Purulia by Caravan | Trekking trail in Garhpanchkot | Part 2 | Ft.

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 391

  • @avikmajumder7034
    @avikmajumder7034 3 года назад +36

    চ্যানেলটি আমার অনেক আগে subscribe করা উচিত ছিল। ঘোরাঘুরি থেকেও আপনার ভ্রমণ বণর্না ও আপনার কন্ঠস্বর আমার খুবই ভালো লাগে শিবাজী দা।

  • @linaroychowdhury2333
    @linaroychowdhury2333 2 года назад +1

    দুর্দান্ত ভ্রমণ অভিজ্ঞতা! বর্ণনার দক্ষতা ও আন্তরিকতায় মুগ্ধতা ।

  • @nandagopalbasak5564
    @nandagopalbasak5564 3 года назад +6

    প্রথমে শিবাজিকে ধন্যবাদ জানাই এই ভি ডি ও টা আমাদের উপহার দেবার জন্যে না হলে 76 বছর বয়সে এই দুর্গম পথ যাওয়া কিছুতেই সম্ভব নয় তাই এই ভি ডি ও টা দেখে মনের আশা পূরণ হলো এর প্রশংসা যতই করি কম হবে

  • @lakshmikantabasu1051
    @lakshmikantabasu1051 3 года назад +4

    শিবাজী বাবু আপনাকে কুর্ণিশ জানাই।
    খুব সুন্দর ভাবে আপনি গড়পঞ্চকোটের সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপত্যকে সকলের সামনে উদ্ভাসিত করলেন।
    আমি একজন রক ক্লাইম্বার এবং ট্রেকার। গড় সার্কিটের বেশীরভাগ অঞ্চল আমার চষা। গড় পঞ্চকোটের পাহাড়ে আমি চারবার ট্রেক করেছি আলাদা আলাদা দিক দিয়ে। কিন্তু যারা এখানে আসেননি তাদের বোঝাতে পারিনি এখানকার সৌন্দর্য্য। আপনি পারলেন আপনার তোলা ভিডিও ও অসাধারণ বাচনভঙ্গি দিয়ে।
    আপনাকে অনেক অনেক শুভকামনা জানাই। আপনার চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি।
    ধন্যবাদ

  • @niladriroy7355
    @niladriroy7355 3 года назад +9

    শিবাজী কাকুর ট্রাভেল ভিডিও এক অসাধারণ তথ্য দেয়। আপনার কন্ঠস্বর আমার কাছে দারুণ ভালো লাগে।
    এককথায় অতুলনীয়।

  • @sulekhadey9103
    @sulekhadey9103 3 года назад +1

    Apner ei caravan tour er video ta really awesome....Dada

  • @meghnatagore386
    @meghnatagore386 3 года назад +2

    Awesome Dada,the way you explain is just awesome,thank you for giving us SOOOOOOOOO beautiful video,i eagerly wait for your next video,and when I see a new video of yours,i jump with happiness,aro ekta durdorsho video dekbo,awesome Shivajida,just awesome.👌👌👌🙏

  • @Deepak-uz5tm
    @Deepak-uz5tm 3 года назад +2

    আমরাও ভালোবেসে ফেলেছি এক্সপ্লোরার শিবাজী কে!!!!
    ওনার এই ভ্রমণ ব্লগ অনেকের থেকে স্বতন্ত্র।
    ধন্যবাদ রইল।

    • @explorershibaji
      @explorershibaji  3 года назад

      ❤️❤️❤️

    • @Deepak-uz5tm
      @Deepak-uz5tm 3 года назад

      " Chinmay Nath "
      এই ব্লগটি দেখুন, কি ভীষণ সাদৃশ্য আপনার সাথে।
      অবাক হবার মতন!!!

    • @explorershibaji
      @explorershibaji  3 года назад

      @@Deepak-uz5tm এই রে!! আমি কিন্তু একেবারেই আমার মতন, চিন্ময় বাবুর স্টাইল তার নিজস্ব, আমার স্টাইল আমার।
      বাংলায় ভ্রমণ নিয়ে প্রথম দিকে যারা RUclips এ তথ্যনির্ভর ভালো ভিডিও দেওয়া শুরু করেছিলেন তাদের মধ্যে চিন্ময় বাবু অন্যতম। উনি নমস্য ব্যক্তি। যদি আমার মধ্যে ওনার কিছু মাত্র ছায়া খুঁজে পান তাহলে সেটা আমার সৌভাগ্য।

    • @Deepak-uz5tm
      @Deepak-uz5tm 3 года назад

      কারো সাথে আপনার তুলনা নয়, আপনি স্বতন্ত্র!!!!!!!
      অবাক হয়েছিলাম চেহারার
      মিল দেখে ( লাল টি-শার্ট পরা চোখে চশমা )
      পুরুলিয়ার পরবর্তী পর্বগুলোর অপেক্ষায় রইলাম।।

  • @swarnayubagchi1993
    @swarnayubagchi1993 3 года назад +1

    what a tour what a tour just darun, apnar sathe kono ekdin dekha hole just amazing lagbe,valo thakben sustho thakben r erokom ro ro sundor tour amader sathe share korben, thank u....

  • @baishalisarkar4769
    @baishalisarkar4769 3 года назад +2

    সুন্দর প্রকৃতিকে আরো সুন্দর করে মেলে ধরলেন!" মুগ্ধ হোলাম!

  • @swayambhumukherjee646
    @swayambhumukherjee646 3 года назад +2

    Just superb. Speachless. Ossum. Sibaji da you are just great

  • @sanjuktasen9189
    @sanjuktasen9189 3 года назад +1

    দারুণ লাগল । এগিয়ে চলার পথে অনেক শুভকামনা । আরো নতুনত্বের অপেক্ষায় রইলাম ।

  • @nandini9873
    @nandini9873 3 года назад +7

    Darun vlog, darun manush ...kono kotha hobe na 💞👍anyo vlogger ,eto ta junior der sathe ghorer bhaider moto mishe jaoar khomota sobar thake na..hats off SHIBAJI da🙂

  • @santasaha4034
    @santasaha4034 3 года назад +3

    Totally agreed with Jishnu. Dada akjon oshadhron manush! He makes us travel with him and amused by the experience.

  • @bappadityapaul9712
    @bappadityapaul9712 3 года назад +1

    দ্বিতীয় পর্ব ও দারুণ এনজয় করলাম, সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা।

  • @arijitkundu6273
    @arijitkundu6273 3 года назад +1

    দুর্দান্ত লাগলো। অনেক অজানা তথ্য জানা গেল অনেক নতুন জায়গা দেখা গেল ধন্যবাদ সকল কে।💛❤️

  • @gourmalakar6149
    @gourmalakar6149 3 года назад +1

    ওহো হারিয়ে গেছিলাম....❤❤❤.... কি অসাধারণ বিশ্লেষণ...

  • @UnplannedMadventures
    @UnplannedMadventures 3 года назад +1

    Darrun Daruunn..!! kono kotha hobena.. churanto enjoy korlam video ta.. sobai mile eksathe hoii hoii kore besh ekta jomjomat berano..!! erom episodes aro dekhte chaii..!! 🤘🏼🤘🏼🤘🏼

  • @deepandas4976
    @deepandas4976 3 года назад +2

    খুবই সুন্দর তথ্যপুর্ণ ভিডিও।। আর আপনার গলায় সেই সব তথ্য শুনতে অসাধারন লাগছে স্যার।।

  • @maityraja465
    @maityraja465 3 года назад +1

    খুব সুন্দর♥️♥️
    পরবর্তী ভিডিও র অপেক্ষায় থাকলাম

  • @sristisukh1153
    @sristisukh1153 3 года назад +3

    Uncle আমার আর আমার বাবারও ঠিক আপনাদের মতো এরকম energy আর ভ্রমণ করার তীব্র ইচ্ছে। আপনার সাথে একদিন নিশ্চয়ই দেখা করবো আর আজকের ভিডিওটা just দারুন ছিল।👌👌👌👌👍👍👍👍❤️

  • @anjandebsarkar1469
    @anjandebsarkar1469 3 года назад +1

    সত্যি খুব ভালো লাগলো। একটা সাধারণ tour কে আপনার উপস্থাপনা দিয়ে অসাধারণ করে তুলেছেন।👍🙏

  • @asf5275
    @asf5275 3 года назад +2

    অসাধারণ..!!!!
    আরও ভিডিও এর জন্যে অপেক্ষা করছি.....

  • @sohinisarkarblogs
    @sohinisarkarblogs 3 года назад +2

    Uff opurbo laglo! 1st 7min was relaxing, entertaining & cozy. Rest of d vdo was adventurous & wonderful. Complete package! 👌❤

  • @rockroy384
    @rockroy384 3 года назад +1

    দারুন , এককথায় অসাধারণ হয়েছে এই vlog টা shibaji দা ❤😎👌

  • @rukminath1533
    @rukminath1533 3 года назад +1

    And adventure going on.....👍👍💞

  • @soumyajitsaha4263
    @soumyajitsaha4263 3 года назад +1

    দূর্দান্ত।আপনাদের প্রাণশক্তি অদম্য

  • @sumanmondal8462
    @sumanmondal8462 3 года назад +1

    শিবাজী দা! ❤️ অপূর্ব! অপূর্ব!

  • @kolkatarkuntal2108
    @kolkatarkuntal2108 3 года назад +1

    sir অসাধারণ ,আপনার ভিডিও দেখা মানে.....কিছু না জানা জিনিস (তথ্য) জেনে যাওয়া .........♥️🤟✌

  • @himansubatabyal3816
    @himansubatabyal3816 3 года назад +1

    দাদা খুবই সুন্দর লাগলো। অসাধারণ 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @keyaganguly46
    @keyaganguly46 3 года назад

    দ্বিতীয় পর্বটি ও অসাধারণ। ইতিহাসের কত মূল্যবান সম্পদ ছড়িয়ে আছে চোখের আড়ালে। আপনারা তার অনেক কিছুই দেখালেন ‌। গুরুত্বপূর্ণ তথ্য ও পেলাম অনেক। ধন্যবাদ জানাই। শুভকামনা রইলো

  • @loveon143
    @loveon143 3 года назад

    Extremely well & top class VIDIO 👌👌👌👌excellent,outstanding, mindblowing video clipping, আবার নতুন অনেককিছু জানতে পারলাম, খুব সুন্দর হয়েছে এই টুর টা 💓💖👌👌👌💖💓😊🙏😊👍

  • @kakalibanerjee9322
    @kakalibanerjee9322 Год назад

    Asadharon!! 🙏😍🙏Explorer Shibajin

  • @tastetutorial8711
    @tastetutorial8711 3 года назад

    Khub bhalo laglo.......Great work.......Thank you dada!

  • @EscapeStoriesJBP
    @EscapeStoriesJBP 3 года назад +1

    Eto informative vlog bangla bhashay sottie khub kom ache dada. Oshadharon. 😍

    • @explorershibaji
      @explorershibaji  3 года назад +1

      ধন্যবাদ জিষ্ণু, তোমার দ্বিতীয় পর্ব ও অসাধারণ হয়েছে।

    • @EscapeStoriesJBP
      @EscapeStoriesJBP 3 года назад

      @@explorershibaji Thank you Shibaji da.

  • @mausumisarkar2685
    @mausumisarkar2685 3 года назад

    অসাধারণ দাদা... আমাদের তো ভীষণ ভালো লাগে.... তার সাথে সাথে আমার সাত বছরের পুত্র তার খুব প্রিয় আপনার ভিডিও... ও টিভি তে দেখে শিবাজী আঙ্কেলর ভিডিও... দারুন দারুন....

  • @goutamdebnath2560
    @goutamdebnath2560 3 года назад +1

    এ এক আলাদাই অভিজ্ঞতা ❤️❤️❤️
    দেখে বড্ড লোভ লাগছে।

  • @jayasreedas952
    @jayasreedas952 3 года назад +1

    পুরুলিয়া ‌ দ্বিতীয় পর্ব এক কথায় অসাধারণ।

  • @subhamsen6262
    @subhamsen6262 Год назад

    Addiction hoye jacche shivaji da tomar channel er proti ..❤❤❤❤

  • @artislife8103
    @artislife8103 6 месяцев назад

    অসাধারন লাগলো এ যেন এক আলাদা পুরুলিয়া দেখলাম । আন্তরিক ধন্যবাদ আপনাদের ।😊

  • @prithwirajsengupta6641
    @prithwirajsengupta6641 3 года назад +1

    Awesome video skills and loved the background score

  • @swastikaghosh4299
    @swastikaghosh4299 3 года назад

    Darun uposthapona....darun prokriti...mon- valo kora uposthapona.…

  • @tuhinchakraborty1355
    @tuhinchakraborty1355 3 года назад

    Nice video sir. Khub Valo video. Darun laglo...

  • @ForestLoverPinaki
    @ForestLoverPinaki 3 года назад

    Woooowww woowww woowww .....apni osadharon....eai jaigata 99% jaina & janeina .....u r really explorer 🙏🙏🙏...only very less local people r aware of that place 👍👍👍👍👍

  • @souravbiswas1828
    @souravbiswas1828 3 года назад +1

    Your voice is main nucleus of your expedition documentation which keeps your audience hooked to the adventurous tales..you have expertised traveling "SIR"

  • @mahuamukherjee9583
    @mahuamukherjee9583 3 года назад

    কি ভাল লাগছে। ছবির quality খুব ভাল হচ্ছে । তুমি যা বললে ,এত উঁচু তে তো আর উঠতে পারবোনা তোমাদের সকলের চোখ দিয়ে দেখছি। তোমাদের মতোকরে বলছিও weekend টা একদম জমে যাচ্ছে ।খুব ভালো থেকো, অনেক enjoy করো।

  • @RiyaUSA
    @RiyaUSA 3 года назад

    Khub Valo hoyeche video ta

  • @drcwisdom7598
    @drcwisdom7598 3 года назад +11

    খুব সুন্দর। আপনার উচিত আর একটা চ্যানেল খুলে ভিডিও গুলো ইংলিশ বা হিন্দিতেও আপলোড করা বাইরের tourist দের জন্য।

    • @explorershibaji
      @explorershibaji  3 года назад +8

      হ্যাঁ, সেরকম একটা ইচ্ছে আছে, ইংরেজিতে করতে পারি।

  • @laltumaity3142
    @laltumaity3142 3 года назад +1

    outstanding nature touch journey congratulations

  • @anshumanmajumder4187
    @anshumanmajumder4187 3 года назад

    Jio Kaka...darun lagche..fatie dichen dada..kono kotha hobe na

  • @sutapade7522
    @sutapade7522 3 года назад

    Daroon laglo..caravan tour kortei hobe dekhchi

  • @swarajghosh2790
    @swarajghosh2790 3 года назад

    Garhpanchakot pahar nie eto details information kono channel e dekhini.
    Osadharon presentation. Thanks.

  • @sutapasannigrahi2127
    @sutapasannigrahi2127 3 года назад

    এটা তো আগেই দেখেছি.!! দারুণ রোমাঞ্চকর..!! ❤️

  • @subhasishmondal489
    @subhasishmondal489 3 года назад +4

    খুব খুব সুন্দর।কখোন আসবে আপনার ভিডিও সেই অপেক্ষায় থাকি।

  • @Wowbiki1234
    @Wowbiki1234 3 года назад +1

    অসাধারন।❤️❤️ ডেইলি ভিডিও পেলে আরো খুশি হতাম। আপনার উপস্হাপনা বরাবরই খুব ভালো

    • @explorershibaji
      @explorershibaji  3 года назад +1

      ভাই অসম্ভব, একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে, তবে চেষ্টা করব প্রতি 3 দিনে একটা ভিডিও দেবার।

  • @sankhasen1083
    @sankhasen1083 3 года назад

    এবারে যে আমিও আপনার ফ্যান হয়ে গেলাম....এই এপিসোডটাও দূর্দান্ত ও দারূণ ইনফরমেটিভ কিন্তু, সবের উর্দ্ধে -> আপনার উপস্থিতি, কণ্ঠস্বর ও উপস্থাপনার সৌন্দর্য....My Heartiest Best Wishes For You Bro... 👍💕🙏

  • @bestplacestotravel8252
    @bestplacestotravel8252 3 года назад

    valo laglo Purulia tour.nice presentation.

  • @jonydas4392
    @jonydas4392 3 года назад +2

    শিবাজী দা চালিয়ে যান.. অসাধারণ একটা ভিডিও ছিল 🙏🙏👌👌👌

  • @arkasarkar1210
    @arkasarkar1210 3 года назад

    Darun darun..apnar videor oppekhai thaki..

  • @suchetabiswas7441
    @suchetabiswas7441 3 года назад

    আপনার প্রচুর ব্লগ দেখছি ۔۔পুরো নেশা হয়ে গেছে ۔۔۔এত সুন্দর আপনার পরিবেশন ۔۔۔আমি গুজরাট এ আছি ২২ বছর ۔۔۔কলকাতা গিয়ে এই সব জায়গায় যাওয়া হয়ে ওঠে না ۔۔কিন্তু এবার ঠিক করেছি আপনার ব্লগ ফলো করে ঘুরে আসবো ۔۔ভালো থাকুন۔۔ ۔۔আরো ব্লগ বানান

  • @ForestLoverPinaki
    @ForestLoverPinaki 3 года назад

    Harisadhon babu ....chotto belai khub dustu chilen 😀😀😀😀😀😀🙏🙏🙏🙏🙏

  • @sagarsarkar3764
    @sagarsarkar3764 3 года назад +1

    শিবাজী দা তুমি গুরুদেব। তোমার video দেখলে মনে হয়, আমিই ঘুরে বেড়াচ্ছি। আমার পরিবারে আমিই সব থেকে বেশি ঘুরতে যাই, তাই তোমার দেওয়া প্রতিটা information note করি।

  • @sreelamitra6982
    @sreelamitra6982 3 года назад

    Apner video dekhe addiction hoe jache.darun bhalo keep it up 👌🥰🙏

  • @himanishbose5771
    @himanishbose5771 3 года назад

    Ur travel videos r the best....khub bhalo laglo.......chaliye jan

  • @barshabhattacharjee5755
    @barshabhattacharjee5755 3 года назад +1

    Shah Rukh Khan r Swades dekhar por caravan r proti love onek bere gechilo abar apnar vlog e dekhe khub valo lagche...oshadharon vlog...onek kichu information pelam..mon ta valo hoe gelo...keep moving..with ur vlog ❤️

    • @explorershibaji
      @explorershibaji  3 года назад +2

      আমিও স্বদেশ দেখার পর থেকেই ভাবতাম কবে এখানে এই রকম একটা গাড়ী হবে।

    • @barshabhattacharjee5755
      @barshabhattacharjee5755 3 года назад

      Sotti tai....khub valo laglo..kotho erokm caravan book kora jai kina ektu janaben parle..🙏

  • @souravbiswas1828
    @souravbiswas1828 3 года назад

    You Tube should provide a respect button for such vlogs..

  • @babitadutta87
    @babitadutta87 3 года назад

    এত সুন্দর করে ভিডিও দেখানোর জন্য ধন্যবাদ মুগ্ধ হয়ে গেলাম শিবাজী ভাই সঙ্গে আছি

  • @sudiptasaha3073
    @sudiptasaha3073 3 года назад +1

    Sir apnar vlogs ar editing gulo darun lage, chaliye jan👍

  • @sanjuuran
    @sanjuuran 3 года назад

    Osadharan dada. Next part er opekkhai thakbo.

  • @mitabhaumik9695
    @mitabhaumik9695 3 года назад +1

    Superb, superb, superb! As always, soothing commentary rich in history, fun moments captured in a very fluid manner, and great videography!
    Shibaji, through this video I was awestruck to see the same technology of stone built structures in ancient Greece somehow reached this corner of Purulia .....the stone gate ( where some brainless people did graffiti) you showed, reminded me of the Lion Gate and a Royal Tomb in Mycenae, Greece! That was 1250 B.C........I was simply dumbfounded! Amazing building technology resurfaced thousands of years later, and thousands of miles apart! I saw the exact replica .....unbelievable! Needs serious preservation and restoration...please write to ASI to take over!
    Glad no leopard 🐆 for Jishnu ( ? ), the sweet young man!

  • @minturoy8634
    @minturoy8634 3 года назад

    শিবাজী দা আপনার ব্লগ দেখে সত্যিই দারুণ মজা লাগছে চালিয়ে যান দাদা আপনার পিছনে আমরা আছি 👍

  • @prasunbasu4840
    @prasunbasu4840 3 года назад +3

    আপনার effort প্রমান করে আপনার passion ।

  • @madhumitabanerjee1413
    @madhumitabanerjee1413 3 года назад

    Dada fatafati. Real enjoyment, love it

  • @hrishavsengupta44
    @hrishavsengupta44 3 года назад

    Apurba video satti darun khub bhalo laglo💕

  • @tuhinchakraborty1355
    @tuhinchakraborty1355 3 года назад

    Khub Valo video shibaji sir...👍

  • @dibyendusdiary
    @dibyendusdiary 3 года назад

    fatafatii hoyache video ta....durdanto...

  • @deepbasu8143
    @deepbasu8143 3 года назад +1

    But your presentation skills and background music is excellent enjoyed your work a lot. Keep up the good work take care

  • @abose5218
    @abose5218 3 года назад +1

    Great video....hari sadhun babu seemed to be a very nice person...you mentioned him so many times as well...🙂

  • @sudarshana4178
    @sudarshana4178 3 года назад

    Shob theke commendable is your fitness . Khub bhalo laglo vlog ta. 👍🏻

  • @tapanmazumdar2446
    @tapanmazumdar2446 3 года назад

    অসাধারণ, ভাল লাগল।

  • @suranjanapandit8272
    @suranjanapandit8272 3 года назад

    Simply awesome.....mone hoche jeno amrao travel korchi.....ar apnar presentation sob somoi osadharon lage.....lockdown chala kalin youvtube surf korte korte apnar blog chokhe pore.........got a refreshing touch from the horrible boredom and mental anxiety . Thanxx a lot......will be waiting for the Murugama episode 😊

  • @lohitbarandeb
    @lohitbarandeb 3 года назад

    Darun laglo. Garpanchkot koekbar gechhi. Ebhabe dekha hoini. Jabar eechheta abar chagar dichche. Dhonyobad.

  • @pranabrajak7708
    @pranabrajak7708 3 года назад +1

    Really an adventurous vlog in the lap of nature....eagerly waiting for the next....Go ahead Shibaji explorer❤❤

  • @banhiroy3830
    @banhiroy3830 3 года назад +2

    Getting addicted to your vlogs 😇👍👍👍

  • @itsayan3207
    @itsayan3207 3 года назад +1

    অনবদ্য উপস্থাপনা 😍😘

  • @thousandmiles4473
    @thousandmiles4473 3 года назад +1

    Ei episode ta Anakta Satyajit babur golper moto laglo...true explorer of our history,heritage & nature...r Harisadhan babur jobab nei.. 🙏👌👍

  • @sampamaitra3361
    @sampamaitra3361 3 года назад

    Darun ---Speechless
    Maha ---UTTORAN

  • @anirbanchatterjee8703
    @anirbanchatterjee8703 3 года назад

    Background music ta just oshadharon

  • @travelexploration5746
    @travelexploration5746 3 года назад

    Sotti Shibaji da tomar prottekta video i awesome. Your way of expression is too good

  • @NatureandFoodwithMe
    @NatureandFoodwithMe 3 года назад

    kaka hotel এবং হোটেল এর পরিবেশ সাথে কাকা ( হরিসাধন দে ) এরকম একটি combination এক কথায় অসাধারন । আমি কখনো গেলে শুরু টা এভাবেই করতে চাই । সব কিছু চক্ষুগোচর করে রাখতে হবে ।। যাই হোক overall আপনার video নিয়ে কিছু বলার নেই , visually Explore করার চেষ্টা করি ।। ☘☘😀

  • @kuntalmondal4920
    @kuntalmondal4920 3 года назад

    Sob somoy e osadharon lage apnar video, r ei video tao osadharon e laglo, onnek positive feel kori apnar video dheke, notun kore dhekte pari amader west bengal ta k, amr family r sobai e dheke apnar videos, dhonnobad dada bangla y erokom content provide korar jonno❤️

  • @rosysaha7267
    @rosysaha7267 3 года назад

    Apnar biboron just fatafati!

  • @swatichakraborty1396
    @swatichakraborty1396 Год назад

    দুরন্ত 👌👌👌 কোন কথা হবেনা ❤❤❤

  • @souravdas2330
    @souravdas2330 3 года назад +18

    দাদা অসাধারণ। আপনার সাথে কোন এক দিন ভ্রমণ করার ইচ্ছা প্রকাশ করছি। 🙂

  • @musicsonai4669
    @musicsonai4669 3 года назад

    Dada apni amader jonno sotti khub kosto koren. Khub sundar darun.

  • @sanjuktabagchi2404
    @sanjuktabagchi2404 3 года назад

    অসাধারণ একটি ভিডিও দাদা।

  • @snehachatterjee5729
    @snehachatterjee5729 3 года назад +1

    Video sundor , jaiga sundor , aapni manush ta besh bhalo, caravan concept ta bhalo. Vlogging, editing, noise cancellation sob kichui darun. Kintu Kolkatar baireo j manush aapnake dekhe seita ektu dekhben please. Sobai kintu Kolkatar noi. Etota aapon kore jokhon video ta banan tahole kolkata bole bole dure korben na.

    • @explorershibaji
      @explorershibaji  3 года назад +1

      সত্যি ভাই আমি এবার আর বলব না। 😊😊😊❤️❤️❤️

  • @bananichakraborty5818
    @bananichakraborty5818 3 года назад

    Wonderful blog 👌👌👌❤️❤️❤️❤️ thank u dada 🙏🙂

  • @uttamdas876
    @uttamdas876 3 года назад +1

    👍👍👍👍amazing tour

  • @arun.akdbkp
    @arun.akdbkp 2 года назад

    ২০০৫ সাল নাগাদ আমরা ৫ জন বন্ধু মিলে মারুতি ভ্যান নিয়ে গেছিলাম গড় পঞ্চকোট। পুরোনো স্মৃতিটা কে ঝালিয়ে নিলাম আপনার ভিডিও দেখে। তখন ওখানে কোনো দোকানপাট ছিলো না এবং বেশ নিরিবিলি ও কোলাহলমুক্ত ছিলো। চালিয়ে যান, সঙ্গে আছি।