level.
This moviei is just exelent.
Absolutely
অসাধারণ background music 👍👍
Just outstanding ...
একদম ঠিক ব্যাকগ্রাউন্ড মিউসিক টায় আমার চোখে জল নিয়ে আসছে অসাধারণ মিউসিক ❤
সংসারের সব ভালো,মন্দ,সুখ, দুঃখ এসবের জন্য কেন একটা মেয়েকেই দায়ী করা হয়,কেন শুধু তাদেরকেই মানিয়ে নিতে হয়? এতো সব কিছু মানিয়ে নিতে নিতে জীবনের কতটুকুই বা বাকি থাকে।
Apnar kothay amio akmot.....kin2 pls....archanar jaygay nijeke bosiye vebe dekhun.....sab e to haralo....tar ki khub onnay 6ilo? Vul sudhranor kom chesta to se koreni....chele ba meye nay....akta couple......sab haralo....ar day sudhu oder dujoner nay....amader samajero...mane...amader...Jara ajker baba-ma.
Amon r akta movie Uttam Kumar er JATUGRIHO
অসাধারণ।বার বার দেখতে ইচ্ছে করে।চোখে জল এসে যায় ।বর্তমান প্রজন্মের এই মুভি থেকে অনেক কিছু শেখার আছে।এক কথায় কালজয়ী মুভি।
5h
আপনি কি আসমানের দিকে তাকিয়ে মুভিটা দেখছেন??একটা নারীই তো ভালো ভালো করতে গিয়ে সব নষ্ট করলো। যা এখনো সমাজে বহমান। কোনো পরিবারের যদি বউর মা,বউর বোনেরা সব কিছুতে আগাম জ্ঞান বাটে,নাক গলায় সে ধরণের ফ্যামিলি ৯০% ই টিকতে দেখা যায়না। যা আগেও ছিলো,এখনো প্রকোপ হয়েছে
আচ্ছা সব মানিয়ে নেয়া যে কেবল মেয়েদের এটা কে বলছে? সংসার এর বাইরের যে কর্মক্ষেত্র সেগুলোতে একজন ছেলেকে ক্ত কি মেনে নিতে হয় তার কোন ইয়াত্তা নেই। সত্য যে মেয়েরাও বর্তমানে বাইরের জগতে সমানতালে বিচরণ করছে, তারাও অনেক পরিস্থিতি মানছে। কিন্তু সঙ্গে সিংহভাগ পরিবার পুরুষের দ্বারাই চালিত। আর সংসার চালাতে গিয়ে ছেলেকেও অনেক নিষ্পেষিত হতে হয়।
ব্যাকরাউন্ড মিউজিক করেছেন হেমন্ত মুখোপাধ্যায়! Remarkable ❤
খুব পুরানো মুভি, কিন্তু যত বার দেখলে ও নতুন লাগে। চরিত্র গুলোর অভিনয় খুব সুন্দর এবং মর্মস্পর্শী হয়েছে।
সারারাত ঘুমাতে পারিনি এমন একটা অসাধারণ বাংলা ছায়াছবি। যে ছবিটির মধ্যে হাসি, কান্না, মান - অভিমান, শিক্ষা, উন্নতি সবকিছুই বিদ্যমান। একটি মেয়ে তার অস্তিত্ব রক্ষা করার জন্য শিক্ষকতা মধ্যে দিয়ে যে সংগ্রাম চালিয়ে গেছেন তা এই ছবিটির মধ্যেই প্রতিমান হয়েছে। নিজেকে বর্তমান সমাজে বিলিয়ে দিয়ে নয় নিজেকে প্রতিষ্ঠিত করার মধ্যেই সার্থকতা। অসাধারণ একটা ছবি বর্তমান পেক্ষাপটে এমন ছবি আর আমরা দেখতে পাই না। ♥️😢
SUCHITRA SEN, MAHANAYIKA got the Moscow International Award for this film and was the first Indian actress to get an international award... She is a legend of all legends.
bar bar kno chokhe jol ese jai❤️👍
আমার অর্চনার প্রতি কোন অভিযোগ নেই যতই বলা হোক, সুখেন্দুর জীবন এভাবে ব্যার্থ হবার জন্য সেই দায়ী।
Taholey Archana phire elo keno ?? ??
@@dipankar-goutamchakraborty6915 অর্চনা ফিরে এসেছিল তার কারণ সে গাভাসিয়ে দিয়েছিল অন্যের কথায়। পরে যখন বুঝল যে ভাসানটা সঠিক হয়নি তখনই ফিরল।
@@tapaskundu8286 Absolutely RIGHT !!!! Fully agree. THANKS. By the way, let me confide: similar things happened to me. Long below in this platform gave some details; she did not return; she was beyond reach; her mother told she was not home, gone to relative. Then came divorce paper; has not forgotten her.
এই সম্পর্ক প্রথম থেকেই Toxic ছিল। মেয়েটার লাইভ টা শেষ হয়ে গেছে। আর মেয়েটার পরিবার ও তড়িঘড়ি বিয়ে দিয়ে দিল, একটু সময় দিল না এই অধ্যাপকের চরিত্র বোঝার। এই সব প্রেম এরকমই হয়, এই রকম গন্ডার ছেলেগুলো তাদের বউদের এতটুকু সাহায্য করে না তাদের দুঃসময়ে। মেয়েটা এতো কিছু মানিয়ে নিল, আর ছেলেটা মানাতে পারল না?????আর সংসারে অশান্তি লেগেই থাকে। তাতে বউকে বাদ দিয়ে দিতে হবে বউর বাড়ির লোক কি বলছে, না বলছে তাই শুনে?? এই রকম গোঁড়ার অহংকারী ছেলেকে কে বিয়ে করে, যে বউকে এতটুকু বুঝতে চেষ্টা করে না?????? বিয়ের পর মায়ের বা মেয়েটির ফ্যামিলির চিন্তা হয় না মেয়ে কেমন থাকবে?? সেটা বোঝার বুদ্ধি এই পশুমার্কা অজ্ঞ অধ্যাপক এর নেই। ওর দাদার স্বার্থ ছিল কিন্তু এই রকম অধ্যাপকের থেকে ননীমাধব অনেক ভালো ছিলো, অন্তত শিশুর মতো তো ছিল🥰, অর্চনার হাতে পড়লে ঠিক মানুষ হয়ে যেত। Never Marry Ur Soulmate, This angry man was Archna's soulmate, not husband type. অর্চনা এর পরেও ভুল করছে, কাউকে জীবনসঙ্গী করে নেওয়া উচিত ছিল এতকিছুর পর।( *Ok, I have no extra time to give any reply ,so don't expect it from me😊* ,have a good day)
ঠিক কি বলতে চেয়েছেন? কার সমালোচনা করলেন? লেখক-এর না সৌমিত্রর চরিত্রকে? অন্যভাবে বললে নায়িকার মায়ের জন্য বা এই চরিত্রটির জন্য! এখানেই লেখকের মুন্সিয়ানা। দরিদ্র হওয়া আর মেরুদণ্ডহীন পুরুষ এক নয়। আপনার দৃষ্টিকোণ কেবলমাত্র দাম্পত্য জীবনে সীমাবদ্ধ! বিষয়টাতো তা নয়।যথেষ্ট দক্ষতায় লেখক স্বামী-স্ত্রীর পরস্পরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা -সমবেদনা অটুট থেকেছে তাই কেউ পরবর্তীতে বিবাহে আগ্রহী হয়নি।"সাতপাকে বাঁধা " কে সার্থকভাবে গুরুত্ব দিয়েছেন। দুটি জীবনের চাওয়া পাওয়া অপূর্ণ থেকে গেছে!!!
@Ashok বাংলা ভাষা বোঝেন তো?? যা বোঝাতে চেয়েছি কমেন্টে লিখেছি, তা পড়ে বুঝতে পারছেন না আমি কি বোঝাতে চেয়েছি?? আর আমি বিবাহিত নই, I am a University Student , but I am totally aware about those type of real life incidents আর আপনাকে কে বলল যে *পরবর্তীতে কেউই বিবাহে রাজী হয়নি* , এই অধ্যাপকের পরবর্তী জীবন সর্ম্পকে কিছু বলা আছে সিনেমাতে??????? দরিদ্র হওয়া আর মেরুদণ্ডহীন পুরুষ হওয়া এক না, আর এঁড়ো ষাঁড়ের মতো স্ত্রীকে ভুল বুঝে, তার বাড়ির লোকের কথাতে ভুলে স্ত্রীকে পুরোপুরি ত্যাগ করা মেরুদণ্ডহীন পুরুষের কাজ নয়?? একবার বৌকে কি হাতে পায়ে ধরে ফিরিয়ে আনা উচিত হয়নি ওর, যখন পরে সিনেমা তে বৌ ছুটে গেল ওর দোরে।Psychology says, *Real Brave men never leave their Wifes and Children in any situation* .... এখানে এই অধ্যাপকের জন্য ভালোবাসা বড় ছিল না, কাপুরুষ পুরুষের foolish ego টাই বড় ছিল, প্রথম প্রথম সব ফ্যামিলি তেই মেয়েদের শ্বশুর বাড়িতে বাপের বাড়ির লোকেরা প্রচুর যাতায়াত করে, সেটা সহ্য করা উচিত ছিল, *কারন মেয়েটাকে ওই গন্ডার অধ্যাপক জন্ম দেয়নি বা মানুষ করেনি,মেয়েটির পরিবার করেছে, তাই মেয়েটির পরিবারের সমান অধিকার আছে, মেয়েটির উপর* । আর আপনার যদি মনে হয়, মেয়েটির মা এর জন্য সম্পূর্ণ দায়ী তাহলে আপনার মতো মানুষ কে আর 2nd time reply দেওয়ার কোনো প্রয়োজন নেই। *মায়ের মনে কি হয়, আপনার মতো লোক কি বুঝবে* । আর ঐ পিসিমার এই জন্য কোনো দায় নেই আপনার মনে হয়, লোকে কতকিছু বলে না বুঝে তাই বলে কাশী চলে যেতে হবে এক নবদম্পতিতে ফেলে রেখে এক সংকট ময় পরিস্থিতি তে, ওদের কে সাহায্য করা উচিত ছিল না ঐ সময়ে??? কেন মেয়েটির মায়ের কথা কানে তুলতে গেলো, বাপের বাড়ী শ্বশুর বাড়ি অনেকেই অনেককে পছন্দ করে না। সেসব কথা কে কানে তোলে?????? মেয়েটির ফ্যামিলি র দোষ ছিল মারাত্মক কারন *যেকোনো মূল্যে এই বিয়ে বন্ধ করা উচিত ছিল, তাড়াতাড়ি এই বিয়েতে সন্মতি দিয়ে ভুল করেছিল, মেয়েটার জীবন সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে, যা হয় সচরাচর এসব ক্ষেত্রে* । ।।। আর মেয়েটির দোষ দিচ্ছেন, যে রাজকীয় পরিবেশ থেকে উঠে এসে এই রকম গরিব ঘরে যায় শুধুমাত্র ভালোবাসা র টানে, সব কিছু মানিয়ে নেয় সেই গরিব ঘরের সংস্কৃতি র সঙ্গে,তাকে দোষ দিয়ে আপনি আবারো আপনার দৃষ্টিভঙ্গি চেনালেন।
Sorry @Surama Aunty ,In the most of times, Marriage Lifes are always fucked up, especially for girls, then after People like you say, "1st Marry, then give lecture" 🤣.. *Marriage is just like Sour Candy* কেউ সেটা করেনি ,এর অর্থ এটা নয় সে যেটার সম্পর্কে বলছে, সেটা সমস্তটাই ভুল বা কাল্পনিক অথবা অভিজ্ঞতাহীন child's/ young people's talk...দুনিয়া বোঝার জন্য Common sense আর একটা clear দৃষ্টি ভঙ্গি লাগে, তার দ্বারা পুরানো জিনিস কেও নতুন দৃষ্টিভঙ্গি তে দেখা যায়। তাই কমবয়সী বলে আমাকে জ্ঞান দেওয়ার দরকার নেই আমি ভবিষ্যতে কি করব না করব🥰
@@ICoco9808 jader baper barir lokera Kom Ase tader ke eka peye aro beshi otyachar kore sosurbarir lokera. Abar bou osustho hole ba bachcha hobar somoi baper barir loker kachhei pathiye Debe. Asole sosurbarir lokeder holo dayittoheen khomota, ar baper barir lokeder holo khomotaheen daiytto.
@Ari Unnie thik bolechho tumi.
নাহ্! সেই story writer ও নেই, সেই অভিনেতা-অভিনেত্রীও নেই। কীকরে ভালো ছবি হবে।
এমন সিনেমা শুরুটা দেখলে শেষটা না দেখে পারা যায় না।বর্তমানের সিনেমা শুরুটা দেখলে শেষটা দেখতে ইচ্ছে একদম করে না।
You are absalutely right
কেউ দেখে না এদের
ruclips.net/video/WloYhJ24nX8/видео.html
শুরু টা দেখলেও মনে হয় যেন ভীষন পাপ করে ফেললাম
Aj Kal Kar cenima art er loke ra kano bujte pare na je ... bhalo chobi jonno skin show and item No. Er dorkar pore na... Ekta simple story ke bhalo kore dekhale e hoy. I hope Jara cinema ke profession koreche Tara ektu sikha nebe ek din e rokum chobi thake
@@munchoudhury7981 z
Osadharon, ak kothay 👌👌
The essence of the whole story comes out @ 1:57: 20 from Suchitra's statement "amar ghore ghore giyey dekhtay icche koray tomar moton koto maa koto meyer bhalo korar jonno erokom koray"
আমার জীবনে অন্যতম শ্রেষ্ঠ চলচিত্র। পরিচালক অজয় করকে প্রণাম জানাই।
She is one of the few actresses of the world whose face expression with change of scene is paramount to superior acting. Love her infinitely!
সুচিত্রা সেন অভিনীত অনেক ছবিই দেখেছি। কিন্তু এই ছবিতে মহানায়িকা কে প্রতিটি সংলাপে, চাহনিতে, ওনার প্রতিটি নড়া চরাতে (movement) এক অভূতপূর্ব সুচিত্রা সেন কে খুঁজে পেলাম। শেষের দুঃখের কিছু মুহূর্ত বাদ দিলে এক আলাদা মাত্রার সুচিত্রা সেন কে খুঁজে পেলাম। প্রায় পঁয়ত্রিশ বছর আগে ছবিটি দেখেছিলাম টেলিভিশনের পর্দায়। আজ (22/07/2021) আবার দেখলাম।
❤👍😎😊
কেউ দেখে না এদের ruclips.net/video/WloYhJ24nX8/видео.html
khotagulo mon chuye gelo
অনেক দিন পরে একটা ভালো সিনেমা দেখলাম, ধন্যবাদ পরিচালককে।
Great movie although I never watched bengali movies but suchitra sen made me do it what a great story plot it aptly shows how the interference of wife's mother and ego and nature of her husband destroyed the life of both husband and wife whereas girl was not at fault as she was unaware of most of the doing but at the end she was the one and up suffering
দারুণ অভিনয় আর সিনেমাটি দেখে অনেক শিক্ষা পেলাম।
Ami kotobar dekhechi mone nei jotobar dekhi totobar e valo lage aie kahini akhonkar jiboner ghatana koto ta bastab ❤❤❤
Soumitro chottopaddhaya manei osadharaon.........❤️❤️❤️❤️❤️
অতুলনীয়, অসামান্য অভিনয় দক্ষতা ❤❤
২০,১২,২০২৩
This movie was much ahead of its time ♥️a timeless classic.
এ ছবি উত্তমবিহীন, তবু অনবদ্যের দাবীদার মহানায়িকা।
Ei film ta soumitra chatterjee er anyotamo srestho ekta kirti.ahetuk uttam kumar er darkar chhilo na.ajoy kar soumitra chatterjee er sathe j kota kaaj korechhen maximum national award peyechhen.
@@tapasdas4810 Ei moviete SUCHITRA SEN 1963 te MOSCOW film festival award (International) peyechhilen. SUCHITRA SEN e 1st INDIAN, jini 1st INTERNATIONAL award pan.
Right
ছবি টা হিট হয়েছিল৷ সুচিত্রার জন্য।আর গল্পের জন্য।
One of the most legendary movie just outstanding acting soumitra and suchitra i salute suchitra mam you are such a god gifted. No others compare with you're personality
নায়িকার এই রকম অভিনয় টা ভগবান এর গিফট।
Wow!! My favorite bangali Movie… thank u…❤️❤️❤️
অসাধারণ ❤❤❤❤
Ki darun movie 🎬....hridoy ta muchre uthlo
OLD IS GOLD...
CLASSIC INDIAN BENGALI MOVIE...!!!
শিলচর ওরিয়েন্টাল এ দেখেছিলাম ১৯৬৩তে।
সপ্তপদী দেখা যাবে?
এ গান টা খুব মনে পরছে "আগুন জ্বলে রে নিভাইবার মানুষ নাই কাইজার বালা আছে মানুষ মিলের বেলা নাই আগুন জ্বলে রে..
সুচিত্রার হাসি চরম সুন্দর
যার ঘর ভাঙে সেই জানে কি কষ্ট
Yes, Kindly be aware that you saw reel-life Sukhendu, but real life Sukhendu-s are there, right here in Kolkata. Koster seema nei.
Soumitra Chatterjee onek boro legend I love him ❤️❤️❤️❤️but particularly in this movie Suchitra Sen nailed the scenes I can't unship my eyes 👀 from her literally believe me ❤️❤️😊🙏
1
1
KHUB KHUB PRIYO EKTI MOVIE.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️SUCHITRA SEN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Please upload rare Bengali movies .so that we could learn to deal with life so easily. 😀😀😀😀😀
কেউ দেখে না এদের ruclips.net/video/WloYhJ24nX8/видео.html
Take a Lesson from this picture, Nominal matter makes the problem in family life and break up,separation causes.Main cause is Ego in both side ,no submissive in long time.
চোখে পানি ধরে রাখতে পারিনি💔
ভালোবাসা কে এভাবেই বাঁচিয়ে রাখতে হয়।
সত্যি ই দারুণ অভিনয় দারুণ গল্প কিন্তু শেষ টা ভালো হল না মনে হল কোথাও কেউ নেই
সূচিত্রা সেন আসলেই এক ব্যক্তিত্বের নাম তবে শুনেছি তিনি তাঁর ব্যক্তিত্বের মর্যাদার কারণে তাঁর মতো করেই সবকিছু মূল্যায়ন করতে গিয়ে সবশেষে ৩৬ বছর একাকিত্ব জীবন বেছে নিয়ে জীবনের শেষ যবনিকা টেনে চিরবিদায় নিয়েছেন।
একাকীত্ব মোটেই না। মেয়ে ,মেয়েজামাই ,দুই নাতনি। আত্মীয় স্বজন ও ছিলেন। আর ছিলেন শ্রী শ্রী মা এবং শ্রী শ্রী ঠাকুর। স্বামী বিবেকানন্দ সঙ্গে বিভিন্ন ধর্ম গ্রন্থ। তিনি বলতেন " I may be alone ,but I never feel lonely।"
অনবদ্য সৃষ্টি। যেমন গল্প তেমন অভিনয়।তাই পুরুনো সিনেমা দেখতে দেখতে আমার ভালো লাগে।
এমন ছবি আর খুজে পাওয়া যাবে না
ছবিটি আগে দেখার সৌভাগ্য হয়নি।সুচিত্রা-সৌমিত্র জুটির ছবি কম হয়েছিল! এ ছবি খলনায়িকা সমৃদ্ধ। যথেষ্ট মুন্সিয়ানার সাথে তিনি ছবিটিকে এগিয়ে নিয়ে গেছেন। অনেক ধন্যবাদ! দুরন্ত অভিনেতা-অভিনেত্রী সমৃদ্ধ ছবিটির নাম কলেজে পড়ার সময় এক বান্ধবীর মুখে শুনছিলাম। তার ভীষণ পছন্দের ছবি ছিলো। কেন সেটা বোঝার চেষ্টা করলাম।
কেউ দেখে না এদের ruclips.net/video/WloYhJ24nX8/видео.html
ছবি দেখতে সৌভাগ্য লাগে নাকি?ভাল কাজ করতে সৌভাগ্য লাগে,বেয়াদব
@@bmmasum8916 ঠিক বুঝলাম না। হঠাৎই আপনি আমায় কটুকথা বললেন কেন? কারো মানে লাগে এমন কথাতো বলিনি! সৌভাগ্য কথা এইজন্য বলেছি ; সিনেমা হলে দেখার সময় সুযোগ পাইনি। দরিদ্র ঘরের তাই। পেটের চিন্তায় দিন কেটেছে। আপনি রাগলেন কেন? জানালে খুশী হব! ধন্যবাদ,
ছবি দেখা তো আর পূণ্যের কাজ নয় যেটা দেখতে সৌভাগ্যের প্রয়োজন হয়,,বরং এটা পাপ,,ভাল কিছুতে সৌভাগ্য লাগে,,আমি রাগ করে বলিনি,,তবে বলতে পারেন যে অসম্ভব ভাল লেগেছে
@@ashokhalder9618 আসলে বেআদব ওনি নিজে। আপনি ঠিকই বলেছেন। আমারও আগে দেখার সৌভাগ্য হয়নি। কারণ আমার জন্মই হয়েছে সিনেমা মুক্তি পাওয়ার ১৫ বছর পরে। আর এই ছবি গুলো আমাদের হীরা জহরত।
এখন এমন গরীব মাষ্টার হতে গেলেও অনশন করতে হচ্ছে 😂😂😂
যখন সিনেমা টা তৈরী তখন শিক্ষক দের বেতন নগণ্য ছিল , আমার পিতামহ আর মাতামহ দুজনেই শিক্ষক ছিলেন , বাবা মার কাছে শুনেছি তারা কতটা কষ্ট করে সংসার চালাতেন। আজকের মত শিক্ষকতা টা এতো মোটা মাইনের চাকরি ছিলো না।
এত দিন শুধু শুনেছি সিনেমাটির কথা,আজ দেখলাম,কি অপূর্ব অনবদ্য কাহিনী, অভিনয়,উপস্থাপন! প্রত্যেকে সহ সৌমিত্র যথাযথ কিন্তু সুচিত্রা সেন অসাধারণ ।চিত্রনাট্য ও পরিচালনা কি দুর্দান্তভাবে নিখুঁত,ভাবা যায় না।
Right, absolutely right.
One of my favourite movies. Mahanayika Suchitra & Soumitra ❤️
Kub valo laglo cobiti
Outstanding... Story ta ajjj o kto samosamoyik...
Asadharon
হৃদয় স্পর্শ করার মতো ছবি ❣️❣️❣️
Cinema ta dekhe chokhe jol chol elo😢
নেই সেই লেখক,পরিচালক,অভিনেতা,অভিনেত্রী কিন্তু
রয়ে গেছে আজও সেই জল jantrona.
Yes, at least one of these commentators.
Sat Pake Bandha jato dekhi tato dekh te echa hoy. nice movie from Russia
I am awaiting............
I am happy to watch my favourite picture after a long period . Thanks.
প্রত্যেকের অভিনয় অসাধারণ
কতটা অসাধারণ আজকালের বাংলা বই দেখুন । বুঝতে অসুবিধা হবেনা ।
সুচিত্রা সৌমিত্র তুলনাহীন ।
Onek kicho shekhar ache.. Thank u
According to my personal opinion, the casting of Suchitra Sen is the best among her all movies.
Kindly watch the "dweep jwele jai" Movie.. Its definitely one f the bests.. 😍
I disagree. It is Saptapadi.
@@siddharthbala1894 right
এক মুহূর্তের জন্যও চোখ সরাতে পারছিলাম না.. নিজের অজান্তেই চোখ দিয়ে ওজরস্র জল বেরিয়ে গেল.. যেন চোখের সামনে একটা ভালোবাসা, একটা সুখী সুন্দর পরিবার কে ভেঙেচুরে ছারখার হতে দেখছি অথচ কিছুই করতে পারছিনা😔😔
se din o r nei r sei sob artist o r asben na r emon magic o toiri hobe na ❤️❤️❤️
Sera line : " আমার প্রতিটি ঘরে ঘরে যেয়ে দেখেতে ইচ্ছা করে কতজন মা তার মেয়ের ভালো করছে । তোমাদের ভালো করার এই মারাত্বক ভুলে সব জ্বলে পুড়ে শেষ হয়ে গেলো। "
Jara...ai.. movie ba ai comment ta dekhbe....tar ki6 manus o Jodi...nijer jibone amon dayi2 ban samajik manus hoye othen...taholeo....onekta.....beche thakbe...amon besi ovimani samparko gulo
@@themanna9298 kichu somporko thake jate etotai Prem thake , j onno kono obanchito manush ta se jotoi nijer houk , sei somporke ovimaner boro ek dewal toiri hoi, tate matha kute more sob valobasa , tateo seta vange na...
Kotha ta jeno,,sudu amar jonno lekha holo,,, sararat kotha ta jeno kane beje jacche amar... Ami o konovabe ma k bujate pari na.. Amar eto valor drkr nai..
@@sowpnasakhon6769 Apni apnader valor jonno ,somporko k thik rakar jonno ma k bojhan
Suchitra Sen - central character, Respect for your good acting. Not knowing where are your soul resides. but may God be kind to your soul
এভাবে কত শত মা যে মেয়ের জীবন ছাড়খার করে দিয়েছে,তার খবর কে রাখে। এখনো সমানে চলছে এই ট্রাডিসান!
গভীর অভিমান কিছুতেই দুটি মানুষ কে এক হতে দিলো না, সুখেন্দু র তীব্র আত্মসম্মান বোধ, একবার একটু ইগো ছেড়ে হাত বাড়ালোই হয়তো দুটো জীবন এভাবে শেষ হয়ে যেত না
এমন সিনেমা আর হবে না ❤❤
Ak dom baje katha Er theke anek bhalo chhabi er ageo hoyechhe pore o hoyechhe.
Just speechless 25 times.😢
sotti,uttam kumar sei manush jake sudhu onuvob kora jae r Soumitra Chatterjee sei manush jar sathe songsar kora jae ❤️.
দারুন বলেছেন তো।মেয়েরা ঠিক এমনই করে।
Babu Uttamer monti abar mohila dekhle kende uthto . Koto kkhone Mohila songo pabe .
@@KolkataCom-wk7fz MOHA murkhoder jonno era noy .Era ruchishil manushder jonno.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Khubi valo boi.... Kintu kosto laglo dekhe.... Sese mill hole sotti santi petam
21.04.2022
মানুষের ব্যক্তিত্ব নিয়ে কিছু বললে সেটা কখনোই সহ্য করা যায় না
এখানে না শুকেন্দ্র এর দোষ ছিল।
আর না অর্চনার দোষ।
শুধু মাত্র অর্চনার মায়ের জন্য ফুলের মতো দুটি জীবন শেষ হয়ে গেল 😭😭😭
SUKHENDU- Choritrer Naam...
SUKHENDU- Choritrer Naam...
অসাধারন
Asadharan chobi asadharan golpo asadharan obhinoy
সুচিত্রা সেনের অভিনয় মন ছুঁয়ে গেলো।
আধুনিক প্রজন্মের প্রেরণা অনবদ্য
এই কাহিনীচিত্র আর অবশ্যই মহানায়িকা সহ অন্যান্য কলাকুশলীদের অভিনয়ের মুন্সিয়ানায়
দর্শককূল আজ ও বিভোর।
একবিংশ শতাব্দীর শিল্পীদের
এপাং- ওপাং-ঝপাং অভিনয়ে আজ বাংলার এই শিল্প অবক্ষয়ের পথে ।।
Masterpiece❣
Sotti Mohanaika......🙏🏼🙏🏼🙏🏼
She is more than a classic beauty, a strong woman
Bah salute writer and directer and eveybody
Khub sundor movie.... Dui bone er bhab dekhe chhotobelay Ma Mashider kotha mone porlo... Iss! Amar jodi ekta sister thakto... 😯😯
Darun movie, barbar dekhleo bhalo lage eto sundar abhinoy. KHELAR PUTUL movie ta upload korle bhalo hoy.
কেউ দেখে না এদের ruclips.net/video/WloYhJ24nX8/видео.html
Excellent, superb Suchitra Sen, the Goddess of acting . But I am not happy with the ending. Dissatisfaction will remain for ever.
Right 😔
কেউ দেখে না এদের ruclips.net/video/WloYhJ24nX8/видео.html
Yes, but it's Hindi remake (Kora Kagaz), they happily met again at last. Although every scene is just same. ♥️
@@jayajaya3422 Hindi was the remake, released later
@@IT_Bong I know it released in 1974.♥️
বাঁধা টা টুটে গেলো...অন্তহীন অপেক্ষা
অসাধারণ এইসব ছবি কি এখনকার তথাকথিত লেখক পরিচালকেরা দেখে থাকেন