শীতের বাতাসে তোমার পালানোর আগাম নিশানা- আসির আরমান

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 216

  • @pronoyredaunul
    @pronoyredaunul Год назад +38

    আমি চাই,এইসব গান ভাইরাল না হোক।
    জনপ্রিয়তার তকমা না লাগুক।
    শুধু স্বল্প সংখ্যক শ্রোতা নিয়েও এমন গান বেঁচে থাকুক ছটফটে থাকা এক ভবঘুরে মনের কিছু শান্ত-স্থির অনুভূতিতে।❤

  • @plabonkumar5933
    @plabonkumar5933 3 дня назад +4

    ভবিষ্যতের প্রজন্মের জন্যে এই গানটা রেখে গেলাম। সাথে আমার একটা কমেন্ট❤
    আপনার রুচির প্রতি আমার সম্মান!!

  • @marufhasan1172
    @marufhasan1172 2 года назад +70

    🚫গানটির লিরিক্সঃ
    -❝শীতের বাতাসে তোমার পালানোর আগাম নিশানা
    আমায় ডোবায় স্থবির কালচে জবুথবু-রঙা বুড়িগঙ্গায়
    তখনো সততা তোমায় আমায় ঠেলে রাখে নিরাপদ দূরে
    দাবানলে পোড়া বনে ছাই ঢাকা চোরা পথে তোমার জোনাকী
    জানো, হাত নিশপিশানো কথা
    লিখি না কবিতায় যেন শিউরে না উঠো
    কবিতা ব্যাহত, নাকি কবি আহত?
    যাই হোক, তুমি তো অব্যাহত
    শোনো কবি, তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা
    আর যাবে না কখনো
    শীতের বাতাসে তোমার পালানোর আগাম নিশানা
    মনে যদি পাবেই ভয়, ক্ষতি তবে ক্ষতি হয়ে যায়
    ত্রাণের অপচয়
    মনে যদি পাবেই ভয়, ক্ষতি তবে ক্ষতি হয়ে যায়
    ত্রাণের অপচয়
    সরস্বতী, সে তার তানপুরাতে সুরের বৈঠা
    বাইবে না আর কখনো
    শীতের বাতাসে তোমার পালানোর আগাম নিশানা
    আমায় ডোবায় স্থবির কালচে জবুথবু-রঙা বুড়িগঙ্গায়
    সেই তুমিই লুডোর ঘরে শুরুর প্রথম ঘর, কেন মনে হয়
    এঁকেবেঁকে কিলবিলিয়ে কোনমতে মনের নানান দফা
    সুঠাম চিত্তে পার করে সাপের ছোবল ঘরে হুট করে মাড়াই
    তখনো সততা তোমায় আমায় ঠেলে রাখে নিরাপদ দূরে
    জানো, হাত নিশপিশানো কথা
    লিখি না কবিতায় যেন শিউরে না উঠো
    কবিতা ব্যাহত, নাকি কবি আহত?
    যাই হোক, তুমি তো অব্যাহত
    শোনো কবি, শোনো কবি
    তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা
    আর যাবে না কখনো
    শীতের বাতাসে তোমার পালানোর আগাম নিশানা
    আমায় ডোবায় স্থবির কালচে জবুথবু-রঙা বুড়িগঙ্গায়
    তখনো সততা তোমায় আমায় ঠেলে রাখে নিরাপদ দূরে
    দাবানলে পোড়া বনে ছাই ঢাকা চোরা পথে তোমার জোনাকী ❞

  • @mahmudurrahmanshahi8788
    @mahmudurrahmanshahi8788 Год назад +56

    শুনো কবি,শীতের বাতাসে তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা আর যাবে না কখনো😅💔
    কোনো এক নিঃসঙ্গ শীতের সকালে,বিকালে,সন্ধ্যায় অথবা গভীর রাতে কারো কোনো একটা রিয়েক্ট আমাকে আবার বারবার এই গান শুনতে বাধ্য করবে।
    ২৬-১০-২০২৩

    • @StudyNest-24
      @StudyNest-24 19 дней назад

      Asun abr shune jan gan🙁

    • @sen-jb6xe
      @sen-jb6xe 17 дней назад

      26-10-24 unake haraysi onner hoye gese amk dhore rakhte parlo na 😐

  • @petsworld6766
    @petsworld6766 2 года назад +28

    হে লিসেনার...
    তোমার রুচিবোধ অন্য লেভেলের। এসব গান সধারন রুচির মানুষের জন্য না। 🖤

  • @mahedimikat
    @mahedimikat Год назад +7

    শীতের বিষাদময় সন্ধায় হারানো প্রেমিকার পথচেয়ে স্টেশনে বসে গানটা শুনতে শুনতে কতো গুলো শীতের রাত যে পার করেছি, তা কেবল গানটা জানে, আর সৃষ্টিকর্তা জানে।

  • @akilbintaleb2153
    @akilbintaleb2153 Год назад +22

    মন্তব্যগুলোর সাথে গানের সুর কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম!! যারা এই নিভৃতচারী গুণী শিল্পীর প্রশংসা এতো সুন্দর ভাষায় করেছেন আমি সত্যিই মুগ্ধ হয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা। ভালোর সাথে থাকুন এবং এভাবেই অনুপ্রেরণা দিয়ে যান😇

  • @mdsamiul3288
    @mdsamiul3288 8 дней назад +1

    জীবন কোন দিকে যাচ্ছে ঠিক জানা নেই, শুধু স্রষ্টার উপর ভরসা করে পথ হেঠে যাচ্ছি, স্থির কোনো গন্তব্যের আশায়....! ❤️

  • @kalyanbiswas878
    @kalyanbiswas878 2 года назад +24

    বেশ কয়েক দশক পর যখন বয়স অনেক টা বাড়বে,, নানান দায়িত্বের মধ্যে যখন ভুলে যাবো শীতের সকাল কে এভাবে উপভোগ করতে, তখন হয়তো কারো লাইকের notification পেয়ে চলে আসবো এখানে,, স্মৃতিচারণ করে হয়তো কিছুক্ষন থমকে যাবো,,, আরো একবার প্রাণভরে শ্বাস নিয়ে উপভোগ করবো শীতের সকাল....🍂

  • @shamsshamim5863
    @shamsshamim5863 3 года назад +38

    প্রায় ১২ বছর কোন গান শুনিনি গানের প্রতি কেমন যেন একটা অনিহা চোলে আসছিলো,,, আসির ভাই আপনি আমাকে আবার নিয়মিত গান শুনতে বাধ্য কোরেছেন ভালো থাকবেন ভাই আরো ভালো ভালো কিছু গান সৃষ্টি কোরবেন আপনার কিছু পাগলদের জন্য,,শুভকামনা রইলো অবিরাম❤️❤️❤️❤️

  • @islamrofiq4970
    @islamrofiq4970 Год назад +2

    বৃদ্ধ বয়সে এসেও বারবার সার্চ দিয়ে গানগুলো শুনতে চাই
    জানিনা কি এক অদ্ভুত মায়া কাজ করে ভাইয়ের গানগুলোতে। কেমন যেন একটা ঘোরের মধ্যে হারিয়ে যায়।আরমান ভাই কি জানে ভাইয়ের গানগুলো নিঃসঙ্গকির্ণ মনের মানুষদের মধ্যরাতে অমৃত পান করার মতো 🙂🙂

  • @rupaakter5362
    @rupaakter5362 Год назад +5

    কম মানুষ ই এসব গানের মর্যাদা বুঝে।
    লাইক কমেন্ট কম দেখে অবাক হয়েও হইনা।
    অনেক ভালোবাসা।❤

  • @sajeebmamun624
    @sajeebmamun624 4 года назад +132

    অর্নবের পর বাংলা গানে নতুন বাঁক এনেছে আসির আরমান। এইসব গান হজম করার মতো রুচি এখনো তৈরি হয়নি ইউটিউব শ্রোতাদের।ভিউ এর দিকে তাকানোর জন্য গান করেননা আশাকরি।

    • @aowladhossaintuhin9119
      @aowladhossaintuhin9119 3 года назад +5

      ভাই আপনাকে ধন্যবাদ আমার মনের কথাটা বলার জন্য

    • @nazimmahmud9666
      @nazimmahmud9666 3 года назад +1

      Right

    • @legendanime3773
      @legendanime3773 2 года назад +4

      অর্নবের গান আসির ভাইয়ের পর্যায়ে যেতে পারেনি। আসির ভাইয়ের শুধু গানের কথা সুন্দর না বরং সুরটাও এক ধরণের মোহ সৃষ্টি করে যা অনর্বের গানে নেই। আর আসির ভাইয়ের গানের মধ্যে আমি জন ডেনবারের গাওয়া কান্ট্রি মিউজের অনুভূতি পাই।

    • @muhammadshalahinshazzad1311
      @muhammadshalahinshazzad1311 2 года назад +5

      কেন ভাই আপনারা তুলনায় যান কেন শিক্ষিত মানুষ হয়ে বুঝে না। যারে তারে যার তার সাথে তুলনা করেন। এই প্রবনতা টা খারাপ

    • @ahashanhabibutsho8489
      @ahashanhabibutsho8489 2 года назад +1

      সবাই সবার জায়গায় সেরা।

  • @tanzimrezatanmoy1356
    @tanzimrezatanmoy1356 3 года назад +6

    শীতের বাতাসে তোমার পালানোর আগাম নিশানা,
    আমায় ডোবায় স্থবির কালচে
    জবু থবু রঙা বুড়িগঙ্গায়।
    তখনো সৎতা তোমায় আমায় ঠেলে রাখে নিরাপদ দূরে,
    দাবানলে

  • @MrDavil0007
    @MrDavil0007 3 года назад +30

    আরমান ভাই নিজের মতো করে আমাদের ও ঘোরের মধ্যে রাখতে সক্ষম হয়েছেন🖤
    কি গায়কী.. অসাধারণ👌

  • @MehediHasan-i8k
    @MehediHasan-i8k 15 дней назад +1

    আমি জানি আমি সবার থেকে পালিয়ে এসেছি আমার জগতে, হয়তো ঠকিয়ে নয়তো না বুঝে কষ্ট দিয়ে।
    কিন্তু আজ এই রাতে কেন জানি তাদের জন্য বুক ফেটে রক্ত ক্ষরণ হচ্ছে।
    নিজেকে তাদের জায়গায় বসিয়ে ফীল করতেছি তাদের আর্তনাদ কতটা নির্মম ছিলো, আমি জানি তাদের সামনে আমার দাড়ানোর সব টুকু ক্ষমতাই শেষ হোয়ে গেছে অনেক আগে।
    তাদের কাছে ক্ষমা চাওয়ার একটুও শক্তি নেই আজ আমার, তবুও তাদের কষ্টটা অনুভব করে সিক্ত চোখে অনুশোচনা বাড়াচ্ছি।
    ইশ্বর ক্ষমা কর আমায়।

  • @Being_Sadi
    @Being_Sadi 3 дня назад +1

    কত সুন্দর কথাগুলো ❤
    ২৪ এর ডিসেম্বরে..

  • @Nirob_Ahmad_Taifun
    @Nirob_Ahmad_Taifun Год назад +2

    এই গান শুনে একের পর এক সিগারেট জ্বালিয়ে পুরো একটা রাত্রি পুড়িয়েছি। ভালো থেকো ভালোবাসা ❤️

  • @akashmahmud8491
    @akashmahmud8491 3 года назад +93

    গান টার খারাপ দিক হলো,গান টা শেষ হয়ে যায়।

  • @nameless6415
    @nameless6415 3 года назад +22

    শোনো কবি, তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা আর যাবে না কখনো।

  • @aaudoy
    @aaudoy 9 дней назад +1

    ১০-১৫ বছর পর যখন শত ব্যস্ততার মাঝে আমি। কেউ তখন কমেন্টে লাইক করবে তখন গানটা দেখেও ভালো লাগবে এত সুন্দর সুন্দর গান শুনতাম

  • @rupankar007
    @rupankar007 18 дней назад +1

    তোমায় পেয়ে গেলে হয়তো এত সুন্দর গান শোনা হয়ে উঠত না...🖤

  • @MdRipon-pn9fy
    @MdRipon-pn9fy Год назад +2

    গানের প্রিয় কবি অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।কবিতার জীবনানন্দ দাশের মতো গানের কবি জীবনানন্দ হয়ে থাকুক আমাদের আসির আরমান💞💞 💞

  • @mdbadhon8357
    @mdbadhon8357 Год назад +1

    কিছু গানের লিরিক্স হৃদয়ে স্পর্শ করে এই গানটাও এমনি একটা চমৎকার গান😊

  • @নির্বিকারদুর্জয়

    একটা মানুষ এতে দরদ দিয়ে কিভবে গাইতে পারে।
    গানটা যতক্ষন চলে মনে হয় একটা ঘোরের মধ্যে থাকি।
    আহা! কি মায়া কি দরদ, মনে হচ্ছে কোনে জনপ্রিয় উপন্যাসের মোহো বাঁধা। ❤️❤️❤️❤️

  • @TusherAhmed-m5q
    @TusherAhmed-m5q 4 месяца назад

    আহা! কন্ঠে কি মায়া। সুর আর কথা মিশে একাকার❤

  • @JunaiedAlHabib-j3s
    @JunaiedAlHabib-j3s Год назад

    ৪বছর আগে শুনছিলাম আজকে আবার কনকনে শীত হালকা বাতাস, নির্জন রাস্তা আহা ❤️

  • @sakibmahmood1626
    @sakibmahmood1626 Год назад +1

    কুয়াশা জড়ানো কোন এক রাস্তায় একাকী হাঁটছি আর ভাবছি গত শীতের পরিচিত মুখ গুলো এখন কি ভীষণ অচেনা।

  • @zilani654
    @zilani654 3 года назад +6

    অসাধারন লিরিক্স, অসাধারন গায়কি ভঙ্গি ব্রাদার। চোখ বন্ধ করে হারিয়ে গিয়েছিলাম শুনতে শুনতে। বাংলা গান নতুন রুপ পেল মনে হচ্ছে আপনার গানে। লাভ ইট ব্রাদার ❤️❤️

  • @rafuansa
    @rafuansa 2 года назад +6

    যতবার শুনি চোখটা শুকনা রাখা অনেক কস্ট🖤🖤

  • @chayonadhikary
    @chayonadhikary Год назад

    ভাইয়ের গান + হাতে একটা সিগারেট + দুর্গম ফাকা কোনে কোনো এক জায়গায় বসে থাকা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে😢😢 ব্যাস। এইতী জীবন

  • @alaminmahmudul2166
    @alaminmahmudul2166 2 года назад +3

    আহা... অসাধারণ লিরিক্স আর আবেগের মাখামাখি.... শতবার শুনলেও পুরোনো হয় না... মনে হয় প্রথম বার শুনছি... ভালবাসা, অনেক ভালবাসা রইল.. ❤❤

  • @istiakahmed8560
    @istiakahmed8560 Год назад

    ধন্যবাদ তোমার তুমি থাকলে গান গুলো আমার মধ্যে জায়গা করে উঠতে উঠতে বড্ড ক্লান্ত হয়ে যেতো।

  • @Shairy_Rahman_Aurni
    @Shairy_Rahman_Aurni 6 месяцев назад

    শীতের সকালে ব্যালকনিতে দাঁড়িয়ে চায়ের কাপ হাতে এই গান টি কত যে শুনেছি! 🙀🫠☺️💛🧡

  • @MdSaiful-lw7nq
    @MdSaiful-lw7nq 2 года назад +10

    শোন কবি,তোমার দুর্গত মনে ত্রানের নৌকা আর যাবে না কখনো 🖤🖤
    ০৩/০১/২২

  • @Nawshat-x3
    @Nawshat-x3 28 дней назад

    এখন রাত ১:২০am। গানটা শুনতেছি আর ভাবতেছি একাকীই, তুমি নেই আজ তিনবছর। তবুও তোমার স্মৃতি আমাকে আজও ঘিরে রাখে! কেন ঘিরে রাখে বা রাখতে চায়, আমার মন আর মস্তিষ্কের মাঝের এই দ্বন্দ্ব শেষ হয় নাহ! আর আমিও অন্য কাউকে ভালবাসেতে চাই না, বিশ্বাস আসে নাহ!!
    ভালবাসা বুঝি এমন এই হয়, তুমি না বোঝালে কখনো বুঝতাম এই নাহ! হা হা...🌹
    তারপর,
    “ত/ওখনও সততা তোমায় আমায় ঠেলে রাখে নিরাপদ দূরে..
    দাবানলে পোড়া বলে ছাই ঢাকা চোড়া পথে তোমার জোনাকি!!”

  • @sikderrakib2471
    @sikderrakib2471 2 года назад +2

    শোনো কবি, তোমার দুর্গত মনে এাণের নৌকা আর যাবে না কখনও। 🔥❤️

  • @MasudRana-m6l3j
    @MasudRana-m6l3j Месяц назад

    এই গানটা না শুনে আমার জীবন পার করা অসম্ভব। 🖤

  • @3gdigitalcatvnetwork6
    @3gdigitalcatvnetwork6 Год назад +1

    শোনো কবি তোমার দুর্গত মনে ত্রানের নৌকা আর যাবে না কখনো.....

  • @SolAiMan-10
    @SolAiMan-10 3 дня назад

    বুকের ভিতর একটা ক্ষত আজীবনের জন্য থেকেই গেল

  • @srdurjoy3978
    @srdurjoy3978 4 года назад +13

    যখনি আসির আরমান ভাই এর
    গান গুলো শুনি নিজেকে স্থির রাখতে
    পারি না।

  • @TamzidMdtamzid-j6r
    @TamzidMdtamzid-j6r 21 день назад

    আসলে সে অব্যাহত 🖤🥀

  • @ketosrusjehanbangaliketodi6500
    @ketosrusjehanbangaliketodi6500 2 года назад

    আমার ভাষা নাই। একে সালাম। লাখো সালাম।

  • @mdsamiul3288
    @mdsamiul3288 8 дней назад +1

    যোগাযোগহীনতা যোগাযোগের তৃষ্ণা মিটিয়ে ফেলে।

  • @mcxuborazMadcitybagladesh
    @mcxuborazMadcitybagladesh Месяц назад

    প্রতিবছরের মতো এই শীতের ঘ্রান আবার সেই পরিচিত মুখ আসবে,
    শিতে গাছের পাতা ঝড়ে নতুন পাতার আগমনের জন্য কিন্তু যে প্রানের অপচয় অক্টবর মাস থেকে শুরু হয় ' সে ক্ষত পুরন হয়না কেন!?

  • @safaera1875
    @safaera1875 3 года назад +3

    sotti jani nah ki jani akta kaj kore apnr gan golu te...buker vitore ki jani akta odvut kaj kore...ki jani maya mone hoy hazar bochor sunle buji apnr voice ta mon vorbe nah....allah sotti apnake ak osadaron voice diye sisty korce...apnr voice...apnr gan er porita line golu buker vitor ta kape uthe....
    ki osadaron gan,voice, apnr hashe, apnr kotha golu☺️☺️☺️.sotti bolte apnake valobashe felci....😉😉😉
    life khub icce apnake judi samne thake dekte...r apnr voice e akta gan sunte🙃🙃🙃

  • @SheikhSaikatgaming
    @SheikhSaikatgaming 2 месяца назад

    শোনো কবি
    তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা
    আর যাবে না কখনো💔

  • @provakorroy5123
    @provakorroy5123 7 месяцев назад +1

    Ki banalen ar ki gailen,,,mone holo,, onno jogoter vinno onuvuti,,take love❤❤ from song lover😊

  • @raselahmedrajon65
    @raselahmedrajon65 3 года назад +1

    আহ্ কি সুন্দর লিখা মন‌ খুলে গাইতে মন চাই💙

  • @tamzidmahmud3345
    @tamzidmahmud3345 2 года назад +3

    অসম্ভব আবেগ মাখা লেখা+গাওয়া♥

  • @iccherherbarium9688
    @iccherherbarium9688 2 года назад +1

    অনেক অনেক শ্রদ্ধা রইল আসির ভাই আপনার জন্য 🙏

  • @sifatmolla2184
    @sifatmolla2184 21 день назад

    শীতের রাত ৯:৪২ হাতে সিগারেট
    শুনছি আর ভাবছি তোমায়☹️

  • @ummehusna2776
    @ummehusna2776 Год назад

    শোনো কবি,তোমার র দূর্গত মনে ত্রানের নৌকা আর যাবেনা কখনো।😢☘️

  • @muhibkhan567
    @muhibkhan567 3 года назад +2

    *আলাদা একটা মায়া কাজ করে প্রতিটি টানে টানে...কথা গুলা অন্তরের গহিনে ছুয়ে যায়...💖*

  • @TheAkhenaten
    @TheAkhenaten 3 года назад +3

    শীতের বাতাসে তোমার পালাবার আগাম নিশানা। 🙃
    তুমি পালিয়ে গেলে ঠিকি তবে আগাম নিশানা না দিয়েই ।
    ঠিক এ কারনেই কষ্টটা একেবারেই মুছে ফেলা সম্ভব হয়নি।🙃🙃🙃

  • @kiab611
    @kiab611 3 года назад +2

    এরকম গান আছে বলেই এখনও আমরা বেঁচে আছি, বেঁচে আছে আমাদের অব্যাক্ত ভালবাসা।

  • @bappy_chakma
    @bappy_chakma 3 года назад +2

    কি গায়কী,, আহা💗

  • @Khondaker_Abir_Hasan_Emon
    @Khondaker_Abir_Hasan_Emon 18 дней назад

    257k views er akta masterpiece . challenge korlam aitaw akdin million views cross korbe🌸

  • @HasanAhmed-ft2pc
    @HasanAhmed-ft2pc 9 дней назад

    ২০২৪ এসেও কবিতা র গান কে কে শুনছেন??? 😊

  • @MdKhaled-j4q
    @MdKhaled-j4q Год назад

    গানটা শুনছিলাম যখন তখন আমি একটা হাওরের মধ্যে ডিঙি নৌকায় অন্ধকার হালকা ঝিরিঝিরি বাতাস হাতে সিগারেট মস্তিষ্কটা যেনো এত রিলাক্স হয়ে গেছিলো যা এক কথায় বলে বুঝানোর হ্মমতা আমার নাই ভাই 😊

  • @rawvlogs10
    @rawvlogs10 4 года назад +3

    আমার সবচেয়ে favourite

  • @raferafiq729
    @raferafiq729 2 года назад +1

    গভীর ভাবে ভালোবাসি আপনার করা সুর গুলো।👽🖤🌹

  • @hassanonim4949
    @hassanonim4949 2 года назад +1

    আসির আরমান দাদার কণ্ঠ যেন আস্ত বিরহ!

  • @diptosingha118
    @diptosingha118 16 дней назад

    ভালোবাসা বেঁচে থাকুক...

  • @riyazulislamroky906
    @riyazulislamroky906 15 дней назад

    ২৯-১১-২৪
    জানো, হাত নিশপিশানো কথা
    লিখি না কবিতায় যেন শিউরে না উঠো
    কবিতা ব্যাহত, নাকি কবি আহত?
    যাই হোক, তুমি তো অব্যাহত
    শোনো কবি, শোনো কবি
    তোমার দুর্গত মনে ত্রানের নৌকা আর যাবে না কখনো!!

  • @mhbadsha01
    @mhbadsha01 3 года назад +4

    কবি শোনায়, কিন্তু কবিতা তো শোনে না🌧️

  • @jane8680
    @jane8680 3 года назад +4

    গত শীতে আমাদের দেখা হয়েছিলো
    আর এই শীতের আগেই চলে গেলে

    • @ghizibizi5512
      @ghizibizi5512 3 года назад

      সেইম 🙃
      ঋতু বদলায় মানুষ বদলায়।
      বোঁকা মানুষদের অনুভূতি সেইই পুরোনোই থাকে 🙃💔

  • @bengalimastersongs6433
    @bengalimastersongs6433 Год назад

    গানগুলো শুনলেই যেন হারিয়ে যায়

  • @ahmmedsayem4382
    @ahmmedsayem4382 Год назад

    ভোর ৪ টা
    যাই হোক, তুমি তো অব্যাহত!

  • @arifulislam-uv3pf
    @arifulislam-uv3pf Месяц назад +1

    Amr akhn r nijer kono manush dorkar nai.....😢

  • @gamingtonic-ff
    @gamingtonic-ff 2 месяца назад

    এই অসাধারণ গানটা কিনা দেখি নাই😅

  • @osenaotith684
    @osenaotith684 4 года назад +2

    প্রিয় ভাই।
    ভালোবাসা রইলো অবিরাম।।

  • @Kunal_Adhikari
    @Kunal_Adhikari 13 дней назад

    Ahaaaaaaaaaaa Kobi 🥹💔

  • @Sejan-1
    @Sejan-1 19 дней назад

    আমি যেনো শূন্যে ভাসছি...

  • @tanzilbd
    @tanzilbd 3 года назад +2

    গানটাই কেমন যেন শীতের।

  • @sanjidaafrin6843
    @sanjidaafrin6843 3 года назад +5

    কবিতা ব্যাহত
    নাকি কবি আহত
    যাই হোক তুমি তো অব্যাহত
    শোন কবি তোমার দূরগত মনে ত্রাণের নৌকা আর যাবে না.. 🖤
    একটা আলাদা প্রশান্তি কাজ করে এই গানে

  • @adianturaj9108
    @adianturaj9108 2 года назад

    ভাই গান গুলো শুনলে, শরীল শিরশিরে ওঠে

  • @sabbirhasansawon406
    @sabbirhasansawon406 3 года назад +2

    মধ্যরাতে ভালোবাসা সুন্দর💙

  • @lonelynayeem3263
    @lonelynayeem3263 2 года назад

    নিঃস্বঙ্গ রাতে সঙ্গি আসির আরমান❣️

  • @SudiptoAofficial
    @SudiptoAofficial 2 года назад +3

    True beauty lies in creation ♥️

  • @jarifahmed854
    @jarifahmed854 2 года назад

    Everyday shuni ei song ta ❤️

  • @abdullahrasel4586
    @abdullahrasel4586 3 года назад +4

    1k বার শুনছি ব্রো🤎🖤

  • @mezbahk.tarique3305
    @mezbahk.tarique3305 3 года назад +3

    মাঝরাতে নিজের স্থিতিশীল হারিয়ে ফেলেছি ভাই😪
    ভালোবাসা নিবেন ভাই 💗

  • @mehedihasan-xv1pc
    @mehedihasan-xv1pc 2 года назад

    Hidden Masterpiece 🗯️

  • @luckyjohan7478
    @luckyjohan7478 5 дней назад

    sondr😊

  • @Letsdosomething86
    @Letsdosomething86 2 года назад

    গায়ে কাটা দিয়ে উঠার মতো গান!

  • @toriktori2495
    @toriktori2495 Месяц назад

    এই তো সেদিনের কথায় হঠাৎ আমাদের কথা বলা বন্ধ হয়ে গেলো।
    এক দীর্ঘশ্বাস ফেলে বললাম যেটা ভালো মনে হয় করেন!
    তারপর থেকে আজ বহুদিন হলো কথা হয় না। সেকখনো বুঝবে না কি যে এক ব্যাথা আমাকে দিয়ে গেছে।
    ভালো থাকুক ভালোবাসা।

  • @RukiyaMumtahina
    @RukiyaMumtahina 8 месяцев назад

    Apnar ganer mugdhota r snigdhota amak bivorito baniye day

  • @Md.HadyatulIslamSunvi
    @Md.HadyatulIslamSunvi 3 месяца назад

    মিস ইউ রবি বন্ধু

  • @amanabir9401
    @amanabir9401 2 года назад

    বাংলা গানের এক অনন্য রূপ।

  • @scarlet5645
    @scarlet5645 Год назад

    মানুষের রুচি এখন গাজা প্রেমিদের গান

  • @TheBohemian-xd8tx
    @TheBohemian-xd8tx 5 месяцев назад

    অসাধারণ!

  • @masummondal6027
    @masummondal6027 3 года назад +1

    অসম্ভব লিরিক্স। ❤️❤️❤️❤️

  • @ferdousahmed5278
    @ferdousahmed5278 2 года назад

    পাশে দেখি Mr. Rahman❤️

  • @RDhobbies-y1s
    @RDhobbies-y1s 2 года назад

    23:09:2022 সময় গুলো সুন্দর । তোমায় পাওয়ার ❤️☺️

  • @riazsowdagar5052
    @riazsowdagar5052 Год назад

    মুগ্ধ

  • @humayunkabir_bd
    @humayunkabir_bd Месяц назад

    শীতের পোড়া পোড়া গন্ধ পাচ্ছেন ? জানি বিষন্ন,তাই আপনাদের বিষন্নতার মাত্রা সামান্য পরিমান বাড়ানোর জন্য Aseer Arman ভাইয়ের বেশ আন্ডাররেটেড একটা গান " শীতের বাতাস " শুনে দেখতে পারেন। শেষে একটা প্রশ্ন জুড়ে দিলাম,
    কবিতা ব্যাহত নাকি কবি আহত?

  • @Indid1
    @Indid1 5 месяцев назад

    Cords gula deya jabe??

  • @jhkemon6688
    @jhkemon6688 3 года назад

    অসম্ভব আবেগ মাখা,,💔

  • @marziulansary2336
    @marziulansary2336 Год назад

    It's like I am diving in an Ocean.