Bagdhara - Tomaro Ki Pore Mone (তোমারো কি পড়ে মনে) | (Official Audio)

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024
  • “Tomaro Ki Pore Mone” from Bagdhara's debut album "Pochish Bochhor".
    Lyrics & Tune : Kazi Zohad Yazdani
    Composed : Bagdhara
    Lyrics-
    তুমি কোন মাসে এসেছিলে
    আর কোন মাসে গিয়েছিলে
    মনে তো আর পড়ে না
    কোন এক নভেম্বরে
    তোমার জন্য দাঁড়িয়েছিলেম
    তোমারো কি মনে পড়ে না।
    তোমারো কি পড়ে মনে
    রিকশায় হাত চেপে ধরে আমি ছাড়তে চাইতাম না
    তোমারো কি পড়ে মনে
    দুপুরবেলা রোদে পুড়ে আমি দাঁড়িয়ে থাকতাম।
    তোমার পায়ে ছিলো রূপার নূপুর
    আর তোমার ভাইয়ের বিদেশি কুকুর
    দৌড়ে দৌড়ে আমার পিছু ছাড়েনা
    আমার জুতার ভেতর পাঁচটা সেলাই
    মনে কোন সেলাই যে নাই
    তবুও তোমার মনে জায়গা পেলাম না।
    তোমারো কি পড়ে মনে
    রিকশায় হাত চেপে ধরে আমি, ছাড়তে চাইতাম না
    তোমারো কি পড়ে মনে
    দুপুরবেলা রোদে পুড়ে আমি, দাঁড়িয়ে থাকতাম।
    আমার সারা-মাসে পকেট ফাঁকা
    তোমার ফোনে দিতে টাকা
    ফ্ল্যাক্সিলোডের দোকারদার আমায় ছাড়েনা
    তোমার সস্তা খাবার পছন্দ না
    আমার টঙে কাটে সকাল-সন্ধ্যা
    পিজ্জাহাট ছাড়া আবার তোমার চলেনা।
    Bagdhara are:
    Vocal | Guitar: Kazi Zohad Yazdani
    Bass Guitar : G.M. Faruk Johny
    Drums | Percussions: Pantha Singha
    Audio Production: Studio Chanachur
    Creative Production: Redugraphy
    Video Production: Maa-Babar Dowa Production
    Post Production: Clarte Studios
    Animation: Md.Toriqul Islam
    Mixed & Mastered : Taawkir Tajammul Nisshobdo
    Recording Engineer : Taawkir Tajammul Nisshobdo | Tawfiq Taj Niervik | Rakib Mahmud Ovee
    Art Designer : Reduanul Islam Maruf
    Editing : Md.Toriqul Islam | Pantha Singha | Reduanul Islam Maruf
    Official Photographer : Meherab Shanto | Muhammad Rokibul Hasan
    Official Merchandise Partner: Heavy Metal T-Shirt
    Socials:
    RUclips | / @bagdharaband
    Facebook | / bagdharaband
    Instagram | / konosomosshanai
    Stream our music:
    Spotify | open.spotify.c...
    Apple Music | music.apple.co...
    #bagdhara #konosomossanai #tomaro_ki_pore_mone #pochish_bochhor
    #কোনসমস্যানাই
    Copyrights © 2024 Bagdhara, All Rights Reserved.

Комментарии • 934

  • @mdyeakubsarkar4579
    @mdyeakubsarkar4579 9 месяцев назад +235

    যারা এসব গান খুঁজে খুঁজে শুনে তাদের রুচি আছে এ ব্যাপারে কোন সন্দেহ নাই ♥️

    • @mdisrafil-vu8pm
      @mdisrafil-vu8pm 8 месяцев назад +5

      ভালোবাসি বাগধারা

    • @ngdkamrulgmaing7091
      @ngdkamrulgmaing7091 8 месяцев назад +5

      Keno jani ai gan gula onek valo lage ❤

  • @MukeshRaj-mk8tq
    @MukeshRaj-mk8tq 9 месяцев назад +60

    আহা, মন শান্তি , শুধু চিন্তা করছি এই গানের রুচিশীল মানুষদের মন গুলো কতো না সুন্দর 💙

  • @nejumarafat7826
    @nejumarafat7826 9 месяцев назад +52

    ব্রেকআপ ও যদি চাইতা আমি না ভেবেই করতাম মুক্তি দিতাম,কিন্তু আমাকে একা রেখে কেন না ফেরার দেশে চলে গেলে, আল্লাহ তোমাকে বেহেশত দান করুক, আজীবন তোমাকেই চাইবো

  • @ahmedkhairul5864
    @ahmedkhairul5864 9 месяцев назад +66

    প্রেমে ব্যর্থ না হয়েও এইসব মাস্টারপিস গান শুনতে খুব ভালো লাগে❤
    সত্যি হাজারো মানুষের আর্তনাদ হলো এই গানগুলো🔥🙏

  • @MD.Sakib008
    @MD.Sakib008 9 месяцев назад +160

    এসব গান হয়তো ইউটিউবে ট্রেন্ডিং থাকে না, কিন্তু রুচিশীল মানুষ এর হৃদয়ে থাকে।🖤

    • @Kawsarahmed-qg4bm
      @Kawsarahmed-qg4bm 9 месяцев назад +1

      Hmmm tik vaiya আহা কি গান 😅😅

    • @Nabil_07-pj1kh
      @Nabil_07-pj1kh 8 месяцев назад

      ঠিক কথা 🥺😞

    • @KonokKhan-wo7zl
      @KonokKhan-wo7zl 2 месяца назад

      কোন এক দিন আর ফেরা হবে না 😔😔

    • @SHANTOBAROI-m3j
      @SHANTOBAROI-m3j Месяц назад

      baler gan

  • @riazuddin2726
    @riazuddin2726 9 месяцев назад +39

    Oh man!!!
    তোমারও কি পড়ে মনে!
    রিকশায় হাত চেপে ধরে ❤️

    • @rafiulislamrohid818
      @rafiulislamrohid818 Месяц назад

      তোমারও কি পড়ে মনে !
      রিকশার হাত চেপে ধরে 😌

  • @yeasinhasan9944
    @yeasinhasan9944 8 месяцев назад +34

    ১০ নভেম্বর ২০২৩ তুমি বিয়ে ভেঙে দিয়ে বললে তুমি আমার মতো কাউকে পাবে না। বিয়েটা ভাঙাতে দুজন ই খুব খুশি ছিলাম কিন্তু সেই তুমি ২০২৪ এর জানুয়ারিতে এসে অন্যজনের সাথে চলে গেলে 😅💔 আমারও বলতে ইচ্ছে করে "তোমারও কি পরে মনে রিক্সায় হাত চেপে ধরে আমি ছাড়তে চাইতাম না"🙂

  • @AbirHasan-bd8gb
    @AbirHasan-bd8gb 9 месяцев назад +33

    আহা কি লিরিক্স।
    হেডফোন কানে দিয়ে চোখটা বন্ধ করলেই অন্য জগতে চলে যাচ্ছি। জগত টা খুব সুন্দর, বিষন্ন সুন্দর। এখানে কারো শূন্যতা নেই।আছে শুধু অনুভব। হারানো অনুভূতিকে নতুন করে ছোঁয়ার অনুভব।
    many many thanks band bagdhara for giving this masterpiece

  • @AlSamir-n6o
    @AlSamir-n6o 9 месяцев назад +49

    তোমারো কি পড়ে মনে?
    দুপুর বেলা রোদে পুড়ে,
    আমি দাঁড়িয়ে থাকতাম!(২০২১-২০২৩)
    Comment ta rekhe gelam!

  • @ujayertaima6949
    @ujayertaima6949 9 месяцев назад +18

    ব্রেইন বায়োস্কোপ...🖤
    মনে কি পড়ে?সেই রোদ মাথায় নিয়ে..আরো কতো কি পাগলামী!থাক,মনে না-ই পড়ুক।সবার সবকিছু মনে রাখতে নেই,রাখার দরকার-ও নেই।

  • @TanvirAhmed-x5k
    @TanvirAhmed-x5k 9 месяцев назад +18

    তোমার ও কী আমার মতো মনে পরবে আমাদের পুরনো সৃতি গুলো,
    এই গানটা শুনার পর😢

  • @showrov6T9
    @showrov6T9 9 месяцев назад +31

    তাকে আজ খুব মনে পড়ে,,যাকে দেখার জন্য ঝড় বৃষ্টি রোদে দাড়িয়ে থাকতাম এক নজর দেখবো বলে,কত কষ্ট করে আগলিয়ে রেখেছিলাম,,তার জন্য কত কিছুই না করলাম কিন্তু অবশেষ পরিনাম অপুরনতা,,আজ সৃতি গুলা পিছে ডাকে,,,গানটা অতিতের সৃতি গুলাকে মনে পরিয়ে দিলো,,ধন্যবাদ বাগদাড়া❤❤

  • @MahidHasan-Tech12
    @MahidHasan-Tech12 9 месяцев назад +16

    প্রিয়,
    এই নভেম্বরের সন্ধ্যায় তোমার আমার প্রথম সামনা সামনি কথা হয়।আমাদের সম্পর্কের সূচনা ঘটে।
    আলহামদুলিল্লাহ অনেক সমস্যার মধ্যে এখনও সম্পর্ক ঠিক আছে।
    কেও কাউকে ছেড়ে যায়নি।
    যদি কখনও ছেড়ে যাও, আমি বার বার বহুবার শুনতে আসবো গানটা।😊
    গানের প্রতিটি কথা গুলো বাস্তব মুখী🌸

  • @AuroraTahsinTondra
    @AuroraTahsinTondra 17 дней назад +8

    তোমারো কি পড়ে মনে
    রিকশায় হাত চেপে ধরে আমি ছাড়তে চাইতাম না...
    These two lines give me a very specific flashback every time I hear this song! I really wanna curse myself for remembering every single small detail of all the moments with him like this...

  • @hasibsardar8136
    @hasibsardar8136 9 месяцев назад +31

    সব গানগুলো সেরা। পঁচিশ বছর দিয়ে বাগধারা বাজিমাত করে দিবে।

    • @mdporankhan8010
      @mdporankhan8010 9 месяцев назад

      হুম ভাই সেরা একটা গান🫶🤍

  • @farhafardin-ql8pp
    @farhafardin-ql8pp 9 месяцев назад +20

    না তাদের কখনোই মনে পড়ে না যারা নিজের জন্য হারায়,তারা কখনোই মনে রাখার জন্য ভুলে যায় না, হয়তো ভালো থাকার জন্যই ভুলে যায়.. শুধু রিকশায় হাত চেপে ধরা না বরং তারা বুকে জরিয়ে রাখাও ভুলে যায়.. না তার মনে পড়ে না...

  • @SabbirHossain-sp9vy
    @SabbirHossain-sp9vy 6 месяцев назад +18

    সব চাওয়া যদি পাওয়াই হবে ... তবে ব্যর্থ প্রেমিক কাঁদবে কোথায়!? 💙

  • @parthasarathisaha3059
    @parthasarathisaha3059 6 месяцев назад +10

    পরবর্তী প্রজন্ম কেউ কমেন্টে এসে লাইক দিলে আমারও মনে পড়বে কি ভাবে এই গান গুলো রাতের পর রাত আমাকে ঘুম পাড়িয়ে গেছে । বাগধারা এর সত্যিই এক বাকরুদ্ধকর এই এলবাম ।অনেক অনেক ভালোবাসা from India.....❤❤❤❤

  • @mood_420
    @mood_420 9 месяцев назад +16

    এই গান গুলো কালজয়ী হবে❤
    প্রচুর মানুষ খুজে খুজে বের করবে এগুলা।
    এখন যেভাবে অন্য ব্যান্ডের পুরোনো গান গুলা নতুন জেনারেশন রা খুজে।
    যারা এগুলা খুজে খুজে এখানে আসবে তাদের রুচির প্রতি সম্মান জানাই❤🫡
    বাগধারা কে প্রতিচ্ছবি গানের মধ্য দিয়ে চিনেছিলাম।
    তবে ২৫ বছর আর এই যে দুনিয়া এই দুইটা মাস্টারপিস। এগুলা কালজয়ী হবেই। বাজিমাত করবে এ দুইটা। বাগধারা কে স্মরণীয় করে রাখতে এই দুইটাই যথেষ্ট।
    তবে আমরা আশা করি আরো অনেক মাস্টারপিস আসবে❤

    • @BayazidBostami-g2b
      @BayazidBostami-g2b 15 дней назад

      hok kotha bolsila vai ..! egola asholei kalojoye song..🫀❤‍🩹

  • @shad.96
    @shad.96 9 месяцев назад +14

    আহা ! প্রথম দিনের শ্রোতা হতে পেরে গর্বিত💚💚

  • @nishadmahmud123baby
    @nishadmahmud123baby 8 месяцев назад +25

    এই গানটা আমার জন্যই লিখছে,
    গানটা প্রথম শুনার পর মোবাইল ফোনটা ভিঁজে গেছিলো অশ্রুতে।
    ধন্যবাদ গানটি আহত হৃদয়ের আর্তনাদ।
    #ভালোবাসি বাগধারা 💔

    • @ananyasarker6346
      @ananyasarker6346 8 месяцев назад

      mobile phone e IP rating na thakle eisob gaan shona khub bipodjonok!

  • @selimreza533
    @selimreza533 7 месяцев назад +6

    ছুটির মধ্যে বাগধারার তিন টা গান ডাউনলোড করে নিয়ে গিয়েছিলাম।প্রতিদিন গড়ে ৫/৬ বার এই গানটা শুনেছি
    বাস্তব মুখি আমার জীবনের কথা

  • @sufe9153
    @sufe9153 9 месяцев назад +7

    কম্পোজিশন, প্রোডাকশন খুব সুন্দর হয়েছে এ গানটার৷ আহা! হৃদয় ছুঁয়ে গেলো।
    ফ্যান হয়ে যাচ্ছি বাগধারার🤍

  • @RiponHassan-w2w
    @RiponHassan-w2w 9 месяцев назад +5

    তোমারো কি পরে মনে দুপুর বেলা রোদে পুড়ে আমি দাঁড়িয়ে থাকতাম This line for me 2019🫶😆

  • @vhoboghure10
    @vhoboghure10 9 месяцев назад +14

    ঠিক ৩ বছর আগে এই দিনে সে এসেছিল আমার জীবনে, আমার জীবনের প্রথম শখের মানুষ 🤍।
    তবে সে আর নেই , স্মৃতির মলাটে থাকুক সময় গুলো।
    ধন্যবাদ বাগধারা 🖤 এগিয়ে যান ভাইরা
    জীবন যেখানে যেমন থাকুক না কেন তবে প্রতিটা মুহূর্ত সুন্দর ❤️
    #konoshonmsanai

    • @Abdullah-dt2ve
      @Abdullah-dt2ve 9 месяцев назад

      ভাই না থাকার কারণটা জানতে পারি?

    • @vhoboghure10
      @vhoboghure10 9 месяцев назад +1

      ​@@Abdullah-dt2ve কিছু কথা অজানা থাক🖤

  • @shaifulislam2003
    @shaifulislam2003 9 месяцев назад +17

    ৯৬৮ নম্বরে এসে শুনে গেলাম।
    তার মনে পরবে না।
    ভালোবাসি বাগধারা ❤❤❤

  • @riyad4995
    @riyad4995 9 месяцев назад +7

    ৫/১০ বছর পরে যখন গান গুলা মানুষ শুনতে তখন আমি গর্বিতো হবো যে গান গুলা আমি গান গুলা শুরিতেই শুনে ফেলেছি!

  • @zunayeadparvej1101
    @zunayeadparvej1101 9 месяцев назад +4

    তোমারও কি পড়ে মনে
    দুপুরবেলা রোদে পুড়ে
    আমি দাড়িয়ে থাকতাম 🦋🦋

  • @sufe9153
    @sufe9153 9 месяцев назад +4

    কি যে বলব প্রথম শোনাতে খুব কম গানই এভাবে হৃদয় ছুঁয়ে যেতে পারে!..
    কারো কথা মনে পড়ে গেলো গান শেষ হতে হতে🌿

  • @amanullahemon5898
    @amanullahemon5898 9 месяцев назад +2

    এই গানগুলো সবাই বুঁজবে না সবার বোঝার ক্ষমতাও নেই 🙂💔
    অনেক কৃতজ্ঞ এমন একটা গান উপহার দেওয়ার জন্য💝

  • @kazizahidyazdani6727
    @kazizahidyazdani6727 9 месяцев назад +7

    তাসনিম তোমারো কি পড়ে মনে রিকশায় হাত চেপে ধরে আমি ছাড়তে চাইতাম না। তোমারো কি পড়ে মনে দুপুর বেলায় রোদে পুড়ে আমি দাঁড়িয়ে থাকতাম...

  • @mdjakariya-t6m
    @mdjakariya-t6m 9 месяцев назад +4

    কমেন্ট রেখে গেলাম,,,, সে চলে না গেলে হয়তো এতো সুন্দর গান শুনা হতো না,,,,😅😅😅

  • @Ltznaimul321
    @Ltznaimul321 4 месяца назад +77

    আমি আমার শখের মানুষটাকে ১২ জুন ২০২৪ বিয়ে করছি,কাউকে কিছু না জানিয়ে। কিন্তু এর ৫ দিনের মাথায় আমি সৌদি চলে আসছি ,এখনো সবটা গোপন।এগুলা বলার একটাই কারন এই মানুষটার জন্য কতই না পাগলামি করছি,গানটা শুধু আমায় ভাবায়।❤️‍🩹🥹

    • @mdhamimmiage3754
      @mdhamimmiage3754 27 дней назад

      ❤❤

    • @alsamitopu9750
      @alsamitopu9750 18 дней назад +3

      ওই দিন আপনার সপ্ন গুলো পুরোন হয়েছে আর আমার সপ্ন গুলো মরে গেসে। আমার ভালোবাসার মানুষের ও এই দিন বিয়ে হয়ে গেসে😄💔

    • @jasimuddin8707
      @jasimuddin8707 12 дней назад

      ভাই এই মেয়েটা ই সেই মে
      ​@@alsamitopu9750

    • @MdJahanggirAlamProdhain
      @MdJahanggirAlamProdhain День назад

      😢😢😢​@@alsamitopu9750

  • @limonalemran5633
    @limonalemran5633 5 месяцев назад +10

    গানটা খুব দ্রুত জনপ্রিয়তা পাবে 🤍

  • @musicians.rifat69
    @musicians.rifat69 Месяц назад +3

    যারা এই গানটি সার্চ দিয়ে শুনতে এসেছেন তাদের রুচির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি❤

  • @mdrifat-rt7th
    @mdrifat-rt7th 16 дней назад +1

    ব্যান্ড এর গান সবার বুঝার মতো মন মানসিকতা থাকে না। আর যার থাকে সে রুচিশীল মানুষ ❤️🎶

  • @tanviruu
    @tanviruu 5 месяцев назад +4

    কখনো ইউটিউবে এসে পুরোটা শুনা হয়নি।
    ফেইসবুকে মেইন পার্ট টাই শুনছি শুধু।
    কেন যেন আজকে শুনতে এলাম। এটা কি লিরিক্স ছিল 🙂

  • @rayhanahmedayan
    @rayhanahmedayan 5 месяцев назад +3

    Joint Khawar Por Ai Gan Ta Sunle Alada Universe A Jai.Best Akta Song Kintu Gan Onk UnderRated.All Time Favorate Of Bangdhara

  • @RejaulKarim-ey8sf
    @RejaulKarim-ey8sf 7 месяцев назад +7

    তোমারো কি পড়ে মনে, রাস্তা পাড় হতে গিয়ে তোমার দিকে বাড়িয়ে রাখা হাতটা তুমি না ধরলে কি অভিমানটাই না হত আমার। 🙃

  • @mxhelal5979
    @mxhelal5979 9 месяцев назад +2

    ভুলে গেলে ভালো থাকা যায়,জানি,তবু ও চাই,কিছু ব্যাথা ফিরেই আসুক,কেউ কেউ হয়ে থাক,দুরারোগ্য অসুখ!

  • @mdfirojkobir4040
    @mdfirojkobir4040 9 месяцев назад +4

    রিলিজ হওয়ার ২.৫ বচর আগে থেকেই ফেভারিট। ❤

  • @moloyroy8665
    @moloyroy8665 5 месяцев назад +2

    অতীতের সব স্মৃতি মনে পরে গেল,,,,তার কোমল চোখ দুটি আর মুখের মৃদু হাসি খানি দেখার জন্য কত দুপুর, বিকেল বেলায় তার বাড়ির সামনের রাস্তায় লুকিয়ে দারিয়ে থাকতাম😌😌😌,,আহ্ কি শান্তি টাই না পাইতাম,,,,, গানটি হেডফোনে চোখ বন্ধ করে শোনার পর সব কিছু সামনে ভাসছে,,,সেই পরিচিত দুটি মায়াবি দুটি চোখ ,,,,,,আবারো অতীতের সেই পুরোনো অনুভূতিটা পেলান,,,,, যদিও ১ বছর + হয়ে গেল তাকে দেখি না,,,,,

  • @MahediHasan6662
    @MahediHasan6662 7 месяцев назад +4

    "আমি তোমায় মনে রাখি বহুকাল" 😔
    তুমি থাকবে স্মৃতির সেরা পেরেকে।

  • @shahadatahmed5906
    @shahadatahmed5906 9 месяцев назад +12

    গ্যারান্টি দিয়ে বলা যায় যে এই গানটায় মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবেই 🤟🤟
    বাগধারার প্রতি ভালোবাসা অবিরাম 🖤🖤

  • @AsifKhan-lo7jt
    @AsifKhan-lo7jt 9 месяцев назад +201

    কথা দিচ্ছি প্রতিটা লাইক দিলে নোটিফিকেশন পেয়ে গানটা শুনতে আসমু।।💚

    • @tanhaislamhimel6391
      @tanhaislamhimel6391 7 месяцев назад +4

      Ashen Vai
      Gaan ta shune Jan Akbar ...❤

    • @Reactionvideo007
      @Reactionvideo007 7 месяцев назад +2

      Hmm asan sunen ar akvar😔

    • @AsifKhan-lo7jt
      @AsifKhan-lo7jt 6 месяцев назад

      ​এই যে শুনতে আসলাম😊​@@tanhaislamhimel6391

    • @AsifKhan-lo7jt
      @AsifKhan-lo7jt 6 месяцев назад

      ​@@Reactionvideo007এই যে শুনতে আসলাম

    • @mahbub_69
      @mahbub_69 3 месяца назад +2

      ভাই আসেন শুনেন একবার আমার সাথে🙂

  • @DisappointedCat1
    @DisappointedCat1 9 месяцев назад +3

    এত সুন্দর গান এই যুগে কেমনে কি? অসাধারণ।

  • @bdtechnology24x7
    @bdtechnology24x7 9 месяцев назад +1

    ইস!! কি লিরিক্স, পুরনো দিন গুলোর কথা খুব মনে পরে গেল.........।।

  • @sanjibsikdar1183
    @sanjibsikdar1183 9 месяцев назад +6

    গান নয় যেন আহত, হৃদয়ের আর্তনাদ 🙂

  • @iftekaralom7675
    @iftekaralom7675 9 месяцев назад +1

    তোমারো কি পড়ে মনে
    রিকশায় হাত চেপে ধরে,আমি ছাড়তে চাইতাম না।
    আহা কি lyrics, ভালবাসা সবসময় বাগধারা আপনাদের জন্য ❤️

  • @SheikhJasim-po6tz
    @SheikhJasim-po6tz 7 месяцев назад +3

    তোমার পায়ের নুপুরের আওয়াজ আজও মনে পড়ে,
    যেখানে থাকো যে অবস্থাতেই থাকো ভালো থেকে প্রিয়

  • @abuhuryrajonyii
    @abuhuryrajonyii Месяц назад

    তোমার প্রস্থানের পর নিকোটিনের ধোঁয়ায় হৃদয়টা নিস্তেজ হয়ে গেছে।এখন আর কষ্ট হয় না, তারপরও মাঝে মাঝে আছি গানটা শুনতে,আমাদের পুরোনো দিনগুলো অনুভব করতে ।

  • @muktadirabdul3046
    @muktadirabdul3046 9 месяцев назад +233

    তুমিও একদিন এই গানে আমাকে খুজবে আমি রেখে গেলাম তাদের জন্য যারা ভবিষ্যতে এই গান শুনতে আসবে 🙂 ১০.০২.২০২৪

    • @arafathossen8568
      @arafathossen8568 9 месяцев назад +6

      আমিও কমেন্ট করলাম❤

    • @sazzadsunfi6355
      @sazzadsunfi6355 9 месяцев назад +5

      🖤❤️

    • @princesaurov5732
      @princesaurov5732 9 месяцев назад +3

      13-02-2024 asi vaiya

    • @alhasantoru
      @alhasantoru 9 месяцев назад

      বাস্তব ❣️ আজকের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৪

    • @muktadirabdul3046
      @muktadirabdul3046 9 месяцев назад

      @@alhasantoru 14 vai

  • @hemayethossainimon
    @hemayethossainimon 5 месяцев назад +2

    রিকশায় হাত চেপে ধরে আমি ছাড়তে চাইতাম না....💔
    দুপুরবেলা রোদে দাড়াইনি তবে
    কুয়াশাচ্ছন্ন শীতের সকালে তার জন্য দাড়িয়ে থাকতাম 💔
    হায় ভালোবাসা 💔 কোথায় হারায়!!
    এভাবে কিছু না বলেও কেউ চলে যেতে পারে!!!!😢

  • @ali_akbar_hasan_shagor.
    @ali_akbar_hasan_shagor. 9 месяцев назад +5

    সৃতির দাগ কেটে গেলাম, পড়ের প্রজন্ম দেখতে পাবে আমরা কি শুনতাম_🤍

  • @haariislamictv815
    @haariislamictv815 9 месяцев назад

    Lyricist সামনে পেলে জড়িয়ে ধরতাম। ৯০% মিল রয়েছে আমার জীবনে। ধন্যবাদ Bagdhara Band

  • @fahimsarkerrifat4139
    @fahimsarkerrifat4139 9 месяцев назад +5

    শাটল যাত্রায় এই গানটাই এখন শুনব প্রতিদিন।🫂🌻

  • @Rahatul_islam_Shimul
    @Rahatul_islam_Shimul 6 месяцев назад +2

    বাগধারা ব্যান্ডের সবচেয়ে আন্ডাররেটেড গান এটা।
    থাক্ না! কিছু গান ভাইরালের দরকার নেই। সার্চ দিয়ে শুনব আমরা। 💙

  • @BMLBD
    @BMLBD 9 месяцев назад +4

    তোমাকেও মনে করবোনা, আমাদের সেই রিক্সায় চড়া আর হয়তো হবেনা, তুমি অন্যকারো ঘরনি, আমার অধরাই রয়েছে আজ ধরনি।
    Bagdhara ❤️

  • @arman19529
    @arman19529 5 месяцев назад +1

    তোমারও কি মনে পড়ে স্মৃতি গুলা, একসাথে কাটানো সময় গুলা?
    কানে হেডফোন দিয়ে চোখ বন্ধ করলেই যেন তোমার স্মৃতিতে হারিয়ে যাই।💔
    উফফফ! লিরিক্স গুলো ❤

  • @faisaovi1469
    @faisaovi1469 9 месяцев назад +2

    বস আপনাদের ফ্যান হয়ে গেলাম পঁচিশ বছর আর এই গানটি শুনে এখন থেকে আস্যাশ এর সাথে আপনাদের গান ও আমার রাতের সঙ্গী ১৪/০২/২০২৪

  • @israfildewan797
    @israfildewan797 20 дней назад +1

    পেতেই হবে এমন তো কথা নেই,, কিছু জিনিস দূর থেকেই সুন্দর..😔😞

  • @jui538
    @jui538 8 месяцев назад +4

    এইগানটিতে হয়তো আমাকে একদিন খুঁজবে কিন্তু খুঁজে পাবে না ।রেখেগেলাম সকলের উদেশ্যে যারাআসবেগানটির আভাস নিতে। ২৬-০৩-২৪

  • @leon4997
    @leon4997 9 месяцев назад +1

    রুচিসম্মত মানুষেরা বাগধারার প্রেমে পড়বেই পড়বে❤❤
    তুমিও এই গানে আমায় খুঁজবে😅
    Thanks Kazi Zohad Bhai❤❤

  • @MdParvejAhmed-y1d
    @MdParvejAhmed-y1d 3 месяца назад +3

    তোমারো কি পড়ে মনে,
    দুপুর বেলা রোদে পুড়ে
    আমি দাঁড়িয়ে থাকতাম,,,,
    সাল টা ছিল 2023 😊😊

  • @akashovi
    @akashovi Месяц назад

    প্রতিটা বিশ্বাস ঘাতক যেনো পরের জন্মে,
    ফুল হয়ে জন্ম নেয়। 💐🌹

  • @ahamadashik1583
    @ahamadashik1583 9 месяцев назад +6

    এইসব গানগুলো যারা শুনতে আসবে তাদের রুচির প্রশংসা করি ❤🎉

  • @eventamim7989
    @eventamim7989 9 месяцев назад +2

    এ যেন জীবনের এক ফেলা আসা গল্প... ❤️‍🩹 যার জন্য আমার এত মায়া 😅

  • @mahmudulhasanasif1
    @mahmudulhasanasif1 9 месяцев назад +6

    মারাত্বক সুন্দর গানের কম্পোজিশন,লিরিক্স,যারা শুনতে আসবে তারাও সুন্দর মনের মানুষ হবে আশা করছি।

  • @mohammadrashedrahman2405
    @mohammadrashedrahman2405 Месяц назад +1

    ১জীবনে হয়তো তার বিশেষ কেউ হয়ে উঠতে পারিনি। কিন্তু জীবনে অনেকটা বছর কাটিয়েছি তাকে ভালোবেসে। আজও ভালোবাসি। তাকে এ কথায় বলতাম ভালোবাসার ১দিন ভালোবেসে যাবো চিরদিন। এজীবন আছে যতোদিন ভালোবেসে যাবো ততো দিন। যদিও পরিবার পরিস্থিতি সবি ছিলো আমাদের বিরুদ্ধে। তবুও আমি ১জোরা হাত শক্ত করে ধরে রাখতে ও ধরে রাখতে পারিনি। আজ আমি নিঃস্ব, ক্লান্তিহীন, দিশাহীন হয়ে নিজেকে খুঁজে বেড়াই এ সকল গানের মাঝে😢

  • @stfgaming3741
    @stfgaming3741 5 месяцев назад +3

    তুমিও নভেম্বরে এসেছিলে😌

  • @RsRity-i2d
    @RsRity-i2d 7 месяцев назад +1

    যা বলে বুঝাতে পারবো না....ভাই। এই গান টা আমার অনেক সিতি, কে আবার মনে করে দেই..যতো বার শুনি....Love u bhai... Kushtia theke apnar ek soto bhai...💜💚❤️🥰

  • @ratusaha9956
    @ratusaha9956 9 месяцев назад +3

    ধন্যবাদ বাগধারা ব্যান্ড এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য।কমেন্ট করে রেখে গেলাম, কেউ লাইক দিলে আবার পুনরায় শুনতে আসবো 😊❤️‍🩹

  • @farhantalukder6235
    @farhantalukder6235 9 месяцев назад +2

    তোমারো কি মনে পড়ে তে ফার্স্ট কমেন্ট✌️

  • @zobayerhosensujon1162
    @zobayerhosensujon1162 9 месяцев назад +2

    তোমারো কি পড়ে মনে? রিকশায় হাত চেপে ধরে আমি ছাড়তে চাইতাম না 🌼
    ১৩/০২/২০২৪

  • @tanjumrimi6219
    @tanjumrimi6219 4 месяца назад +1

    তোমারো কী পড়ে মনে? this line!

  • @tamimrahman1122
    @tamimrahman1122 5 месяцев назад +3

    আমি না থাকলেও আমার স্মৃতি হয়ে থাকবে আমরা এই কমেন্ট 😅

  • @kalponebilasimon2583
    @kalponebilasimon2583 День назад

    2:28
    গানটা আমার স্মৃতি মনে করিয়ে দিল।৯ মাস 🥹। সাইরিন 💔। চুয়েট গেইট।

  • @mdtofayelhossainsajib9076
    @mdtofayelhossainsajib9076 7 месяцев назад +3

    দুঃখে যাদের জীবন ঘড়া তাদের আবার দুঃখ কিসের😢6.6.2023

  • @ranagaming838
    @ranagaming838 9 месяцев назад +2

    সত্যি বলতে এই গানটার সাথে,,, অনেকের জীবনের স্মৃতির সাথে মিলে যাবে আমি 100% শিউর,
    কারন আমার সাথে মিলে যাচ্ছে, ?😅🙂

  • @crypto_imtiaz
    @crypto_imtiaz 9 месяцев назад +2

    রাত ১১.৪৯ এ লিখে রেখে গেলাম কিছু লাইন মিলে গেল একদম 😅। হয়তো তুমিও একদিন মাঝরাতে গান টা শুনবে এখানে এলেই আমাকে পাবে 🖤
    ১০.০২.২০২৪

  • @EMON_HOSSAIN_11
    @EMON_HOSSAIN_11 3 месяца назад

    বাংলার হৃদয় কাঁদে কিছু গানে শুনে। কারণ গানের মাঝে লুকিয়ে আছে হাজারো অনুভূতি, ঘটে যাওয়া কাহিনি।🌻

  • @rumongaming9785
    @rumongaming9785 7 месяцев назад +5

    তোমরা ও যদি আমার মতো প্রিয় মানুষ টার কষ্ট নিয়ে গান টা শুনতে আসো তাহলে একটা লাইক দিয়ে যাইও আমি আবার এসে গানটা শুনে যাবো 😅💔

    • @sadikhan3442
      @sadikhan3442 5 месяцев назад

      সে আমাকে ভালোবাসে না, তবে আমার মায়ায় পড়েছিলো। তবে কি মায়া টাও কাটিয়ে নিছে?

  • @shontuamitofficial
    @shontuamitofficial 9 месяцев назад

    Osthir Guitar solo ❤️

  • @sbjidanofficial4634
    @sbjidanofficial4634 9 месяцев назад +5

    গানটা আন্ডাররেটেড থাকুক

  • @ehmilon01
    @ehmilon01 9 месяцев назад

    গতকাল থেকে অনেক ব্যস্ত, মানসিক চাপের জন্য গান'টা শুনা হয়নি। এখন বিকালে বাগানে বসে জয়েন্ট হাতে নিয়ে গান'টা শুনলাম।।
    সেই আপনাদের সর্ট ভিডিওটা দেখার পর গান'টা মায়ায় লেগেছিলাম।। কবে ফুল ভার্সন শুনবো বলে আগ্রহে ছিলাম। অত:পর আজকে😌
    ধন্যবাদ বাগধারা। অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য🖤

  • @arafatrahmansiam-lv5mx
    @arafatrahmansiam-lv5mx 9 месяцев назад +3

    পরবর্তী প্রজন্মের রুচি কেমন হবে দেখতে চাই,কে কবে থেকে দেখছেন,একটা করে লাইক দিয়ে যাবেন।

    • @itzhamim5659
      @itzhamim5659 8 месяцев назад

      SSC dilam shunchi 20.03.2024

  • @siammolla8381
    @siammolla8381 7 месяцев назад +2

    না তাদের কখনোই মনে পড়ে না যারা নিজের জন্য হারায়,তারা কখনোই মনে রাখার জন্য ভুলে যায় না, হয়তো ভালো থাকার জন্যই ভুলে যায়.. শুধু রিকশায় হাত চেপে ধরা না বরং তারা বুকে জরিয়ে রাখাও ভুলে যায়.. না তার মনে পড়ে না... ,seiii lagsa cmnt ta mone thakbeeee

  • @s.a.h.hridoy8680
    @s.a.h.hridoy8680 2 месяца назад +5

    তোমারো কি পড়ে মনে?
    দুপুরবেলা রোদে পুড়ে
    আমি দাঁড়িয়ে থাকতাম! (২০২২-২০২৪)❤️‍🩹

  • @RajEva-oy4xq
    @RajEva-oy4xq 4 месяца назад +1

    28.07.2024[sunday ]
    1:05
    Subject:tomaro ki pore mone🖤
    dear Mohona,
    kokhono ei gan shunte asle amar comment tah dekhe nio ar amake tokhon tmr kisu tah mone porbe kintu tumi valobasho onno keu re jak tumi always happy thko always best wishes for your future life🤍
    Your obediently,
    Tiash💔

  • @shakilmolla9169
    @shakilmolla9169 3 месяца назад +5

    আজকে তাকে হারালাম Date:17/08/2024 ❤️‍🩹😅

    • @sumaiya9823
      @sumaiya9823 3 месяца назад +1

      আমিও 😅😅

    • @shakilmolla9169
      @shakilmolla9169 3 месяца назад

      @@sumaiya9823 ki apu

    • @ainulhoquefahad5213
      @ainulhoquefahad5213 Месяц назад

      ​​@@sumaiya9823apu taile apnara eke opor ke niye nen, valo hoy

    • @ainulhoquefahad5213
      @ainulhoquefahad5213 Месяц назад

      apnar moto to aro ekjon dekhi ekoi dine prio k haraise, taile apni onar jan. Kmn hoy???

    • @shakilmolla9169
      @shakilmolla9169 9 дней назад

      My gf brother ❤️‍🩹😅 ​@@ainulhoquefahad5213

  • @robinazad5912
    @robinazad5912 9 месяцев назад

    এতোদিন ঠান্ডা মাথায় শোনার জন্য সময় সুযোগ ক্রিয়েট করতে পারি নাই,
    ভাবলাম আস্তেধীরে শুনবো,শুইনা ফেললাম এলবাম।
    যে গান গুলো মানুষ কম শুনতেছে,এগুলাই আমার টপ লিস্টে রাখলাম।
    সবাই যদি ২-৩ টা গানই শুধু হাইলাইট করে বেশি তাহলে বাকি গুলো তো অসহায় হইয়া যাবে,
    অসহায় গান গুলার জন্য নাহয় আমার মতো অসহায় মানুষই রইলো!
    বলছিলাম একদিন বাগধারা কে সবাই চিনবে, শুনবে!
    দেখছেন আমি সত্য???
    লাভ ইউ বাগধারা 🖤

  • @shuvoahmed8602
    @shuvoahmed8602 7 месяцев назад +14

    লাইক দিলে আবার শুনতে আসবো

  • @Mehediyyy
    @Mehediyyy Месяц назад

    অদ্ভুত কিছু আনন্দ ভুলে গেছি। আর আসেও না। কিন্তু কিছু গল্প কানে এসে এমনভাবে লাগে যে আতঁকে উঠি আমারই নাতো! আমারও কি পড়ে মনে? বিষ্ময় চেপে ধরে আমি ভাবতে চাই না আর .. আর

  • @e.r.c.3717
    @e.r.c.3717 4 месяца назад +6

    ১৯৭১ এ কে কে এই গান শুনতেছেন।😂

  • @tanjumrimi6219
    @tanjumrimi6219 4 месяца назад

    "তোমারো কি পড়ে মনে" this line hits hard!

  • @SHAHIDHOSSEIN
    @SHAHIDHOSSEIN 29 дней назад

    বাগধারা মানুষের মনের কথা বুঝে কিভাবে?❤🎉

  • @FarhanAhmed-pl9cu
    @FarhanAhmed-pl9cu 16 дней назад

    গানটা শুনলে নিজে হারিয়ে যাই সেই স্মৃতিচারণায়😭কলিজা ফেটে যায় এই অধম মানুষটাকে নিজের মতো আগলে রাখার মতো তোমার মতো আর কেউ আসেনি😭

  • @JuddhojahajOfficial
    @JuddhojahajOfficial 9 месяцев назад

    গানটা তো খুবই সুন্দর। আর একটা জিনিসও ভালো লাগলো যে thumbnail এ "একলক্ষ মানুষ শুনে ফেলেছেন" এটা দেখে। গানের কথা তো আলাদা করে বলার কিছুই নেই। এককথায় অসাধারণ।🖤💙

  • @fuhadevan2325
    @fuhadevan2325 9 месяцев назад +1

    আহা, প্রথম দিনের শ্রৌতা হতে পেরে গর্বিত ❤️‍🩹🎧

  • @tahusahed
    @tahusahed 9 месяцев назад

    সেরা ছিলো এইটা 😄
    পুরো মিল জীবনের সাথে 💗