কানন দেবী র ব্যক্তিগত জীবনের অজানা কাহিনী | Actress Kanan debi | জীবনী | Bangla

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • এক অদ্ভূত করুণ রাগে বাঁধা ছিল কানন দেবীর গোটা জীবন। রুপোলি পর্দায় তিনি লক্ষ দিলের মলিকা হয়েও ব্যক্তি জীবনে চিরকাল সুখের থেকে দুঃখই বেশি পেয়েছেন। এখানে উল্লেখ করা ভালো, তাঁর জন্মের সাল এবং তারিখ নিয়ে কোনও প্রামাণ্য নথি নেই। কেউ বলেন তাঁর জন্ম ১৯১৪ সালে। কারও মতে ১৯১৬ সালে। তারিখটা ঠিক হয়েছে ২২ এপ্রিল। আরও আশ্চর্যের বিষয় নিজের পিতৃপরিচয়ও জানতেন না কানন দেবী। তাঁর আত্মজীবনী 'সবারে আমি নমি' এবং মেখলা সেনগুপ্ত-র লেখা ‘কানন দেবী: দ্য ফার্স্ট সুপারস্টার অফ ইন্ডিয়ান সিনেমা’বইয়ে পাওয়া তথ্য অনুযায়ী রতনচন্দ্র দাস এবং রাজবালা দেবীকেই নিজের মা-বাবা বলে পরিচয় দিতেন কানন। ছোট্ট কাননকে এঁরাই মানুষ করার দায়িত্ব দেন। কাননের খুব অল্প বয়সেই রতনচন্দ্র মারা যান। মদ্যপান, জুয়া এবং রেসের নেশা তাঁকে বহুদিক থেকে সর্বস্বান্ত করেছিল। তবে বাবা-মায়ের পরিচয় নিয়ে সর্বসমক্ষে ভাবতেন না কানন। তিনি বহুবারই বলেছেন, 'কে বাবা, কে মা, এই ভেবে বুকের ব্যথা বাড়িয়ে কাজ কী? আমি কানন, এই পরিচয়টুকুই তো যথেষ্ট।' সত্যিই নিজের পরিচয়েই তিনি ভাস্বর ছিলেন।
    তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা
    #viralvideo
    #biography
    #bengaliactrees
    #kanandebi
    #bengalimovies
    #bangla
    #jiboni

Комментарии • 129