যদি সম্ভব হয় তবে কোনো বাংলাদেশ ঘুরতে গেলে, তোমার গানের লাইভ শুনতেই যাবো, তবে এই গানটা একবার গাইলেই হবে। আমার পশ্চিমবঙ্গের প্রত্যেক বন্ধুকে তোমার গান শুনিয়েছি তাদেরও ভালো লেগেছে
কী যে এক টান তৈরি হয়েছে বলতে পারবো না। এ গান ছুঁয়ে যাচ্ছে বন্ধু, হৃদয়ের অলিন্দ, নিলয় সব প্রকোষ্ঠই। যেন ভাসছি তোমার সুরের লহরীতে। গান মুছিয়ে দেয় সব সীমানা। বন্ধু, এ গান যে কাঁটাতারের বেড়া টপকে আমার হৃদয়ের একেবারে পাশটিতে এসে পৌঁছেছে। একরাশ মুগ্ধতা রয়ে গেলো...
ছয় সাত মাস আগে এই গানটা অন্য আরেকজনকে কভার করতে শুনেছিলাম। তখন অদ্ভুত ভালো লেগেছিলো। ভেবেছিলাম '৮০-'৯০ দশকের কোনো বিখ্যাত গায়কের গান হবে হয়তো। আজকে হঠাৎ এই গানটা আবার ইউটিউব রেকোমেন্ড করলো। এইটা আসির আরমানের গান😯 ভালোবাসা ভাই। সামনে আরো ভালো কিছু আসুক
অধিকাংশ গানেই আমরা ৪/৪ বা ৪/৩ এর অন্তমিল দেখি। এধরনের গানে ভালো সুর তোলা মোটামুটি সহজ। কিন্তু আপনার এই স্বাধীনভাবে প্রয়োগ করা অন্তমিলের লিরিকের মত লিরিকে সুর তোলা যেমন টাফ, তেমনি ফার্স্ট টু লাস্ট শ্রোতাদের ধরে রাখাও বড় চ্যালেঞ্জ। কই পাইলেন এই সুর? এই আবেগ? শুরু থেকে শেষ অব্দি নড়তে পারলাম না, চড়তে পারলাম না। যদি কিছু একটা মিস করে ফেলি!!
বস কত শতবার শুনেছি জানি না। মনের সাথে আমিও প্রতিনিয়ত যুদ্ধ করি। কখনও শান্তি পাই কখনও হারি। এই মধ্যবিত্তের সীমাবদ্ধতা জীবনে আর কত। একদম কান্ত আমি।মনে হয় গভীর বিশ্রাম দরকার।
৫-৬ মাস আগে হঠাৎ ইউটিউব সাজেশনে গানটা আসে, তারপর থেকে মোস্ট ফেবারিট একটা গান এইটা। প্রত্যেকটা লাইন হৃদয় ছুয়ে যায়। এত দরদ দিয়ে আর নিখুঁত ভাবে কিভাবে একটা মানুষ গাইতে পারে এটা না শুনলে হয়তো বুঝতাম না ❤️
গান টা যে মানুষ টা প্রথম শুনিয়ে ছিল, সেই জীবনে একা বাঁচতে শিখিয়ে গেছে। এখনও নিয়ম করে প্রতিদিন এই গান টা শুনি। তাকে ভীষণ ঘৃণা করি তবুও স্মৃতি গুলো কখনও ভোলা সম্ভব না।
যখন পাগলের মত চিল্লাই, সবকিছু ভেঙে ফেলি, নিজেকে আঘাত করি, তখনও ভেতরে বার বার মনে হয় কেনো একবার বলছে না "চুপ করো। শান্ত হও। আর হবেনা"! শান্ত হও"। পৈশাচিক একটা যন্ত্রনা - আর একটু নরম আওয়াজ এর জন্য ছটফট করতে করতে হার মেনে যাই। তখন এখানে আসি। একা ই থাকো প্রিয়! ❤️
এইটা আপনার গাওয়া প্রথম গান যেটা শুনে আপনার ফ্যান হয়ে গিয়েছিলাম। প্রায় ১ বছর আগে। বলার মত ভাষা নেই। শুধু বলব হারিয়ে যাবেন না ভাই। আমাদের জন্য বেঁচে থাকুন সারাজীবন।
অসাধারণ!!! যে যেই অবস্থাতেই থাকুক না কেন গানটা শোনার পর সবার লুকোনো কষ্টগুলো বেরিয়ে আসছে!! আর মনে হচ্ছে গানটা যেন আমার জন্যই লেখা,,যদিও গানের ভাবার্থ আমার বোঝা সম্ভব হয়নি তবুও বার বার শুনছি আর নিজের সাথে মেলানোর চেষ্টা করছি!!
ইস ! এতো বছর পর কেন খুঁজে পেলাম ? এতোদিন পর ইউটিউব রেকমন্ড করলো ৷ ভাগ্যিস করলো ! নয়তো এই এত্তো ভালো হৃদয়স্পর্শী গানটা তো শুনতেই পেতাম না ! এবার থেকে প্রতিদিন শুনবো এই গানটা ৷ ❤
প্রিয় মানুষই আমাদের একা বাঁচতে শিখিয়ে যায়, যাদের ছাড়া আমরা বাঁচতে পারবো না বলে ভাবি। এ গান বুকের ভেতরের কথাগুলো টেনে বাইরে নিয়ে আসে চোখের জলে। কি এক অদ্ভুত সুর... মনটাকে বিবশ করে... ❣️।
ছোট থেকে বড় হয়েছি এতো এতো হাজার গান শুনে আজ পর্যন্ত কোনো গান এভাবে আমায় জড়াতে পারেনি যা এই গান করেছে এতো শত গান প্রিয় কিন্তু এই গানের মতো প্রিয় কোনো গান হতে পারেনি আর কোনোদিন পারবেওনা আমি জানি বুঝেও যেন কিছু বুঝিনা এই গান আমায় কি বলছে না বুঝি এই গান শুনলে আমি কি অনুভব করি,কষ্ট নাকি শান্তি!!! Thank You So Much Aseer vaia for creating this magic. You truly deserves the world❤️
কি গেয়েছো দাদা, আহা কি লিরিক ♥♥আমি দেখেছি অনেক বেশি ভাইরাল হওয়া গান একসময় মরে যায়, কিন্তু এই গানের মরন হবে বলে আমার মনে হয় না। যতবার শুনি ততবারই নতুন লাগে♥ ভালোবাসা নিও দাদা ♥♥♥
এই জেনারেশনের মন খারাপ, একাকিত্ব, হতাশা, ডুবে যাওয়া, পারা না পারা, পাওয়া না পাওয়ার ব্যার্থতা এত্তো পারফেক্টলি রিপ্রেজেনট করে গানের মধ্যে দিয়ে। গানের কথাগুলোকেই ওষুধ মনে হয় সব কিছুর! Aseer Arman ❤
ভালো গানগুলো এভাবেই অযত্নে থাকে। আর ভাইরাল হয় বাবু খাইছো টাইটেলের ক্রিঞ্জি গানগুলো। তবে এটাও ভালো একদিক থেকে। গানটা অক্ষত আছে নষ্ট হওয়া থেকে। হৃদয়ে ঢুকে গেছে। কখনো বের হবে বলে মনে হয় না।
একা বেঁচে থাকার অঙ্গীকার করেই আজ শেষ কান্না করলাম। হয়তো-বা আবার কান্নাকাটি জুড়ে দিতে পারি। তবে ভালোবাসা ভিক্ষা চেয়ে কি হবে! যদি তার মনের মধ্যে আমার জন্য তিল পরিমাণ ভালোবাসা নাই থাকে! থাকুন না সে ভালো এই দোয়া করেই না হয় নিজেকে শান্ত রাখি। আল্লাহ ভালো রাখুক সব ভালোবাসার মানুষ গুলোকে ❤
কিছু মানুষ স্বেচ্ছায় একা হয়। আশেপাশে অনেক মানুষ থাকে, অনেকেই সঙ্গ দিতে চায়, অনেকেই সাপোর্ট দেয়, অনেকেই ভালোবাসে; তবুও কি এক অদ্ভুত কারনে নিজেকে ওসব থেকে গুটিয়ে রাখে। সবকিছু ছেড়েছুড়ে নিঃসঙ্গ এক জীবনের সাথে খরচ করে ব্যক্তিগত সময়। যেন, একা থাকার মতন আনন্দের আর কিছু নেই!
সাধু সাধু ♥️ সকালে ঘুম থেকে উঠে আজ প্রথমবার এই গান টা শুনলাম। প্রথমবার শুনে পুরোটা বুঝতে পারিনি কিন্তু সুর শুনে চোখে জল এসে গেল। তোমার এই গান সামনে থেকে অনুভব করার ইচ্ছে রইলো।
আরো যতদিন বেঁচে থাকব, হয়তো আরো অনেক গান শোনা হবে, কিন্তু অলরেডি যতবার এই গানটা শুনেছি আর কোনো গান হয়তো এর অর্ধেক সংখ্যক বারও শোনা হবে না। ভাই, এই গান আমার ভাঙা হৃদয়কে আরও তছনছ করে দেয়। প্রতিরাতে শুনি, প্রতিরাতে কাঁদি। এভাবে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছি কিন্তু এখনো একা বেঁচে থাকতে শিখতে পারছি না।
সত্যিকার অর্থে এটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা কবিতা বা গান যাই বলো। কোনো কবিতা যদি কাহারও একজনের মনকেও আন্দোলিত করে, তাহার মনে কোনোরুপ আনন্দ কিবা বেদনার তৃপ্ত সঞ্চার ঘটায়, তবে স্বার্থ কতার জন্য কবির এতটুকুই যথেষ্ট। ❤️💚💔
গান টা শুনে এমন এক প্রিয়জন এর মনে পরলো, বলে বুঝাতে পারবো না,গান তার মানে এত গভীর, খুব মিস করি ওনাকে। আজ মন ভরে কেদেছি, যত বার শুনছি মনের এক গভীর ছোয়া লাগছে❤️।
এই গানটার মাজে অনেক সৃতি জড়িয়ে আছে?. প্রথম ফেসবুকে এই গানটা শুনি ২০১৯ দিকে তখন প্রিয় মানুষটার সাথে সম্পর্কের টানাপোড়ন চলছিলো?💔 এই গানটা তখন ১৭ টা ভিয়ো ছিলো আর এখন অনেক মানুষের প্রিয় গানের তালিকা এই গানটা. সবচুপ য়ে তো কয়েক মিলিয়ন ভিয়ো।।। কিন্তু আমি এইটা সব তেকে বেশি শুনি কারন অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে 😣এখন প্রিয় মানুষটা নাই কিন্তু গানটা ঠিকই আছে💔😢
গানটা যখন প্রথম বার শুনি, কিছুই বুঝি নি,,, আস্তে আস্তে বুঝতে চেষ্টা করলাম আর অবাক হয়ে ভাবতে লাগলাম একটা গানের গভীরতা কতটা অসীম।সত্তি বলতে আসক্ত হয়ে গেছি। এ গান এক রহস্য। এর পুরোটা অনুধাবন করার ক্ষমতা আমার নেই🖤
আপনার লিখায় এবং কণ্ঠে জাদু আছে। যা শুনছি মুগ্ধতায় হৃদয় ভরে যাচ্ছে... অনুপমের লিখা গানেতে যেমন নেশা ধরে, আপনার গানেও ঠিক তাই হচ্ছে, মুগ্ধ হচ্ছি বারে বারে.. ভালোবাসা রইলো 💙
ভাই ভেবেছিলাম কমেন্ট করব না গানটা শুনেছিলাম দুবছর আগে ভাবতাম গানটা নিজের থেকে যাবে রোজ শোনতাম এরপর সব চুপচাপ এপিসোড থেকে গানটা ভালো সাড়া পেল শুভ কামনা আমার কাছে এটা সেরা সেরা গত বারো বছরে আমার কাছে সেরা
আপনার "একা" গান টা মনের মধ্যে অনেক সুন্দর ভাবে গেঁথে গেছে 🥀।অনেক খানি ভালো লাগার মত একটা গান। বন্ধ ঘরে, কানে হেডফোন লাগিয়ে এটা মন ছুয়ে যাওয়ার মত একটা গান 🥀 #দোয়া করি যে যাকে ভালোবাসে সে যেন তাকেই পায়।
আসলে অসম্ভব একটা অসাধারণ লেখায় অন্য রকম একটা ছপ্ট গান গেয়েছে দাদা। যারা জীবনে রিলেশন করেছে আবার রিলেশনে দূরত্ব হয়েছে এয় রকম গান শুনলে আবার সেই রিলেশনের কথা মনে পড়ে যাবে।
Majh rater load shedding er gorome chade bose ei gaan ta prothom shona tar por tomar channel khujte ek bochor lege gelo pray. Onek hotasha depression r dine tomar ei gaan loop e bejeche amar earphone . Joto bar faka faka legeche ei ganer protita shobdo faka jaga ta bhoreche dhire dhire.ei lockdown er onekta niechilo tomar ei gaan ta . Tumi boro hobe onek asha rakhi.Bangladesher arek Arnob hbe ami bolbo na tumi Aseer hou ❤️ suvecha roilo.
আজ থেকে কিছু মাস আগের কথা। প্রচুর ডিপ্রেশনে ছিলাম। সেসময় সাপোর্ট হিসেবে কেউ না এই গানটাই ছিলো। অনেক শক্তি দিয়েছে এই গানটি। অনেক কৃতজ্ঞ গানটার কাছে। আজ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। 😊
দাদা প্রচুর ভালোবাসা রইলো তোমার জন্য! ❤️ এতো আবেগ দিয়ে গান গাওয়া আজকাল খুব কমই দেখা যায়... মাঝরাতে গান গুলো আরো গভীর হয়ে ওঠে...যেনো রাতের তারাদের সঙ্গে মিশে যাওয়া... ✨ এপার বাংলা থেকে ভালোবাসা রইলো❤️✨
আহ্ কি লিরিক!! কন্ঠেও দরদমাখা সুর😍 রাত যত গভীর হয় গানটি তত শক্তিশালী হয়।মনের মানুষকে নিয়ে এতো গভীর ভাবনা,সত্যিই হৃদয় ছুঁয়ে যায়!!ভালোবাসা নিয়েন ভাই❤️
একটা কমেন্ট রেখে গেলাম ২০৫০ সালের ভবিষ্যতের স্রোতাদের জন্য,,তারা জানবে যে ২০২০ এ আমরা গানটার অন্ধভক্ত ছিলাম।আর হ্যাঁ, রুচিশীল লোক যে আছে তা এই গানের ভিউয়ার দেখলেই বুজা যায়,,,আশা রাখি যারা এই গান টি শুনতে আসবে আর আমার কমেন্ট পাবে একটি লাইক দিয়ে তাদের রুচির জানান দিবে।
কখনো কোন নতুন গান শুনে কারও এমন মনে হয় যে গানটা অনেক আগের শোনা? এটা তেমন একটা গান - কিছুতেই মনে করতে পারছি না আগে শুনেছি কিনা। হয়ত শুনেছি, হয়ত শুনিনি কিন্তু এত গভীর কথা আর সুর - শুধু কবিতার সাথেই তুলনা চলে..এত সহজে মুগ্ধতা থেকে বের হতে পারছিনা !
এত অসম্ভব সুন্দর ভয়েস ও কারো হয়? তা আপনার ভয়েস শুনে বোঝা যায়! কি অসম্ভব সুন্দর গান! মনে হচ্ছে আমার সব না বলা কথাগুলো সব এই গানেই হাজির" ভালো থাকবেন ভাই! আরো এরকম গান চাই! দোয়া ও ভালোবাসা রইলো❤️
ভাই, আপনার এই গান টা শুনলে খুব কান্না পায়... আজ থকে প্রায় ১ বছর + আগে শুরু হয়ে ছিল আমাদের যাত্রা। গত ৩৬ দিন হলো... কথা হয় না, দেখা হলেও আমি কথা বলতে চাইলেও সে বলে না। কিছু দিন হল বুঝতে পারলাম সে আমার মাঝে আমাকে না তার এক্স কে খুজে পেতো, অতঃপর সে তার মাঝে ফিরে আসে আর আমি.....
আমার মন যখন খুব খারাপ থেকে এই গান টা শুনি। কি আশ্চর্য এই গানটার মত এত সত্যি কথা বোধকরি আর কেউ বলে নি। একা বেচেঁ থাকতে শেখা আর একাকিত্ব জীবনের চরম সত্য 🙂
Vai...one of my most favourite song 🥰 Kmne possible emn ekta lyrics lekha ...r tune ta kih Vai.... Vai r voice o unbelievable... Totally ekta Joss combination... Love it❤️❤️❤️❤️
জুনায়েদ ইভান ভাই আর আসির আরমান ভাই যদি না থাকতেন তাহলে হয়তো আজ আমি চিরকালের জন্য চলে যেতাম🙂 সেই ২০১৪ থেকে ইভান ভাইকে শুনচ্ছি আর আসির আরমান ভাইকে ১৮ সাল থেকে🥰 এ ভাবে বেচেঁ থাকবেন আমার মতো হাজার ছেলের নেশা হয়ে🙂
এই গান প্রথম শুনি ফেসবুক এ, এই ভিডিও টা ই মনে হয়। তখন ভিউ ছিল ১০০ এর ও কম। পরের কয়েকদিনে বহুবার শুনেছিলাম, বন্ধুবান্ধব রে এই গানের লিরিক শুনায়ে অতিষ্ঠ করে দিসিলাম। এমন গান ও মানুষ লিখতে পারে!!!
ganta jokhoni shuni hridoy chuye jai, khub kom gan r ganer lyrics ee emon hoy jegulo jokhon jei mood, jei obostha tei shona hok na keno hridoy choa theke byartho hoyna,ei gan tao serokom,vishon touchy, lyrics er prottekta kotha mon chuye jai ❤️
Bro...such an underrated talent. Kom kore ২৫ bar sune felechi। Mone hole jano young Anjan Dutta। Ashadharon sundor gaan ta and khub sundor apner gaaner gola।kono din Bangladesh gale apnar sathe dekha korar ische roilo amar। Fan hoa galam tomar
গানটা শুনে মুগ্ধ হয়ে ছোট করে কভার করার চেষ্টা করলাম, একটু শুনে দেখলে আমার প্রচেষ্টা সার্থক হবে।♥️ facebook.com/story.php?story_fbid=2651505038451040&id=100007747088369&scmts=scwspsdd&extid=K9yByaQY3UJJltmF
Vai Ami onek pore gaan ta sunechi। Etai afsos। Kemon hola temon lyrics। Khub oshadharon। Spotify theke imagine radio hoye ekhane। Manush keep naray dose gaan ta। Darun।
অনেক অশান্তি উপভোগ,সাথে আসির আরমান ভাই এর " একা বেঁচে থাকতে শিখো " প্রিয় গানটি,কানে হেডফোন,মন শান্তি লাগার একটি সময়!❣ অন্ধকারে বসে আছি,সাথে শান্তি'টা আসির আরমান ভাই থেকে পেয়েছি!❣ ভালোবাসি ভাই❣
এভাবেও কি লিরিক লেখা সম্ভব?
চোখ বন্ধ করে শুনলে হৃদয় ছিড়ে যায় 💘💘
আহা কি দরদ মাখা সুর গানটা বেঁচে থাকবে চিরকাল ❤❤
যার জন্য এভাবে ভেবেছেন সে সৌভাগ্যবতী। সবার ভাগ্য এমন হয় না।
আর যে ভেবেছে তার মতো অভাগা আর একটাও নাই
@@farhanfuadhridoy7077 🥺🥺
আমিও কি কম? 😊
😥😥
যদি সম্ভব হয় তবে কোনো বাংলাদেশ ঘুরতে গেলে, তোমার গানের লাইভ শুনতেই যাবো, তবে এই গানটা একবার গাইলেই হবে। আমার পশ্চিমবঙ্গের প্রত্যেক বন্ধুকে তোমার গান শুনিয়েছি তাদেরও ভালো লেগেছে
ভালোবাসা নিও শ্রেয়ান, আমার গানগুলো তোমার আর তোমাদের গান ভেবে ছড়িয়ে দিও...
Take me with you Shreyan..
@debabrata kothay jabe vai?
অসাধারণ ❤❤❤❤❤
কী যে এক টান তৈরি হয়েছে বলতে পারবো না। এ গান ছুঁয়ে যাচ্ছে বন্ধু, হৃদয়ের অলিন্দ, নিলয় সব প্রকোষ্ঠই। যেন ভাসছি তোমার সুরের লহরীতে। গান মুছিয়ে দেয় সব সীমানা। বন্ধু, এ গান যে কাঁটাতারের বেড়া টপকে আমার হৃদয়ের একেবারে পাশটিতে এসে পৌঁছেছে। একরাশ মুগ্ধতা রয়ে গেলো...
সবচুপ থেকে প্রথম শোনা ওইটাই যে কতবার শুনছি তা গুনে শেষ করা যাবে না,তারপর চ্যানেল খুজে পাওয়া এবং এই ভার্সন পর্যন্ত আসা🖤
ছয় সাত মাস আগে এই গানটা অন্য আরেকজনকে কভার করতে শুনেছিলাম।
তখন অদ্ভুত ভালো লেগেছিলো। ভেবেছিলাম '৮০-'৯০ দশকের কোনো বিখ্যাত গায়কের গান হবে হয়তো।
আজকে হঠাৎ এই গানটা আবার ইউটিউব রেকোমেন্ড করলো।
এইটা আসির আরমানের গান😯
ভালোবাসা ভাই। সামনে আরো ভালো কিছু আসুক
অধিকাংশ গানেই আমরা ৪/৪ বা ৪/৩ এর অন্তমিল দেখি। এধরনের গানে ভালো সুর তোলা মোটামুটি সহজ। কিন্তু আপনার এই স্বাধীনভাবে প্রয়োগ করা অন্তমিলের লিরিকের মত লিরিকে সুর তোলা যেমন টাফ, তেমনি ফার্স্ট টু লাস্ট শ্রোতাদের ধরে রাখাও বড় চ্যালেঞ্জ। কই পাইলেন এই সুর? এই আবেগ? শুরু থেকে শেষ অব্দি নড়তে পারলাম না, চড়তে পারলাম না। যদি কিছু একটা মিস করে ফেলি!!
যা বলছেন ভাই❤❤❤
বস কত শতবার শুনেছি জানি না। মনের সাথে আমিও প্রতিনিয়ত যুদ্ধ করি। কখনও শান্তি পাই কখনও হারি। এই মধ্যবিত্তের সীমাবদ্ধতা জীবনে আর কত। একদম কান্ত আমি।মনে হয় গভীর বিশ্রাম দরকার।
প্রতি রাতের মতো আজও ঘুমের ঔষধ নিতে আসলাম। এই গানটায় হাজার বছর কাটাতে রাজি। ধন্যবাদ প্রিয় আসির আরমান ভাইয়া।
.
তোমায় কে দিয়েছে এমন করে গাওয়ার গলা....
একা গাইতে থাকো প্রিয়
তোমার নামে জায়গা রেখেছি, মনের মাঝারে...
আশা রাখি এমন করে গাইবে তুমি
আর শুনবো বসে আমি......
আমরা যারা এই গানটাকে প্রথমেই শুনেছিলাম তারা নিঃসন্দেহে ভাগ্যবান, এখন এই গানটার এই শ্রোতাপ্রিয়তা দেখে বেশ ভালো লাগে 🥰
৫-৬ মাস আগে হঠাৎ ইউটিউব সাজেশনে গানটা আসে, তারপর থেকে মোস্ট ফেবারিট একটা গান এইটা। প্রত্যেকটা লাইন হৃদয় ছুয়ে যায়। এত দরদ দিয়ে আর নিখুঁত ভাবে কিভাবে একটা মানুষ গাইতে পারে এটা না শুনলে হয়তো বুঝতাম না ❤️
গান টা যে মানুষ টা প্রথম শুনিয়ে ছিল, সেই জীবনে একা বাঁচতে শিখিয়ে গেছে। এখনও নিয়ম করে প্রতিদিন এই গান টা শুনি। তাকে ভীষণ ঘৃণা করি তবুও স্মৃতি গুলো কখনও ভোলা সম্ভব না।
যখন পাগলের মত চিল্লাই, সবকিছু ভেঙে ফেলি, নিজেকে আঘাত করি, তখনও ভেতরে বার বার মনে হয় কেনো একবার বলছে না "চুপ করো। শান্ত হও। আর হবেনা"! শান্ত হও"।
পৈশাচিক একটা যন্ত্রনা - আর একটু নরম আওয়াজ এর জন্য ছটফট করতে করতে হার মেনে যাই।
তখন এখানে আসি।
একা ই থাকো প্রিয়! ❤️
যন্ত্রনা কি কমেছে??
শীতের কুয়াশায় গ্রামের রাস্তা দিয়ে একা একা হাঁটছি,হ্যাডফোনে একা বেঁচে থাকতে শেখো প্রিয়। খেয়াল করলাম চোখ ভিজে গেছে!🖤
সত্যি ভাই, অসাম ফিলিংস
এইটা আপনার গাওয়া প্রথম গান যেটা শুনে আপনার ফ্যান হয়ে গিয়েছিলাম। প্রায় ১ বছর আগে। বলার মত ভাষা নেই। শুধু বলব হারিয়ে যাবেন না ভাই। আমাদের জন্য বেঁচে থাকুন সারাজীবন।
ভালোবাসা রইলো! সাথে থাকবেন
লিরিক্সের দারুণ অর্থ বুঝতে পারাও শান্তির ব্যাপার! কি অসাধারণ, কি দারুণ!
প্রতিটি লাইন যেন একেকটা বাস্তবতার গল্প..
Khota gulo mane ami buji nai aktu bujiye diben?
@@worldzone3605 amio bujhi ni
lyrics, voice,sob miliye just kolijay giye laglo😍😭
অসাধারণ!!! যে যেই অবস্থাতেই থাকুক না কেন গানটা শোনার পর সবার লুকোনো কষ্টগুলো বেরিয়ে আসছে!! আর মনে হচ্ছে গানটা যেন আমার জন্যই লেখা,,যদিও গানের ভাবার্থ আমার বোঝা সম্ভব হয়নি তবুও বার বার শুনছি আর নিজের সাথে মেলানোর চেষ্টা করছি!!
ইস ! এতো বছর পর কেন খুঁজে পেলাম ? এতোদিন পর ইউটিউব রেকমন্ড করলো ৷ ভাগ্যিস করলো ! নয়তো এই এত্তো ভালো হৃদয়স্পর্শী গানটা তো শুনতেই পেতাম না !
এবার থেকে প্রতিদিন শুনবো এই গানটা ৷ ❤
প্রিয় মানুষই আমাদের একা বাঁচতে শিখিয়ে যায়, যাদের ছাড়া আমরা বাঁচতে পারবো না বলে ভাবি।
এ গান বুকের ভেতরের কথাগুলো টেনে বাইরে নিয়ে আসে চোখের জলে।
কি এক অদ্ভুত সুর...
মনটাকে বিবশ করে... ❣️।
ছোট থেকে বড় হয়েছি এতো এতো হাজার গান শুনে
আজ পর্যন্ত কোনো গান এভাবে আমায় জড়াতে পারেনি যা এই গান করেছে
এতো শত গান প্রিয় কিন্তু এই গানের মতো প্রিয় কোনো গান হতে পারেনি আর কোনোদিন পারবেওনা আমি জানি
বুঝেও যেন কিছু বুঝিনা এই গান আমায় কি বলছে
না বুঝি এই গান শুনলে আমি কি অনুভব করি,কষ্ট নাকি শান্তি!!!
Thank You So Much Aseer vaia for creating this magic.
You truly deserves the world❤️
"পরম সৌন্দর্য " তাই সইতে কষ্ট হয় ( আমি অবাক হচ্ছি আমি এতদিন এই শিল্পী কে চিনিনি কেন????)
@@vanomaloy1501 same
Vai plz promise me, apne hariye jaben na... Apnar ekhono onek kichu deoar ache bangla gaan k💝💝💝💝
কি গেয়েছো দাদা, আহা কি লিরিক ♥♥আমি দেখেছি অনেক বেশি ভাইরাল হওয়া গান একসময় মরে যায়, কিন্তু এই গানের মরন হবে বলে আমার মনে হয় না। যতবার শুনি ততবারই নতুন লাগে♥ ভালোবাসা নিও দাদা ♥♥♥
সময়ের পালাক্রমে এই মৌলিক গানগুলো কখনোই হারাবে না।
যা র্বতমান দিনের কিছু গানের সাথে হচ্ছে।
এই জেনারেশনের মন খারাপ, একাকিত্ব, হতাশা, ডুবে যাওয়া, পারা না পারা, পাওয়া না পাওয়ার ব্যার্থতা এত্তো পারফেক্টলি রিপ্রেজেনট করে গানের মধ্যে দিয়ে। গানের কথাগুলোকেই ওষুধ মনে হয় সব কিছুর!
Aseer Arman ❤
ভালো গানগুলো এভাবেই অযত্নে থাকে। আর ভাইরাল হয় বাবু খাইছো টাইটেলের ক্রিঞ্জি গানগুলো। তবে এটাও ভালো একদিক থেকে। গানটা অক্ষত আছে নষ্ট হওয়া থেকে। হৃদয়ে ঢুকে গেছে। কখনো বের হবে বলে মনে হয় না।
Vul korchen. Jotno te ache bolei viral noy. Viral hoye gele bajari hoye jaay. Daami jinis sobai ki kinte paare?
@@iccherherbarium9688 সুন্দর বলেছেন ভাই
apnar cmnts tao cringe
@@iccherherbarium9688 Ekdom Tik bolechen👍🥰
Ekdom e tai 🙂
একা বেঁচে থাকার অঙ্গীকার করেই আজ শেষ কান্না করলাম। হয়তো-বা আবার কান্নাকাটি জুড়ে দিতে পারি। তবে ভালোবাসা ভিক্ষা চেয়ে কি হবে! যদি তার মনের মধ্যে আমার জন্য তিল পরিমাণ ভালোবাসা নাই থাকে! থাকুন না সে ভালো এই দোয়া করেই না হয় নিজেকে শান্ত রাখি। আল্লাহ ভালো রাখুক সব ভালোবাসার মানুষ গুলোকে ❤
অসাধারণ।।।।
তোমায় কে দিয়েছে, নিকষ কালো রাতের যোগান?
একা থাকতে শেখো প্রিয়,,,,,,,
কিছু মানুষ স্বেচ্ছায় একা হয়। আশেপাশে অনেক মানুষ থাকে, অনেকেই সঙ্গ দিতে চায়, অনেকেই সাপোর্ট দেয়, অনেকেই ভালোবাসে; তবুও কি এক অদ্ভুত কারনে নিজেকে ওসব থেকে গুটিয়ে রাখে। সবকিছু ছেড়েছুড়ে নিঃসঙ্গ এক জীবনের সাথে খরচ করে ব্যক্তিগত সময়।
যেন, একা থাকার মতন আনন্দের আর কিছু নেই!
🖤🖤🖤
DADA speechless 🙏
এক কথায় অসাধারণ
অনেক আগে থেকেই শুনতাম, কিন্তু জানতাম না এটা তোমার গাওয়া। চোখে জল এসে গেলো🇧🇩❤️🇮🇳
সাধু সাধু ♥️ সকালে ঘুম থেকে উঠে আজ প্রথমবার এই গান টা শুনলাম। প্রথমবার শুনে পুরোটা বুঝতে পারিনি কিন্তু সুর শুনে চোখে জল এসে গেল। তোমার এই গান সামনে থেকে অনুভব করার ইচ্ছে রইলো।
Amio sunlam aj😑
আপনার গানগুলো মস্তিষ্কে মাদকের মতো কাজ করে🙂
ভালোবাসা অবিরাম ভাই🖤🖤।
আপনার জন্যও ভালোবাসা!
সাথেই থাকুন।
আরো যতদিন বেঁচে থাকব, হয়তো আরো অনেক গান শোনা হবে, কিন্তু অলরেডি যতবার এই গানটা শুনেছি আর কোনো গান হয়তো এর অর্ধেক সংখ্যক বারও শোনা হবে না। ভাই, এই গান আমার ভাঙা হৃদয়কে আরও তছনছ করে দেয়। প্রতিরাতে শুনি, প্রতিরাতে কাঁদি। এভাবে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছি কিন্তু এখনো একা বেঁচে থাকতে শিখতে পারছি না।
আমার গানগুলো আপনার বন্ধু হয়ে থাকুক ছায়ার মত ক্ষরণের প্রতিটি রাতে! আশা রাখি বন্ধু হয়ে পাশে পাব গান শোনাবার বেলায়। ভালোবাসা রইলো
বাইরে বৃষ্টি, বারান্দায় চেয়ারে চোখ বন্ধ করে বসে শুনলে, জাস্ট! ভেতরটা ফেটে যায়!❤❤
ভালোবাসা জানবেন!
সাথেই থাকুন
জি, অবশ্যই! 🙂
ইউটিউবে ঢুকলেই মনের অজান্তেই দাদার গানটা শুনি।আহ্!কলিজা জুড়ানো লিরিক,দরদমাখা কন্ঠ।গভীর রাতে গানটির শক্তি ঘূর্নিঝড় থেকে ভয়াবহ।বেচেঁ থাকুক আসির আরমান ভাইয়ের দরদমাখা গানগুলো।ভালোবাসা নিবেন দাদা💚🥀
আপনার এই গাণ সবচেয়ে দেরীতে বোধ হয় আমিই শুনছি,গত কয়েক দিনে অগুনতি বার শুনে ফেললাম।।
গাণের কথাগুলি মন ছুঁয়ে যায়।।
অসম্ভব ভালো লাগলো গাণটি।❤❤💙💙
খুব কাছের মানুষগুলোর সাথে ভাগ করে নিলাম।।
তার মায়া আর তোমার কন্ঠ 🙂
আমায় অন্য যগতে নিয়ে যায় 😇
সত্যিকার অর্থে এটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা কবিতা বা গান যাই বলো। কোনো কবিতা যদি কাহারও একজনের মনকেও আন্দোলিত করে, তাহার মনে কোনোরুপ আনন্দ কিবা বেদনার তৃপ্ত সঞ্চার ঘটায়, তবে স্বার্থ কতার জন্য কবির এতটুকুই যথেষ্ট। ❤️💚💔
একদম মনের কথাগুলোই বলেছেন! অনেক ভালোবাসা জানবেন
গান টা শুনে এমন এক প্রিয়জন এর মনে পরলো, বলে বুঝাতে পারবো না,গান তার মানে এত গভীর, খুব মিস করি ওনাকে। আজ মন ভরে কেদেছি, যত বার শুনছি মনের এক গভীর ছোয়া লাগছে❤️।
😍😍😍রাত যতোই গভীর হয়, গানের গভীরতা ততো বেশি অনুভব করি, ২০১৯ ডিসেম্বর থেকে শুনি , সারা রাত ধরে শুনি 😊
আজ অব্দি যতবার শুনেছি ঠিক ততবারই বুক ফাটা আর্তনাদ বের হয়ে এসেছে।
এই গান আমার বুকটা ছিড়ে ফেলে ভাই
বলার কিছু নাই,,,,,চোখের পানি ধরে রাখতে পারলাম না 💔অসাধারণ
আমি এমন ভাবে হারিয়ে যাবো"☺️
যে তুমি জিতে গিয়েও আফসোস করবে!"🙃💔
অসাধারণ ...গান টা শুনে আমার খুব নিজের প্রিয় মানুষটার কথা মনে পড়ে গেলো ..চোখে জল চলে আসলো ॥
ভালো থাকিস ...প্রিয়
কি অসাধারণ মনোমুগ্ধকর লিরিক্স!! অথচ এই গানগুলো অবহেলায় পড়ে থাকে
এই গানটার মাজে অনেক সৃতি জড়িয়ে আছে?. প্রথম ফেসবুকে এই গানটা শুনি ২০১৯ দিকে তখন প্রিয় মানুষটার সাথে সম্পর্কের টানাপোড়ন চলছিলো?💔 এই গানটা তখন ১৭ টা ভিয়ো ছিলো আর এখন অনেক মানুষের প্রিয় গানের তালিকা এই গানটা. সবচুপ য়ে তো কয়েক মিলিয়ন ভিয়ো।।। কিন্তু আমি এইটা সব তেকে বেশি শুনি কারন অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে 😣এখন প্রিয় মানুষটা নাই কিন্তু গানটা ঠিকই আছে💔😢
গানটা যখন প্রথম বার শুনি, কিছুই বুঝি নি,,, আস্তে আস্তে বুঝতে চেষ্টা করলাম আর অবাক হয়ে ভাবতে লাগলাম একটা গানের গভীরতা কতটা অসীম।সত্তি বলতে আসক্ত হয়ে গেছি। এ গান এক রহস্য। এর পুরোটা অনুধাবন করার ক্ষমতা আমার নেই🖤
Eito abeg maya ekta gane kemny hoi!!!
Aseer vi take ❤️
আপনার লিখায় এবং কণ্ঠে জাদু আছে। যা শুনছি মুগ্ধতায় হৃদয় ভরে যাচ্ছে... অনুপমের লিখা গানেতে যেমন নেশা ধরে, আপনার গানেও ঠিক তাই হচ্ছে, মুগ্ধ হচ্ছি বারে বারে.. ভালোবাসা রইলো 💙
ভাইয়া আপনার এই গান শুনে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে পারলাম না। এখন প্রায় রাতেই গানটি না শুনে ঘুমাতে যেতে পারি না।♥♥
Vaiya ami tomar ai gaan ta protidin shuni............tomar shathe dekha korar iccha... Vagge thakle inshallah ei ashatao puron hobe😊
ভাই ভেবেছিলাম কমেন্ট করব না
গানটা শুনেছিলাম দুবছর আগে
ভাবতাম গানটা নিজের থেকে যাবে
রোজ শোনতাম
এরপর সব চুপচাপ এপিসোড থেকে গানটা ভালো সাড়া পেল
শুভ কামনা
আমার কাছে এটা সেরা সেরা
গত বারো বছরে আমার কাছে সেরা
Kotha gulo gaye kata diye galo🖤
আহা!! কী বলবো....সবার প্রিয় গুলো ভালো থাকুক সবসময়।
আপনিও ভালো থাকবেন আরমান ভাই।😍😍
ভালোবাসা 😍😍
ভাষা নেই । সবসময়ের জন্য থাকবে গানটি হৃদয়ে সাথে শান্তির সাথে অদ্ভুৎ এক বেদনা 🤍🤍🤍
একটা গান কেমন করে হুট করে জীবনে এসে সব ওলোটপালট করে দেয় ❤️
আপনার "একা" গান টা মনের মধ্যে অনেক সুন্দর ভাবে গেঁথে গেছে 🥀।অনেক খানি ভালো লাগার মত একটা গান।
বন্ধ ঘরে, কানে হেডফোন লাগিয়ে এটা মন ছুয়ে যাওয়ার মত একটা গান 🥀 #দোয়া করি যে যাকে ভালোবাসে সে যেন তাকেই পায়।
প্রতিটা লাইন আবেগ মুছিয়ে বাস্তবতার শুন্য রাস্তা খুঁজে দেয়। ❤️❤️
আসলে অসম্ভব একটা অসাধারণ লেখায় অন্য রকম একটা ছপ্ট গান গেয়েছে দাদা। যারা জীবনে রিলেশন করেছে আবার রিলেশনে দূরত্ব হয়েছে এয় রকম গান শুনলে আবার সেই রিলেশনের কথা মনে পড়ে যাবে।
Majh rater load shedding er gorome chade bose ei gaan ta prothom shona tar por tomar channel khujte ek bochor lege gelo pray.
Onek hotasha depression r dine tomar ei gaan loop e bejeche amar earphone . Joto bar faka faka legeche ei ganer protita shobdo faka jaga ta bhoreche dhire dhire.ei lockdown er onekta niechilo tomar ei gaan ta .
Tumi boro hobe onek asha rakhi.Bangladesher arek Arnob hbe ami bolbo na tumi Aseer hou ❤️ suvecha roilo.
এই গানটার কথা জানতে পারি, সপ্তা' কয়েক আগে। গান টা এখন বড্ড নিজের মনে হয় ; মনে হয় " আমার গান"(মনের খুব কাছের). খুব Special হয়ে গেছে ইতিমধ্যেই😊
কিছু বলার ভাষা নাই...
আমার লকডাউন টাই এই গান টাই কাটছে........
প্রিয় একটা মানুষের কথা ভেবে...
আজ থেকে কিছু মাস আগের কথা। প্রচুর ডিপ্রেশনে ছিলাম। সেসময় সাপোর্ট হিসেবে কেউ না এই গানটাই ছিলো। অনেক শক্তি দিয়েছে এই গানটি। অনেক কৃতজ্ঞ গানটার কাছে। আজ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। 😊
আর আমার শক্তি আপনাদের এমন কিছু কথা!
ধন্যবাদ লিওনার্দো।
ভাল থাকুন, শুনতে থাকুন, আরামে থাকুন
Aseer Arman Love from UK Dada 🌺 Jodi deshe ashi apnar sathe dekha korar khub iccha vaie 🥰
দাদা প্রচুর ভালোবাসা রইলো তোমার জন্য! ❤️
এতো আবেগ দিয়ে গান গাওয়া আজকাল খুব কমই দেখা যায়...
মাঝরাতে গান গুলো আরো গভীর হয়ে ওঠে...যেনো রাতের তারাদের সঙ্গে মিশে যাওয়া... ✨
এপার বাংলা থেকে ভালোবাসা রইলো❤️✨
Thanks for listening to his music. he really deserves it. বাংলাদেশ থেকে ভালোবাসা তোমাদের জন্য 💜
@@archieese9176হ্যাঁ সত্যিই তাই...ভালো থাকবেন 🌸
পাথর হৃদয় ভেঙ্গেও চোখে জল নেমে এলো ❤
আজ কতো দিন পরে কান্না করতে পারলাম হিসেব নেই 🙂
চমৎকার কথা সুর গায়কী। মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক শুভকামনা এবং সাথে দীর্ঘায়ু কামনা করছি। 💕💕
আহ্ কি লিরিক!!
কন্ঠেও দরদমাখা সুর😍
রাত যত গভীর হয় গানটি তত শক্তিশালী হয়।মনের মানুষকে নিয়ে এতো গভীর ভাবনা,সত্যিই হৃদয় ছুঁয়ে যায়!!ভালোবাসা নিয়েন ভাই❤️
আহ! অন্তর জুড়িয়ে যায় ❤❤❤।
এতো সুন্দর গান আমি কখনো শুনিনি ❤️
মন টা ভরে যায় গান টা শুনলে! 😍
কতোটা ট্যলেন্টেড হলে এমন গান বানানো সম্ভব!!
সবাইকে শেষ অবধি একাই বেঁচে থাকতে হবে 😇
Love from kolkata..
আপনাকে একবার live সোনার খুব ইচ্ছা
কি অদ্ভূত ভাবে সব অনুভূতি গুলো গানটা যেনো বলে দেয় 💜
একটা কমেন্ট রেখে গেলাম ২০৫০ সালের ভবিষ্যতের স্রোতাদের জন্য,,তারা জানবে যে ২০২০ এ আমরা গানটার অন্ধভক্ত ছিলাম।আর হ্যাঁ, রুচিশীল লোক যে আছে তা এই গানের ভিউয়ার দেখলেই বুজা যায়,,,আশা রাখি যারা এই গান টি শুনতে আসবে আর আমার কমেন্ট পাবে একটি লাইক দিয়ে তাদের রুচির জানান দিবে।
😢😢😢
You really good man ....what a lyrics.. মাশাআল্লাহ
কখনো কোন নতুন গান শুনে কারও এমন মনে হয় যে গানটা অনেক আগের শোনা? এটা তেমন একটা গান - কিছুতেই মনে করতে পারছি না আগে শুনেছি কিনা। হয়ত শুনেছি, হয়ত শুনিনি কিন্তু এত গভীর কথা আর সুর - শুধু কবিতার সাথেই তুলনা চলে..এত সহজে মুগ্ধতা থেকে বের হতে পারছিনা !
মাস্টারপিস ❤️🤘
এভাবেও কি লিরিক্স লেখা যায়! গায়কী অসাধারণ আসির আরমান ভাই।
এই গানটার কথাগুলো এতো ভেতরটায় ছুঁয়ে যায় কেন আরমান ভাই?
আমার মত আর কে আছেন?
এত অসম্ভব সুন্দর ভয়েস ও কারো হয়? তা আপনার ভয়েস শুনে বোঝা যায়! কি অসম্ভব সুন্দর গান! মনে হচ্ছে আমার সব না বলা কথাগুলো সব এই গানেই হাজির" ভালো থাকবেন ভাই! আরো এরকম গান চাই! দোয়া ও ভালোবাসা রইলো❤️
ভাই, আপনার এই গান টা শুনলে খুব কান্না পায়...
আজ থকে প্রায় ১ বছর + আগে শুরু হয়ে ছিল আমাদের যাত্রা।
গত ৩৬ দিন হলো... কথা হয় না, দেখা হলেও আমি কথা বলতে চাইলেও সে বলে না।
কিছু দিন হল বুঝতে পারলাম সে আমার মাঝে আমাকে না তার এক্স কে খুজে পেতো, অতঃপর সে তার মাঝে ফিরে আসে আর আমি.....
গানটি যত্ন করে রেখে দিলাম আমার মনে! যতো দিন বাঁচবো ততদিন থেকে যাবে হৃদয়ে!
আমার মন যখন খুব খারাপ থেকে এই গান টা শুনি। কি আশ্চর্য এই গানটার মত এত সত্যি কথা বোধকরি আর কেউ বলে নি। একা বেচেঁ থাকতে শেখা আর একাকিত্ব জীবনের চরম সত্য 🙂
আমি যতবারই শুনি প্রতিবার নতুন করে মুগ্ধ হয়
কত সুন্দর কথা
মনে হয় জীবনটায় তুলে ধরল গলায়
কথার জাদুকর💚💚💚
Vai...one of my most favourite song 🥰
Kmne possible emn ekta lyrics lekha ...r tune ta kih Vai....
Vai r voice o unbelievable...
Totally ekta Joss combination...
Love it❤️❤️❤️❤️
প্রিয় মানুষকে মনে যতবারই উঠে ততবারই আসির ভাইয়ের গানগুলো মুখ দিয়ে চলে আসে। যেখানেই থেকো ভালো থেকো প্রিয়
গানগুলো কেন শুনি জানি না,, কেন এতো কষ্ট কেন এতো যন্ত্রণা!!
দুনিয়া তো বাস্তবতায় ভরা,,
জুনায়েদ ইভান ভাই আর আসির আরমান ভাই যদি না থাকতেন তাহলে হয়তো আজ আমি চিরকালের জন্য চলে যেতাম🙂
সেই ২০১৪ থেকে ইভান ভাইকে শুনচ্ছি আর আসির আরমান ভাইকে ১৮ সাল থেকে🥰
এ ভাবে বেচেঁ থাকবেন আমার মতো হাজার ছেলের নেশা হয়ে🙂
এতো সুন্দর লিরিক 🖤
কতো গেয়ে শুনিয়েছিলাম, ভালোবাসতাম 🖤
এই গান প্রথম শুনি ফেসবুক এ, এই ভিডিও টা ই মনে হয়। তখন ভিউ ছিল ১০০ এর ও কম। পরের কয়েকদিনে বহুবার শুনেছিলাম, বন্ধুবান্ধব রে এই গানের লিরিক শুনায়ে অতিষ্ঠ করে দিসিলাম। এমন গান ও মানুষ লিখতে পারে!!!
কিছু গান না হয় এরমই খানিকটা অযত্নের সাথে, এলোমেলো ভাবেই থেকে যাক জীবনের সাথে, অবচেতন হৃদয়টিকে আকড়ে জড়িয়ে। 🖤
অসাধারণ সৃষ্টি দাদা তোমার, এই গানটার সূত্রেই তোমায় শোনা,সেই প্রথম, তারপর তোমার গান শুনতে শুরু করা
অনেক অনেক শ্রদ্ধা যেনো
দেবতোষ
কলকাতা
ganta jokhoni shuni hridoy chuye jai, khub kom gan r ganer lyrics ee emon hoy jegulo jokhon jei mood, jei obostha tei shona hok na keno hridoy choa theke byartho hoyna,ei gan tao serokom,vishon touchy, lyrics er prottekta kotha mon chuye jai ❤️
এইযে আসির আরমান সাহেব!! এতো এতো মানুষ যে আপনাকে ভালোবাসা জানাচ্ছে, তাদের কি একটু সাড়া দেওয়া যায়না! হ্যাঁ??
বলি এতই কি ব্যস্ত?!
অ্যাই... তুমি এখানেও? এক কাপ চা বানায়ে দিবা? চা খেতে খেতে তোমাকেই আগে রিপ্লাই করি..
@@AseerArman amai niye ekta lirisk hobe....
আহা
ভাই ভাবি আপনাদের ভালোবাসা সকল সময় মুগ্ধ করে রাখে ❤️
Bro...such an underrated talent. Kom kore ২৫ bar sune felechi। Mone hole jano young Anjan Dutta। Ashadharon sundor gaan ta and khub sundor apner gaaner gola।kono din Bangladesh gale apnar sathe dekha korar ische roilo amar। Fan hoa galam tomar
ধন্যবাদ, ভাই।
আরও শুনতে থাকুন।
সাথেই থাকুন
অসাধারণ একটা কম্পোজিশন। কথা, সুর, গায়কী সবটাই খুব সুন্দর।
পশ্চিম বাংলা থেকে অনেক ভালোবাসা❣️
ধন্যবাদ!
এপার থেকেও ভালোবাসা জানবেন!
সাথেই থাকুন! ❤
গানটা শুনে মুগ্ধ হয়ে ছোট করে কভার করার চেষ্টা করলাম, একটু শুনে দেখলে আমার প্রচেষ্টা সার্থক হবে।♥️
facebook.com/story.php?story_fbid=2651505038451040&id=100007747088369&scmts=scwspsdd&extid=K9yByaQY3UJJltmF
অসাধারণ 🖤💙
গানটি বহুবার শুনছি।।
তারপর ও শুনতে ভাল লাগে।।।
Vai Ami onek pore gaan ta sunechi। Etai afsos। Kemon hola temon lyrics। Khub oshadharon। Spotify theke imagine radio hoye ekhane। Manush keep naray dose gaan ta। Darun।
Dont let the song die...
জীবনে যতবার এই গান টা শুনেছি ,আর কোনো গান এতবার শুনিনি,খুব ইচ্ছা করে তোমাকে সরাসরি গাইতে দেখবো
গানটা কলিজায় লাগে❤️🩹 বার বার শুনতে ইচ্ছে করে 🖤💫
বুক ফেটে চৌচির... চৌচির.....আহা এই সৌন্দর্য সাইতে ও শক্তি লাগে...... ভালবাসা..... ভালবাসছি.....
অনেক অশান্তি উপভোগ,সাথে আসির আরমান ভাই এর " একা বেঁচে থাকতে শিখো " প্রিয় গানটি,কানে হেডফোন,মন শান্তি লাগার একটি সময়!❣
অন্ধকারে বসে আছি,সাথে শান্তি'টা আসির আরমান ভাই থেকে পেয়েছি!❣
ভালোবাসি ভাই❣