Travel Vlogger - দের আড্ডা এবার পুরুলিয়ায় | গজাবুরু পাহাড় | Kunal Bose

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 364

  • @TravelWithKoushik
    @TravelWithKoushik 4 месяца назад +293

    আরেকটা চাই এক রকম meet up

  • @sumandey3
    @sumandey3 4 месяца назад +13

    সব প্রিয় মানুষ একসাথে। দারুণ।
    কৌশিক দা কে প্রথম পেলাম আপনাদের গ্রুপ এ। তাই আরো ভালো লাগলো।

  • @hungrytourer
    @hungrytourer 4 месяца назад +14

    এতজন গুণী মানুষ একসঙ্গে এটাই অনেক বড়ো প্রাপ্তি। সত্যি কুনাল দা জীবনে মুহূর্তরাই দামি। আজ আবার প্রমাণিত। সকলকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা আর অফুরন্ত ভালোবাসা।

  • @sangita941
    @sangita941 5 месяцев назад +18

    আমিও ঠিক এরকম দিন কল্পনা করি যেখানে বন্ধু বান্ধব এক সাথে একটা ট্রিপ হবে সাথে আড্ডা খাওয়া দাওয়া আর এরকম সুন্দর একটা পরিবেশ 😊,,তোমাদের এক সাথে দেখে খুব ভালো লাগছে,,মাঝে মাঝে এরকম একটা ট্রিপ চায় তোমাদের কাছে সব ব্লগার এক সাথে ❤🥰🔥🔥

  • @papitabiswas8994
    @papitabiswas8994 4 месяца назад +7

    ইসস কি ভালো
    কি ভালো। মনে হচ্ছে সবার সঙ্গী হই। আমি খুবই ভ্রমণ প্রেমী।তাই আরো বেশি করে অনুভব করতে পারছি।r সকালের দৃশ্য তো চোখ জুড়ানো। বাংলার ভ্রমণ ব্লগার দের জয়।পরের এপিসোডের অপেক্ষা তে রইলাম।sathe comment এর উত্তরে রের ও

  • @keyasgloryboutique7741
    @keyasgloryboutique7741 4 месяца назад +1

    সবাই এতো আনন্দ করে,,কী যে ভালো লাগছে ❤❤❤

  • @asimmukhopadhyay9525
    @asimmukhopadhyay9525 5 месяцев назад +7

    অসাধারণ, ' ভ্রমণ পাগল' মানুষ তো তাই অনুভূতি গুলি অনেকটা অনুমান করতে পারছি।

  • @tanmoyganguly1715
    @tanmoyganguly1715 4 месяца назад

    Sob priyo manus eksonge ❤❤❤

  • @jayantaseal7951
    @jayantaseal7951 4 месяца назад

    সকল কে একসাথে দেখে খুবই ভাল লাগল❤

  • @swapnilmajumdar909
    @swapnilmajumdar909 5 месяцев назад +10

    পরের ভিডিওর অপেক্ষায় আছি।
    তোমাদের সবাইকে একসঙ্গে দেখে খুব ভালো লাগলো। আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হল তোমরা সবাই মিলে শীতকালে একবার প্লিজ ঝাড়গ্রামে এসো। কুনালদা তুমি এসেছিলে, বেলপাহাড়ির কাঁচালঙ্কা রেস্টুরেন্টে গেছিলে। এবার সবাই একসঙ্গে এসো। মজা হবে, এবং অন্যরকম ঝাড়গ্রাম দেখাবো সবাইকে।
    Love You All Brothers......❤️❤️

  • @sarmisthadas4217
    @sarmisthadas4217 5 месяцев назад +7

    আমার সমস্ত প্রিয় ব্লগারদের একসাথে দেখে দারুণ লাগল 😍 ....ভিডিওটা দেখে একটা নির্ভেজাল আনন্দ পেলাম ...waiting for the next episode

  • @rimpamunda5970
    @rimpamunda5970 4 месяца назад

    সবাইকে এক সঙ্গে দেখে খুব খুব ভালো লাগছে ধন্যবাদ সবাইকে ❤❤❤❤

  • @sumitradas7773
    @sumitradas7773 4 месяца назад +1

    এতো চাদের হাট, সবাইকে একসাথে অসাধারণ🎉

  • @agnisekharbasu3169
    @agnisekharbasu3169 4 месяца назад +1

    এযে চাঁদের হাট। দারুন লাগলো।পুরো ফ্যান হয়ে গেলাম।

  • @manojitkundu1381
    @manojitkundu1381 4 месяца назад

    পুরো জমে ক্ষীর দাদা❤❤❤❤❤❤❤❤❤

  • @sudeshnaghosh728
    @sudeshnaghosh728 4 месяца назад

    অসাধারণ এক কথায়!❤

  • @arunkumarnath5010
    @arunkumarnath5010 4 месяца назад +1

    প্রথম এতগুলো ভ্লগারদের একসঙ্গে আড্ডা দিতে দেখে খুব ভালো লাগলো , যদিও সবাই নেই , যারা আছে তাদের নিয়েই প্রকৃতির এই সুন্দর পরিবেশে জমাটি আড্ডা ও খানাপিনা হোক , আমরা দেখে মুগ্ধ হই , সবাই ভালো থাকুন সুস্থ থাকুন , ধন্যবাদ পরের পর্বের অপেক্ষায় রইলাম ।

  • @sarmisthabanerjee3759
    @sarmisthabanerjee3759 4 месяца назад +2

    আমি আপনার I Am Bose চ্যানেল এর একজন নিয়মিত দর্শক। এছাড়াও কৌশিক, শিবাজী - পৃথ্বীজিৎ , অনিন্দ্য দা ....... মোটা মুটি reputed travel bloger দের কোনো ভিডিও ই বাদ যায় না । আপনার এই ব্লগে সবাই কে একসাথে দেখে ও আপনাদের আনন্দ উচ্ছ্বাস দেখে খুব ই ভাল লাগল ....... আশা করি পরের পর্ব টা তাড়াতাড়ি ই আসবে।

  • @9804326490
    @9804326490 5 месяцев назад +1

    দারুণ দারুণ সুন্দর এই ভিডিও টা, এতো গুলো ব্লগার একসাথে এ এক অভাবনীয় ব্যাপার, খুব ভালো লাগলো, আমাদের প্রিয় কয়েক জন তারা হলেন শিবাজী দা পৃথিজীত দা কৌশিক সোমজীত দা এবং অবশ্যই আপনি, আপনার কন্ঠস্বর শুনে তো আমি অভিভূত, এক আলাদা লেভেলের আওয়াজ। খুব ভালো লাগলো। ধন্যবাদ

  • @banighosh9288
    @banighosh9288 4 месяца назад

    অসাধারণ। অসাধারণ। অসাধারণ। এতো চাঁদের হাট ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prasenjittalukdar7646
    @prasenjittalukdar7646 4 месяца назад

    Sobaike Follow kori ei group er ..khub miss korlam eto gulo travel blogger ke eksathe Purulia te thekeo seidin meet na korte parar jonno .Oi samay ta ami giyechilam Ayodhya hills e .Ei group er proti Jon khub bhalo lok .Aro anek kichu dekhar baki ache

  • @itssomenath1979.
    @itssomenath1979. 4 месяца назад +1

    বোঝো কান্ড! ভাবা যায়! 🤔🤔🤔🤔 এতো জন ইন্দ্র বাংলা ট্রাভেল ব্লগার। 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @sonalibanerjee5504
    @sonalibanerjee5504 4 месяца назад +4

    সবাই একসাথে, দারুন লাগলো। শুধু অনিন্দ্য বাবু কে মিস করলাম 👍👍

  • @mysimplelifestyle1753
    @mysimplelifestyle1753 4 месяца назад

    দারুণ একটা দিন বাঁধন ছাড়া প্রচুর মজা

  • @subratachatterjee864
    @subratachatterjee864 4 месяца назад

    Lovely. একসঙ্গে অনেকজনের এইভাবে মিলিত হওয়া, এক হয়ে আনন্দ করা.... সত্যি খুব ভালো লাগলো। সবার কাছে অনুরোধ, আপনারা নতুন নতুন Blog করুন যাতে আমরা আপনাদের মাধ্যমে দূর দুরন্তে না দেখা বা না যেতে পারা জায়গায় মানসভ্রমণ করতে পারি।

  • @santimoybanerjee3178
    @santimoybanerjee3178 4 месяца назад +1

    দারুনএক্সপেরিমেন্ট,একসাথে এত youtuber কে দেখতে পেলাম, খুব ভালো লাগলো

  • @pintujet7808
    @pintujet7808 4 месяца назад

    Kunal has got Awesome voice.

  • @bapisarkar1381
    @bapisarkar1381 4 месяца назад +4

    বেশ ভালো লাগলো। আমি শিবাজী দা ও কৌশিক এর ভিডিও দেখি। সবাই কে অনেক ধন্যবাদ এই রকম ভিডিও পাবার জন্য। আশা করছি ভবিষ্যতে আরো পাব। সবাই ভালো থাকবেন 💐💐💐💐

  • @fakhrulalammilon4403
    @fakhrulalammilon4403 4 месяца назад

    সবাই কে একসাথে দেখে খুব ভাল লাগল

  • @shamimlaskar1829
    @shamimlaskar1829 4 месяца назад +1

    শিবাজী দা , কৌশিক দা আর কুনাল দা এই তিনজনের প্রায় সব ভিডিও দেখি তিনজনকেই খুব ভালো লাগে

  • @abhijitmahanta91
    @abhijitmahanta91 4 месяца назад

    দারুণ সবাই কে একসাথে দেখে ভালো লাগলো

  • @ParthaSportsVlog
    @ParthaSportsVlog 4 месяца назад +1

    মন ভালোকরার Vlog 🥰 💙

  • @ramkumarsinha3123
    @ramkumarsinha3123 4 месяца назад

    সুপ্ত প্রতিযোগীবৃন্দ, একটাই লক্ষণীয়ভাবে বোঝা যায় কে কতটা বিলাসিতা করতে পারে আর কে কত খরচ করতে পারে 😅 সাধারন মধ্যবিত্তরা ফ্যালফ্যাল করে গিলবে কারন তারা পারবে না।😢 carry on😊!

  • @joydeepdas4167
    @joydeepdas4167 4 месяца назад

    এতগুলো পছন্দের মানুষগুলোকে একটা ভিডিওতে দেখব এটা সত্যি সেরা প্রাপ্তি। আর আমার পছন্দের কুনাল দা, কবে যে ভিডিও আসবে সেই আশায় শুধু হা করে তোমার চ্যানেলে এপাশ থেকে ওপাশ ঘুরে বেড়াই আর যখন আসে সবার আগে দেখার জন্য ব্যস্ত হয়ে যায়। অসাধারণ একটা ভিডিও খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আজ থেকে নয় অনেকদিন ধরে কুনাল দা তোমার চ্যানেল ফলো করি তোমার ভিডিও ফলো করি। শুভকামনা ও অনেকটা ভালোবাসা কুনাল দা ❤

  • @anirbansen6992
    @anirbansen6992 4 месяца назад

    কুনালদা ও আমার সকল প্রিয় ব্লগারদের শিবাজীদা, পৃথ্বীজিতদা, সমজিৎদা, সৈকত, কৌশিক এদের সকলকে একসঙ্গে পুরুলিয়া ভ্রমণ করতে দেখে ভীষণ ভালো লাগলো। আমি নিয়মিত এদের সকলের এমন কি তোমারও ব্লগ দেখি, ভীষণ ভালো লাগে। তোমাদের এই স্বতঃস্ফূর্ত আনন্দ, ভ্রমণ আমাদের মতন ভ্রমণ পিপাসু বাঙ্গালীদের, অনেকটাই তৃষ্ণা মিটিয়ে দেয়। তাই আবদার রইল, তোমাদের সকলকে যেন আবার একসঙ্গে এইভাবেই কোনো সুন্দর জায়গায় দেখতে পাই। অনেক অনেক ভালোবাসা রইলো। ভালো থেকো।❤

  • @ratnasreesom6016
    @ratnasreesom6016 4 месяца назад

    খুব সুন্দর লাগল ,সকলেই খুব গুণের অধিকারী

  • @rinabanerjee2789
    @rinabanerjee2789 4 месяца назад

    খুব সুন্দর আড্ডা। সঙ্গে ছিল ট্রেনে বহরমপুরের ছানাবড়া দারুন আবার বৃষ্টি Weather

  • @sreeparnachail3999
    @sreeparnachail3999 4 месяца назад +1

    ও,কি যে ভালো লাগছে নিজের এলাকাই মনের মানুষ গুলোকে একসাথে দেখে। কৌশিক এর স্ট্যাটাস এ দেখে ছিলাম, বৃষ্টির জন্য দেখা করতে পারিনি 😢😢😢

  • @tufandutta9948
    @tufandutta9948 4 месяца назад

    সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা পুরুলিয়ার সুন্দর ভিডিও বানানোর জন্য

  • @ashokebhowmick9177
    @ashokebhowmick9177 4 месяца назад

    Ai muhurte cenemar nayok nayeka der theke apnader grohonjoggo onek besi..... tai akhon cinema na dekhe apnader blog dekhtei valo lage sobar .. suvokamona roilo sobar jonno

  • @animeshdas1980
    @animeshdas1980 4 месяца назад +3

    Vison valo laglo eta dekhe........abar erokom vlog dekhte chai

  • @barnamala2450
    @barnamala2450 5 месяцев назад +2

    তোমরা সবাই খুব আনন্দ করো,খুব ভালো লাগছে,খুব আনন্দ করো

  • @SHREENITHIMUKHERJEE
    @SHREENITHIMUKHERJEE 4 месяца назад

    Aha a j ekebare chander hat❤

  • @sudeep64ify
    @sudeep64ify 4 месяца назад

    Puro na dekhie comment korchii, darun vlog. Sobai amar favourite vlogger sudu Ahona ke miss korchhi! Abhibrata bhalo holo na!

  • @Bhojandbhromon
    @Bhojandbhromon 4 месяца назад

    Baah! e jeno cander hant bosechhe, khub valo laglo😊😊

  • @swagatamaroy2912
    @swagatamaroy2912 4 месяца назад

    Oh....Excellent trip
    Sobai k eksathey dekhey durdanto lagchey .E ekta extra paona amader kachey.. lots of love every one 💛❤️💚💜💙🩷

  • @rimpamunda5970
    @rimpamunda5970 4 месяца назад +1

    কেক খাওয়া ও মাখামাখি দারুণ লাগলো কৌশিক দাদা তো মনে হচ্ছে সিন্দুর পরেছে 🎂🎂

  • @somachakraborty9533
    @somachakraborty9533 4 месяца назад

    অসাধারণ লাগছে, সবাই কে একসাথে দেখে

  • @munmunghosh5099
    @munmunghosh5099 4 месяца назад

    সবাইকে এক সাথে দেখে খুব ভালো লাগলো

  • @parthapratimsardar819
    @parthapratimsardar819 5 месяцев назад +1

    Story dekhar por thakey visonvabey wait korey chilam ei vlog tar jonno.. Eksathe sob etojon favourite manushjon..❤❤
    In future e erom video aroo dekhtey chaii..Mood valo hoye jai esob dekhley..

  • @moviemuse854
    @moviemuse854 4 месяца назад

    Viral scope er shantanu da k miss korlam..uni ebong onar content dutoi khub priyo...mon shanto kore daai & serokom detailed informations.
    Porerbar onakeo dekhar opekhhay roilam

  • @rookiecam247
    @rookiecam247 4 месяца назад

    Sobayer vlog a comment kori ajke sobai ke ek sathe pelam khub khusi lagche. Egiye Jak ei bhabe amader Bangla Tour Vlog. The best part is Bose Dadar Voice, A magical vocal. ❤😊

  • @pradiptapradhan1054
    @pradiptapradhan1054 4 месяца назад

    একটা তরতাজা গ্রুপ : ফুর ফুরে হওয়ার মতো। শিবাজীর tagline একদম ১০০% ঠিক। আমাদের দিন ছিল ৬০' এর।
    বড়োদের অনেক expectation, পড়ার চাপে ভুলেই যেতাম কবেজে বর্ধকের মধ্যে ঢুকে যাওয়া.... খুব ভালো লাগে তোমার ব্লগ। ভালো থেকো, clarity of vision।।
    খুন এনজয় করি।।
    সকালের স্নিগ্ধতা mesmerising। থ্যাংক ইউ। Godbless.... 🌻

  • @thekolkatabazar
    @thekolkatabazar 4 месяца назад

    Ai vlog tar e wait korchilam❤

  • @chandanadas9276
    @chandanadas9276 4 месяца назад

    Darun laglo eai rokom poribesh ta. Kunal da sobaike amer nomoshkar n preety o shuveccha. Khide barie dilen je aro chai ❤❤❤❤❤

  • @prantikbhandari1411
    @prantikbhandari1411 4 месяца назад

    সমস্ত পছন্দের মানুষরা এক সঙ্গে, দেখে ভালো লাগলো।

  • @1989suvo
    @1989suvo 4 месяца назад

    Tomra sob priyo manus eksathe❤❤❤khub valo laglo

  • @VictorPal-i1d
    @VictorPal-i1d 4 месяца назад

    DARUN DARUN......................

  • @ratandas5416
    @ratandas5416 4 месяца назад

    Dekhe valo laglo ei rokom din guloi beche thakar ichhe ta ke bachiye rakhe❤

  • @gargibasu6970
    @gargibasu6970 4 месяца назад

    উফফ ফাটাফাটি 👌🏼 সব প্রিয় মানুষগুলো এক সাথে ❤

  • @MainakMunshi-eg6bp
    @MainakMunshi-eg6bp 4 месяца назад

    পরের ভিডিওর অপেক্ষায় রইলাম।
    অসাধারণ
    অসাধারণ পুরুলিয়া

  • @BongBoyAshish
    @BongBoyAshish 4 месяца назад

    Apnader eksathe dekhe khubi bhalo laglo. This is actually the culture of bong youtubers. Prottek baar erokom meet up howa chai. ❤❤❤

  • @sohinisarkarblogs
    @sohinisarkarblogs 5 месяцев назад +1

    Darun laglo ❤. View mane jake bole 'out of this world'! R tomader adda moja durdanto!

  • @biswonathmanju6169
    @biswonathmanju6169 4 месяца назад

    চাঁদের হাট এর মিলন মেলা❤ তার মধ্যে আমার প্রিয় সমজিৎ❤ just ওয়াও দারুন সুন্দর

  • @sumantachakraborty111
    @sumantachakraborty111 4 месяца назад

    Kunalda ei journey ta osadharon chilo, tomra protteke amar favorite,khub enjoy korlam.

  • @ayandubey7837
    @ayandubey7837 4 месяца назад

    দারুণ লাগলো দারুণ । সত্যিই অনবদ্য ❤❤❤❤

  • @rukminath1533
    @rukminath1533 4 месяца назад

    মনটা ভালো হয়ে গেল তারুন্যের এই অবিমিশ্র উদযাপনে।ভালো থাকবেন। ❤❤

  • @pritammete2437
    @pritammete2437 4 месяца назад

    Truee vloggers of bengal❤

  • @kaberibhadra1986
    @kaberibhadra1986 4 месяца назад

    Daruuuuun 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @shimpygoswami6588
    @shimpygoswami6588 4 месяца назад +1

    Ahaaaaa jome kheeer❤ kintu ghurte firte channel er dada k miss korchi nxt time onakeo dekhte chai

  • @pampiacharjee7481
    @pampiacharjee7481 4 месяца назад

    দারুণ লাগল 👍

  • @rumpapan2767
    @rumpapan2767 4 месяца назад

    Darun 👌

  • @explorerinsan
    @explorerinsan 4 месяца назад +1

    পলাশ দা & পারিজাত দা কে মিস করছি😢

  • @rupakchowdhury6848
    @rupakchowdhury6848 5 месяцев назад +1

    Kunal da suvechha nio. Amar bahu diner ichhe travel vloger hobo. Kichutei suru korte parchi na bibhinno karone. Tabe ajke tomar ei vlog dekhe thik korei nilam ebar jai hok travel vlogging suru kortei hobe. Infact bahu din ghure berchi kokhono eka bike niye,kokhono so-dolbole. Kohono train,Bus...kokhono nijer bike. Jai hok thank you. Aladai inspiration pelam. Asha kori agamidin thik ei bhabei amio thakbo tomader sathe erokomi kono trip e.......

  • @A83smilingamitava
    @A83smilingamitava 4 месяца назад

    Darun লাগলো পুরো জমে ক্ষীর ❤❤❤❤ আসল কথা হচ্ছে বেড়ানো ব্যাপার টাই আলাদা মজা❤❤❤

  • @daliadas2656
    @daliadas2656 4 месяца назад

    তোমরা সবাই এক সাথে প্রান খুলে আনন্দ করছে। খুব ভালো লাগলো।

  • @swapnabhattacharjee7347
    @swapnabhattacharjee7347 4 месяца назад

    এই নির্মল আনন্দে সারা জীবন কাজটিও এই আশীর্বাদ করি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন থাকলো সবাইয়ের জন্য।

  • @a.chatterjee3106
    @a.chatterjee3106 4 месяца назад

    বেশ ঝকঝকে একটা হুল্লোড়ে ভরা বেড়ানো আড্ডা! দারুণ হয়েছে 👍

  • @ayandubey7837
    @ayandubey7837 4 месяца назад

    সুন্দর ❤❤❤ । দারুণ ❤❤

  • @abhinabosarkar7563
    @abhinabosarkar7563 5 месяцев назад +1

    দারুন লাগলো, আপনাদের সবাইকে একসাথে দেখে ❤

  • @KaberiGhosh-t4z
    @KaberiGhosh-t4z 4 месяца назад

    Khub bhalo laglo apnader sab eksathe dekhe
    Erakam majhe majhe eksathe
    Blog korben apnara sakale khub bhalo thakben
    Kaberi ghsh

  • @baishakhimukherjee72
    @baishakhimukherjee72 4 месяца назад

    অসাধারণ। বাকি টুকুর অপেক্ষায় রইলাম 😊

  • @sudeshnaroy6512
    @sudeshnaroy6512 5 месяцев назад +1

    Eai vlog tar jonno bhison ee wait kre chilam......Bhison ee Enjoy korlam....Superb ❤❤❤❤

    • @kunalbose
      @kunalbose  5 месяцев назад +1

      Thanks ❤️

  • @swarnalidas8845
    @swarnalidas8845 4 месяца назад

    সবাইকে দেখলাম খুব ভালো লাগলো 👌♥️ কিন্তু একটা বাচ্চা ছেলে আছে আকাশ, যে দফাদার বাবু বলে খ্যাত তাকে দেখলে আর একটু ভালো লাগতো❤ সবাই খুব ইনজয় করুন ভীষণ ভীষণ ভালো লাগলো 👌♥️ সবাই ভালো থেকো❤❤❤❤❤

  • @anumitamukherjee6501
    @anumitamukherjee6501 4 месяца назад

    Kunal er voice amar.durdanto lage..gota vlog ta daruuuuuun

  • @karsantanu113
    @karsantanu113 4 месяца назад

    100& above mane santu(deep) amar pisitoto vai tomra chalia jao fatafati Life k fresh korte hole amon trip dorkar R tomar sathe amar dekha hoachilo Sundorbone Lots Of Love ❤

  • @dipankarbasu4588
    @dipankarbasu4588 4 месяца назад

    অভিব্রত ভাই দারুন❤️❤️
    সবাইকে অনেক শুভেচ্ছা।

  • @nabarunsarkar7789
    @nabarunsarkar7789 5 месяцев назад +1

    Sobai eksathe seii moja..❤❤😃😃

  • @puspitahalder9418
    @puspitahalder9418 4 месяца назад

    চাঁদের হাট। অসাধারণ অনুভূতি লাগছে আমার সব প্রিয় মানুষ দের এক ফ্রেমে দেখে।❤

  • @kalikumarchatterjee7333
    @kalikumarchatterjee7333 4 месяца назад

    সৌরদীপ ও অনেক অসাধারণ ট্রাভেল ব্লগ বানিয়েছেন। সেও থাকলে ভালো লাগতো। শিবাজীদা পৃথ্বীজিৎ দা আর কৌশিক দার তো জবাব নেই। বাকিদের ও আমার শুভকামনা রইলো।

  • @rosysaha7267
    @rosysaha7267 4 месяца назад

    Oshadharon laglo. Khuro vetore esho roz sokale talmichri khao Deep er comment e khub hashlam

  • @MamonChakraborty-yt9wp
    @MamonChakraborty-yt9wp 4 месяца назад

    Khub bhalo laglo video ta shobi key eaksharhey dakhey aro valo laglo ekta kothaye bolty iccha korche its life👍🤗🌈🐥🙏

  • @chandanadas9276
    @chandanadas9276 4 месяца назад

    Kunal da window opare drissha ta ki sundar monta bhore gelo. Ami sobai ke chini na Koushik r Kunal ke chini. Amio khub vramon pipashu tai mathay rakhlam Purulia namta. Jabo puruliay . Ami Assam Guwahati theke dekhcchi.

  • @debrupdas6546
    @debrupdas6546 4 месяца назад

    Raate kothao jawar sharthokota etai j, Sokal belai fresh mood a ekta odbhut surprise pawa jai. Seta ekta odbhut feeling.

  • @aninditadeb855
    @aninditadeb855 4 месяца назад

    দুর্দান্ত, Shibajida r ভাষায় duronto,কোনো কথা হবে না 👌👌

  • @sayantankar2962
    @sayantankar2962 4 месяца назад

    The best vlog video I’ve ever seen. Please now onwards monthly Erom Ekta meet up karun sabai mile. Ami india asle ichhe thakbe jodi kono din amake o include Karen apnader Sathe Ekta trip e please

  • @susmitadas7493
    @susmitadas7493 5 месяцев назад +1

    Darun ....darun laglo...nxt episode gulo r wait korbo

  • @kakalidas9689
    @kakalidas9689 5 месяцев назад +1

    Eto moja laglo . Really mon valo kora vedio.

  • @sougatabose7481
    @sougatabose7481 4 месяца назад

    Memorable trip, koushik is my all time favorite .

  • @Iamsayantanbasu
    @Iamsayantanbasu 4 месяца назад

    *Explorer Shibaji* ❤
    *Journey With Bose* ❤