Osadharon....jemon lekha....temon abritti....erokom aro sunte chai.....jug jug beche thakun apnara....chokh bondho kore kore hariye jbo erokom kobita ar abritti r bhetor...❤️
হ্যাঁ। শেখাই। 'আত্মজা'- আমাদের সংগঠনের নাম। অফলাইন ও অনলাইন ক্লাস হয়। তবে এখন কেবল অনলাইন ক্লাস চলছে। আমাদের ফেসবুক পেজ লিঙ্ক 👇 facebook.com/Atmaja-%E0%A6%86%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%9C%E0%A6%BE-135534530189743/
দিদি তোমার সাথে আমাদের গন্ধ ছড়ায়। কারণ তুমি বাংলা ভাষায় কথা বলো। তাই তোমার গন্ধ আর আমার গন্ধ এক। আমার মনেহয় তোমার আবৃত্তির মধ্যে লুকিয়ে আছে ছোট ছোট ভালো বাসা। আমার কথা জদি ভুল হয় তোমার মন থেকে কাউকে না বলে মাপ করে দিও। সব কিছু মিলিয়ে অসাধারণ ধন্যবাদ তোমাকে দিদি।
এই কবির সম্পর্কে অনেক কিছু শুনছি। কিন্তু এই কবিতাটি সুন্দর ততোধিক সুন্দর এর আবৃত্তি একে অস্বীকার যায় না। খুব ভালো লাগল আপনার আবৃত্তি আর কবির লেখা এই কবিতাটি। কবির প্রতি আবেদন এই পরিস্থিতি থেকে মুক্ত হন । সত্যকে স্বীকার করে নিন না হলে মিথ্যেকে প্রমাণ করে দিন। কবি অনুপ্রেরণা কিভাবে পান সেটা কবিই জানেন ।কিন্তু শুধু শুধু আপনি কলঙ্কিত হবেন না। আপনার কাছে এরকম আরও সুন্দর কবিতা পাওয়ার আশা রাখি। সত্যকে প্রতিষ্ঠা করুন।নিবেদিতা আপনি এরকম আরও অনেক সুন্দর সুন্দর আবৃত্তি উপহার দিন এই শুভেচ্ছা জানাই।
কবি অংশুমান রায়ের লেখা "ভারতবর্ষ" কবিতাটি খুব দরদ দিয়েই আবৃত্তি করেছো। ভীষণ ভালো লাগলো। কবির শব্দ দিয়ে আঁকা চিত্রকল্পগুলো তোমার কণ্ঠস্বরে অসাধারণ ভাবে বিমূর্ত হয়েছে। তবে অপ্রিয় হলেও একটি কথা লিখছি সেটি হলো শব্দটি হলো "পাকিস্তানি" কিন্তু তুমি উচ্চারণ করেছো "পাকিস্থানি"। তুমি নিজে আরেক বার মনোযোগ সহকারে শুনে হোয়াটসঅ্যাপ মেসেজে আমার উত্তর দিও। আজ বিশ্বকর্মা ঠাকুরের দিন(৩১শে ভাদ্র'১৪২৮/17.09.2021)। তুমি সপরিবার ভালো থেকো।
@@sunitdutta8093 আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়ি না কিন্তু 2 বছর ধরে স্যারের নিয়মিত ব্লগ পড়ি , কবিতা পড়ি , সেমিনার শুনি , পেপার কাটিং রাখি ..... আপনি যেটা বলেছেন সেইটা বোঝার ক্ষমতা আছে । ভাইরাল হওয়া অডিও আমিও শুনেছি । অন্যায় কে প্রশ্রয় দি না । তবুও বলবো স্যার কে অনেকে ব্যবহার করেছেন । আর সবাই ওনার দুর্বলতা কে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ গুছিয়ে নিয়েছে । স্যার যদি সত্যিই কাউকে ঠকিয়ে থাকেন তা হলো ওনার স্ত্রী ও কন্যা কে । খুব জোরের সাথে বলতে পারি স্যারের প্রতি ম্যামের গভীর প্রেম আছে । এতখানি প্রেম না থাকলে মানুষ এত ক্ষমাশীল হতে পারে না । সে যাই হোক এইসব ব্যক্তিগত ব্যাপার .... আমি আজও স্যারের কবিতার ও কবিতা পাঠের বড় ফ্যান হয়েই রইলাম । আর অত্যন্ত খুশি হব ম্যাম যদি স্যার কে ডিভোর্স না দিয়ে শেষবারের মত স্যার কে ক্ষমা করে একটা সুস্থ জীবন দেন । কবি হিসেবে এখনও আমার অন্যতম প্রিয় কবি হলেন অংশুমান কর । আপনার reply এর অপেক্ষায় রইলাম sunit dutta স্যার ।
@@sutapachatterjee1821 দুর্বলতা? একজন কামুক, হৃদয়হীন, অমানবিক অপরাধী!! কয়েকটা ডিগ্রি নিলেই কি শিক্ষিত হওয়া যায়? শিক্ষার আদর্শ কি? জানা আছে? চরিত্র গঠন'ই শিক্ষার আদর্শ!! আর সেটাই তো ওই কামুক জানোয়ার টার হয় নি !! অশিক্ষিত! ইতর ! তুমি এই জানোয়ার টাকে sir বলে সম্বোধন করছো? He is not normal ,he is mental !! Your mamm also criminal too,she shadow on of her husband's crimes!! She has to step against these crime !! If this condition goes on ,a day may come Angshuman will rape his daughter!!!
@@swatimunshi3268 ম্যাম অন্যায় কে প্রশ্রয় দি না তবুও একটা কথা না বলে পারছি না ....মেয়েটি দীর্ঘদিন ধরে স্যারের সাথে প্রেম করেছেন ; যদি একমুহূর্তর জন্যও স্যারকে ভালোবাসতেন তাহলে এমন অত্যাচার ওনার ওপর করতে পারতেন না ...... স্যার যদি কাউকে ঠকিয়ে থাকেন তা হলো ওনার স্ত্রী ও কন্যা কে । ওনার দুর্ভাগ্য এমন গুণের স্ত্রী ও কন্যা কে ওনাকে হারাতে হলো শুধু নিজের ওপর controll ছিল না বলে .......ধিক নয় আমার করুনা হচ্ছে । স্যার জীবনের দুই রত্ন কে হারালেন !!!
Apni jemon sundor, temoni apner parh er style, akhane apnake anek a nongra khotha boleche, ami somstha purush der theke apner kache tar jonno khomachichi. Ami tuktak gan gai, amar priyo gayak kishore kumar uni o to 4 teri biye korechilen, silpir protibha ke morjada detei hoy ta se tar bektigotojibon jai hok na keno, angsuman sir er protibha ke ki keu asikar korte parbe?, ar onake joriye jara apnake nongra khotha bolche tader ke bolchi, jodi nijeder sikhito bole mone koren tara jeno apnake nongra galagalgulo diye nijeder asikhakei tule na dhoren, apni ekjon may apnake prokase social site eibhabe nongra galagal kora anayi, apni khoma kore din ei sob purus der, ami tader hoye apner kache khoma chaichi
Hypocritical and falsified feelings of an uncultured nonsensical poet .....a gulf of difference between the advertised branded Appearance and actual hidden dark Reality...
Ekhane kobitar mane ta monehoy keo bojheni. Bharotborsho sudhu matro Vande Mataram er thekeo onek boro kichu. Sudhu matro 15th August e Bharot ke maa bole sombodhon kora ebong Vande Mataram bole tarpor eta bola je bideshi desher eta bhalo ota bhalo setake patriotism bole na.Ei bhabnar oporei eto kobitata. (Etar ami ja bujhechi, hoyto ami bhul hote pari. Bhul hole ami khomaprarthi)
আপনার বিশ্লেষণ একদমই ঠিক। অধিকাংশ দর্শকই এই কবিতাটির মর্ম বোঝেননি, অথবা এটাও হতে পারে যে বোঝার চেষ্টাটাই করেননি। অন্ধের মতন শুধু এই শিল্পীকে অপমান করেছেন। তাতে তারা শুধু নিজের অন্ধত্ব কে সবার সামনে আরো দৃঢ় করেছেন বই আর কিছু নয়। আপনি সত্যিটা বুঝে লিখেছেন দেখে ভালো লাগলো। প্রণাম নেবেন।
কবিতার হৃদয় আর কণ্ঠের প্রাণের মোহনায় দেখলাম এক অন্য ভারতবর্ষ!! ভূগোলে নেই ! আছে আত্মা থেকে পরমাত্মা অবধি !! অনু থেকে পরমাণু অবধি !! মজ্জা থেকে রক্ত অবধি!!
Sorry ! আমার আগের মন্তব্য টা তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় অভিব্যক্তি! আমার এই ধরনের মন্তব্য ভীষণ নিন্দনীয়! I'm very very sorry! Nivedita, please forgive me ! তবে আমরা আমাদের জন্মভূমিকে 'মা' বলে সম্বোধন করে গর্বিত! আমার মনে হয় এই অংশুমান কর নামক মহান কবির চেয়ে বঙ্কিমচন্দ্র, অতুলপ্রসাদ, রবীন্দ্রনাথ, ভারতচন্দ্র রায়গুণাকর........এরা কি সব তুচ্ছ? তাহলে বঙ্কিমচেন্দ্রর 'বন্দেমাতরম্ ' দেশকে মা বলে সম্বোধন করা ভুল? রবীন্দ্রনাথ কি দেশকে মা বলে সম্বোধন করে পাকিস্তানি বলে আখ্যায়িত? কি জানি বাপু ! বড়ো বড়ো শিক্ষিত, আধুনিক, সাংস্কৃতিক প্রবণ মানুষের চিন্তা ভাবনার সাথে, আমার মতো তুচ্ছ মানুষের চিন্তা ভাবনা এক না হওয়াই স্বাভাবিক! আর ভগবানের কাছে প্রার্থনা করি! তিনি যেন আমাকে অত বড় শিক্ষিত, আধুনিক, সাংস্কৃতিক প্রবণ না করে তোলেন!!
Angsuman karer bharotbarsho rabindranather and others poet der bharotbarsho k himaloyer sikhor theke samudrer taladeshe talie dilo na , beta linghya ghyan harie felechhe j , kachi maye bichanai tule
@@ashutoshdutta3159 একজন ধর্ষক কবির কবিতা আবৃত্তিকারী কে তির্যক কথাই শুনতে হয়! আপনি অংশুমান করের তাঁবেদারি করতেই পারেন! Freedom of speech!!! আমি একজন সমাজের সভ্য নাগরিক হিসেবে অংশুমান করের মতো অপরাধীর স্তুতি যিনিই গাইতে যাবেন, তার সমালোচনা করা হবে ! এটা আমার freedom of speech!!
@ Sunit Dutta mone hoy apnar barir kono na kono meye hoyto onar bichanai gechilo, tai 1yr ager video kora ekti meye ke ei katha bolte paren....bujte parchi ekhon apnii ei vabei apnar raag prokash korchen....bolte hole direct take bolun je doshi
অসাধারণ এক আবৃত্তি ।
ভীষণ ভালোলাগা!
অপূর্ব
খুব সুন্দর উপস্থাপনা
আাহা কি দারুণ
অসাধারণ 🙏❤️
Asadharan...
ধন্যবাদ
Osadharon....jemon lekha....temon abritti....erokom aro sunte chai.....jug jug beche thakun apnara....chokh bondho kore kore hariye jbo erokom kobita ar abritti r bhetor...❤️
Thank you.. Amar konthe aro aaro aabritti shunte channel ti subscribe korben please. 😊
@@niveditanagtahabilder4103 didi onek age kre diyechi
উফফ! দারুন🙏
Lyrics ti dile values hoy.Darun tomar aabritti.
অপূর্ব লেখণী। আর অসাধারন উপস্থাপনা অন্য মাত্রা দিল। ❤❣
Nice .vharotborsho manea onak shopno onak shoto golpo tag .etc .onak shomvobona thanks .
The poet deserves an award! West Bengal/Bangladesh should take such initiative if Central Govt does not do that.
Asadharan didibhai. Tumi ki recitation sekhao?
হ্যাঁ। শেখাই। 'আত্মজা'- আমাদের সংগঠনের নাম। অফলাইন ও অনলাইন ক্লাস হয়। তবে এখন কেবল অনলাইন ক্লাস চলছে। আমাদের ফেসবুক পেজ লিঙ্ক 👇
facebook.com/Atmaja-%E0%A6%86%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%9C%E0%A6%BE-135534530189743/
পেজে ফোন নম্বর আছে। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।
আমি আপনার ভক্ত। অসাধারণ দিদি
ধন্যবাদ 😊❤️।
লেখকের ভাবনা আর কথকের উপস্থাপনা অনবদ্য
কবিতাটা লেখা যেমন অসাধারণ, উপস্থাপনাও দুর্দান্ত সুন্দর। মুগ্ধ হলাম
অসাধারণ আবেগ মথিত কবিতার অনন্য আবৃত্তি মনকে ছুঁয়ে গেছে । এমন আকুল করা আবৃত্তি শোনা মনে রাখার মতো অভিজ্ঞতা !
ধন্যবাদ 😊
@@niveditanagtahabilder4103 lyrics kothai pabo..??
মনে রাখার মতো ।
Asadharon
Excellent👍
Sotti. ai amer bharotbarsha
Thank you
@@niveditanagtahabilder4103 lyrics kothai pabo..??
অসাধারণ নিবেদিতা।
ধন্যবাদ
দিদি তোমার সাথে আমাদের গন্ধ ছড়ায়। কারণ তুমি বাংলা ভাষায় কথা বলো। তাই তোমার গন্ধ আর আমার গন্ধ এক। আমার মনেহয় তোমার আবৃত্তির মধ্যে লুকিয়ে আছে ছোট ছোট ভালো বাসা। আমার কথা জদি ভুল হয় তোমার মন থেকে কাউকে না বলে মাপ করে দিও। সব কিছু মিলিয়ে অসাধারণ ধন্যবাদ তোমাকে দিদি।
Great...beautiful..
Thank you dada
@@niveditanagtahabilder4103 lyrics kothai pabo..??
অসাধারণ একটি আবৃত্তি শুনলাম। ভাই অংশুমানের লেখা যেমন চমৎকার, তেমনি নিবেদিতার আবৃত্তি। অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল দুজনকেই।
lyrics kothai pabo..??
Marvelous.. you are great ... May God bless...
🙏😊
@@niveditanagtahabilder4103 lyrics kothai pabo..??
Didi aj sunlam.. Asadharan laglo.. Apurba.. Darun expression..
😃😆😆😆
Osadharon abritti n lekha
Loved it. Subscribing to your channel.
Thank you.. 😊
@@niveditanagtahabilder4103 lyrics kothai pabo..??
Darun. ... Darun
.
আপনার কন্ঠে আরও কবিতা শুনতে চাই
চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। বেশ কিছু কবিতার আবৃত্তি আছে। আর আগামীতেও অনেক কাজ আসছে। ধন্যবাদ 😊।
আমি আপনার কবিতা আবৃত্তি শুনে কবিতা লিখেছি ।
আপনাকে দেখে কবিতা লিখেছি
Awesome
Thank you
অসাধারণ
Thank you
অনবদ্য আবৃত্তি..... সুন্দর সুঠাম।
osadharon lalglo didi
কবি আবৃত্তির জন্য কেবল মাত্র সুন্দরীদের বেছে নেন । - এর রহস্য বর্তমানে প্রকাশ্য ।
অসাধারণ।আপনার কন্ঠে আরো সমাজকে শিক্ষা দেওয়ার কবিতা চাই।।
ধন্যবাদ। সঙ্গে থাকুন।
@@niveditanagtahabilder4103 lyrics kothai pabo..??
মুগ্ধ হয়ে গেলাম
আপনি যদি নারী কবিতা টা পাঠ করেন খুব ভালো হয়। আমার অনুরোধ টি যদি রাখেন
অতুলনীয়
Nyay - Anyay Angshuman bojhe ? Haay Allah !
খুব সুন্দর কবিতা এবং পরিবেশন
আপনার গলা টা অতি মনোমুগ্ধকর
দারুণ
কি বলবো.... ভাষা নেই যে!
এই কবির সম্পর্কে অনেক কিছু শুনছি। কিন্তু এই কবিতাটি সুন্দর ততোধিক সুন্দর এর আবৃত্তি একে অস্বীকার যায় না। খুব ভালো লাগল আপনার আবৃত্তি আর কবির লেখা এই কবিতাটি। কবির প্রতি আবেদন এই পরিস্থিতি থেকে মুক্ত হন । সত্যকে স্বীকার করে নিন না হলে মিথ্যেকে প্রমাণ করে দিন। কবি অনুপ্রেরণা কিভাবে পান সেটা কবিই জানেন ।কিন্তু শুধু শুধু আপনি কলঙ্কিত হবেন না। আপনার কাছে এরকম আরও সুন্দর কবিতা পাওয়ার আশা রাখি। সত্যকে প্রতিষ্ঠা করুন।নিবেদিতা আপনি এরকম আরও অনেক সুন্দর সুন্দর আবৃত্তি উপহার দিন এই শুভেচ্ছা জানাই।
কবি অংশুমান রায়ের লেখা "ভারতবর্ষ" কবিতাটি খুব দরদ দিয়েই আবৃত্তি করেছো। ভীষণ ভালো লাগলো। কবির শব্দ দিয়ে আঁকা চিত্রকল্পগুলো তোমার কণ্ঠস্বরে অসাধারণ ভাবে বিমূর্ত হয়েছে। তবে অপ্রিয় হলেও একটি কথা লিখছি সেটি হলো শব্দটি হলো "পাকিস্তানি" কিন্তু তুমি উচ্চারণ করেছো "পাকিস্থানি"। তুমি নিজে আরেক বার মনোযোগ সহকারে শুনে হোয়াটসঅ্যাপ মেসেজে আমার উত্তর দিও। আজ বিশ্বকর্মা ঠাকুরের দিন(৩১শে ভাদ্র'১৪২৮/17.09.2021)। তুমি সপরিবার ভালো থেকো।
Surrender urself Angshuman kar......
স্যারের কলমে প্রত্যেকটা শব্দ মন ছুঁয়ে যায় .....
স্যারের আর কিছু মন ছুঁয়ে যায় না তো ? 😜😜অংশুমান করের অনেক ভিডিও ইউটিউবে বের হয়েছে! দেখুন! মন ,মস্তিষ্ক সব কিছু ছুঁয়ে যাবে
@@sunitdutta8093 আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়ি না কিন্তু 2 বছর ধরে স্যারের নিয়মিত ব্লগ পড়ি , কবিতা পড়ি , সেমিনার শুনি , পেপার কাটিং রাখি ..... আপনি যেটা বলেছেন সেইটা বোঝার ক্ষমতা আছে । ভাইরাল হওয়া অডিও আমিও শুনেছি । অন্যায় কে প্রশ্রয় দি না । তবুও বলবো স্যার কে অনেকে ব্যবহার করেছেন । আর সবাই ওনার দুর্বলতা কে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ গুছিয়ে নিয়েছে । স্যার যদি সত্যিই কাউকে ঠকিয়ে থাকেন তা হলো ওনার স্ত্রী ও কন্যা কে । খুব জোরের সাথে বলতে পারি স্যারের প্রতি ম্যামের গভীর প্রেম আছে । এতখানি প্রেম না থাকলে মানুষ এত ক্ষমাশীল হতে পারে না । সে যাই হোক এইসব ব্যক্তিগত ব্যাপার .... আমি আজও স্যারের কবিতার ও কবিতা পাঠের বড় ফ্যান হয়েই রইলাম । আর অত্যন্ত খুশি হব ম্যাম যদি স্যার কে ডিভোর্স না দিয়ে শেষবারের মত স্যার কে ক্ষমা করে একটা সুস্থ জীবন দেন । কবি হিসেবে এখনও আমার অন্যতম প্রিয় কবি হলেন অংশুমান কর । আপনার reply এর অপেক্ষায় রইলাম sunit dutta স্যার ।
@@sutapachatterjee1821 দুর্বলতা? একজন কামুক, হৃদয়হীন, অমানবিক অপরাধী!! কয়েকটা ডিগ্রি নিলেই কি শিক্ষিত হওয়া যায়? শিক্ষার আদর্শ কি? জানা আছে? চরিত্র গঠন'ই শিক্ষার আদর্শ!! আর সেটাই তো ওই কামুক জানোয়ার টার হয় নি !! অশিক্ষিত! ইতর ! তুমি এই জানোয়ার টাকে sir বলে সম্বোধন করছো? He is not normal ,he is mental !! Your mamm also criminal too,she shadow on of her husband's crimes!! She has to step against these crime !! If this condition goes on ,a day may come Angshuman will rape his daughter!!!
দত্ত বাবু, আমি সহমত পোষণ করছি। মেয়েদের ই উচিত অংশুমান কর কে সর্বতোভাবে বয়কট করা। যার চরিত্রের ঠিক নেই তার গুণের কোনো মান নেই।
@@swatimunshi3268 ম্যাম অন্যায় কে প্রশ্রয় দি না তবুও একটা কথা না বলে পারছি না ....মেয়েটি দীর্ঘদিন ধরে স্যারের সাথে প্রেম করেছেন ; যদি একমুহূর্তর জন্যও স্যারকে ভালোবাসতেন তাহলে এমন অত্যাচার ওনার ওপর করতে পারতেন না ...... স্যার যদি কাউকে ঠকিয়ে থাকেন তা হলো ওনার স্ত্রী ও কন্যা কে । ওনার দুর্ভাগ্য এমন গুণের স্ত্রী ও কন্যা কে ওনাকে হারাতে হলো শুধু নিজের ওপর controll ছিল না বলে .......ধিক নয় আমার করুনা হচ্ছে । স্যার জীবনের দুই রত্ন কে হারালেন !!!
Vashaheen mugdhotay mohit...
Kontho lekhoni osadharon.... Kobitar lyrics ta pabo didi?
Andhopradesh noy uchcharan ta habe andhra pradesh
Mam I just love ur voice...
Apni kon ananya. ........?
Apni kon Satinath?
একটা পার্ভাটের কাছে ভারতবর্ষ কী শিখব আমরা?
Ami Rumki Bhattacharjee Ami akjon bachikshilpi apnar pratyekta kobita Ami bar bar shuni mugdho hoe jai
Apni jemon sundor, temoni apner parh er style, akhane apnake anek a nongra khotha boleche, ami somstha purush der theke apner kache tar jonno khomachichi. Ami tuktak gan gai, amar priyo gayak kishore kumar uni o to 4 teri biye korechilen, silpir protibha ke morjada detei hoy ta se tar bektigotojibon jai hok na keno, angsuman sir er protibha ke ki keu asikar korte parbe?, ar onake joriye jara apnake nongra khotha bolche tader ke bolchi, jodi nijeder sikhito bole mone koren tara jeno apnake nongra galagalgulo diye nijeder asikhakei tule na dhoren, apni ekjon may apnake prokase social site eibhabe nongra galagal kora anayi, apni khoma kore din ei sob purus der, ami tader hoye apner kache khoma chaichi
এই ধরনের অংশুমানের ফাঁসি হওয়া দরকার।
নিবেদিতা দিদি - আপনি রেডিওর একজন গুরুত্বপূর্ণ ঘোষিকা । কিন্তু
আশ্চর্য হচ্ছি - এরকম একটা মানুষের
সঙ্গে কি করে যুক্ত হলেন ?
Speechless
Hypocritical and falsified feelings of an uncultured nonsensical poet .....a gulf of difference between the advertised branded Appearance and actual hidden dark Reality...
কবিতা টা দেওয়া যাবে?
Shilpo valo , poribeson valo Kintu shilpi valona
Darun. Felling niye bolechen mam❤️
Onar dr dakhano uchit. Ato jar gun nishchoi uni osushtho
Mam apne proman korachen apne Indian
অংশুমান কর এর কালিমার উপর প্রলেপ দেবার জন্য এই উপস্থাপনা নাকি ?। আপনাকে বলছি ?
The video was published like a year ago. So you might wanna talk logic.
না না, তেমন কিছু না।
DHANGA.TAHEBI.LAGLO...KI.NTU..KAMDUNI..KUMAR.GANJ.HAYDERABAD..PARKSARKASTA.BADGELO.KENO.?TOMADER.VANDAMI.TA.AKHANEI..DHARA.PADEJAY..
Datuuuun.
Bharat barsa kobitar lyrics ki paoa jabe
দিদিমণি আমি ছড়া কবিতা পাঠাতে চাই । অনুগ্রহ করে মেল ঠিকানাটা দেবেন ।
দিদি গো !!!
Kobita likhe post korun kew
Kothay post korbo?
Dislike dilam only for angshuman kar .
Ekhane kobitar mane ta monehoy keo bojheni. Bharotborsho sudhu matro Vande Mataram er thekeo onek boro kichu. Sudhu matro 15th August e Bharot ke maa bole sombodhon kora ebong Vande Mataram bole tarpor eta bola je bideshi desher eta bhalo ota bhalo setake patriotism bole na.Ei bhabnar oporei eto kobitata. (Etar ami ja bujhechi, hoyto ami bhul hote pari. Bhul hole ami khomaprarthi)
আপনার বিশ্লেষণ একদমই ঠিক। অধিকাংশ দর্শকই এই কবিতাটির মর্ম বোঝেননি, অথবা এটাও হতে পারে যে বোঝার চেষ্টাটাই করেননি। অন্ধের মতন শুধু এই শিল্পীকে অপমান করেছেন। তাতে তারা শুধু নিজের অন্ধত্ব কে সবার সামনে আরো দৃঢ় করেছেন বই আর কিছু নয়। আপনি সত্যিটা বুঝে লিখেছেন দেখে ভালো লাগলো। প্রণাম নেবেন।
এটা কি সেই অংশু?????কর কর!!!!
কবিতার হৃদয় আর কণ্ঠের প্রাণের মোহনায় দেখলাম এক অন্য ভারতবর্ষ!! ভূগোলে নেই ! আছে আত্মা থেকে পরমাত্মা অবধি !! অনু থেকে পরমাণু অবধি !! মজ্জা থেকে রক্ত অবধি!!
Dada.. Tomar comment, amon analysis amar kache khoob daami
Asadharon laglo lyrics paoa jabe ki
Sorry ! আমার আগের মন্তব্য টা তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় অভিব্যক্তি! আমার এই ধরনের মন্তব্য ভীষণ নিন্দনীয়! I'm very very sorry! Nivedita, please forgive me ! তবে আমরা আমাদের জন্মভূমিকে 'মা' বলে সম্বোধন করে গর্বিত! আমার মনে হয় এই অংশুমান কর নামক মহান কবির চেয়ে বঙ্কিমচন্দ্র, অতুলপ্রসাদ, রবীন্দ্রনাথ, ভারতচন্দ্র রায়গুণাকর........এরা কি সব তুচ্ছ? তাহলে বঙ্কিমচেন্দ্রর 'বন্দেমাতরম্ ' দেশকে মা বলে সম্বোধন করা ভুল? রবীন্দ্রনাথ কি দেশকে মা বলে সম্বোধন করে পাকিস্তানি বলে আখ্যায়িত? কি জানি বাপু ! বড়ো বড়ো শিক্ষিত, আধুনিক, সাংস্কৃতিক প্রবণ মানুষের চিন্তা ভাবনার সাথে, আমার মতো তুচ্ছ মানুষের চিন্তা ভাবনা এক না হওয়াই স্বাভাবিক! আর ভগবানের কাছে প্রার্থনা করি! তিনি যেন আমাকে অত বড় শিক্ষিত, আধুনিক, সাংস্কৃতিক প্রবণ না করে তোলেন!!
Excellent poem. Who wrote this poetry ?
এমন একটা লোক যে ছোটো ছোটো মেয়েদের সর্বনাশ করে। অংশুমান কর।
Angsuman karer bharotbarsho rabindranather and others poet der bharotbarsho k himaloyer sikhor theke samudrer taladeshe talie dilo na , beta linghya ghyan harie felechhe j , kachi maye bichanai tule
নিবেদিতা ! তুমি এই কবির বিছানায় কতবার গেছো ?
আবৃত্তি যিনি করছেন তার দোষ টা কোথায়? তাকে কালিমালিপ্ত করবার দরকার টা কি? আপনার নিজের নিকৃষ্ট চিন্তাভাবনার পরিচয় দিলেন বই কিছুই করলেন না।
@@ashutoshdutta3159 একজন ধর্ষক কবির কবিতা আবৃত্তিকারী কে তির্যক কথাই শুনতে হয়! আপনি অংশুমান করের তাঁবেদারি করতেই পারেন! Freedom of speech!!! আমি একজন সমাজের সভ্য নাগরিক হিসেবে অংশুমান করের মতো অপরাধীর স্তুতি যিনিই গাইতে যাবেন, তার সমালোচনা করা হবে ! এটা আমার freedom of speech!!
@@sunitdutta8093 এক বছর আগে আপনি কি জানতেন যে এই কবি একটি জঘন্য ব্যাক্তিত্ব? আপনি কি জানতেন সত্য টা? তাহলে বিনা কারণে আবৃত্তিকারের জন্য কুৎসা কেনো?
@@sunitdutta8093 নিবেদিতা দি কে অর্থাৎ একজন অপরিচিত ভদ্রমহিলা কে এমন প্রশ্ন করতে - " নিবেদিতা কতবার তুমি ওর বিছানায় গিয়েছ ? " করতেও আপনার বিবেকে বাঁধলো না ...... এইটা আপনার " freedom of speech " বুঝি !! একটা অপরিচিত মহিলাকে এই ধরনের প্রশ্ন বুঝি আপনার সংস্কৃতি ?? আপনি অন্যকে কি বিশেষিত করছেন মশাই ....আপনার কমেন্ট আপনাকে বিশেষিত করলো .... আপনার কমেন্ট আপনার মানসপটের পরিচয় দিল ।
@ Sunit Dutta mone hoy apnar barir kono na kono meye hoyto onar bichanai gechilo, tai 1yr ager video kora ekti meye ke ei katha bolte paren....bujte parchi ekhon apnii ei vabei apnar raag prokash korchen....bolte hole direct take bolun je doshi
দারুণ
অসাধারণ
অসাধারণ