Bagdhara - Eto Bhebona(এতো ভেবোনা) | (Official Audio)
HTML-код
- Опубликовано: 15 янв 2025
- Bagdhara - Eto Bhebona(এতো ভেবোনা) | (Official Audio)
“Eto Bhebona” from Bagdhara's debut album "Pochish Bochhor".
Lyrics & Tune : Kazi Zohad Yazdani
Composed : Bagdhara & Taawkir Tajammul Nisshobdo
Lyrics-
এতো ভেবোনা তুমি এতো ভাবোনা
বেশি ভাবলেই মরণ হবে
এতো ভেবোনা তুমি এতো ভেবোনা
কিছুদিন পরেই চলে যাবে
এতো ভেবোনা তুমি এতো ভেবোনা
বেশি ভালোবাসলেই মরণ হবে।
বৃষ্টির ফোঁটাতে
একাকিত্ব জীবনের মতো নিঃস্ব হয়ে থাকা
নীরবে সয়ে থাকা হায়!
তোমার অন্ধকারে যে স্বপ্ন বয়ে চলে
তারে কি আর ধরা যায়।
এতো ভেবোনা তুমি এতো ভেবোনা
বেশি ভালোবাসলেই মরণ হবে।
একদিন হারাবে
হারাতে হারাতে তুমি নিঃস্ব হয়ে যাবে
তারপরে কি হারাবে?
তোমার উদাসী মনে যত স্বপ্ন বয়ে চলে
তারে কি আর পাওয়া যায়?
এতো ভেবোনা তুমি এতো ভেবোনা
বেশি ভাবলেই মরণ হবে
এতো ভেবোনা তুমি এতো ভেবোনা
বেশি ভালোবাসলেই মরণ হবে
এতো ভেবোনা, ভেবে কি হবে
এতো ভেবোনা, ভেবে কি হবে।
Bagdhara are:
Vocal | Guitar: Kazi Zohad Yazdani
Bass Guitar : G.M. Faruk Johny
Drums | Percussions: Pantha Singha
Guest Vocal: Taawkir Tajammul Nisshobdo
Choir Voices: Kazi Zohad Yazdani | Taawkir Tajammul Nisshobdo | Tawfiq Taj Niervik | G.M. Faruk Johny
Audio Production: Studio Chanachur
Creative Production: Redugraphy
Video Production: Maa-Babar Dowa Production
Post Production: Clarte Studios
Animation: Md.Toriqul Islam
Mixed & Mastered : Taawkir Tajammul Nisshobdo
Recording Engineer: Taawkir Tajammul Nisshobdo | Tawfiq Taj Niervik
Art Designer : Reduanul Islam Maruf
Editing : Md.Toriqul Islam | Pantha Singha | Reduanul Islam Maruf
Official Photographer : Meherab Shanto | Muhammad Rokibul Hasan
Official Merchandise Partner: Heavy Metal T-Shirt
Socials:
RUclips | / @bagdharaband
Facebook | / bagdharaband
Instagram | / konosomosshanai
Stream our music:
Spotify | open.spotify.c...
Apple Music | music.apple.co...
#bagdhara #konosomossanai #eto_bhebona #pochish_bochhor
#কোনসমস্যানাই
Copyrights © 2024 Bagdhara, All Rights Reserved.
ব্যান্ড লাভাররা গানটা খুব তাড়াতাড়ি খুঁজে পাক।❤
প্রচুর ভিউজ হোক...
🖤🌼
😘😘
খুবই রিলাক্স মুডে এই অ্যালবামটা শুনতে আসা তাও আবার রাত ৪:১৫
এটার পর শুনতে যাবো "আকাশের দিকে তাকিয়ে তুমি" এই অ্যালবাম এর শেষ গানটি সব গান খুবই মায়াময়
শুনে অনেক শান্তি পেলাম।
বাগধারা এবং এই অ্যালবাম এর সাথে জড়িত সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল।🤍🖤
@@Abu.talha_07 ❤️❤️❤️
সত্যি বলতে এই ব্যান্ড এর গানগুলো আমার কলিজায় যেয়ে লাগে আমি যখনই গান শুনি তখনই শুধু বাগধারার গান শুনি আসলে কতটা যে শান্তি লাগে আমি বলে বোঝাতে পারবো না ।
তাই আমি চাই ঠিক এভাবেই আমাদের এমন সুন্দর সুন্দর গান উপহার দিয়ে যাবেন চিরকাল।
আসলে আপনাদের লিরিক্স এ এবং কন্ঠে জাদু আছে।।❤
ধন্যবাদ।
❤
এতো ভাবছি না, বাগধারা নিয়ে,বাগধারা অনেক দূর যাবে তা সবাই জানি❤
চমৎকার গান। খুব ভাল লেগেছে। এই গানের আগের সংস্করনও ভাল লেগেছিল। এই সংস্করন ভিন্ন রকমের একটা মজা দিল।
ধন্যবাদ ভাইয়া।
আমি চলে গেছি,
তার মানে এই নয় যে আমি চিরতরে হারিয়ে গেছি,
আমি আবার ফিরে আসব।
বৃষ্টি হয়ে আছড়ে পড়বো তোমার শহরের, পিচঢালা রাস্তায়..
তোমার বাসার ছাদে..
আর মেহগনি কাঠের জানালায়।
যদি আমাদের আর দেখা না হয়..
আমার দেওয়া নীল শাড়ি আর চিরকুট গুলোকে যত্ন করে রেখো।
হারাতে হারাতে নিঃস্ব হয়ে গেছি...সে দেখতে পাচ্ছে তবু সরগোল নেই কোন কি অদ্ভুত পরিবর্তন...এত তো ভাবছি না তবু মগজে বার বার ধাক্কা খাচ্ছি....
ভেবে এতো কি হবে?! ❤
কেউ বলে ভালবাসবো কেউ; ভাল রাখবো,
কেউবা আঘলে রাখবো, কেউ; সারাজীবন পাশে থাকবো।
নানান শব্দে দেয় প্রতিশ্রুতি আর করে প্রকাশ ভালবাসার
অথচ তারা জানেই না এই প্রতিশ্রুতিতে হারিয়েছে যা ছিলো নিজেকে; ভালো রাখবার।
গুটি কয়েক শব্দ,
অথচ এ শব্দদ্বয়ের কত ওজন!
পেয়ে গেলেই প্রশান্তি,
আর; হারিয়ে ফেললেই ভোগতে হয় আজীবন।
এই যে কথা দেই পাশে থাকবার।
কথা রাখি ক-জন,
মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে স্বপ্ন ভাঙি বারবার।
করি লোক দেখানো কত আয়োজন।
হয়তো ভালবাসি কথা দিয়ে কথা রাখি
কিন্তু তারা কি কথা রাখে; তারা তো উড়তে থাকা পাখি
তবুও তাদের মাঝে নিজেদের করি প্রকাশ; বলি ভালোবাসি,
হাওয়াই উড়িয়ে আমাদের অনুভুতি দুরত্ব আর অবহেলা বাড়িয়ে দিয়ে;দেয় একটি মৃদু হাসি।
একগাল হাসিতেই মুগ্ধ হই,
রহস্যের ভেড়াজালে আটকে যায় আমাদের ভালো থাকা।
সময় জানিয়ে দেয় এ হাসি ছিলো একটা মুখোশ,
হয়না আর ভালোবাসা ভালোরাখার কথা রাখা।
mango_blackberry111
মরে থাকার মতো বেচে থাকা ছাড়া উপায় নাই 😅😅😅😅
মগজে ধাক্কা খাচ্ছেন আমার মতোন মগজ তো খাচ্ছেন না আপনমনে😴
#ভেবে ভেবেই জীবন এর ইতি#🤫🤫🤫
কমেন্ট টা রেখে গেলাম....
যত দিন বাচবো কেউ এসে লাইক দিলে গান টা শুনে যাবো আবার❤
এতো ভেবো না গানটির ২টি লাইন বাগ্ধারা পাহাড় তলি কন্সার্ট শুনিয়েছিলো বলে গিয়েছিলো খুভ তারা তারি আসবে অনেক দিন অপেক্ষায় আজ পেয়েছি। অসাধারণ ছিলো। ভালোবাসা রইলো বাগ্ধারা 🖤🫰
eita shune pani ashche chokhe🙏
purai change.
much much better.
age ki shunsi ekhon ki.
salute
এত ভেবোনা না তুমি এত ভেবোনা, বেশি ভাবলে মরণ হবে😔মরণের মধ্যেই ভাবতে হচ্ছে 😫🥺
3 হাজার 3 শত তম বিউয়ার একদিন মিলিয়ন হবে লিখে গেলাম,ধন্যবাদ গানের পিছনের কারিগর দের
কি জোশ কম্বিনেশন ❤️
Great work Bagdhara...
এই গানটির কিছু লিরিক আমি আগেও শুনছিলাম, খুব করেই জানা ছিলো এটা অসম্ভব সুন্দর একটা গান হতে যাচ্ছে। অনেকদূর এগিয়ে যাবে বাগধারা ❤️🩹
বাগধারা আমার একটা পছন্দের ব্যান্ড,,,,, ব্যান্ডের কম্পোজ গুলো খুবই অসাধারণ,,,,,,, সর্বদা ভালোবাসার রবে ব্যান্ড বাগধারার উপর,,,, ❤❤
Bagdhara Band er gan gulay je ki jeno akta jadu ache...😊
প্রবাসে রাত 3:34 মিনিট রুমে বাহিরে একটি বাংগা চেয়ারে বসে সিগারেট হাতে হেডফোন কানে চাকরির জন্য এসে চাকরি পেলাম না ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে গানটু অনুভব করছি।জীবন যে কত কষ্টের যারা পরিস্থিতিতে পরেছে তারা বুঝে।
যতোই ঝগড়া হোক'ঝামেলা হোক...!!
দিন শেষে আমার তোমাকেই লাগবে...!!
তুমি আমার মানসিক শান্তি...!!
এই অ্যালবাম টা সম্পর্কে বলার কিছু নেই😊
ভাই এই গানটা বুকে রেখে দিলাম আর কোথাও না।❤️
মিলিয়ন পার হবে ১০০/১০০ বলে গেলাম। ❤❤❤❤
সত্যিই অনেকদিন পরে একটা মনের মত এলবাম খুঁজে পেলাম, ভালোবাসা অবিরাম ❤
I love বাগধারা ❤❤❤
ভাবতাম না। গানটা ভাবাচ্ছে এখন, জোহাদ ভাই আপনি সেরা❤
এক রাতে ১০০ বারের বেশি শুনেছি এই ব্যান্ড এর সব গুলো গান ❤ স্মৃতির দাগ কেটে গেলাম । মিলিয়ন ভিওস এর অপেক্ষায় রইলাম
❤❤
ভাবছি না আবার ভাবছি এতো সুন্দর গানের জন্য 🤍
3:09 just awesome 🖤❤️🔥
এটাও সুন্দর ওটাও সুন্দর, পুরা এলবাম টাই আমারে আউলাইয়া দিতাছে 😐
প্রতিটা লাইকের নোটিফিকেশন পেয়ে গানটা শুনতে আসবো,,,কথা দিলাম💙
❤
যারা এসব গান খুঁজে খুঁজে শুনে তাদের রুচি আছে এ ব্যাপারে কোন সন্দেহ নাই 😊
❤❤
সেই মানুষটাকে না ভেবে থাকা যায় না যে মানুষটা হয়তো ভুল করেও আমার কথা আর ভাবে না, এসেছিল আমাকে ভালোবেসে দেখিয়েছিল অনেক স্বপ্ন, কিন্তু আমি যে খুব বোকা স্বপ্নগুলোকে সত্যি ভেবে নিয়েছিলাম, অনেক অনেক ধন্যবাদ জানাই বাগধারা ব্যান্ডকে এমন একটা গান উপহার দেওয়ার জন্য তোমাদের এই গানগুলোই বাঁচিয়ে রেখেছে আমাদের মতো জীবন্ত লাশ গুলোকে 🇮🇳🇮🇳
আহা কী সুরের জাদু সাথে মিউজিক কম্পোজিশন
গানটি নিশ্চয় আমাকে উৎসর্গ করে গাওয়া হয়েছে; কেননা ২০১৩ সালে আমার বয়স ৮ ছিলো 😊
ভীষণ সুন্দর গানটি 🖤
Amaro same
নতুন রূপে এত ভেবোনা! সেই হয়েছে 🙏🏻
এই গান গুলো কালজয়ী হবে❤
প্রচুর মানুষ খুজে খুজে বের করবে এগুলা।
এখন যেভাবে অন্য ব্যান্ডের পুরোনো গান গুলা নতুন জেনারেশন রা খুজে।
যারা এগুলা খুজে খুজে এখানে আসবে তাদের রুচির প্রতি সম্মান জানাই❤🫡
বাগধারা কে প্রতিচ্ছবি গানের মধ্য দিয়ে চিনেছিলাম।
তবে ২৫ বছর আর এই যে দুনিয়া এই দুইটা মাস্টারপিস। এগুলা কালজয়ী হবেই। বাজিমাত করবে এ দুইটা। বাগধারা কে স্মরণীয় করে রাখতে এই দুইটাই যথেষ্ট।
তবে আমরা আশা করি আরো অনেক মাস্টারপিস আসবে❤
ভাইয়া আপনাদের সত্যি জাদু আছে। এখন আবার ছটফট ছটফট লাগতেছে। ভালোবাসা রইলো। কোনো একসময় কোনো কনসার্টে একোনায় দাড়িয়ে চোখবুঁজে গানটা লাইভ শুনবো🖤💜
বাগদারার মাস্টারপিস এইটাই।
বাগদারাকে এই গান দ্বারা চিনি।
আগামী প্রজন্ম বেশি ভাবলে বাগদারায় আসো।
খুব অসাধারণ আমি ও আমার স্মৃতি রেখে গেলাম ❤❤
বৃষ্টির ফোঁটাতে
একাকিত্ব জীবনের মতো নিঃস্ব হয়ে থাকা
নীরবে সয়ে থাকা হায়!
তোমার অন্ধকারে যে স্বপ্ন বয়ে চলে
তারে কি আর ধরা যায়।
PUMPKIN 🌸🌼
মাইন্ড ব্লোয়িং❤💝
-এত ভেবো না তুমি না এত ভেবো না বেশি ভালোবাসলেই মরন হবে ❤
বাহ কি লাইন!
একদিন হারাবে হারাবে তুমি
নিস্ব হয়ে যাবে
তার পড়ে কি হারাবে?
ক্লান্ত বিকেলে, তার কথা ভাবতে ভাবতে গানটা শুনলাম, অসাধারণ 💙
প্রথমে: এই যে দুনিয়া 💙
তারপর: এতো ভেবোনা 💙
আজ থেকে পঞ্চাশ বর্ষ পর, এই সব গান যারা শুনতে আসবে, তাদের রুচির প্রতি 🤗
প্রথম ভার্সন থেকে এটা অনেক সুদিং আর কি সুন্দর।আহহাআআআআ,প্রেমে পইড়া গেলাম।
স্মৃতি রেখে গেলাম যাতে বহুবছর পর আবার আসলে মনে পড়ে।
এটা Non published টা শুনে আমি আপনাদের ফ্যান হয়েছি।
আহা! কি স্নিগ্ধতা মাখা একটা গান। বারবার শুনছি ❤
বেশি ভালোবাসলে মরন হবে আহা বাগদারা খুব জটিল🥺❤
intro ta ettto josss chilo,,, then drums riff, ufff bhai,
Gan ta onnno matray cole geche,,matir akta tan onuvob korlm sathe Bangla band,, advut
এই ব্যান্ডের নতুন সদস্য হলাম আজ থেকে,
এক কথায় অসাধারণ গান টা শুনলে কি জনো একটা খুঁজে পাই
এতো ভাবলে সত্যি মরণ অনিবার্য...... ভালবাসা অবিরাম
আহা, প্রথম দিনের শ্রৌতা হতে পেরে গর্বিত ❤️🩹🎧
ভালোবাসার বাগধারা 🌼💝
কি গান রে ভাই। অনেক বেশি ভক্ত হয়ে গেলাম । সাবস্ক্রাইব করে গেলাম । যাতে নতুন কোনো গান আসলে শুনতে পাই। 🥰
Puro album shunar request roilo
@@abrarhami8596 শুনার শেষ ভাইয়া। আমি ছোট বড় সব ব্যান্ডের গান শুনি । 🤘🔥🥰
ধন্যবাদ আতো সুন্দর একটা ভালোবাসা উপহার দেওয়ার জন্য
3 হাজার 7 শত তম viewer একদিন মিলিয়ন হবে লিখে গেলাম,ধন্যবাদ গানের পিছনের কারিগর দের
Mon chuye dewar moto ekta gaan. Onk views ashuk inshallah
আগেরটা শুনলে নিরবে পড়ে থাকতাম আর এটা শুনলে উঠে দাঁড়াই। ভালোবাসা নিয়েন ভাই।
৮৮৫ তম লাইক কারি হিসেবে শুনে গেলাম❤️
প্রতিদিন যতোবার শুনি ততোবার কমেন্ট করি আহা কি যে একটা ভালোলাগা জম্মনিলো বাগধারার প্রতি❤❤
আগে থেকেই প্রিয়❤
Ekjon chatgaiya hoiye onek proud feel hoi jkn dheki amar voinga bondhu gula apnader shunam kore
ভালোবাসার অবিরাম 😊❤
Masterpiece 👑❤
- Awww Song 🎵 🥺
দেখ ভাই আমার মনে হই আমরা জন্মেছি এক আজব ভাগ্য নিয়ে!
কেও আমাদের ভালোবাসে নাহ।প্রিয় মানুষটাহ কিছুদিন ভালোবাসি বলেহ নাটক করেহ পরে বাহনা খুজে চলে যাই🙂💔
বেশি ভেবেই মনের মরণ হয়ে যায়.🥺💔
এ্যনি. তোমার কথা ভেবে ভেবেই আমি আজ নিঃস্ব. 🥺💔
ভাই আমার কিছু বলার নেই
গান গুলো শুনে মনে হয় ভাষা হারাইয়া ফেলছি 😊
Ahaa line gula 🎉
Marattok! 🔥
983 নম্বর লাইকার হয়ে ফিল নিলাম যাত্রী আমার বন্ধু বগুড়া টু সোনাতলা 🎉
ভাই জাদু আছে আপনার গলায়।আমরা বাংলাদেশি ভাই ভালো জিনিসের আর কদর করলাম কই💔😣
বাগধারার প্রেমে পড়ে গেলাম
❤❤
Loved it❤
orreeeh shera chilo💥😫
এতো ভেবো না !
ভালোবাসি বাগধারা 😊
জাস্ট ওয়াও ❤️
folkish folkish ,, amazing !🖤🖤🖤
সব গানের মায়ায় পরে গেলাম রে ভাই
যদি আমাকে ছাড়া সে খুশি থাকে
তো অভিযোগ কিসের
এখন আমি তাকে খুশিই যদি না দেই
তো ভালোবাসা কিসের..??? 🙂🥀
Masterpiece 😇💝
প্রথম শুনলাম তোমাদের
এপ্রিশিয়েট ইউ ব্র তোমাদের😍😍😍
ভালো ছিল।।
From this part 5:06, this song sounds heavenly!
2 2:18 Ahhh ki modhumoy Voice 💔🙏💥
কী সুন্দর! কী সুন্দর! ❤️🔥
Comment rehke gelam pore pojormo er jonno ❤️
Bagdhara tomi shera brand ❤️❤️❤️❤️
হ্যা আমাদের রুচি এমনই
আমরা এসব গান ই শুনি
আমরা শান্তি পাই
আমরা ভালোবাসি
ভবিষ্যৎ প্রজন্ম যখন শুনবে ভাবেবে তখন এতো ভালো আবিষ্কার হতো ❤️💝
In one word, Bagdhara is the best band🤎🤎
Agunn ❤❤
It reflects some motivation to live long ....🖤🌸
আহা..!🖤
উফফ দাদা 🙏🥰
Eta r jonno onek opekkha chilo! 💫❤️🔥❤️🔥
অসাধারণ 👌🌺
huge round of applause
হয়তো অনেকের'ই শেষ দেখাটা হয়ে গেছে, এরপর আর দেখা হবেনা!'
শেষ! খুব ছোট একটা লাইন,একটা বড় দীর্ঘনিঃশ্বাস! 'অভ্যাসে' পরিনত হয়ে যাওয়া মানুষটার বিদায়! যাকে দেখে শান্তি লাগতো সেই মানুষ টা কেই আর দেখা হবেনা! শহরে হাজারো মানুষ চোখের সামনে থাকবে অথচ সেই প্রিয় মুখ টাই সেখানে আর থাকবে না! ❤️🩹
হা ভাই।। কলিজায় লাগেত ভাই,, 🤟🤟💘
বাগধারা বাংলা ব্যান্ডে একটা history তৈরী করলো❤
বাগধারা ব্যান্ডএর ভোকালিস্ট টা সেই❤
ধন্যবাদ।
হারাইতে হারাইতে যুগ পাড়ি দিলাম, এখন আর কোনো কিছু হারাইলে দুঃখ লাগে না। ❤