দারুন লাগলো শুনতে। কিছুদিন আগে channel টা দেখতে পেলে আরও উপকার হতো। কিছু প্রশ্ন আছে :- ১) tv সঙ্গে seewed extract মাটিতে একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারি? ২) tv ব্যবহার করলে micronutrient (mobomin/ vardan/ agromin gold) এইধরনের ব্যবহার করার দরকার পরে। যদি পরে তাহলে কতদিন পর ব্যবহার করবো? ৩) টবে গাছ রোপণের একটা বিস্তারিত ভিডিও বানানোর অনুরোধ রইল। ধন্যবাদ।
Khub informative video. Thanks for sharing so much information… amaro onek gach, 500+…dose onek video te dekhechi 2gm/l dichche…Trichoderma viridi use korle future e gach e jodi npk use kora jabe? Ar Ekta question, Amar 2ta rhynchostylis orchid e leaf r stem blackish hoye geche… powdery noi… hydrogen peroxide spray korechi…ar ki korte pari? Plants still looking healthy..please advise 🙏
ধন্যবাদ। আপনার ভিডিও টি দেখলাম। বেশ ভালো। এই tricoderma ফুল ফুটে টাকা থাকা অবস্থায় বা কোনো গাছ যেমন টমেটো গাছ যেখানে ফল থাকলেও ফুল ধরতেই থাকে সেখানে spray করলে ফুলের কিছু ক্ষতি হবে কি না? Liquid veridi ki porimane মিশতে হবে বলবেন।
Asadharan bhabe bojhano. Apni please ekta video kore janan chara gach kenar pore 2 mas apni ki ki sar o ananyo ki ki kotodin por por proyog koren. Jar fole apnar gach guli eto sundar hoy.
টমেটো, মরিচ,পেঁপে ও বেগুন গাছ গাছ রোপনের আগে গর্তের মাটির সাথে কী ট্রাইকোডার্মা মিশালে ব্যাক্টেরিয়া/ ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে? কী পরিমাণ ব্যবহার করতে হবে?
ট্রাইকো নিয়ে আমার কিছূ প্রশ্ন : ১) ট্রাইকো মাটিতে মিশিয়ে রিপটিং/পটিং করার পর গাছকে কতদিন ছায়ায় রাখতে হবে এর বংশ বিস্তারের জন্য? ২) ১০ গ্রাম ট্রাইকোর সঙ্গে ৫ গ্রাম গুড় দিয়ে ১ লি জলে ৩/৪ দিন রাখার পর গাছে ব্যাবহার করলে কি ট্রাইকো অধিক সক্রিয় থাকে? ৩) রোদ্দূরে কি ট্রাইকো ব্যাবহার করা যায়?
আপনার ভিডিও দেখে খুব ভালো লাগল এবং অভি পেলাম টাই কোডারমা ভিরিতি নিয়ে সত্যিই ইউটিউবে কোন ভিডিও নেই,, তাই দেখে মনটা ভরে গেল ভাল থাকবেন আপনার সাথে আছি,,এর পরিবর্তে মাইক্রোফস জীবাণু সার ব্যবহার করতে পারি কি???বললে উপকৃত হতাম
ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ l এটির সঙ্গে জীবাণু সার এর কোনো সম্পর্ক নেই l এটি কোনো সার নয় l দুটি আলাদা বস্তু l Microfos আমি কখন ব্যবহার করিনি তাই বলতে পারব না l যদি এটা Bio NPK হয় তাহলে Consortia র একটা ভিডিও আপলোড করা আছে দেখে নেবেন খুব কাজে লাগবে l
দাদা trycodarma মাটিতে বা পাতায় ব্যাবহার করলে কি কোনো রাসায়নিক কিটনাশক বা 19:19:19, 00:00:50 NPK ব্যাবহার করা যাবে তাহলে কতদিন পর ব্যাবহার করা যাবে একটু বলবেন প্লিজ। আপনার ভিডিওটি খুব ভালো লাগলো।
দাদা বৃধি করার জন্য কতো দিন রাখতে হবে আরও একটি কথা চা চামচের কয় চামচ নিলে পাঁচ গেরাম দুই গেরাম হবে একটু জানাবেন পিলিজ দাদা আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বলেন ভালো থাকবেন দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ
আমি টবের মাটিতে রিপিট করি না। পারমানেন্ট গাছের মাটিতে বছরে একবার কম্পোস্টের সাথে দিই। কারণ এটি মাটিতে দিলে নিজেই বাড়তে থাকে। পাতায় নিয়মিত স্প্রে করি যেমন ভিডিও তে বলেছি।
Begam bahar gachti matite bosanor somoy vermi compost e tricoderma viridi mishie,tarpor matite oi compost mishie gach bodiechi..7din holo....kintu gachti te fungus legeche,pata pore jachche,gacher 1/2 ti branch jhimie gache ..ei obosthai ami ki r akbar 1lt jol e 10gr tricoderma viridi mishie matite debo?naki saaf proyog korbo,blitox barite ache
Dada, আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমি ছাদ বাগানের জন্য মাটি তৈরী করছি। মাটির সঙ্গে বালু, cocopeat ,vermi compost, গোবর সার ইত্যাদি দিয়ে ready করছি। কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি। মাটির সঙ্গে মেশানোর জন্য যে গোবর সার এনেছিলাম সেটা আসলে সার নয়, শুকনো গোবর 2 মাস পুরনো। এবং এই গোবর এর পাউডার এর সঙ্গে আমি trichoderma মিশিয়েছি (30 kg গোবর এর সঙ্গে 500 গ্রাম ,তারপর একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি,পরে মাটির সঙ্গে মিসাবো বলে ) । এখন কি করবো বুঝতে পারছিনা কারণ, গোবর টি সার হতে পারেনি। এখন আমি যদি শুধু vermi compost মেশাই , তাহলে কি চলবে? আর গোবর টি যদি আলাদা রেখে waste decomposer দিয়ে কিছুদিন পরে ঠিকমতো গোবর সার বানিয়ে পরে use করি, তাহলে কি ভালো হবে দাদা একটু কষ্ট করে জানাবেন। গোবরের সঙ্গে trichoderma viride মেশালে কি waste decomposer দিয়ে সার বানানো যাবে ,, আমি ভীষণ confused. আপনার উত্তর এর জন্য অপেক্ষায় থাকবো।
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে reply দেওয়ার জন্য। দাদা অন্যান্য বিষয়ে আরও ভিডিও আপলোড করলে আমরা সবাই ভীষণ উপকৃত হই, কারণ, আপনার এই subject এ solid knowledge আছে।
Dada apnar rose plant gulo darun,ami rose plant bachatay parina,rose plant cutting koray sae kata jaygay saaf fungicide lagae & tob ar mati tay saff di tao plant ta dryback hoy mara jay...ekta byagun plant ar ekta dal suko6ilo so khanikta kati but tao abar suka6ay please solve korun Dada...
আমি বাংলাদেশ থেকে বলতেছি আমি ৭ দিন আগে ট্রাইকোডার্মা ভিরিডি মাটিতে ব্যবহার করেছিলাম আজকে আমি ব্লিটক্স ছত্রাকনাশক গাছে স্প্রে এবং মাটিতে ব্যবহার করেছি এতে কি ট্রাইকোডার্মা ভিরিডি নষ্ট বা ওদের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে
ট্রাইকোডার্মা ভিরিডির প্যাকেটে দেখলাম লেখা আছে মানুষের হাতের সংস্পর্শে এলে বা ভুলবশতঃ ইনহেল করলে ইমিডিয়েট চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে। এমন কোনো বিধি মেনে চলতে হবে ?
ট্রাইকোডার্মা ছত্রাক নাশক সম্পর্কে বিস্তারিত বলার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
সঠিক ও তথ্যবহুল আলোচনার জন্য ধন্যবাদ।
দাদা আপনা কে অজস্র ধন্যবাদ জানাই, ❤💖💝👍👌✌ভীষণ সুন্দর সহজ সরল কথাই বুঝিয়েছেন, ভীষণ সমৃদ্ধ হলাম, 👏🙏
video ta khub bhalo làglo anek kichu sikhte parlam Ajj ke
ধন্যবাদ l
আপনার দুটি ভিডিও খুব তথ্যবহুল ও উপকারি। সাহায্যের জন্য ধন্যবাদ।
অবশ্যই সব টুকু দেখবো আমাদের উপকারের জন্য।
ধন্যবাদ আপনাকে স্যার। আপনি বিস্তারিত ভাবে বুঝিয়ে দিলেন খুবই ভালো লাগলো। নাগপুর থেকে। যায়
খুব তথ্য সম্বৃদ্ধ বক্তব্য শুনে সম্বৃদ্ধ হলাম এরকম জৈব উপায়ে টবের বিভিন্ন গাছ আরো ভাল থাকা ভিডিও করবেন। ধন্যবাদ 🙏
দারুন এবং প্রয়োজনীয় ভিডিও।
Many many thanks to YOU dada, khub valo laglo.
দারুন লাগলো শুনতে। কিছুদিন আগে channel টা দেখতে পেলে আরও উপকার হতো।
কিছু প্রশ্ন আছে :-
১) tv সঙ্গে seewed extract মাটিতে একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারি?
২) tv ব্যবহার করলে micronutrient (mobomin/ vardan/ agromin gold) এইধরনের ব্যবহার করার দরকার পরে। যদি পরে তাহলে কতদিন পর ব্যবহার করবো?
৩) টবে গাছ রোপণের একটা বিস্তারিত ভিডিও বানানোর অনুরোধ রইল।
ধন্যবাদ।
চমৎকার উপস্থাপনা। দারুন কাজের ভিডিওটি।
🙏
Good .informative & clear
Apnake asongkho dhonnobad
prothom dekhlam khub valo laglo onek jinis shikhlam .thank you beta......mashima
আপনি আমার বয়স কি করে আন্দাজ করলেন! 😊 যাই হোক প্রণাম নেবেন l উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ l
@@PassionDiaryofSparsha Amar 50 bchorer chele ache ebar bujhte perocho.. ...mashima
Khubb valo laglo ,valovabe bojhanor jonnyo
ধন্যবাদ
Khub informative video. Thanks for sharing so much information… amaro onek gach, 500+…dose onek video te dekhechi 2gm/l dichche…Trichoderma viridi use korle future e gach e jodi npk use kora jabe? Ar Ekta question, Amar 2ta rhynchostylis orchid e leaf r stem blackish hoye geche… powdery noi… hydrogen peroxide spray korechi…ar ki korte pari? Plants still looking healthy..please advise 🙏
very candid and very helpful. thanks.
Thanks to you for your advice.
As usual the best. Apner golap gach dekha mon bhora galo. Kono alada jatno na normal like other plants.
ধন্যবাদ l কোনো আলাদা যত্ন না।
আমি ট্রাইকোডারমা ভিরিডি কিনেছি কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় জানতাম না।অনেক তথ্য পেলাম ।ধন্যবাদ আপনাকে ।
Kothai theke kinesen
কোথায় ও কিভাবে পেলেন, আর দাম কত পড়লো জানাবেন কী?
খুব সুন্দর informative ভিডিও।
ধন্যবাদ 🙏
ধন্যবাদ।
আপনার ভিডিও টি দেখলাম। বেশ ভালো। এই tricoderma ফুল ফুটে টাকা থাকা অবস্থায় বা কোনো গাছ যেমন টমেটো গাছ যেখানে ফল থাকলেও ফুল ধরতেই থাকে সেখানে spray করলে ফুলের কিছু ক্ষতি হবে কি না? Liquid veridi ki porimane মিশতে হবে বলবেন।
অনেক অনেক ধন্যবাদ দাদা
Best video..
খুব সুন্দর উপস্থাপনা।সহজেই বোধগম্য হয়।
অনেক ধন্যবাদ আপনাকে ভিডিও টি দেখার জন্য.i
সুন্দর বোঝালেন, বুঝতে কোনো অসুবিধা হোলো না।
ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য l 🙏
@@PassionDiaryofSparsha 00
Kub valo
খুব ভালো লাগলো ধন্যবাদ
Asadharan bhabe bojhano. Apni please ekta video kore janan chara gach kenar pore 2 mas apni ki ki sar o ananyo ki ki kotodin por por proyog koren. Jar fole apnar gach guli eto sundar hoy.
খুব সুন্দর বলেছেন
অতি উত্তম।
খুব ভালো ভিডিও ডাক্তার বাবু।
ধন্যবাদ l
টমেটো, মরিচ,পেঁপে ও বেগুন গাছ গাছ রোপনের আগে গর্তের মাটির সাথে কী ট্রাইকোডার্মা মিশালে ব্যাক্টেরিয়া/ ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে?
কী পরিমাণ ব্যবহার করতে হবে?
Good information
খুব ভালো লাগল।
ধন্যবাদ l
খুব ভালো বুঝিয়েছেন।
ভালো লাগলো
Excellent,very practically explained.Can it be mixed up with good soil while planting/potting the new plant?.
For best and quick result apply it in soil when potting is done.......if not,no problem it just takes a little more time to reproduce.......
খুব উপকৃত হলাম। একটা জিজ্ঞাসা--- যে সব গাছ জলে আছে--( যেমন মানি প্ল্যান্ট বা লাকি ব্যাম্বু --) সেই জলে কি দেওয়া যায়???? জানালে খুউউউব ভালো হয়।🙏
দিতে পারেন অসুবিধা নেই..
Tricodarma and Tricodarma viridi কি একই জিনিষ ? যদি আলাদা হয় তবে শুধু ট্রাইকোডার্মার কাজ কি জানাবেন দয়াকরে।
Dada tricoderma veridi bar bar dila kono asubidha hoba?
ধন্যবাদ খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। একটা প্রশ্ন ট্রাইকোডার্মা ভিরিডি জলে গুলে মাটিতে ব্যবহার করতে বলেছেন, এটা কত দিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে?
যে কোনো weather change এ পাতায় spray করবেন l প্রতি দু তিন মাস অন্তর মাটিতে দিলে ভালো l কিন্তু এটা হয়ে ওঠে না 🤔
৫০ লিটার ড্রামে কি পরিমাণ দিতে হবে? খুব ভালো ভিডিও উপহার পেলাম।
ধন্যবাদ l ৫০ - ৭৫ গ্রাম ব্যবহার করুন।
পানের ছত্রাক,ব্যাকটেরিয়া ও ভাইরাস জনিত রোগ দমনে কি ব্যবস্হা নিতে পারি জানাবেন প্লিজ..
Dada Iffcco tricoderma is best ya other brand???
Pleasing voice & important topic. Thank you.💜
Glad you enjoyed it!
Eta matir gache ki poriman e dite hobe?
Tricodarma use korar por 1 or 2 days er moddhe Sorse Khol use kora jabe ?
ট্রাইকো নিয়ে আমার কিছূ প্রশ্ন :
১) ট্রাইকো মাটিতে মিশিয়ে রিপটিং/পটিং করার পর গাছকে কতদিন ছায়ায় রাখতে হবে এর বংশ বিস্তারের জন্য?
২) ১০ গ্রাম ট্রাইকোর সঙ্গে ৫ গ্রাম গুড় দিয়ে ১ লি জলে ৩/৪ দিন রাখার পর গাছে ব্যাবহার করলে কি ট্রাইকো অধিক সক্রিয় থাকে?
৩) রোদ্দূরে কি ট্রাইকো ব্যাবহার করা যায়?
কলা গাছে ফাটা রোগ এর জন্য দেওয়া যাবে কি
সুন্দর ভিডিও।
আপনার বাগানের লাল ফুল গাছগুলো কোন জাতের
ভিডিও তে time টা বললে বলতে পারব l
timeline 3:40
স্প্রে করার জন্য কোনটি ভালো-tricodarma viridi নাকি tricodarma harzenium
Thanks for detail explanation
can we use chemical pesticide for mites (spider mites) , fly, mealybug +++ ?
will TV die ??
i have monocil
no.. they will not die..
দাদা নমস্কার। দাদা ট্রাইকোড্রামা হারজিয়ানাম টা ও কি মাটিতে দেওয়া যাবে কি? যদি দেওয়া যায় তবে কি সেটা ভিরিডি র মতো একই কাজ করবে?
আপনার ভিডিও দেখে খুব ভালো লাগল এবং অভি পেলাম টাই কোডারমা ভিরিতি নিয়ে সত্যিই ইউটিউবে কোন ভিডিও নেই,, তাই দেখে মনটা ভরে গেল ভাল থাকবেন আপনার সাথে আছি,,এর পরিবর্তে মাইক্রোফস জীবাণু সার ব্যবহার করতে পারি কি???বললে উপকৃত হতাম
ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ l এটির সঙ্গে জীবাণু সার এর কোনো সম্পর্ক নেই l এটি কোনো সার নয় l দুটি আলাদা বস্তু l Microfos আমি কখন ব্যবহার করিনি তাই বলতে পারব না l যদি এটা Bio NPK হয় তাহলে Consortia র একটা ভিডিও আপলোড করা আছে দেখে নেবেন খুব কাজে লাগবে l
ট্রাকোডার্মা হারজিনিয়াম কি সরাসরি মাটিতে মিশিয়ে দেওয়া যাবে?
ভিরিডি ও হারজিনিয়াম এর মধ্যে পার্থক্য কি?
জমিতে ডেসিমেল প্রতি মাত্রা কত? তা সিজন ভিত্তিক পরিবর্তন করতে হবে কি না। বিশেষ করে গাঁদা ফুল চাষের জন্য উপযোগী কি না তা জানালে খুব উপকৃত হব।
থাইমেড কি? এর সমন্ধে কিছু জানাবেন Sir.
Helpful post Thank you
Thank you for watching.
খুবই তথ্যবহুল। একবার TV, ব্যাবহার করা হলে, তারপর micronutrient / NPK মাটিতে বা পাতায় ব্যাবহার করা যায়?
অবশ্যই যাবে l
কতদিন পর? আবার পরবর্তীতে TV কবে ব্যাবহার করতে পারব?
পরের দিনই ব্যবহার করতে পারবেন
হিউমিক এসিড কি জৈব নাকি রাসায়নিক? এটা ব্যাবহারে কতোদিন পর ট্রাইকোডার্মা দিতে হবে?
Tricormaviridi use korar pore sorser khol use kora jabe?
করা যাবে l
Trycodarmaveride blast Roger Kaj Korea ki?
দাদা trycodarma মাটিতে বা পাতায় ব্যাবহার করলে কি কোনো রাসায়নিক কিটনাশক বা 19:19:19, 00:00:50 NPK ব্যাবহার করা যাবে তাহলে কতদিন পর ব্যাবহার করা যাবে একটু বলবেন প্লিজ। আপনার ভিডিওটি খুব ভালো লাগলো।
কীট নাশক এক ই সাথে না দেওয়া ই ভালো l এক সপ্তাহ পরে দিতে পারেন। NPK দিতে পারেন একই সাথে। l
@@PassionDiaryofSparsha Thank you
দাদা বৃধি করার জন্য কতো দিন রাখতে হবে আরও একটি কথা চা চামচের কয় চামচ নিলে পাঁচ গেরাম দুই গেরাম হবে একটু জানাবেন পিলিজ দাদা আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বলেন ভালো থাকবেন দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ
বড় চামচ এ 5 GM হবে l নিজেই বৃদ্ধি পাবে সেটা নিয়ে ভাবার দরকার নেই l
Video ভালো লেগেছে শুনে উৎসাহিত হলাম l ধন্যবাদ l
Pan gachhe ki deya jabe
amar chadbagan e pot er opordiker mati sobuj shyaola mato dekha jae. etao ki chotrak akromon ? ki vabe er theke rokhya pabo?
Chotrak sobuj hoi na. Ogulo shyaola. Mati ektu khure din chole jabe..
খুব ভালো লাগলো,
একটি তথ্যে জানার ছিল,
টবের মাটিতে tv রিপিড কত দিন বাদে করতে হবে?
আমি টবের মাটিতে রিপিট করি না। পারমানেন্ট গাছের মাটিতে বছরে একবার কম্পোস্টের সাথে দিই। কারণ এটি মাটিতে দিলে নিজেই বাড়তে থাকে। পাতায় নিয়মিত স্প্রে করি যেমন ভিডিও তে বলেছি।
@@PassionDiaryofSparsha thanks a lot.
Begam bahar gachti matite bosanor somoy vermi compost e tricoderma viridi mishie,tarpor matite oi compost mishie gach bodiechi..7din holo....kintu gachti te fungus legeche,pata pore jachche,gacher 1/2 ti branch jhimie gache ..ei obosthai ami ki r akbar 1lt jol e 10gr tricoderma viridi mishie matite debo?naki saaf proyog korbo,blitox barite ache
Saaf din.. Established infection e katota TV kaj korbe janina..
Dada, আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমি ছাদ বাগানের জন্য মাটি তৈরী করছি। মাটির সঙ্গে বালু, cocopeat ,vermi compost, গোবর সার ইত্যাদি দিয়ে ready করছি। কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি। মাটির সঙ্গে মেশানোর জন্য যে গোবর সার এনেছিলাম সেটা আসলে সার নয়, শুকনো গোবর 2 মাস পুরনো। এবং এই গোবর এর পাউডার এর সঙ্গে আমি trichoderma মিশিয়েছি (30 kg গোবর এর সঙ্গে 500 গ্রাম ,তারপর একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি,পরে মাটির সঙ্গে মিসাবো বলে ) । এখন কি করবো বুঝতে পারছিনা কারণ, গোবর টি সার হতে পারেনি। এখন আমি যদি শুধু vermi compost মেশাই , তাহলে কি চলবে? আর গোবর টি যদি আলাদা রেখে waste decomposer দিয়ে কিছুদিন পরে ঠিকমতো গোবর সার বানিয়ে পরে use করি, তাহলে কি ভালো হবে দাদা একটু কষ্ট করে জানাবেন। গোবরের সঙ্গে trichoderma viride মেশালে কি waste decomposer দিয়ে সার বানানো যাবে ,, আমি ভীষণ confused. আপনার উত্তর এর জন্য অপেক্ষায় থাকবো।
কিছু দিন রেখে ব্যবহার করলে কোনো অসুবিধা হবে না l WDC মিশিয়ে রাখলে তো খুবই ভালো l
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে reply দেওয়ার জন্য। দাদা অন্যান্য বিষয়ে আরও ভিডিও আপলোড করলে আমরা সবাই ভীষণ উপকৃত হই, কারণ, আপনার এই subject এ solid knowledge আছে।
Ami kichu gach kine ekhon garage e rekhechi, repot korini. kul gacher pata ektu jhimiye gecge, matite trichoderma debo ki?
কোনো অসুবিধা নেই, দিতেই পারেন l
ছত্রাক এর আক্রমণ হলে কতদিন অন্তর স্প্রে করতে হবে।ভালো প্রটেকশন এর জন্য কত দিন অন্তর স্প্রে করা যায়।
আমার রঙ্গন গাছের পাতায় rust এর মতো দাগ দেখছি, এটা কি fungus থেকে? Tricoderma পাতায় spray করলে কাজ হবে? Please guide me.
Rust fungal infection হতে পারে l ব্যবহার করে দেখুন উপকার হওয়ার সম্ভাবনা আছে l
Taicodrama liquid ta kemon kore use korbo?
দাদা আমি চা বাগানে পাতা তোলার পরে antracall & thiamenthoxam এক সঙ্গে করি use করি. এর পরিবর্তে trichodarma use করতে পারি?
Antracol একটি chemical fungicide এর বদলে TV ব্যবহার করা যায় l thiamethoxam একটি chemical pesticide এর কাজ সম্পূর্ণ আলাদা l
Thank u dada !
Always welcome
Chilli tree r flower dropping ki fungus er karone hocche ?
হতে পারে l
Tricodarmar উপর প্রচুর ভিডিও আছে... এমন কি কি করে তৈরি হয় Govt. of India র ভিডিও ও আছে..
এই TV র সঙ্গে কি সিউডোমোনাস ব্যবহার করা যায়?
দুটি সম্পূর্ণ ভিন্ন প্রজাতি, কোনো অসুবিধা হওয়ার কথা নয় l
Bioderma r tricoderma ki ek e jinis???
স্প্রে করা যাবে ধানে ধসা তে
ধসা যদি ছত্রাক হয় তাহলে কাজ হবে l
ট্রাইকোভার্মা ভিরিডি ও হিউমিক এসিড একসাথে ব্যবহার করা যায়?
yes
Dada apnar rose plant gulo darun,ami rose plant bachatay parina,rose plant cutting koray sae kata jaygay saaf fungicide lagae & tob ar mati tay saff di tao plant ta dryback hoy mara jay...ekta byagun plant ar ekta dal suko6ilo so khanikta kati but tao abar suka6ay please solve korun Dada...
Amar to problem hoi na.. Jol beshi hochhe na to? Ami kintu khub bishes kichu jatno kori na...mati puro na shokale jol deben na. Amar golap gache drip irrigation lagano nei.. Lokhho korben..
ট্রাইকোডার্মা ভিরিডি প্যান্হার পিএফ মাটির গর্তে কতটুকু দিবো?
Tricodarma viridir colour ki?
Dada akta katha jante chai , matite tricodarma dayar sathe furadan ki daya jai ?
Na deoai bhalo.
নূতন আম চারা রোপণ করার সময় এই ছত্রাকনাশক কি ভাবে প্রয়োগ করতে হবে
10 number
আমি বাংলাদেশ থেকে বলতেছি
আমি ৭ দিন আগে ট্রাইকোডার্মা ভিরিডি মাটিতে ব্যবহার করেছিলাম
আজকে আমি ব্লিটক্স ছত্রাকনাশক গাছে স্প্রে এবং মাটিতে ব্যবহার করেছি
এতে কি ট্রাইকোডার্মা ভিরিডি নষ্ট বা ওদের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে
tob er matite humic acid debar ak dudin por e ki TV deoa jabe?
din er kon samoe TV deoa jabe?
First: yes, second: anytime.
@@PassionDiaryofSparsha Onek dhanyobad
ট্রাইকোভারমা আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে কতদিন রাখতে হবে? ওর মধ্যে কি জল স্প্রে করতে হবে?
এটা একটা পদ্ধতি।বছরে দুবার মাটিতে দিলেই যথেষ্ট তাই আমি নিজে কখনো করিনি l ঠিক তাপ মাত্রা এবং আর্দ্রতা প্রয়োজন।
ফল , সব্জি কি ব্যাবহার করা যাবে এটা দেবার পরে বা কোনো বাধা আছে ?
কোনো অসুবিধা নেই l
মাটি প্রস্তুতির সময় হাড়গুড়ো, সিংকুচি, নিমখোল, গোবর এবং টিভি একসাথে মেশানো যাবে ?
Yes..
ট্রাইকোডার্মা ভিরিডির প্যাকেটে দেখলাম লেখা আছে মানুষের হাতের সংস্পর্শে এলে বা ভুলবশতঃ ইনহেল করলে ইমিডিয়েট চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে। এমন কোনো বিধি মেনে চলতে হবে ?
না সেই রকম কোনো প্রয়োজন নেই l
কোন সময়ে ব্যবহার করবো
Trichoderma viride use korar por liquid consortia (NPK) use kora jaba. Gala koto din por?
Aksonge use korleo kono asubidha nei.
Porimamta kom ba beshi hole khoti hobe?
না l
টবে কত দিন ছাড়া ছাড়া দিতে হবে??
একটা ভালো ট্রাইকোডারমা ভিরিডির নাম বলেন যাহা সহজে সংগ্রহ করতে পারি। আপনার এই তথ্য সমৃদ্ধ ভিডিওটি নি:সন্দেহে প্রশংসহনীয়। ধন্যবাদ।মনজু, সিলেট।
Trichoderma Viriedie sombondhe onek ojana tothho jante parlam . Apnar proti amar sradha dinner por din baadche karon apni proti presentation r jonno onek porishrom koren .