Lihocin | Chlormequat chloride 50% a.s | কখন ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন না।

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • P.G.R পরিচিতি প্রতিটা পর্বে আমি আলোচনা করে থাকি যে ওই P.G.R এর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন থাকে, তা কিভাবে কাজ করে মানে কার্যকারিতা।ওই কেমিক্যাল কম্পোজিশন এর P.G.R আমরা কখন কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাবো, সেই সব বিষয়গুলো নিয়েই ভিডিও গুলোতে আলোচনা করেছি।এছাড়া এই কেমিক্যাল কম্পোজিশন এর P.G.R বাজারে আর কোন কোম্পানির কি নামে পাওয়া যায় তারও একটা লিস্ট নিচে দেয়া আছে।
    এই ভিডিওতে আমি আলোচনা করেছি "ক্লোরমেকোয়াট ক্লোরাইড/Chlormequat chloride ৫০%এ.এস" কেমিক্যাল কম্পোজিশন এর P.G.R গুলো নিয়ে।
    ব্যবহার:-ব্যবহার : গম , জই , রাগী প্রভৃতি তণ্ডুলশস্যের ও আখ , তুলো , তামাক , আম , আঙুর , সবজি প্রভৃতি গাছের চেহারা শক্তপোক্ত করে এবং ডালপালা ইচ্ছামতো না ছড়াতে দিয়ে ঘন - সন্নিবিষ্ট ( Compact ) রাখে । একই জমিতে ফসল একসঙ্গে পাকতে সাহায্য করে সাধারণত ফসলে দু'বার স্প্রে করা হয় । প্রথম স্প্রে করার হয় শিকড়ের বাড়ন্ত দশাতে এবং দ্বিতীয় স্প্রে করা হয় যখন 10% গাছে ফুল আসে পরে।
    নথিভুক্ত ফর্মুলেশানঃ- ৫০ % এ.এস. ( Aqueous Solution ) মাত্রা:- ৫০ % এ . এস . ( ৯০-১৭০ মিলি ওষুধ ৫০০ লিটার জলে গুলে / হে .; স্প্রে দ্রবণ ২৫০ পিপিএম ) 2-3মিলি/১৬লি ।
    বাণিজ্যিক নাম:- ৫০ % এ . এস . লিহোসিন ও সাইকোসেল ( বিএএসএফ); র‍্যালিধন ( র‍্যালিস ) , নিউট্রোম্যাক্স ( এফএমসি ) , চেক ( সালফার ) ।
    সতর্কতাঃ পেস্টিসাইড ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
    ১. যেহেতু পেস্টিসাইড আমাদের শরীরের ক্ষতি করে সেহেতু পেস্টিসাইড ব্যবহারের আগে এবং ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
    ২. পেস্টিসাইড ব্যবহারের সময় পেস্টিসাইড প্যাকেটের সঙ্গে যে লিফলেট দেয়া থাকে সেটাকে ভালো করে পড়ে সেই নিয়ম অনুসরণ করেই পেস্টিসাইড গাছে প্রয়োগ করা উচিত।
    ৩. পেস্টিসাইড নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত করা উচিত।
    ৪. সঠিক সময়ে ও সঠিক পদ্ধতি মেনে স্প্রে করা উচিত।
    #PGR
    #Lihocin
    P.G.R পরিচিতি: • P.G.R পরিচিতি
    ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠: • ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠
    কীটনাশক পরিচিতি: • কীটনাশক পরিচিতি
    কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷️🐝🪳🐞🦋: • কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷...
    কীটনাশক, ফাংগিসাইড, বীজ এবং সার কিনতে নিচের লিংকে ক্লিক করুন।
    wa.me/c/917076...
    আমাদের ফেসবুক গ্রুপ
    www.facebook.c...
    Instagram
    @agritechshanto. www.instagram....
    Twitter🐦
    Ag...
    আমাদের ফেসবুক
    Facebook page / agri-tech-shanto-39703...

Комментарии • 56