ডার্ক এনার্জি এখন কেবল অনেক হিউজ স্কেলে এফেক্ট করে ইউনিভার্সকে। কম দূরত্বে এর প্রভাব খুবই দূর্বল। My Socials: 📘 facebook.com/storyheadofficial 🎥 ruclips.net/user/storyheadextra 📱instagram.com/storyheadofficial 📺 www.tiktok.com/@storyheadofficial 🐦twitter.com/storyheadtwit 🧵www.threads.net/@storyheadofficial ---------------------------------------- 📧Email: storyheadofficial@gmail.com
বেশি দুরবর্তী গলাক্সিগুলা বেশি দ্রুত দূরে সরে যায়। তাই একটা সময় দেখা যাবে এই দূরে সরে যাওয়ার গতি আলোর থেকে বেশি হয়ে যাবে। সেটা কিন্তু আবার আলোর গতির ধ্রুব হওয়ার বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করে। কি বলেন আপনি।
@@obobahika-shoebhasan না, প্রশ্নবিদ্ধ করে না। আগে আপনাকে বেসিক বুঝতে হবে। ১. বেশি দূরবর্তী গ্যালাক্সিগুলা বেশি দ্রুত সরে যাওয়ার কারনে 'একটা সময়' এই দূরে সরে যাওয়ার গতি আলোর গতির চেয়ে বেশি হবে কথাটা ভুল। এখানে 'একটা সময়' বলতে কিছু নেই। এটা সর্বদাই হচ্ছে, এখনো হচ্ছে। আপনাকে যাস্ট পর্যাপ্ত দূরত্বের দুইটি বিন্দু কনসিডারেশানে নিতে হবে। সময়ের সাথে এই দূরত্ব কমে আসবে এক্সপ্যানশানের এক্সেলারেশানের কারনে। ২. তাহলে স্পেইসের এক্সপ্যানশান কি রেলিটিভিটিকে ভায়োলেট করে? না, করে না। অর্ধেক কথা জানা থাকলে ওরকমটা মনে হতে পারে। নন-জিরো রেস্ট ম্যাসওয়ালা দুইজন অবজার্ভার কখনোই স্পেইসের মধ্য দিয়ে একে অপরকে c এর চাইতে বেশি স্পিড এচিভ করতে দেখবে না। অর্থাৎ, কসমিক স্পিড লিমিটের বিষয়টা স্পেইসের মধ্য দিয়ে ট্রাভেলের ক্ষেত্রে প্রযোজ্য। স্পেইস নিজে যেকোন স্পিডে এক্সপ্যান্ড করতে পারে। স্পেইসের মধ্য দুইটা বিন্দুর ইন্টারনাল ডিসট্যান্স যেকোন রেইটে বাড়তে পারে। এর কোন লিমিটেশান নেই।
আমি আমার জীবনে যত বিজ্ঞানের ছাত্রদের দেখছি তার মধ্যে আপনি সম্পুর্ণ আলাদা।আপনার চিন্তা ভাবনা উচ্চমানের। প্রতিটি ভিডিও দেখে আমি অবাক হই আর ভাবি কি পরিমাণ পড়াশোনা করলে এমন সুন্দর ব্যাখ্যা দেয়া সম্ভব।। লাভ ইউ ব্রো।❤️❤️ উল্লেখ্য :আমি কেমিস্ট্রির স্টুডেন্ট ছিলাম ,,আমার সময়ে আপনার মত ব্যাখ্যাকারক পাইলে আমি ফিজিক্স নিয়ে পরতাম।
my goodness... as steven said "The trick to education is to teach in such a way that people only find out they are learning when it's too late" its harsh truth of my life.
I wish you were my teacher in school. I was massively interested in science, still I am. However, the teachers made it so boring and used to teach us only to get good marks, I lost interest and switched to commerce. I am still fascinated about how the universe works always look for such videos all the time. This is how I pass my past time after being a business graduate. Keep it up brother. Thanks for making such videos.
Bhaaiii same obostha amaro.. Ami science e 3 months class korsi then I changed my stream and admitted into business studies. But I've keen interest in how universe and galaxy works, wormhole, blackhole these kind of crazy stuffs. I wish amader academic studies e science ta ke story telling way te present kora hoito. Now I'm a Finance graduate and pass my past times watching these videos.
The first guy from Bangladesh who lives in the reality. I'm so proud of you! Thank you for your effort and I want you to flourish to illuminate this beautiful country crowded by dark and sick people.
বাবা, তুমি অনেক সহজ করে অনেক কিছু বোঝালে। খুব ভালো লাগলো। আমার এখন 64 বছর বয়স। তাই তোমাকে তুমি বলে সম্বোধন করলাম। ভুল করে থাকলে ক্ষমা করে দিও। ভালো থেকো। অনেক উন্নতি করো। বাংলাদেশকে ভালো রেখো। কলকাতা 700029 থেকে 3/9/23 তারিখে দেখা ।
Bhai, your contents are amazing and so is your teaching process. I totally agree with you about how schools and colleges are teaching science. আপনি যেভাবে শিখানোর কথা বলছেন ওইভাবে শিখানো সম্ভব হইলে আমি গ্যারান্টি দিতে পারি দেশে গবেষণা করার মতো প্রতিভা অনেক বাড়বে। keep up the good work and please consider posting videos more frequently.
আমাদের শিক্ষা ব্যবস্থা যদি এমন হতো 11:20 তাহলে আমাদের দেশেএও এক হালি space x, NASA থাকতো😂.... as a student of class 9 in science thanks for explaining physics Chapter 7 💙 in simple Way 🎉... I love your videos 💙
আমাদের শিক্ষাব্যাবস্থায় এমনভাবে সবকিছু উপস্থাপন করা হয় যেটা একদম মাথার উপর দিয়ে যায়। ভিডিওর শেষ অংশে আপনি বুঝায়ে দিসেন স্কুল কলেজের বইয়ে লেখা একটা জটিল সংজ্ঞা কতটা সহজে মজার ছলে উপস্থাপন করা সম্ভব। জাস্ট অসাধারণ।
Bhaiya I loved the way how you talked about story telling and conceptual learning. Ambiguous definition in math and science in school period increased difficulty in learning. School going kids needs conceptual learning for better understanding of lessons and increase in curiosity.
In a single word, you are a mighty "genius" man. Basically the institutions push us to buy books and memorise the theories. In Bangladesh, practical understanding is far more way. The way you explain the situation and your video, its a bless for those who have seen this. Specially for the hsc students. To be honest today I learned what the persec is. I stupidly memorise the bla bla bla. Carry on man. Eagerly waiting for your next video. Take love🖤
ভাইয়া একটা প্রশ্ন ছিলো প্লিজ উত্তরটা দিয়েন? আপনি ভিডিও দিতে এতো লেট করেন কেনো???? অনেকদিন পর পর ভিডিও আপলোড করেন। আমার মনে হই আপনি চাইলেই তাড়াতাড়ি ভিডিও দিতে পারেন ইংসাল্লাহ।আপনার প্রতি আমার ভালোবাসা রইলো❤❤❤।
I normally watch scientific videos from many English channels. But your work and explanations in such simplicity, is a top notch! Keep it up bro. Lots of duas.
I just want to say “thank you so much”.... please keep doing what you are doing rn... best of luck!❤ you are my one of the most favorite science content creators.
Imagination is the power. To understand all the natural Patterns in this universe, all you need is IMAGINATION. Bro, you deserve better sponsor. One day, your video will be ranked as Best Education Content. xD good luck with your next content..
❤️🙂 our government should see the last part সাধু ভাষার আদি কালের সংজ্ঞা এখনো চলতেছে যেটা চেঞ্জ করা উচিত but না 😂 বুঝিয়া পাইলাম বেতনের টাকা 😏 আমার দায়িত্ব এখানেই শেষ কাকা
আল কোরআন এ ১৪০০ বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে মহান আল্লাহ জানান মহাবিশ্ব কে সে এক্সপ্যান্ডিং করছেন। অবশ্যই তা কিয়ামতের মাধ্যমে শেষ হবে।
"And the heaven We constructed with strength, and indeed, We are [its] expander." (Qur'an 51: 47) "আমি নিজ হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি আর আমি অবশ্যই মহা প্রশস্তকারী।" (Qur'an 51: 47)
গ্যালাক্সি গুলো দূরে সরে না গেলে রাতের বেলায় চল্লিশ হাজার গুণ বেশি আলো থাকতো দিনের চেয়ে, এভাবেই আল্লাহ রাতের পরের দিন আর দিনের পরে রাত করেন।আল্লাহ তাআলা বলেছেন আমি ইউনিভার্সকে সম্প্রসারণ করি।
কথার কোন আগা মাথা নাই। চল্লিশ হাজার গুন আলো মানে বুঝেন? অনেক অঞ্চল আছে যেখানে দিনের পর দিন থাকে, রাতের পর রাত। সেসব অঞ্চল সম্পর্কে আল্লাহ জানতেন না অবশ্য।
There was a point you missed out about discovering DE ustad ❤. DE s presence was found when scientists were testing Gravitational Lensing.During Gravitational Lensing experiment scientists noticed light was bending more than it should be ..then they discovered there is some kind of energy out there
Keep it up.. Long way to go.. Beginning is always important.. impressive content and presentations..You are on right track.. Wishing all the very best..
From some of my mind you have blowing out.. you just make me craze. So for the craziest information negotiately I am subscribe in your channel. Good work broo
Vaiya tmr video ami tmr 200 subscribers theke dekhi. I know eivabeii tmr 100k er moto 10m hobe ro besi hobe in future subscribers er jonno kichuu korle amr jonno korte hbe 😂😍.love you brooo
ভাই খুবই ভালো লাগলো আসলেই যদি আমাদেরকে স্কুল-কলেজে এত সুন্দর ভাবে শেখানো হতো তাহলে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারতাম। আমি আপনাকে অনুরোধ করব আপনি চাইলে কোন একটা একাডেমি শুরু করতে পারেন। যেখানে আপনি বিজ্ঞানের বিষয় গুলো ধাপে ধাপে সুন্দরভাবে বোঝাবেন।
আপনার video তে এই রকম সঠিক নিয়মে বিজ্ঞান শেখানো হয় বলেই আমি আপনার সব video গুলো দেখি। আপনার শেখানোর ধরণ চমৎকার। কেউ বিজ্ঞানে আগ্রহী না হলেও আপনার video দেখে সে অনেক কিছু বুঝবে। আমি আমার মনের ভাব লেখে সম্পুর্ন রূপে প্রকাশ করতে পারলাম না। কিন্তু আপনার বোঝানোর ধরণ খুব চমৎকার। অর্নব ভাই আপনি এভাবেই এগিয়ে যান। আর আপনার video upload এর মধ্যবর্তি তরঙ্গ দৈর্ঘ্য টি কমান। বেশি করে video upload দেন।
ডার্ক এনার্জি এখন কেবল অনেক হিউজ স্কেলে এফেক্ট করে ইউনিভার্সকে। কম দূরত্বে এর প্রভাব খুবই দূর্বল।
My Socials:
📘 facebook.com/storyheadofficial
🎥 ruclips.net/user/storyheadextra
📱instagram.com/storyheadofficial
📺 www.tiktok.com/@storyheadofficial
🐦twitter.com/storyheadtwit
🧵www.threads.net/@storyheadofficial
----------------------------------------
📧Email: storyheadofficial@gmail.com
"And the heaven We constructed with strength, and indeed, We are [its] expander."
(Qur'an 51: 47)
Apni desher onnotomo brilliant ekjon manush
বেশি দুরবর্তী গলাক্সিগুলা বেশি দ্রুত দূরে সরে যায়। তাই একটা সময় দেখা যাবে এই দূরে সরে যাওয়ার গতি আলোর থেকে বেশি হয়ে যাবে। সেটা কিন্তু আবার আলোর গতির ধ্রুব হওয়ার বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করে। কি বলেন আপনি।
@@obobahika-shoebhasan
না, প্রশ্নবিদ্ধ করে না। আগে আপনাকে বেসিক বুঝতে হবে।
১. বেশি দূরবর্তী গ্যালাক্সিগুলা বেশি দ্রুত সরে যাওয়ার কারনে 'একটা সময়' এই দূরে সরে যাওয়ার গতি আলোর গতির চেয়ে বেশি হবে কথাটা ভুল। এখানে 'একটা সময়' বলতে কিছু নেই। এটা সর্বদাই হচ্ছে, এখনো হচ্ছে। আপনাকে যাস্ট পর্যাপ্ত দূরত্বের দুইটি বিন্দু কনসিডারেশানে নিতে হবে। সময়ের সাথে এই দূরত্ব কমে আসবে এক্সপ্যানশানের এক্সেলারেশানের কারনে।
২. তাহলে স্পেইসের এক্সপ্যানশান কি রেলিটিভিটিকে ভায়োলেট করে? না, করে না। অর্ধেক কথা জানা থাকলে ওরকমটা মনে হতে পারে। নন-জিরো রেস্ট ম্যাসওয়ালা দুইজন অবজার্ভার কখনোই স্পেইসের মধ্য দিয়ে একে অপরকে c এর চাইতে বেশি স্পিড এচিভ করতে দেখবে না। অর্থাৎ, কসমিক স্পিড লিমিটের বিষয়টা স্পেইসের মধ্য দিয়ে ট্রাভেলের ক্ষেত্রে প্রযোজ্য। স্পেইস নিজে যেকোন স্পিডে এক্সপ্যান্ড করতে পারে। স্পেইসের মধ্য দুইটা বিন্দুর ইন্টারনাল ডিসট্যান্স যেকোন রেইটে বাড়তে পারে। এর কোন লিমিটেশান নেই।
@@StoryHead সম্ভবত বুঝতে পারছি। অনেক ধন্যবাদ।
Boss, আপনার ভিডিও দেয়ার তরঙ্গদৈর্ঘ্যটা কমিয়ে যদি আরেকটু Frequently ভিডিও আপলোড দিতেন তাহলে আমার মতো আপনার হাজারো শিষ্যের মজার স্টোরি টেলিং-এর মাধ্যমে বিজ্ঞান শিখাটা আরেকটু সহজতর হয়ে যেতো।
❤❤❤
অবশ্যই। আমি চেষ্টা করছি।
@@StoryHeadBut amar mote torongo doirgho,quality ke represent kore..And Ami chai torongo doirgho baruk,frequency komle somossa ami wait korbo.
1 bochor por apni ekta masterpiece dilei enough..
Jodio apni er theke kom somoyei koekta masterpiece diyechen.
😂😂😂
Bhai face chara video banano jay na
😂😂😂😂😂😂😂😂😂😂
only one channeljar video dekhle beshi speed diye ba taniye dekhar kotha vulei jai Love You from Habiganj, Sylhet
উপস, কন্টেন্টের কি কোয়ালিটি। মন ভালো করে দেয়ার মতো ভিডিও বানাইছেন ভাই। অসংখ্য ধন্যবাদ।
আমি আমার জীবনে যত বিজ্ঞানের ছাত্রদের দেখছি তার মধ্যে আপনি সম্পুর্ণ আলাদা।আপনার চিন্তা ভাবনা উচ্চমানের।
প্রতিটি ভিডিও দেখে আমি অবাক হই আর ভাবি কি পরিমাণ পড়াশোনা করলে এমন সুন্দর ব্যাখ্যা দেয়া সম্ভব।। লাভ ইউ ব্রো।❤️❤️
উল্লেখ্য :আমি কেমিস্ট্রির স্টুডেন্ট ছিলাম ,,আমার সময়ে আপনার মত ব্যাখ্যাকারক পাইলে আমি ফিজিক্স নিয়ে পরতাম।
Its not a outcome of his study.........outcome of extreme thinking.....🧠
😂😂😂
A new era of Bangladeshi educational content based on science is being greatly expanded by you. Keep it up, man.
sure i will
মহান আল্লাহ্ তায়ালা যে কতো কিছু সৃষ্টি করছেন তা আমাদের মস্তিষ্কের চিন্তার বাইরে।
my goodness... as steven said "The trick to education is to teach in such a way that people only find out they are learning when it's too late" its harsh truth of my life.
same here brother.
diagreed , only applies to master procastinators
@@zhinkunakur4751 which is 95% roughly.
আমাদের দেশে যদি আপনার মত শিক্ষক থাকত তাহলে বিজ্ঞান কে ভয় না পেয়ে আরো অনেক বেশি আগ্রহী হত বিজ্ঞানের প্রতি
আমাদের এডটেক এর টিচাররা কি উনার সমপর্যায়ের নয়? acs, 10ms,bp,ft,udvash,acs future school, ওরা ভালো কন্টেন্ট সার্ভ করার ট্রাই করতেছে
I wish you were my teacher in school. I was massively interested in science, still I am. However, the teachers made it so boring and used to teach us only to get good marks, I lost interest and switched to commerce. I am still fascinated about how the universe works always look for such videos all the time. This is how I pass my past time after being a business graduate. Keep it up brother. Thanks for making such videos.
Bhaaiii same obostha amaro.. Ami science e 3 months class korsi then I changed my stream and admitted into business studies. But I've keen interest in how universe and galaxy works, wormhole, blackhole these kind of crazy stuffs. I wish amader academic studies e science ta ke story telling way te present kora hoito. Now I'm a Finance graduate and pass my past times watching these videos.
The first guy from Bangladesh who lives in the reality. I'm so proud of you! Thank you for your effort and I want you to flourish to illuminate this beautiful country crowded by dark and sick people.
বাবা, তুমি অনেক সহজ করে অনেক কিছু বোঝালে। খুব ভালো লাগলো।
আমার এখন 64 বছর বয়স। তাই তোমাকে তুমি বলে সম্বোধন করলাম। ভুল করে থাকলে ক্ষমা করে দিও। ভালো থেকো। অনেক উন্নতি করো। বাংলাদেশকে ভালো রেখো।
কলকাতা 700029 থেকে 3/9/23 তারিখে দেখা ।
ভালবাসা নিবেন।
অস্থির ছিলো বস।নেক্সট ভিডিও জলদি চাই। 🥰❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥
Bhai, your contents are amazing and so is your teaching process. I totally agree with you about how schools and colleges are teaching science. আপনি যেভাবে শিখানোর কথা বলছেন ওইভাবে শিখানো সম্ভব হইলে আমি গ্যারান্টি দিতে পারি দেশে গবেষণা করার মতো প্রতিভা অনেক বাড়বে। keep up the good work and please consider posting videos more frequently.
১৬ মিনিট আপনার বক্তব্য শুনলাম শোনার পরে মনে হল ত্রিশ থেকে এক মিনিট বক্তব্য হয়েছে কত দ্রুত শেষ হয়েছে অসাধারণ
আমাদের শিক্ষা ব্যবস্থা যদি এমন হতো 11:20 তাহলে আমাদের দেশেএও এক হালি space x,
NASA থাকতো😂....
as a student of class 9 in science thanks for explaining physics Chapter 7 💙 in simple Way 🎉... I love your videos 💙
SSC dilam 😶
Amio 9
Amar golay asho, amra ekhon same class e pori (10)
বন্ধু যেভাবে ফ্যান অফ করে কষ্ট করে ভিডিও বানাচ্ছো,, best of luck 👍
আপনার বিজ্ঞান ভিত্তিক ভিডিও আমার খুব ভালো লাগে। এইজন্যই নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখা শুরু করলাম।
ভালবাসা নিবেন।
BRO YOU ARE JUST AMAZING, EVEN THE WORD "AMAZING" IS LESS FOR YOU ....AISHHH GENIUSSSS BRUHHHH
শুধু বিজ্ঞান নয় ইংলিশ ও শিখে নিচ্ছি ভাই 😂
আপনি জানলে অবাক হবেন যে হাইয়ার এডুকেশন সম্পুর্ন ইংরেজিতে
@@farabinil595obak hobar kicu nai, ektu khoj nilei jana jay
এটাতে অবাক হওয়ার কিছু নাই
সবাই ছোটোবেলায় Importance of learning English শিখে আসছে।
10ms স্পন্সার করলে ভালো হইতো 😁
এক কথায় অপূর্ব ব্যাখ্যা অনেক অনেক ধন্যবাদ।
খুব তাড়াতাড়ি হয়ে গেল না?
২ বছর পর পর একটা ভিডিও দিতেন, খুশি হতাম। 😂❤
True enough
He have to work hard in hard to edit the video and collect the clips
আমি চেষ্টা করব অবশ্যই তাড়াতাড়ি দিতে।
@@Khadiza-Akterhe hoto na?
@@Khadiza-Akter not she mam he is boy
এতো কোয়ালিটিফুল ভিডিও কিভাবে দেন ভাই? যতই দেখি ততই মুগ্ধ হই।
আমি আমার স্টুডেন্ট এর সাথে ঠিক এভাবেই পড়াই। অংক ও পদার্থ বিজ্ঞান পড়াই এবং অংক ও আমি গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি❤️
Bujhate Paris na tui
Liked u actualky,prothom video ajkei dekhlam,ar asha kori baki sob video soho next videogulao dekhbo❤
আমাদের শিক্ষাব্যাবস্থায় এমনভাবে সবকিছু উপস্থাপন করা হয় যেটা একদম মাথার উপর দিয়ে যায়। ভিডিওর শেষ অংশে আপনি বুঝায়ে দিসেন স্কুল কলেজের বইয়ে লেখা একটা জটিল সংজ্ঞা কতটা সহজে মজার ছলে উপস্থাপন করা সম্ভব। জাস্ট অসাধারণ।
ভালবাসা নিবেন।
You are doing an incredible job by explaining scientific facts with easily understandable stories. Hats off to you!! Please keep up the good work. 😊❤
Bhaiya I loved the way how you talked about story telling and conceptual learning. Ambiguous definition in math and science in school period increased difficulty in learning.
School going kids needs conceptual learning for better understanding of lessons and increase in curiosity.
Exactly!
Ettodin por bhaiyar abar ghum bhanglo😂, but very informative video and makhon explanation ❤ love u brother😊
Your intuitive science teaching approach is worth watching for this generation! Keep up your Work
That's the plan!
You are just awesome!! Though I already finished college but I hope the future generation get to learn science with fun
That was great man.....may Allah give you more knowledge to teach us like this way
So underratted, you deserve more mah boi
We need more science storytellers like you bro. Keep up the good work. You are a great teacher.
Bigganpic
দারুন লাগলো। দুঃখ হচ্ছে এইরকম ট্রেনার সমস্ত শিক্ষাজীবনে পাইনি।যা হোক, খুব বেশি দেরি হয়নি।না হয় এখন সাবস্ক্রাইব করেই শিখি।❤
দাদা, আপনি বিজ্ঞানকে entertainmental way তে গল্পের মত করি খুব সুন্দর ভাবে বর্ণনা করেন। ✨❤️
Like, share, subscribe করছি, আপনার প্রতিভা আর কঠোর পরিশ্রম কে সম্মান জানাই। 👍
Keep it up ❤️
As a science student in class 9
Thanks for teaching this subject in a easy way😊
Yes bro 💙
Yess!👍
Take many many love from me
I see your all video,i am a big fan of you❤❤❤
it's Very interesting.. Lots of love for you brother.. carryon
In a single word, you are a mighty "genius" man. Basically the institutions push us to buy books and memorise the theories. In Bangladesh, practical understanding is far more way. The way you explain the situation and your video, its a bless for those who have seen this. Specially for the hsc students. To be honest today I learned what the persec is. I stupidly memorise the bla bla bla.
Carry on man. Eagerly waiting for your next video. Take love🖤
Aj prothom dekklam apnar vidio ..pirai joss cilo vai❤🎉
ভাইয়া একটা প্রশ্ন ছিলো প্লিজ উত্তরটা দিয়েন? আপনি ভিডিও দিতে এতো লেট করেন কেনো???? অনেকদিন পর পর ভিডিও আপলোড করেন। আমার মনে হই আপনি চাইলেই তাড়াতাড়ি ভিডিও দিতে পারেন ইংসাল্লাহ।আপনার প্রতি আমার ভালোবাসা রইলো❤❤❤।
Topic research + editing e eto somoy lage 🫠
Sir. Albert Einstein's terms were absolutely right regarding the issue of Dark Energy. But, you will make it so easier for us. Bless!
I normally watch scientific videos from many English channels. But your work and explanations in such simplicity, is a top notch! Keep it up bro. Lots of duas.
God level of editing bro🎉
শেষের অংশ আমাদের দেশের সকল শিক্ষকদের দেখা উচিৎ। ইভেন কলেজের শিক্ষকদের ও দেখা উচিৎ। 😐
আপনার সব ভিডিও দেখেছি! এতো জোস! ফট করে নতুন ভিডিওটা সামনে আসায় সারপ্রাইজড্ হলাম!💫
I am a student of business study, but i love the way of your explanation ❤
Happy to hear that!
khub bhalo bhai .. darun kaj .. onek onek shuvo kamona.. amra sobai pase achi.
শিক্ষাপদ্ধতি ভাল নয় এটা ট্রু,দারুণ ভিডিও ছিল,মাশাআল্লাহ
আপনি এমন ভিডিও আরো বানান ।
আমার এই ভিডিও গুলা খুব ভালো লাগে ।
Thank you.
I just want to say “thank you so much”.... please keep doing what you are doing rn... best of luck!❤ you are my one of the most favorite science content creators.
Great content vai..😍👌onek kichu shikhlam
You are a Scientist in my eyes..! 👀🖤🌸
lol
একেবারেই না। আমি সাইন্স কন্টেন্ট ক্রিয়েটর। বিজ্ঞানী হতে গেলে আরো কয়েক জীবন পড়াশোনা করতে হবে।
@@StoryHead Hum jani
But apnar Explanation e I'm Impressed 🌸
Boss
Dark matter নিয়ে আরেক টা ভিডিও আপলোড করেন 🙃
আপনার মতো একজন Teacher পাইলে Inter first Year a science ছেড়ে arts নিতাম না😢
10K থেকে দেখা শুরু আজ 124k
ভালোবাসা অবিরাম ভাইয়া
এই রকম ভাবেই সুন্দর ভিডিও বানাতে থাকেন❤
ভাইয়া টাইম টা চেঞ্জ করলে প্রথম ঘণ্টায় দেখার মজা অনেকেই পাবে 😊😊
Just AWESOME!!!!!
When I started watching this video, I really didn't expect such an excellent lecture. I just wish I found this channel long earlier.
Imagination is the power. To understand all the natural Patterns in this universe, all you need is IMAGINATION.
Bro, you deserve better sponsor. One day, your video will be ranked as Best Education Content. xD
good luck with your next content..
ভিডিওর শেষের দিকে
শেখা/ শেখানোর বিষয় নিয়ে কথা বলার বিষয়টা খুবই ভালো লাগলো।
Serar sera...❤❤❤❤ Love from Opar Bangla, India❤
❤️🙂 our government should see the last part
সাধু ভাষার আদি কালের সংজ্ঞা এখনো চলতেছে যেটা চেঞ্জ করা উচিত but না 😂
বুঝিয়া পাইলাম বেতনের টাকা
😏 আমার দায়িত্ব এখানেই শেষ কাকা
সাবাস ভাই। আবেগে আপ্নুত ভাইয়া। love you so so so much
আল কোরআন এ ১৪০০ বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে মহান আল্লাহ জানান মহাবিশ্ব কে সে এক্সপ্যান্ডিং করছেন। অবশ্যই তা কিয়ামতের মাধ্যমে শেষ হবে।
"And the heaven We constructed with strength, and indeed, We are [its] expander."
(Qur'an 51: 47)
"আমি নিজ হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি আর আমি অবশ্যই মহা প্রশস্তকারী।"
(Qur'an 51: 47)
উনার ভিডিওতে দেওয়া তথ্যগুলো সব ভুল কারণ কোরানে কোথাও এইগুলা খুজে পাই নি।
@@shuvrajitshibu3272You have to Remember that Quran is not a book of science.
@@MESSI-pl8fq আপনি নাস্তেক কাপের...
@@MESSI-pl8fqquran is a book of science, Literature, and other also
Onk dedication ase ekta video korte giye bujai jai❤
গ্যালাক্সি গুলো দূরে সরে না গেলে রাতের বেলায় চল্লিশ হাজার গুণ বেশি আলো থাকতো দিনের চেয়ে, এভাবেই আল্লাহ রাতের পরের দিন আর দিনের পরে রাত করেন।আল্লাহ তাআলা বলেছেন আমি ইউনিভার্সকে সম্প্রসারণ করি।
কথার কোন আগা মাথা নাই। চল্লিশ হাজার গুন আলো মানে বুঝেন? অনেক অঞ্চল আছে যেখানে দিনের পর দিন থাকে, রাতের পর রাত। সেসব অঞ্চল সম্পর্কে আল্লাহ জানতেন না অবশ্য।
🤣🤣
@@anonymoussoul3343সব কিছুর সৃষ্টি কর্তায় তো মহান আল্লাহ তায়ালা,,যিনি সব জানেন, উনি হয়তো সঠিক ভাবে বুঝাতে পারেন নাই,
মাদ্রাসা ছাপ 😂
@@anonymoussoul3343এইগুলা পাগল কই থেকে আসে
ভিডিওর অনেক অপেক্ষায় ছি
The last part is totally relatable. 😂 like how do people read ishak sir's book?
Bhai apni asadharon manush🙏🙏🙏🙏,khub mon die sunlam and subscribe o korlam.Apnar bojhabar dharon ta khub unique.I am from India.
There was a point you missed out about discovering DE ustad ❤. DE s presence was found when scientists were testing Gravitational Lensing.During Gravitational Lensing experiment scientists noticed light was bending more than it should be ..then they discovered there is some kind of energy out there
এক্সাক্টলি ভিডিও দেখা শুরু করে ভাবছিলাম, এই স্টোরিটাই থাকবে।
That's dark matter, not dark energy.
Keep it up.. Long way to go.. Beginning is always important.. impressive content and presentations..You are on right track.. Wishing all the very best..
তবে আপনার কন্টেন্ট অন্যরকম।দেখতে খুব ভালো লাগে। ভিডিওটির জন্য ধন্যবাদ 🙂
From some of my mind you have blowing out.. you just make me craze. So for the craziest information negotiately I am subscribe in your channel. Good work broo
Too good. Fb te frnder shathe share korlam. 🖤🖤🖤
Vaiya tmr video ami tmr 200 subscribers theke dekhi. I know eivabeii tmr 100k er moto 10m hobe ro besi hobe in future subscribers er jonno kichuu korle amr jonno korte hbe 😂😍.love you brooo
ভাই খুবই ভালো লাগলো আসলেই যদি আমাদেরকে স্কুল-কলেজে এত সুন্দর ভাবে শেখানো হতো তাহলে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারতাম। আমি আপনাকে অনুরোধ করব আপনি চাইলে কোন একটা একাডেমি শুরু করতে পারেন। যেখানে আপনি বিজ্ঞানের বিষয় গুলো ধাপে ধাপে সুন্দরভাবে বোঝাবেন।
ধন্যবাদ। কিন্তু আমি আপাতত কেবল ভিডিও বানাতে চাই।
তরঙ্গদৈর্ঘ্য ar concept ato dine clear hoice 🥰🥰
Boss, it will be more helpful to us to learn science. If you make more video like this ❤❤.
Good approach towards learning unknown feelings in terms of mathematics as a key of physics.
আপনার video তে এই রকম সঠিক নিয়মে বিজ্ঞান শেখানো হয় বলেই আমি আপনার সব video গুলো দেখি। আপনার শেখানোর ধরণ চমৎকার। কেউ বিজ্ঞানে আগ্রহী না হলেও আপনার video দেখে সে অনেক কিছু বুঝবে। আমি আমার মনের ভাব লেখে সম্পুর্ন রূপে প্রকাশ করতে পারলাম না। কিন্তু আপনার বোঝানোর ধরণ খুব চমৎকার। অর্নব ভাই আপনি এভাবেই এগিয়ে যান। আর আপনার video upload এর মধ্যবর্তি তরঙ্গ দৈর্ঘ্য টি কমান। বেশি করে video upload দেন।
ভালবাসা নিবেন ভাই।
ধন্যবাদ ভাই। StoryHead go ahead.
Great work vi.last part was awesome 🎉🎉🎉❤💯🇧🇩🖤
আপনাকে বলার কিছুই নাই। শুধু ভিডিও তাড়াতাড়ি দিয়েন।❤️❤️❤️❤️
ভাই আরও নিয়মিত ভিডিও হলে ভালো হতো....
Keep going.....❤❤❤
Man! You're genius.You deserve more subscribers.
Man you explaining ability is amazing!
ধন্যবাদ বিজ্ঞানের সুন্দর জগতকে আমাদের মাঝে তুলে ধরার জন্য। ডার্ক একার্জি, ম্যাটার সম্পর্কে জেনে অবিভূত হলাম!
You are a best online science teacher I ever fond.❤️❤️👍👍
Best channel for me .Love u boss❤
ভাই আরো বেশি ভিডিও বানান৷ আরো দ্রুত সময়ে❤❤❤
আপনার ভিডিও গুলো খুব সুন্দর, উপস্থাপনা এবং বোঝানোর স্টাইল দারুন
আমি শুধু এডিটিং দেখি আর অবাক হই,, এত সুন্দর করে এডিট কিভাবে করে!😮😮
Best promotion I swear
Frequency jinis age eirokom vabe konodin e buji nai,,you r great bro,,apnar kase kisu silhar ache🥰
অসংখ্য ধন্যবাদ, তিতা বিজ্ঞানকে মিষ্টি ভাবে উপস্থাপনের জন্য।
ekjon science lover hoie...tomar video theke onek kisu shikhte pari❤
Nicely Done ! Hats off Brother !
❣️🔥🔥 এই চ্যানেলের মালিকের দৃষ্টি আকর্ষণ করছি 🔥🔥❣️
এর পরের ভিডিও E = mc^2 এর Practical example নিয়ে বানান 🔥🔥🥰
এটাই আমার দেখা আপনার প্রথম ভিডিও ! আর প্রথম ভিডিওতেই আমি আপনার ফ্যান হয়ে গেছি ❤
আপনার শিখানোর ধরন টা যদি আমাদের দেশের শিক্ষকরা বুঝতেন 😢
আপনার এই ভিডিও tau প্রত্যেকবারের মতো ভালো লেগেছে,কিন্তু আগের ভিডিও গুলাতে যে twist (not really dialogue ta) আর হালকা funnyness ছিল ঐটা মিস করেছি❤