3 বার তাঁর নাম নিলে কেটে যায় সব বিপদ। পূরণ হয় মনস্কামনা। অলৌকিক ও জাগ্রত। সবচেয়ে পবিত্র স্থান।

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • বাবা দুলাল বিপত্তারিণী চণ্ডী মাতাকে স্বপ্নে দেখেননি, খোলা চোখে দেখেছিলেন এক সুন্দরী কিশোরীর ছদ্মবেশে এবং তারপর তিনি নতুনভাবে বিপত্তারিণী চণ্ডী ব্রত (পূজা) শুরু করেন। তিনি ভক্তদের সর্বদা মা বিপত্তারিণী চণ্ডীকে মা হিসেবে পূজা করতে বলেছেন, দেবীরূপে নয়। সাধক বাবা দুলাল একটানা ৩ দিন এগল মারমেলোস (বেল গাছ-বিলও বৃক্ষ) গাছের নিচে ধ্যান করেন। ৩য় দিন সন্ধ্যার সময় বাবা দুলাল মা বিপত্তারিণী চণ্ডীর পূর্ণ কৃপা দেখতে পান।
    রাজপুর বিপত্তারিণী চন্ডী বাড়ীতে এগল মারমেলোস গাছটি অবস্থিত, তাই এই ঘটনার পর বাবা দুলাল তার স্ত্রী ও অনুসারীদের সাথে সেখানে বসবাস শুরু করেন। তিনি প্রচার করেছিলেন যে যখন কেউ বিপদে পড়েন তখন এই শব্দটি "জয় মা বিপত্তারিণী চণ্ডির জয়" 3 বার উচ্চারণ করুন এবং মা সেই সমস্যা থেকে রক্ষা করবেন।
    বাংলা ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর আষাঢ় মাসে (জুন-জুলাই) বার্ষিক উৎসব হয়।
    বিপত্তারিণী চণ্ডী ব্রত (পূজা) দেবী বিপত্তারিণী চণ্ডীকে উৎসর্গ করা হয়। আষাঢ় মাসে মঙ্গলবার রথযাত্রার পরে এবং উল্টো রথের আগে ব্রত-উৎসব পালন করা হয়।
    ভক্তরা দেবী বিপত্তারিণী চণ্ডীর আশীর্বাদ লাভ করে পরিবারকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করতে সক্ষম হবেন।
    বিপত্তারিণী চণ্ডীব্রত (পূজা) এর আগের দিন, ব্যক্তি শুধুমাত্র নিরামিষ খাবার বেছে নেয়।
    মন্দিরে ঈশ্বর ও দেবীর বিভিন্ন অবতারের মূর্তি রয়েছে, এগল মারমেলোস গাছটি চারপাশে আবদ্ধ এবং দর্শনার্থীদের সীমানা অতিক্রম করতে সীমাবদ্ধ রয়েছে। চণ্ডীবাড়ি পরিদর্শন করার সময়, একজন আধ্যাত্মিক গুরু বাবা দুলাল এবং তার স্ত্রী ধ্যান কক্ষে তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে যেতে পারেন। স্থানটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং ভক্তিমূলক তাৎপর্যপূর্ণ।
    আরতি আবার আধ্যাত্মিক অনন্তকালের অনুপ্রেরণা। এটি শুরু হয় শিব-রাত্রির পর থেকে কালী পূজা পর্যন্ত এবং তারপর সন্ধ্যা 4-30 টায়, ঢাক (যন্ত্র বাজানো) হংসের আওয়াজ দিয়ে, পুরোহিত (পুরোহিত) মা বিপত্তারিণীর বাণী (প্রচার) দিয়ে শুরু করেন। ষন্ডায় আরতি। ষন্ড্যা আরতির এই ঐশ্বরিক অনুগ্রহ আধ্যাত্মিক ভক্তদের বিমোহিত করে। পশ্চিমবঙ্গের রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়িকে ভারতের সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়।
    মায়ের ভোগ প্রতি মঙ্গল শনি ও রবিবার সন্ধ্যা আরতির পর বিনামূল্যে পাবেন।
    যদি ভোগের ব্যয়ভার নিতে চান তাহলে 5001 টাকা দিয়ে সেটা নিতে পারেন।তার জন্য মঙ্গল শনি আর রবিবার একটু আগে গিয়ে যোগাযোগ করতে হবে।
    Contact No: 8017173597/9830068991
    Song:Cozy-place-chill
    Music:Keys of moon

Комментарии • 27

  • @SikhaNandan-oe5me
    @SikhaNandan-oe5me 18 дней назад +4

    জয় মা বিপত্তারিণী মা গো তুমি আমাদের ‌সবাই কে ভালো রেখো

  • @sonaligupta1132
    @sonaligupta1132 19 дней назад +2

    জয় মা বিপততারীনি..🙏🏿🙏🏿

  • @alokanandamukherjee6338
    @alokanandamukherjee6338 19 дней назад +2

    Jai Maa Bipattarini Chandi r Jai 🌺❤️🙏🙏🙏

  • @parthachakraborti174
    @parthachakraborti174 21 день назад +2

    জয় মা

  • @srabonidutta4394
    @srabonidutta4394 25 дней назад +3

    Mandir apurba sundar....ar...mandir er poribes khub poriskar...sab..Milia asadharon...ar uposthapana..khub bhalo..❤❤❤❤

  • @LILYNANDI
    @LILYNANDI 17 часов назад +1

    জয় মা বিপদ তারিনী চন্ডীর জয় ❤❤❤

  • @madhusudandas5082
    @madhusudandas5082 20 дней назад +2

    Joy maa bipodtarini chabdi

  • @runaghosh1569
    @runaghosh1569 20 дней назад +2

    Joy ma bipadtarini🙏🙏🙏

  • @Tripandnature
    @Tripandnature 24 дня назад +3

    Jai maa

  • @swapnaacharya7060
    @swapnaacharya7060 23 дня назад +2

    Khub valo laglo dekhe.

  • @sulekhasau3319
    @sulekhasau3319 13 дней назад +1

    Joy ma bipottarini chandir mar joy

  • @etalysingha3855
    @etalysingha3855 22 дня назад +2

    আমি গেছি জয় মা জয় মা,,,,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @minati-bn6lf
    @minati-bn6lf 8 дней назад +1

    Joy maa bipadtarini khub sundor

  • @sulekhasau3319
    @sulekhasau3319 13 дней назад +1

    Joy ma.bipodtarini

  • @sreoshibanerjee2390
    @sreoshibanerjee2390 25 дней назад +4

    জয় মা সবাই কে বিপদ থেকে রক্ষা করো❤🙏❤🙏

  • @KamalKumarMukherjee-l2f
    @KamalKumarMukherjee-l2f 12 дней назад +1

    জয় মা আমার প্রণাম নিও।সবাইকে ভালো রেখো।

  • @shikhaghatak5661
    @shikhaghatak5661 18 дней назад +1

    Darun laglo

  • @simamukherjee2815
    @simamukherjee2815 9 дней назад

    Very nice.

  • @TravelByBedanso
    @TravelByBedanso 24 дня назад +1

    জয় মা বিপত্তারিণী মা 🎉🎉🎉

  • @pushpitadas4466
    @pushpitadas4466 24 дня назад +1

    Jay bipadtarini chadi maa Amar bipad theke rakkha koro maa🙏🙏🙏

    • @Vloggersubho02
      @Vloggersubho02  24 дня назад +1

      ধন্যবাদ। মা নিশ্চিত করবে

  • @MalobikaGupta-w2y
    @MalobikaGupta-w2y 19 дней назад +1

    Ĵoy. Ma. Ɓipod. Tarìni oder sonsarre santi dao

  • @SankhaMitra
    @SankhaMitra 24 дня назад +1

    Joy maa bipadtarini 🙏🌺🌺🙏. Prasad paour jonno contact number dile bhalo hoto & prasad mullo koto janaben.

    • @Vloggersubho02
      @Vloggersubho02  24 дня назад +1

      ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।আপনার জিজ্ঞাসা description এ আপডেট করা আছে দেখে নেবেন।