সত্যি সোমক দার লেখার দারুন হাত আছে.. তাছাড়াও অগ্নি দা lagwanti দি সবাই দারুন ভাবে বললে গল্পটা। " এই, ফার্স্ট ইয়ার" আজও আমার হৃদয়ের অনেক টা জায়গা জুড়ে রয়েছে,তবে তারপর আজ যেমন ভাবে current হটাৎ চলে গেলো, এটাও অনেকদিন মনে থাকবে,তোমরা সবাই খুব ভালো থেকো,এবং এভাবেই আমাদের সাথে থেকো।❤️❤️❤️❤️❤️👍
Ekdom thik bolechen apni , karon Sunday Suspense e new voice actor ra ekhon kobza kore niyeche ekhon na ache Mir Sir ar na ache Deep sir , byomkesh bakshi, feluda , taranath tantrik ar professor shonku 😭😭...
এখন আর ওর সাথে সেরোম কথা হয় না। শুধু ঝগড়া হয়। তাই এটা শুনতে শুনতে ওর সাথে নিজেকে imagine করছিলাম। বেশ ভালো লাগলো। তোমাদের গল্পের মধ্যে দিয়েই আমি ওর সাথে কিছুটা সময় কাটালাম মনে মনে।❤
এটা নিয়ে প্রেম ডট কম দুবার শুনলাম প্রথমটা শুনেছিলাম একজনের জোর করাতে বলা যেতে পারে লিংকটা সে এই দিয়েছিল আর আজকে নিজের ইচ্ছায় ..….. সারাদিনের ক্লান্তির শেষে ব্যাস একটু প্রেম ডট কম আর সে কে তা না বলাই বাহুল্য ☺️☺️ ধন্যবাদ আপনাদের এভাবে আমাদের মনোরঞ্জন করার জন্য। 🌻🍁
জীবনের কোনো না কোনো একটা মূহুর্তে এসে মনে হয়, একটা অনুভুতি হয়, যেন একসঙ্গে এতদিন ধরে থাকা দুটো মানুষের দুজন দুজনের প্রতি অনেক অভিযোগ জন্মেছে, অনেক পরিবর্তন এসেছে। কখনও আবার নিজেকে আমরা এটা ভাবতেও বাধ্য করি যে, এটা ভুল, আমরা ভুল, এভাবে চলা যায় না ইত্যাদি ইত্যাদি। তবে আদতে, ওগুলো অভিযোগ না, ওগুলো রোজ জমতে থাকা ছোট্ট ছোট্ট অভিমানের পাহাড় যেটা একটা মূহুর্তেই ধ্বংস হয়ে যায়, আর ঐটা আসলে পরিবর্তন না, ওগুলো দিনের পর দিন জীবন আর সময়ের চাপে অনিচ্ছাকৃত ভাবে একে অপরের জন্য ভাবতে ভুলে যাওয়া। আর ভুল ঠিকের কথা থাক না হয়। একটা কথা কী জানেন তো? সাধারনত আমরা কোনো সত্যিকারের ভুল কাজ করে যতবার না ভাবি যে সেটা ভুল, তার থেকেও অনেকবেশি বার জীবনের সবথেকে ঠিক কাজটা করে ভাবি , কোনো ভুল করলাম না তো? কারন জানা নেই, তবে হয়তো নিজেও ভাবতে পারি না আমরা যে এতটা ঠিকও হয়, তাই প্রশ্ন করি মনকে। যাই হোক, মানুষ নিজেই বোঝে সব, সবটা। শুধু কেউ কয়েক ঘন্টায় আর কেউ কয়েক বছরে।
আহা ❤️ কি দারুণ ❤️আমি just visualise করছিলাম পুরো গল্প টাকে ❤️ কতো বারো ভেবেছিনু গানটির সংযোজন ..শেষে আরো মন টা ছুঁয়ে গেলো❤️..খুবই বাস্তব আজকের অডিও story টা ❤️..somak da aro lekha chai kintu 🌝❤️
Current যাওয়া টা আমারও personally খুব প্রিয়, যদিও আমি সেই সময় প্রকৃতির র্নির্ভেজাল আলোর ওপরই ভরসা বেশি রাখি ... ভালোবাসার মানুষের চেয়ে... কিন্তু গল্পটা খুব সুন্দর ....🍁🍁🍁
এটা একদম সত্যি কথা যে আগে কারেন্ট চলে গেলে পরিবারের সদস্যরা সবাই মিলে ছাদে বসে নানান বিষয়ে গল্প করতাম ,সেই দিনগুলি খুবই মজার ছিল কারণ আগে এত টেকনোলজি উন্নত ছিল না আর এখন কারেন্ট গেলেও সবাই ফোন নিয়ে ব্যাসত হয়ে পড়ি আমারা । এখন অনেক উন্নত মানের টেকনোলজি বেরিয়েছে যোগাযোগ করার জন্য শুধু ইচ্ছে থাকতে হবে কথা বলার জন্য , কিন্তু যোগাযোগ থাকলেও বা অনলাইন থাকলেও কথা বলার সুযোগ থাকলে বা ইচ্ছে থাকলেও কেউ কারোর সাথে কথা বলে না, আর এটাও সত্যি যে একসঙ্গে দুটি কাজ করা অনেক সময় কঠিন হয়ে যায় । আর গল্পের audio ,গান, presentation সব খুব ভালো হয়েছে । খুবই ভালো লেগেছে ।
দৈনন্দিন জীবন থেকে এরকম ছোট্ট ছোট্ট কিছু ভালো লাগার মুহূর্তগুলোকে নিজেদের জন্য একটু হলে বাঁচিয়ে রাখা দরকার এটা হল জীবনের অক্সিজেন যেটা এই টক্সিক জীবনে খুব দরকার।
সত্যি জীবনের দৌড়ে সবাই দৌড়াতে দৌড়াতে একদিন সম্পর্কগুলোকে সময় দিতে ভুলে যায় এই এক মুহূর্তের লোডশেডিং কিছুটা হলেও সম্পর্ক গুলোকে নতুন করে করে তোলে আবার নতুন করে জীবনে ছুটে চলার প্রেরণা যোগায় খুব ভালো লাগলো গল্পটা❤❤❤❤❤❤❤❤❤🙏
Aaahaaa.. Sitkale bibekananda park e sondher prem ta alada level er e romantic hoi.. R songhe dudh cha. Just 😌☮️❤ Purono anek valobasar sriti jege uthlo💞thak you mirchi & and prem. Com❤
Oho somak guru ki likhecho fatiye diyecho puro🔥🔥🔥Agni and Devi also excellent ..sotti chotobela r current off hoye jaoar din gulo khub miss kori ..joto boro hochi life ta jno complicated hoye jache aro ar icha kore na boro hote
গতকাল রাতে গল্পটা শুনে ওঠা হয়নি... তাই আজ ভোরে গল্পটা শুনলাম... অসাধারণ একটা গল্প... Thanks to somak da... for this story writing 😊 and also thanks Mirchi Agni & Debi Saha for reading this unique love story❤
সত্যিই,এই ষোলো মিনিট যেন আলাদা জগতে চলে গিয়েছিলাম।জীবনের বাস্তবতাকে অনুভব করলাম। আর,প্রকৃত প্রেম কখনো মারা যায়না শুধুই আবছা হয়ে যায় কিছু সময়ের জন্য। ধন্যবাদ,মির্চি বাংলার প্রেম ডট কম টিমকে🥰🥰🥰
এই ধরনের গল্প খুব প্রায়ই শোনা যায় কিছু আলাদা রকমের গল্পের আশায় সারা সপ্তাহ অপেক্ষায় থাকি,,তাছাড়া গল্পের সময় টা কমতে কমতে ১ মিনিট হবার উপক্রম হচ্ছে।
ধৈর্য ধরে কথা বলা আর ধৈর্য ধরে কথা শোনা এই দুটো দিয়েই জীবনের অনেক সমস্যার সমাধান খুব সহজেই করা যেতে পারে কিন্তু ধৈর্যের যে বড় অভাব.... আর বর্তমান যুগে ইনভার্টার এর জন্য লোডশেডিংয়ের বড় অভাব
Thik kotodin je current jawa raater ondhokar dekhini Thik kotodin je lukochuri khela hoini,dhoppa dewa hoini Current gele Chaitam thaak ekhon na asuk Onk golpo hobe bhuter,bhoi khawa hobe onk Thanks to Mirchi Bangla for this golden moment of those days❤
সবাই বলে প্রেমে পড়লে মানুষ নাকি সাহিত্য লিখতে শেখে,, আর বিচ্ছেদ হলে সাহিত্য বুঝতে শেখে,..... Valobasar prothom dine joto ta kotha dewa jay, joto ta valobasa thake at the end of the day sei valobasa ta fike na hoye porle hoyto kichu kichu relationship tike jeto.... And end of the day eke opor ke bujhte hobe..... Nijeder anondo jodi vag kore newa jay taholee kosto ta o vag kore nite hoy.... ❤❤❤golpo ta sera ache.... Thanks to team mirchi bangla..... ❤❤
অন্ধকারের মধ্যেও অদ্ভুত একটা আলো আছে, তবে তা উপলব্ধির জন্য অন্ধকারটা প্রয়োজন... তাই হয়তো এমন হঠাৎ current চলে যাওয়া মুহূর্তগুলোর দরকার আছে, রাত্রি শেষে ভোরটাকে অনুভব করার জন্যে.. ✨❤️
It's just 2hrs , this video is uploaded 🙂 and I usually don't follow or listen mirchi 🙂 but today I find it suddenly and I think this video is made for me 😌 I can relate this with my current situation and find my every ans from this vdo 😌😇❤ Thanks a lot
27/10/22tarik dupur theke 5:30pm porjonto current chilona prothom ber,sotti ei golpota amr favourite list e gelo,Devi di r agni da are both too good, lajvanti di surute thik boleche...👍👍
খুব সুন্দর একটা উপস্থাপনা। খানিকটা একই পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছিলাম আমি, কিন্তু এখন feel better. চা, কচুরির প্ল্যানটা এবার আমিও করে ফেলবো কোনোদিন sunrise দেখতে দেখতে।
সদ্য ব্রেক আপ, এই এপিসোড টা যদি ব্রেক আপ এর আগের রাতে আসতো, আজ হয়তো মনের এমন সমস্যা হতো না। একে অপরের কথাটা শোনা হয়ে ওঠেনি। তার সাথে আবার যে কবে প্রেম ডট কম শুনতে পাবো তার অপেক্ষায় রইলাম, হয়তো আর কোনো দিনই নয়।
এই জন্যই কোথায় যেনো একটা শুনেছি ভালোবাসার মানুষটার সাথে marry হলে মানুষ টা হয়তো থাকে তবে ভালোবাসাটা না আর না পেলে ভালোবাসাটা থাকে || মনে হয় দ্বিতীয়টায় বেশী প্রাপ্তী😌 |
Facobook live ta dekhar por thekei prochondo excited chhilam😁❤️😁❤️ somak da tu si great ho 😌 r agni da r oh janeman uff ei tone ta 💘👌💘👌 golpo take onno level e niye chole gachhe 😍😍😍😍
Ei golpo ta sathe Agni dar golai gan ta sune sob jno valo hoye galo kothao jno... Somosto na thakar majhe jno kothao kichu aktu paouya... Asolei life complicated... ✨
Sokal belar ekta tanda howa pelam..😌 i am from krishnagar.. jogodhatri pujo cholchilo shohor jure.. and ami khod burima pujor sathy jukto.. And that's why i watch this episode this time..but honestly mon halka kora khusi kora, chesta chaliye jowar goloo sune dill ta garden hote gelo..
এভাবেই ফিরে আসুক সম্পর্কের মেলবন্ধন খুব ভালো presentation team Try to keep it up and present all like this We always singles are here to enjoy those storylines One again 🎉❤😊you nailed it
Ki darun❤ ajkaal ae hetric lifestyle a kacher manush gulor sate mon khule kothaa bolar time o iccha kono tai pawa jaina. Akbaar mon khule kotha bolle koto kichu jana jai😌😌
এত mature অগ্নি র voice আগে শুনিনি, ওফ সেরা, আর গল্প টাও, আমি আগে কোনদিন প্রেম ডট কম শুনিনি, সেরা
প্রেমডটকম-এর প্রেমে পড়লে আলাদা করে আর প্রেম করার দরকার নেই 😌❤✨
Ja bolecho guru
Ekdom e thik bolechen dada
akdom thik bole6o yr
Ja bolecho..
Agree😂😂
সত্যি সোমক দার লেখার দারুন হাত আছে.. তাছাড়াও অগ্নি দা lagwanti দি সবাই দারুন ভাবে বললে গল্পটা। " এই, ফার্স্ট ইয়ার" আজও আমার হৃদয়ের অনেক টা জায়গা জুড়ে রয়েছে,তবে তারপর আজ যেমন ভাবে current হটাৎ চলে গেলো, এটাও অনেকদিন মনে থাকবে,তোমরা সবাই খুব ভালো থেকো,এবং এভাবেই আমাদের সাথে থেকো।❤️❤️❤️❤️❤️👍
"Khub helpless lage, mayer kache jete icche kore" this line is just ❤️
একদমই
Hmm
গল্প টা অপুর্ব ছিল। শোনা শেষ হওয়ার পর দেখি কখন আমার মুখে বিশাল চওড়া একটা হাসি এসে গেছে 😅 থ্যাংকস মিরচি😊
এখন রবিবারের থেকে শুক্রবারকে মিস করি কারণ সানডে সাসপেন্স এখন আর আগের মতো হয় না তাই শুক্রবারের প্রেম ডট কম শুনে মিরচি বাংলাকে ধন্যবাদ জানাতে হয়😊
একদম ঠিক বলেছেন 😊😊
Same here
Ekdom thik bolechen apni , karon Sunday Suspense e new voice actor ra ekhon kobza kore niyeche ekhon na ache Mir Sir ar na ache Deep sir , byomkesh bakshi, feluda , taranath tantrik ar professor shonku 😭😭...
Kadom thik
Kadom thik
এখন আর ওর সাথে সেরোম কথা হয় না। শুধু ঝগড়া হয়। তাই এটা শুনতে শুনতে ওর সাথে নিজেকে imagine করছিলাম। বেশ ভালো লাগলো। তোমাদের গল্পের মধ্যে দিয়েই আমি ওর সাথে কিছুটা সময় কাটালাম মনে মনে।❤
এটা নিয়ে প্রেম ডট কম দুবার শুনলাম প্রথমটা শুনেছিলাম একজনের জোর করাতে বলা যেতে পারে লিংকটা সে এই দিয়েছিল আর আজকে নিজের ইচ্ছায় ..….. সারাদিনের ক্লান্তির শেষে ব্যাস একটু প্রেম ডট কম আর সে কে তা না বলাই বাহুল্য ☺️☺️
ধন্যবাদ আপনাদের এভাবে আমাদের মনোরঞ্জন করার জন্য।
🌻🍁
জীবনের কোনো না কোনো একটা মূহুর্তে এসে মনে হয়, একটা অনুভুতি হয়, যেন একসঙ্গে এতদিন ধরে থাকা দুটো মানুষের দুজন দুজনের প্রতি অনেক অভিযোগ জন্মেছে, অনেক পরিবর্তন এসেছে। কখনও আবার নিজেকে আমরা এটা ভাবতেও বাধ্য করি যে, এটা ভুল, আমরা ভুল, এভাবে চলা যায় না ইত্যাদি ইত্যাদি। তবে আদতে, ওগুলো অভিযোগ না, ওগুলো রোজ জমতে থাকা ছোট্ট ছোট্ট অভিমানের পাহাড় যেটা একটা মূহুর্তেই ধ্বংস হয়ে যায়, আর ঐটা আসলে পরিবর্তন না, ওগুলো দিনের পর দিন জীবন আর সময়ের চাপে অনিচ্ছাকৃত ভাবে একে অপরের জন্য ভাবতে ভুলে যাওয়া। আর ভুল ঠিকের কথা থাক না হয়। একটা কথা কী জানেন তো? সাধারনত আমরা কোনো সত্যিকারের ভুল কাজ করে যতবার না ভাবি যে সেটা ভুল, তার থেকেও অনেকবেশি বার জীবনের সবথেকে ঠিক কাজটা করে ভাবি , কোনো ভুল করলাম না তো? কারন জানা নেই, তবে হয়তো নিজেও ভাবতে পারি না আমরা যে এতটা ঠিকও হয়, তাই প্রশ্ন করি মনকে। যাই হোক, মানুষ নিজেই বোঝে সব, সবটা। শুধু কেউ কয়েক ঘন্টায় আর কেউ কয়েক বছরে।
এই একটা শুক্রবারের জন্য আমরা গোটা সপ্তাহ অপেক্ষা করি।প্রেম ডট কম ইজ লাভ🥺❤️
Sotti🙃🙃🙃🙃
Hya robi bar ta bodle akn sukro bar hoye gache
Akdom hok kotha 😌❤
Are you single
Jodio i love it
আহা ❤️ কি দারুণ ❤️আমি just visualise করছিলাম পুরো গল্প টাকে ❤️
কতো বারো ভেবেছিনু গানটির সংযোজন ..শেষে আরো মন টা ছুঁয়ে গেলো❤️..খুবই বাস্তব আজকের অডিও story টা ❤️..somak da aro lekha chai kintu 🌝❤️
Current যাওয়া টা আমারও personally খুব প্রিয়, যদিও আমি সেই সময় প্রকৃতির র্নির্ভেজাল আলোর ওপরই ভরসা বেশি রাখি ... ভালোবাসার মানুষের চেয়ে...
কিন্তু গল্পটা খুব সুন্দর ....🍁🍁🍁
"একটু কাছে আসতে পারো, হঠাৎ ছুটি আজ তোমারও
আর যা কিছু ভুলো
কথার আর কী দরকার, অনেকদিন পরে আবার
লোডশেডিং হলো।"
-কবীর সুমন ❤
Very nice 🩷🩷
এই একটা 16 minutes er audio story যেটা শুনে সারা সপ্তাহ মন ভারী হয়ে থাকাটা হালকা হয়ে যায়। Thankyou so much ❤️
এটা একদম সত্যি কথা যে আগে কারেন্ট চলে গেলে পরিবারের সদস্যরা সবাই মিলে ছাদে বসে নানান বিষয়ে গল্প করতাম ,সেই দিনগুলি খুবই মজার ছিল কারণ আগে এত টেকনোলজি উন্নত ছিল না আর এখন কারেন্ট গেলেও সবাই ফোন নিয়ে ব্যাসত হয়ে পড়ি আমারা । এখন অনেক উন্নত মানের টেকনোলজি বেরিয়েছে যোগাযোগ করার জন্য শুধু ইচ্ছে থাকতে হবে কথা বলার জন্য , কিন্তু যোগাযোগ থাকলেও বা অনলাইন থাকলেও কথা বলার সুযোগ থাকলে বা ইচ্ছে থাকলেও কেউ কারোর সাথে কথা বলে না, আর এটাও সত্যি যে একসঙ্গে দুটি কাজ করা অনেক সময় কঠিন হয়ে যায় ।
আর গল্পের audio ,গান, presentation সব খুব ভালো হয়েছে । খুবই ভালো লেগেছে ।
দৈনন্দিন জীবন থেকে এরকম ছোট্ট ছোট্ট কিছু ভালো লাগার মুহূর্তগুলোকে নিজেদের জন্য একটু হলে বাঁচিয়ে রাখা দরকার এটা হল জীবনের অক্সিজেন যেটা এই টক্সিক জীবনে খুব দরকার।
সত্যি জীবনের দৌড়ে সবাই দৌড়াতে দৌড়াতে একদিন সম্পর্কগুলোকে সময় দিতে ভুলে যায় এই এক মুহূর্তের লোডশেডিং কিছুটা হলেও সম্পর্ক গুলোকে নতুন করে করে তোলে আবার নতুন করে জীবনে ছুটে চলার প্রেরণা যোগায় খুব ভালো লাগলো গল্পটা❤❤❤❤❤❤❤❤❤🙏
Aaahaaa.. Sitkale bibekananda park e sondher prem ta alada level er e romantic hoi.. R songhe dudh cha. Just 😌☮️❤
Purono anek valobasar sriti jege uthlo💞thak you mirchi & and prem. Com❤
Eto sundor lovestory premdotcom er pokheyi somvob......lots of love 💕 to Debi, Agni and of course Somak
Ufff.....গানের গলাটা....সারা সপ্তাহের ক্লান্তি দূর হয়ে যায় ❤️✨
আমি ঠিকাছি। এতো লম্বা গল্পের জন্যেই তো সারা সপ্তাহ অপেক্ষা করি🙃
Yes
Golpo valo holei holo...boro hotei hobe emon kono maane nei.
Yes🥲🥲
😂😂😂😂
Setaii every week taii hyyy🥴
Oho somak guru ki likhecho fatiye diyecho puro🔥🔥🔥Agni and Devi also excellent ..sotti chotobela r current off hoye jaoar din gulo khub miss kori ..joto boro hochi life ta jno complicated hoye jache aro ar icha kore na boro hote
Season Finale যেনো কোনো দিন না আসে।। 🥰🥰🥰
Ekdom
ব্রেকআপ দুক্ষু ও ভুলতে বসেছি.....😊
বুঝতে পারছি একটু একটু করে ট্রাকে ফিরে আসছি ঠিক এক বছর পরে...
তোমাদের সকলকে ধন্যবাদ
গতকাল রাতে গল্পটা শুনে ওঠা হয়নি... তাই আজ ভোরে গল্পটা শুনলাম... অসাধারণ একটা গল্প...
Thanks to somak da... for this story writing 😊
and also thanks Mirchi Agni & Debi Saha for reading this unique love story❤
সত্যিই,এই ষোলো মিনিট যেন আলাদা জগতে চলে গিয়েছিলাম।জীবনের বাস্তবতাকে অনুভব করলাম।
আর,প্রকৃত প্রেম কখনো মারা যায়না শুধুই আবছা হয়ে যায় কিছু সময়ের জন্য।
ধন্যবাদ,মির্চি বাংলার প্রেম ডট কম টিমকে🥰🥰🥰
এই ধরনের গল্প খুব প্রায়ই শোনা যায় কিছু আলাদা রকমের গল্পের আশায় সারা সপ্তাহ অপেক্ষায় থাকি,,তাছাড়া গল্পের সময় টা কমতে কমতে ১ মিনিট হবার উপক্রম হচ্ছে।
অমি হারিয়ে যাই এক অনুভূতির দুনিয়ায় ❤️❤️, যেখান থেকে চাই সারা জীবন♥️♥️। লাভ ইউ প্রেম । কম
ধৈর্য ধরে কথা বলা আর ধৈর্য ধরে কথা শোনা এই দুটো দিয়েই জীবনের অনেক সমস্যার সমাধান খুব সহজেই করা যেতে পারে কিন্তু ধৈর্যের যে বড় অভাব.... আর বর্তমান যুগে ইনভার্টার এর জন্য লোডশেডিংয়ের বড় অভাব
প্রথম আলাপেই প্রেমে পরে গেলাম 'প্রেম ডট কম'-এর।
অপূর্ব উপস্থাপনা ❤️
Too good and romantic❤️❤️❤️... Mon ta kharap hoye gelo sudhu ekta partner er ovabe...😢😢
Thik kotodin je current jawa raater ondhokar dekhini
Thik kotodin je lukochuri khela hoini,dhoppa dewa hoini
Current gele Chaitam thaak ekhon na asuk
Onk golpo hobe bhuter,bhoi khawa hobe onk
Thanks to Mirchi Bangla for this golden moment of those days❤
গল্পটা এই সময়ে র জন্য এক দম ঠিক খুব সুন্দর
Just could not resist my lips to smile...kotodin por ato bhalo akta golpo sunlam...mon ta just bhore gelo..thank you for this
সবাই বলে প্রেমে পড়লে মানুষ নাকি সাহিত্য লিখতে শেখে,, আর বিচ্ছেদ হলে সাহিত্য বুঝতে শেখে,..... Valobasar prothom dine joto ta kotha dewa jay, joto ta valobasa thake at the end of the day sei valobasa ta fike na hoye porle hoyto kichu kichu relationship tike jeto.... And end of the day eke opor ke bujhte hobe..... Nijeder anondo jodi vag kore newa jay taholee kosto ta o vag kore nite hoy.... ❤❤❤golpo ta sera ache.... Thanks to team mirchi bangla..... ❤❤
অগ্নি দার গলায় গান টা শোনার পর Mirchi বাংলার উপর অভিমান অনেকটা শিথিল হয়েছে😌❤️
Wish to purno holo 🤩
R sunte sunte current o gelo 🌚💫
অন্ধকারের মধ্যেও অদ্ভুত একটা আলো আছে, তবে তা উপলব্ধির জন্য অন্ধকারটা প্রয়োজন...
তাই হয়তো এমন হঠাৎ current চলে যাওয়া মুহূর্তগুলোর দরকার আছে, রাত্রি শেষে ভোরটাকে অনুভব করার জন্যে.. ✨❤️
আহা দারুন বলেছিস❤️❤️
হাজির হয়ে গেলো অসমম্ভব ভালোবাসা ❤️🥺
না জানি কখন একটা হাসি মুখের উপর ভেসে ওঠে এলো ❤️❤️
সোমক দা !! 💖 ফাটিয়ে দিয়েছো গুরু 🔥 সাথে অগ্নি দা ও দেবী দি । উফফ সেরা সেরা ...
It's just 2hrs , this video is uploaded 🙂 and I usually don't follow or listen mirchi 🙂 but today I find it suddenly and I think this video is made for me 😌 I can relate this with my current situation and find my every ans from this vdo 😌😇❤ Thanks a lot
Uffff just fatafati 🥰🥰♥️♥️😘😘
Monta just valo hoye galo .
Ooo ,
SOMAK da What story have you written .
But we want the story to be bigger next time .
What a story ❤️❤️❤️❤️
Good
Sunrise is sunrise আমরা তো তাকিয়ে থাকবো আকাশের দিকে আর আকাশ তো সবজায়গায় এক, ভোরের আকাশ আর রবীন্দ্রনাথ..এই তো জীবন
16 min e mon bhalo koranor moto magic ta khali team Mirchi I jane ♥️
27/10/22tarik dupur theke 5:30pm porjonto current chilona prothom ber,sotti ei golpota amr favourite list e gelo,Devi di r agni da are both too good, lajvanti di surute thik boleche...👍👍
Agni r golay "kotobar o vebechinu" ta just osadharon lagche💜💜💜💜💜💜
খুব সুন্দর একটা উপস্থাপনা। খানিকটা একই পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছিলাম আমি, কিন্তু এখন feel better. চা, কচুরির প্ল্যানটা এবার আমিও করে ফেলবো কোনোদিন sunrise দেখতে দেখতে।
এমন করে হঠাৎ একদিন কারেন্ট অফ হলে দুজন মিলে সময় কাটাতে বেশ ভালই লাগবে। ❣️✨
Kub mishti lgeee gooo vison❤️💌
Agni dar golay Rabi thakurer song khb valo lage sunte.r ajker story ta akta onn emotion ane dilo.❤️
সদ্য ব্রেক আপ, এই এপিসোড টা যদি ব্রেক আপ এর আগের রাতে আসতো, আজ হয়তো মনের এমন সমস্যা হতো না। একে অপরের কথাটা শোনা হয়ে ওঠেনি। তার সাথে আবার যে কবে প্রেম ডট কম শুনতে পাবো তার অপেক্ষায় রইলাম, হয়তো আর কোনো দিনই নয়।
Iss😢
Thank you Premdotcom for choosing this topic.. ❤❤
Thank you PremDotCom, for this 16mins, I get lost onto a different world. Don't care abt the duration. Every story is worth it ❤️
Just love this series ❤️❤️❤️ hat's off to all of the members of mirchi bangla team...
মন ভালো করার একটাই ওষুধ আমার প্রেম ডট কম 💖💖💖 অনেক অনেক ভালো বাসা তোমাদের জন্য
উফফ দারুন দারুন শুনতে শুনতে বার বার Blush করছি thank you Team PremDotKom ❤️
প্রেম ডট কম যত শুনছি তত মুখরিত হচ্ছি সত্যি দারুন লাগলো !!
অগ্নিদার গলায় গান আর সোমকদার লেখায় অসামান্য এক গল্প 💖💖
Uff golpo ta just mon chua gelo... ❤️Ak akta din ar opekhai sara soptaho thaka ❤️❤️❤️
অনেক ভালো লাগলো আজকের গল্প। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর গল্প প্রচার করার জন্য। বিশেষ ধন্যবাদ সমুক দাদাকে।
এই জন্যই কোথায় যেনো একটা শুনেছি ভালোবাসার মানুষটার সাথে marry হলে মানুষ টা হয়তো থাকে তবে ভালোবাসাটা না আর না পেলে ভালোবাসাটা থাকে || মনে হয় দ্বিতীয়টায় বেশী প্রাপ্তী😌 |
প্রেম ডট কম এর গল্প শুনলে পুরনো কিছু স্মৃতি মনে পড়ে 😊। অসম্পুর্ণ ভালোবাসা খুবই কষ্টকর হয়ে থাকে । 🙃
Premdotkom is valobasa 😌❤
Osadharon laglo, & the best ending 🍁✨
Prem Dot Com season 3 er eta best story..😍😍❤❤
And Mirchi Agni r Gaan ta just Awesome ❤❤..
সেকেন্ড টাইম শুনলাম 😌🤗❤️আরো যে কতো বার শুনবো তার ঠিক নেই😍💕
Agnir গলায় গান টা খুব ভাল লাগল......আর গল্প টাও মন ছুয়ে গেল
অনেক দিন পর এই গল্পটা বেশ ভালো লাগলো, আশা করছি এমন কোয়ালিটি গল্পই পাব।।
Agni r lajvanti di just assowem 👌 .... love you ❤️ both
Facobook live ta dekhar por thekei prochondo excited chhilam😁❤️😁❤️ somak da tu si great ho 😌 r agni da r oh janeman uff ei tone ta 💘👌💘👌 golpo take onno level e niye chole gachhe 😍😍😍😍
অসাধারণ। এরকম realistic গল্প আরো হোক
Uff ashadharon...just Mon ta khub valo hoye gelo eai 16 Mins e
Ajker jutita puro mon chuye gelo. Nostalgic ❤️
Ei golpo ta sathe Agni dar golai gan ta sune sob jno valo hoye galo kothao jno... Somosto na thakar majhe jno kothao kichu aktu paouya... Asolei life complicated... ✨
This series has to go full worldwide 🔥🔥🔥
Propose korar jonno koto baro vebechhinu gan tai bodhoy sob cheye appropriate...osadharon ekta golpo❤❤❤
This story is really very nice and romantic for couples ❤❤. But unfortunately I am single 😅. Whatever it is very heart touching 💓💓
Sokal belar ekta tanda howa pelam..😌 i am from krishnagar.. jogodhatri pujo cholchilo shohor jure.. and ami khod burima pujor sathy jukto.. And that's why i watch this episode this time..but honestly mon halka kora khusi kora, chesta chaliye jowar goloo sune dill ta garden hote gelo..
Somak da apnar lekha golpo sotti oshadharon ❤️❤️ onek bhalobasa roilo team mirchi bengla..😊❤️
মন টা ভালো হয়ে গেল।thank you প্রেম.কম♥️
এভাবেই ফিরে আসুক সম্পর্কের মেলবন্ধন
খুব ভালো presentation team
Try to keep it up and present all like this
We always singles are here to enjoy those storylines
One again 🎉❤😊you nailed it
দারুন হয়েছে.. Mind টা কেমন fresh হয়ে গেল.. Thank u mirchi team এরকম সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য 😊❤
Ki darun❤ ajkaal ae hetric lifestyle a kacher manush gulor sate mon khule kothaa bolar time o iccha kono tai pawa jaina.
Akbaar mon khule kotha bolle koto kichu jana jai😌😌
রবি ঠাকুর যে আমাদের জীবনের সাথে কতটা জড়িয়ে আছে আবারও প্রমাণ হল💞
What a beautiful and sweet love story! ❤️
I got so lost in my thoughts! 🥺❤️
Ojante i mukhe chowra hasi ase gache. Mind fresh hoyee galo.
Ahhh ki golpo... Onekdin por amn ekta shunlam....... Mon ta just valo hoye gelo
Khub valo lage ai misti sundor golpo gulo, 💖💖💖💖❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
What a coincidence!! Ata sunte sunte stty e current chle gelo😅
এরকম মাঝে মাঝে current হঠাৎ করে যাওয়া দরকার। আর অগ্নি সত্যিই দারুণ❤
প্রেম ডট কম শুনে মনটা ভালো হয়ে যায় Tanks for mirchi all team
ভালো লাগলো খুব, প্রেম ডট কম, So3 E13, CURRENT গেলো হঠাৎ। সারা সপ্তাহ অপেক্ষা করি, সবমিলিয়ে প্রেম এ পরে গেছি, তোমাদের।
এবার 2 মিনিট এর গল্প চাই🙂
Ek tha raja ek thi rani. Shadi kar liya khatam kahani.
❤️মন ভালো করার মতো একটা গল্প ❤️
Somak da, just awesome chirokal✌🏻❤️
ei episode tar jonno jeno sunday suspance er opr jto raag 6lo 1 mass dhore sob jeno gole jol hoye galo
Kalke live er por theke wait korchilam.. just awesome ❤️
Lagwanti dir voice ta khub sundor asadharon....ar agni dar voice tao marattok ❤❤❤❤❤❤❤❤❤
খুব প্রিয় গান ..... আর লেখকের লেখা গুলোও ভীষণ প্রিয় 😇😇
Thakur er gaan mirchi Agni er golay........
Uffff! Just fatafati......... 💖♥️☺️