Meghbari Resort:মেঘবাড়ি রিসোর্ট | | ঢাকার একদম কাছে গাজীপুরে | | Resort Near Dhaka- All Cost Details
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- Meghbari Resort:মেঘবাড়ি রিসোর্ট | | ঢাকার একদম কাছে গাজীপুরে | | Resort Near Dhaka- All Cost Details!!
সাপ্তাহিক ছুটিতে দূরে ঘুরতে যাওয়া সম্ভব না হলেও রাজধানীর আশপাশেই কোনো সুন্দর, পরিচ্ছন্ন , নিরিবিলি জায়গা থেকে ঘুরে আসতে পারেন ।
ঢাকার কাছাকাছি এত সুন্দর একটি রিসোর্ট
বর্তমানে ঢাকার খুব কাছেই গাজিপুরে গড়ে উঠেছে বেশ কিছু রিসোর্ট । সুন্দর, নিরিবিলি পরিচ্ছন্ন আর গ্রামীন পরিবেশ হওয়ায় রিসোর্ট গুলো জনপ্রিয়তাও পেয়েছে বেশ । তেমনই একটি রিসোর্ট ‘মেঘবাড়ি’ ।
গাজীপুরের কালিগঞ্জে বেশ পরিপাটি পরিচ্ছন্ন করে গড়ে তোলা হয়েছে রিসোর্টটি । খুব একটা বড় না হলেও এইখানে সবুজের সমারোহ আর মনমুগ্ধকর দৃশ্য আপনাকে অবশ্যই বিমোহিত করবে।
রিসোর্টটিতে আছে একটি কৃত্রিম টিলা। এখানে বসেই পুরো রিসোর্টের সৌন্দর্য পুরো উপভোগ করা যায়। এছাড়া রয়েছে বাচ্চাদের জন্য সুইমিং পুল , শিশুপার্ক আর খেলার মাঠ।
বন্ধু কিংবা পরিবার বা প্রিয়জন নিয়ে সারাদিন আনন্দময় সময় কাটানোর একটি অপশন হতেই পারে এই ‘মেঘবাড়ি রিসোর্ট।
এন্ট্রি ও প্যাকেজ ও খরচসমূহ :
এই রিসোর্টে প্রবেশ ফি জনপ্রতি ১০০ টাকা। এছাড়া রাতে থাকার প্যাকেজের জন্য ভিন্ন ভিন্ন মূল্যের ৫টি কটেজ রয়েছে।
নন এসি কটেজ রুম :
নন এসি কটেজ এ রুম ভাড়া মাত্র ৩০০০ টাকা । ভ্যাট সহ সার্ভিস চার্জ আলাদাভাবে প্রযোজ্য । ২টি গেস্ট রুমের প্রতিটিতে ডাবল বেড এবং রয়েছে জায়ান্ট ওয়াশরুম
এসি কটেজ রুম ভাড়া :
নন এসি কটেজ এ রুম ভাড়া মাত্র ৭০০০ টাকা । ভ্যাট ও সার্ভিস চার্জ আলাদাভাবে প্রযোজ্য ।
ডিলাক্স কটেজ ভাড়া :
ডিলাক্স কটেজে সর্বোচ্চ ৪ জন থাকা যাবে। খরচ পড়বে প্রায় ১৪০০০ টাকা । ভ্যাট ও সার্ভিস চার্জ আলাদা প্রযোজ্য । প্রতিটি রুমে একটি করে ২৪ ′′ এলসিডি টিভি,১ টি এসি, কুইন বেড, একটি পড়ার টেবিল, আলমারি , সংযুক্ত বাথরুম, ও গরম পানির গিজার আছে।
কিং ডিলাক্স কটেজ ভাড়া :
তিন জনের জন্য এই কিং ডিলাক্স কটেজে থাকতে খরচ পড়বে প্রায় ৭৯০০ টাকা । ভ্যাট ও সার্ভিস চার্জ আলাদাভাবে প্রযোজ্য । এই রুমটিতে একটি ৩২ ′′ এলসিডি টিভি,একটি এসি, কিং সাইজ এর বেড এবং ডাবল বেড , আলমারি , একটি পড়ার টেবিল, একটি টী টেবিল , কাউচ , এবং গরম পানির গিজার সুবিধা রয়েছে।
কুইন ডিলাক্স কটেজ ভাড়া :
কুইন ডিলাক্স কটেজ সাধারণত ২ জনের জন্য । এইখানে রাতে থাকার জন্য ভাড়া প্রায় ৬৫০০ টাকা । ভ্যাট এবং সার্ভিস চার্জ অবশ্যই প্রযোজ্য। প্রতিটি রুমের ৩২ ′′ এলসিডি টিভি,একটি এসি, কিং সাইজ একটি বিছানা, একটি পালঙ্ক , একটি পড়ার টেবিল, টী টেবিল, আলমারি , ওয়াসরুম, এবং পানির গরম গিজার ।
প্রেসিডেন্সিয়াল স্যুট:
চার জনের জন্য প্রেসিডেন্সিয়াল স্যুটের প্রতিদিনের ভাড়া প্রায় ১৪০০০ টাকা । ভ্যাট এবং সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রেসিডেন্সিয়াল স্যুইটে রয়েছে ২টি মাস্টার বেডরুম ও একটি লিভিং রুম এবং একটি ডাইনিং পাবেন ।
মাস্টার বেড রুমে রয়েছে একটি ৩২ ′′ এলসিডি টিভি , প্রতিটি রুম এসি দ্বারা নিয়ন্ত্রিত, একটি কুইন সাইজের বিছানা, একটি পালঙ্ক,টি টেবিল, একটি আলমারি, ওয়াসরুম এবং গরম পানির গিজার আছে ।
এইখানে একটি লিভিং রুম এবং একটি ডাইনিং রুম সুন্দর কাউচ ও খাবারের জন্য রয়েছে একটি বড় ডাইনিং টেবিল আছে।
রিসোর্টে চেক-ইন সময় সাধারণত সকাল ১২:০০টা ও চেক-আউটের সময় পরের দিন দুপুর ২:০০ টা । যারা মূলত কটেজ ভাড়া করেন তাদের জন্য, চেক-ইন সময় হল দুপুর ১২:০০টা ও চেক-আউট সকাল ১১:০০টা ।
অগ্রিম বুকিং ও যেকোনো বিষয়ে জানতে রিসোর্টের নম্বর 01781861452, 01728806291 অথবা 01816778364 নাম্বারে যোগাযোগ করতে পারেন । এছাড়াও রিসোর্টের নিজস্ব ওয়েবসাইট www.meghbari.com
যেভাবে যাবেন এই রিসোর্টে :
কুড়িল বিশ্বরোড হতে বসুন্ধরা আবাসিক এলাকা হয়ে অথবা কাঞ্চন ব্রিজের ৩০০ ফিট রাস্তা দিয়ে গিয়ে মীরের বাজার নামতে হবে । ঐখান থেকে স্থানীয় পরিবহনে করে উলুখোলা ব্রিজের আগে ঠিক বাম পাশের রাস্তা দিয়ে ১০-১৫ মিনিট মতো গেলেই পেয়ে যাবেন এই রিসোর্ট।
@RsFahimChowdhuryOfficial @NOVOROSH @JannatulFerdausJannat
Other Video Tags:
Meghbari, megh bari resort Gazipur,megh bari resort, মেঘবাড়ি রিসোর্ট, www.meghbari.com, megh bari resort Uttara, megh bari resort purbachal, megh bari, megh bari resort room price, megh bari resort swimming pools, megh bari resort location, megh bari resort vlog, megh bari resort Gazipur, মেঘবাড়ী রিসোর্ট, meghbari resort kivabe jabo, meghbari resort room cost, maghbari resort purbachol, meghbari resort swimming pool,maghbari resort,magbari, মেঘবাড়ী রিসোর্ট খরচ, মেঘবাড়ী রিসোর্ট ভ্রমন গাইড
#meghbari #ulokhola #Kafistraveltales
To see lemon garden resort travel vlog click on:
/ fhcebkvy
Thanks for information
অনেক ধন্যবাদ, আমাদের এলাকার রিসোর্ট এ দাওয়াত
😊
কেমন আছেন ভাই?
আলহামদুলিল্লাহ ভাই
ধন্যবাদ ভাই। অনেক তথ্য বহুল ছিলো
পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই
Nice editing, specially audio quality improvement.
অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য ভাই